Logo
আজঃ বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারী ২০২৫
শিরোনাম

১০ জেলার ওপর দিয়ে বইছে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ

প্রকাশিত:শনিবার ১১ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারী ২০২৫ | ৭৫জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিনিধি: দেশের ১০টি জেলার ওপর দিয়ে যে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বইছে সেটি আগামী ২৪ ঘণ্টা অব্যাহত থাকবে।

শুক্রবার (১০ জানুয়ারি) রাতে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশের পশ্চিমাংশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আর এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

একই সঙ্গে আগামী ৭২ ঘণ্টায় (৩ দিন) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

এ ছাড়া আগামী ২৪ ঘণ্টায় রাজশাহী, পাবনা, নওগাঁ, দিনাজপুর, পঞ্চগড়, যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মৌলভীবাজার ও গোপালগঞ্জ জেলাসমূহের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু এলাকায় অব্যাহত থাকতে পারে। তবে এই সময়ের মধ্যে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

শনিবার (১১ জানুয়ারি) মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের পশ্চিম ও উত্তর পশ্চিম অঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্য জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বলেও জানানো হয়েছে।


আরও খবর

প্রধান উপদেষ্টার আয়নাঘর পরিদর্শন

বুধবার ১২ ফেব্রুয়ারী ২০২৫

এপ্রিল হতে পারে ইউনূস-মোদি সাক্ষাৎ

মঙ্গলবার ১১ ফেব্রুয়ারী ২০২৫




ফুলবাড়ীতে ট্রান্সপ্লান্টার যন্ত্রের মাধ্যমে চারা রোপন উদ্বোধন

প্রকাশিত:মঙ্গলবার ১১ ফেব্রুয়ারী ২০২৫ | হালনাগাদ:বুধবার ১২ ফেব্রুয়ারী ২০২৫ | ৩৭জন দেখেছেন

Image

দিনাজপুর থেকে : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে ট্রান্সপ্লান্টার যন্ত্রের মাধ্যমে ধানের চারা রোপনের বিষয়ে আলোচনা ও আনুষ্ঠানিক ভাবে ট্রান্সপ্লান্টার যন্ত্রের মাধ্যমে চারা রোপন উদ্বোধন করা হয়েছে।

গত (১১ ফেব্রুয়ারী) মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলার পুটকিয়া মোড়ের ট্রান্সপ্লান্টার যন্ত্রের মাধ্যমে ধানের চারা রোপনের বিষয়ে আলোচনায় সভায় উপজেলা কৃষি কর্মকর্তা মোাছাঃ রুম্মান আক্তার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মীর মো. আল কামাহ তমাল। এসময় উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার মোঃ সাহানুর রহমান,কৃষি সম্প্রসারণ অফিসার সঞ্চিতা রায়,উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোছাঃ সহিরন পারভিনসহ স্থানীয় কৃষকগন উপস্থিত ছিলেন। পরে আনুষ্ঠানিক ভাবে ট্রান্সপ্লান্টার যন্ত্রের মাধ্যমে বোরো ধানের চারা রোপন উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মীর মো. আল কামাহ তমাল।

উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ রুম্মান আক্তার জানান, ট্রান্সপ্লান্টার যন্ত্রের মাধ্যমে চারা রোপন করতে প্রতি একরে ১২ কেজি ধানের বীজ লাগে । ২০২৪-২০২৫ অর্থবছরে রবি মৌসুমে বোরো ধান (উফশী) সমলয় বøক প্রদর্শনীর রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের মাধ্যমে এই এলাকার ৫০ জন কৃষক ৫০ একর জমিতে চারা রোপন করবেন।


আরও খবর

সিলেটের চা বাগান গুলো প্রুনিং পদ্ধতি শুরু

মঙ্গলবার ১১ ফেব্রুয়ারী ২০২৫




যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে নতুন দাবানল

প্রকাশিত:বৃহস্পতিবার ২৩ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:বুধবার ১২ ফেব্রুয়ারী ২০২৫ | ১০৩জন দেখেছেন

Image

আন্তর্জাতিক ডেস্ক: লস অ্যাঞ্জেলেস, ২৩ জানুয়ারি: যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে নতুন দাবানল দ্রুত ছড়িয়ে পড়ছে, যা উত্তরের পাহাড়ি অঞ্চলসহ বিশাল এলাকা গ্রাস করেছে। বুধবার (২২ জানুয়ারি) থেকে শুরু হওয়া এই দাবানলে ইতোমধ্যে ৩৯ বর্গকিলোমিটার এলাকা পুড়ে গেছে এবং এর প্রভাব আরও বিস্তার পাচ্ছে। 

লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফ বিভাগের তথ্য অনুযায়ী, কাস্টেইক লেক এলাকা থেকে প্রায় ৩১ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও, আরও ২৩ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার বিষয়ে সতর্কতা জারি করা হয়েছে। আগুনের প্রভাবে বাসিন্দাদের জীবনের জন্য তাৎক্ষণিক হুমকি তৈরি হওয়ায় কর্তৃপক্ষ রেড-ফ্ল্যাগ সতর্কতা জারি করেছে।

দাবানলটি দ্রুত ছড়িয়ে পড়ার কারণ হিসেবে স্থানীয় দমকলকর্মীরা প্রবল বাতাস এবং শুকনো ঝোপঝাড়কে দায়ী করছেন। এই দাবানল ইতোমধ্যে আগের ইটন ফায়ারের অর্ধেক আকার ধারণ করেছে, যা এই মাসের শুরুর দিকে লস অ্যাঞ্জেলেসে ছড়িয়ে পড়া সবচেয়ে ভয়াবহ দাবানলগুলির মধ্যে একটি ছিল।

ক্যালিফোর্নিয়া বন ও অগ্নি সুরক্ষা বিভাগ (ক্যাল ফায়ার) জানায়, ১,১০০ দমকলকর্মী দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বিভিন্ন স্থানে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য কাজ করছে। এছাড়া, অ্যাঞ্জেলেস ন্যাশনাল ফরেস্ট বিভাগ তাদের ৭ লাখ একর বন দর্শনার্থীদের জন্য বন্ধ ঘোষণা করেছে।

দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় গত ৯ মাসে উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়নি, যা দাবানলের পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলেছে। তবে পূর্বাভাস রয়েছে, শনিবার থেকে সোমবার পর্যন্ত কিছু বৃষ্টিপাত হতে পারে, যা দমকল কর্মীদের জন্য কিছুটা স্বস্তি বয়ে আনতে পারে।


আরও খবর



যেভাবে এক ফোনে ব্যবহার করবেন একাধিক হোয়াটসঅ্যাপ

প্রকাশিত:রবিবার ০২ ফেব্রুয়ারী 2০২5 | হালনাগাদ:বুধবার ১২ ফেব্রুয়ারী ২০২৫ | ৪১জন দেখেছেন

Image

তথ্যপ্রযুক্তি ডেস্ক : হোয়াটসঅ্যাপ নতুন আপডেট নিয়ে আসছে, যার ফলে এক ফোনে একাধিক অ্যাকাউন্ট চালানোর সুবিধা পাবেন ব্যবহাকারীরা। মূলত আইফোন ব্যবহারকারীদের জন্য সুবিধাটি চালু করতে চলেছে মেটা। অনেকেরই দুটি করে সিম কার্ড থাকে, বা কেউ কেউ বিভিন্ন কারণে দুটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের প্রয়োজন হয়। এবার তাদের আর আলাদা আলাদা ডিভাইসে লগ ইন করতে হবে না। দুটি অ্যাকাউন্টই একটি ফোন বা একটি অ্যাপে ব্যবহার করা যাবে। আইওএস ২৫.২.১০.৭০ সংস্করণ আপডেট করলে ফিচারটি পাওয়া যাবে। তবে চিন্তা নেই, প্রতিটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের জন্য নিজস্ব চ্যাট ব্যাকআপ ও সেটিংস থাকবে।

দুটি অ্যাকাউন্টে খুব সহজে চালু করা যাবে, যেমনটা ফেসবুক বা ইন্সটাগ্রামে করা যায়। ফিচারটির পরীক্ষা সফল হলে দ্রুত রোল আউট শুরু হবে। এই সুবিধা পাওয়ার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ অ্যাপটি লেটেস্ট ভার্সনে আপডেট করে নিন এবং নিশ্চিত করুন যে আপনার আইফোনও যেন লেটেস্ট ভার্সনে আপ টু ডেট থাকে। এছাড়াও সম্প্রতি আরো একটি ফিচার নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ, যার মাধ্যমে অ্যাপে দেওয়া স্ট্যাটাস একবার ক্লিকেই ইন্সটাগ্রাম বা ফেসবুকে শেয়ার করতে পারবেন। এজন্য আলাদা করে দুই অ্যাপ চালুর প্রয়োজন পড়বে না।


আরও খবর

ভারতে সরকারি দপ্তরে নিষিদ্ধ হলো এআই

রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫




ভারতীয় ক্রিকেটে নতুন নিয়মের প্রভাব

প্রকাশিত:মঙ্গলবার ২১ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:মঙ্গলবার ১১ ফেব্রুয়ারী ২০২৫ | ৬৪জন দেখেছেন

Image

অনলাইন ডেস্ক : ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সাম্প্রতিক সময়ে দলের শৃঙ্খলা ও একতা নিশ্চিত করতে ১০ দফা নতুন নিয়ম চালু করেছে। এসব নিয়মে ঘরোয়া ক্রিকেটে অংশগ্রহণ বাধ্যতামূলক করার পর এর প্রভাব পড়তে শুরু করেছে। রোহিত শর্মা, শুবমান গিল, রবীন্দ্র জাদেজা, এবং ঋষভ পন্তের পর ১২ বছর পর রঞ্জি ট্রফিতে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন বিরাট কোহলিও।

কোহলির ঘরোয়া ক্রিকেটে ফেরা

দিল্লি দলের কোচ সরনদীপ সিং জানিয়েছেন, কোহলি আগামী ৩০ জানুয়ারি রেলওয়ের বিপক্ষে রঞ্জি ট্রফির ম্যাচে মাঠে নামবেন। তবে ঘাড়ের চোট পুরোপুরি সারেনি বলে সৌরাষ্ট্রের বিপক্ষে ২৩ জানুয়ারির ম্যাচটি তিনি খেলবেন না। ৮ জানুয়ারি ইনজেকশন নেওয়ার পর থেকে বিশ্রামে ছিলেন ভারতের সাবেক এই অধিনায়ক।

কোহলির পাশাপাশি রোহিত, গিল, এবং জয়সওয়ালও রঞ্জি ট্রফির ২৩ জানুয়ারি শুরু হতে যাওয়া রাউন্ডে খেলবেন। সৌরাষ্ট্রের হয়ে ঋষভ পন্ত এবং জাদেজাও একই দিন রঞ্জিতে ফিরবেন।


ঘরোয়া ক্রিকেট বাধ্যতামূলক

নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া সিরিজে ভারতের ব্যর্থতার পর টিম ম্যানেজমেন্ট, নির্বাচক কমিটি, এবং বিসিসিআই একাধিক বৈঠক করে নতুন নিয়ম প্রণয়ন করেছে। জাতীয় দলে নির্বাচিত হতে এবং কেন্দ্রীয় চুক্তিতে থাকতে এখন ঘরোয়া ক্রিকেট খেলা বাধ্যতামূলক। বিশেষ পরিস্থিতিতে নির্বাচক প্রধানের অনুমোদন সাপেক্ষে ছুটি নেওয়া যাবে।

শৃঙ্খলা নিশ্চিতের লক্ষ্যে ১০ দফা নির্দেশনা বোর্ডের নতুন নিয়মগুলোর মধ্যে রয়েছে:

১. খেলোয়াড়দের ঘরোয়া ক্রিকেটে নিয়মিত অংশগ্রহণ।

২. দলীয় অনুশীলনে পুরো সময় উপস্থিতি নিশ্চিত করা।

৩. সিরিজ চলাকালীন ব্যক্তিগত শেফ, ম্যানেজার বা নিরাপত্তারক্ষীর সংখ্যা সীমিত রাখা।

৪. সিরিজ চলাকালীন কোনো বিজ্ঞাপনী শুটিং নিষিদ্ধ।

৫. দীর্ঘ সফরে পরিবার সঙ্গে রাখার সময়সীমা নির্ধারণ।

৬. আলাদা যানবাহনে যাতায়াতের জন্য কোচ বা নির্বাচকের অনুমতি নেওয়া বাধ্যতামূলক।

শাস্তির বিধান

নিয়ম ভঙ্গ করলে আইপিএলসহ বিসিসিআই আয়োজিত সব ধরনের টুর্নামেন্টে খেলার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে। এ ছাড়া বার্ষিক চুক্তি এবং ম্যাচ ফি থেকেও বঞ্চিত হতে পারেন খেলোয়াড়রা। বিসিসিআই আশা করছে, এই নিয়মগুলো ভারতীয় ক্রিকেটে শৃঙ্খলা ফিরিয়ে আনবে এবং দলকে আরও ঐক্যবদ্ধ করবে। ঘরোয়া ক্রিকেটে তারকা খেলোয়াড়দের অংশগ্রহণ ঘরোয়া ক্রিকেটের মান বাড়াবে এবং তরুণ ক্রিকেটারদের অনুপ্রাণিত করবে।


আরও খবর

রিয়াল ছেড়ে যাওয়ার ইচ্ছে নেই রদ্রিগোর

মঙ্গলবার ১১ ফেব্রুয়ারী ২০২৫




শাকিবের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে কথা বলেছেন পূজা!

প্রকাশিত:রবিবার ১৯ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:বুধবার ১২ ফেব্রুয়ারী ২০২৫ | ৬৯জন দেখেছেন

Image

বিনোদন ডেস্ক : ঢাকাই সিমেনার সুপারস্টার শাকিব খান ব্যক্তিজীবনে চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীকে বিয়ে করেছিলেন। তাদের দু’জনের বাইরেও আরও এক নায়িকার সঙ্গে সম্পর্কের গুঞ্জন ছড়িয়েছিল নায়ককে ঘিরে। যার নাম পূজা চেরী। অনেকের ধারণা, শাকিবের সঙ্গে ‘গলুই’ সিনেমায় অভিনয় করতে গিয়ে পূজার সঙ্গে প্রেম হয়। এমনও শোনা যায়, পূজা সেই প্রেমের কারণে বুবলীর সঙ্গে হাতাহাতির ঘটনাও ঘটে।

যদিও সেসবের পক্ষে জোরালো কোনো প্রমাণ পাওয়া যায়নি। সম্প্রতি শাকিব খানের ব্যবসায়িক প্রতিষ্ঠানের বিভিন্ন আয়োজনে পূজার সরব উপস্থিতিতে এই গুঞ্জন আরও মাথাচাড়া দিয়েছে। শাকিবের ‘দরদ’ সিনেমার বিশেষ প্রদর্শনীতেও দেখা গেছে পূজাকে। সব মিলিয়ে শাকিবের সঙ্গে পূজা এখন আরও বেশি চর্চিত। এবার সেই প্রেমের গুঞ্জন নিয়ে আবারও কথা বলেছেন পূজা।

একটি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, শাকিব ভাই এত সিনিয়র একজন ব্যক্তিত্ব, তার সঙ্গে প্রেম! এটা যারা বলেন, তাদের নিজেদের লজ্জা থাকা উচিত। আমরা যারা কাজ করি, হোক তা সিনিয়র কিংবা জুনিয়র-আমাদের মধ্যে কিন্তু একটা দারুণ বন্ধুত্ব তৈরি হয়। পূজা আরও বলেন, যদি শাকিব ভাইয়ের কথা বলি বা সিয়াম, রোশান, এ বি এম সুমন; যাদের কথাই বলি না কেন, সবার সঙ্গে আমার কাজ হয়েছে। প্রত্যেকেই কাজের জায়গা থেকে আমার ভালো বন্ধু। শাকিব ভাইয়ের সঙ্গে এটা তো জীবনেও আসবে না। তাকে ভীষণ শ্রদ্ধা করি।

রায়হান রাফীর ‘পোড়ামন ২’ সিনেমা দিয়ে আলোচনায় আসেন পূজা চেরী। সম্প্রতি রাফীর ‘ব্ল্যাক মানি’ দিয়ে ওয়েব সিরিজে অভিষেক হয়েছে তার। বঙ্গতে মুক্তি পাওয়া সিরিজটিতে উঠতি নায়িকা ‘শায়লা’ চরিত্রে আবেদনময়ী রূপে দেখা গেছে তাকে।


আরও খবর

সাইফ সুস্থ হতেই শুটিংয়ে কারিনা কাপুর

বুধবার ১২ ফেব্রুয়ারী ২০২৫