Channel23.news
পরশ উজির,কাশিয়ানী প্রতিনিধি:
গোপালগঞ্জের কাশিয়ানীতে এক হাজার ইজিবাই, নসিমন ও অটো ভ্যান চালকদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় উপজেলার ভাটিয়াপাড়া রেলস্টেশন মাঠে গোপালগঞ্জ-০১ আসনের সংসদ সদস্য লে: কর্ণেল (অব:) ফারুক খানের নির্দেশক্রমে কাশিয়ানী সদর ইউনিয়নের চেয়ারম্যান মশিউর রহমান খান এসব কম্বল বিতরণ করেন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রথীন্দ্র নাথ রায়, সহকারী কমিশনার (ভূমি) মো. আতিকুল ইসলাম, ওসি মো. আজিজুর রহমান, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন আনু, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মোল্লা, দপ্তর সম্পাদক শহিদুল খন্দকার, ফিরোজ সমাদ্দার উপস্থিত ছিলেন। এসময় কাস্ক বিতরণ করা হয়।
চেয়ারম্যান মশিউর রহমান খান বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে পেরে নিজের কাছে খুব ভাল লাগছে। কাশিয়ানী সদর ইউনিয়নের এক হাজার ইজিবাইক, নসিমন ও অটোভ্যান চালকদের মাঝে নিজস্ব অর্থে এসব কম্বল বিতরণ করা হয়। আগামীতেও মানুষের পাশে থাকবো।