
মাহাবুব সুলতান,কোটালীপাড়া প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়া ঘাঘর বাজার সৈলদহ নদীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রতিবছরের ন্যায় এ বছরও ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বিকেল তিনটার সময় ঘাঘর বাজার বণিক সমিতির আয়োজনে নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। ছোট, মাঝারি চিলাকাটা নৌকা সহ ১০ থেকে ১৫ খান নৌকা বাইচে অংশগ্রহণ করেন।
প্রতিযোগী নৌকা বাইচের মাঝে সান্তনা পুরস্কার বিতরণ করেন কোটালীপাড়া উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার মোঃ সাইফুর রহমান। সকল বাইচের নৌকা সান্তনা পুরস্কার হিসেবে মোবাইল,ও রাইস কুকার পুরষ্কার পান।
এ সময় উপস্থিত ছিলেন কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার সহধর্মিনী, কোটালীপাড়া উপজেলা সহকারী কমিশনারের সহধর্মিনী, কোটালীপাড়া থানার তদন্ত অফিসার ফয়েজ আহমেদ, ঘাঘর বাজার বণিক সমিতি সাধারণ সম্পাদক মোহাম্মদ মোস্তফা কামাল, পুণ্য সাহা, বাদল সাহা,মোঃ আজিবর দারিয়া পোটল সাাহা সহ অনেক ব্যবসায়ী এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বিভিন্ন এলাকার জনগণ সৈলদহ নদীর দুই পাশে দাঁড়িয়ে ঐতিহ্যবাহী নৌকা বাইচ উপভোগ করেন।