Logo
আজঃ বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারী ২০২৫
শিরোনাম

কাওরানবাজারের আগুন নিয়ন্ত্রণে

প্রকাশিত:শনিবার ১৮ মে ২০২৪ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারী ২০২৫ | ১৮৬জন দেখেছেন

Image

 ডিজিটাল ডেস্ক:

রাজধানীর কাওরানবাজারে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটসহ স্থানীদের সম্মিলিত প্রচেষ্টায় বেলা পৌনে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এখনও কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি।

শনিবার (১৮ মে) সকাল ১০টার দিকে আগুনের খবর পাওয়া যায়। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রদ্যক্ষদর্শীরা বলছেন, বৃষ্টিভেজা সকালে হঠাৎ করেই ধোঁয়াচ্ছন্ন হয়ে পরে কাওরানবাজার। লা ভিঞ্চি হোটেলের পাশে একটি টিনশেড রুম থেকে ধোঁয়া দেখা যায়। ধারণা করা হচ্ছে, হোটেলের ওই জেনারেটর রুম থেকেই আগুনের সূত্রপাত।

আগুন লাগার খবরে বাজারের লোকজন জড়ো হয়ে তা নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে একে একে আরও ইউনিট কাজে যুক্ত হয়।


আরও খবর

প্রধান উপদেষ্টার আয়নাঘর পরিদর্শন

বুধবার ১২ ফেব্রুয়ারী ২০২৫

এপ্রিল হতে পারে ইউনূস-মোদি সাক্ষাৎ

মঙ্গলবার ১১ ফেব্রুয়ারী ২০২৫




কোটালীপাড়ায় জেলের লাশ উদ্ধার

প্রকাশিত:সোমবার ১০ ফেব্রুয়ারী ২০২৫ | হালনাগাদ:বুধবার ১২ ফেব্রুয়ারী ২০২৫ | ৬১জন দেখেছেন

Image

মাহাবুব সুলতান : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে বিপুল মন্ডলের (৪৩) লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের ৩৬ ঘণ্টা পর আজ সোমবার সকাল আটটার দিকে কোটালীপাড়া -পয়সারহাট খালের গচাঁপাড়া নামক স্থান থেকে ভাসমান অবস্থায় তাঁর লাশ উদ্ধার করা হয়। বিপুল মন্ডল উপজেলার আমতলী ইউনিয়নের দক্ষিণ গঁচাপাড়া গ্রামের মতিলাল মন্ডলের ছেলে।  

জানা গেছে, শনিবার প্রতি দিনের মতো সন্ধ্যায় বিপুল মন্ডল গচাপাড়া গ্রাম সংলগ্ন খালের সুঁইচ গেটের পাশে জাল দিয়ে মাছ ধরতে যায়। বিপুল মন্ডল রাতে বাড়ীতে ফিরে না আসায় তার স্ত্রী ও ছেলে ওই খালে খুঁজতে যায়।খালে তাকে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুজি করে। পরে ওই স্থান থেকে অনেক দূরে গিয়ে তার নৌকায় ভেজা কাপড় ও বন্ধ মোবাইলসহ টর্চ লাইট দেখতে পায়। ওই দিন থেকেই বিপুল মন্ডল নিখোঁজ ছিলো।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, উদ্ধারকৃত লাশটি বিপুলের বলে সনাক্ত করেছে তার পরিবার। বিপুল হৃদরোগের রোগী ছিলো বলে তার পরিবার জানিয়েছে।ধারণাকরা হচ্ছে মাছ ধরতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে পানিতে পড়ে সে মারা যায়। তার সুরহাতাল রিপোর্টে কোন আলামত পাওয়া যায়নি।বিপুলের পরিবারেরর পক্ষ থেকে কোন অভিযোগ না থাকার কারনে লাশটির ময়নাতদন্ত ছাড়া স্বজনদের কাছে দেওয়া হয়েছে।


আরও খবর



বন্দিদের মুক্তি না দিলে গাজায় ফের যুদ্ধের হুঁমকি নেতানিয়াহুর

প্রকাশিত:বুধবার ১২ ফেব্রুয়ারী ২০২৫ | হালনাগাদ:বুধবার ১২ ফেব্রুয়ারী ২০২৫ | ২৪জন দেখেছেন

Image

আন্তর্জাতিক ডেস্ক : আগামী ১৫ ফেব্রুয়ারি (শনিবার) ইসরায়েলি ৩ বন্দিকে মুক্তি দেওয়ার কথা থাকলেও তা সম্প্রতি নিষেধ করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। আর এরই প্রেক্ষিতে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। বুধবার (১২ ফেব্রুয়ারি) তিনি জানিয়েছেন, হামাস ইসরায়েলি বন্দিদের মুক্তি না দিলে ফের গাজায় তীব্র অভিযান চালানো হবে। নেতানিয়াহুর দাবি, শনিবার দুপুরের মধ্যে হামাসের হাতে বন্দি ইসরায়েলি নাগরিকদের মুক্তি দিতে হবে।

এরআগে কথা ছিল শনিবার তিনজন ইসরায়েলি বন্দিকে মুক্তি দেবে হামাস। নেতানিয়াহু এবার সমস্ত বন্দির মুক্তির কথা বলছেন কি না, তা এখনও স্পষ্ট নয়। 

নেতানিয়াহুর কথায়, শনিবার দুপুরের মধ্যে ইসরায়েলি বন্দিদের মুক্তি না দিলে ইসরায়েলি ডিফেন্স ফোর্স হামাসের ওপর চরম হামলা চালাবে। হামাসকে সম্পূর্ণ ধ্বংস না করা পর্যন্ত এই অভিযান বন্ধ হবে না।

নেতানিয়াহুর এই বার্তা পাওয়ার পর ইসরায়েলের সেনা জানিয়েছে, দেশের দক্ষিণে গাজা সীমান্তে তারা ইতোমধ্যেই অতিরিক্ত বাহিনী পাঠিয়েছে। রিজার্ভ ফোর্সকেও সেখানে পাঠানো হয়েছে। নির্দেশ এলেই অভিযান শুরু হবে।


আরও খবর

আলাস্কায় নিখোঁজ উড়োজাহাজের সবাই নিহত!

রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫




পরবর্তী যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র খুব বাজেভাবে হেরে যাবে: ইলন মাস্ক

প্রকাশিত:শনিবার ০৮ ফেব্রুয়ারী ২০২৫ | হালনাগাদ:বুধবার ১২ ফেব্রুয়ারী ২০২৫ | ১৯জন দেখেছেন

Image

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন ধনকুবের ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা ইলন মাস্ক দেশটির সেনাবাহিনীর অদক্ষতার সমালোচনা করে বলেছেন, পরবর্তী যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র খুব বাজেভাবে হেরে যাবে। ওয়াশিংটন থেকে এএফপি আজ এ খবর জানায়।

ট্রাম্পের অধীনে ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সির (ডিওজিই) প্রধান পদে নিয়োগ প্রাপ্ত মাস্ক নিজের এক্স পেজে বিশ্বের সবচেয়ে বড় বাজেটের সেনাবাহিনীকে ‘অদক্ষ ও অযোগ্য’ বলে উল্লখ করেছেন।

তিনি বলেন, ‘আমেরিকান অস্ত্র কর্মসূচি সম্পূর্ণভাবে পুনঃর্নিমাণ করা প্রয়োজন। বর্তমান কৌশল হল গতকালের যুদ্ধের জন্য উচ্চ মূল্যে অল্প সংখ্যক অস্ত্র তৈরি করা।

মাস্ক লিখেছেন, ‘যদি সামরিক বাহিনীকে তাৎক্ষণিক এবং নাটকীয় পরিবর্তন করা না হয় তাহলে আমেরিকা পরবর্তী যুদ্ধে খুব খারাপভাবে হেরে যাবে।’

এই ধনকুবের দীর্ঘদিন ধরে মার্কিন প্রতিরক্ষা খাতের অদক্ষতার তীব্র সমালোচক। তিনি যুক্তি দিয়ে আসছেন যে, অতিরিক্ত আমলাতন্ত্র এবং পুরনো সামরিক কৌশল জাতীয় নিরাপত্তাকে দুর্বল করেছে।

ইলন মাস্ক এর আগে গত ৫ ফেব্রুয়ারি, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট পয়েন্টে, ইউনাইটেড স্টেটস মিলিটারি একাডেমিতে যুদ্ধের ভবিষ্যত নিয়ে আলোচনা করার সময় পরবর্তী যুদ্ধগুলোতে ড্রোন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই’র ভূমিকার ওপর জোর দিয়ে বলেছিলেন, ‘ইউক্রেনের বর্তমান যুদ্ধটি এরইমধ্যে একটি ড্রোন যুদ্ধে পরিণত হয়েছে।’

মার্কিন যুক্তরাষ্ট্র তার সামরিক বাহিনীর জন্য বিশ্বের সবচেয়ে বড় বাজেট নির্ধারণ করে। বর্তমানে মার্কিন সামরিক বাহিনীর বার্ষিক বাজেটের পরিমাণ ৮ শ’ ৫০ বিলিয়ন ডলার। এই সামরিক বাজেটের একটা বড় অংশ ব্যয় হয় পশ্চিম এশিয়া অঞ্চলে পরিচালিত যুদ্ধ ও আগ্রাসন চালানোর কাজে। বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ২০১৮ সালে তার পূর্ববর্তী শাসনামলে এক বক্তব্যে অভিযোগ করেছিলেন যে, আমেরিকা পশ্চিম এশিয়া অঞ্চলে সাত ট্রিলিয়ন ডলার খরচ করেছে কিন্তু বিনিময়ে ‘কিছুই পায়নি।’


আরও খবর



ফেবরু্য়ারী মাসে আ‘লীগের কথিত কর্মসুচির প্রতিবাদে লোহাগড়ায় বিএনপি বিক্ষোভ

প্রকাশিত:শনিবার ০১ ফেব্রুয়ারী ২০২৫ | হালনাগাদ:বুধবার ১২ ফেব্রুয়ারী ২০২৫ | ৪১জন দেখেছেন

Image

লোহাগড়া প্রতিনিধি : ফ্রেবরুয়ারী মাসে আ‘লীগের নেতা-কর্মীরা কর্মসুচি দিবে এ কথিত খবর বিভিন্ন যোগাযোগ মাধ্যমে প্রকাশ হলে এর প্রতিবাদে নড়াইলের লোহাগড়ায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা বিক্ষোভ মিছিল করেছে। গত ১ র্ফেরুযারী শনিবার সকালে লোহাগড়ার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা এক বিরাট বিক্ষোভ মিছিল নিয়ে পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে এক সমাবেশে আলোচনা করে।

সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ আহাদুজ্জামান বাটু,সাধারন সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম,জেলা দপ্তর সম্পাদক মোঃ টিপু সুলতান,পৌর বিএনপির সভাপতি মোঃ মিলু শরিফ,সাধারন সম্পাদক মসিয়ার রহমান সান্টু,সাংগঠনিক সম্পাদক এসএ সাইফুল্লাহ মামুন, পৌর বিএনপি নেতা মোঃ শাহিনুর রহমান বিপ্লব, উপজেলা সাংগঠনিক সম্পাদক মোঃ শাহ আলম, পৌর সাংগঠনিক সম্পাদক মোঃ জহির হোসেন, শ্রমিক দলের আহবায়ক আকতার হোসেন, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক শফিকুজ্জামান তারিক,পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ নজরুল মোল্যা, মোঃ আজাদ রহমান, মোঃ লিটু মিয়া প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে শত শত নেতা-কর্মী এ বিক্ষোভ মিছিলে যোগ দেন।


আরও খবর



যুক্তরাষ্ট্র-কলম্বিয়ার অভিবাসন ও শুল্ক ইস্যুতে উত্তেজনা প্রশমিত

প্রকাশিত:সোমবার ২৭ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:সোমবার ১০ ফেব্রুয়ারী ২০২৫ | ৫৬জন দেখেছেন

Image

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ও কলম্বিয়ার মধ্যে সম্প্রতি অভিবাসন ইস্যুতে শুরু হওয়া উত্তেজনা শেষ পর্যন্ত কিছুটা প্রশমিত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কলম্বিয়ার ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ ও ভ্রমণ নিষেধাজ্ঞার হুমকি দিলেও শেষ পর্যন্ত দেশটি কোনো শর্ত ছাড়াই মার্কিন সামরিক বিমানে অভিবাসীদের ফেরত নিতে রাজি হয়েছে।  

হোয়াইট হাউজ এক বিবৃতিতে জানিয়েছে, “কোনো বিধিনিষেধ বা বিলম্ব ছাড়াই কলম্বিয়া মার্কিন সামরিক বিমানে করে অভিবাসী নিতে সম্মত হয়েছে। আমরা এই সহযোগিতাকে স্বাগত জানাই।”

এর আগে, কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো যুক্তরাষ্ট্রের সামরিক বিমানে করে অভিবাসী ফেরত পাঠানোর অনুমতি দেননি। তিনি বলেছিলেন, “আমাদের নাগরিকদের অপরাধীদের মতো ফেরত পাঠানো যাবে না। তাদের সম্মানের সঙ্গে বেসামরিক বিমানে পাঠাতে হবে।” এই সিদ্ধান্তের পরই ট্রাম্প কঠোর প্রতিক্রিয়া দেখান এবং শুল্ক ও নিষেধাজ্ঞার হুমকি দেন।  

ট্রাম্পের ঘোষণার পর পেট্রোও পাল্টা শুল্ক আরোপের হুঁশিয়ারি দেন। তবে শেষ পর্যন্ত তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় আসতে রাজি হন। বিশ্লেষকরা বলছেন, কলম্বিয়ার অর্থনীতি যুক্তরাষ্ট্রের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল হওয়ায় পেট্রোকে শেষ পর্যন্ত নমনীয় হতে হয়েছে।  

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র প্রতিবছর কলম্বিয়া থেকে প্রায় দুই বিলিয়ন ডলারের কফি আমদানি করে, যা দেশটির অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি। এছাড়া কলা, অ্যাভোকাডো, অপরিশোধিত তেল ও ফুল রপ্তানিতেও মার্কিন বাজার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শুল্ক আরোপ হলে কলম্বিয়ার অর্থনীতি বড় ধরনের ধাক্কা খেতো বলে ধারণা করা হচ্ছে।  

বিশ্লেষকরা মনে করছেন, সাম্প্রতিক এই ঘটনার মাধ্যমে যুক্তরাষ্ট্র ও কলম্বিয়ার মধ্যে কূটনৈতিক টানাপোড়েন বাড়লেও উভয় দেশই শেষ পর্যন্ত নিজেদের স্বার্থের কথা বিবেচনা করে উত্তেজনা প্রশমিত করেছে।


আরও খবর