Logo
আজঃ বৃহস্পতিবার ১৬ জানুয়ারী ২০২৫
শিরোনাম

খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হাইকোর্টে বাতিল

প্রকাশিত:বুধবার ৩০ অক্টোবর ২০২৪ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৬ জানুয়ারী ২০২৫ | ১০৪জন দেখেছেন

Image

মুক্তিযুদ্ধে শহিদের সংখ্যা নিয়ে মন্তব্যকে কেন্দ্র করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলা বাতিল করেছেন হাইকোর্ট।বুধবার (৩০ অক্টোবর) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার কায়সার কামাল।

এসময় আদালতে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল, ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, অ্যাডভোকেট জাকির হোসেন।প্রসঙ্গত, ২০১৫ সালের ২১ ডিসেম্বর রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের এক আলোচনা সভায় খালেদা জিয়া বলেছিলেন, ‘আজকে বলা হয়, এতো লক্ষ লোক শহীদ হয়েছেন। এটা নিয়েও অনেক বিতর্ক আছে যে, আসলে কত লক্ষ লোক মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন। নানা বইয়ে নানা রকম তথ্য আছে।’

পরে ২০১৬ সালের ২৫ জানুয়ারি ঢাকার সিএমএম আদালতে খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়। বর্তমানে রাজনীতির পট পরিবর্তনের পর বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলাটি বাতিল করলেন হাইকোর্ট।


আরও খবর



গজারিয়ায় নারী উদ্যোক্তাদের উদ্বুদ্ধকরণ কর্মশালার প্রশিক্ষণার্থীদের ভাতা চেকের অর্থ আত্মসাতের চেষ্টা

প্রকাশিত:বৃহস্পতিবার ০৯ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:রবিবার ১২ জানুয়ারী ২০২৫ | ১৮জন দেখেছেন

Image

গজারিয়া উপজেলা প্রতিনিধি: গজারিয়ায় নারী উদ্যোক্তাদের উদ্বুদ্ধকরণ কর্মশালা ও প্রশিক্ষণ ভাতার চেক আত্মসাৎ করার অভিযোগ উঠেছে লিপি নামে এক নারীর বিরুদ্ধে। সে ভবেরচর ইউনিয়নের কালীতলা ব্রিজ সংলগ্ন মাসুদ মিয়ার স্ত্রী বলে জানা গেছে। সে জাতীয় মহিলা সংস্থা হতে বিজনেস ম্যানেজমেন্ট এর প্রশিক্ষণার্থী ছিল ।


অভিযোগের ভিত্তিতে ভুক্তভোগীদের নিকট থেকে জানা যায় গত

মঙ্গলবার (৬ জানুয়ারী) বেলা ২ টায় মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা অডিটোরিয়ামে তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধনে উদ্ধুদ্ধকরণ কর্মশালা ও প্রশিক্ষণ ভাতা বিতরণ করা হয়।


অনুষ্ঠানে উপজেলা জাতীয় মহিলা সংস্থার বিভিন্ন ট্রেডের প্রশিক্ষক, কর্মকর্তা-কর্মচারী সহ প্রায় তিনশ প্রশিক্ষাণার্থী উপস্থিত ছিলেন। জাতীয় মহিলা সংস্থা কর্তৃক পরিচালিত এ প্রশিক্ষণে ২০২৩-২৪ অর্থ বছরের বিউটিফিকেশন, ক্যাটারিং, ফ্যাশন ডিজাইন, ইন্টেরিয়র ডিজাইন এন্ড ইভেন্ট ম্যানেজমেন্ট ৩য় ও ৪র্থ্ এবং বিজনেস ম্যানেজমেন্ট এন্ড ই-কমার্স ট্রেডের ৫ম,৬ষ্ট ও ৭ম, ৮ম ব্যাচের ৩০০ প্রশিক্ষণার্থীদের মাঝে ৩০ লক্ষ  টাকার প্রশিক্ষণ ভাতার চেক বিতরণ করা হয়।      প্রশিক্ষণার্থীদের প্রায৪০/৮০দিনের প্রতিদিন দেড় শ’ টাকা সম্মানী হারে প্রত্যেককে ছয় হাজার থেকে বারো হাজার টাকার চেক প্রদান করা হয়।


ভুক্তভোগী শাহিনুর আক্তার ফ্যাশন ডিজাইন, রাজিয়া সুলতানা ও রাবেয়া আক্তার ক্যাটারিং ট্রেড থেকে প্রশিক্ষণার্থী হিসাবে ভাতার চেক গ্রহণ করেন। ভুক্তভোগীরা   গণমাধ্যম কর্মীদের জানান  শ্রীনগর, চরপাথালিয়া, লক্ষ্মীপুরা কয়েকটি গ্রামে প্রশিক্ষণার্থীদের বাড়িতে গিয়ে প্রায় ৫০ জনের নিকট হতে ভাতার চেক নিয়ে নেন লিপি আক্তার। এবং বলে তোমরা তো প্রশিক্ষণ গ্রহণ করো নাই এই টাকা হতে দুই থেকে তিন হাজার টাকা পাবা বাকি টাকা অফিসের চারজনকে দিতে হবে নতুবা এই টাকা সরকারের ঘরে ফেরত যাবে।

এই কথা বলার পর প্রশিক্ষনারতীরা সেই ভাতার চেক লিপি আক্তারের নিকট তুলে দেন। লিপি আক্তার বলেন দুয়েক দিনের মধ্যে তোমাদের টাকা আমি পৌঁছে দেব। সময় পার হওয়ার পর ভুক্তভোগীরা লিপির সাথে যোগাযোগ করলে টাকা ফেরত না পাওয়ায়  অনিয়মের বিষয়টি প্রকাশ পায়।



আরও খবর



চট্টগ্রামে রড-সিমেন্ট ব্যবসায়ীদের মিলনমেলা

প্রকাশিত:শনিবার ২৮ ডিসেম্বর ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ জানুয়ারী ২০২৫ | ৮০জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রামের নির্মাণ সামগ্রী ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন চট্টগ্রাম জেলা সিমেন্ট ডিলার অ্যান্ড মার্চেন্টস গ্রুপের দুই দিনব্যাপী বার্ষিক মিলনমেলা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। পর্যটন নগরী কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


এতে চট্টগ্রাম অঞ্চলের তিন শতাধিক রড ও সিমেন্ট ব্যবসায়ী এবং তাদের পরিবারের সদস্য ও উৎপাদক প্রতিষ্ঠানের কর্মকর্তারা এই বর্ণাঢ্য আয়োজনে যোগ দেন।


বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) হোটেল সি ওয়ার্ল্ডে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সিমেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি এবং জিপিএইচ ইস্পাত লিমিটেডের চেয়ারম্যান মো. আলমগীর কবির।


সংগঠনের সভাপতি লায়ন মোহাম্মদ হাকিম আলীর সভাপতিত্বে এবং মহাসচিব লায়ন মোহাম্মদ ইব্রাহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মেট্রোসেম সিমেন্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহীদুল্লাহ, বাংলাদেশ সিমেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের নির্বাহী পরিচালক শংকর কুমার রায়। এ সময় উপস্থিত ছিলেন মিলনমেলা কমিটির আহ্বায়ক আবুল কাশেম তালুকদার, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী আকবর, সদস্য সচিব এম. জাহাঙ্গীর চৌধুরী জিকু।


মিলনমেলায় বক্তারা বলেন, রড ও সিমেন্ট খাত সরাসরি দেশের উন্নয়নের সঙ্গে জড়িত। তাই দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে এই দুটি উপকরণের গুণগত মান বজায়ে কোনো ছাড় দেওয়া যাবে না। শুধু উৎপাদন আর বিপণন ব্যবস্থা ঠিক থাকলেই চলবে না, ভোক্তাদেরও ভালো জিনিস বেছে নিতে সচেতন করতে হবে।


উদ্বোধনী পর্ব শেষে ছিল বিভিন্ন সিমেন্ট ও স্টিল কোম্পানির কর্মকর্তাদের সম্মাননা স্মারক ও চিত্রাংকন প্রতিযোগিতা এবং খেলাধুলার পুরস্কার বিতরণ। এ ছাড়া মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


আরও খবর



কলাপাড়ায় নিষিদ্ধ ২০ মন শাপলাপাতা মাছ জব্দ, দুই বিএনপি নেতাসহ আটক-৯

প্রকাশিত:সোমবার ৩০ ডিসেম্বর ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ জানুয়ারী ২০২৫ | ৪১জন দেখেছেন

Image

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: কলাপাড়ায় একটি পিকআপ সহ বিপন্ন প্রজাতির ২০ মন শাপলাপাতা মাছ জব্দ করেছে থানা পুলিশ। এসময় পিকআপের চালক ও হেলপার এবং পুলিশ পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুই বিএনপি নেতা সহ ৯ জনকে আটক করা হয়। সোমবার ভোররাতে কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের বিশকানি এলাকা থেকে এসব মাছ জব্দ করা হয়।

কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম জানান, মহিপুর মৎস্য বন্দর থেকে নিষিদ্ধ এসব মাছ পাচার করছিলো একটি চক্র। পিকআপটি বিশকানি এলাকায় পৌছলে পুলিশ পরিচয়ে টিয়াখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক জুয়েল রানা (৩২) এবং ওই ইনিয়নের ছাত্রদল সভাপতি মো. ইমরান (২৮) সহ একদল দুর্বৃত্ত তাদের কাছে চাঁদা দাবি করে এবং মাছ লুট করে নেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে একটি চাকু, প্রাইভেট কার, মোটরসাইকেল ও অটোরিকশাসহ ৯ জনকে আটক করে এবং ২০মন শাপলাপাতা মাছসহ একটি পিকআপ জব্দ করে। জব্দকৃত মাছ বনবিভাগের উপস্থিতিতে মাটি চাপা দেয়া হবে বলে জানান তিনি।



আরও খবর



‘অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের কাছে ম্যাজিক নেই’

প্রকাশিত:শনিবার ২৮ ডিসেম্বর ২০২৪ | হালনাগাদ:বুধবার ১৫ জানুয়ারী ২০২৫ | ৬০জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিনিধি: পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, সারাদেশের অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের কাছে ম্যাজিক নেই। ছিনতাই খুনের মতো অপরাধ কমাতে পুলিশ কাজ করে যাচ্ছে। আমরা ছাত্রদের সহযোগিতা চাই।

 

শনিবার (২৮ ডিসেম্বর) রাজধানীর রাজারবাগে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির ৪১তম বার্ষিক সাধারণ সভায় তিনি এসব কথা বলেন।

 

বাহারুল আলম বলেন, সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত চলছে। তদন্ত কমিটি বিস্তারিত জানাবে। এ ছাড়া সমন্বয়কদের হুমকির প্রতিটি ঘটনা গুরুত্বসহকারে দেখা হচ্ছে। এখনো সিরিয়াস কিছু পাওয়া যায়নি।

 

অনুষ্ঠানে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, স্বাধীনতার পর এমন পুলিশ বাহিনী দেখতে চায়নি জনগণ। জুলাই-আগস্টের ছাত্র আন্দোলনে পুলিশের ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ।

 

তিনি বলেন, কী কারণে পুলিশের ওপর মানুষের এত ক্ষোভ সেটি বিশ্লেষণ করা উচিত। ৫ আগস্টের ৭২ ঘণ্টা আগেও যদি পুলিশ সঠিক সিদ্ধান্ত নিতে পারত তাহলে এত প্রাণহানি হতো না।


আরও খবর



অর্থনীতি ৭ বিনিয়োগ ও কর্মসংস্থান

প্রকাশিত:মঙ্গলবার ৩১ ডিসেম্বর ২০২৪ | হালনাগাদ:বুধবার ১৫ জানুয়ারী ২০২৫ | ৪২জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিনিধি: বছরের শুরুতে জাতীয় নির্বাচনকেন্দ্রিক রাজনৈতিক অস্থিরতার সঙ্গে মোটাদাগে অর্থনীতিতে তিনটি সমস্যা ছিল। সেগুলো হচ্ছে উচ্চ মূল্যস্ফীতি, বৈদেশিক লেনদেনের ভারসাম্যহীনতা ও আর্থিক খাতের ভঙ্গুরতা। আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকার খাদের কিনারে দাঁড়িয়ে থাকা অর্থনীতিকে টেনে তুলতে বিভিন্ন উদ্যোগ নেয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ব্যবসায়ীরা সন্তুষ্ট নন, বেড়েছে ব্যাংকঋণের সুদের হার। ডিসেম্বরে ডলারের দাম আবার কিছুটা অস্থির হয়েছে। বিনিয়োগের চিত্র আশানুরূপ নয়।


বছরজুড়ে দেশের রাজনীতি ও অর্থনীতির ক্ষেত্রে অস্থিরতার কারণে বিনিয়োগকারীদের কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হচ্ছে। অনেক প্রতিষ্ঠানের ব্যবসা কমে গেছে। ব্যবসা সম্প্রসারণও থমকে গেছে। বিদ্যমান পরিপ্রেক্ষেতে দেশি-বিদেশি বিনিয়োগকারীরা নতুন করে বিনিয়োগের পরিকল্পনা করছেন না। বিনিয়োগের ওপর এমন নেতিবাচক প্রভাবের কারণে নতুন কর্মসংস্থান সেভাবে সৃষ্টি হয়নি। বেসরকারি প্রতিষ্ঠানগুলো নতুন স্নাতকদের অনেক কম চাকরি দিতে পেরেছে। সব মিলিয়ে চলতি বছরটি বিনিয়োগ ও চাকরির জন্য ভালো ছিল না।



দেশি-বিদেশি বিনিয়োগের ভঙ্গুর অবস্থা বোঝার জন্য কয়েকটি পরিসংখ্যানের দিকে চোখ বোলানো যেতে পারে। বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) মূলধনি যন্ত্রপাতি আমদানির জন্য ঋণপত্র বা এলসি খোলা গত অর্থবছরের একই সময়ে তুলনায় ২৬ শতাংশ কমেছে। একইভাবে মূলধনি যন্ত্রপাতি আমদানির ঋণপত্র নিষ্পত্তি কমেছে প্রায় ২২ শতাংশ। মূলধনি যন্ত্রপাতির ঋণপত্র খোলা ও নিষ্পত্তি কমার মানে হচ্ছে, নতুন বিনিয়োগ বা সম্প্রসারণ কমেছে।


এদিকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। ইতিমধ্যে ব্যাংকঋণের সুদের হার ৯ শতাংশ থেকে বেড়ে ১৫ শতাংশ ছাড়িয়ে গেছে, যা সব ধরনের বিনিয়োগকে বাধাগ্রস্ত করছে। সুদের হার বেড়ে যাওয়ায় বেসরকারি খাতে ঋণ নেওয়া কমেছে। গত অক্টোবরে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি হয়েছে ৮ দশমিক ৩০ শতাংশ, যা গত ৪১ মাসের মধ্যে সর্বনিম্ন।


শুধু অস্থিরতার কারণে গত বছর বিনিয়োগ কমেছে, তা নয়। বছরের পর বছর বিভিন্ন সমস্যার কারণে আগে থেকেই বিনিয়োগে গতি কম। জিডিপির শতকরা হিসাবে বেসরকারি বিনিয়োগ তিন বছর ধরে কমছে। গত মাসে বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান সিপিডির প্রকাশিত এক জরিপের ফলাফলে বলা হয়, দেশে দীর্ঘদিন ধরে ব্যবসা-বাণিজ্যের মূল চ্যালেঞ্জ দুর্নীতি। চলতি বছরও প্রায় ১৭ শতাংশ ব্যবসায়ী দুর্নীতিকে ব্যবসা করায় এ ক্ষেত্রে প্রধান বাধা হিসেবে চিহ্নিত করেছেন। দুর্নীতিসহ অর্থায়নের সীমাবদ্ধতা, বৈদেশিক মুদ্রার অস্থিরতা, উচ্চ মূল্যস্ফীতি, অদক্ষ আমলাতন্ত্র, উচ্চ করহারসহ ব্যবসা-বাণিজ্যে ১৭টি চ্যালেঞ্জ চিহ্নিত করেছেন ব্যবসায়ীরা।


বছরের প্রথমার্ধে দেশে বেকার জনগোষ্ঠীর সংখ্যা বাড়ে। জুন শেষে শ্রমশক্তির ২৬ লাখ ৪০ হাজার মানুষ বেকার ছিলেন। এই সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় ১ লাখ ৪০ হাজার বেশি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ২০২৪ সালের জুন মাসের ত্রৈমাসিক শ্রমশক্তি জরিপে এ তথ্য পাওয়া গেছে।


এদিকে বিনিয়োগ শ্লথ হওয়ার পাশাপাশি রাজনৈতিক পটপরিবর্তনে বেশি কিছু প্রতিষ্ঠানও বন্ধ হয়েছে। তাতে বেকারের সংখ্যা বেড়েছে। সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানের বেক্সিমকো গ্রুপের পোশাক ও বস্ত্র খাতের ১৬টি কারখানা ডিসেম্বরে বন্ধ হয়ে যায়। এতে ৩০ হাজার শ্রমিক অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। এ ছাড়া সাবেক সরকারের ঘনিষ্ঠ ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপের মালিকানাধীন আটটি কারখানা বন্ধ হয়েছে।


জানতে চাইলে সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম প্রথম আলোকে বলেন, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে আশু উদ্যোগ দরকার। সেটি হলে সময়মতো অর্থ পরিশোধ ও মুনাফা প্রত্যর্পণের নিশ্চিয়তা পাবেন বিদেশি বিনিয়োগকারীরা। তখনই এফডিআইয়ের সুযোগ বাড়বে। সর্বশেষ দ্রুত সময়ের মধ্যে গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন করতে হবে। রাজনৈতিক অনিশ্চয়তা দেশি-বিদেশি বিনিয়োগকারীদের যেকোনো সিদ্ধান্ত নিতে বাধাগ্রস্ত করছে। দ্রুত নির্বাচন বিনিয়োগের বিষয়ে দেশি-বিদেশি উদ্যোক্তাদের বিনিয়োগে উদ্বুদ্ধ করবে।



আরও খবর