Logo
আজঃ শনিবার ০২ ডিসেম্বর 2০২3
শিরোনাম

হোয়াটসঅ্যাপে লোকেশন গোপন রাখবেন যেভাবে

প্রকাশিত:সোমবার ২০ নভেম্বর ২০23 | হালনাগাদ:শনিবার ০২ ডিসেম্বর 2০২3 | ২৬জন দেখেছেন

Image

বর্তমান সময়ে যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্যম হোয়াটস অ্যাপ নতুন একটি ফিচার নিয়ে এসেছে। যার মাধ্যমে অন্যের সাথে অডিও-ভিডিও কলে কথা বলার সময় নিজের লোকেশন লুকিয়ে রাখা যাবে। মূলত হোয়াটস অ্যাপে কল করার সময় আইপি (ইন্টারনেট প্রটোকল) লোকেশন পর্যালোচনা করে চাইলেই কলের অন্য প্রান্তে থাকা ব্যক্তিদের অবস্থানের তথ্য জানা যায়। 

এভাবে আইপি ঠিকানা কাজে লাগিয়ে অপরিচিত ব্যক্তিদের কল করে তাদের অবস্থানের ঠিকানা সংগ্রহ করে সাইবার হামলা চালিয়ে থাকে হ্যাকাররা। হোয়াটস অ্যাপের সাহায্যে যাতে এটি না ঘটে পারে জন্য সম্প্রতি আইপি প্রটেক্ট ফিচার যুক্ত করেছে তাদের সেটিংসে।

হোয়াটস অ্যাপে কল করার সময় আইপি লোকেশন হাইড করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই ফিচারটি। ফলে অ্যাপটির ব্যবহার কারীরা আরো ভালোভাবে এবং আরো গোপনীয়তার সাথে হোয়াটস অ্যাপ ব্যবহার করতে পারেন।

সম্প্রতি হোয়াটস অ্যাপ একটি ব্লগ পোস্টের মাধ্যমে তাদের এই নতুন ফিচারের বিষয়টি নিশ্চিত করেছেন। এই ফিচার চালু করতে প্রথমে হোয়াটস অ্যাপ অ্যাপ্লিকেশনটিকে লেটেস্ট ভার্সন আপডেট করতে হবে। এরপর হোয়াটস অ্যাপের সেটিং মেনু চালু করতে হবে। সেখান থেকে প্রাইভেসি অপশনে যেতে হবে।

এরপর অ্যাডভান্সড বাটনে ক্লিক করতে হবে। এরপর একটি অপশন দেখতে পাবেন যেখানে লেখা থাকবে, প্রটেক্ট ইপি অ্যাড্রেস ইন কল। এই অপশনটি চালু করতে হবে। তাহলেই আপনার আইপি লোকেশন সম্পূর্ণ সুরক্ষিত হয়ে যাবে। এরপর থেকে কেউ আর হোয়াটস অ্যাপ কল করার সময় আপনার আইপি লোকেশন দেখতে পরবে না।


আরও খবর



গাজায় যুদ্ধবিরতির দাবিতে যুক্তরাষ্ট্রের ১ হাজার কর্মীর চিঠি

প্রকাশিত:বৃহস্পতিবার ০৯ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:শনিবার ০২ ডিসেম্বর 2০২3 | ৪২জন দেখেছেন

Image

আন্তর্জাতিক ডেস্ক : এবার অবরুদ্ধ গাজায় অবিলম্বে যুদ্ধ বিরতির দাবি জানিয়ে চিঠিতে সই করেছেন মার্কিন সহায়তা সংস্থা ইউএসএআইডির এক হাজার কর্মী। পাশাপাশি ইসরায়েলের সমর্থনে যুক্তরাষ্ট্রের অস্ত্র সহায়তা ও ওয়াশিংটনের যুদ্ধ নীতির তীব্র সমালোচনা করেন এসব কর্মী। চিঠিতে তারা গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে মার্কিন সমর্থনের বিরুদ্ধেও নিন্দা জানানো হয়।

গত সপ্তাহে ইউএসএইডের দেশীয় ও বিদেশি শাখায় চিঠিটি পাঠানো হয়। এরপর বুধবার (৮ নভেম্বর) এক হাজার কর্মীর সই করা চিঠিটি পায় সংস্থাটি।

চিঠিতে তারা গাজায় জরুরি মানবিক সহায়তার আহ্বান জানিয়ে বলেন, ‘সংস্থাটি অনেক সময় ধরে জরুরি সেবার পাশাপাশি যুদ্ধ বিরতির জন্যে অক্লান্ত চেষ্টা করছে। সেক্ষেত্রে আমাদের সবাইকেই মনে রাখতে হবে যে কোন মানুষ যেনো মানবিক সহায়তা ও জীবন রক্ষাকারী সাহায্য থেকে বঞ্চিত না হয়। গত ৭ অক্টোবর থেকে গাজার ওপর ইসরায়েলের ক্রমবর্ধমান ও নির্বিচারে বোমা হামলায় মার্কিন সমর্থন যুক্তরাষ্ট্রের বৈদেশিক উন্নয়ন ও মানবিক সহায়তার বিষয়টি প্রশ্নবিদ্ধ করেছে।’

এর আগে গত ২০ অক্টোবর অস্কার বিজয়ী অভিনেতা জোয়াকুইন ফিনিক্স ও কমেডিয়ান জন স্টেওয়ার্টসহ ৬০ জন হলিউড তারকা লিখিত বার্তায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে গাজায় যুদ্ধ বিরতির দাবি জানিয়েছেন।

চিঠিতে তারা লেখেন, ‘আপনার প্রশাসন ও সব বিশ্বনেতাদেরকে পবিত্র এই ভূমির সব মানুষের জীবনের প্রতি শ্রদ্ধা জানাতে অনুরোধ করছি। আর সময় নষ্ট না করে দ্রুত যুদ্ধ বিরতির ব্যবস্থা করুন। গাজায় বোমা হামলা বন্ধ করুন ও বন্দীদের নিরাপদ মুক্তির ব্যবস্থা করুন। এ ঘটনায় আমরা নীরব ছিলাম। কিন্তু এখন উপলব্ধি করেছি যে এই বার্তা আমরা ভবিষ্যৎ প্রজন্মকে দিতে চাই না।’

এদিকে ঘরবাড়ি ফেলে নিরাপদ আশ্রয়ের খোঁজে অবরুদ্ধ ও যুদ্ধ বিধ্বস্ত গাজা উপত্যকা ছেড়েছেন হাজারো ফিলিস্তিনি নাগরিক। এর মধ্যে উপত্যকাটির প্রাণকেন্দ্র গাজা শহর ঘিরে ফেলেছে ইসরায়েলি বাহিনী। সেখানে উপত্যকাটির শাসকগোষ্ঠী ও সশস্ত্র হামাস যোদ্ধাদের সঙ্গে ইসরায়েলি সেনাদের তীব্র সংঘর্ষ চলছে। আর এই লড়াইয়ের মধ্যেই গাজা শহর ছেড়ে দক্ষিণাঞ্চলের দিকে চলে যাচ্ছেন হাজারো ফিলিস্তিনি।


আরও খবর



রাশিয়ার পর এবার অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি থেকে সরে গেল ন্যাটো

প্রকাশিত:বুধবার ০৮ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:শনিবার ০২ ডিসেম্বর 2০২3 | ৫৩জন দেখেছেন

Image

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার সঙ্গে স্বাক্ষরিত অস্ত্র নিয়ন্ত্রণ বিষয়ক একটি চুক্তি স্থগিত করেছে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো। রাশিয়া আনুষ্ঠানিকভাবে ন্যাটোর সঙ্গে ইউরোপে প্রচলিত অস্ত্র নিয়ন্ত্রণ বিষয়ক চুক্তি বা সিএফই থেকে নিজেকে প্রত্যাহার করে নেওয়ার পর এই পদক্ষেপ নিলো ন্যাটো।

ক্রেমলিন বলেছে, স্নায়ু যুদ্ধের সময় সই হওয়া ওই চুক্তি অনেকটা অকেজো হয়ে পড়েছিল এবং এটি এখন বাস্তবতা বিবর্জিত হয়ে গেছে। ১৯৯০ সালে শীতল যুদ্ধের একেবারে শেষদিকে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের সঙ্গে ন্যাটো জোটের ‘ট্রিটি অন কনভেনশনাল আর্মড ফোর্সেস ইন ইউরোপ’ বা সিএফই চুক্তি সই হয়েছিল। চুক্তিতে ইউরোপে মোতায়েন ট্যাংক, সাঁজোয়া যান, কামান, হেলিকপ্টার ও যুদ্ধবিমানের সংখ্যা সীমিত রাখার কথা বলা হয়েছে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি সিএফই থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে বলেছে, সিএফই শেষ পর্যন্ত ইতিহাসে রূপান্তরিত হলো। রাশিয়া এই চুক্তি থেকে বের হয়ে যাওয়ার জন্য ২০০৭ সালে প্রাথমিক পদক্ষেপ নিয়েছিল।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, প্রকৃতপক্ষে এই চুক্তি কিছু ক্ষেত্রে স্থিতিশীলতা প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছে ঠিকই, তবে এটিকে বৃহত্তর পরিসরে ন্যাটো জোট উপেক্ষা করেছে। ফলে এই চুক্তি রাশিয়ার স্বার্থ রক্ষা করতে ব্যর্থ হয়েছে।

একই দিন ন্যাটো এক বিবৃতি প্রকাশ করে মস্কোর এ সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়ে বলেছে, রাশিয়ার এ পদক্ষেপে ইউরো-আটলান্টিক অঞ্চলের নিরাপত্তাকে পদ্ধতিগতভাব অবজ্ঞা করা হয়েছে। 

বিবৃতিতে বলা হয়, রাশিয়া সিএফই থেকে নিজেকে প্রত্যাহার করে নেওয়ার পর ন্যাটোর পক্ষ থেকে এটি মেনে চলার কোনো অর্থ হয় না কারণ, তা ‘অস্থিতিশীল’ পরিস্থিতি তৈরি হবে। সূত্র: ন্যাটো, রয়টার্স 


আরও খবর



রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির সংলাপ আজ

প্রকাশিত:শনিবার ০৪ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:শনিবার ০২ ডিসেম্বর 2০২3 | ৬২জন দেখেছেন

Image

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারো সংলাপে বসছে নির্বাচন কমিশন (ইসি)। আজ শনিবার দিনব্যাপী নির্বাচন ভবনে এ সংলাপ চলবে বলে জানা গেছে। যদিও বিএনপি সংলাপে অংশ না নেওয়ার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে।

ইসি সূত্রে জানা গেছে, দুই ভাগে সংলাপ আয়োজন করা হচ্ছে। প্রথম ভাগে সকাল সাড়ে ১০টায় এবং বিকেল ৩টায় শুরু হবে দ্বিতীয় ভাগের সংলাপ। প্রতি ভাগে ২২টি দল অংশ নেবে।

নির্বাচন কমিশন প্রত্যেক দল থেকে দুটি করে প্রতিনিধি দলকে সংলাপে অংশ নিতে অনুরোধ করেছে।

সম্প্রতি ইসির পরিচালক (জনসংযোগ) থেকে রাজনৈতিক দলগুলোকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের পূর্বপ্রস্তুতির অগ্রগতিসহ সার্বিক বিষয়ে ৪ নভেম্বর এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আলোচনা অনুষ্ঠানটি নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল সভায় সভাপতিত্ব করবেন। নির্বাচন কমিশনাররাও সভায় থাকবেন।

চিঠিতে বলা হয়েছে, নির্বাচন কমিশন কর্তৃক আহ্বানকৃত ওই সভায় আপনার দলের সম্মানিত সভাপতি ও সাধারণ সম্পাদক অথবা আপনাদের কর্তৃক মনোনীত দুই জন উপযুক্ত প্রতিনিধিকে অংশগ্রহণের জন্য কমিশন অনুরোধ জানিয়েছে।

এর আগে গত বছরের জুলাইয়ে ইসি ও রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ হয়। তবে ওই সংলাপে বিএনপিসহ ৯টি দল অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেয়। ফলে সংলাপ অনেকটা অর্থহীন হয়ে যায়।


আরও খবর



কবজি ব্যথা: কারণ ও করণীয়

প্রকাশিত:রবিবার ২৬ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০১ ডিসেম্বর ২০২৩ | ১১জন দেখেছেন

Image

কবজির ব্যথা নিয়ে অনেককেই চিকিৎসকের কাছে আসতে দেখা যায়। এ সময় বৃদ্ধাঙ্গুলি ও তর্জনীতে বেশি ব্যথা অনুভূত হয়। কখনো বৃদ্ধাঙ্গুলের পাশ দিয়ে ওপরের দিকে এই ব্যথা হয়। রাতে হাত অবশ হয়ে আসে। অস্থিরতায় ঘুম ভেঙে যায়। কবজির বা বৃদ্ধাঙ্গুলির ব্যথা অনেক কারণে হতে পারে, ডিকোয়ারভ্যান টেনো-সাইনোভাইটিসের মধ্যে অন্যতম।

আমাদের কবজি থেকে বৃদ্ধাঙ্গুলির দিকে যে টেনডন থাকে, সেখানে যখন প্রদাহ হয়, তখন এটিকে ডিকোয়ারভ্যান টেনো-সাইনোভাইটিস বলা হয়। সাধারণত মধ্য বয়স্ক নারীরা এই সমস্যায় বেশি আক্রান্ত হয়। কারণ এটি  বিভিন্ন কারণে হতে পারে, যেমন- আঘাতজনিত কারণ, হাত দিয়ে ভারী কিছু উঠানো, রিউমাটয়েড আর্থ্রাইটিস, একটানা লেখালেখি করা, দাঁ, কোদাল বা কুড়াল দিয়ে কাটাকাটি করা, ড্রিল মেশনি ব্যবহার করা।

রোগ নির্ণয় : সাধারণত একজন বিশেষজ্ঞ চিকিৎসক ক্লিনিক্যালি এই রোগটি নির্ণয় করতে পারেন। তবুও কিছু কিছু ক্ষেত্রে অনেকের কবজির এক্সরে ও রক্তের পরীক্ষার প্রয়োজন পড়ে।

চিকিৎসা : এ ক্ষেত্রে ওষুধের পাশাপাশি  ফিজিওথেরাপির মাধ্যমে চিকিৎসা করা হয়। প্রয়োজনে কিছু ক্ষেত্রে ইনজেকশন দেওয়াও লাগতে পারে।

সতর্কতা : এ সময় পর্যাপ্ত বিশ্রাম গ্রহণ করতে হবে। হাতের কবজির ওপর চাপ পড়ে এমন কাজ এড়িয়ে চলতে হবে। পাশাপাশি কিছু নিয়ম মেনে চলতে হয়।

করণীয় : হাত দিয়ে ভারী কিছু উঠানো যাবে না। কাপড়চোপড় চিপা যাবে না। টিউবওয়েল চাপা যাবে না। একটানা বেশিক্ষণ লেখালেখি না করা। দা, কোদাল বা কুড়াল দিয়ে কাটাকাটি না করা। ড্রিল মেশিন ব্যবহার না করা। কাজ করার সময় বিশেষ ধরনের ব্যান্ড ব্যবহার করা।


আরও খবর

একদিনে ৮৭৭ জনের ডেঙ্গু শনাক্ত, মৃত্যু ৭

বৃহস্পতিবার ৩০ নভেম্বর ২০২৩




শিশুর দাঁত হলুদ হয়ে যায় যেসব কারণে

প্রকাশিত:সোমবার ০৬ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:শনিবার ০২ ডিসেম্বর 2০২3 | ৬৬জন দেখেছেন

Image

শিশুর দাঁতে ক্যাভিটির সমস্যা পুরনো বিষয়। বেশিরভাগ শিশুকেই এই সমস্যায় ভুগতে দেখা যায়। অধিকাংশ শিশুর দাঁতে হলুদ দাগ পড়ে যায়। এটি যে কেবল দেখতে খারাপ লাগে তাই নয়, এটি শিশুর দাঁতের জন্য ক্ষতিকরও। শিশুরা নিজের যত্ন নিজে ঠিকভাবে নিতে পারে না। তাই এক্ষেত্রে বাড়ির বড়দেরই শিশুর প্রতি যত্নশীল হতে হবে। চলুন জেনে নেওয়া যাক শিশুর দাঁত হলুদ হয়ে যাওয়ার কারণ-

১. চকোলেট বা ক্যান্ডি
চকোলেট বা ক্যান্ডিতে অনেক বেশি চিনি বেশি থাকে। এ ধরনের খাবার চিটচিটে হয়। যে কারণে সেগুলো খাওয়ার সময় দাঁতের ফাঁকে আটকে যায়। তাই শিশুকে এ ধরনের খাবার দেবেন না। বিশেষজ্ঞরা বলছেন, কাশির সিরাপও দাঁতের ক্ষতি করতে পারে। তাই শিশুকে এ জাতীয় সিরাপ বা ক্যাডবেরি খেতে দিলে তারপর কুলকুচি করিয়ে নেবেন।

২. বেশি আচার খেলে
আচার প্রায় সবার কাছেই পছন্দের একটি খাবার। বিশেষ করে অনেক শিশুই আচার খেতে পছন্দ করে। কিন্তু শিশুকে খুব বেশি আচার খেতে না দেওয়াই ভালো। কারণ এটি শিশুর দাঁতের জন্য ক্ষতিকর হতে পারে। কারণ আচার তৈরিতে ব্যবহার করা হয় ভিনেগার। আর এই ভিনেগার নষ্ট করে দিতে পারে দাঁতের উপরে থাকা এনামেলের আস্তরণকে। তাই শিশু কখনো আচার খেলে এর পরপরই দাঁত ব্রাশ করে নিতে বলুন।

৩. কার্বোনেটেড পানীয়
অধিকাংশ শিশুর কাছেই পছন্দের একটি পানীয় হলো কার্বোনেটেড পানীয়। এ ধরনের পানীয় শিশুর কেবল স্বাস্থ্যের জন্যই নয়, দাঁতের জন্যও ভীষণ ক্ষতিকর। কারণ কার্বোনেটেড পানীয়তে থাকে অ্যাসিড যা এনামেল স্তরের ক্ষতি করে। এছাড়া বেশিরভাগ কোল্ড ড্রিংকসে প্রচুর চিনি ব্যবহার করা হয়ে থাকে। যা শিশুর দাঁতের ক্ষতির পাশাপাশি মেজাজ বিক্ষিপ্ত করে দিতে পারে।

৪. প্রসেসিং করা ড্রাই ফ্রুটস
শিশুরা মিষ্টি জাতীয় খাবার খেতে খুবই পছন্দ করে। কিন্তু তাদেরকে চিনি দিয়ে প্রসেসিং করে তৈরি করা ড্রাই ফ্রুটস কখনো খেতে দেবেন না। এর বদলে কাজুবাদাম, আখরোট, পেস্তা, খেজুর ইত্যাদি খেতে দিন। এগুলো চুলা কিংবা ওভেনে হালকা রোস্ট করে দিন, খেতে ভালো লাগবে আবার ক্ষতিও করবে না।

৫. সস
যেকোনো ধরনের ফাস্টফুড শিশুর পছন্দের খাবারগুলোর মধ্যে একটি। সেসব খাবার আবার বিভিন্ন ধরনের সস দিয়ে খাওয়া হয়ে থাকে। কিন্তু দাঁতের এনামেল স্তরের ওপর খারাপ প্রভাব ফেলে টমেটো সস ও সয়া সস। শিশুকে এ ধরনের সস খেতে দেবেন না। সেইসঙ্গে বন্ধ করুন ফাস্টফুড খেতে দেওয়াও। এতে শিশুর দাঁত ভালো রাখা সহজ হবে।


আরও খবর

শুষ্ক ত্বকের যত্নে মধু

বুধবার ২৯ নভেম্বর ২০২৩

শীতে লালশাক কেন খাবেন?

সোমবার ২৭ নভেম্বর ২০২৩