Logo
আজঃ বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারী ২০২৫
শিরোনাম

চলতি বছর সৌদিতে প্রথম বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

প্রকাশিত:শনিবার ১৮ মে ২০২৪ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারী ২০২৫ | ২০৭জন দেখেছেন

Image


ডিজিটাল ডেস্ক:


সৌদি আরবে মো. আসাদুজ্জামান নামে বাংলাদেশি এক হজযাত্রী মারা গেছেন। তিনি ১৫ মে মদিনায় মারা যান। তার পাসপোর্ট নম্বর এ-১৩৫৬১০৩৪। এটিই এবারের হজে প্রথম কোনো বাংলাদেশির মৃত্যু।

শনিবার (১৮ মে) ভোর ৩টার দিকে হজ পোর্টালের আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।


জানা যায়, মদিনায় মসজিদে নববীতে থাকা অবস্থায় হঠাৎ অজ্ঞান হয়ে পরেন মো. আসাদুজ্জামান। পরে তাকে কিং সালমান হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি মারা যান।

মো. আসাদুজ্জামানের গ্রামের বাড়ি নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার ৭ নম্বর মাসকা ইউনিয়নের সাতাশী গ্রামে।


হজ ফ্লাইট শুরু হওয়ার পর গত রাত ৩টা পর্যন্ত ২৭ হাজার ১১১ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। অন্যদিকে এখনো ৪ হাজার ২৫৬ জন হজযাত্রীর ভিসা হয়নি।

ঢাকা হজ অফিস সূত্রে জানা যায়, এ বছর হজে যেতে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় গাইডসহ হজ পালনে সৌদি আরব যাবেন ৮৫ হাজার ১১৭ জন।

এর মধ্যে সরকারিভাবে নিবন্ধন করেছেন ৪ হাজার ৩২৩ জন। আর বেসরকারিভাবে নিবন্ধন করেছেন ৭৮ হাজার ৮৯৫ জন। প্রতি ৪৪ জনে একজন করে গাইড হিসাবে ১ হাজার ৮৯৯ জন হজযাত্রীদের সঙ্গে যাবেন।

এখন পর্যন্ত সৌদি আরব যাওয়ার হজফ্লাইট পরিচালিত হয়েছে ৬৮টি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২৫টি, সৌদি এয়ারলাইন্সের ২৩টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ২০টি।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন এবারের হজ অনুষ্ঠিত হবে। হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট শুরু হয় গত ৯ মে। আগামী ১০ জুন পর্যন্ত যাওয়ার ফ্লাইট চলবে। হজ শেষে ২০ জুন ফিরতি ফ্লাইট শুরু হবে। দেশে ফেরার ফ্লাইট শেষ হবে আগামী ২২ জুলাই।


আরও খবর

প্রধান উপদেষ্টার আয়নাঘর পরিদর্শন

বুধবার ১২ ফেব্রুয়ারী ২০২৫

এপ্রিল হতে পারে ইউনূস-মোদি সাক্ষাৎ

মঙ্গলবার ১১ ফেব্রুয়ারী ২০২৫




মূল্যস্ফীতি সহনীয় মাত্রায় আসতে আরও অন্তত তিন মাস লাগবে: অর্থ উপদেষ্টা

প্রকাশিত:মঙ্গলবার ০৪ ফেব্রুয়ারী ২০২৫ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারী ২০২৫ | ৪৬জন দেখেছেন

Image

অনলাইন ডেস্ক: যতটা ভ্যাট নির্ধারণ করা হয়েছে, ব্যবসায়ীরা কিছু কিছু ক্ষেত্রে তার চেয়ে বেশি বাড়িয়েছে। এ বিষয়ে কয়েকদিনের মধ্যেই তাদের সাথে বৈঠক হবে— এমন তথ্য জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে অর্থনৈতিক বিষয় ও সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির আলাদা সভা শেষে এসব বলেন তিনি। বলেন, বাজেটের সময়ও ভ্যাটের বিষয়ে দেখা হবে। মূল্যস্ফীতি কমানো এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

অর্থ উপদেষ্টা বলেন, মূল্যস্ফীতি সহনীয় মাত্রায় আসতে আরও অন্তত তিন মাস সময় লাগবে। অতি প্রয়োজনীয় পণ্যের সংকট হতে দেয়া হবে না, সরবরাহ নিশ্চিত করা হবে।

এ সময় তিনি বলেন, অর্থের সংকুলান করতে ভ্যাট একটু বাড়ানো হয়েছে। ব্যাংকগুলোতে টাকা নেই, স্পেশাল ফান্ড করে কাজ চালানো হচ্ছে। শ্রীলঙ্কা আর বাংলাদেশের পরিস্থিতি এক নয়, একদমই আলাদা বলেন অর্থ উপদেষ্টা ।


আরও খবর

৬ দফায় কত বাড়ল স্বর্ণের দাম?

বুধবার ১২ ফেব্রুয়ারী ২০২৫




ইংল্যান্ডের সাথে বড়ো ব্যবধানে জয় পেলো ভারত

প্রকাশিত:সোমবার ০৩ ফেব্রুয়ারী ২০২৫ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারী ২০২৫ | ৪৪জন দেখেছেন

Image

খেলাধুলা ডেস্ক: ৩৭ বলে সেঞ্চুরি হাঁকালেন অভিষেক শর্মা। আগ্রাসী ব্যাটিংয়ে ৫৪ বলে ১৩৫ রানের ইনিংসে চড়ে ভারত তোলে ২৪৭ রানের পুঁজি। জবাবে ইংল্যান্ড অভিষেকের সমান রানটাও তুলতে পারেনি, গুঁটিয়ে গেছে মাত্র ৯৭ রানে। সিরিজের পঞ্চম টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের বিপক্ষে ১৫০ রানের রাজসিক জয় পেয়েছে ভারত। সিরিজ জিতেছে ৪-১ ব্যবধানে। টি-টোয়েন্টি ফরম্যাটে ওপেনিংয়ে নিজের জায়গাটা পাকাপোক্ত করতেই যেন এসেছেন অভিষেক শর্মা। একের পর এক দুর্দান্ত ইনিংসে ভারতের ওপেনার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেই ফেলেছেন অভিষেক।

এবার ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের পঞ্চম এবং শেষ টি-টোয়েন্টি ম্যাচে ৫৪ বলে ১৩৫ রানের অসাধারণ এক ইনিংস খেলেছেন অভিষেক। ৩৭ বলে ছুঁয়েছেন সেঞ্চুরি। বাউন্ডারির ফুলঝুরি ছুটিয়ে রান তুলেছেন ভিডিও গেমসের মত ব্যাটিংয়ে। ম্যাচে টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় ইংল্যান্ড। আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই ইংলিশ বোলারদের উপর চড়াও হয়েছেন অভিষেক। একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে রান তুলেছেন রকেটের গতিতে। মনে হচ্ছিল যেন ভিডিও গেমসের মত ব্যাটিং চলছে। পাওয়ারপ্লের ৬ ওভারে ৯৫ রান তুলেছে ভারত, যার সিংহভাগ এসেছে অভিষেকের ব্যাট থেকে। পাওয়ারপ্লের মধ্যেই ১৭ বলে ফিফটি ছুঁয়েছেন অভিষেক। পাওয়ারপ্লে শেষেও ছুটেছে অভিষেকের উইলো। মারকাটারী ব্যাটিংয়ে ইংলিশ বোলারদের কচুকাটা করেছেন অভিষেক শর্মা। চার-ছক্কার বন্যা বইয়ে ১১তম ওভারেই সেঞ্চুরি ছুঁয়েছেন অভিষেক। মাত্র ৩৭ বলে শতক হাঁকিয়েছেন তিনি। সেঞ্চুরির পরেও অপ্রতিরোধ্য ছিলেন অভিষেক। ৫৪ বলে ১৩৫ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে থেমেছেন অভিষেক শর্মা। বাকিদের মধ্যে ১৩ বলে ৩০ রান করেন শিভাম দুবে। ১৫ বলে ২৪ রানের ইনিংস খেলেছেন তিলক ভার্মা। নির্ধারিত ২০ ওভারের খেলা শেষে ৯ উইকেট হারিয়ে ২৪৭ রানের পুঁজি দাঁড় করায় ভারত। অভিষেকের ১৩৫ রান আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড। এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে করা শুবমান গিলের অপরাজিত ১২৬ ছিল সর্বোচ্চ। ইংল্যান্ডের হয়ে ৩ উইকেট নিয়েছেন ব্রাইডন কার্স। ২ উইকেট নেন মার্ক উড। ১টি করে উইকেট শিকার করেছেন আদিল রশিদ, জেমি ওভারটন এবং জফরা আর্চার। জবাব দিতে নেমে শুরুতে আগ্রাসী ব্যাটিং চালিয়েছেন ইংলিশ ওপেনার ফিল সল্ট। আরেক ওপেনার বেন ডাকেট মেরেছেন গোল্ডেন ডাক। দলের ২৩ রানের মাথায় সাজঘরে ফিরে যান ডাকেট। তিনে নামা অধিনায়ক জস বাটলার ৭ বলে করেছেন ৭ রান। চারে নেমে হ্যারি ব্রুকও সুবিধা করতে পারেননি। ৪ বলে ২ রান করে সাজঘরে ফিরে যান ব্রুক। সল্ট এক প্রান্তে চালিয়ে গেছেন তাণ্ডব। পাওয়ারপ্লের ৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ৬৮ রান তোলে ইংল্যান্ড। লিয়াম লিভিংস্টোন আউট হয়েছেন ৫ বলে ৯ রান করে। সল্ট পেয়েছেন ফিফটির দেখা। দলের ৮২ রানের মাথায় থেমেছেন সল্ট। ২৩ বলে ৫৫ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন ফিল সল্ট। সেট ব্যাটার সল্টের উইকেট হারানোর পর যেন শনির দশা লাগে ইংল্যান্ডের ইনিংসে। একের পর এক উইকেট হারাতে থাকে ইংলিশরা।

ব্যাটারদের আসা-যাওয়ার মিছিলের মাঝে দুই অঙ্ক ছুঁতে পেরেছেন জ্যাকব বেথেল, ৭ বলে ১০ রান করেন তিনি। পুরো ইনিংসে সল্ট এবং বেথেল বাদে কেউ ছুঁতে পারেননি দুই অঙ্কের কোটা। শেষ ১৫ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে মাত্র ৯৭ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। ভারত তুলে নেয় ১৫০ রানের রাজকীয় জয়। ভারতের হয়ে ৩ উইকেট নেন মোহাম্মদ শামি। ২টি করে উইকেট শিকার করেন বরুণ চক্রবর্তী, শিভাম দুবে এবং অভিষেক শর্মা। ১ উইকেট তুলেছেন রবি বিষ্ণই।


আরও খবর

রিয়াল ছেড়ে যাওয়ার ইচ্ছে নেই রদ্রিগোর

মঙ্গলবার ১১ ফেব্রুয়ারী ২০২৫




শেরপুরে সূর্যমুখী বাগানে ইভটিজিংয়ের ঘটনায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ

প্রকাশিত:শনিবার ০৮ ফেব্রুয়ারী ২০২৫ | হালনাগাদ:বুধবার ১২ ফেব্রুয়ারী ২০২৫ | ২৮জন দেখেছেন

Image

মোঃ নমশের আলম : শেরপুরে সূর্যমুখী ফুলের বাগান দেখতে আসা লোকজনের ভিড়ে আটকে থাকা বনভোজনের বাসের এক মেয়েকে ইভটিজিং করার প্রতিবাদে যুবককে মারধরের ঘটনায় দুই গ্রামবাসীর মধ্যে দু'দিন ব্যাপী সংঘর্ষ, রাস্তা অবরোধ, ভাঙচুর, আগুন ও ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাটের ঘটনা ঘটেছে। আজ (শনিবার, ৮ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত শেরপুর সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের কান্দাশেরীরচর ও কৃষ্ণপুর দড়িপাড়া গ্রামের লোকজনের মাঝে সংঘর্ষ হয়।

এ সময় উভয় পক্ষের ১০ জন আহত হয়ে শেরপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এদের মধ্যে ৫ জনকে আটকের কথা স্বীকার করেছে পুলিশ।

আজ দুপুরে সংঘর্ষের জেরে প্রায় দেড় ঘণ্টা শেরপুর-জামালপুর আঞ্চলিক মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ সুপার মো. আমিনুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পুলিশের পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী।

স্থানীয় সূত্রে জানা গেছে,গতকাল শুক্রবার (৭ ফেব্রুয়ারি) শেরপুর সদরের লছমনপুর ইউনিয়নের কান্দাশেরীরচর এলাকায় শেরপুর-জামালপুর আঞ্চলিক মহাসড়কের পাশে সূর্যমুখীর বাগানে দর্শনার্থীদের ভিড়ে যানজট সৃষ্টি হয়। এসময় পার্শ্ববর্তী কৃষ্ণপুর দড়িপাড়া গ্রামের এক যুবক কর্তৃক ইভটিজিংয়ের শিকার হয় যানজটে আটকে থাকা বনভোজনের বাসে বসে থাকা এক মেয়েকে। এর প্রতিবাদে কান্দাশেরীরচর গ্রামের কয়েকজন যুবক মিলে ওই ইভটিজিংকারী যুবককে মারধর করে।

ওই ঘটনার জেরে কৃষ্ণপুর দড়িপাড়া গ্রামের লোকজন দলবেঁধে কান্দাশেরীরচর গ্রামে হামলা চালালে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া। এতে কান্দাশেরীরচরের অন্তত ৫ জন গুরুতর আহত হয়। এ সময় কুসুমহাটি বাজারের রাস্তায় আগুন দিয়ে অবরোধ, ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও পলাশ টেলিকম নামে একটি মোবাইলের দোকানে লুটপাটের ঘটনা ঘটে।

খবর পেয়ে রাত ১১টার দিকে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে। পরে আজ শনিবার সকাল থেকে কান্দাশেরীরচর ও কৃষ্ণপুর দড়িপাড়া গ্রামের দু’পক্ষ পুনরায় কুসুমহাটি বাজারে শেরপুর-জামালপুর সড়কের দুইপাশে অবস্থান নেয়া শুরু করলে আবারো উত্তাপ ছড়িয়ে পড়ে। দুপুরের দিকে দুপক্ষের মধ্যে কয়েকদফা ধাওয়া-পাল্টা ধাওয়ায় ৫ জন আহত হয়। এ সময় আবারো শেরপুর-জামালপুর আঞ্চলিক মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ সুপার মো.আমিনুল ইসলাম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি কাজ করছে সেনাবাহিনী। তিনি কুসুমহাটি বাজারের ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।


আরও খবর



অপারেশন ডেভিল হান্ট ; আশুলিয়ায় অস্ত্রসহ গ্রেফতার-৫

প্রকাশিত:বুধবার ১২ ফেব্রুয়ারী ২০২৫ | হালনাগাদ:বুধবার ১২ ফেব্রুয়ারী ২০২৫ | ১৯জন দেখেছেন

Image

আব্দুল্লাহ আল মনির : 'অপারেশন ডেভিল হান্ট' পরিচালনা করে ঢাকার আশুলিয়ায় বিদেশী পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ৭দিনের রিমান্ড চেয়ে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

বুধবার  (১২ ই ফেব্রুয়ারি ২০২৫) দুপুর ১ টার দিকে আশুলিয়া থানায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির। এর আগে মঙ্গলবার রাত ৮ টা থেকে বুধবার ভোর পর্যন্ত আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- সিরাজগঞ্জ সদর থানার ছোনগাছা এলাকার মোঃ মিন্টু মিয়ার ছেলে রানা মিয়া (৩২)। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ১ রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে। ঢাকার আশুলিয়ার জামগড়া এলাকার মৃত আঃ মালেক মোল্লার ছেলে রাজা মোল্লা (৪০), আশুলিয়ার খেজুর বাগান এলাকার মৃত নুরুল হকের ছেলে মশিউর রহমান (৩৮) ও আশুলিয়ার রোস্তমপুর এলাকার মৃত জগন্নাথ শাহার ছেলে বিজয় গোপাল শাহা (৬৫) ও আশুলিয়ার কাঠগড়া দুর্গাপুর এলাকার আঃ গনির ছেলে আমিনুল ইসলাম সুমন (৩১)। এদের মধ্যে বেশিরভাগই আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী। 

সংবাদ সম্মেলনে শাহীনুর কবির বলেন, দেশকে অস্থিতিশীল করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানির পায়তারা, চাঁদাবাজি ও বৈষম্যবিরোধী কার্যকলাপের দায়ে 'অপারেশন ডেভিল হান্ট' পরিচালনা করা হয়। এসময় আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৫ জনকে গ্রেফতার করা হয়।

এছাড়া, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ৭দিনের রিমান্ড চেয়ে দুপুরে আদালতে পাঠানো হয়েছে। সেই সাথে দেশের আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


আরও খবর



গাজা ভূখণ্ডের দখল নিতে চায় যুক্তরাষ্ট্র: ট্রাম্প

প্রকাশিত:বুধবার ০৫ ফেব্রুয়ারী ২০২৫ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারী ২০২৫ | ২৭জন দেখেছেন

Image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ফিলিস্তিনিদের অন্য কোথাও পুনর্বাসিত করার পর যুক্তরাষ্ট্র যুদ্ধবিধ্বস্ত গাজা ভূখণ্ডের দখল নিয়ে সেটিকে অর্থনৈতিকভাবে উন্নত করবে।

তার এই ঘোষণায় ইসরায়েলি ও ফিলিস্তিনিদের মধ্যে চলা সংঘাত নিয়ে কয়েক দশক ধরে চলে আসা যুক্তরাষ্ট্রের নীতি পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যাওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

মঙ্গলবার যুক্তরাষ্ট্র সফররত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সঙ্গে নিয়ে করা এক যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প তার এই আশ্চর্য পরিকল্পনা তুলে ধরেন; তবে এর সুনির্দিষ্ট কোনো রূপরেখা প্রস্তাব করেননি তিনি।

এর আগে একইদিন সকালে ট্রাম্প গাজার ফিলিস্তিনিদের স্থায়ীভাবে প্রতিবেশী দেশগুলোতে পুনর্বাসনের প্রস্তাব দিয়ে সবাইকে স্তম্ভিত করে দেন।

ফিলিস্তিনি ছিটমহল গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে ভঙ্গুর একটি যুদ্ধবিরতির প্রথম পর্ব পালিত হচ্ছে। এই ছিটমহলকে ‘ধ্বংস হয়ে যাওয়া এলাকা’ বলে উল্লেখ করেছেন তিনি।

রয়টার্স লিখেছে, ট্রাম্প আশা করতে পারেন মিত্র এবং শত্রুরা একইরকমভাবে গাজায় যুক্তরাষ্ট্রের যে কোনো দখলদারিত্বের প্রবল বিরোধিতা করবে।

ফিলিস্তিনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সরাসরি অংশ নিলে তা ওয়াশিংটন ও বিশ্বের অধিকাংশ দেশ দীর্ঘদিন ধরে যে নীতি অনুসরণ করে আসছে তার বিপরীত হবে। ওই নীতিতে গাজাকে ফিলিস্তিন রাষ্ট্রের অংশ বলে ধরা হয়, ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরও যার অন্তর্ভুক্ত।

সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, “যুক্তরাষ্ট্র গাজা ভূখণ্ডের দখল নেবে আর আমরা এটিকে নিয়ে একটি কাজও করবো। আমরা এটির মালিক হয়ে সেখানে থাকা বিপজ্জনক অবিস্ফোরিত সব বোমা ও অন্যান্য অস্ত্র ধ্বংস করার দায়িত্বপালন করবো।

তিনি বলেন, যদি এটা প্রয়োজনীয় হয়, আমরা তা করবো, আমরা খণ্ডটি দখল করতে যাচ্ছি, আমরা সেটির উন্নয়ন ঘটাতে যাচ্ছি, হাজার হাজার চাকরি তৈরি হবে আর এটি এমন কিছু হবে যার জন্য পুরো মধ্যপ্রাচ্য অত্যন্ত গর্বিত হতে পারে। আমি একটি দীর্ঘমেয়াদি মালিকানার অবস্থান দেখতে পাচ্ছি আর এটি মধ্যপ্রাচ্যের ওই অংশে ব্যাপক স্থিতিশীলতা নিয়ে আসবে।

তিনি এ ধারণা নিয়ে ওই অঞ্চলের নেতাদের সঙ্গে কথা বলেছেন আর তারা এতে সমর্থন জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে ট্রাম্প কয়েকবার নেতানিয়াহুকে তার ডাক নাম ‘বিবি’ উল্লেখ করে কথা বলেন। নেতানিয়াহু ট্রাম্পের এই প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনায় নিজেকে জড়াননি। শুধু একটি ‘নতুন পন্থায়’ চেষ্টা করার জন্য ট্রাম্পের প্রশংসা করেন।

ইসরায়েলি নেতা বলেন, ট্রাম্প নতুন ধারণা নিয়ে পুরোপুরি অন্যভাবে চিন্তা করছেন। তিনি প্রচলিত চিন্তাভাবনাকে থেকে বের হওয়ার ইচ্ছা প্রদর্শন করছেন।


আরও খবর