Logo
আজঃ শনিবার ০২ ডিসেম্বর 2০২3
শিরোনাম

এখন আর সংলাপের সুযোগ নেই : ওবায়দুল কাদের

প্রকাশিত:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:শনিবার ০২ ডিসেম্বর 2০২3 | ৩৯জন দেখেছেন

Image

‘কোনো গণতান্ত্রিক রাজনৈতিক দল, যারা গণতন্ত্র চর্চা করে, তারা সংলাপ চায় না, এমন কথা বলতে পারে না। কিন্তু একটা সময় আছে। আজকে নির্বাচনের তারিখ ঘোষণা হচ্ছে। আপনি সংলাপ করবেন কবে। আমরা যখন তাদেরকে বলেছিলাম শর্ত ছাড়া সংলাপে জন্য। তারা তখন সেটিতে রাজি হয়নি।’ আজ বুধবার ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস থেকে সংলাপের চিঠি পাওয়ার পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের এ কথা বলেন।

বর্তমান পরিস্থিতিতে সংলাপের সুযোগ আছে কি না- এরপর সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘এখন আর সংলাপের কোনো সুযোগ নেই। বিএনপিকে আমরা অনেক আগে থেকেই বলে আসছিলাম, শর্ত ছাড়া সংলাপে আসলে তখন আমরা বিবেচনা করব। কিন্তু এখন আর সেই সুযোগ নেই।’ তবে চিঠির বিষয়টি নিয়ে তিনি দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নির্বাহী কমিটির নেতাদের সঙ্গে আলাপ করবেন বলে জানান ওবায়দুল কাদের।

আজ ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস সচিবালয়ে দেখা করেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে। এ সময় যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র সংলাপের আহ্বান সম্পর্কিত চিঠি ওবায়দুল কাদেরের হাতে তুলে দেন পিটার ডি হাস। তিনিও আজ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। সে সময় অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের ওপর গুরুত্ব আরোপ করেন তিনি।

বাংলাদেশের প্রধান তিন রাজনৈতিক দল আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিকে চিঠি দেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক সোমবার বিকেলে এ চিঠি পাওয়ার কথা জানান। ওইদিন বিএনপিও চিঠি পাওয়ার কথা জানায়।


আরও খবর

হঠাৎ ডিবি কার্যালয়ে শামীম ওসমান

বুধবার ২৯ নভেম্বর ২০২৩




ক্ষমা চাইলেন ছবির নির্মাতারা, এখনো চুপ এ আর রহমান

প্রকাশিত:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ৩০ নভেম্বর ২০২৩ | ৩৩জন দেখেছেন

Image

বিনোদন ডেস্ক : ‘পিপ্পা’ ছবিতে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত ‘কারার ওই লৌহ কপাট’ গানের সুর বিকৃতির অভিযোগ উঠেছে সুরকার এ আর রহমানের বিরুদ্ধে। এরপরই এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ শুরু হয়। কড়া সমালোচনার মুখে অবশেষে ক্ষমা চাইলেন ছবিটির নির্মাতারা। আনন্দবাজার

গত শুক্রবার মুক্তি পেয়েছে রাজা কৃষ্ণ মেনন পরিচালিত ছবি ‘পিপ্পা’। এই ছবিতে কাজী নজরুল ইসলামের ‘কারার ওই লৌহ কপাট’ গানটিতে সুর বিকৃতি নিয়ে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে একযোগে শুরু হয়েছে প্রতিবাদ। ছবির সংগীত পরিচালক এ আর রহমান।

বিগত কয়েক দিনে বাংলার সাংস্কৃতিক জগতের বিশিষ্টরা বিষয়টি নিয়ে প্রতিবাদ জানিয়েছেন। কিন্তু গত রোববার পর্যন্ত ছবির নির্মাতা বা রহমান কারো পক্ষ থেকেই কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে সোমবার বিকালে এই বিতর্ককে মাথায় রেখে বিবৃতি দিলেন ‘পিপ্পা’ ছবির অন্যতম প্রযোজক সিদ্ধার্থ রয় কপূর (রয় কপূর ফিল্মস)।

এই প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে লেখা হয়েছে, ‘এই গানকে ঘিরে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে প্রযোজক, পরিচালক এবং সংগীত পরিচালক হিসেবে আমরা নজরুল পরিবারের থেকে প্রয়োজনীয় স্বত্ব নেওয়ার পরই শিল্পের খাতিরে গানটিকে তৈরি করেছি।’

নির্মাতারা লিখেছেন, ‘নজরুল ইসলাম ও তার সৃষ্টির প্রতি আমাদের মনে গভীর শ্রদ্ধা রয়েছে।’ এরই সঙ্গে নজরুলের পুত্রবধূ কল্যাণী কাজী এবং তার পুত্র কাজী অনির্বাণের থেকে যাবতীয় নিয়ম মেনে যে এই গানের স্বত্ব নেওয়া হয়েছিল, সে কথাও ঐ বিবৃতিতে জানানো হয়েছে।

উল্লেখযোগ্য বিষয়, এর আগে নজরুল পরিবারের তরফে আনন্দবাজার অনলাইনকে অনির্বাণ জানান যে, গানের কথা ব্যবহার করা হলেও সুর বদলানো যাবে না, এই মর্মেই তারা নির্মাতাদের স্বত্ব দিয়েছিলেন। কিন্তু বিবৃতিতে রয় কপূর ফিল্মস জানিয়েছে, ‘গানটির ঐতিহাসিক তাত্পর্যকে শ্রদ্ধা জানানোই আমাদের উদ্দেশ্য ছিল। গানের কথা ব্যবহার ও সুরের পরিবর্তন চুক্তি অনুযায়ী করা হয়েছে।’ সবশেষে ঐ বিবৃতিতে লেখা হয়েছে, ‘আমরা মূল গানটিকে ঘিরে শ্রোতাদের আবেগকে সম্মান করি। শিল্প যেহেতু ব্যক্তিগত দৃষ্টিভঙ্গির ওপর নির্ভরশীল, সেখানে আমাদের পদক্ষেপ যদি কারো আবেগে আঘাত করে থাকে, তার জন্য আমরা ক্ষমাপ্রার্থী।’


আরও খবর



আগাম জাতের ভুট্টায় ঝুঁকছেন ভৈরবের চাষিরা

প্রকাশিত:মঙ্গলবার ২৮ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ৩০ নভেম্বর ২০২৩ | ১২জন দেখেছেন

Image

লাভের আশায় আগাম জাতের ভুট্টা চাষে ঝুঁকছেন ভৈরবের কৃষকেরা। এ বছর ভৈরব পৌরসভা ও উপজেলার ৭টি ইউনিয়নে লক্ষ্য মাত্রার চেয়ে বেশি ভুট্টা চাষ হয়েছে। এ বছর উপজেলায় লক্ষ্য মাত্রা ছিল ৬৫ হেক্টর কিন্তু চাষ হয়েছে ৭০ হেক্টর জমিতে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, বাজারে আগাম জাতের ভুট্টার চাহিদা ও ভুট্টা মাড়াই সহজ হওয়ায় কৃষকেরা আবাদি ও পতিত জমিতে ভুট্টা চাষ করেছেন। এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় আগাম জাতের ভুট্টার বাম্পার ফলন হয়েছে। কৃষকেরা আগাম জাতের ৭৭২০, লাকি সেভেন, সানশাইন, ধামাকাসহ বিভিন্ন জাতের ভুট্টা চাষ করেছেন।

সরেজমিনে জানা যায়, উপজেলার শিমুলকান্দি, আগানগর, শ্রীনগর, সাদেকপুর, মৌটুপী, ভবানীপুর, শ্রীনগর, মানিকদি, গজারিয়ার চাষিরা ভুট্টা জমিতে পানি সেচ, কীটনাশক দেওয়া ও পরিচর্যায় ব্যস্ত আছেন। এরই মধ্যে গাছে গাছে ফুল এসেছে। এছাড়া আগাম জাতের ভুট্টা বিক্রির অপেক্ষায় আছেন কৃষকেরা।

উপজেলার মেন্দিপুর গ্রামের কৃষক আল আমিন বলেন, ‘এলাকার অনেক পতিত জমিতে ৮-১০ বছর ধরে কোনো ফসল চাষ হয়নি। তাই সবাই সিদ্ধান্ত নেন পতিত জমিতে আগাম জাতের ভুট্টা চাষ করার। সে অনুযায়ী যার যার জমিতে ভুট্টা চাষ করা হয়। এ বছর আমি ১০০ শতাংশ জমিতে চাষ করেছি। এতে প্রায় ২৫-৩০ হাজার টাকা খরচ হয়েছে। এখন যদি বাজারে ন্যায্য দাম পাওয়া যায় তাহলে ১ লাখ টাকার মতো ভুট্টা বিক্রি করতে পারবো।’

কৃষক বলেন, ‘আমাদের হাওরের জমিতে গরু চড়তো। এসব জমিতে এ বছর আগাম জাতের ভুট্টা চাষ করেছি। আমি ৩ বিঘা জমিতে চাষ করেছি। এতে খরচ হয়েছে ৩০ হাজার টাকার মতো। জমিতে যে ফলন এসেছে, আশা করি লাখ টাকার ওপরে বিক্রি করতে পারবো।’

উপজেলা কৃষি কর্মকর্তা আকলিমা বেগম বলেন, ‘এ বছর ৭০ হেক্টর জমিতে আগাম জাতের ভুট্টা চাষ হয়েছে। যা গত বছরের তুলনায় দ্বিগুণ। প্রতিটি ইউনিয়ন ও পৌর সভার বিভিন্ন এলাকায় চাষ করা হয়েছে। ভুট্টা চাষে কৃষককে আগ্রাহী করতে বিনা মূল্যে বীজ ও সার দেওয়া হয়েছে। উপসহকারী কৃষি কর্মকর্তারা চাষিদের পরামর্শ দিচ্ছেন। আধুনিক প্রযুক্তির মাধ্যমে মাড়াই সহজ হওয়ায় ভুট্টা চাষে আগ্রহ বাড়ছে।’


আরও খবর



গাজায় গর্ভবতী নারী ও নবজাতকদের ঝুঁকি সম্পর্কে হুঁশিয়ারি জাতিসংঘের

প্রকাশিত:সোমবার ১৩ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ৩০ নভেম্বর ২০২৩ | ২৮জন দেখেছেন

Image

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। টানা প্রায় দেড় মাস ধরে চালানো এই হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন ১১ হাজারেরও বেশি ফিলিস্তিনি। নিহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই সাড়ে ৭ হাজার।

এই পরিস্থিতিতে গাজায় গর্ভবতী নারী ও নবজাতকদের স্বাস্থ্য ঝুঁকির বিষয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেছে জাতিসংঘ। এমনকি ইসরায়েলি অবরোধে সরবরাহ বন্ধ থাকা খাবার, পানি, ওষুধ, জ্বালানির ওপরই তাদের স্বাস্থ্যের বিষয়টি নির্ভর করছে বলেও জানিয়েছে সংস্থাটি।

সোমবার (১৩ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়েছে, খাদ্য, পানি, ওষুধ, প্রসূতি চিকিৎসা ও জ্বালানির ঘাটতির কারণে গাজায় হাজার হাজার গর্ভবতী নারী ও নবজাতকের স্বাস্থ্যের বিষয়ে আসন্ন বিপদ সম্পর্কে রোববার সতর্ক করেছে জাতিসংঘের মানবিক বিষয়ক কার্যালয়।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয়ের অফিস (ওসিএইচএ) বলেছে, ‘গাজায় যুদ্ধ চলছে এবং এর মধ্যেই সেখানে প্রায় ৫০ হাজার নারী গর্ভবতী অবস্থায় রয়েছেন। প্রতিদিন ১৮০ জনেরও বেশি নারী সন্তান প্রসব করছেন এবং আগামী সপ্তাহগুলোতে আরও হাজার হাজারের নারী সন্তানের জন্ম দেবেন।’

ওসিএইচএ আরও বলেছে, ‘এসব গর্ভবতী নারীর স্বাস্থ্য এবং তাদের নবজাতকের স্বাস্থ্য মূলত খাদ্য, পানি, ওষুধ, জ্বালানি এবং প্রসূতি মায়েদের চিকিৎসা সরঞ্জামের প্রবেশের ওপর নির্ভর করছে।’

উল্লেখ্য, গত ৭ অক্টোবর থেকেই গাজায় বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এছাড়া ইসরায়েলের এই বিমান হামলা থেকে বাদ যাচ্ছে না গাজার কোনও অবকাঠামো। তারা মসজিদ, গির্জা, স্কুল, হাসপাতাল ও বেসামরিক মানুষের বাড়ি-ঘর সব জায়গায় হামলা চালিয়ে আসছে।

অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় নিহতের সংখ্যা ইতোমধ্যেই ১১ হাজার ১০০ ছাড়িয়ে গেছে। নিহত এসব ফিলিস্তিনিদের মধ্যে সাড়ে চার হাজারেরও বেশি শিশু। এছাড়া নিহতদের মধ্যে নারীর সংখ্যাও তিন হাজারের বেশি।

পরিস্থিতি এতোটাই খারাপ যে, গাজার দুটি বৃহত্তম হাসপাতাল- আল-শিফা এবং আল-কুদস হাসপাতাল উভয়ই বন্ধ হয়ে গেছে। ইসরায়েলি স্নাইপাররা আল-শিফা হাসপাতালের কাছে কাউকে দেখতে পেলেই তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে যাচ্ছে। হাসপাতালটির ভেতরে হাজার হাজার মানুষকে আটকে রেখেছে ইসরায়েল।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রোস আধানম গেব্রেইয়েসুস গাজার হাসপাতালগুলোতে ‘ভয়াবহ এবং বিপজ্জনক’ পরিস্থিতি সম্পর্কে সতর্ক করে দিয়েছেন। তিনি বলেছেন, হাসপাতালে হামলার ঘটনায় অপরিণত অবস্থায় জন্ম নেওয়া শিশুসহ আরও বহু রোগী ‘দুঃখজনকভাবে’ মারা যাচ্ছে।

অন্যদিকে জ্বালানি ফুরিয়ে যাওয়ায় গাজার কামাল আদওয়ান হাসপাতালও বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছে আল জাজিরা।

উত্তর গাজায় অবস্থিত কামাল আদওয়ান হাসপাতালের প্রধান আহমেদ আল-কাহলুত আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, হাসপাতালের প্রধান জেনারেটরের জ্বালানি শেষ হয়ে গেছে, এতে করে হাসপাতালটির কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয়েছেন তারা।


আরও খবর



শাহরুখের জন্মদিনের পার্টিতে ফ্রেমবন্দি সালমান

প্রকাশিত:শনিবার ০৪ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ৩০ নভেম্বর ২০২৩ | ৫৭জন দেখেছেন

Image

বিনোদন ডেস্ক : মিডিয়ার নজর থেকে বাঁচিয়ে সম্প্রতি নিজের জন্মদিনের অনুষ্ঠানের সব বন্দোবন্ত করেছিলেন শাহরুখ খান। আর সেই পার্টিতে উপস্থিত ছিলেন বলিউডের সব বড় বড় মুখ। এমননি ক্রিকেটার ধোনিও এসেছিলেন সেই অনুষ্ঠানে। ধীরে ধীরে ছবি-ভিডিও প্রকাশ্যে আসছে। এবার যেমন শাহরুখের পার্টিতে সালমান খানের একটা ছবি সামাজিক মাধ্যমে ভাসছে।

অনেকেরই মনে প্রশ্ন ছিল শাহরুখের জন্মদিনে সালমান কেন নেই! কিন্তু মোটেও অনুপস্থিত ছিলেন না সালমান। এসেছিলেন। আর তা প্রমাণ করেছেন ভারতের ক্যাপ্টেন কুল এমএস ধোনি থুরির ছবি। ক্রিকেটারের এই ছবি প্রথম আসে সামাজিক মাধ্যমে। আর সেই ছবিতে ধোনির ঠিক পেছনেই ছিলেন সালমান খান। 

শাহরুখের জন্মদিনে এছাড়ও এসেছিলেন দীপিকা পাড়ুকোন, রণবীর সিং, আলিয়া ভাট, কারিনা কাপুর খান, রণবীর কাপুর, কিয়ারা আদবানি, মিকা সিং, কারিশমা কাপুরসহ আরও অনেকে।

বছর শেষে সালমান আর শাহরুখ দুজনের সিনেমাই মুক্তি পাচ্ছে। নভেম্বরে আসছে বহু প্রতিক্ষীত টাইগার ৩। যাতে ফিরছে টাইগার আর জোয়া। যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের সিরিজ টাইগারের তৃতীয় সিনেমা। এবার দেখা যাবে বারবার দেশকে বাঁচানো টাইগারের নামে লাগবে গদ্দারির অভিযোগ। ছবিতে ভিলেন হয়েছেন ইমরান হাসমি।

বছর শেষের ধামাকাটা দেবেন শাহরুখ খান। ২২ ডিসেম্বর মুক্তি পাবে তার ডাঙ্কি। পরিচালনায় রাজকুমার হিরানি। ইতিমধ্যেই সামনে এসেছে টিজার। দেখা গিয়েছে পঞ্জাবের ৫ বন্ধু মিলে স্বপ্নপূরণে যাবে লন্ডন। উদ্বাস্তু সমস্যাকে ফোকাস করে এই সিনেমা। অন্তত টিজার তো তাই আভাস দিয়েছে। খবর রয়েছে ট্রেলার প্রকাশ্যে আসবে টাইগার ৩ সিনেমার সঙ্গে, প্রেক্ষাগৃহে। সঙ্গে টাইগার ৩-তে পাঠান হয়ে কেমিও করবেন শাহরুখ খান।


আরও খবর



সৎ বোনদের সঙ্গে তাদের সম্পর্ক কেমন, জানালেন ধর্মেন্দ্রর ছেলেরা

প্রকাশিত:রবিবার ০৫ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ নভেম্বর ২০২৩ | ৪৪জন দেখেছেন

Image

বিনোদন ডেস্ক : ধর্মেন্দ্রর দুই পরিবারের মধ্যে সম্পর্কে জানতে বরাবরই উৎসাহ রয়েছে সবার মধ্যে। কেমন চলছে তাদের পারিবারিক জীবন। সৎ ভাই-বোনদের মধ্যে সম্পর্ক কেমন। এগুলো জানতে চায় অনুরাগীরা। এবার সেটি নিয়েই মুখ খুলেছেন ধর্মেন্দ্রর ছেলেরা।

সম্প্রতি কফি উইথ করণের সিজিন ৮-এ দেখা গিয়েছে সানি ও ববি দেওলকে। আর সেখানেই উঠে এসেছে হেমা মালিনী ও তার দুই কন্যা এশা ও অহনার প্রসঙ্গ। সম্পর্কে এশা ও অহনা সানি-ববির ছোট বোন। 

এই নিয়ে দ্বিতীয়বার কফি উইথ করণে দেখা গেল সানি-ববিকে। যদিও এর আগে তাদের দেখা গিয়েছিল প্রায় ১৮ বছর আগে। কফি উইথ করণের সিজন ১-এ, ২০০৫ সালে।

গত অগাস্ট মাসে গদর ২-এর স্ক্রিনিংয়ে সানি এবং ববির পাশেই দেখা গিয়েছে হেমা-কন্যা এশা, অহনাকে। সানির ছবি গদর ২ ঘিরেও বলিউডি দর্শকদের উৎসাহ ছিল প্রচুর। ছবিটি অসাধারণ সাড়া পেয়েছে। এশা অগাস্ট মাসে তার ঘনিষ্ঠ বন্ধু এবং পরিবারের সদস্যদের জন্য গদর ২-এর এক বিশেষ স্ক্রিনিংয়ের আয়োজন করেছিলেন। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সানি এবং ববি। সংবাদ মাধ্যমের ক্যামেরায় তারা দুজনেই এশা, অহনার সঙ্গে ধরা দেন। সেবারই প্রথমবার ধর্মেন্দ্র চার সন্তানকে এক ফ্রেমে ধরতে পেরেছিল সংবাদ মাধ্যম।

ধর্মেন্দ্র প্রথম স্ত্রী প্রকাশ কৌরের সন্তান সানি এবং ববি। দ্বিতীয় স্ত্রী হেমা মালিনীর সন্তান এশা, অহনা। কিন্তু কীভাবে মিলে মিশে গেল একই পরিবারের দু’টি ধারা, দেওলরা কীভাবে গদর ২-এর সাফল্য উদযাপন করেছিলেন, করণ জোহরের সেপ্রশ্নের উত্তর দিতে গিয়ে ববি জানান, এই সবই করণের (সানি দেওলের বড় ছেলে) বিয়ে দিয়ে শুরু হয়েছিল।

তিনি বলেন, ‘আমরা কখনই মিডিয়ার সামনে আমাদের পরিবারকে নিয়ে আসতে স্বচ্ছন্দ নই। আমরা খুব (মিডিয়া) লাজুক। কিন্তু বিয়ের সময় আমরা কাউকে ভিডিও করা থেকে আটকাতে পারিনি। সেই ভিডিওগুলির কারণে এত ভালবাসা পেয়েছি। মানুষ দেখেছেন আমরা আসলে কেমন। আমি মনে করি আমাদের মেয়ে দৃশা (পুত্রবধূ) আমাদের এই ভাগ্য ফিরিয়ে দিয়েছে। করণের বিয়ের পর থেকে দাদা নাচছেন এবং তারপর গদর ২ হয়েছে। আমি দাদাকে এর আগে কখনও এত নাচতে দেখিনি।’ গত জুনে দীর্ঘদিনের বান্ধবী দৃশা আচার্যের গাঁটছড়া বাঁধেন করণ। দৃশা বাঙালি চিত্রপরিচালক বিমল রায়ের নাতনি।

এশা ও অহনার সঙ্গে তাদের সম্পর্কের সমীকরণ কেমন, এপ্রশ্নের উত্তরে সানি বলেন, ‘ওরা আমার বোন। সেটাই সব থেকে বড় বিষয়। কোনো কিছু দিয়েই সেটা বদলানো যায় না। ওরা খুব খুশি ছিল, সব থেকে বড় বিষয় হল, ছবিটি সফল হয়েছে। তারপর আমি একটা সাকসেস পার্টি করতে চেয়েছিলাম। কিন্তু দ্বন্দ্ব ছিল, কে আসবে, কে আসবে না! আমার বন্ধু করিমই সব ব্যবস্থা করে দেয়। সকলে আমাদের বাড়িতে এসেছেন ভালবাসায় ভরিয়ে দিয়েছেন। এটাই সব থেকে বড় বিষয়।’


আরও খবর