Logo
আজঃ বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারী ২০২৫
শিরোনাম

গাজায় স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল

প্রকাশিত:শনিবার ১৪ অক্টোবর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারী ২০২৫ | ৩১৬জন দেখেছেন

Image

ইসরায়েল এবার ফিলিস্তিনের গাজায় স্থল অভিযান শুরু করেছে। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, শুক্রবার ইসরায়েলের সেনাদের পদাতিক বাহিনী ও ট্যাঙ্ক গাজা উপত্যকায় প্রবেশ করেছে।

সংবাদমাধ্যম রয়টার্স এক খবরে বলেছে, হামাস নির্মূলে গাজায় টানা এক সপ্তাহ ধরে ভারী বোমাবর্ষণের পর এই প্রথম স্থল অভিযানের ঘোষণা দিয়েছে ইসরায়েল।

দক্ষিণে সরে যেতে বলা হয়েছে গাজার বাসিন্দাদের। আজ সকালে গাজা শহর থেকে সব বেসামরিক নাগরিককে দক্ষিণে নিরাপদ জায়গায় সরে যাওয়ার আহ্বান জানায় ইসরায়েল। গাজায় প্রায় ২৫ লক্ষ মানুষ বসবাস করে।

ইসরায়েলি সেনাবাহিনী জানায়, আগামী কয়েকদিন তারা গাজা শহরে অভিযান চালাবে। পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত বেসামরিক নাগরিকরা ফিরে আসতে পারবে না।


আরও খবর

৬ দফায় কত বাড়ল স্বর্ণের দাম?

বুধবার ১২ ফেব্রুয়ারী ২০২৫




ভারতে সরকারি দপ্তরে নিষিদ্ধ হলো এআই

প্রকাশিত:রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫ | হালনাগাদ:বুধবার ১২ ফেব্রুয়ারী ২০২৫ | ৩০জন দেখেছেন

Image

অনলাইন ডেস্ক : তথ্য ফাঁসের আশঙ্কায় সরকারি দপ্তরে এআই নিষিদ্ধ করেছে ভারত। সম্প্রতি দেশটির অর্থ মন্ত্রণালয়ের যুগ্মসচিব প্রতীপ কুমার সিংয়ের স্বাক্ষর করা একটি নির্দেশিকা প্রকাশ্যে এসেছে। যেখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে, সরকারি কম্পিউটার বা অফিসের যন্ত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন অ্যাপ ব্যবহার করা যাবে না। কারণ এসব অ্যাপ ব্যবহার করলে সরকারি গোপন নথি ফাঁসের সম্ভাবনা বাড়বে। ভারতের বিশেষজ্ঞরা মনে করছেন, সরকারি অফিসের কম্পিউটার বা অন্য কোনও সরকারি ডিভাইসে এআই-চালিত অ্যাপ ব্যবহৃত হলে সংবেদনশীল ও গোপনীয় তথ্য তৃতীয় পক্ষের কাছে চলে যেতে পারে।

এআই অ্যাপগুলো সাধারণত ইউজারের দেওয়া ইনপুট সংরক্ষণ করে এবং সেটি ভবিষ্যতে বিশ্লেষণ ও মডেল ট্রেনিংয়ের কাজে ব্যবহার করতে পারে। ফলে সরকারি দপ্তরের গুরুত্বপূর্ণ নথি বা গোপনীয় ডেটা ফাঁস হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। শুধু ভারত নয়, কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে বিশ্বের বিভিন্ন দেশেও দুশ্চিন্তা বাড়ছে। বিশেষ করে সরকারি পর্যায়ে তথ্য সুরক্ষা নিশ্চিত করতে এআই ব্যবহারে কড়াকড়ি আরোপ করা হচ্ছে। ইতিমধ্যে অস্ট্রেলিয়া ও ইতালির মতো দেশগুলো সরকারি দপ্তরে ‘ডিপসিক’-এর মতো এআই টুল ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। অন্যদিকে এই নির্দেশিকার দিনেই ‘ওপেনএআই’-এর সিইও স্যাম অল্টম্যানের সঙ্গে বৈঠক করেছেন ভারতের কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ভারতে কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ কী হবে এবং কীভাবে এটি উন্নয়নের ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে, সেই বিষয়ে আলোচনা করা হয়েছে। তবে একদিকে যখন ভারত সরকার এআই নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা করছে, তখনই সরকারি দপ্তরে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে কড়াকড়ি নির্দেশিকা জারি করায় বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, কৃত্রিম বুদ্ধিমত্তার নিয়ন্ত্রিত ও নিরাপদ ব্যবহার নিশ্চিত করাই এখন বড় চ্যালেঞ্জ। সরকারি ও বেসরকারি পর্যায়ে এআই ব্যবহারের ক্ষেত্রে নীতিমালা তৈরি করা দরকার, যাতে প্রযুক্তির সুফল পাওয়া যায় কিন্তু নিরাপত্তার ক্ষেত্রে কোনও আপস না করা হয়।


আরও খবর



প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি’র প্রতিনিধি দলের সাক্ষাৎ আগামীকাল

প্রকাশিত:রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫ | হালনাগাদ:বুধবার ১২ ফেব্রুয়ারী ২০২৫ | ১৪জন দেখেছেন

Image

অনলাইন ডেস্ক : অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করবে।

আগামীকাল সোমবার সন্ধ্যা ছয়টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ হবে। আজ রোববার (৯ ফেব্রুয়ারি) বিএনপি’র একটি প্রতিনিধিদল প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানিয়েছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

আগামীকাল সোমবার প্রধান উপদেষ্টার কাছে বিএনপি জাতীয় নির্বাচনের রোডম্যাপ তুলে ধরবে জানিয়ে- বিএনপি’র এই সিনিয়র নেতা বলেন, আমরা নির্বাচনের বিষয়ে আলোচনা করেছি। আগামী মে বা জুন মাসে জাতীয় নির্বাচনের পুরো প্রস্তুতি সম্পন্ন করবে ইসি। তবে জাতীয় নির্বাচন কবে হবে, এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ইসির নেই।

তিনি বলেন, আগামীকাল সোমবার বিএনপি’র সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হবে। বৈঠকে বিএনপি’র পক্ষ থেকে জাতীয় নির্বাচনের রোডম্যাপ তুলে ধরা হবে। কারণ, জাতীয় নির্বাচনের বিষয়টি ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা।


আরও খবর



হেরা ফেরি ৩-তে ফিরছেন টাবু

প্রকাশিত:বুধবার ০৫ ফেব্রুয়ারী ২০২৫ | হালনাগাদ:বুধবার ১২ ফেব্রুয়ারী ২০২৫ | ৫৭জন দেখেছেন

Image

বিনোদন ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী টাবু ফেরত আসছেন হিট কমেডি ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি "হেরা ফেরি ৩"-তে। সম্প্রতি, অভিনেত্রী নিজেই তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ইনস্টাগ্রামে এই ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন। তিনি অক্ষয় কুমারের একটি পোস্ট শেয়ার করে লেখেন, "অবশ্যই, আমাকে ছাড়া হেরা ফেরি ৩ সিনেমার কাস্ট সম্পূর্ণ হবে না," মজার ছলে। এই পোস্টটি শেয়ার করার পর, টাবুর এই রিটার্ন নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ তুঙ্গে পৌঁছেছে। আসলে, হেরা ফেরি ফ্র্যাঞ্চাইজির প্রতি ভক্তদের ভালোবাসা অনেক দিনের। প্রথম সিনেমা "হেরা ফেরি" (২০০০) ভারতীয় কমেডি সিনেমার ইতিহাসে এক কালজয়ী ক্লাসিক হয়ে উঠেছে, যা ২০০৬ সালে মুক্তি পাওয়া সিক্যুেয়ল "ফির হেরা ফেরি"-র মাধ্যমে আরও জনপ্রিয়তা লাভ করেছে।

তবে দীর্ঘ সময় ধরে ভক্তরা অপেক্ষা করছেন তৃতীয় কিস্তির জন্য, এবং এখন মনে হচ্ছে তাদের অপেক্ষা শেষ হতে চলেছে। অক্ষয় কুমার, যিনি এর আগেও সিনেমাটির অন্যতম মুখ্য চরিত্রে অভিনয় করেছেন, সম্প্রতি প্রিয়দর্শনের ৬৮তম জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করেন। সেখানে তিনি লেখেন, "শুভ জন্মদিন, প্রিয়ন স্যার! ভূতুড়ে সেটে বাস্তব ও আনপেইড এক্সট্রাদের মাঝে দিন কাটানোর চেয়ে ভালো উদযাপন আর কী হতে পারে? আপনি শুধু একজন পথপ্রদর্শক নন, বরং একমাত্র ব্যক্তি যিনি বিশৃঙ্খলাকে শিল্পে পরিণত করতে পারেন। আপনার দিন হোক কম রিটেকের এবং বছরটি হোক দুর্দান্ত!" নির্মাতা প্রিয়দর্শনের জবাবে, তিনি লেখেন, "ধন্যবাদ অক্ষয়!

এর বদলে আমি তোমাকে একটা উপহার দিতে চাই, আমি ‘হেরা ফেরি ৩’ পরিচালনা করতে রাজি। তুমি প্রস্তুত তো?" এই মৌখিক ঘোষণা শুনে, সিনেমার অন্যান্য অভিনেতারা পরেশ রাওয়াল এবং সুনীল শেট্টি তাদের উচ্ছ্বাস প্রকাশ করেছেন। পরেশ রাওয়াল লেখেন, "প্রিয় প্রিয়নজি, আপনি সেই জনক, যিনি এই দেবদূতের মতো আমাদের আনন্দ উপহার দিয়েছেন! ধন্যবাদ আবারও এই খুশির দায়িত্ব নেওয়ার জন্য! স্বাগতম স্যার এবং আবার সবাইকে আনন্দ দিন।" অন্যদিকে সুনীল শেট্টি টুইট করেন, "হেরা ফেরি এবং পুচ পুচ, চলুন শুরু করি!" এদিকে, এখনও পর্যন্ত "হেরা ফেরি ৩"-এর শুটিং শুরুর তারিখ বা মুক্তির তারিখ ঘোষণা করা হয়নি, তবে নির্মাতাদের বক্তব্য ও অভিনেতাদের উচ্ছ্বাস দেখে এটি স্পষ্ট যে, সিনেমাটি শীঘ্রই নির্মিত হতে চলেছে এবং ভক্তরা এর জন্য আর বেশি সময় অপেক্ষা করতে হবে না।


আরও খবর

সাইফ সুস্থ হতেই শুটিংয়ে কারিনা কাপুর

বুধবার ১২ ফেব্রুয়ারী ২০২৫




ইসলাম শিক্ষকদের বিশেষ মর্যাদা দিয়েছে

প্রকাশিত:বুধবার ১২ ফেব্রুয়ারী ২০২৫ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারী ২০২৫ | ২৭জন দেখেছেন

Image

ধর্ম ডেস্ক : সমাজের সম্মানিত মানুষদের মধ্যে শিক্ষকরা অন্যতম। কেননা শিক্ষা জাতির মেরুদণ্ড। এই মেরুদণ্ড দণ্ডায়মান রাখার কাজটি শিক্ষকরাই করে থাকেন। তাঁরা আমাদের সুশিক্ষায় শিক্ষিত করেন। আমাদের জীবন আলোকিত করেন। তাঁদের একেক ফোঁটা ঘাম আমাদের চলার পথের আলোকবর্তিকার জ্বালানি হিসেবে কাজ করে। তাঁরা নিজেকে জ্বালিয়ে বিশ্বকে আলোকিত করেন। ইসলাম তাঁদের বিশেষ মর্যাদা দিয়েছে।

রাসুল (সা.) ইরশাদ করেন, ‘তোমরা জ্ঞান অর্জন করো এবং জ্ঞান অর্জনের জন্য আদব-শিষ্টাচার শেখো। এবং তাঁকে সম্মান করো, যাঁর থেকে তোমরা জ্ঞান অর্জন করো।’ (আল-মুজামুল আউসাত, হাদিস : ৬১৮৪)। শিক্ষকতার পেশা সম্মানিত হওয়ার আরেকটি কারণ রাসুল (সা.) নিজেই ছিলেন একজন শিক্ষক। তিনি বলেন, ‘নিশ্চয়ই আমাকে শিক্ষক হিসেবে প্রেরণ করা হয়েছে।’ (ইবনে মাজাহ, হাদিস : ২২৯)। আবার সমাজ গড়ার কারিগর শিক্ষকদের মধ্যে নৈতিক অবক্ষয় দেখা দিলে, তা নিশ্চয়ই সমাজে বিপর্যয় ডেকে আনে। বিস্কুট বানানোর ছাঁচে ত্রুটি থাকলে যেমন তা দিয়ে তৈরি করা বিস্কুটগুলো ত্রুটিযুক্ত হবে। তেমন কোনো শিক্ষক নীতি-নৈতিকতা হারিয়ে ফেললে তার প্রভাব তার ছাত্রদের মধ্যে পড়বে। তাদের মধ্যেও অনৈতিকতার চর্চা হবে স্বাভাবিক বিষয়।


আরও খবর



বন্দিদের মুক্তি না দিলে গাজায় ফের যুদ্ধের হুঁমকি নেতানিয়াহুর

প্রকাশিত:বুধবার ১২ ফেব্রুয়ারী ২০২৫ | হালনাগাদ:বুধবার ১২ ফেব্রুয়ারী ২০২৫ | ২৪জন দেখেছেন

Image

আন্তর্জাতিক ডেস্ক : আগামী ১৫ ফেব্রুয়ারি (শনিবার) ইসরায়েলি ৩ বন্দিকে মুক্তি দেওয়ার কথা থাকলেও তা সম্প্রতি নিষেধ করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। আর এরই প্রেক্ষিতে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। বুধবার (১২ ফেব্রুয়ারি) তিনি জানিয়েছেন, হামাস ইসরায়েলি বন্দিদের মুক্তি না দিলে ফের গাজায় তীব্র অভিযান চালানো হবে। নেতানিয়াহুর দাবি, শনিবার দুপুরের মধ্যে হামাসের হাতে বন্দি ইসরায়েলি নাগরিকদের মুক্তি দিতে হবে।

এরআগে কথা ছিল শনিবার তিনজন ইসরায়েলি বন্দিকে মুক্তি দেবে হামাস। নেতানিয়াহু এবার সমস্ত বন্দির মুক্তির কথা বলছেন কি না, তা এখনও স্পষ্ট নয়। 

নেতানিয়াহুর কথায়, শনিবার দুপুরের মধ্যে ইসরায়েলি বন্দিদের মুক্তি না দিলে ইসরায়েলি ডিফেন্স ফোর্স হামাসের ওপর চরম হামলা চালাবে। হামাসকে সম্পূর্ণ ধ্বংস না করা পর্যন্ত এই অভিযান বন্ধ হবে না।

নেতানিয়াহুর এই বার্তা পাওয়ার পর ইসরায়েলের সেনা জানিয়েছে, দেশের দক্ষিণে গাজা সীমান্তে তারা ইতোমধ্যেই অতিরিক্ত বাহিনী পাঠিয়েছে। রিজার্ভ ফোর্সকেও সেখানে পাঠানো হয়েছে। নির্দেশ এলেই অভিযান শুরু হবে।


আরও খবর

আলাস্কায় নিখোঁজ উড়োজাহাজের সবাই নিহত!

রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫