Logo
আজঃ বৃহস্পতিবার ১৬ জানুয়ারী ২০২৫
শিরোনাম

আদালতের ‘সময় নষ্ট’ করায় সেলিম প্রধানকে জরিমানা, প্রার্থিতা বাতিলের নির্দেশ

প্রকাশিত:বৃহস্পতিবার ১৬ মে ২০২৪ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৬ জানুয়ারী ২০২৫ | ২৫৫জন দেখেছেন

Image

আদালতের ‘সময় নষ্ট’ করায় সেলিম প্রধানকে জরিমানা, প্রার্থিতা বাতিলের নির্দেশ

 ডিজিটাল ডেস্ক:

আদালতের সময় নষ্ট করায় সেলিম প্রধানকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন আপিল বিভাগ।

একইসঙ্গে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তার প্রার্থিতা বাতিলের আদেশ বহাল রেখেছেন সর্বোচ্চ আদালত।

আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ৮ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ আদেশ দেন।

অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচার মামলায় চার বছরের কারাদণ্ড পাওয়া সেলিম প্রধান রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন।


ফৌজদারি মামলায় দণ্ডিত হওয়ায় গত ২৩ এপ্রিল যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বাতিল করেন।

পরে মনোনয়নপত্র বাতিলের বৈধতা চেয়ে জেলা প্রশাসক বরাবর সেলিম আপিল করলেও গত ২৮ এপ্রিল জেলা প্রশাসক মনোনয়ন বাতিল বহাল রাখেন।

এরপর গত ৩০ এপ্রিল হাইকোর্টে নিজের প্রার্থিতার বৈধতা ও প্রতীক বরাদ্দ চেয়ে রিট করেন সেলিম প্রধান। রিট আবেদনের শুনানি নিয়ে হাইকোর্ট সেলিম প্রধানের প্রার্থিতা বৈধ ঘোষণা করে প্রতীক বরাদ্দের আদেশ দেয়।


সেই আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালতে আপিল করেন রূপগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান। এর প্রেক্ষিতে ২ মে সেলিম প্রধানের প্রার্থিতা ও প্রতীক বরাদ্দে হাইকোর্টের আদেশের ওপর স্থিতাবস্থা জারি করেন চেম্বার আদালত।

ক্যাসিনোবিরোধী অভিযানে ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থাইল্যান্ডগামী বিমান থেকে নামিয়ে সেলিম প্রধানকে গ্রেপ্তার করে র‌্যাব।

এরপর তার বাসা ও অফিসে অভিযান চালিয়ে দেশি-বিদেশি মুদ্রা ও বিপুল পরিমাণ বিদেশি মদ জব্দ করা হয় বলে র‌্যাব জানায়।


আরও খবর



সাইয়েদুল ইস্তিগফার কীভাবে করবেন

প্রকাশিত:শনিবার ২৮ ডিসেম্বর ২০২৪ | হালনাগাদ:সোমবার ১৩ জানুয়ারী ২০২৫ | ৬১জন দেখেছেন

Image

ধর্ম  ডেস্ক:  বিশ্বাসী মুসলমানদের কর্তব্য হলো আল্লাহর কাছে বেশি বেশি ইস্তিগফার করা। রিজিকে বরকতসহ কোরআন-সুন্নায় ঘোষিত ফজিলত ও মর্যাদাগুলো পাওয়ার চেষ্টা করা।


সাইয়েদুল ইস্তিগফারের বাংলা উচ্চারণ


‘আল্লাহুম্মা আংতা রাব্বি লা ইলাহা ইল্লা আংতা খালাক্কতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু আউজুবিকা মিন শাররি মা সানাতু আবুউলাকা বিনিমাতিকা আলাইয়্যা ওয়া আবুউলাকা বিজাম্বি ফাগফিরলি ফা-ইন্নাহু লা ইয়াগফিরুজ জুনুবা ইল্লা আংতা।’


সাইয়েদুল ইস্তিগফারের অর্থ :


হে আল্লাহ! তুমিই আমার প্রতিপালক। তুমি ছাড়া কোনো ইলাহ নেই। তুমিই আমাকে সৃষ্টি করেছ। আমি তোমারই বান্দা। আমি যথাসাধ্য তোমার সঙ্গে প্রতিজ্ঞা ও অঙ্গীকারেই আবদ্ধ। আমি আমার সব কৃতকর্মের কুফল থেকে তোমার কাছে আশ্রয় চাই। তুমি আমার প্রতি তোমার যে নিয়ামত দিয়েছ, তা স্বীকার করছি। আর আমার কৃত গুনাহের কথাও স্বীকার করছি। তুমি আমাকে ক্ষমা করে দাও। কারণ, তুমি ছাড়া কেউ গুনাহ ক্ষমা করতে পারবে না।



ওয়াকফ কী কেন কীভাবে


২. ‘আস্তাগফিরুল্লাহা ওয়া তুবু ইলাইহি।’ অর্থাৎ, আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি এবং তাঁর কাছ থেকে ফিরে আসছি। এ ইস্তিগফার প্রতিদিন ৭০ থেকে ১০০ বার পড়ার নিয়ম। রাসুলুল্লাহ (সা.) প্রতিদিন ৭০ বারের অধিক তওবা ও ইস্তিগফার করতেন। (বুখারি)


৩. ‘আস্তাগফিরুল্লাহ।’ অর্থাৎ, ‘আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি।’ প্রতি ওয়াক্ত ফরজ নামাজের সালাম ফেরানোর পর রাসুলুল্লাহ (সা.) এ ইস্তিগফারটি তিনবার পড়তেন। (মিশকাত)


৪. ‘রাব্বিগফিরলি, ওয়া তুব আলাইয়্যা; ইন্নাকা আংতাত তাউয়্যাবুর রাহিম।’ অর্থাৎ, হে আমার প্রভু, আপনি আমাকে ক্ষমা করুন এবং আমার তওবা কবুল করুন। নিশ্চয় আপনি মহান তওবা কবুলকারী করুণাময়। রাসুলুল্লাহ (সা.) মসজিদে বসে এক বৈঠকেই এ দোয়া একশবার পড়েছেন। (আবু দাউদ, ইবনে মাজাহ, তিরমিজি, মিশকাত)


৫. ‘আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হুওয়াল হাইয়্যুল কইয়্যুমু ওয়া তুবু ইলাইহি।’ অর্থাৎ, আমি ওই আল্লাহর কাছে ক্ষমা চাই, যিনি ছাড়া প্রকৃতপক্ষে কোনো মাবুদ নেই, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী এবং তাঁর কাছেই (তওবা করে) ফিরে আসি।


দিনের যেকোনো ইবাদত-বন্দেগি তথা ক্ষমা প্রার্থনার সময় এভাবে তওবা-ইস্তিগফার করা যেতে পারে। হাদিসে আছে, এভাবে তওবা-ইস্তিগফার করলে আল্লাহ–তাআলা তাকে ক্ষমা করে দেবেন, যদিও সে যুদ্ধক্ষেত্র থেকে পলায়নকারী হয়। (আবু দাউদ, তিরমিজি, মিশকাত)


সকালে ও সন্ধ্যায় এ ইস্তিগফার করার নিয়ম। ফজর ও মাগরিবের নামাজের পর এ ইস্তিগফার পড়তে যেন ভুল না হয়। হাদিসে আছে, যে ব্যক্তি এ ইস্তিগফার সকালে পড়ে আর সন্ধ্যার আগে মারা যায় কিংবা সন্ধ্যায় পড়ে সকাল হওয়ার আগে মারা যায়, সে জান্নাতে যাবে। (বুখারি)



তওবা করলে আল্লাহ খুশি হন 

৬. ‘রাব্বিগফির, ওয়ারহাম ওয়া আংতা খাইরুর রাহিমিন।’


৭. অন্য হাদিসে আছে, রাসুলুল্লাহ (সা.) বলেন, আল্লাহর শপথ! নিশ্চয় আমি প্রতিদিন ৭০ বারের বেশি আল্লাহর কাছে ক্ষমা চাই এবং তওবা করি: ‘আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি’।


৮. বিশেষ করে ক্ষমা, রিজিকের সন্ধান ও বরকত পেতে হলে বেশি বেশি করে পড়া যায়,  ‘রাব্বিগফিরলি জুনুবি, ওয়াফতাহলি আবওয়াবা ফাদলিকা’। অর্থাৎ, হে আমার রব, আমার গুনাহগুলো ক্ষমা করে দাও; আর আমার জন্য তোমার অনুগ্রহের দরজা খুলে দাও। (তিরমিজি)


৯. ‘আল্লাহুম্মা ইন্নাকা আফুয়্যুন; তুহিব্বুল আফওয়া; ফাফু আন্নি।’ অর্থাৎ, হে আল্লাহ! আপনি ক্ষমাশীল; ক্ষমা করতে ভালোবাসেন; আমাকে ক্ষমা করে দিন। (মুসনাদে আহমাদ, ইবনে মাজাহ, তিরমিজি, মিশকাত)


১০. ‘আস্তাগফিরুল্লাহাল আজিম, ইন্নাল্লাহা গাফুরুর রাহিম।’ অর্থাৎ, মহান আল্লাহর কাছে ক্ষমা চাই, নিশ্চয় তিনি ক্ষমাশীল ও দয়ালু।


আরও খবর

ডালিমসহ জান্নাতে পাওয়া যাবে যেসব ফল

শনিবার ১১ জানুয়ারী ২০২৫

ভূমিকম্প নিয়ে কোরআন-হাদিসে কী বলা হয়েছে?

বৃহস্পতিবার ০৯ জানুয়ারী ২০২৫




ফের শপথ নিলেন মাদুরো, গ্রেপ্তারে তৎপর যুক্তরাষ্ট্র

প্রকাশিত:শনিবার ১১ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:বুধবার ১৫ জানুয়ারী ২০২৫ | ১৮জন দেখেছেন

Image

অনলাইন ডেস্ক: নিকোলাস মাদুরো ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে তৃতীয়বার শপথ নিয়েছেন। তিনি প্রায় ১২ বছর ধরে দেশের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। শুক্রবার (১০ জানুয়ারি) রাজধানী কারাকাসের জাতীয় পরিষদে শপথ নেওয়ার পর মাদুরো বলেন, আমার নতুন রাষ্ট্রপতির মেয়াদ শান্তি, সমৃদ্ধি, সমতা ও নতুন গণতন্ত্রের সময়কাল হবে। সংবিধান সংস্কারের জন্য একটি কমিশন গঠন করা হবে। খবর রয়টার্স।


শপথ নেওয়ার দিনেই যুক্তরাষ্ট্র মাদুরোকে গ্রেপ্তারে পুরস্কারের মূল্য বাড়িয়ে দুই কোটি ৫০ লাখ ডলার ঘোষণা করেছে। এ ছাড়া ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীর জন্যও পুরস্কারের অর্থমূল্য বাড়ানো হয়েছে।



যুক্তরাষ্ট্র ২০২০ সালে মাদুরো ও তার সরকারের অন্যান্য কর্মকর্তাদের বিরুদ্ধে মাদক পাচার ও দুর্নীতির অভিযোগ এনে এ গ্রেপ্তারি পরোয়ান জারি করে। কিন্তু মাদুরো ও সহকর্মীরা এ অভিযোগ প্রত্যাখ্যান করেছেন।


এদিকে, বিরোধী দল দাবি করেছে তাদের প্রার্থী এদমুন্দো গনসালেস নির্বাচনে জয়ী হয়েছেন। যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ তাকে প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিয়েছে। মাদুরো সরকার এসব দাবি নাকচ করে দিয়েছে। একইসঙ্গে বিরোধীদলকে ‘ফ্যাসিবাদী’ চক্রান্তের দায়ে অভিযুক্ত করেছে।


আরও খবর

তিরুপতি মন্দিরে হুড়োহুড়িতে ছয়জনের মৃত্যু

বৃহস্পতিবার ০৯ জানুয়ারী ২০২৫




আদালত-বিচারকদের বাসভবনের নিরাপত্তায় ব্যবস্থা গ্রহণের চিঠি

প্রকাশিত:বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর ২০২৪ | হালনাগাদ:বুধবার ১৫ জানুয়ারী ২০২৫ | ১৪৭জন দেখেছেন

Image

 নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ সুপ্রীম কোর্ট প্রাঙ্গণসহ দেশের সব আদালত / ট্রাইব্যুনাল প্রাঙ্গণ, এজলাস ও বিচারকদের বাসভবনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে চিঠি দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়।


বাংলাদেশ সুপ্রীম কোর্ট প্রাঙ্গণসহ দেশের সব আদালত / ট্রাইব্যুনাল প্রাঙ্গণ, এজলাস, বিচারকদের বাসভবন, বিচারকদের গাড়ি, বিচারক ও কর্মচারীসহ আদালত সংশ্লিষ্ট সবার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য সম্প্রতি এ চিঠি পাঠানো হয়েছে। একই সঙ্গে এসবের নিরাপত্তায় কী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তা প্রধান উপদেষ্টার কার্যালয়কে জানাতে বলা হয়েছে।


চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ সুপ্রীম কোর্ট প্রাঙ্গণসহ দেশের প্রত্যেক আদালত / ট্রাইব্যুনাল প্রাঙ্গন, এজলাস, বিচারকদের বাসভবন, বিচারকদের গাড়ি, বিচারক ও কর্মচারীসহ আদালত সংশ্লিষ্ট সবার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার নিমিত্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং গৃহীত ব্যবস্থা এ কার্যালয়কে অবহিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।


এদিকে, গত ৫ ডিসেম্বর সারা দেশে আদালত ও ট্রাইব্যুনাল এবং বিচারকদের গাড়ি ও বাসভবনে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইজিপি এবং ঢাকার পুলিশ কমিশনারকে চিঠি পাঠায় সুপ্রিম কোর্ট প্রশাসন।


সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সী মো. মশিয়ার রহমানের পাঠানো চিঠিতে বলা হয়—সম্প্রতি ঢাকা মহানগর দায়রা জজ আদালত এবং খুলনা জেলা জজ আদালতে বোমা হামলা হয়েছে। এর আগে কুমিল্লা আদালতে বিচারকের খাস কামরায় বিচার প্রার্থীকে হত্যা এবং সাম্প্রতিক ঘটনাগুলোতে বিচারকরা চরমভাবে উদ্বিগ্ন, আতঙ্কিত ও নিরাপত্তাহীনতায় ভুগছেন। বিচার ব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য দেশে তাদের নিরাপত্তা নিশ্চিত করা অতি জরুরি।


প্রধান বিচারপতি দেশের সব আদালত ও ট্রাইব্যুনাল প্রাঙ্গণ এবং বিচারকদের বহনকারী গাড়ি ও বাসভবনের নিরাপত্তা বৃদ্ধির নির্দেশনা দিয়েছেন। এ অবস্থায় সব আদালত ও ট্রাইব্যুনাল প্রাঙ্গণ, বিচারকদের বহনকারী গাড়ি এবং বাসভবনে সার্বক্ষণিক পুলিশি পাহারা ও পর্যাপ্ত পুলিশ মোতায়েনসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হলো।


আরও খবর



হত্যা মামলায় ইনু রিমান্ডে, সালমান-শাহজাহান-আতিক-পলক গ্রেপ্তার

প্রকাশিত:মঙ্গলবার ৩১ ডিসেম্বর ২০২৪ | হালনাগাদ:বুধবার ১৫ জানুয়ারী ২০২৫ | ৪৬জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে বাহাদুর হোসেন মনির নামে এক ব্যক্তি নিহতের ঘটনায় রাজধানীর গুলশান থানায় দায়ের করা মামলায় জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এ ছাড়া রাজধানীর শাহবাগ, হাতিরঝিল, মিরপুর ও উত্তরা পশ্চিম থানার একাধিক হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র মো. আতিকুল ইসলাম, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করীম চৌধুরী ও অ্যাডভোকেট মনোয়ার ইসলাম রবিনকে।


সোমবার (৩০ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শরীফুর রহমানের আদালত পৃথক শুনানি শেষে এসব আদেশ দেন।


এদিন হাসানুল হক ইনুর দশ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের গুলশান জোনাল টিমের উপ-পরিদর্শক (এসআই) আবু জাফর বিশ্বাস। আসামিপক্ষে আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানিতে তিনি বলেন, রাজনৈতিক কারণে হাসানুল হক ইনুকে হয়রানি করার জন্য এ মামলায় আসামি করে রিমান্ড চাওয়া হয়েছে। রিমান্ড নামঞ্জুরের প্রার্থনা করছি। প্রয়োজনে তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করা হোক।


এরপর রাষ্ট্রপক্ষের আইনজীবী ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী আসামির সর্বোচ্চ রিমান্ডের পক্ষে শুনানি করেন। এ সময় তিনি বলেন, হাসানুল হক ইনু এ মামলার এজাহার নামীয় আসামি। ইনুদের মতো ১৪ দলীয় জোটের নেতাদের ইন্ধনে শেখ হাসিনা এতবড় গণহত্যা চালিয়েছে। উভয়পক্ষের যুক্তি তর্ক উপস্থাপন শেষে আদালত চার দিনের রিমান্ডের আদেশ দেন।


হত্যা মামলায় ইনু রিমান্ডে, সালমান-শাহজাহান-আতিক-পলক গ্রেপ্তার 

শেখ হাসিনাসহ ৯ জনের বিরুদ্ধে গুমের লিখিত অভিযোগ দিলেন মাইকেল চাকমা

মামলা সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই গুলশান থানাধীন প্রগতি স্বরণীতে আন্দোলন চলাকালে মো. বাহাদুর হোসেন মনির রাস্তা পার হয়ে বাসায় যাওয়ার সময় গুলিবিদ্ধ হন। পরে মনিরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গত ৩০ সেপ্টেম্বর নিহতের বাবা আবু জাফর রাজধানীর গুলশান থানায় শেখ হাসিনাসহ ১০৫ জনকে আসামি করে হত্যা মামলা করেন।


আরও খবর



১১৪জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রাদন

প্রকাশিত:শনিবার ২১ ডিসেম্বর ২০২৪ | হালনাগাদ:বুধবার ১৫ জানুয়ারী ২০২৫ | ১৬২জন দেখেছেন

Image

পটুয়াখালী প্রতিনিধি: নুরুন্নাহার-আলাউদ্দিন কল্যাণ ট্রাষ্ট এর উদ্যেগে ও অর্থায়নে পটুয়াখালীর দশমিনা উপজেলার মাধ্যমিক ও সমপর্যায়ের সকল মাদ্রাসা এর মেধাবী ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।  শনিবার সকাল সাড়ে ১০টায় বাঁশবাড়িয়া মরিয়ম মেমোরিয়াল গালর্স হাই স্কুলে উপজেলার ২৮টি মাধ্যমিক ও ২০টি মাদ্রাসার ১১৪জন শিক্ষার্থীদের এ বৃত্তি প্রদান করা হয়।

ট্রাষ্ট চেয়ারম্যান ও অবসরপ্রাপ্ত সদস্য গ্রেড-১ জাতীয় রাজস্ব বোড (সচিব পদ মর্যাদায়) মো. আলাউদ্দিন এর সভাপতিত্বে ও যুব বিষায়ক সম্পাদ উপজেলা যুব ফাউন্ডেশনের এ্যাডভোকেট শাহিন খান এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সাধারন সম্পাদক শাহ আলম শানু, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি ও বাংলাবাজার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী আনোয়ার হোসেন,

মাদ্রাসা সমিতির সভা মাওলানা মোসলেম উদ্দিন, উপজেলা কল্যান সমিতির সদস্য মহিবুল্লা জয়, সদস্য এ্যাডভোকেট মিজানুর রহমান,  যুব ফাউন্ডেশনের মহা সচিব আবু সায়েম দেওয়ান, উপজেলা ছাত্র কল্যান সমিতির সভাপতি রাহাত হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক নাহিদ খান, সহ-সভাপতি জাহেদুল ইসলাম নোমান, সদস্য আন্তর্জাতিক বিষায়ক সম্পাদক গকুল চন্দ্র, আরজবেগী ইমেল ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের সভাপতি ঈশ্বর চন্দ্র শীল, মাধ্যামিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষক সহ স্থানীয় গন্যমান্যব্যাক্তিবর্গ।



আরও খবর