Channel23.news
পাংশা (রাজবাড়ী) প্রতিনিধিঃ
আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার এই শ্লোগান কে সামনে রখে সারা দেশে একযোগে ৬৬ হাজার ১৮৯ টি পরিবার কে জমি ও গৃহ প্রদান কর্মসূচি শুভ উদ্ভোদন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকালে গনভবন থেকে ভিডিও কনফারেন্স এর মাধ্যেমে উদ্ভোধন করেন।
রাজবাড়ীর পাংশায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলীর সভাপতিত্বে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপস্থিত ছিলেন পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ, উপজেলা ভূমি কর্মকর্তা নুজহাত তাসনীম আওন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি খন্দকার সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক এ এফ এম শফিউদ্দিন পাতা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান গন, সুবিভাভোগী পরিবারের সদস্য গন, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা গন।
এসময় পাংশা উপজেলা বিভিন্ন ইউনিয়নে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান ও প্রয়োজনীও দলিল পত্র হস্তান্তর করা হয়।