Logo
আজঃ বৃহস্পতিবার ১৬ জানুয়ারী ২০২৫
শিরোনাম

ডেন্টালে ভর্তি পরীক্ষা: আবেদন শুরু ১৫ জানুয়ারি

প্রকাশিত:রবিবার ৩১ ডিসেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৬ জানুয়ারী ২০২৫ | ৫৪৫জন দেখেছেন

Image

২০২৩-২৪ শিক্ষাবর্ষে সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে ১৫ জানুয়ারি। আবেদন করা যাবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। ২৬ ডিসেম্বর স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা যায়।

জানা যায়, ডেন্টাল ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে ১৫ জানুয়ারি। আবেদন ফি জমা দেওয়া যাবে ৪ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। শিক্ষার্থীদের রোল নম্বর দেওয়া, সিট প্ল্যান তৈরি, টেলিটকে সিট প্ল্যান পাঠানো, প্রবেশপত্র তৈরি ও অন্যান্য অফিসিয়াল কার্যক্রম ৫ ফেব্রুয়ারি থেকে ২৪ ফেব্রুয়ারির মধ্যে শেষ করা হবে।

সূত্র জানায়, শিক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ শুরু হবে ২৫ ফেব্রুয়ারি থেকে, চলবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত।

এ বিষয়ে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. টিটো মিঞা বলেন, আগামী ৯ ফেব্রুয়ারি এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর বিডিএস ভর্তি পরীক্ষা হবে ৮ মার্চ। এরই মধ্যে পরীক্ষা আয়োজনের প্রস্তুতি শুরু হয়েছে।

তিনি জানান, জেলা কোটা না রাখা ও প্রথমবর্ষে মেডিকেলে ভর্তি শিক্ষার্থীদের দ্বিতীয় বছরে আবার পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে ১০ নম্বর কাটা যাবে, যা আগে ছিল ৮। অটোমেশন পদ্ধতিতে ভর্তি নিশ্চিত করা হবে। এ ক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না।

এর আগে রোববার স্বাস্থ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার তারিখ ও আবেদনের সময়সীমা চূড়ান্ত করা হয়।


আরও খবর



ব্যবসায়ীদের আতঙ্ক ও উদ্বেগ

প্রকাশিত:বৃহস্পতিবার ০৯ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:বুধবার ১৫ জানুয়ারী ২০২৫ | ৩০জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিনিধি: দেশে শিল্প খাতের সুদিন যেন ফিরছেই না। দিন যতই যাচ্ছে ততই কঠিন পরিস্থিতির মুখে পড়ছেন শিল্পোদ্যোক্তারা। দীর্ঘদিন ধরে ডলার সংকট, সুদের উচ্চহার এবং শ্রমিক অসন্তোষসহ বিভিন্ন কারণে ব্যবসা করতে হিমশিম খাচ্ছেন। অতীতের যে কোনো সময়ের চেয়ে শিল্পমালিকরা কঠিন সময় পার করছেন। ব্যবসা ধরে রাখতে যখন ব্যবসায়ীরা মরিয়া ঠিক তখনই ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’র মতো শিল্পে গ্যাসের দাম নতুন করে ১৫২ শতাংশ বা আড়াই গুণ পর্যন্ত বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে।


শিল্পমালিকরা বহুদিন থেকেই অভিযোগ জানিয়ে আসছেন, তাঁরা বাড়তি দাম দিয়েও কারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস পাচ্ছেন না। এ অবস্থায় নতুন করে আবারও গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্তে ব্যবসায়ীরা উদ্বেগ ও আতঙ্কের মধ্যে আছেন। অনেকে ব্যবসা গুটিয়ে নেওয়ার চিন্তাও করছেন। কেউ কেউ বলছেন, শিল্প স্থাপন করে বিপদে পড়ার চেয়ে ট্রেডিং ব্যবসা অনেক ভালো। বিশেষজ্ঞরা বলছেন, জ্বালানি খাতে এত উচ্চমূল্যে নতুন শিল্পোদ্যোক্তারা বাজারে রপ্তানি করতে পারবেন কি না তা দেখার বিষয়। এটা নতুনদের জন্য চ্যালেঞ্জ।


শিল্পোদ্যোক্তারা গতকাল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, যে মাত্রায় শিল্পে এবার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রস্তাব করা হয়েছে তা বেশ বড়। এর ফলে মূল্যস্ফীতির যে চাপ তা আরও বাড়বে। শিল্প খাতে কোনো উদ্যোক্তা নতুন করে গ্যাস সংযোগ নিয়ে কারখানা স্থাপনের কথা চিন্তা করবেন না। এ অবস্থায় শিল্প টিকিয়ে রাখার প্রশ্নই আসে না। নতুন উদ্যোক্তারা কোনোভাবে প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে পারবেন না। এতে অবশ্যই শিল্পে নেতিবাচক প্রভাব পড়বে। গ্যাসের দাম বৃদ্ধি করার প্রস্তাব যদি বাস্তবায়ন করা হয় তাহলে এর মাধ্যমে নীতিনির্ধারকরা এই বার্তা দেবেন যে, বাংলাদেশে আগামীতে তাঁরা আর ম্যানুফ্যাকচারিং খাত চাচ্ছেন না।


গত বছরের আগস্টের পর রাজনৈতিক পট পরিবর্তনে দেশজুড়ে রাজনৈতিক অস্থিরতা, অস্থিতিশীল বাজার, সুদহার বৃদ্ধি, ঋণপত্র খোলার জটিলতা, ডলার সংকট এবং শ্রমিক অসন্তোষের কারণে দেশের অসংখ্য কারখানা বন্ধ হয়ে যায়। যেসব কারখানা এখনো লড়াই করে টিকে আছে সেগুলোও ধুঁকে ধুঁকে চলছে। ঋণগ্রস্ত হয়ে পড়েছেন বহু শিল্পমালিক। এ অবস্থায় নতুন করে শিল্পে গ্যাসের দাম আড়াই গুণ বৃদ্ধির প্রস্তাব দেশীয় শিল্প খাতের জন্য ‘অশনিসংকেত’ বলে এ খাত সংশ্লিষ্টরা মনে করছেন। মূলত নতুন করে গ্যাসের দাম বৃদ্ধি করা হলে ভারী শিল্প সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে।


এর পাশাপাশি ক্ষুদ্র শিল্পগুলোও ক্ষতির মুখে পড়বে। এ ধরনের এসব শিল্পে বিনিয়োগকারীরা বড় ধরনের বিনিয়োগ করেন। এ শিল্প ক্ষতিগ্রস্ত হলে বিনিয়োগকারীদের ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা আছে। আর শিল্পকারখানা বন্ধ হলে চাকরি হারাবেন বহু শ্রমিক ও শিল্প খাতসংশ্লিষ্ট মানুষ। শিল্পে নতুন বিনিয়োগ আসবে না, হবে না নতুন কর্মসংস্থান। বিদেশি বিনিয়োগকারীরাও নিরুৎসাহিত হবেন। এর প্রভাব পড়বে রপ্তানি শিল্পে। সব মিলিয়ে শিল্পের প্রসার বাধাগ্রস্ত হবে।


ব্যবসায়ীরা বাংলাদেশ প্রতিদিনকে জানান, গ্যাসের দাম বৃদ্ধি করে নিরবচ্ছিন্ন গ্যাস দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও শিল্পোদ্যোক্তারা এখন পর্যন্ত তা পাননি। এজন্য অনেক কারখানা বন্ধ হয়ে গেছে। এখন যদি নতুন করে আবার গ্যাসের দাম বৃদ্ধি করা হয় তাহলে গ্যাসনির্ভর কারখানাগুলো বন্ধ করে দিতে হবে। ব্যাংক ঋণ এখন সাড়ে ১৪ থেকে ১৬ শতাংশ হয়েছে। গ্যাসের দাম আবার বাড়ালে শিল্প খাত ধ্বংসের দ্বারপ্রান্তে চলে যাবে। শিল্প খাতের লাখ লাখ শ্রমিক বেকার হয়ে পড়বেন।


সরকারের জ্বালানি বিভাগ এরই মধ্যে শিল্পে গ্যাসের নতুন দাম বৃদ্ধির জন্য নীতিগত অনুমোদন দিয়েছে। প্রস্তাবটি চূড়ান্ত করার জন্য এখন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে (বিইআরসি) রয়েছে। প্রস্তাব অনুযায়ী নতুন কারখানার জন্য গ্যাসের দাম হবে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এনএনজি) আমদানি ব্যয়ের সমান। এতে নতুন কারখানাগুলোকে বর্তমান দরের চেয়ে আড়াই গুণ বেশি দামে গ্যাস কিনতে হবে। এমনকি পুরনো শিল্পকারখানাগুলোতে লোড বাড়াতে চাইলেও উদ্যোক্তাদের গুনতে হবে আড়াই গুণ বেশি মূল্য।


বর্তমানে শিল্পকারখানার গ্রাহকদের প্রতি ঘনমিটার গ্যাস কিনতে ৩০ টাকা এবং ক্যাপটিভ পাওয়ারে (শিল্পে ব্যবহৃত নিজস্ব বিদ্যুৎ) ৩০ টাকা ৭৫ পয়সা দিতে হয়। সম্প্রতি বিইআরসিতে বাংলাদেশ তেল, গ্যাস, খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)-এর পাঠানো প্রস্তাবে প্রতি ঘনমিটার গ্যাসের দাম ৭৫ টাকা ৭২ পয়সা করার প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে নতুন সংযোগের ক্ষেত্রে পুরো গ্যাস বিল হবে নতুন দামে। তবে প্রস্তাবে পুরনো শিল্পোদ্যোক্তারা কিছুটা ছাড় পাবেন।


বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম গতকাল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আমরা মনে করি না প্রতি ঘনমিটারে ৭০ থেকে ৭৫ টাকা দাম দিয়ে দেশে কেউ শিল্পায়ন করবে বা গ্যাস ব্যবহার করবে। এর আগে সরকার ১২ টাকা থেকে ৩০ টাকা করেছিল এবং ক্যাপটিভে সাড়ে ৩১ টাকা করেছে। এটি ছিল অস্বাভাবিক বৃদ্ধি। সে সময় কথা ছিল আমাদের নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ করা হবে। কিন্তু আমরা কখনোই সেটি পাইনি। বরং গ্যাসের দাম বৃদ্ধির পর থেকে এটি খারাপের দিকে গেছে। নতুন যে পলিসি সরকার করতে যাচ্ছে এতটুকু বলতে পারি যে, আমাদের খাতে কোনো উদ্যোক্তা নতুন করে গ্যাস সংযোগ নিয়ে কারখানা স্থাপনের কথা চিন্তা করবে না। আমাদের এখন যে ৩০/৩১ টাকা গ্যাস বিল দিতে হয় এটিই আমাদের দিতে হিমশিম খেতে হচ্ছে। এক্ষেত্রে এই দাম ৭০/৭৫ টাকা হলে শিল্প টিকিয়ে রাখার প্রশ্নই আসে না।


এতে অবশ্যই শিল্পে নেতিবাচক প্রভাব পড়বে। বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী বাংলাদেশ প্রতিদিনকে বলেন, গ্যাসের দাম স্বল্পমূল্য হওয়ার কারণেই বাংলাদেশের ম্যানুফ্যাকচারিং সেক্টর গড়ে উঠেছিল। অন্য দেশের সঙ্গে তুলনা করলে আমাদের শিল্পকারখানার অবকাঠোতেই ৩০ থেকে ৪০ শতাংশ বিনিয়োগ চলে যায়। ব্যাংক ঋণও খুব বেশি। এমনিতেই এখানে জ্বালানির মূল্য আন্তর্জাতিক বাজারের থেকে বেশি। এর মধ্যে গ্যাসের সরবরাহ নেই। যেসব কারখানা এখন আছে সেগুলোর টিকে থাকাই খুব কষ্টের। এ কারখানাগুলো বিশাল ঝুঁকির মধ্যে আছে। এজন্য বেসরকারি খাতে ক্রেডিট গ্রোথ দিনকে দিন ডাউন হয়ে যাচ্ছে। এ অবস্থায় নতুন করে গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত, বিশেষ করে নতুন সংযোগ যারা নেবে তাদের ৭৫ টাকা পড়ে যাবে। আর পুরনো যারা লোড বৃদ্ধি করবে তাদের ৫০ শতাংশ বাড়বে।


এর অর্থ হচ্ছে সরকারকে যারা শিল্পে গ্যাসের মূল্যবৃদ্ধির পরামর্শ দিয়েছে তাদের উদ্দেশ্য শিল্পকারখানা যাতে আর উন্নতি না করে। একই সঙ্গে এ সিদ্ধান্ত বাস্তবায়ন হলে পলিসি মেকাররা এ বার্তা দিয়ে দেবেন যে, বাংলাদেশে আগামীতে ম্যানুফ্যাকচারিং খাত আর চাচ্ছেন না। বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিসিএমইএ) সভাপতি ও মুন্নু সিরামিকস ইন্ডাস্ট্রিজের ভাইস চেয়ারম্যান মইনুল ইসলাম গতকাল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, সিরামিকস খাতে গ্যাস অন্যতম একটি উপাদান। এর দাম আরও বাড়ানো হলে এ খাতে আমি আর কোনো ভবিষ্যৎ দেখি না।


বিইআরসির সদস্য (গ্যাস) মো. মিজানুর রহমান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আমরা শিল্পে গ্যাসের মূল্যবৃদ্ধির জন্য প্রস্তাব পেয়েছি। এ নিয়ে বৈঠক হয়েছে। তবে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে সময় লাগবে। এ নিয়ে টেকনিক্যাল কমিটিসহ বিতরণ কমিটিগুলোর সঙ্গে বৈঠক হবে, শুনানি হবে। এর মধ্যে বিতরণ কোম্পানিগুলো থেকে প্রস্তাবও আসতে হবে।


পেট্রোবাংলার হিসাবে, ২০২৩ সালের নভেম্বর থেকে গত অক্টোবর পর্যন্ত শিল্পে অনুমোদিত লোডের চেয়ে ১৪ কোটি ৭৮ লাখ ঘনমিটার গ্যাস বাড়তি ব্যবহার করা হয়েছে। আর ক্যাপটিভে ৫ কোটি ৭৬ লাখ ঘনমিটার গ্যাস বাড়তি ব্যবহার করা হয়েছে। আর প্রস্তাব অনুসারে পুরনো কারখানায় বাড়তি এমন ব্যবহারের ক্ষেত্রে গ্যাসের বিল হবে নতুন দামে। পেট্রোবাংলা দেশীয় কূপের পাশাপাশি এলএনজি আমদানি করেও জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ করে। দেশীয় কূপ থেকে পাওয়া প্রতি ঘনমিটারে তাদের গড়ে খরচ হয় ৬ টাকা ৭ পয়সা। কিন্তু এলএনজি আমদানি করতে খরচ হচ্ছে ৭৫ টাকার বেশি। এতে লোকসানে আছে সংস্থাটি। অন্তর্বর্তী সরকার এ ভর্তুকি দিতে রাজি নয়। তাই এখন এলএনজি আমদানির খরচ পুরোটাই শিল্পের ওপর চাপাতে চাইছে পেট্রোবাংলা।


বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ৭৫ টাকা করে গ্যাস কিনে ৩০ টাকায় দেওয়া সম্ভব নয়। আর পুরনো শিল্প গ্রাহকদের ওপর এটি কার্যকর হবে না। আমাদের এরই মধ্যে ২০ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে। এটি আর বাড়াতে চাই না। আমরা শিল্পে গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাব দিয়েছি। বিইআরসি কর্তৃপক্ষ এটি যাচাইবাছাই করে তারপর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।


বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের মুখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন গতকাল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, যে মাত্রায় শিল্পে এবার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রস্তাব করেছে তা বেশ বড়। এতে গ্যাসনির্ভর কারখানাগুলো যেমন গার্মেন্ট কারখানা, তাদের উৎপাদন খরচের ১০ শতাংশ পর্যন্ত গ্যাসের খরচে যায়। নতুন এ প্রস্তাব দেওয়া হয়েছে তা যদি কোনো পরিবর্তন ছাড়া বাস্তবায়ন করা হয় তাহলে উৎপাদন খরচের ওপর অবশ্যই ধাক্কা আসবে। এর ফলে মূল্যস্ফীতির যে চাপ তা আরও বাড়বে। এটি অস্বীকার করার কোনো উপায় নেই। পেট্রোবাংলার বিরুদ্ধে গ্যাসের লিকেজ থেকে শুরু করে অনেক অভিযোগ আছে। অবৈধভাবে গ্যাস সংযোগও দেওয়া হয়। এর বিল তো সরকার পাচ্ছে না। এসব জায়গায় তাদের জবাবদিহিতাও প্রয়োজন।


জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ম. তামিম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, গ্যাসের দাম বাড়ানো নিশ্চিতভাবে গ্যাসভিত্তিক নতুন শিল্পোদ্যোক্তাদের অন্তরায় হবে। নতুন উদ্যোক্তারা কোনোভাবে প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে পারবে না। কারণ তাদের খরচ বেশি। এটা বাজারে বিরাট পার্থক্য তৈরি করবে। বর্তমানে শিল্পকারখানাগুলো যারা অতিরিক্ত গ্যাস ব্যবহার করবে তাদেরও নতুন মূল্যে টাকা দিতে হবে। তার মানে দাম বাড়ানোর প্রভাব পুরনোদের ওপরও পড়বে। আর নতুন সংযোগ নেওয়া শিল্পগুলোর ওপর অবশ্যই প্রভাব পড়বে। জ্বালানি খাতে এত উচ্চমূল্যে নতুন শিল্পোদ্যোক্তারা বাজারে রপ্তানি করতে পারবেন কি না তা দেখার বিষয়। এটা নতুনদের জন্য চ্যালেঞ্জ।


এর আগে ২০২৩ সালের ১৮ জানুয়ারি নির্বাহী আদেশে শিল্পে গ্যাসের দাম বাড়িয়ে তিন গুণ করা হয়। প্রতি ইউনিট গ্যাসের দাম বৃহৎ শিল্পে ১১ টাকা ৯৮ পয়সা এবং ক্ষুদ্র শিল্পে ১০ টাকা ৭৮ পয়সা থেকে বাড়িয়ে ৩০ টাকা করা হয়। ক্যাপটিভে প্রতি ইউনিটে ১৬ টাকা থেকে বাড়িয়ে ৩০ টাকা করা হয়েছিল। এরপর ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে ক্যাপটিভে প্রতি ইউনিটের দাম ৩০ টাকা ৭৫ পয়সা নির্ধারণ করা হয়।


আরও খবর



ঢাকা ক্যাপিটালসে যোগ দিলেন ইংলিশ ওপেনার রয়

প্রকাশিত:মঙ্গলবার ০৭ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:বুধবার ১৫ জানুয়ারী ২০২৫ | ৪৩জন দেখেছেন

Image

খেলা ডেস্ক:  ইংলিশ ওপেনার জেসন রয় যোগ দিলেন ঢাকা ক্যাপিটালসে। সোমবার (৬ জানুয়ারি) রাতে সিলেটে দলের সঙ্গে টিম হোটেলে যোগ দিয়েছেন তিনি। তাকে ফুল দিয়ে স্বাগত জানিয়েছেন চিত্রনায়ক এবং ঢাকা ক্যাপিটালসের এক্সিকিউটিভ ডিরেক্টর মামুনুর ইমন।

টি-টোয়েন্টি ক্রিকেটে তুমুল জনপ্রিয় ক্রিকেটার জেসন রয়। মারকুটে এই ব্যাটার এবার খেলবেন ঢাকা ক্যাপিটালসের জার্সিতে। সাইম আইয়ুব না আসার কারণে ঢাকার ওপেনিং বর্তমানে কিছুটা নড়বড়ে। সেখানে স্বস্তি ফিরতে পারে রয়ের সংযোজনে। এছাড়া ড্রাফটে অবিক্রীত দেশি ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকতকেও দলে টেনেছে ঢাকা ক্যাপিটালস।


মঙ্গলবার (৭ জানুয়ারি) সিলেটে দলের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন রয়। রংপুরের বিপক্ষে সিলেট পর্বের প্রথম ম্যাচে খেলার সম্ভাবনা আছে ৩৪ বছর বয়সি এই ব্যাটসম্যান।

এদিকে চলতি বিপিএলে এখন পর্যন্ত ৩ ম্যাচের মধ্যে সবকটিতে হেরে টেবিলের একদম তলানিতে রয়েছে ঢাকা। পরের ম্যাচ আগামী ৭ জানুয়ারি, প্রতিপক্ষ টেবিল টপার রংপুর রাইডার্স।


আরও খবর



বিয়ে করতে চাইলে কি রিজিক বাড়ে

প্রকাশিত:বুধবার ০৮ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:বুধবার ১৫ জানুয়ারী ২০২৫ | ৩৬জন দেখেছেন

Image

ডিজিটাল ডেস্ক: বিয়ে মুসলিম জীবনে একটি পবিত্র ও অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এটি শুধু দুইটি জীবনকে একত্রিত করার মাধ্যম নয়, বরং পারিবারিক জীবন শুরু করার একটি সুন্দর ও কল্যাণময় ব্যবস্থা। ইসলামের দৃষ্টিতে বিয়ে মানবজীবনে বরকত বয়ে আনে এবং রিজিক বৃদ্ধির কারণ হয়। পবিত্র কোরআন ও হাদিসে বিয়ের গুরুত্ব ও কল্যাণের কথা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। সামর্থ্য থাকা সত্ত্বেও বিয়ে থেকে বিরত থাকা ইসলাম সমর্থন করে না। বরং রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নত হিসেবে বিয়ে পালন করা প্রত্যেক মুসলমানের জন্য অত্যন্ত ফজিলতপূর্ণ একটি কাজ।

বিয়ের মাধ্যমে মানুষ নবজীবনে প্রবেশ করে। জীবনে প্রভূত কল্যাণসাধন হয়। বিয়ে রহমত ও বরকত ও রিজিক বাড়ার কারণ। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ‘তোমাদের মধ্যে যারা বিয়ে করেনি, তাদের বিয়ে করিয়ে দাও এবং তোমাদের দাস-দাসীদের মধ্যে যারা সৎকর্মপরায়ণ, তাদেরও। তারা যদি নিঃস্ব হয়, তবে আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে সচ্ছল করে দেবেন। আল্লাহ প্রাচুর্যময়, সর্বজ্ঞ।’ (সুরা নুর ৩২)


এ আয়াতের ব্যাখ্যায় আবু বকর (রা.) তরুণ-তরুণীদের উৎসাহ দিয়ে বলতেন, ‘তোমরা বিয়ে করে আল্লাহর নির্দেশ পালন করো। তিনি তোমাদের দেয়া অঙ্গীকারও পালন করবেন।’ (তাফসিরে ইবনে আবি হাতেম ৮/২৫৮২)

হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রসুলুল্লাহ (স.) বলেছেন, ‘তিন ব্যক্তিকে সাহায্য করা মহান আল্লাহর কর্তব্য। প্রথমজন হলেন আল্লাহর পথে জিহাদ পালনকারী। তারপর মুক্তিপণ আদায়ে কাজ করা চুক্তিবদ্ধ দাস এবং পবিত্র জীবনের লক্ষ্যে বিবাহকারী।’ (তিরমিজি ১৬৫৫)


এছাড়া হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) বলেছেন, ‘তোমরা বিয়ের মধ্যে প্রাচুর্য অনুসন্ধান করো। কারণ আল্লাহ তাআলা বলেন, ‘যদি তারা দরিদ্র হয়, নিজ অনুগ্রহে তাদেরকে প্রাচুর্য দান করবেন’ (সুরা নুর ৩২, তাফসিরে ইবনে কাসির, তিরমিজি ১০৬১)

সুতরাং কেউ যদি অল্প সামর্থ্য নিয়ে বিয়ে করার নিয়ত করে তাহলে আল্লাহ তাআলা তাদের সচ্ছলতা দিবেন ইনশাআল্লাহ।

অভিভাবকদেরও উচিত নয় নিজের ছেলের অথবা নিজ কন্যার জন্য নির্বাচিত পাত্রের সাময়িক অভাবকে বিয়ে করার প্রতিবন্ধক মনে করা। যদি তারা উপার্জনে সক্ষম এবং পরিবার পরিচালনার সামর্থ্য রাখে তাহলে তাদের জীবনোপকরণ দিয়ে সংসার শুরু করতে সাহায্য করা উচিত এবং বিয়ে দিয়ে দেয়া উচিত। (বয়ানুল কুরআন)।

তবে যদি কেউ বিয়ে করতে সমর্থ না হয় তাহলে তার ব্যাপারেও নির্দেশনা দিয়েছেন নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। তিনি বলেন, ‘হে যুবসমাজ, তোমাদের মধ্যে যার সামর্থ্য আছে, সে যেন বিয়ে করে। কারণ তা দৃষ্টিকে অধিক অবনতকারী, প্রবৃত্তিকে অধিক দমনকারী’ (বুখারি ১৯০৫)।

কোনো মুসলমানের উচিত নয় বিয়ে না করার পণ করা। কেননা রসুলুল্লাহ (স.) বলেছেন, ‘বিয়ে আমার সুন্নত। আর যে আমার সুন্নত অনুযায়ী আমল করে না, সে আমার উম্মতভুক্ত নয়।’ (ইবনে মাজা ১৮৪৬)


আরও খবর

ডালিমসহ জান্নাতে পাওয়া যাবে যেসব ফল

শনিবার ১১ জানুয়ারী ২০২৫

ভূমিকম্প নিয়ে কোরআন-হাদিসে কী বলা হয়েছে?

বৃহস্পতিবার ০৯ জানুয়ারী ২০২৫




"সর্বোচ্চ খুচরা মূল্য- কেনো, কোথায় ও কিভাবে!"

প্রকাশিত:শনিবার ১১ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:বুধবার ১৫ জানুয়ারী ২০২৫ | ২৪০জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিনিধি: সর্বোচ্চ খুচরা মূল্য (MRP) এই জিনিস টা বাংলাদেশ,ভারত, ইন্দোনেশিয়া ও শ্রীলঙ্কা ছাড়া পৃথিবীর অন্য কোথাও দেখা যায় না। 


ধরেন আপনি ১ লিটারের কোকা-কোলা বাংলাদেশের যেকোনো দোকানে কিনবেন একই দাম দিয়ে। কিন্তু এই ১ লিটারের কোকা-কোলা ইউরোপ, আমেরিকা বা অস্ট্রেলিয়ায় বিভিন্ন দোকানে বিভিন্ন রকমের দামে কিনতে হবে। 

মানে এখানে সাপ্লাই-ডিমান্ড বা ঐ দোকানের প্রাইসিং পলিসির এর ওপর মূল্য নির্ভর করে। 


সর্বোচ্চ খুচরা মূল্য পদ্ধতিটির কিছু বৈশিষ্ট্য:

• MRP খুচরা বিক্রেতাদের ওপর একরকম বাধা তৈরি করে, ফলে তারা নির্দিষ্ট টাকার বেশি লাভ করতে পারে না।


•অল্প সময়ের জন্য হলেও MRP মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কাজ করে৷ যেহেতু পণ্য সর্বোচ্চ খুচরা মূল্যের থেকে বেশি দামে বিক্রি করা সম্ভব নয়।


•এটা মুক্তবাজার (Free market) এর বিপরীত। 

এই পদ্ধতি ব্যবহারের ফলে কোনো পণ্যের মূল্য বাজারের মাধ্যমে(সাপ্লাই-ডিমান্ড) নির্ধারণ করা হয় না। সুতরাং সর্বোচ্চ খুচরা মূল্য বাজারের সাথে সামঞ্জস্য নাও হতে পারে।

অর্থাৎ ঐ পণ্যের মূল্য বাজার মূল্য অনুযায়ী কমও হতে পারে আবার বেশিও হয়ে যেতে পারে। 


এই MRP সাধারণত নির্ধারণ করে পণ্যের উৎপাদন বা আমাদনিকারক কোম্পানী।


একটি ছোট্ট তথ্য:

আমরা অনেক সময় পার্কে বা স্টেশনে কোনো দোকান থেকে চিপস, কোল্ড ড্রিংকস ইত্যাদি কিনতে গেলে সর্বোচ্চ খুচরা মূল্য থেকে বেশি দাম চাওয়া হয়। 

এক্ষেত্রে একদমই সেই দামে কিনবেন না বরং দোকানদারকে বুঝিয়ে বলবেন যে, সে যদি এই কাজ করে তাহলে তার ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪০ ধারায় অনুর্ধ এক বছরের কারাদণ্ড বা অনধিক ৫০ হাজার টাকা জরিমানা অথবা উভয়ই হতে পারে।

এরপরও উনি কথা না শুনলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হটলাইনে ফোন করবেন!



-রিফাত রায়হান 

শিক্ষার্থী, ফাইন্যান্স বিভাগ (রাজশাহী বিশ্ববিদ্যালয়)


আরও খবর

ব্যবসায়ীদের আতঙ্ক ও উদ্বেগ

বৃহস্পতিবার ০৯ জানুয়ারী ২০২৫




দিনে অন্তত ২০ মিনিট নিজেকে সময় দিন

প্রকাশিত:মঙ্গলবার ৩১ ডিসেম্বর ২০২৪ | হালনাগাদ:বুধবার ১৫ জানুয়ারী ২০২৫ | ৩৯জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিনিধি: ইরেশ যাকের। বাংলাদেশের একজন ভার্সেটাইল চলচ্চিত্র অভিনেতা এবং টিভি অভিনয়শিল্পী। অভিনয়ের পাশাপাশি ব্যস্ততা আছে পারিবারিক ব্যবসা নিয়েও। তবে সব ব্যস্ততার মাঝেই নিজেকে সময় দেওয়ার বিষয়ে পূর্ণ সচেতন তিনি। কাজের মধ্য থেকেই সপ্তাহে চার দিন নিজের জন্য সময় বের করে হাঁটেন এই অভিনেতা। এর মধ্যে সুযোগ পেলেই সপ্তাহের শুক্রবার অংশ নেন ম্যারাথন দৌড়ে। সবশেষ ইরেশ রাজধানীর হাতিরঝিলে ৭.৫ কিলোমিটার দৌড়েছেন। পেয়েছেন মানসিক শান্তিও, যা নিয়ে কথা বলেছেন কালবেলার সঙ্গে।


এ বছরের ৬ নভেম্বর ইরেশ ৪৮ বছর বয়সে পদার্পণ করেন। এই বয়সে তিনি সপ্তাহে চার দিন এক ঘণ্টা করে ব্যায়াম করেন। যার ফলে শারীরিক সুস্থতার চেয়ে মানসিক শান্তি বেশি পেয়ে থাকেন বলে জানান, যা নিয়ে ইরেশ বলেন, ‘আমার বয়স এখন ৪৮। এ বয়সে এসে আমি সপ্তাহে চার দিন এক ঘণ্টা করে ব্যায়াম করি। কিন্তু আমি যদি ২৫ বছর থেকেই এটি নিয়মিত করতাম, তাহলে হয়তো এখন আমি আরও বেশি মানসিক ও শারীরিকভাবে ভালো থাকতাম। তারপরও আলহামদুলিল্লাহ এখন ভালো আছি। তবে সবাই মনে করেন ব্যায়াম করলে একজন মানুষ শারীরিকভাবে অনেক ভালো থাকবেন। কিন্তু না, আমার কাছে মনে হয় শরীরচর্চা করলে আমরা সবচেয়ে বেশি মানসিকভাবে ভালো থাকি। কারণ নিয়মিত হাঁটলে আমাদের মন ভালো থাকে, রাগ কম হয়, কাজের মনোযোগ বাড়ায় এবং সবকিছুতেই কনফিডেন্স বৃদ্ধি হয়। তাই নিয়মিত ব্যায়াম শরীরের চেয়ে মানসিক কাজে বেশি আসে বলে আমি মনে করি।’



ইরেশ পাহাড় ঘুরতে ও পাহাড়ি পথে ট্র্যাকিং করতে ভালোবাসেন। এর জন্য বয়স কোনো বাধা বলে মনে করেন না তিনি। যার অভিজ্ঞতা সবশেষ ম্যারাথন দৌড়ে অংশ নিয়ে পেয়েছেন। এই প্রতিযোগিতায় যে প্রথম হয়েছেন তার বয়স ছিল ৮০ বছর এবং সব থেকে কনিষ্ঠ প্রতিযোগীর বয়স ছিল ৭ থেকে ৮ বছর। এই অভিজ্ঞতার কথা জানিয়ে এ অভিনেতা আরও বলেন, ‘আমি সুযোগ পেলেই ম্যারাথন দৌড়ে অংশ নিই। সবার সঙ্গে দৌড়াতে আমার ভালো লাগে। আর এখানে নিজের সঙ্গে প্রতিযোগিতা করার সুযোগ থাকে। আমরা তো আর ম্যারাথন চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছি না। আমরা যে যার স্থান থেকে কতটা দ্রুত শেষ করতে পারি সেই চেষ্টাই থাকে বেশি। যেমন এবার আমি যতটা দ্রুত শেষ করেছি সামনের বার আরও আগে শেষ করতে চাই—এটাই আমার লক্ষ্য। এ ছাড়া আমার পাহাড় ট্র্যাকিং করতে ভালো লাগে। মানসিকভাবে বয়স নিয়ে সবারই একটা দ্বিধা থাকে। যে বয়স হয়ে গেলে এসব কারা যাবে কি না। কিন্তু এবার আমি দেখলাম ম্যারাথন দৌড়ে যে প্রথম হয়েছেন তার বয়স ছিল ৮০ বছর, সব থেকে কনিষ্ঠ প্রতিযোগীর বয়স ছিল ৭ থেকে ৮ বছর এবং আমার সমান সময়ে যে শেষ করেছে তার বয়স ৬০ বছর। তখন আমি একটি বিষয় বুঝতে পেরেছি, কোনো কিছু করতে শরীরের শক্তি নয়; মানসিক শক্তিই বেশি প্রয়োজন।’


সবশেষ ইরেশ মনে করেন। ঢাকা একটি শহুরে জঙ্গল। যেখানে সবকিছুর চাপই তুলনার চেয়ে অনেক বেশি। তাই এই শহরে সুস্থভাবে নিজেকে বাঁচিয়ে রাখতে দিনে অন্তত ২০ মিনিট নিজেকে সময় দেওয়া উচিত। তাহলেই মানসিকতার পাশাপাশি শারীরিকভাবেও সুস্থ থাকা যাবে। এ নিয়ে তিনি বলেন, ‘এই শহরে সবকিছুরই চাপ বেশি। এই চাপের জন্য দিনের অনেকটা সময় আমরা মানসিকভাবে খুব বিরক্ত থাকি। মানুষের সঙ্গে অল্পতেই রেগে যাই। তাই শুধু মানসিক শান্তির জন্য ২০ মিনিট হাঁটার মাধ্যমে আমরা যদি নিজেকে সময় দিই, তাহলেই আমরা অনেক ভালো থাকব বলে আমি মনে করি। সুস্থ থাকার জন্য শুধু শরীর ফিট রাখলেই যে হবে, তা আমি কখনো বিশ্বাস করি না। কারণ আমার বয়স যখন ৩৫ ছিল, তখন আমার ওজন ছিল ১২০ কেজির মতো। তাতে আমার শারীরিকভাবে কোনো অসুবিধা হয়নি। তাই আমি বিশ্বাস করি নিয়মিত ব্যায়ামে শরীরের চেয়ে মনের উপকার হয় বেশি।’


নতুন বছরের জানুয়ারিতে আরও একটি ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় অংশ নেবেন ইরেশ। তার মতে নতুন প্রজন্মের এ বিষয়গুলো নিয়ে আগ্রহ থাকা জরুরি। কারণ পৃথিবী এখন অনেক অস্থির। মানুষের মানসিকতা যন্ত্রণা বেড়েছে। এ থেকে বাঁচতে তরুণদেরই সচেতনভাবে এগিয়ে আসতে হবে। তা হলে যেমন শান্তি বাড়বে, তেমনই কমবে অসুস্থতার সংখ্যাও।


ইরেশ একজন জাত অভিনেতা। কাজের মাধ্যমে যার প্রমাণ বারবার রেখেছেন। তাই নতুন বছর অভিনয় দিয়ে আরও এগিয়ে যেতে চান তিনি।


আরও খবর

কখনও ভাবিনি আমি বাঁচব : প্রীতি জিনতা

রবিবার ১২ জানুয়ারী ২০২৫