Logo
আজঃ বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারী ২০২৫
শিরোনাম

ধর্ম নিয়ে কটূক্তি : জবি শিক্ষার্থী তিথির পাঁচ বছরের কারাদণ্ড

প্রকাশিত:সোমবার ১৩ মে ২০২৪ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারী ২০২৫ | ২৮৫জন দেখেছেন

Image

ডিজিটাল ডেস্ক:

ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে পল্টন থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী (সাময়িক বহিষ্কৃত) তিথি সরকারকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।


সোমবার (১৩ মে) ঢাকার সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক এ এম জুলফিকার হায়াত এ রায় ঘোষণা করেন।


মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত বছরের ৩১ অক্টোবর সিআইডির সাইবার মনিটরিং টিম দেখতে পায়, সিআইডির মালিবাগ কার্যালয়ের চারতলা থেকে তিথি সরকারকে ‘হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়েছে’ বলে একটি মিথ্যা পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা হয়। 


এটি ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। প্রকৃতপক্ষে সিআইডিতে এ রকম কোনো ঘটনা ঘটেনি।


এ ঘটনার তদন্তে নেমে গুজব রটনাকারী নিরঞ্জন বড়াল নামের একজনকে রামপুরার বনশ্রী এলাকা থেকে গ্রেফতার করা হয়। নিরঞ্জনসহ অজ্ঞাত আরও কয়েকজনের বিরুদ্ধে গত ২ নভেম্বর পল্টন থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করা হয়।


 চলতি বছরের ১৯ মে মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডি পুলিশের উপ-পরিদর্শক মেহেদী হাসান তাদের দুইজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। ২৫ অক্টোবর সকাল ৯টায় পল্লবীর নিজ বাসা থেকে থানার উদ্দেশে বের হয়েছিলেন তিথি সরকার। এরপর ১৫ দিন ধরে নিখোঁজ ছিলেন তিনি।



জানা যায়, দীর্ঘদিন ধরে মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে ফেসবুকে ও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরূপ মন্তব্য করে আসছিলেন তিথি সরকার। পরে ধর্ম অবমাননার অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সব ছাত্র সংগঠন ও সাধারণ শিক্ষার্থীরা তিথি সরকারের বহিষ্কার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন। 


শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত ২৩ অক্টোবর বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে তিথি সরকারকে সাময়িক বহিষ্কার করে। এরপর তার পরিবার থেকে অভিযোগ আসে তিথি নিখোঁজ।


আরও খবর



যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে নতুন দাবানল

প্রকাশিত:বৃহস্পতিবার ২৩ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:বুধবার ১২ ফেব্রুয়ারী ২০২৫ | ১০৩জন দেখেছেন

Image

আন্তর্জাতিক ডেস্ক: লস অ্যাঞ্জেলেস, ২৩ জানুয়ারি: যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে নতুন দাবানল দ্রুত ছড়িয়ে পড়ছে, যা উত্তরের পাহাড়ি অঞ্চলসহ বিশাল এলাকা গ্রাস করেছে। বুধবার (২২ জানুয়ারি) থেকে শুরু হওয়া এই দাবানলে ইতোমধ্যে ৩৯ বর্গকিলোমিটার এলাকা পুড়ে গেছে এবং এর প্রভাব আরও বিস্তার পাচ্ছে। 

লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফ বিভাগের তথ্য অনুযায়ী, কাস্টেইক লেক এলাকা থেকে প্রায় ৩১ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও, আরও ২৩ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার বিষয়ে সতর্কতা জারি করা হয়েছে। আগুনের প্রভাবে বাসিন্দাদের জীবনের জন্য তাৎক্ষণিক হুমকি তৈরি হওয়ায় কর্তৃপক্ষ রেড-ফ্ল্যাগ সতর্কতা জারি করেছে।

দাবানলটি দ্রুত ছড়িয়ে পড়ার কারণ হিসেবে স্থানীয় দমকলকর্মীরা প্রবল বাতাস এবং শুকনো ঝোপঝাড়কে দায়ী করছেন। এই দাবানল ইতোমধ্যে আগের ইটন ফায়ারের অর্ধেক আকার ধারণ করেছে, যা এই মাসের শুরুর দিকে লস অ্যাঞ্জেলেসে ছড়িয়ে পড়া সবচেয়ে ভয়াবহ দাবানলগুলির মধ্যে একটি ছিল।

ক্যালিফোর্নিয়া বন ও অগ্নি সুরক্ষা বিভাগ (ক্যাল ফায়ার) জানায়, ১,১০০ দমকলকর্মী দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বিভিন্ন স্থানে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য কাজ করছে। এছাড়া, অ্যাঞ্জেলেস ন্যাশনাল ফরেস্ট বিভাগ তাদের ৭ লাখ একর বন দর্শনার্থীদের জন্য বন্ধ ঘোষণা করেছে।

দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় গত ৯ মাসে উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়নি, যা দাবানলের পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলেছে। তবে পূর্বাভাস রয়েছে, শনিবার থেকে সোমবার পর্যন্ত কিছু বৃষ্টিপাত হতে পারে, যা দমকল কর্মীদের জন্য কিছুটা স্বস্তি বয়ে আনতে পারে।


আরও খবর



শ্রীপুরের মাওনায় গোপন সংবাদের ভিত্তিতে বিপুল পরিমানে বিদেশি অবৈধ মদ জব্দ

প্রকাশিত:রবিবার ১৯ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:বুধবার ১২ ফেব্রুয়ারী ২০২৫ | ৬০জন দেখেছেন

Image

কামাল পাশা : গত ১৮/০১/২৫ তারিখ মোঃ আফজাল হোসেন খান, সহকারী পুলিশ সুপার (কালিয়াকৈর সার্কেল), পুলিশ পরিদর্শক (নিঃ) মোহাম্মদ জয়নাল আবেদীন মন্ডল, অফিসার ইনচার্জ শ্রীপুর থানা সঙ্গীয় অফিসার ও ফোর্স এসআই (নিঃ) আব্দুল কুদ্দুস, এসআই (নিঃ) সুরুজ্জামান, কং/২৪৯ মোঃ মনির হোসেন, কং/৭৯৭ রাজিব, কং/১২০৫ মোঃ হারুনুর রশিদ, কং/১৩১১ আঃ মজিদ উভয় কর্মস্থল শ্রীপুর থানা, গাজীপুরসহ আমার নেতৃত্বে থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, “শ্রীপুর থানাধীন মাওনা চৌরান্তা সংলগ্ন কালিয়াকৈর রোডস্থ নবী হোসেন এর বাড়ীর ৫ম তলা ভবনের ৩য় তালা প্রবেশ গেইট এর সাথে ১নং আসামী নবী হোসেনের বসত ঘরের ভেতর, নিন্মুক্তো আসামীদ্বয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয় বিক্রয় করার জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ শ্রীপুর থানা সঙ্গীয় অফিসার, ফোর্স সহ ইং-১৮/০১/২৫ খ্রিঃ তারিখ ১৮.৪০ ঘটিকার সময় উল্লেখিত স্থানে পৌছামাত্র পুলিশের উপস্থিতি টের পেয়েেআসামী নবী হোসেন (৬০), পিতা-মৃত: মমতাজ উদ্দিন, সাং-কেওয়া পশ্চিম খন্ড ২। সজল (৫০), পিতা-আব্বাস উদ্দিন, সাং-বদনী ভাংগা, উভয় থানা-শ্রীপুর, জেলা-গাজীপুরদ্বয় সুকৌশলে পালিয়ে যায়। পলাতক আসামী ১। নবী হোসেন (৬০) এর বাড়ীর ৩য় তলায় ১নং আসামী নবী হোসেনের বসত ঘরের ভেতর হইতে ০৭টি মশার কয়েলের কার্টনে রক্ষিত বিভিন্ন ব্যান্ডের ৮৭ বোতল বিদেশি অবৈধ মদ, যাহার সর্বমোট ওজন ৬০,০০০মিঃ লিঃ (৬০ লিটার), যাহার সর্বমোট আনুমানিক বাজার মূল্য ১৬,৭০,০০০/-টাকা উদ্ধার পূর্বক জব্দ করা হয়। এই সংক্রান্তে শ্রীপুর থানা মামলা নং-৩৭, তারিখ-১৯/০১/২৫ খ্রিঃ, ধারা- ৩৬(১) সারণির ২৪(খ)/৩৮/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; রুজু হয়েছে। পলাতক আসামীদেরকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে


আরও খবর



জয়ার ‘বাগান বিলাস’ আসছে ২৭ জানুয়ারি

প্রকাশিত:রবিবার ২৬ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:মঙ্গলবার ১১ ফেব্রুয়ারী ২০২৫ | ৭১জন দেখেছেন

Image

বিনোদন ডেস্ক : জয়া আহসান বাংলাদেশের অন্যতম ফাইনেস্ট অভিনেত্রী। এপার-ওপার দুই বাংলাতেই তিনি সমানভাবে সমাদৃত। কাজ করেন বেছে বেছে। সম্প্রতি তিনি কাজ করেছেন ‘বাগান বিলাস’ নামক একটি মিউজিক্যাল ফিল্মে। আগেই দিয়েছিলেন কাজের ইঙ্গিত, এবার জানালেন মুক্তির সময়। ২৫ জানুয়ারি (শবিবার) জয়া তার ফেসবুক পেজে দেওয়া পোস্টে জানিয়েছেন, ২৭ জানুয়ারি (সোমবার) রাত ৯ টায় মুক্তি পাবে ‘বাগান বিলাস’। অভিনেত্রী পোস্টে লিখেছেন, “আমাদের ‘বাগান বিলাস’, ২৭ জানুয়ারি, রাত ৯ টায়।” ২০ জানুয়ারি এই কাজের কথা জানিয়ে সংগীতশিল্পী প্রীতম হাসান ও এলিটা করিমের সাথে একটি ছবি পোস্ট করেছিলেন অভিনেত্রী। জানিয়েছিলেন, তাদের সাথে খুব রোমাঞ্চকর একটি কাজ করতে যাচ্ছেন। দর্শকও অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন।

তাদের সেই অপেক্ষার পালা এবার ফুরোতে চলেছে। প্রীতম হাসান গানের পাশাপাশি ভালো অভিনয়ও করেন। ‘বাগান বিলাস’- এ জয়ার সঙ্গে কাজ করা নিয়ে খুবই উচ্ছ্বসিত। এর আগে এ বিষয়ে তিনি বলেন, ‘জয়া আপুর সঙ্গে এটিই আমার প্রথম স্ক্রিন শেয়ার করা। এটি আমার জন্য খুব গুরুত্বপূর্ণ একটি কাজ। সাথে এলিটা করিমও আছেন। আশা করি এটি দারুণ কিছু হবে।’ বলা প্রয়োজন, আহসান দেশের অন্যতম মেধাবী ও গুণী অভিনেত্রী। সম্প্রতি তাকে দেখা গেছে নুহাশ হুমায়ূন পরিচালিত সিরিজ ‘২ষ’- তে। অন্যদিকে প্রীতম হাসান দেশের একজন মেধাবী সংগীতশিল্পী। পাশাপাশি তিনি অভিনয়ও করেন। এলিটা করিমও নিজের অবস্থানে সমুজ্জ্বল। উল্লেখ্য, ‘বাগান বিলাস’ পরিচালনা করেছেন সাদিয়া ইসলাম রোজা।


আরও খবর

সাইফ সুস্থ হতেই শুটিংয়ে কারিনা কাপুর

বুধবার ১২ ফেব্রুয়ারী ২০২৫




চ্যাম্পিয়ন্স ট্রফির ৮ দলের চূড়ান্ত স্কোয়াডে সুযোগ পেলেন যারা

প্রকাশিত:বুধবার ১২ ফেব্রুয়ারী ২০২৫ | হালনাগাদ:বুধবার ১২ ফেব্রুয়ারী ২০২৫ | ১৭জন দেখেছেন

Image

খেলাধুলা ডেস্ক: সবকিছু ঠিক থাকলে আগামী বুধবার মাঠে গড়াবে চ্যাম্পিয়ন্স ট্রফি। আইসিসির এই টুর্নামেন্টের এবারের আসরের আয়োজক দেশ পাকিস্তান। খেলা হবে পাকিস্তান ও আরব আমিরাতে।

আসরে অংশ নিতে আগামীকাল রাতে দেশত্যাগ করবে বাংলাদেশ ক্রিকেট দল। চ্যাম্পিয়ন্স ট্রফির চূড়ান্ত স্কোয়াড ঘোষণার শেষ দিন ছিল গতকাল মঙ্গলবার। শেষ মুহূর্তে পরিবর্তন এসেছে বেশ কয়েকটি দলে। একনজরে ৮ দলের পূর্ণাঙ্গ স্কোয়াড-

বাংলাদেশ

নাজমুল হোসেন (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার, তাওহিদ হৃদয়, তাসকিন আহমেদ, নাহিদ রানা, জাকের আলী, তানজিদ হাসান, তানজিম হাসান, মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ ও পারভেজ হোসেন।


ভারত

রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, ঋষভ পন্ত, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, হর্ষিত রানা, মোহাম্মদ শামি, অর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী ও রবীন্দ্র জাদেজা।

পাকিস্তান

মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), বাবর আজম, ফখর জামান, কামরান গুলাম, সৌদ শাকিল, তৈয়ব তাহির, ফাহিম আশরাফ, খুশদিল শাহ, আগা সালমান, উসমান খান, আবরার আহমেদ, হারিস রউফ, মোহাম্মদ হাসনাইন, নাসিম শাহ ও শাহিন আফ্রিদি।

নিউজিল্যান্ড

মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, টম ল্যাথাম, ড্যারিল মিচেল, উইল ও’রুর্ক, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, বেন সিয়ার্স, নাথান স্মিথ, কেন উইলিয়ামসন ও উইল ইয়াং।

অস্ট্রেলিয়া

স্টিভ স্মিথ (অধিনায়ক), শন অ্যাবট, অ্যালেক্স ক্যারি, বেন ডোয়ারশিস, নাথান এলিস, জেইক ফ্রেজার-ম্যাগার্ক, অ্যারন হার্ডি, ট্রাভিস হেড, জশ ইংলিস, স্পেনসার জনসন, মারনাস লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, তানভীর সাংহা, ম্যাথু শর্ট ও অ্যাডাম জাম্পা।

ইংল্যান্ড

জস বাটলার (অধিনায়ক), জফরা আর্চার, গাস অ্যাটকিনসন, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রায়ডন কার্স, বেন ডাকেট, জেমি ওভারটন, জেমি স্মিথ, লিয়াম লিভিংস্টোন, আদিল রশিদ, জো রুট, সাকিব মেহমুদ, ফিল সল্ট ও মার্ক উড।

দক্ষিণ আফ্রিকা

টেম্বা বাভুমা (অধিনায়ক), টনি ডি জর্জি, মার্কো ইয়ানসেন, হাইনরিখ ক্লাসেন, কেশব মহারাজ, এইডেন মার্করাম, ডেভিড মিলার, উইয়ান মুল্ডার, লুঙ্গি এনগিডি, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, তাব্রেইজ শামসি, ট্রিস্টান স্টাবস, রেসি ফন ডার ডুসেন ও করবিন বশ।

আফগানিস্তান

হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), ইব্রাহিম জাদরান, রহমানউল্লাহ গুরবাজ, সেদিকউল্লাহ আতাল, রহমত শাহ, ইকরাম আলীখিল, গুলবদিন নাইব, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, রশিদ খান, নানগায়াল খারোতি, নুর আহমেদ, ফজলহক ফারুকি, ফরিদ মালিক ও নাভিদ জাদরান।


আরও খবর

রিয়াল ছেড়ে যাওয়ার ইচ্ছে নেই রদ্রিগোর

মঙ্গলবার ১১ ফেব্রুয়ারী ২০২৫




গাইবান্ধার ২নং রেলগেট এলাকার সুইপার কলোনি মাদকের অভয়ারণ্য

প্রকাশিত:সোমবার ১০ ফেব্রুয়ারী ২০২৫ | হালনাগাদ:বুধবার ১২ ফেব্রুয়ারী ২০২৫ | ১৩জন দেখেছেন

Image

মোঃ জিল্লুর রহমান : গাইবান্ধা শহরের সার্কুলার রোড, ২নং রেলগেট এলাকার সুইপার কলোনি মাদকের অভয়ারণ্য হয়ে উঠেছে। এখানে দিনে রাতে মাদক দ্রব্য বিক্রি ও সেবন করা হয়ে থাকে। কলোনির বাসিন্দা- পুরুষ মহিলারা এতটাই বেপরোয়া যে, পথচারী সাধারণ মানুষ কেউ প্রতিবাদ করতে সাহস পায় না। এমনকি আশপাশের ব্যবসায়ীরাও তাদের ভয়ে তটস্থ থাকে। তারা ছিনতাইসহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডে জড়িত। ওই কলোনির একদল সুইপার গত রোববার বিকেলে এলাকার উদয়ন প্রেসে গিয়ে চাঁদা দাবি করে। প্রেসের মালিক আব্দুর রউফ মিয়া চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা প্রেসে লুটপাট চালিয়ে ছেলে লিমন মিয়াকে বেধড়ক মারপিট করে। আহত লিমন মিয়া গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ ঘটনার প্রতিবাদ, সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার ও মাদক বিক্রির আস্তানা উচ্ছেদের দাবিতে সোমবার সকালে শহরের গানাসাস মার্কেটের সামনে ব্যবসায়ীরা মানববন্ধন করেন। জেলা কার ও মাইক্রোবাস মালিক সমিতির সাধারণ সমপাদক সাংবাদিক জাভেদ হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন কার ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সমপাদক মঞ্জু মিয়া, জেলা কার ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি রবিন সেন, ভুক্তভোগী ব্যবসায়ী আব্দুর রউফ মিয়া, মারুফ হোসেন, আলমগীর হোসেনসহ ২নং রেলগেট কলেজ রোড ও সার্কুলার রোডের ব্যবসায়ী নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, শহরের দৃশ্যমান এই মাদকের আস্তানার বিষয়ে প্রশাসন অবগত থাকলেও কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। আর এ কারণেই শহরের উঠতি বয়সের যুবকসহ বিভিন্ন স্তরের লোকজনের আনাগোনায় প্রতিনিয়তই অপ্রীতিকর ঘটনা ঘটছে। এতে শহরের আইন শৃঙ্খলা পরিস্থিতিরও অবনতি হচ্ছে। সুইপার নামের সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার ও মাদক আস্তানা উচ্ছেদ করার দাবি জানান বক্তারা।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল সহকারে জেলা প্রশাসক ও পুলিশ সুপার কার্যালয়ে গিয়ে স্মারকলিপি দেওয়া হয়।


আরও খবর