Channel23.news
সজীব মোল্লা,স্টাফ রিপোর্টারঃ
ফরিদপুরের মধুখালী পৌরসভার ঢাকা-খুলনা মহাসড়কের ২ নং ওয়ার্ডের পশ্চিম গোন্দারদিয়া চরের মাঠ এলাকায় ডাঃ আঃ কাদের মেমোরিয়াল হাসপাতালের নির্মাণ কাজের শুভ উদ্বোধন হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ১১ টায় হাজী মোঃ হারুনুর রশিদের সভাপতিত্বে ও আব্দুর রাজ্জাক রাজার সঞ্চালনায় পবিত্র কোরআন তেলোয়াতের মধ্যে দিয়ে হাসপাতালের সির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানটি শুর“ হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ রেজাউল হক বকু, হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক জিএম মাহাবুব, মধুখালী থানার পরিদর্শক (তদন্ত) রথিন্দ্রনাথ তরফদার, উপজেলা ভাইস চেয়ারম্যান (মহিলা) মোরশেদা আক্তার মিনা, পৌর মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ ইলিয়াছ মিয়া, এ্যাড. আলীউজ্জামান খোকন, হাজী আব্দুল মালেক সিকদার, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আবুল কাশেম আবুল, পৌর কাউন্সিলর মির্জা আবু জাফর, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা শেখ আব্দুল ওহাব, মোঃ হাবিবুর রহমান, লিয়াকত আলী শেখ,মোঃ নজরুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, সাধারণ মানুষের সেবা প্রদান করার লক্ষ্যে অত্র হাসপাতালটি এগিয়ে যাবে। ভবিষ্যতে হাসপাতালটিকে মেডিকেল কলেজে উন্নতি করার জন্য চেষ্টা করা হবে। এক্ষেত্রে সকলেরে সহযোগিতা কামনা করেন কতৃপক্ষনির্মাণ কাজের ভিত্তিপ্রস্তরের ফলক উন্মচন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মোঃ রেজাউল হক বকু।