Logo
আজঃ বৃহস্পতিবার ১৬ জানুয়ারী ২০২৫
শিরোনাম

চকরিয়ায় ট্রেনে কাটা পড়ে কিশোরীর মৃত্যু

প্রকাশিত:বুধবার ২৭ মার্চ ২০২৪ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৬ জানুয়ারী ২০২৫ | ৩৮২জন দেখেছেন

Image

কক্সবাজারের চকরিয়ায় ট্রেন দেখতে গিয়ে কাটা পড়ে জান্নাতুল ফেরদৌসি (১৬) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে।  বুধবার সকাল ৭টার দিকে দোহাজারী-কক্সবাজার রেল সড়কের চকরিয়ার খুটাখালী নলবনিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত জান্নাতুল ফেরদৌসি খুটাখালী ইউনিয়নের দক্ষিণ মেধাকচ্ছপিয়া  ৩ নম্বর ওয়ার্ড দূর্বারমাট এলাকার মো. শহীদুল্লাহর মেয়ে।

তার স্বজন স্থানীয় ইউপি সদস্য আবদুল আওয়াল বলেন, সেহেরি খেয়ে মায়ের সাথে নামাজ পড়ে ফেরদৌসি। পরে মা ঘুমিয়ে পড়লে সে ঘর থেকে বের হয়ে রেল দেখতে খুটাখালী নলবনিয়া এলাকায় যায়। এ সময় ঢাকা থেকে কক্সবাজারগামী কক্সবাজার এক্সপ্রেসের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। 

পরে খবর পেয়ে কক্সবাজার রেলওয়ে থানার এসআই জাফর আলম ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদরহাসপাতালে প্রেরণ করেন।


আরও খবর



সাফ জয়, বদল, বিদায় এবং হামজা

প্রকাশিত:বুধবার ২৫ ডিসেম্বর ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ জানুয়ারী ২০২৫ | ৯৯জন দেখেছেন

Image

খেলা ডেস্ক :  অপেক্ষার অবসান। বছরের অন্তে এসেছে সুখবরটা। বাংলাদেশের জার্সিতে খেলতে ফিফার অনুমতি পেয়েছেন হামজা চৌধুরী । সাবিনা খাতুনরা সাফ শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জে জয়ী হওয়ার পর ইংলিশ ক্লাব লেস্টার সিটির তারকাকে পাওয়া বিদায়ী বছরে বড় প্রাপ্তিই বাংলাদেশের ফুটবলে।


তবে মাঠে জামাল ভূঁইয়াদের প্রাপ্তি প্রায় শূন্যই। ৮টি আন্তর্জাতিক ম্যাচে খেলে মাত্র ২টিতে জয় ভুটান ও মালদ্বীপের সঙ্গে। ৬ হারের ৪টি ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে ফিলিস্তিন (২টি), অস্ট্রেলিয়া ও লেবাননের কাছে। বাকি দুই হার ভুটান ও মালদ্বীপের সঙ্গে। ২০১৬ সালে ভুটানের কাছে প্রথম হারের আট বছর পর সেই দুঃস্মৃতি ফিরে এসেছে। তবে মেয়েদের জাতীয় দলের পরিসংখ্যানটা বেশ ভালো। ৮ ম্যাচে ৫ জয়। এক ড্র, দুটি হার। সাফের সেরা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা।



বিদায়ী বছরে বয়সভিত্তিক ফুটবলে এসেছে তিনটি শিরোপা। প্রথমটি অনূর্ধ্ব-১৬ মেয়েদের সাফে। দ্বিতীয়টি মেয়েদের অনূর্ধ্ব-২০ সাফে ভারতের সঙ্গে যৌথভাবে। অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের সেরা মোছাম্মদ সাগরিকা। অনূর্ধ্ব-২০ ছেলেদের বিভাগে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।


মাঠের বাইরে এসেছে বড় পরিবর্তন। বছরের অন্যতম আলোচিত ঘটনা বাফুফে থেকে কাজী সালাহউদ্দিনের বিদায়। ২৬ অক্টোবের বাফুফের নির্বাচনে সভাপতি পদে পঞ্চমবার প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েও নানা সমালোচনায় শেষ পর্যন্ত সরে যান। বাফুফেতে তাঁর ১৬ বছরের আলোচিত-সমালোচিত অধ্যায় শেষ হয়েছে এভাবেই। সিনিয়র সহসভাপতি সালাম মুর্শেদী, সহসভাপতি কাজী নাবিলরাও বিদায় নিয়েছেন। ‘নতুন বাফুফের’ নতুন সভাপতি হয়েছেন সাবেক ফুটবলার তাবিথ আউয়াল।


৫ আগস্ট দেশে পটপরিবর্তনের পর স্পনসররা সরে যাওয়ায় শেখ জামাল-শেখ রাসেলের মতো ক্লাব দল গড়েনি ঘরোয়া লিগে। বিপ্লবের আগে মে মাসে টানা পঞ্চমবার পেশাদার লিগ জিতে রেকর্ড গড়েছে বসুন্ধরা কিংস, বিদায়ী মৌসুমে জিতেছে লিগ, ফেডারেশন কাপ ও স্বাধীনতা কাপের ট্রেবলও।


আরও খবর



ইসলামপুরে বৈষম্য বিরোধী ছাত্র জনতার বিক্ষোভ সমাবেশ

প্রকাশিত:রবিবার ২২ ডিসেম্বর ২০২৪ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৬ জানুয়ারী ২০২৫ | ৮৫জন দেখেছেন

Image

জামালপুর সংবাদদাতা: জামালপুরের ইসলামপুরে ভুয়া সমন্বয়কদের চাঁদাবাজি, মামলা বাণিজ্য ও ছাত্রলীগের অপতৎপরতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র জনতা।

২২ ডিসেম্বর দুপুরে বিক্ষোভ মিছিলটি ইসলামপুর সরকারী কলেজ থেকে বের হয়ে শহরের বটতলা চত্তরে সমাবেশে বক্তব্য রাখেন-ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেহেদী হাসান সানিম, সাইম খান, সাব্বির খান লোহানী প্রমুখ।

বক্তারা, গোয়ালের চর ইউনিয়নে ছাত্রলীগের মিছিল,ভুয়া সমন্বয়কদের চাঁদাবাজি ও সাধারণ জনগনকে হয়রানি বন্ধে ব্যবস্থা গ্রহনের দাবী জানান।


আরও খবর



কাজ শুরু করেছে বেসিসের সহায়ক কমিটি

প্রকাশিত:সোমবার ৩০ ডিসেম্বর ২০২৪ | হালনাগাদ:বুধবার ১৫ জানুয়ারী ২০২৫ | ৪৭জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিনিধি: দেশের সফটওয়্যার খাতের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) কার্যক্রম পরিচালনার জন্য একটি বিশেষ সহায়ক কমিটি গঠন করা হয়েছে। মূলত বেসিসে নিযুক্ত প্রশাসককে সহযোগিতা করার জন্য সংগঠনটির ১১ জন সদস্যকে নিয়ে ৮ ডিসেম্বর এই সহায়ক কমিটি গঠন করা হয়। নতুন সহায়ক কমিটিতে রাফেল কবিরকে চেয়ারম্যান এবং সৈয়দ মামনুন কাদের ও মো. মিজানুর রহমানকে কো-চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়েছে।


সহায়ক কমিটির চেয়ারম্যান রাফেল কবির আজ সোমবার প্রথম আলোকে বলেন, ‘আমরা প্রশাসকের সঙ্গে কাজ শুরু করেছি। বেসিসের গতিশীলতা ধরে রাখছি ও দ্রুত বেসিসের কার্যনির্বাহী কমিটির নির্বাচনের জন্য কাজ করছি। কাজের অংশ হিসেবে আমরা বেসিস সদস্যদের নানা ধরনের সমস্যা সমাধানের জন্য কাজ করছি। অনেকেই ব্যবসা ও রেমিট্যান্স–সংক্রান্ত সমস্যায় পড়ছেন, আমরা এ ক্ষেত্রে সহায়তা দিচ্ছি। এ ছাড়া আমরা বেসিসের গঠনতন্ত্র সংস্কারের জন্য যে দাবি উঠেছে, সদস্যদের কাছ থেকে তা পরীক্ষা করে দেখছি। আমরা বেসিস নির্বাচনে আগের যে প্যানেলতান্ত্রিক নির্বাচন করা হতো, এর পরিবর্তে সদস্যদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে নির্বাচনব্যবস্থা উন্নয়নের জন্য কাজ করছি।


বেসিসের মোট সদস্যসংখ্যা প্রায় ২ হাজার ৬০০, অথচ ভোটারসংখ্যা ১ হাজারের মতো। এ প্রসঙ্গে রাফেল কবির বলেন, ‘আমাদের অনেক নিষ্ক্রিয় সদস্য আছেন। তাঁদের সঙ্গে আমরা আলাপ শুরু করেছি। বেসিস সদস্যদের সব দাবি শোনার চেষ্টা করছি। সামনের নিবার্চনে সবাই যেন অংশ নেয়, সেই বিষয়ে অনেক বেশি গুরুত্ব দিচ্ছি। গঠনতন্ত্র সংস্কার করার পাশাপাশি আমরা বেসিসের আর্থিক বিভিন্ন বিষয়ে নিরীক্ষা (অডিট) করার কাজ করছি। যেহেতু অনেক বিষয়ে প্রশ্ন উঠেছে, চেষ্টা করছি সবাইকে নিয়ে সব সংকট মোকাবিলা করে গতিশীল বেসিস তৈরি করতে। যেহেতু বর্তমান অন্তর্বর্তী সরকার সব বিষয়ে দায়িত্বশীল, সেই হিসাবে আমরা দায়িত্বশীলভাবে সংস্কার ও উন্নয়নের সব বিষয়কে গুরুত্ব দিচ্ছি। কমিটির প্রথম ১০০ দিনের কর্মপরিকল্পনার মধ্যে বেসিস সংঘবিধি সংশোধন প্রস্তাব চূড়ান্তকরণ, বেসিস সদস্যপদ অডিট সম্পাদন ও নিরীক্ষিত আর্থিক বিষয়াদি পুনর্নিরীক্ষণের পরিকল্পনার মতো বিষয়কে আমরা অগ্রাধিকার দিচ্ছি।’


বর্তমানে বেসিস পরিচালনার জন্য এই সহায়ক কমিটিতে রয়েছেন উল্কাসেমি প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. এনায়েতুর রহমান, ডিএনএস সফটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাফেল কবির, নিউরোসফট টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মিজানুর রহমান, ইনফোব্যান রিয়েলম আইটি সলিউশনসের ব্যবস্থাপনা পরিচালক ফৌজিয়া নিগার সুলতানা, ড্রিম টেকের প্রধান নির্বাহী কর্মকর্তা জসিম উদ্দিন নিজামী, ই-বিজনেস সফট সলিউশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. নাজমুস সাহাদাত, সলিউশন ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ ইবনে নুরুল ইসলাম, টেকসল টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. রওশন কামাল, টাচ অ্যান্ড সলভ টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. ইমরুল কায়েস, ম্যাটিওরস ডটকমের ব্যবস্থাপনা পরিচালক মোস্তাইন বিল্লাহ ও এইচআরসফটবিডির প্রধান নির্বাহী কর্মকর্তা এ এইচ এম রোকমুনুর জামান।


প্রসঙ্গত, গত ১৭ অক্টোবর বেসিসের পরিচালনা পর্ষদের সভাপতি রাসেল টি আহমেদ এবং ১৯ অক্টোবর সহসভাপতি (অর্থ) ইকবাল আহমেদ ফখরুল হাসান পদত্যাগ করেন। এরপর গত ৩০ অক্টোবর বেসিসের সভাপতি নির্বাহী কমিটির সভায় জ্যেষ্ঠ সহসভাপতি এম রাশিদুল হাসানকে সভাপতির দায়িত্ব দেন। তবে বেসিসের পরিচালনা পর্ষদ পুনর্গঠনের প্রক্রিয়া ত্রুটিপূর্ণ ছিল উল্লেখ করে বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন অনুবিভাগ থেকে ৪ ডিসেম্বর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের অতিরিক্ত সচিব মুহম্মদ মেহেদী হাসানকে বেসিসের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।



আরও খবর



৫০ বছর পর প্রকাশ্যে মেজর ডালিম, শেখ মুজিবকে নিয়ে বিস্ফোরক মন্তব্য

প্রকাশিত:সোমবার ০৬ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৬ জানুয়ারী ২০২৫ | ৪৩জন দেখেছেন

Image

ডিজিটাল ডেস্ক:  প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের লাইভ টকশোতে কথা বলেছেন দীর্ঘদিন আড়ালে থাকা বীর মুক্তিযোদ্ধা মেজর শরিফুল হক ডালিম (বীর বিক্রম)। তিনি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে খুনে জড়িত অভিযোগে অভিযুক্ত। লাইভে ৫০ বছরের সব প্রশ্নের উত্তর দিয়েছেন মেজর ডালিম।

রোববার (৫ জানুয়ারি) রাতে ‘বিশেষ লাইভে যুক্ত আছেন বীর মুক্তিযোদ্ধা মেজর ডালিম (বীর বিক্রম)’ শিরোনামের লাইভে যুক্ত হন সাবেক এই সামরিক কর্মকর্তা। ইলিয়াসের নিজের ইউটিউব চ্যানেলে প্রচারিত টকশোটি মুহূর্তেই ভাইরাল হয়।


টকশোতে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও ৭৫ এর ১৫ আগস্টের নেপথ্যের ইতিহাস তুলে ধরেন বিদেশে নির্বাসিত আলোচিত এই সাবেক সামরিক কর্মকর্তা।

টকশোর শুরুতে মেজর ডালিম বলেন, দেশবাসীকে বিশেষ করে নতুন প্রজন্মের ছাত্র-জনতাকে, যারা আংশিক বিজয় অর্জন করেছেন, তাদের লাল শুভেচ্ছা জানাই। বিপ্লব একটি সমাজ যেকোনো রাষ্ট্রে একটি চলমান প্রক্রিয়া। সেই অর্থে তাদের বিজয় এখনও পুরোপুরি অর্জিত হয়নি। তার জন্য আরও সময় প্রয়োজন।


২৪’এর গণঅভ্যুত্থানের নেপথ্যের নায়ক ছাত্র-জনতাকে পরামর্শ দিয়ে তিনি বলেন, সম্প্রসারণবাদী-হিন্দুত্ববাদী ভারত যার কবজায় আমরা প্রায় চলে গিয়েছি। সেই অবস্থান থেকে সেই ৭১’এর মতো আরেকটা স্বাধীনতা অর্জন করতে হবে। তা না হলে বিপ্লব ব্যর্থতায় পর্যবসিত হবে।

 

৭৫ এর হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ জানতে চাইলে তিনি বিস্তারিত ইতিহাস তুলে ধরেন।

মেজর ডালিম বলেন, খুবই স্পর্শকাতর প্রশ্ন। নিজের বাদ্য নিজে বাজানো যায় না। প্রথম কথা, ১৫ই আগস্ট কোনো বিচ্ছিন্ন ঘটনা না। এটার সূত্রপাত হয় মুক্তিযুদ্ধ চলাকালীন অবস্থায়। আমরা বুঝতে পেরেছিলাম বাংলাদেশের মুক্তিযুদ্ধটা কাদের ইন্টারেস্টে হচ্ছে? এটা কি আমাদের ইন্টারেস্টের জন্য হচ্ছে যে আমরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করবো। নাকি অন্য কোনো উদ্দেশ্য কাজ করবো।

এই বীর বিক্রম বলেন, যখন সাতদফাতে চুক্তি করে নজরুল ইসলাম, তাজ উদ্দিনকে পারমিশন দেওয়া হলো একটা প্রভিশনাল গভমেন্ট গঠন করার। সাতটা ক্লজ পড়ে সাইন করার পর নজরুল ইসলাম ফিট হয়ে পড়ে গিয়েছিলেন যে, আমরা ক্রমান্বয়ে ভারতের একটা করদরাজ্য-অঙ্গরাজ্যে পরিণত হব।

তিনি বলেন, ‘শেখ মুজিব তার জুলুমের মাত্রা এতোটাই তীব্র করেছিল স্বৈরাচারী আচরণের মতো যে, তখন মানুষ রবের কাছে মুক্তি চাচ্ছিল তার জুলুমের অবসানের জন্য।’

মেজর ডালিম বলেন, ‘মুজিব তো মারা যায়নি, মুজিব একটি সেনা অভ্যুত্থানে নিহত হয়েছেন। সেনা অভ্যুত্থান তো আর আর খালি হাতে মার্বেল খেলা না। ওখানে দুই পক্ষ থেকেই গোলাগুলি হয় এবং হতাহত হয় দুইপক্ষেই। যেমন মুজিবের পক্ষের কিছু লোক মারা গেল সেভাবে সেনাঅভ্যুত্থানকারী বিপ্লবীদের পক্ষ থেকেও কিছু লোক প্রাণ হারায়। এটাই বাস্তবতা। কিন্তু বিপ্লবীরা বিজয়ী হয়ে গেল, তারা ক্ষমতা নিজের হাতে নিয়ে নিলো।’

তিনি বলেন, ‘মুজিবের মৃত্যুর খবর জানার পর আর বাকশালের পতনের খবর জানার পর শহর বন্দর গ্রামের লাখ লাখ মানুষ আনন্দ মিছিল বের করলো। যে সমস্ত রাজনৈতিক নেতা বা দলগুলো আন্ডারগ্রাউন্ড ছিল তারাও জনসমর্থন নিয়ে রাস্তায় চলে আসে। এভাবেই জনস্বীকৃতি পেয়েছিল ১৫ আগস্টের বৈপ্লবিক সামরিক অভ্যুত্থান।’

২৪ এর বিপ্লবীদের উদ্দেশ্যে মেজর ডালিম বলেন, ‘বর্তমান প্রজন্মের বিল্পবীদের, ছাত্র-জনতার বিপ্লবী কর্মকর্ড যদি কোনো রকম অবদান রাখতে পারি, আমাদের নিজস্ব অভিজ্ঞতা, যোগাযোগ থেকে…তাহলে আমরা সেটা করতে প্রস্তুত। পিছপা হবো না, ইনশাআল্লাহ। আমরা তাদেরকে শ্রদ্ধা, সালাম এবং বিপ্লবী সালাম, সাথে মন থেকে দোয়া করছি তাদের বিপ্লব যাতে ব্যর্থ না হয়। তারা যাতে বিজয় অর্জন করে সুখী সমৃদ্ধ শক্তিশালী বাংলাদেশ গড়ে তুলো তাদের দুর্জ্যেয় ঘাঁটি হিসেবে গড়ে তুলতে পারে।’

জাতীয় সঙ্গীত ইস্যুতে মেজর বলেন, বাংলাদেশের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুরের না হয়ে কাজী নজরুল ইসলাম বা অন্যান্য স্বনামধন্য দেশীয় কবিদের গান হতে পারত। ভিনদেশী একজন কবির গানকে জাতীয় সঙ্গীত বানানোকে পৃথিবীর ইতিহাসে বিরল বলে মন্তব্য করেন তিনি।


আরও খবর



রাজধানীর গুলিস্থানের আল আমিন’কে হত্যা মামলার প্রধান আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০

প্রকাশিত:বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর ২০২৪ | হালনাগাদ:সোমবার ১৩ জানুয়ারী ২০২৫ | ৭৮জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিনিধি: ধানী ওয়ারী থানাধীন গুলিস্থানের কাপ্তান বাজার এলাকার ক্ষুদ্র ব্যবাসায়ী আলআমিন (২৪), পিতা-আব্দুল মান্নান, সাং-লক্ষীপুর খোলাবাড়িয়া, থানা-নাটোর সদর, জেলা-নাটোর দীর্ঘদিন যাবৎ শীতবস্ত্র বিক্রি করে জীবিকা নির্বাহ করে আসছিল। গত ০৪/১২/২০২৪ তারিখ দুপুর আনুমানিক ১৪:৪৫ ঘটিকায় ভিকটিম আল আমিন প্রতিদিনের ন্যায় গুলিস্থানের কাপ্তান বাজার এলাকায় শীতবস্ত্র বিক্রি করতে থাকে।


একই সময় বেআইনী জনতাবদ্ধ হয়ে সোহাগসহ অপরাপর আসামীরা পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পনা মোতাবেক  ১৫/১৬ জনের একটি সশস্ত্র দল অতর্কিতভাবে অস্ত্র-শস্ত্র, চাকু, রড, সুইচ গিয়ার, লাঠি নিয়ে ভিকটিম আল আমিনকে এলোপাথাড়ি আঘাত করে দুই পায়ের উরুসহ শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর রক্তাক্ত জখম করে। অতঃপর ভিকটিম আল আমিনের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসা শুরু করলে বিবাদীরা দ্রæত ঘটনাস্থল ত্যাগ করে।


পরবর্তীতে তার পরিবার ও স্থানীয় লোকজন ভিকটিম আল আমিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। উল্লেখিত হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ভিকটিম আল আমিনকে পরিক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষনা করেন। উক্ত ঘটনায় মৃত ভিকটিম আল আমিনের মা বাদী হয়ে রাজধানীর ওয়ারী থানায় সোহাগসহ ০৬ জন এবং অজ্ঞাতনামা আরো ১০/১২ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-০৩, তারিখ-০৫/১২/২০২৪ খ্রিঃ ধারা-১৪৩/৪৪৮/৩২৩/৩২৬/৩০২/৩৭৯/৪২৭/৩৪ পেনাল কোড। মামলা রুজুর বিষয়টি জানতে পেরে সোহাগসহ অন্যান্য আসামীরা আত্মগোপনে চলে যায়।  


উক্ত হত্যাকান্ডের বিষয়টি জানতে পেরে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল হত্যাকান্ডে জড়িত আসামীদেরকে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি শুরু করে।


এরই ধারাবাহিকতায় র‌্যাব-১০ এর উক্ত আভিযানিক দল গতকাল ২৫/১২/২০২৪ তারিখ সন্ধ্যা আনুমানিক ১৯:৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় রাজধানীর ওয়ারী থানাধীন বনগ্রাম এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে চাঞ্চল্যকর শীতবস্ত্র বিক্রেতা আলআমিন হত্যা মামলার অন্যতম প্রধান আসামী মোঃ সোহাগ (২৫), পিতা- মোঃ আবু তাহের, ওয়ার্ড নং-৩৮, থানা-ওয়ারী, ডিএমপি-ঢাকা ’কে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী উক্ত হত্যাকান্ডে তার সরাসরি সম্পৃক্তার সত্যতা স্বীকার করেছে।

গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


আরও খবর