Logo
আজঃ সোমবার ১৬ জুন ২০২৫
শিরোনাম

বাইশগজে বাংলাদেশের চেয়ে বরাবরই এগিয়ে প্রতিবেশী ভারত

প্রকাশিত:মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:সোমবার ১৬ জুন ২০২৫ | ১২৬জন দেখেছেন

Image

খেলাধুলা ডেস্ক : বাইশগজে বাংলাদেশের চেয়ে বরাবরই এগিয়ে প্রতিবেশী ভারত। সাদা বলের ওডিআই-টি-টোয়েন্টিতে তবুও মাঝে মাঝে বাঘের গর্জন বুক কাঁপিয়েছে টিম ইন্ডিয়ার। তবে লাল বলের টেস্ট ক্রিকেটে আভিজাত্যটা বরাবরই দাপটের সাথে দেখিয়েছে ভারত। এদিকে, পাকিস্তানের বিপক্ষে প্রথমবার টেস্ট সিরিজ জিতেছেন নাজমুল হোসেন শান্তরা। সেই জয়ের আত্মবিশ্বাস নিয়ে আগামী বৃহস্পতিবার ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট শুরু করতে যাচ্ছেন তারা। চান্দিকা হাথুরুসিংহেও আশাবাদী ভারতে তার শিষ্যরা ভালো কিছু করে দেখাতে পারবে। বাংলাদেশ দলের প্রধান কোচ মনে করেন, প্রত্যাশার চাপ থাকলেও সেটি দলের জন্য ভালো। 

২৪ বছর আগে এই ভারতের সাথেই শুরু লাল সবুজের টেস্ট যাত্রা। এরপর ১৩ টেস্টের ১১টিতেই হেরেছে বাংলাদেশ। এর মধ্যে ৫টাই আবার ইনিংস ব্যবধানে। সবশেষ ২০১৯ এর টেস্ট সিরিজে ইন্দোরের পর কলকাতার গোলাপী বলের বেদনার গল্পটাতো ভুলেই যেতে চাইবে মুমিনুলরা। যদিও এই চাপের ক্রিকেট নিয়ে ভিন্ন দৃষ্টিভঙ্গি চান্দিকা হাথুরুসিংহের।

টেস্ট সিরিজ শুরুর আগে মঙ্গলবার অনুশীলনে শেষে সংবাদ সম্মেলনে কথা বলেছেন বাংলাদেশ দলের প্রধান কোচ হাথুরুসিংহে। সেখানে এক প্রশ্নের জবাবে সংবাদ সম্মেলনে হাথুরুসিংহে বলেন, এই চাপকে সুবিধা হিসেবে দেখছি। আমার মনে হয় এটা আমাদের অনেক বেশি উদ্বুদ্ধ করে এবং আরও বেশি সামনে তাকানোর সুযোগ করে দেয়। তখন আমরা নিজেদের শক্তি ও সীমাবদ্ধতা ও অবস্থান সম্পর্কে ভালোভাবে বুঝতে পারি।

বাংলাদেশ ভারত সফরে গিয়েছে ৮ ব্যাটার, ৬ বোলার ও ২ অলরাউন্ডার নিয়ে। ভারতীয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে মনে করেন এটিই বাংলাদেশ ইতিহাসের সেরা টেস্ট দল। হাথুরুও মনে করেন, এটিই বাংলাদেশের ভারসাম্যপূর্ণ দল। তিনি বলেন, সম্ভবত বাংলাদেশের সবচেয়ে বেশি সুগঠিত দল।


আরও খবর



নতুন চমক নিয়ে হাজির হচ্ছে অ্যাপল

প্রকাশিত:বুধবার ২১ মে ২০২৫ | হালনাগাদ:রবিবার ১৫ জুন ২০২৫ | ১১০জন দেখেছেন

Image

প্রযুক্তি দুনিয়ায় নতুন চমক নিয়ে হাজির হচ্ছে অ্যাপল। ভবিষ্যতের অত্যাধুনিক ডিভাইস যেমন স্মার্ট গ্লাস, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সার্ভার এবং পরবর্তী প্রজন্মের ম্যাকবুকের জন্য বিশেষ চিপ তৈরি করছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানটি। এসব চিপের মাধ্যমে আরও উন্নত ও স্মার্ট ফিচার চালু করতে যাচ্ছে অ্যাপল। যা তাদের ‘অ্যাপল ইন্টেলিজেন্স’ উদ্যোগের অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে। অ্যাপলের আসন্ন স্মার্ট গ্লাসের জন্য তৈরি হচ্ছে নতুন চিপ, যা খুবই কম শক্তি খরচে কাজ করবে। এই চিপের ভিত্তি হিসেবে ব্যবহার করা হচ্ছে অ্যাপল ওয়াচের কম পাওয়ার প্রযুক্তি। ফলে স্মার্ট গ্লাস ব্যবহারকারীরা দীর্ঘ সময় ধরে ব্যাটারি চার্জ না দিয়েই বিভিন্ন কাজ সম্পাদন করতে পারবেন। ‘অ্যাপল ইন্টেলিজেন্স’ নামের নতুন উদ্যোগে কৃত্রিম বুদ্ধিমত্তা সংযোজন করা হচ্ছে আইফোন, ম্যাকবুক ও অন্যান্য ডিভাইসে। এই প্রযুক্তিতে অ্যাপলের তৈরি চিপগুলো থাকবে কেন্দ্রে। এই চিপগুলোর সাহায্যে চালু হবে-নোটিফিকেশন সারাংশ তৈরি, ই-মেইল রিরাইট সুবিধা, চ্যাটজিপিটির মতো এআই টুলের সঙ্গে সংযোগ। অর্থাৎ অ্যাপলের ডিভাইসগুলো আগের চেয়ে আরও বেশি ইন্টেলিজেন্ট এবং প্রোডাক্টিভ হয়ে উঠবে। অ্যাপল অনেক আগেই ইন্টেল প্রসেসরের পরিবর্তে নিজেদের তৈরি সিলিকন চিপ ব্যবহার শুরু করেছে। এই প্রযুক্তিতে তারা অভাবনীয় সাফল্য অর্জন করেছে। ইতোমধ্যে নতুন এম-সিরিজ চিপ দিয়ে আইম্যাক ও ম্যাকবুকে তারা বাজারে আধিপত্য দেখাচ্ছে। চলতি বছরের শুরুতেই অ্যাপল তাদের নিজস্ব মডেম চিপ প্রকাশ করেছে, যা ভবিষ্যতে আইফোনের মধ্যে আরও বেশি স্বাধীনতা ও কাস্টমাইজেশন এনে দেবে বলে ধারণা বিশ্লেষকদের। বিশেষজ্ঞরা মনে করছেন, অ্যাপলের এই নতুন চিপগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির পরবর্তী ধাপের জন্য প্রস্তুতি। স্মার্ট গ্লাস, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এবং এআই চালিত সেবা-সবকিছুতেই অ্যাপল তাদের নিজস্ব হার্ডওয়্যার ব্যবহার করতে চায়, যাতে সফটওয়্যার ও হার্ডওয়্যারের মধ্যে পারফেক্ট ইন্টিগ্রেশন নিশ্চিত করা যায়। রয়টার্সের তথ্যমতে, ভবিষ্যতের প্রযুক্তি যুদ্ধে এগিয়ে থাকতে অ্যাপল এখন থেকেই চিপ উন্নয়নে বিশাল বিনিয়োগ করছে। স্মার্ট গ্যাজেট থেকে শুরু করে এআই সার্ভার পর্যন্ত-সবকিছুতেই নিজেদের আধিপত্য প্রতিষ্ঠার লক্ষ্যেই কাজ করছে প্রতিষ্ঠানটি।


আরও খবর

দেশে চালু হতে যাচ্ছে ‘গুগল পে’

বৃহস্পতিবার ২৯ মে ২০২৫




মহেশখালী-মাতারবাড়ী উন্নয়নে গতি আনতে মাস্টারপ্ল্যানের তাগিদ

প্রকাশিত:মঙ্গলবার ২৭ মে ২০২৫ | হালনাগাদ:রবিবার ১৫ জুন ২০২৫ | ৮৪জন দেখেছেন

Image

উপকূলীয় মাতারবাড়ী অঞ্চলে গড়ে উঠছে দেশের সবচেয়ে বৃহৎ সমুদ্রবন্দর, জ্বালানি কেন্দ্র এবং রপ্তানিমুখী শিল্পাঞ্চল—এই লক্ষ্য সামনে রেখে অবকাঠামোগত উন্নয়নের গতি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। একাধিক আন্তর্জাতিক বিনিয়োগকারী প্রতিষ্ঠান ইতোমধ্যে এই অঞ্চলে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। এই উন্নয়ন পরিকল্পনাকে ঘিরে বাংলাদেশ ও জাপানের যৌথ উদ্যোগে বাস্তবায়িত হচ্ছে মহেশখালী-মাতারবাড়ী সমন্বিত অবকাঠামো উন্নয়ন কর্মসূচি (এমআইডিআই), যা এই অঞ্চলকে পরিণত করতে যাচ্ছে একটি কৌশলগত অর্থনৈতিক করিডোরে।

মঙ্গলবার (২৭ মে) ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে এই কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা করা হয়। প্রধান উপদেষ্টা বলেন, মাতারবাড়ীকে বন্দর, উৎপাদন ও জ্বালানির কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হলে অবকাঠামো উন্নয়ন ও যোগাযোগ ব্যবস্থায় দ্রুত অগ্রগতি আনতে হবে।

সড়ক পরিবহন ও নৌপরিবহন সচিবদের উদ্দেশে তিনি নির্দেশনা দেন—মাতারবাড়ী ও মহেশখালীকে দেশের অন্যান্য অংশের সঙ্গে সংযুক্ত করতে সড়ক অবকাঠামোর নির্মাণ কার্যক্রম ত্বরান্বিত করতে হবে। পাশাপাশি সমুদ্রগামী বড় কনটেইনার জাহাজগুলোকে ধারণে সক্ষম টার্মিনাল গড়ে তোলার ওপরও জোর দেন।

শুধু শিল্প নয়, শ্রমিকদের জন্যও পরিকল্পিত নগর উন্নয়ন অপরিহার্য—এ কথা উল্লেখ করে তিনি বলেন, একটি পরিকল্পিত শহর গড়ে তুলতে হবে, যেখানে মুক্ত বাণিজ্য অঞ্চল ও সংশ্লিষ্ট কারখানাগুলোর কর্মীদের জন্য মানসম্পন্ন জীবনযাত্রা নিশ্চিত করা সম্ভব হবে।

বৈঠকে জানানো হয়, নারায়ণগঞ্জের আড়াইহাজারে সফলভাবে প্রথম জাপানি অর্থনৈতিক অঞ্চল স্থাপনের পর, জাপান এখন মাতারবাড়ী-মহেশখালী অঞ্চলে তাদের দ্বিতীয় একচেটিয়া অর্থনৈতিক অঞ্চল গড়ার আগ্রহ প্রকাশ করেছে।

এছাড়া সৌদি আরবের পেট্রোকেমিক্যাল জায়ান্ট আরামকো, আবুধাবি পোর্টস, সৌদি বন্দর পরিচালনাকারী সংস্থা রেড সি গেটওয়ে, জাপানি বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান জেইআরএ এবং মালয়েশিয়ার পেট্রোকেমিক্যাল কোম্পানি পেট্রোনাসসহ একাধিক আন্তর্জাতিক কোম্পানি এই অঞ্চলে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে।

উল্লেখযোগ্যভাবে, বাংলাদেশ সম্প্রতি মাতারবাড়ীতে দেশের প্রথম গভীর সমুদ্রবন্দর নির্মাণের লক্ষ্যে জাপানের পেন্টা-ওশেন কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড এবং টোয়া কর্পোরেশনের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। জাপান আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (জাইকা)-এর সহায়তায় বাস্তবায়িত এই প্রকল্প এমআইডিআই উদ্যোগের মূলভিত্তি হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস জানান, বুধবার (২৮ মে) শুরু হতে যাওয়া তার জাপান সফরে এমআইডিআই অঞ্চলের উন্নয়ন একটি গুরুত্বপূর্ণ এজেন্ডা হিসেবে উপস্থাপিত হবে। তিনি ৩০ মে টোকিওতে আয়োজিত ৩০তম ‘নিক্কেই ফিউচার অব এশিয়া’ সম্মেলনে অংশগ্রহণ করবেন এবং জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন। এই আলোচনায় মূলত গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোর অর্থায়ন নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পাবে।

প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক বিনিয়োগ নিশ্চিত করতে একটি সুসংহত মাস্টারপ্ল্যান প্রণয়নের ওপর জোর দিয়েছেন। তার মতে, মাতারবাড়ীকে আন্তর্জাতিক বিনিয়োগের জন্য একটি আকর্ষণীয় গন্তব্যে পরিণত করতে হলে সমন্বিত পরিকল্পনা ও রূপরেখা থাকা জরুরি।

এই বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া। এতে উপস্থিত ছিলেন এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদ এবং সড়ক পরিবহন, নৌপরিবহন, জ্বালানি, বিদ্যুৎ ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবরা। বৈঠকে এমআইডিআই সেলের মহাপরিচালক সারওয়ার আলম প্রকল্পগুলোর অগ্রগতি সম্পর্কে একটি বিস্তারিত উপস্থাপনা দেন।


আরও খবর



গাইবান্ধায় মেলায় হিন্দি নাচ-গানের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি

প্রকাশিত:সোমবার ২৬ মে ২০২৫ | হালনাগাদ:শুক্রবার ১৩ জুন ২০২৫ | ৯২জন দেখেছেন

Image

মোঃ জিল্লুর রহমান  গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধায় হস্ত ও কুটির শিল্প মেলায় হিন্দি নাচ-গানের সংবাদ প্রকাশের  জেরে স্থাণীয় সাংবাদিককে  প্রাণ নাশের হুমকি দিয়েছেন মেলা পরিচালনা কমিটির সদস্য সাজু আকন্দ ।  এঘটনায় ভুক্তভুগী সাংবাদিক জাহিদ খন্দকার সাঘাটা থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন । জিডি নং ১০০৪  । সোমবার (২৬ মে) দুপুরে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাদশা আলম জিডির  বিষয়টি নিশ্চিত করেছেন ।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়,  গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া  রেলওয়ে স্টেশন সংলগ্ন ফুটানীর বাজার পাওয়ার হাউস মাঠে  মাস ব্যাপী হস্ত  কুটির শিল্প ও পাট বস্ত্র মেলা ২০২৫ চলছে । এই সরকারি নিয়মে মেলা চলার কথা থাকলেও মেলা কতৃপক্ষ মেলাকে জমিয়ে নিতে এবং অধিক টিকেট বিক্রি করতে বিভিন্ন ক্লাবের নায়ক-নায়িকাদের দিয়ে  হিন্দি ও বাংলা গান পরিবেশন করছেন। মোটরসাইকেলসহ শতাধিক পুরস্কােরের লোভে এলাকার মানুষরা টিকিট সংগ্রহ করতে ভীর জমিয়েছে।  এতে জেলার  কয়েকটি উপজেলার আশে পাশের মানুষের মাঝে চরম ক্ষোভ দেখা দিয়েছে। এই সংবাদ প্রকাশ করায়  বোনারপাড়া হস্ত  কুটির শিল্প ও পাট বস্ত্র মেলা কমিটির সদস্য সাজু আকন্দ 01310863398 নাম্বার থেকে   বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন বাংলা টিভির ও বগুড়া থেকে প্রকাশিক দৈনিক  প্রত্যাশা প্রতিদিন ও রংপুর থেকে প্রকাশিক দৈনিক সকালের বানী পত্রিকার সাংবাদিক জাহিদুল ইসলাম ওরফে জাহিদ খন্দকারকে ফোন দিয়ে  ভয়-ভীতি প্রদর্শন ও দেখা মাত্র পিটানোর হুমকি দেয় ।

এঘটনায় ভুক্তভুগী সাংবাদিক জাহিদ খন্দকার জানান, এই মেলা কমিটির সদস্য সাজু মিয়া বিএনপির পরিচয় দিয়ে আমাকে হুমকি দিয়েছে পরে পরিচয় জানতে চাই বলে আমি জামায়াত করি । আমার ফোন নাম্বার সিনিয়র সাংবাদিকদের দেখাস তারাই আমাকে চেনে । মেলার নিউজ চোদাও এটা ফুটানীর বাজার সাংবাদিকতা ছুটে যাবে । এসময় মুঠো ফোনে আমার ছোট ভাই নয়া দিগন্ত পত্রিকার উপজেলা প্রতিনিধি  সোহাগ খন্দকারকেও হুমকি দেয় । এবং কই আছিস বোনারপাড়া আসবি না আয় বলে অশ্লিল ভাষায় ৫ মিনিট ৬৫ সেকেন্ড হুমকি দেয় । এঘটনায় আমি ও আমার পরিবার জীবনের নিরাপত্তাহীনতায় আছি । প্রশাসন ও বাংলাদেশ সেনাবাহীনির সুদৃষ্টি কামনা করছি ।

বোনারপাড়া হস্ত  কুটির শিল্প ও পাট বস্ত্র মেলা পরিচালনাকারী প্রতিষ্টান ‘জে.বি ট্রেড ইন্টারন্যাশনাল লিমিটেড’ এর পরিচালক জাহাঙ্গীর আলম জানান,  সাজু আকন্দ মেলা পরিচালনা কমিটির কেউ না । কমিটির পরিচয় দিয়ে সাংবাদিককে হুমকি দেয়ার জন্য মেলা কমিটির পক্ষ থেকে আমি আইনগত ভাবে ব্যবস্থা নিবো ।

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাদশা আলম জানান, মেলার অনুমোদন আছে তবে মেলার নামে অনৈতিক কিছু মেনে নিবো না। সাংবাদিককে হুমকির ঘটনায় সাঘাটা থানায় রোববার বিকালে  সাধারণ ডায়েরী নেয়া হয়েছে । আমরা তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নিবো ।

এ বিষয়ে সাঘাটা উপজেলার নির্বাহী কর্মকর্তা মীর মোহাম্মদ  আল কামাহ তমাল জানান, সাঘাটা থানার অফিসার ইনচার্জ কে বিষয়টা অবগত করছি যত তাড়াতাড়ি সম্ভব এটার আইন গত ব্যবস্থা গ্রহণ করার কথা বলা হয়েছে।


আরও খবর



ফুলছড়ি আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে ৬ চেয়ারম্যান আটক

প্রকাশিত:বুধবার ২১ মে ২০২৫ | হালনাগাদ:সোমবার ১৬ জুন ২০২৫ | ১২১জন দেখেছেন

Image

মোঃ জিল্লুর রহমান : গাইবান্ধায়  ফুলছড়ি উপজেলার আইন শৃঙ্খলা সভায়  ৭ জন চেয়ারম্যান উপস্থিত হন। এর  মধ্যে ৬ জন  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ৬ জন চেয়ারম্যান কে গ্রেফতার করতে  গিয়ে পাশ কাটিয়ে তিন নম্বর ইউনিয়ন  চেয়ারম্যান পালিয়ে যান। 


নিষিদ্ধ আওয়ামী লীগের আটককৃত ইউ পি চেয়ারম্যান রা হলেন। ১নং কোনচি পাড়া   ইউপি চেয়ারম্যান সোহেল রানা সেলু, ২ নং উড়িয়া উইপি চেয়ারম্যান কামাল পাশা, ৪ নং গজারিয়া  ইউপি চেয়ারম্যান খোরশেদ আলী খান খুশি,    ৫ নং ফুলছড়ি ইউপি চেয়ারম্যান আজারুল হান্নান, ৬ নং এরেন্ডা বাড়ি ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান আকন্দ,  ৭ নং ফজলুপুর  ইউপি চেয়ারম্যান আনসার আলী প্রামানিক, নিষিদ্ধ আওয়ামী লীগের নৌকা প্রতী নিয়ে ভোট করে তারা জয় লাভ করেন। উক্ত চেয়ারম্যানরা আওয়ামী লীগের বিভিন্ন পদে পদস্থ ছিলেন।  ফুলছড়ি থানা পুলিশ  ‘অপারেশন ডেভিল হান্টে’ গ্রেপ্তার করেেন। ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জগৎ বন্ধু মন্ডলের  চিঠির  মাধ্যমে বিভিন্ন শ্রেণী পেশার দায়িত্বে থাকা সুদিজন আইনশৃঙ্খলা সভায়  উপস্থিত হন।    আজ বৃহস্পতিবার ১২ থেকে ১২,৪৫ মিনিট পযন্ত   আইন শৃঙ্খলা  মিটিং এর আয়োজন করেন। মিটিং শেষে নিচে নামা মাত্র উপজেলা চত্বরে তাদেরকে গ্রেফতার করা হয়।


আরও খবর



কারাগার থেকে ২শ’ জনেরও বেশি বন্দী পালিয়ে গেছে পাকিস্তানের

প্রকাশিত:মঙ্গলবার ০৩ জুন ২০২৫ | হালনাগাদ:শনিবার ১৪ জুন ২০২৫ | ৪১জন দেখেছেন

Image

পাকিস্তানের বন্দর নগরী করাচিতে গতকাল সোমবার ধারাবাহিক ভূমিকম্পের পর আতঙ্ক ছড়িয়ে পড়ার পর একটি কারাগার থেকে ২শ’ জনেরও বেশি বন্দী পালিয়ে গেছে। সরকারি কর্মকর্তারা একথা জানিয়েছেন। 

করাচি থেকে এএফপি এ খবর জানায়।

মঙ্গলবার সিন্ধু প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী জিয়া-উল-হাসান লাঞ্জার সাংবাদিকদের বলেছেন, ভূমিকম্পের পর যখন কয়েকজন পালানোর চেষ্টা করে তখন মালির কারাগারে ৬শ’ জনেরও বেশি বন্দীকে তাদের নিরাপত্তার জন্য অন্য একটি বিভাগে স্থানান্তরিত করা হচ্ছিল। এসময় ২১৬ জন পালিয়ে যায়।

করাচিতে জেল সুপারিনটেনডেন্ট আরশাদ শাহ সাংবাদিকদের বলেছেন, এখন পর্যন্ত ৮৭ জন পলাতক বন্দীকে পুনরায় গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরো বলেছেন, ‘বাকি ১২৯ জন বন্দীকে পুনরুদ্ধারের চেষ্টা চলছে।’

লাঞ্জার সাংবাদিকদের জানান, সোমবার রাতে সৃষ্ট বিশৃঙ্খলায় একজন বন্দী নিহত এবং কারাগার ও পুলিশ কর্মীসহ আরো ২২ জন আহত হয়েছেন।

সিন্ধু প্রদেশের পুলিশ প্রধান গোলাম নবী মেমন বলেছেন, বেশিরভাগ বন্দির বিরুদ্ধে মাদকের অভিযোগ এবং অন্যান্য ছোটখাটো মামলা রয়েছে।

মেমন বলেছেন, কর্তৃপক্ষের কাছে ঠিক কারা পালিয়েছে তার তথ্য আছে এবং তারা তাদের ফিরিয়ে আনতে সক্ষম হবে।

তিনি বলেছেন, ‘কেন এবং কীভাবে এটি ঘটেছে তা তদন্ত করে দেখা হবে।’

সিন্ধু প্রদেশের তথ্যমন্ত্রী শারজিল ইনাম মেমন বলেছেন, ২৪ ঘণ্টার মধ্যে কারাগারে ফিরে আসলে বন্দিরা সরকারি পদক্ষেপ থেকে নিরাপদ থাকবেন। কিন্তু যারা তা করবে না তাদের কঠোর শাস্তির হুঁশিয়ারি দিয়েছেন। 


আরও খবর

গাজায় ইসরাইলি হামলায় নিহত ১০

বৃহস্পতিবার ০৫ জুন ২০২৫