Logo
আজঃ বৃহস্পতিবার ১৬ জানুয়ারী ২০২৫
শিরোনাম

দুর্নীতিতে যুক্ত নেতানিয়াহু , জানালেন ইসরাইলি তদন্ত কর্মকর্তা

প্রকাশিত:বৃহস্পতিবার ০৫ ডিসেম্বর ২০২৪ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৬ জানুয়ারী ২০২৫ | ১২৬জন দেখেছেন

Image

আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিশ্চিতভাবে দুর্নীতিতে দোষী বলে জানিয়েছেন দেশটির একজন সাবেক তদন্ত কর্মকর্তা। এলি আসায়াগ নামে নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে নেতৃত্ব দেওয়া সাবেক এই পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, তিনি নিশ্চিত প্রধানমন্ত্রী দোষী।

পুলিশের ব্রিগেডিয়ার জেনারেল হিসেবে অবসর নেওয়া আসায়াগ ২০১৮ সালের মাঝামাঝি থেকে ২০১৯ সালের শুরু পর্যন্ত নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষ, প্রতারণা এবং বিশ্বাস ভঙ্গের অভিযোগ তদন্তে নেতৃত্ব দিয়েছিলেন। তিনি ২০২১ সালের মার্চে দীর্ঘ ৩৬ বছরের চাকরি জীবন থেকে অবসর নেন।

এলি আসায়াগ বুধবার ইসরাইলি পত্রিকা হারেৎজকে বলেন, ‘আমি ৩৬ বছর পুলিশে কাজ করার পর ৫৮ বছর বয়সে অবসর নিয়েছি। আমাকে সরিয়ে দেওয়া হয়নি। তবে বুঝতে পেরেছিলাম যে আমাকে আর পদোন্নতি দেওয়া হবে না। এর সম্ভাব্য কারণ হতে পারে যে, আমি এ ধরনের সংবেদনশীল মামলাগুলো পরিচালনা করেছি’।

নেতানিয়াহুকে জিজ্ঞাসাবাদের বিষয়ে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানিয়ে আসায়াগ বলেন, তিনি এখনও মামলার সাক্ষী হতে পারেন। তিনি উল্লেখ করেন যে, জিজ্ঞাসাবাদের সময় প্রধানমন্ত্রী কখনও কখনও ‘রাগান্বিত হয়ে মেজাজ হারিয়ে ফেলেন’।

এই মামলার তদন্তকে তিনি তার ক্যারিয়ারের সবচেয়ে দক্ষ এবং পেশাদার তদন্তগুলোর একটি বলে বর্ণনা করেছেন।

আসায়াগ বলেন, ‘নয় মাসেরও কম সময়ে আমরা তদন্ত সম্পন্ন করি এবং প্রতিবেদনটি স্টেট প্রসিকিউটরের দপ্তরে পাঠাই’। একই সঙ্গে তিনি একে ‘সাদা পোশাকধারী অপরাধের ক্ষেত্রে এখন পর্যন্ত সবচেয়ে দ্রুত তদন্ত’ বলে উল্লেখ করেন।

তার কাছে জানতে চাওয়া হয়, তিনি নেতানিয়াহুকে দোষী মনে করেন কি না? জবাবে আসায়াগ নিশ্চিতভাবে বলেন, ‘আমি যদি নিশ্চিত না হতাম, তবে অভিযোগগঠনের সুপারিশ করতাম না’।

২০১৯ সালের নভেম্বর মাসে তৎকালীন অ্যাটর্নি জেনারেল আভিচাই ম্যান্ডেলব্লিট নেতানিয়াহুর বিরুদ্ধে তিনটি মামলায় দুর্নীতির আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেন।

নেতানিয়াহু আগামী মঙ্গলবার তেলআবিব জেলা আদালতে তার বিরুদ্ধে আনা এসব দুর্নীতির অভিযোগ থেকে নিজেকে রক্ষা করতে সাক্ষ্য দেবেন।

নেতানিয়াহুর বিচার ২০২০ সালে জেরুজালেম জেলা আদালতে শুরু হয়। তবে তিনি তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে আসছেন।

সূত্র: আনাদোলু এজেন্সি


আরও খবর



মাদারীপুর কালকিনিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউপি সদস্য পিতা পুত্র সহ নিহত ৩

প্রকাশিত:শনিবার ২৮ ডিসেম্বর ২০২৪ | হালনাগাদ:বুধবার ১৫ জানুয়ারী ২০২৫ | ৬০জন দেখেছেন

Image

কাজল খান মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের কালকিনিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউপি সদস্য আক্তার শিকদার ও তার ছেলেকে কু‌পি‌য়ে খুন করার অভিযোগ উঠেছে স্হানীয় ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন লোকজনের বিরুদ্ধে। এছাড়াও একই ঘটনায়  আক্তার মেম্বারের অনুসারী  সিরাজ চৌকিদার নিহত হন। নিহত সিরাজ চৌকিদার একই এলাকার  রশিদ চৌকিদারের ছেলে।


এসময় উভয়পক্ষের ২০-৩০ আহত হয়েছেন।অর্ধশতাধিক কক‌টেল বি‌স্ফোরণ হয়েছে। পরে সেনাবাহিনী পুলিশ র‍্যাব ঘটনা স্হানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। তবে এলাকায় এখনো থমথমে বিরাজ করছে। 

শুক্রবার (২৭ ডিসেম্বর)  সকালে উপজেলার বাঁশগাড়ি ইউনিয়ন এ ঘটনা ঘটেছে। 


স্থানীয় ও প্রশাসনের সূত্র জানা যায়, দীর্ঘ বছর ধরে একই ইউনিয়নের ইউপি সদস্য ও ইউপি চেয়ারম্যানের সাথে আধিপত্য নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। তারই জের ধরে শুক্রবার সকালে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে ঘটনা স্হানে একাধিক  কক‌টেল বি‌স্ফোরণ হয়।এতে  ইউপি সদস্য আক্তার শিকদার ও ছেলে মারুফ শিকদার  ঘটনাস্থলে মারা গেছে। উভয়পক্ষের ২০-৩০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে মাদারীপুর ও শরীয়তপুরের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। 


মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, নিহত আক্তার মেম্বার এবং ইউপি চেয়ারম্যান সুমনের সাথে দীর্ঘদিন যাবৎ আধিপত্য বিস্তার নিয়ে ও রাজনৈতিক বিরোধ চলে আসছিল এই বিরোধের ধরে সকালে উভয়পক্ষের সংঘর্ষে জড়িয়ে পড়লে আক্তার মেম্বার তার ছেলেসহ তিনজন নিহত হয়।



আরও খবর



২০২৫ সালে সরকারি ও বেসরকারি কলেজের ছুটির তালিকা

প্রকাশিত:মঙ্গলবার ০৭ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:বুধবার ১৫ জানুয়ারী ২০২৫ | ৪০জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিনিধি: শিক্ষা মন্ত্রণালয় ২০২৫ সালের সরকারি-বেসরকারি কলেজ, সরকারি আলিয়া মাদরাসা ও টিটি কলেজের ছুটির তালিকা প্রকাশ করেছে। চলতি বছরে কলেজগুলো মোট ৭১ দিন বন্ধ থাকবে। এর মধ্যে পবিত্র রমযান, স্বাধীনতা দিবস, ঈদুল ফিতর- গ্রীষ্মকালীন ছুটি মিলে ২ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত টানা ২৫ দিন বন্ধ থাকবে কলেজগুলো।

রোববার (৫ জানুয়ারি) ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি প্রকাশ করা হয়েছে। এর আগের দিন শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে ছুটির তালিকা অনুমোদন করা হয়।

কলেজ ছুটি তালিকায় গত কয়েক বছরের মত ১৫ অগাস্ট শোক দিবসের ছুটি থাকছে না। এছাড়া ঈদুল আযহা ৩ জুন থেকে ১২ জুন মোট ৮ দিন, দুর্গাপূজা, বিজয়া দশমী ২৮ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত মোট ১০ দিন ছুটি থাকবে। শীতকালীন অবকাশ হিসেবে ১৪ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ১৪ দিন কলেজ বন্ধ থাকবে।

চলতি বছর ৭৬ দিন ছুটি থাকছে প্রাথমিক, মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুলগুলোতে। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয় থেকে পৃথক পৃথক ছুটি তালিকা প্রকাশ করা হয়।


আরও খবর



চারঘাটে মহান বিজয় দিবস পালন করলেন জামায়াত ইসলামী

প্রকাশিত:বুধবার ১৮ ডিসেম্বর ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ জানুয়ারী ২০২৫ | ৯৮জন দেখেছেন

Image

রাজশাহী প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদায় চারঘাটেও ৫৪তম মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী চারঘাট উপজেলা শাখার সাধারন সম্পাদক আইয়ুব আলীর নেতৃত্বে চারঘাট পল্লী বিদ্যুৎ মোড় থেকে এই দিবসটি উপলক্ষে সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ১১টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী চারঘাট উপজেলা শাখার অঙ্গসংগঠন নেতাকর্মী নিয়ে বিশাল একটি বর্নাঢ্য র‌্যালি বের করে চারঘাট বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চারঘাট কেন্দ্রীয় শহীদ মিনারে রাজশাহী জেলা পূর্ব শিবিরের সভাপতি রুবেল আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী জেলা জামায়াতের সেক্রেটারী গোলাম মর্তুজা। 

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও জামায়াত মনোনীত রাজশাহী-০৬ আসনের সংসদ সদস্য প্রার্থী নাজমুল হক,জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মিনহাজুল ইসলাম,জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারী শফিকুল ইসলাম, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী সুফেল রানাসহ উপজেলার সকল ইউনিয়নের সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন,সকলকে ঐক্যবদ্ধভাবে শহীদদের স্বপ্নের সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য প্রত্যায় ব্যাক্ত করেন।


আরও খবর

স্বস্তি ও উদ্বেগ দুটোই বিএনপিতে

শনিবার ১১ জানুয়ারী ২০২৫




জামালপুরে ভাই-বোনের মৃত্যু

প্রকাশিত:সোমবার ৩০ ডিসেম্বর ২০২৪ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৯ জানুয়ারী ২০২৫ | ২৫জন দেখেছেন

Image

জামালপুর সংবাদদাতা: জামালপুরে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে পানিতে ডুবে মামাতো-ফুফাতো ভাই তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ২৯ ডিসেম্বর বিকেলে ছনকান্দা এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলো- ছনকান্দা এলাকার রাজা মিয়ার ছেলে রুশমান (১৫), এজাজ মিয়ার ছেলে রাহী (১৫) এবং ঢাকার ফরিদ মিয়ার ছেলে আফিফ আহমেদ (১৫)। এদের মধ্যে রুশমান ও রাহী জেলা স্কুলের ৯ম শ্রেণির শিক্ষার্থী। আফিক আহমেদ ঢাকার রেপাটরি স্কুল এন্ড কলেজের ৯ম শ্রেণির ছাত্র।তিন কিশোরের একসাথে এমন মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


 জামালপুর ফায়ার সার্ভিসের টিম লিডার সিদ্দিকুর রহমান বলেন, ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে পর্যায়েক্রমে তাদের মরদেহ উদ্ধার করে। আফিফ আহমেদ জামালপুরের ছনকান্দায় নানার বাড়িতে বেড়াতে এসেছিলো। 

 

জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনাত শহিদ পিংকি জানান, এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হবে।



আরও খবর



মঙ্গল গ্রহের নতুন নামকরণের প্রস্তাব ইলন মাস্কের

প্রকাশিত:রবিবার ২৯ ডিসেম্বর ২০২৪ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৬ জানুয়ারী ২০২৫ | ৪৪জন দেখেছেন

Image

অনলাইন ডেস্ক: মঙ্গল গ্রহকে নিউ ওয়ার্ল্ড হিসেবে নামকরণের প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। ভবিষ্যতে মানুষকে রক্ষার জন্য মঙ্গল গ্রহে স্বয়ংসম্পূর্ণ দীর্ঘমেয়াদি মানববসতি স্থাপনের গুরুত্ব তুলে ধরে গ্রহটির এই নামকরণের প্রস্তাব দিলেন তিনি।


এক্সে (সাবেক টু্ইটার) দেওয়া এক পোস্টে মঙ্গল গ্রহে চলমান কিউরিওসিটি রোভারের ছবি প্রকাশ করেছেন ইলন মাস্ক। ছবিতে দেখা যাচ্ছে, মঙ্গল গ্রহের গেল ক্রেটার নামের খাদে অবস্থান করছে কিউরিওসিটি রোভার। পোস্টে ইলন মাস্ক লিখেছেন, মঙ্গল গ্রহকে নতুন বিশ্ব বলা হবে, যেমনটি গত শতাব্দীতে আমেরিকাকে নতুন বিশ্ব বলা হয়েছে। এটা বেশ বড় একটি অনুপ্রেরণামূলক অ্যাডভেঞ্চার।


উল্লেখ্য, অভিযাত্রী ক্রিস্টোফার কলম্বাস আমেরিকা মহাদেশে ১৪৯২ সালে প্রথম পা রাখার পর থেকে যুক্তরাষ্ট্রকে নতুন পৃথিবী বা নিউ ওয়ার্ল্ড নামে ডাকা শুরু হয়। এরপর কয়েক শতাব্দী ধরে আমেরিকাকে নতুন পৃথিবী নামেই ডাকা হতো।





আরও খবর