Logo
আজঃ বৃহস্পতিবার ১৬ জানুয়ারী ২০২৫
শিরোনাম

জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডে রংপুর অঞ্চলের সেরা দশে হাবিপ্রবির ৩ জন

প্রকাশিত:শনিবার ১৪ ডিসেম্বর ২০২৪ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৬ জানুয়ারী ২০২৫ | ১১৭জন দেখেছেন

Image

নিজেস্ব পতিনিধি: ১৫তম জাতীয় স্নাতক (অনার্স) গণিত অলিম্পিয়াডের রংপুর অঞ্চলের আঞ্চলিক বাছাইপর্বে সেরা দশে স্থান পেয়েছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) তিন শিক্ষার্থী।


বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) গণিত বিভাগের আয়োজনে শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রংপুর অঞ্চলের এ বাছাইপর্বের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় বেরোবির একাডেমিক ভবন-২ এ। হাবিপ্রবির তিনজন ছাড়াও সেরা দশে স্থান পেয়েছেন বেরোবির ৫ জন এবং সৈয়দপুরের বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (বাউস্ট) ৩ শিক্ষার্থী।


প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন বাউস্টের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের আদিত্য বণিক। দ্বিতীয় স্থান অধিকার করেন বেরোবির সঞ্জীব কুমার দেব শর্মা এবং ৩য় স্থান অধিকার করেন বাউস্টের সিএসই বিভাগের নূর এ আলম।


হাবিপ্রবি থেকে যথাক্রমে সপ্তম এবং নবম স্থান অধিকার করেন বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ২১ ব্যাচের শিক্ষার্থী কাবির আবদুল্লাহ ও রত্না ঘোষ দিশা এবং দশম স্থান অধিকার করেন গণিত বিভাগের ২০ ব্যাচের শিক্ষার্থী আবু বকর সিদ্দিক।


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বেরোবি উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী বলেন, গণিত হচ্ছে মাদার অব সায়েন্স। শুধু বিজ্ঞান নয়, অর্থনীতি ও ব্যবসার ভাষাও গণিত। গণিতের ব্যবহার দেশে-বিদেশে বিজ্ঞানের অগ্রযাত্রায় অনেক সাফল্য নিয়ে আসতে পেরেছে। এ সময় গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা গবেষণা ও একাডেমিক কার্যক্রমেও সাফল্যের স্বাক্ষর ধরে রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।


হাবিপ্রবি শিক্ষার্থী কাবির আবদুল্লাহ অনুভূতি ব্যক্ত করে বলেন, যে কোনো জয়ই সামনের দিকে যাওয়ার প্রেরণা দেয়। অনেক বাধা-বিপত্তিকে উপেক্ষা করে হাবিপ্রবির গণিত বিভাগ এগিয়ে যাচ্ছে আপন গতিতে। অলিম্পিয়াডের পাশাপাশি বিদেশে স্কলারশিপ এবং গবেষণায় মেধার স্বাক্ষর রাখছে হাবিপ্রবির গণিত বিভাগ। এমন অগ্রযাত্রার অংশীদার হয়ে সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন করবে হাবিপ্রবির গণিত বিভাগ এমন আশাবাদ ব্যক্ত করছি।


এবারের প্রতিযোগিতায় বেরোবি, হাবিপ্রবি, বাউস্ট, কারমাইকেল কলেজ, রংপুর সরকারি কলেজ এবং নীলফামারী সরকারি কলেজের মোট ১৫৫ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রতিটি অঞ্চল থেকে ১০ জন করে নির্বাচিত শিক্ষার্থী নিয়ে পরবর্তীতে এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


উল্লেখ্য, ২০০৯ সাল থেকে এএফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের অর্থায়নে এবং বাংলাদেশ গণিত সমিতির উদ্যোগে দেশব্যাপী স্নাতক পর্যায়ে গণিত অলিম্পিয়াড নিয়মিতভাবে আয়োজন করা হচ্ছে।


আরও খবর



‘বেঁচে থাকা অঞ্জনাদের প্রতিদিন মৃত্যু হয়’

প্রকাশিত:শনিবার ০৪ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:বুধবার ১৫ জানুয়ারী ২০২৫ | ৩০জন দেখেছেন

Image

বিনোদন ডেস্ক: জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী অঞ্জনা রহমানের মৃত্যুতে গভীর শোক নেমে এসেছে দেশের বিনোদন অঙ্গনে। তার চলে যাওয়া ব্যথিত করেছে সহকর্মী ও ভক্তদের। সামাজিক যোগাযোগমাধ্যমে এই নায়িকাকে স্মরণ করে অনেক তারকাই জানিয়েছেন শোক। এবার ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মনিরা মিঠু অঞ্জনাকে নিয়ে দিলেন আক্ষেপের একটি স্ট্যাটাস।


ব্যাকগ্রউন্ড কালো করে মনিরা অঞ্জনাকে স্মরণ করে লিখেছেন, ‘বেঁচে থাকা অঞ্জনাদের প্রতিদিন মৃত্যু হয়। মরার পর খবর হয়। শেষ প্রাপ্তি হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’ অল্প কথার তার এই স্ট্যাটাস মুহূর্তেই অনেকের নজর কারে। এর আগে এই নায়িকাকে নিয়ে শাকিব খান, অপু বিশ্বাস, মিশা সওদাগর, জায়েদ খানসহ অনেক তারকাই তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দেন।



শুক্রবার রাত ১টা ৩৫ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অঞ্জনা। এরপর শনিবার (৪ জানুয়ারি) বেলা ১১টার পর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে তাকে নেওয়া হয়। সেখানে এই শিল্পীর দীর্ঘদিনের সহকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন।


প্রায় তিন শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন গুণী এ নায়িকা। এর মধ্যে উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হলো- সুখের সংসার, যাদু নগর, সখী তুমি কার, নেপালী মেয়ে, রাখে আল্লাহ মারে কে, একই রাস্তা, অঙ্কুর, মাধবীলতা, জবরদস্ত, জিদ্দী, আশীর্বাদ, শাহী কানুন, রূপসী বাংলা, বাপের বেটা, মরুর বুকে, প্রমাণ, বিক্রম, আকাশপরী, রাজার রাজা, বিধিলিপি, দিদার, আনারকলি, অগ্নিপুরুষ, টার্গেট, আন, মহারাজ, মানা, আশার প্রদীপ, প্রতিরোধ, বেদনা, সোনার পালঙ্ক, চোখের মনি, প্রেমের সমাধি, ঈমানদার, অংশীদার, সুখ, দোজখ ইত্যাদি।


আরও খবর

কখনও ভাবিনি আমি বাঁচব : প্রীতি জিনতা

রবিবার ১২ জানুয়ারী ২০২৫




ঢাকায় পৌঁছালেন ভারতে আটকে পড়া ২২০ বাংলাদেশি

প্রকাশিত:মঙ্গলবার ০৭ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:বুধবার ১৫ জানুয়ারী ২০২৫ | ৩৬জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিনিধি: ভারতের কলকাতা নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে আটকেপড়া ২২০ জন বাংলাদেশি ঢাকায় পৌঁছেছেন। তারা সবাই মালয়েশিয়া থেকে ঢাকায় ফিরছিলেন।

স্থানীয় সময় সোমবার (০৬ জানুয়ারি) দিবাগত রাত দেড়টায় কলকাতা থেকে ছেড়ে আসা মালিন্দো এয়ারের ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আড়াইটায় অবতরণ করে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন বিমানের যাত্রী রিয়াজ উদ্দিন ফাহাদী।


এর আগে, রোববার (৫ জানুয়ারি) রাতে কুয়ালালামপুর থেকে ঢাকা আসার পথে মালিন্দো এয়ারে (ফ্লাইট নম্বর ওডি-১৬২) একটি বিমান ঘন-কুয়াশার কারণে কলকাতায় জরুরি অবতরণ করে। বিমানটি রাত ৩টায় ঢাকায় পৌঁছানোর কথা ছিল।

নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমান বন্দর কর্তৃপক্ষ জানায়, বিমানটি রাত আড়াইটায় ঢাকা পৌঁছানোর কথা থাকলেও ঘন-কুয়াশার কারণে ২২০ জন যাত্রী নিয়ে কলকাতায় অবতরণ করে।


আরও খবর



মেলান্দহে নাগরিক কমিটির মতবিনিময়

প্রকাশিত:শনিবার ১১ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:বুধবার ১৫ জানুয়ারী ২০২৫ | ১৯জন দেখেছেন

Image

জামালপুর প্রতিনিধি: জামালপুরের মেলান্দহে জাতীয় নাগরিক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা ১০ জানুয়ারি সন্ধ্যায় রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত হয়। নাগরিক কমিটি মেলান্দহ শাখা এর আয়োজন করে। নবগঠিত মেলান্দহ শাখার প্রধান সমন্বয়ক মাও. নুরনবী এতে সভাপতিত্ব করেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন-সুশীল সমাজের প্রতিনিধি-সমাজসেবক দানবীর মাজেদুর রাব্বি। প্রধান আলোচক ছিলেন-উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয় এবং ডা. নূরুল ইসলাম হাই স্কুলের দাতা সদস্য শিক্ষানুরাগি রেজাউল করিম।


নাগরিক কমিটির প্রতিনিধি এডভোকেট শাহ মোহাম্মদ কবীরের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-জামালপুর সদর উপজেলা নাগরিক কমিটির প্রতিনিধি আরাফাত হোসেন শাকিল, এডভোকেট নিশান মাহমুদ, সাখাওয়াত হোসেন জনি, কামরুল হাসান, আমিনুর ইসলাম, জোবায়ের হাসান, ইসলামপুর প্রতিনিধি রফিকুল ইসলাম অফেন, মেলান্দহ প্রতিনিধি জাহিদুল ইসলাম, রহমত আলী, দুলাল মন্ডল, সরিষাবাড়ি প্রতিনিধি শেখ মো: রাসেল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আফরিন জান্নাত আঁখি, জিহাদ হাসান নাবিল খান, সাদিকুর রহমান মিজবাহ প্রমুখ। সভায় ৫ আগস্ট ছাত্র-জনতা আন্দোলনে মেলান্দহের নিহত ৫ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদানের উপর আলোকপাত করা হয়। #


আরও খবর



শ্রীপুরে পুলিশের ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত

প্রকাশিত:বুধবার ০৮ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:বুধবার ১৫ জানুয়ারী ২০২৫ | ২৩জন দেখেছেন

Image

 শ্রীপুর,গাজীপুর প্রতিনিধি : পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে শ্রীপুর মডেল থানা পুলিশের আয়োজনে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ০৬ জানুয়ারি বিকেলে শ্রীপুর মডেল থানা প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতি শ্রীপুর মডেল থানার অফিসার ইনচার্জ জয়নাল আবেদীন মন্ডল, শ্রীপুর থানার পরিদর্শক মোঃ শামীম আল মামুনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলার পুলিশ সুপার ডাঃ চৌধুরী মোঃ যাবের সাদেক। 


অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম, পি,পি এম, ডিএসবি গাজীপুর, উপজেলা নিবার্হী কর্মকর্তা ব্যারিস্টার সজিব আহমেদ, সহকারী পুলিশ সুপার কালিয়াকৈর সার্কেল আফজাল হোসেন খাঁন।


অনুষ্ঠানে বক্তারা বলেন, পুলিশ জনগণের বন্ধু শত্রু নয়, পুলিশকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করতে হবে। পুলিশ জনগণের সেবক হয়ে সব সময় পাশে থেকে কাজ করছে, পুলিশের পাশাপাশি সাধারণ জনগণেরও দায়িত্ব মাদক, ইভ টিজিং ও সমাজবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে রুখে দাঁড়ানো।  মাদকের সঙ্গে কোনো আপস নেই। মাদক বিক্রেতা ও সেবনকারীসহ যেকোনো অপরাধীদের ব্যাপারে তথ্য দেওয়ার জন্য সবাইকে আহ্বান জানান।


এ ছাড়া অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক  বিএনপির নেতাকর্মীরা ও কমিউনিটি পুলিশিং সহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।



আরও খবর



রাশমিকা, শ্রদ্ধা থেকে তৃপ্তি, বলিউডে রাজত্ব করল কার সিনেমা

প্রকাশিত:সোমবার ৩০ ডিসেম্বর ২০২৪ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৬ জানুয়ারী ২০২৫ | ৫৭জন দেখেছেন

Image

বিনোদন ডেস্ক: ২০২৪ সালের ভারতীয় সিনেমার কথা লিখতে বসলে আপনাকে প্রথমেই লিখতে হবে কয়েক বছর ধরে বহুল চর্চিত সেই বাক্য, ‘দক্ষিণি ছবির দাপটে কোণঠাসা বলিউড’। চলতি বছর সবচেয়ে বেশি আয় করা ভারতীয় সিনেমার মধ্যে চারটি কেবল হিন্দি। তবে ২০২৪ সালে বলিউড যা করতে পেরেছে, সেটা হলো হরর-কমেডি।


এই থিমে বানানো তিন সিনেমা—‘স্ত্রী ২’, ‘ভুলভুলাইয়া ৩’ ও ‘মুনজ্যা’ ভালো ব্যবসা করেছে। বিশেষভাবে উল্লেখ করতে হয় অমর কৌশিকের ‘স্ত্রী ২’–এর কথা। মাত্র ৬০ থেকে ৭০ কোটি রুপি বাজেটে নির্মিত সিনেমাটি প্রায় ৯০০ কোটি ব্যবসা করেছে!



এ ছাড়া কিরণ রাওয়ের ‘লাপাতা লেডিস’, আনন্দ একার্শির আত্তাম’, ইমতিয়াজ আলীর ‘অমর সিং চামকিলা’, শুচি তালাতির ‘গার্লস উইল বি গার্লস’, তামিজারাসন পাচামুথুর ‘লাব্বার পান্ধু’, চিদাম্বরমের ‘মঞ্জুম্মেল বয়েজ’, ভেঙ্কি অতুলের ‘লাকি ভাস্কার’, নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘বহুরূপী’ প্রশংসিত হয়েছে।


নায়িকাদের মধ্যে বক্স অফিসে বাজিমাত করেছেন দীপিকা পাড়ুকোন (‘কল্কি ২৮৯৮এডি’ ও ‘সিংহাম এগেইন’), কৃতি শ্যানন (‘তেরি বাতো মে অ্যাসা উলঝা জিয়া’ ও ‘ক্রু’), শ্রদ্ধা কাপুর (‘স্ত্রী ২’) ও রাশমিকা মান্দানা (‘পুষ্পা ২’)।


নায়কদের মধ্যে আল্লু অর্জুন (‘পুষ্পা ২’), কার্তিক আরিয়ান (‘ভুলভুলাইয়া ৩’) ও রাজকুমার রাও (‘স্ত্রী ২’) আলোচনায় ছিলেন। দীপিকা-রণবীর দম্পতির প্রথমবার মা-বাবা হওয়াও ছিল বছরের অন্যতম বড় ঘটনা। নতুনদের মধ্যে শর্বরী বাগ (‘মুনজ্যা’, ‘মহারাজ’, ‘বেধা’) সবচেয়ে আলোচিত হয়েছেন।


সর্বোচ্চ আয়ের ১০ বলিউড সিনেমা


‘স্ত্রী ২’


‘ভুল ভুলাইয়া ৩’


‘সিংহাম এগেইন’


‘ফাইটার’


‘শয়তান’


‘ক্রু’


‘তেরি বাতো ম্যায় অ্যায়সা উলঝা জিয়া’


‘মুনজ্যা’


‘ব্যাড নিউজ’


‘আর্টিকেল ৩৭০’


তবে সিনেমা, আইটেম গান আর সামাজিক যোগাযোগমাধ্যমে সরব উপস্থিতির কারণে আইএমডিবির জরিপে বছরের সেরা ভারতীয় তারকা হয়েছেন তৃপ্তি দিমরি।



সর্বোচ্চ আয়ের ১০ ভারতীয় সিনেমা

‘পুষ্পা ২’

‘কল্কি ২৮৯৮এডি’

‘স্ত্রী ২’

‘দ্য গ্রেটেস্ট অব অল টাইম’

‘দেবারা পার্ট ১’

‘ভুলভুলাইয়া ৩’

‘সিংহাম এগেইন’

‘ফাইটার’

‘আমরণ’

‘হনু-ম্যান’


আরও খবর

কখনও ভাবিনি আমি বাঁচব : প্রীতি জিনতা

রবিবার ১২ জানুয়ারী ২০২৫