Logo
আজঃ বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারী ২০২৫
শিরোনাম

হাসপাতালে যেসব খাবার খাচ্ছেন খালেদা জিয়া

প্রকাশিত:রবিবার ১২ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারী ২০২৫ | ৬৩জন দেখেছেন

Image

অনলাইন ডেস্ক: দ্য লন্ডন ক্লিনিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তারেক রহমানসহ পরিবারের সদস্যরা তার সার্বক্ষণিক পরিচর্যা করছেন। প্রতিদিন বাসার খাবার নিয়ে হাসপাতালে যান তারেক রহমান। চিকিৎসকের পরামর্শে চিকেন স্যুপ আর ডাল খাচ্ছেন খালেদা জিয়া।


তারেক রহমানের পারিবারিক ঘনিষ্ঠ ব্যক্তি ও জিয়া ফাউন্ডেশন ইউরোপের সমন্বয়ক কামাল উদ্দিন জানান, পুত্রবধূ জুবাইদা রহমানের হাতের রান্না করা চিকেন স্যুপ আর ডাল খাচ্ছেন খালেদা জিয়া। ডায়াবেটিসের কারণে নিয়মিত ভাত না খেলেও মাঝেমধ্যে অল্প খাচ্ছেন তিনি।



এদিকে শনিবার (১১ জানুয়ারি) খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। এ সময় তার স্বামী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসও উপস্থিত ছিলেন।


খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে আফরোজা আব্বাস সাংবাদিকদের বলেন, বেগম জিয়া আমার খোঁজখবর নিয়েছেন। এরপর নাতি-নাতনি ও ছেলেমেয়েরা কেমন আছে? দেশের অবস্থা কী? মহিলা দলের সবাই কেমন আছে? সবার কথা জিজ্ঞেস করেছেন। তবে রাজনৈতিক কোনো আলোচনা হয়নি।


তিনি বলেন, মাশাআল্লাহ, ম্যাডামকে দেখে অনেক ভালো লেগেছে। আশা করি, অচিরেই তিনি সুস্থ হয়ে দেশে ফিরে দেশ ও জনগণের হাল ধরবেন।


মহিলা দলের সভাপতি বলেন, মানসিকভাবে বেগম জিয়া সবসময় স্ট্রং ছিলেন। এ জন্য এখনও এভাবে মেরুদণ্ড সোজা করে আছেন। অন্য কোনো মহিলা হলে এতদিনে খুঁজে পাওয়া যেত না।


খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ম্যাডাম যথেষ্ট ভালো আছেন। তার স্বাস্থ্যের উন্নতি হচ্ছে।


তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের পরীক্ষা-নিরীক্ষাও চলছে। পরিবারের সবার সঙ্গে সময় কাটাচ্ছেন। অনেক হাসি-খুশি আছেন তিনি। আপনারা ম্যাডামের জন্য দোয়া করবেন।


প্রসঙ্গত, ৮ জানুয়ারি খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান। ওই দিনই লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে সরাসরি তাকে লন্ডনের বিশেষায়িত বেসরকারি হাসপাতাল দ্য লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়। এই হাসপাতালে তিনি অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির অধীনে চিকিৎসাধীন।



আরও খবর



আশুলিয়ায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রকাশিত:সোমবার ২৭ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:বুধবার ১২ ফেব্রুয়ারী ২০২৫ | ৫৯জন দেখেছেন

Image

আব্দুল্লাহ আল মনির : শিক্ষার্থীদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে শিক্ষার্থীরা।

সোমবার  (২৭ শে জানুয়ারি ২০২৫) দুপুরে আশুলিয়ার দক্ষিণ গাজীরচট আড়িয়ারার মোড় এলাকায় এই সংবাদ সম্মেলন করেন তারা। 

শিক্ষার্থীদের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে বক্তব্য পাঠ করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মো: তামিম। বক্তব্যে তিনি বলেন, দক্ষিণ গাজীরচট এলাকায় একটি কারখানায় সমন্বয়ক পরিচয় দিয়ে বারবার গিয়ে বিরক্ত করছিল। পরে বিষয়টি জানতে পেরে তাদের সাথে কথা বলতে যান তারা। একপর্যায়ে কারখানার লোকজনের সাথে কথা কাটাকাটি হয় এবং ভুল বুঝাবুঝি হয়। সে সময়ের একটি ভিডিও ধারণ করে একটি পক্ষ। ওই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করে। এতে আমাদের মান সম্মান ক্ষুন্ন হয়েছে। যার প্রতিবাদে এই সংবাদ সম্মেলন করেছি।

এসময় উপস্থিত ছিলেন, গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাইরুজ্জাহান সৌরভ, জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি আহান্তি অনু মেঘলা ও হৃদয় হাসান সহ আরও অনেকে। এছাড়া বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা এসময়ে উপস্থিত ছিলেন।


আরও খবর



দেশে বায়ুদূষণের প্রভাবে বছরে মৃত্যু লক্ষাধিক

প্রকাশিত:শনিবার ১৮ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫ | ৩৩জন দেখেছেন

Image

অনলাইন ডেস্ক : বায়ুদূষণের ক্ষতিকর প্রভাবে বাংলাদেশে প্রতি বছর প্রায় এক লাখ দুই হাজার ৪৫৬ জনের বেশি মানুষের মৃত্যু হচ্ছে। সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ারের (সিআরইএ) এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

আজ শনিবার (১৮ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে ‘বাংলাদেশে সূক্ষ্মকণা বায়ু দূষণে জনস্বাস্থ্য প্রভাব’ শীর্ষক আলোচনা সভায় এই গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়।

বায়ুদূষণের কারণে পিএম ২.৫ ইসকেমিক হার্ট ডিজিজ, স্ট্রোক, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, লোয়ার রেসপিরেটরি ইনফেকশন ও লাং ক্যানসারের মতো রোগের ঝুঁকি বাড়ছে।

সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে ছোট শিশুরা। প্রতি বছর পিএম ২.৫ সংশ্লিষ্ট লোয়ার রেসপিরেটরি ইনফেকশনে পাঁচ হাজার ২৫৮ শিশুর মৃত্যু হয়।

সিআরইএর বায়ুমান বিশ্লেষক ড. জেমি কেলি বলেন, বাংলাদেশে বায়ুদূষণের কারণে প্রতি বছর উল্লেখযোগ্য সংখ্যক অপরিণত শিশু, কম ওজনের শিশুর জন্ম এবং শিশু মৃত্যু ঘটছে। বায়ুদূষণ অর্থনীতিকেও দুর্বল করে, প্রতি বছর প্রায় ২৬৬ মিলিয়ন কর্মদিবসের ক্ষতি হয়।

২০২৩ সালে বিশ্বের দূষিত দেশের তালিকায় শীর্ষে ছিল বাংলাদেশ। সে বছর প্রতি ঘনমিটার বাতাসে অতি ক্ষুদ্র বালু কণার বার্ষিক গড় মান ছিল ৭৯ দশমিক নয় মাইক্রোগ্রাম; যা বার্ষিক জাতীয় মানদণ্ড ৩৫ মাইক্রোগ্রামের দ্বিগুণের বেশি এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানের চেয়ে ১৫ গুণ বেশি।

সিআরইএ বলছে, বাংলাদেশের জাতীয় বায়ুমানের মানদণ্ড পূরণ করা সম্ভব হলেও মৃত্যুহার ১৯ শতাংশ, আয়ুষ্কালজনিত সমস্যা ২১ শতাংশ এবং অক্ষমতা নিয়ে বসবাসের বছর ১২ শতাংশ কমতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন কঠোরভাবে মেনে চলা সম্ভব হলে প্রতি বছর ৮১ হাজার ২৮২ মানুষের জীবন রক্ষা করা যাবে।

এদিকে, এয়ার কোয়ালিটি লাইফ ইনডেক্স (একিউএলআই) ২০২৪ সালের প্রতিবেদনে ইঙ্গিত দেয়া হয়েছে, বায়ুদূষণের কারণে বিশ্বে গড় আয়ু দুই বছর সাত মাস হ্রাস পেয়েছে। তবে বাংলাদেশে কমেছে আরও বেশি, চার বছর আট মাস।


আরও খবর

প্রধান উপদেষ্টার আয়নাঘর পরিদর্শন

বুধবার ১২ ফেব্রুয়ারী ২০২৫

এপ্রিল হতে পারে ইউনূস-মোদি সাক্ষাৎ

মঙ্গলবার ১১ ফেব্রুয়ারী ২০২৫




পেমেন্ট ইস্যুেত গণমাধ্যমকে নিউজ করতে বারণ করলেন আশরাফুল

প্রকাশিত:সোমবার ২৭ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:মঙ্গলবার ১১ ফেব্রুয়ারী ২০২৫ | ৪৫জন দেখেছেন

Image

খেলাধুলা ডেস্ক : ক্রিকেটারদের পেমেন্ট নিয়ে যেন সার্কাস চলছে বিপিএলে। দুর্বার রাজশাহীর পেমেন্ট নিয়ে জটিলতা চলছে শুরু থেকেই। কিছুদিন আগে চিটাগং কিংসের পেমেন্ট নিয়েও উঠেছে বিতর্ক। বাংলাদেশের সবচেয়ে বড় ঘরোয়া টুর্নামেন্ট বিপিএল। বিদেশের নানা প্লেয়াররা আসেন এই টুর্নামেন্টে খেলতে। এমন টুর্নামেন্টে ফ্র্যাঞ্চাইজিদের এমন অপেশাদারিত্বের ব্যাপারটি বাংলাদেশের জন্য নিশ্চিতভাবেই সুখকর নয়। পেমেন্ট না পেয়ে অনুশীলন বয়কট করেছিলেন রাজশাহীর ক্রিকেটাররা। এবার রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচ বয়কট করেছেন বিদেশি ক্রিকেটাররা। ১১ জন দেশি নিয়েই মাঠে নেমেছে দুর্বার রাজশাহী। এই দল নিয়ে টেবিল টপার রংপুর রাইডার্সকে হারিয়েও দিয়েছে রাজশাহী। টানটান উত্তেজনাপূর্ণ এক ম্যাচে ২ রানের জয় পেয়েছে দুর্বার রাজশাহী। ম্যাচ শেষে দুই দলের সংবাদ সম্মেলনেই এসেছে ক্রিকেটারদের পেমেন্ট ইস্যু। টাকা দেওয়া নিয়ে এমন গড়িমসির ব্যাপারটি নিয়ে রংপুর রাইডার্সের সহকারী কোচ মোহাম্মদ আশরাফুল বলেন, ‘অবশ্যই হতাশাজনক। ১১তম আসরে এসে। আইপিএল ১৭তম মনে হয় চলছে। গত ২০২৩ বিশ্বকাপে গিয়ে দেখেছি আইপিএলের কারণে প্রতি ভারত স্টেটে স্টেডিয়াম তৈরি করেছে। আমরা একই জায়গায় প্রতিবার টুর্নামেন্ট করি, আগের দিন হেলমেট আসে। আশা করি পরের বার তারা সচেতন হবে।

বিশেষ করে মিডিয়াকে বলব, আপনারা এই নিউজগুলা একটু কম করলে ভালো হয়। জানি আপনাদের নিউজের কারণে অনেকে পেমেন্ট পায়, তবে আমার মনে হয় এগুলা না করলেই ভালো।’ একাদশে অন্তত ২ জন বিদেশি খেলানোর নিয়ম থাকলেও এই ম্যাচে রাজশাহীকে ব্যতিক্রম করার সুযোগ দিয়েছে বিসিবি। এই ব্যাপারে আশরাফুল জানান, ‘আসছিলাম যখন শুনছিলাম তাদের (রাজশাহীর) বিদেশিরা হয়ত আসবে না। যেহেতু তারা বোর্ডের কাছে আবেদন করেছে, আমরা এটা স্বাভাবিকভাবেই দেখেছি। আমার কাছে মনে হয়েছে, তাদের বিদেশিদের থেকে দেশিরাই বেটার ছিল। যারা খেলেছে তারাই, লোকালরা যারা বসে থাকেন তারাই ভালো প্লেয়ার আমার মনে হয়। এবার দেখেন অতটা কোয়ালিটি বিদেশি কিন্তু কমই এসেছে সব দলে।’ ম্যাচে আগে ব্যাট করতে নেমে ১১৯ রান তুলেছিল রাজশাহী। রংপুর থেমেছে ১১৭ রান করে।

শুরুতে দারুণ বোলিং করা রংপুর কিছুটা খেই হারিয়েছিল শেষ ভাগে গিয়ে। এ ব্যাপারে আশরাফুলের ভাষ্য, ‘অবশ্যই আমাদের কাছে সুযোগ ছিল ১০০ এর মধ্যে রাখা। যখন ৭০/৭ বা ৮ ছিল। সানজামুল (ইসলাম) ভালো করেছেন শেষ দিকে। আমাদের বোলাররাও আসলে যে জায়গায় বল করা উচিত ছিল সেখানে করতে পারেনি। রানা ব্যাক অব লেন্থে করেছেন। ওর যে পেস, যদি একটা ইয়র্কার, একটা ব্যাক অব লেন্থে ট্রাই করত তাহলে অন্যকিছু হতে পারত।’ চোট কাটিয়ে মাঠে ফেরা সৌম্য সরকার আলো ছড়াতে পারেননি। ১৩ বলে করেছেন ৮ রান। তবে চিন্তিত নন আশরাফুল। সৌম্যকে নিয়ে আশরাফুল বলেন, ‘নাহ সে তো আমাদের মেইন প্লেয়ার। গ্লোবাল টি-টোয়েন্টিতে অসাধারণ খেলেছে। ফাইনালেও ভালো করেছে। ওয়েস্ট ইন্ডিজেও ভালো করেছে। ইঞ্জুরির পর ট্রেনিং করেছে আমাদের সাথে। আজকের উইকেটও কঠিন ছিল। বাউন্স নরমালের চেয়ে ৪ আঙুল বেশি ছিল। আজকে সহজ ছিল না, অভিজ্ঞ প্লেয়ার। ২ ম্যাচ বাকি আছে। আশা করছি সেরা ছন্দে চলে আসবে ইনশাল্লাহ।’ ১০ ম্যাচে ৮ জয়ের ফলে ১৬ পয়েন্ট নিয়ে এখনও শীর্ষে রয়েছে রংপ্রুর রাইডার্স। রংপুরের পরের ম্যাচ আগামীকাল বুধবার, প্রতিপক্ষ চিটাগং কিংস।


আরও খবর

রিয়াল ছেড়ে যাওয়ার ইচ্ছে নেই রদ্রিগোর

মঙ্গলবার ১১ ফেব্রুয়ারী ২০২৫




মনপুরার মেঘনায় কোষ্টগার্ড ও মৎস্য অফিসের যৌথ অভিযানে আটক বেহিন্দী জাল (ভিডিও সহ)

প্রকাশিত:সোমবার ২৭ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারী ২০২৫ | ৭৬জন দেখেছেন

https://youtu.be/XE1-XzMJ5mo

মো কামরুল হোসেন সুমন : ভোলা জেলা মনপুরা উপজেলার মৎস্য কর্মকর্তা মো কামাল হোসেন এর সার্বিক তত্তাবাধনে ভোলা জেলার  মনপুরা উপজেলায় অদ্য ২৭-জানুয়ারী- ২০২৫খ্রি রোজ সোম বার  ভোর ৬ঃ০০ ঘটিকা থেকে অভিযান পরিচালনা করে, কোস্টগার্ড কনটিনজেন্ড মনপুরা ও মৎস্য বিভাগের যৌথ উদ্যোগে উপজেলার মেঘনা নদীর ভাষন ভাঙ্গা, বদনীরচর, চর জাঙ্গালিয়া এলাকায় ব্যাপক ভাবে পাঙ্গাশ মাছ ধরার চাইয়ের সন্ধান করে কোন চাই আটক করতে পারেনি কোস্টগার্ড ও মৎস্য অফিস  এরপর অত্র এলাকা থেকে(১০) দশটি বেহুন্দিজাল আটক করে মনপুরা কোষ্টগার্ডের আউট পোষ্টে এনে আগুনে পুড়িয়ে বিনষ্ট করে এ সময় উপস্থিত ছিলেন মনপুরা উপজেলা কোষ্টগার্ড কন্টিনজেন্ট  ও মৎস্য কর্মকর্তা মো কামাল হোসেন সহ অন্যান্য কর্মকর্তাগন

মনপুরা  উপজেলা  মৎস্য কর্মকর্তা মো কামাল  হোসেন বলেন অবৈধ পাঙ্গাশ মাছ ধরার চাই ব্যাপক খোজা-খুজির পর চাই পাইনি,পরে আমরা ১০ টি ছোট মাছ ধংসকারী বেহিন্দী জাল আটক করি পরে এসব জাল আগুনে পুরে নষ্ট করা হয়েছে,আমাদের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান মৎস্য কর্মকর্তা।


আরও খবর



রোমাঞ্চকর ম্যাচে জয় পেলো বরিশাল

প্রকাশিত:বৃহস্পতিবার ২৩ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:বুধবার ১২ ফেব্রুয়ারী ২০২৫ | ৮৯জন দেখেছেন

Image

খেলাধুলা ডেস্ক : বিপিএলের চট্টগ্রাম পর্বে নিজেদের শেষ ম্যাচটা জয়ে রাঙাল ফরচুন বরিশাল। শেষ ওভারের নাটকীয়তাই ৭ রানের পরাজয় মানতে হয়েছে খুলনা টাইগার্সকে। ৬ ছক্কা ও ৪ চারে ৭৭ রানের ইনিংসে নাইম থামলে নিশ্চিত হয়ে যায় খুলনার হার। ৮ ম্যাচ খেলে ৬ জয় নিয়ে পয়েন্ট টেবিলের দুই নম্বর স্থান পাকাপোক্ত করলো বরিশাল। টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে বরিশাল ক্যাপ্টেন তামিম ইকবাল, তিনে নামা ডেভিড মালান হয়েছেন গোল্ডেন ডাকের শিকার। খুলনা টাইগার্সের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ শুরুতেই বিপর্যয়ে ঠেলে দেন ফরচুন বরিশালকে। ৫ রান করা মুশফিকুর রহিম দুর্ভাগ্যজনক ভাবে রান আউটে নেন বিদায়। টিকে যাওয়া ওপেনার তাওহীদ হৃদয় তখন সঙ্গী হিসেবে পান মাহমুদউল্লাহ রিয়াদকে। এই দুইয়ে মিলেই বরিশালের রানের চাকায় গতি বাড়ান। তবে মিরাজ ফের বল হাতে অ্যাকশনে আসতেই উইকেট যায় ৩০ বলে ৩৬ করা তাওহীদ হৃদয়ের। বরিশালের মিডল অর্ডারের দুই ফরেন রিক্রুট মোহাম্মদ নবী, ফাহিম আশরাফ এদিন অবশ্য দলকে স্বস্তি দিতে পারেননি। যথাক্রমে ১ ও ৯ রানে তারা প্যাভিলিয়নে ফিরে যান দ্রুত। টপ অর্ডার, মিডল অর্ডারের ব্যর্থতা একা হাতে সামলে নেন মাহমুদউল্লাহ। দারুণ ব্যাটিংয়ে ৪৪ বলে ফিফটিতে পৌঁছান অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ। কিন্তু পরেই বলেই জিয়াউর রহমানের ডেলিভারিতে হারান উইকেট। ইনিংস শেষের দুই ওভার বাকি থাকতে রিয়াদ ফিরলেও আগ্রাসী ব্যাট করে যাওয়া রিশাদ বরিশালের সংগ্রহ টেনে নিয়ে যান ১৬৭ তে। মাত্র ১৯ বলে রিশাদ হোসেন খেললেন ৩৯ রানের ক্যামিও। বড় লক্ষ্য তাড়ায় নেমে শুরুতেই ইমরুল কায়েসের উইকেট হারায় খুলনা টাইগার্স। এরপর মিরাজ নেমে দারুণভাবে সঙ্গ দেন মোহাম্মদ নাইম শেখকে। ৫৯ রানের এই জুটি ভেঙে মোহাম্মদ নবী গুরুত্বপূর্ণ ব্রেকথ্রু এনে মোহাম্মদ নবী। মোহাম্মদ নাইম শেখ শেষ পর্যন্ত চেষ্টা করেও জেতাতে পারেননি দলকে।


আরও খবর

রিয়াল ছেড়ে যাওয়ার ইচ্ছে নেই রদ্রিগোর

মঙ্গলবার ১১ ফেব্রুয়ারী ২০২৫