Logo
আজঃ বৃহস্পতিবার ১৬ জানুয়ারী ২০২৫
শিরোনাম

এখনো ভিসা হয়নি ৩৭ শতাংশ হজযাত্রীর

প্রকাশিত:শনিবার ১১ মে ২০২৪ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৬ জানুয়ারী ২০২৫ | ২৬০জন দেখেছেন

Image



নিউজ ডেস্ক:


হজযাত্রীদের ভিসা সম্পন্ন করার জন্য দ্বিতীয় দফায় আবেদনের জন্য বাড়ানো সময় শেষ হচ্ছে আজ শনিবার। 


কিন্তু এখনো ভিসা হয়নি ৩৭ শতাংশ হজযাত্রীর। শনিবার সকালে আইটি হেল্প ডেস্কের প্রতিদিনের বুলেটিনে জানানো হয়েছে, এখন পর্যন্ত ৫৩ হাজার ৮৯৯ হজযাত্রীর ভিসা হয়েছে।


বুলেটিনের তথ্য অনুযায়ী, এ বছর সরকারি-বেসরকারি ব্যবস্থাপনা মিলিয়ে মোট ৮৫ হাজার ২৫৭ জন হজ করতে যাবেন। সেই হিসাবে এখনো ৩৭ শতাংশ হজযাত্রীর ভিসা হয়নি।



তবে ধর্ম মন্ত্রণালয় ও হজ এজেন্সি আশা করছে, আজকের মধ্যেই বেশিরভাগ হজযাত্রীর ভিসা সম্পন্ন হয়ে যাবে। অল্প কিছু বাকি থাকলেও দুই-একদিনের মধ্যে তা করার সময় পাওয়া যাবে। তাই ভিসা জটিলতায় কেউ হজে যেতে পারবেন না- এমনটা হওয়ার সুযোগ নেই।


এর আগে ২৯ এপ্রিলের মধ্যে ভিসা সম্পন্ন করতে নির্দেশনা দিয়েছিল ধর্ম মন্ত্রণালয়। এরপর ৭ মে পর্যন্ত সময় বাড়ানো হয়। সবশেষ ভিসা আবেদনের সময় বাড়িয়ে ১১ মে করা হয়। 


এ সময়ের মধ্যে হজযাত্রীর ভিসা কার্যক্রম সম্পন্ন করতে ব্যর্থ হলে উদ্ভূত পরিস্থিতির জন্য সংশ্লিষ্ট এজেন্সিকে দায়-দায়িত্ব বহন করতে হবে বলে জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।



 চলতি হজ মৌসুমে বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬২ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় এজেন্সির মাধ্যমে ৮০ হাজার ৬৯৫ জনসহ মোট ৮৫ হাজার ২৫৭ জন হজ করতে যাবেন।


আরও খবর



আনুমানিক ০১ লক্ষ ১৭ হাজার টাকা মূল্যমানের ১৮.৩৪ লিটার বিদেশি বিয়ার ও ভদকাসহ মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান এলাকা হতে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০

প্রকাশিত:বৃহস্পতিবার ০২ জানুয়ারী 2০২5 | হালনাগাদ:বৃহস্পতিবার ১৬ জানুয়ারী ২০২৫ | ৩৬জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিনিধি: গতকাল ০১ জানুয়ারী ২০২৫ তারিখ র‌্যাব-১০, সিপিসি-২, মুন্সীগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, একজন মাদক ব্যবসায়ী বিপুল পরিমান মাদকদ্রব্যের চালান নিয়ে সিএনজি যোগে ঢাকা হতে মুন্সিগঞ্জের উদ্দেশ্য রওনা করেছে। উক্ত সংবাদ প্রাপ্তির পর র‌্যাব-১০ এর আভিযানিক দলটি তাৎক্ষনিক মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানাধীন চালতিপাড়াস্থ কাজীশাল এলাকায় অবস্থান করে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে এবং সন্দেহজনক গাড়ী তল্লাশী করতে থাকে।

তল্লাশীর একপর্যায়ে একই তারিখ বিকাল আনুমানিক ১৭:৪০ ঘটিকায় সন্দিগ্ধ সিএনজি র‌্যাবের চেকপোষ্টের সামনে পৌঁছানো মাত্র কর্তব্যরত র‌্যাব সদস্যরা সিএনজিকে সিগন্যাল দিয়ে সিএনজিটি থামায়। অতঃপর র‌্যাব সদস্যরা উক্ত সিএনজিতে থাকা চালককে জিজ্ঞাসাবাদ করলে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে স্বীকার করে যে, তার সিএনজির যাত্রী বসার সিটের পিছনে খালি অংশে ০৫ টি কালো রং এর শপিং ব্যাগে বিদেশি বিয়ার ও ভদকা আছে।

পরবর্তীতে কর্তব্যরত র‌্যাব সদস্যরা বিধি মোতাবেক তল্লাশী করে সিএনজিতে রক্ষিত আনুমানিক ১,১৭,০০০/- (এক লক্ষ সতের হাজার) টাকা মূল্যমানের ১৮.৩৪ লিটার বিদেশি বিয়ার ও ভদকাসহ  ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীর নাম মো: হৃদয় হাসান (৩২), পিতা-মৃত আ: লতিফ হাওলাদার, সাং-রামারফুল, থানা-মুলাদি, জেলা-বরিশাল বলে জানা যায়। এ সময় তার নিকট হতে মাদক বহনে ব্যবহৃত ০১টি সিএনজি জব্দ করা হয়।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে অবৈধ পন্থায় আগত বিদেশি বিয়ার ও ভদকাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে মুন্সিগঞ্জসহ আশপাশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল।


গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।


আরও খবর



সবার সাথে বন্ধুত্ব এবং সহমর্মিতা চাই, কারো প্রভুত্ব বা অপশাসন চাই না-আবদুল কাদির ভূঁইয়া জুয়েল

প্রকাশিত:শনিবার ১১ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:বুধবার ১৫ জানুয়ারী ২০২৫ | ২৫জন দেখেছেন

Image

নরসিংদী প্রতিনিধি: শনিবার(১১ জানুয়ারি)দুপুরে মনোহরদী উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে মনোহরদী বাসস্ট্যান্ডে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সহ-সম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েল।


এ সময় তিনি আরো বলেন,বাংলাদেশ সীমান্তে পার্শ্ববর্তী দেশ জোর করে কাটাতারের বেড়া লাগাতে চেয়েছিল। আমি ধন্যবাদ জানাই সেই জায়গায় দায়িত্বরত আমাদের বিজিবি ও জনগনকে যারা দেশের ইঞ্চি মাটিকে রক্ষা করার জন্য সম্মিলিত ভাবে প্রতিরোধ গড়ে তুলেছে। সেই দিন শেষ হয়ে গেছে তবেদারি আর দালালির রাজনীতি বাংলাদেশ আর চলবেনা। সেই ফ্যাসিবাদ সেই দল বাংলাদেশকে তাবেদারিত্ব রাষ্ট্রে  বানাতে চেয়েছিল, বাংলাদেশের স্বার্বভৌমত্ব বিকিয়ে দিয়ে পাশ্ববর্তী  দেশের দালাল রাষ্ট্রে বানাতে চেয়েছিলো, সেই দলের মূল বাংলাদেশের জনগণ উৎখাত করে দিছে। পরে তিনি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর পক্ষ থেকে  ১০০০  মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।


শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে মনোহরদী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব আবদুল খালেকের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কৃষকদলের কেন্দ্রীয় কমিটির যুগ্মসাধারণ সম্পাদক কৃষিবিদ শাহাদাত হোসেন বিপ্লব, নরসিংদী জেলা সেচ্ছাসবক দলের সভাপতি ভিপি নাসির উদ্দিন,সাংগঠনিক সম্পাদক আবুল ফজল, মনোহরদী উপজেলার বিএনপির যুগ্ম আহ্বায়ক রায়হান উদ্দীন ডাক্তার, মনোহরদী কলেজের সাবেক ভিপি মাহমুদুল হক, মনোহরদী পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মান্নান প্রধান, মনোহরদী পৌরসভার সাবেক কমিশনার আকরাম, আবদুল হান্নান, কাজল মিয়া, উপজেলা যুবদলের সভাপতি নাদিম মাহমুদ বায়েজিদ,উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল্লাহ,,উপজেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক শাফি উদ্দীন আকন্দ করুন,সদস্য সচিব উজ্জল, উপজেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক সাম্মির রহমান টিপু, ছাত্র নেতা মহসিন, অয়ন, শাওন, সোহেল, আরাফাত অনিকসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।



আরও খবর



ফ্রিজের মাংসে রক্ত মিশিয়ে বিক্রি

প্রকাশিত:শনিবার ২৮ ডিসেম্বর ২০২৪ | হালনাগাদ:বুধবার ১৫ জানুয়ারী ২০২৫ | ৬৮জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় ফ্রিজের সংরক্ষণ করা মাংসে রক্ত মিশিয়ে বিক্রির দায়ে জাফর খাঁ নামের এক মাংস ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।


শনিবার (২৮ ডিসেম্বর) পাংশা রেলগেট এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা আদায় করা হয়।



ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদুর রহমান রুবেল। মাংস ব্যবসায়ী জাফর খাঁ উপজেলার যশাই ইউনিয়নের চরলক্ষ্মীপুর গ্রামের হোসেন খাঁর ছেলে।


জানা যায়, পাংশা পৌর শহরের রেলগেট এলাকায় ফ্রিজে সংরক্ষণ করা গরুর মাংসে রক্ত মিশিয়ে বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪২ ধারায় দুই মাসের কারাদণ্ড অনাদায়ে এক লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। এ সময় মাংস ব্যবসায়ী জাফর খাঁ তার অপরাধ স্বীকার করেন এবং জরিমানার টাকা প্রদান করেন।


ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন, পাংশা মডেল থানার উপপরিদর্শক (এসআই) সাজিদ ও সঙ্গীয় ফোর্স। এ সময় উপস্থিত ছিলেন, স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক তৈয়বুর রহমান।


আরও খবর



বাউফলের ব্যবসায়ী শিবু বনিক অপহরণের ঘটনায় আটক-৫

প্রকাশিত:সোমবার ০৬ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ জানুয়ারী ২০২৫ | ২৫জন দেখেছেন

Image

সঞ্জয় ব্যানার্জী, পটুয়াখালী প্রতিনিধি :

অপহৃত ব্যবসায়ী শিবু বনিককে (৭৮) উদ্ধারের পর ৫ জন অপহরণকারীকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুর দুইটায় এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোঃ আনোয়ার জাহিদ গণমাধ্যম কর্মিদের এসব তথ্য নিশ্চিত করেন।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার ভোরে বাউফল থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অপহরণকারীদের আটক করা হয়েছে। আটককৃতরা হলেন,  ঝালকাঠি জেলার সদর উপজেলার বালিগোনা গ্রামের আকবর শরীফের ছেলে মোঃ মাসুদ শরীফ(২৪), ভোলা জেলার দক্ষিণ আইচা উপজেলার পাচুকিয়া গ্রামের জাকির সিকদারের ছেলে মোঃ মাহফুজ, বাকিরা হলেন বাউফল উপজেলার নাজিরপুর তাতেরকাঠি ইউনিয়নের বড় ডামিলা গ্রামের মিন্টু মৃধার ছেলে মিরাজ মৃধা(২০), মোঃ বাবুল প্যাদার ছেলে মোঃ জহির প্যাদা(২৭) এবং গকুল চন্দ্র মিস্ত্রীর ছেলে বিধান চন্দ্র মিস্ত্রী(২২)।
এসময় অপহরন এবং ডাকাতির কাজে ব্যাবহৃত,  দেশিও অস্ত্র-সস্ত্র সহ লুন্ঠিত ১৩৫৬৮০ টাকা জব্দ করা হয়েছে।

এবিষয়ে পুলিশ সুপার আনোয়ার জাহিদ বলেন,‘আমাদের কার্যক্রম চলছে। এই অপহরনের ঘটনায় আমরা প্রাথমিক পর্যায়ে ৯ জনের সম্পৃক্ততা পেয়েছি যাদের মধ্যে ৫ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। বাকিদের গ্রেফতারের জন্য জেলা পুলিশ কাজ করছে।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাজেদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (বাউফল সার্কেল) আরিফ মুহাম্মদ শাকুর, বাউফল থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন,  পটুয়াখালী জেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক কে এম শাহাদাত হোসেন সহ জেলার ও স্থানীয় গণমাধ্যম কর্মিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,  কালাইয়া বন্দরের বিশিষ্ট ব্যবসায়ী শিবানন্দ রায় শিবু বনিক অরফে শিবু বণিক গত ৩ জানুয়ারি রাত ১০টার দিকে অস্ত্রের মুখে জিম্মি হয়ে দুর্বৃত্তদের হাতে অপহৃত হওয়ার ৫২ ঘন্টা পর সোমবার রাত ১ টায় তাকে নাজিরপুর ইউনিয়নের ডালিমা গ্রামের কচুয়া এলাকার একটি মসজিদের পাশ থেকে উদ্ধার করেছে পুলিশ

আরও খবর



অর্থনীতি ৭ বিনিয়োগ ও কর্মসংস্থান

প্রকাশিত:মঙ্গলবার ৩১ ডিসেম্বর ২০২৪ | হালনাগাদ:বুধবার ১৫ জানুয়ারী ২০২৫ | ৪২জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিনিধি: বছরের শুরুতে জাতীয় নির্বাচনকেন্দ্রিক রাজনৈতিক অস্থিরতার সঙ্গে মোটাদাগে অর্থনীতিতে তিনটি সমস্যা ছিল। সেগুলো হচ্ছে উচ্চ মূল্যস্ফীতি, বৈদেশিক লেনদেনের ভারসাম্যহীনতা ও আর্থিক খাতের ভঙ্গুরতা। আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকার খাদের কিনারে দাঁড়িয়ে থাকা অর্থনীতিকে টেনে তুলতে বিভিন্ন উদ্যোগ নেয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ব্যবসায়ীরা সন্তুষ্ট নন, বেড়েছে ব্যাংকঋণের সুদের হার। ডিসেম্বরে ডলারের দাম আবার কিছুটা অস্থির হয়েছে। বিনিয়োগের চিত্র আশানুরূপ নয়।


বছরজুড়ে দেশের রাজনীতি ও অর্থনীতির ক্ষেত্রে অস্থিরতার কারণে বিনিয়োগকারীদের কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হচ্ছে। অনেক প্রতিষ্ঠানের ব্যবসা কমে গেছে। ব্যবসা সম্প্রসারণও থমকে গেছে। বিদ্যমান পরিপ্রেক্ষেতে দেশি-বিদেশি বিনিয়োগকারীরা নতুন করে বিনিয়োগের পরিকল্পনা করছেন না। বিনিয়োগের ওপর এমন নেতিবাচক প্রভাবের কারণে নতুন কর্মসংস্থান সেভাবে সৃষ্টি হয়নি। বেসরকারি প্রতিষ্ঠানগুলো নতুন স্নাতকদের অনেক কম চাকরি দিতে পেরেছে। সব মিলিয়ে চলতি বছরটি বিনিয়োগ ও চাকরির জন্য ভালো ছিল না।



দেশি-বিদেশি বিনিয়োগের ভঙ্গুর অবস্থা বোঝার জন্য কয়েকটি পরিসংখ্যানের দিকে চোখ বোলানো যেতে পারে। বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) মূলধনি যন্ত্রপাতি আমদানির জন্য ঋণপত্র বা এলসি খোলা গত অর্থবছরের একই সময়ে তুলনায় ২৬ শতাংশ কমেছে। একইভাবে মূলধনি যন্ত্রপাতি আমদানির ঋণপত্র নিষ্পত্তি কমেছে প্রায় ২২ শতাংশ। মূলধনি যন্ত্রপাতির ঋণপত্র খোলা ও নিষ্পত্তি কমার মানে হচ্ছে, নতুন বিনিয়োগ বা সম্প্রসারণ কমেছে।


এদিকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। ইতিমধ্যে ব্যাংকঋণের সুদের হার ৯ শতাংশ থেকে বেড়ে ১৫ শতাংশ ছাড়িয়ে গেছে, যা সব ধরনের বিনিয়োগকে বাধাগ্রস্ত করছে। সুদের হার বেড়ে যাওয়ায় বেসরকারি খাতে ঋণ নেওয়া কমেছে। গত অক্টোবরে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি হয়েছে ৮ দশমিক ৩০ শতাংশ, যা গত ৪১ মাসের মধ্যে সর্বনিম্ন।


শুধু অস্থিরতার কারণে গত বছর বিনিয়োগ কমেছে, তা নয়। বছরের পর বছর বিভিন্ন সমস্যার কারণে আগে থেকেই বিনিয়োগে গতি কম। জিডিপির শতকরা হিসাবে বেসরকারি বিনিয়োগ তিন বছর ধরে কমছে। গত মাসে বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান সিপিডির প্রকাশিত এক জরিপের ফলাফলে বলা হয়, দেশে দীর্ঘদিন ধরে ব্যবসা-বাণিজ্যের মূল চ্যালেঞ্জ দুর্নীতি। চলতি বছরও প্রায় ১৭ শতাংশ ব্যবসায়ী দুর্নীতিকে ব্যবসা করায় এ ক্ষেত্রে প্রধান বাধা হিসেবে চিহ্নিত করেছেন। দুর্নীতিসহ অর্থায়নের সীমাবদ্ধতা, বৈদেশিক মুদ্রার অস্থিরতা, উচ্চ মূল্যস্ফীতি, অদক্ষ আমলাতন্ত্র, উচ্চ করহারসহ ব্যবসা-বাণিজ্যে ১৭টি চ্যালেঞ্জ চিহ্নিত করেছেন ব্যবসায়ীরা।


বছরের প্রথমার্ধে দেশে বেকার জনগোষ্ঠীর সংখ্যা বাড়ে। জুন শেষে শ্রমশক্তির ২৬ লাখ ৪০ হাজার মানুষ বেকার ছিলেন। এই সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় ১ লাখ ৪০ হাজার বেশি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ২০২৪ সালের জুন মাসের ত্রৈমাসিক শ্রমশক্তি জরিপে এ তথ্য পাওয়া গেছে।


এদিকে বিনিয়োগ শ্লথ হওয়ার পাশাপাশি রাজনৈতিক পটপরিবর্তনে বেশি কিছু প্রতিষ্ঠানও বন্ধ হয়েছে। তাতে বেকারের সংখ্যা বেড়েছে। সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানের বেক্সিমকো গ্রুপের পোশাক ও বস্ত্র খাতের ১৬টি কারখানা ডিসেম্বরে বন্ধ হয়ে যায়। এতে ৩০ হাজার শ্রমিক অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। এ ছাড়া সাবেক সরকারের ঘনিষ্ঠ ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপের মালিকানাধীন আটটি কারখানা বন্ধ হয়েছে।


জানতে চাইলে সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম প্রথম আলোকে বলেন, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে আশু উদ্যোগ দরকার। সেটি হলে সময়মতো অর্থ পরিশোধ ও মুনাফা প্রত্যর্পণের নিশ্চিয়তা পাবেন বিদেশি বিনিয়োগকারীরা। তখনই এফডিআইয়ের সুযোগ বাড়বে। সর্বশেষ দ্রুত সময়ের মধ্যে গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন করতে হবে। রাজনৈতিক অনিশ্চয়তা দেশি-বিদেশি বিনিয়োগকারীদের যেকোনো সিদ্ধান্ত নিতে বাধাগ্রস্ত করছে। দ্রুত নির্বাচন বিনিয়োগের বিষয়ে দেশি-বিদেশি উদ্যোক্তাদের বিনিয়োগে উদ্বুদ্ধ করবে।



আরও খবর