Channel23.news
আলমগীর কবির পল্লব,পাবনা,বেড়া প্রতিনিধিঃ
দল আমাকে মনোয়ন দিলে জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন আসন্ন বেড়া উপজেলা পরিষদের উপ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী, আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী তরুন রাজনৈতিক ব্যক্তিত্ব ,রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ২০০২-২০১০ সালের সাবেক সফল ভিপি, জননেতৃ শেখ হাসিনা কারা বরন কালে নেতৃমুক্তি আন্দোলনের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আহ্ববায়ক ও বলিষ্ঠ নেতৃত্ব দানকারী রাজপথের নেতা, পল্টন জনসভায় জননেতৃ শেখ হাসিনার উপর গ্রেনেড হামলার প্রতিবাদী কন্ঠ, তিনিই একমাত্র নেতা যিনি ২০০৯ সালে ১৩ মার্চ রাজশাহী বিশ্ববিদ্যালয়কে শিবির মুক্ত ঘোষনা করেন, যা ২০ বছর যাবৎ শিবিরের কবলে ছিল।
পরোপরকারী অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কন্ঠস্বর , পাবনা জেলার গর্ব ও বেড়া উপজেলার উজ্জল নক্ষত্র, বঙ্গবন্ধুর আদশের সৈনিক, জননেতৃ শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার কাড়িগর, বাংলাদেশ আওয়ামীর একজন ত্যাগী নেতা, সবার প্রিয় মুখ ,অসহায় নিপীরিত মানুষের প্রতিবাদী হাতিয়ার মোঃ ইব্রাহিম হোসেন মুন।
দলের সিদ্ধান্তকে প্রাধান্য দিয়ে তিনি বলেন, দল যাকে যোগ্য মনে করবে তাকেই মনোনীত করবে তবে আমাকে মনোয়ন দিলে আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী । ইতিমধ্যেই তিনি বেড়া উপজেলার বিভিন্ন এলাকার মানুষের মাঝে একজন উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনার কেন্দ্রবিন্দু। বেড়া উপজেলার সকল এলাকায় তিনি প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এ বিষয়ে আমাদের প্রতিবেদকের প্রশ্নের উত্তরে তিনি বলেন, জনগণের পূর্ন অধিকার ফিরিয়ে দেওয়া, মাদক – সন্ত্রাস নির্মুল, গ্রুপিং মুক্ত আওয়ামী রাজনীতি প্রতিষ্ঠা করা ও অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন সাধন করাই আমার রাজনৈতিক উদ্দেশ্য। তিনি আরও বলেন, রাজনীতি করে বিত্তবান হওয়ার কোন ইচ্ছা আমার নেই।
আমি চাই মানুষের জন্য কাজ করতে, মানুষের পাশে থাকতে। এ সময় তিনি বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনকে বেড়া উপজেলাবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান, প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও বাংলাদেশের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। বেড়া উপজেলার উপ-নির্বাচনে যারা বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন চেয়েছেন তারা সবাই অত্তান্ত দক্ষ ও সুপরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব বলে মন্তব্য করেন তিনি, সবাই একসাথে দলের জন্য কাজ করবেন বলে ব্যাক্তিগত মতামত প্রকাশ করেন ।
উল্ল্যখ: গত ৯ই সেপ্টম্বর বীরমুক্তিযোদ্ধা ও বেড়া উপজেলার সন্মানিত চেয়ারম্যান আব্দুল কাদেরের মৃত্যুতে উপজেলা চেয়ারম্যানের পদটি শূন্য হয়ে পরে । তিনি বীরমুক্তিযোদ্ধা ও বেড়া উপজেলার চেয়ারম্যান প্রয়াত আব্দুল কাদেরের রুহের মাগফিরাত কামনা করেন এবং তিনি ধন্যবাদ জানান তার বন্ধুবান্ধব ও সহযোদ্ধাদের কারণ আজ তার সফলতার পেছনে রয়েছে তাদের অনেক অবদান ।