Logo
আজঃ শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪
শিরোনাম
বাকৃবির নতুন উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া রাশিয়ার কাছ থেকে তেল কেনা অব্যাহত রাখবে ভারত সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার মানে অন্যরা কাজ করছে না: মির্জা ফখরুল সরকারি চাকরিতে প্রবেশ ও অবসরের বয়স বাড়ছে ভারতের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ স্বৈরাচারদের প্রতি উদারতা দেখানোর কোনো প্রশ্নই আসে না : মো. নাহিদ ইসলাম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জুরি বোর্ড গঠন অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এ ফাউন্ডেশনে একশ’ কোটি টাকা অনুদান আহত-নিহতদের জন্য সেপ্টেম্বরের প্রথম ১৪ দিনে রেমিট্যান্স এলো ১৪ হাজার কোটি গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভে মহাসড়কে যানজট

কোটালীপাড়া ঘাঘর বাজার সৈলদহ নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

প্রকাশিত:মঙ্গলবার ২৪ অক্টোবর ২০২৩ | হালনাগাদ:শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪ | ৩৯৮জন দেখেছেন

Image

মাহাবুব সুলতান,কোটালীপাড়া প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়া ঘাঘর বাজার সৈলদহ নদীতে  শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রতিবছরের ন্যায় এ বছরও  ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার বিকেল তিনটার  সময় ঘাঘর বাজার বণিক সমিতির আয়োজনে নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। ছোট, মাঝারি চিলাকাটা নৌকা সহ   ১০ থেকে ১৫ খান  নৌকা বাইচে অংশগ্রহণ করেন।

প্রতিযোগী  নৌকা বাইচের  মাঝে সান্তনা পুরস্কার বিতরণ করেন কোটালীপাড়া উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার মোঃ সাইফুর রহমান। সকল বাইচের নৌকা সান্তনা পুরস্কার হিসেবে মোবাইল,ও রাইস কুকার পুরষ্কার পান।

এ সময় উপস্থিত ছিলেন কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার  সহধর্মিনী, কোটালীপাড়া উপজেলা সহকারী কমিশনারের সহধর্মিনী,  কোটালীপাড়া থানার তদন্ত অফিসার ফয়েজ আহমেদ, ঘাঘর বাজার  বণিক সমিতি সাধারণ সম্পাদক মোহাম্মদ মোস্তফা কামাল, পুণ্য সাহা, বাদল সাহা,মোঃ আজিবর দারিয়া  পোটল সাাহা সহ অনেক ব্যবসায়ী এবং  গণ্যমান্য ব্যক্তিরা  উপস্থিত ছিলেন।

বিভিন্ন এলাকার জনগণ সৈলদহ নদীর  দুই পাশে দাঁড়িয়ে  ঐতিহ্যবাহী নৌকা বাইচ উপভোগ করেন।



আরও খবর



খুন, অস্ত্র ও ডাকাতিসহ ১৩ মামলায় অভিযুক্ত বেগমগঞ্জের শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

প্রকাশিত:শনিবার ০৭ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০24 | ৬৫জন দেখেছেন

Image

গত ৫ আগস্ট ২০২৪ ইং তারিখ নোয়াখালীর সোনাইমুড়ী থানায় অগ্নিসংযোগ ও হত্যা মামলার এজাহারনামীয় আসামি নোয়াখালী জেলার বেগমগঞ্জের শীর্ষ সন্ত্রাসী, চাঁদাবাজ ও একাধিক মামলায় সাজাপ্রাপ্ত আসামি খালাসি সুমন র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী ক্যাম্পের অভিযানে গ্রেপ্তার হয়েছে। 

প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব  জানায় বিভিন্ন অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য র‍্যাব নিয়মিত ভাবে অভিযান পরিচালনা করে থাকে। অস্ত্রধারী সন্ত্রাসী, ডাকাত, চাঁদাবাজ, হত্যাকারী, বিভিন্ন থানা হতে লুট হওয়া
অস্ত্র ও বিভিন্ন সরকারী সম্পত্তি উদ্ধার ও চাঞ্চল্যকর মামলার আসামীসহ বিভিন্ন অপরাধীকে গ্রেপ্তারের লক্ষ্যে র‍্যাব নোয়াখালীতে, নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় র‍্যাব-১১, সিপিসি-৩ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ০৬ সেপ্টেম্বর শুক্রবার  নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানাধীন চৌমুহনী পূর্ব বাজার এলাকায় হত্যা মামলায় এজাহারনামীয় আসামি গ্রেপ্তারের 
লক্ষ্যে অভিযান পরিচালনা করে। অভিযানে নোয়াখালীর বিভিন্ন থানায় অস্ত্র, চাঁদাবাজী, ডাকাতি, চুরি, মাদক ও হত্যা 
মামলাসহ সর্বমোট ১৩ টি মামলায় অভিযুক্ত ও ০১ টি অস্ত্র মামলায় ১৭(সতের) বছরের সশ্রম কারাদন্ডাদেশপ্রাপ্ত 
ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আমজাদ হোসেন সুমন ওরপে খালাসি সুমন (৩৫) কে গ্রেপ্তার করে।
 বেগমগঞ্জ থানার চৌমুহনী পৌরসভার হাজীপুর এলাকার মৃত লুৎফল হক লাতু মিয়ার ছেলে। 

 অনুসন্ধানে জানা যায় যে, গত ০৫ আগস্ট ২০২৪ইং তারিখ সন্ধ্যায় স্থানীয় উত্তেজিত জনতা কর্তৃক 
নোয়াখালী জেলার বিভিন্ন থানায় আক্রমণ, ভাংচুরসহ অগ্নি সংযোগ,  লুটপাট ও হত্যার ঘটনা ঘটে। লুটপাটের একপর্যায়ে 
দুর্বৃত্তরা থানা থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ বিভিন্ন সরকারি সম্পত্তি লুট করে নিয়ে যায়। ওই ঘটনায় বর্ণিত
আসামীসহ অপরাপর আসামীর বিরুদ্ধে গত ২০ আগস্ট ২০২৪ ইং তারিখ সোনাইমুড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের হয়
যার মামলা নং ৪/১৩৮। গ্রেপ্তারকৃত আসামি খালাসি সুমন (৩৫) পেশায় একজন অস্ত্রধারী শীর্ষ 
সন্ত্রাসী। সে ও তার বাহিনীর সদস্যরা নোয়াখালীর বেগমগঞ্জসহ আশপাশের এলাকায় ডাকাতি, চাঁদাবাজী, অপহরণ, খুন, দাঙ্গা-হাঙ্গামাসহ বিভিন্ন  অপরাধের সাথে জড়িত। এলাকার লোকজন তাদের সন্ত্রাসী কার্যকলাপে সর্বদা আতঙ্কগ্রস্থ 
থাকে। পরিবর্তি পরিস্থিতিতে তার নেতৃত্বে নোয়াখালী জেলার বিভিন্ন থানা এলাকায় বিশেষ করে বেগমগঞ্জের চৌমুহনীতে
সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে ত্রাসের রাজত্ব কায়েম করেছে মর্মে অভিযোগ আছে। এলাকার লোকজন তাদের এরূপ 
কার্যকলাপের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস করতো না। কেউ প্রতিবাদ করলে তার বাহিনীর লোকজন 
মারধর সহ নিযার্তন করতো বলে র‍্যাব জানায়।
এই প্রেক্ষিতে র‍্যাব-১১, সিপিসি-৩ এর চৌকস আভিযানিক দল শীর্ষ সন্ত্রাসী আমজাদ হোসেন 
খালাসি সুমনকে গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা কার্যক্রম আরম্ভ করে। পরবর্তীতে র‍্যাব-১১, সিপিসি-৩ এর
আভিযানিক দল ০৬/০৯/২০২৪ ইং তারিখ মধ্য রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে ওই 
সন্ত্রাসীকে গ্র্রেফতার করতে সক্ষম হয়। আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নোয়াখালী জেলার সোনাইমুড়ী 
থানায় হস্তান্তর করা হবে বলে জানান র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী মোঃ গোলাম মোর্শেদ
সহকারী পুলিশ সুপার
কোম্পানী কমান্ডার (ভারপ্রাপ্ত)


আরও খবর

৭ বছর পর নিখোঁজ ছেলেকে ফিরে পেলেন মা

বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪




আফগানিস্তানে বোমা হামলায় নিহত ৬

প্রকাশিত:মঙ্গলবার ০৩ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০24 | ৭১জন দেখেছেন

Image

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলে আত্মঘাতী বোমা বিস্ফোরণের কারণে ছয়জন নিহত হয়েছেন। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

দেশটির পুলিশ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ ঘটনায় আরও ১৩ জন আহত হয়েছে। স্থানীয় সময় সোমবার বিকেলে, দক্ষিণ কাবুলের কালা-ই-বখতিয়ার এলাকায় এ আত্মঘাতী বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।

এ ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছে কাবুল পুলিশ। এর আগে, ২০২১ সালে আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালেবান। তারপর থেকে দেশটিতে সন্ত্রাসবাদীদের হামলার সংখ্যা কমেছে। তবে, হঠাৎ করে কেন এই হামলা, সে বিষয়ে এখন পর্যন্ত কোন আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি দেশটির সরকার।


আরও খবর

পেজারের পর ওয়াকিটকি ল্যাপটপ বিস্ফোরণ লেবাননে

বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪




নিজ জেলায় সংবর্ধিত হলেন ভিপি নূর

প্রকাশিত:শনিবার ০৭ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪ | ৭৮জন দেখেছেন

Image

গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নূরুল হক নূর বলেছেন, গত ৫৩ বছরে এই দেশের মানুষ অনেক স্বৈরাচারী ভোট ডাকাত সরকার দেখেছে। এই দেশে তরুণরা  কারো লাঠিয়াল হওয়ার জন্য আন্দোলনে রক্ত ও জীবন দিবে না। এই দেশের তরুণরা আগামীতে নতুন বাংলাদেশ নির্মাণ নতুন রাজনীতি প্রতিষ্ঠা করার জন্য নেতৃত্ব দেওয়ার জন্য ঐক্যবদ্ধ হচ্ছে।   রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পাওয়ার পর শুক্রবার বিকেলে নিজ জেলা পটুয়াখালীতে প্রথম দলীয় সফরে এসে সংবর্ধনা সভায় এসব কথা বলেন তিনি। 

গণ অধিকার পরিষদ পটুয়াখালী জেলা শাখার আহ্বায়ক সৈয়দ মোঃ নজরুল ইসলাম লিটুর সভাপতিত্বে পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন মাঠে আয়োজিত সংবর্ধনা সভায় তিনি আরো বলেন,  বিএনপি যদি মনে করে যারা আন্দোলন করেছে তাদেরকে নিয়ে জাতীয় সরকার করবে তবে বিএনপির সাথে জোট হবে রাজনৈতিক সমঝোতা হবে। নইলে বিএনপি'র  বয়কট হবে। বিকল্প শক্তি নিয়ে এককভাবে নির্বাচন করা হবে। 
এসময় আরো বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
সংবর্ধনা স্থলে জেলার বিভিন্ন স্থান সহ আশপাশের জেলার নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। 
নিজ জেলার সন্তানের নেতৃত্বে সর্বপ্রথম কোন পুর্নাঙ্গ রাজনৈতিক দল গঠনে আত্মতৃপ্তিতে  গণ অধিকার পরিষদের জন্য শুভকামনা জানিয়েছেন জেলার নেতৃবৃন্দ।


আরও খবর

৭ বছর পর নিখোঁজ ছেলেকে ফিরে পেলেন মা

বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪




রাঙামাটিতে ২৪ স্কুল প্লাবিত হয়ে বন্ধ পাঠদান

প্রকাশিত:শনিবার ০৭ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪ | ৫৭জন দেখেছেন

Image

 রাঙামাটিতে টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে জেলার ২৪টি প্রাথমিক বিদ্যালয় প্লাবিত হওয়ায় বর্তমানে পাঠদান বন্ধ রয়েছে। এতে বিপাকে পড়েছে সহস্রাধিক শিক্ষার্থী।

জেলার লংগদু উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় সড়ক ও স্কুলগুলো ডুবে গেছে। বন্যায় ক্ষতিগ্রস্তরা অনেকে আবার স্কুলে আশ্রয় নিয়েছেন। বর্তমানে ওই উপজেলার ২০টি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম বন্ধ রয়েছে।  

লংগদু উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, টানা ভারী বৃষ্টিপাতে বিদ্যালয়ে পানি ওঠায় এবং অনেক স্কুলে বন্যায় ক্ষতিগ্রস্তরা আশ্রয় নেওয়ায়  শ্রেণির পাঠদান বন্ধ রয়েছে। উপজেলার ১৩টি বিদ্যালয় আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। এর মধ্যে তিনটি বিদ্যালয় পানিতে ডুবে গেছে এবং বাকি আরও চারটি স্কুলের সড়ক ডুবে যাওয়ায় শিক্ষার্থীরা উপস্থিত হতে না পারায় পাঠদান বন্ধ আছে।

রাঙামাটি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হৃষীকেশ শীল জানান, জেলার চার উপজেলায় ২৪টি প্রাথমিক বিদ্যালয় বন্যায় আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার ও বিদ্যালয়ে পানি ওঠায় ছাত্র-ছাত্রীরা বিদ্যালয়ে আসতে না পারার কারণে শ্রেণি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে বিদ্যালয়ের ক্ষতিগ্রস্তের পরিমাণ এখনও নিরূপণ করা সম্ভব হয়নি বলে জানান তিনি।  

এদিকে, কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আড়াই ফুট করে খুলে দিয়ে সেকেন্ডে ৪৯ হাজার কিউসেক পানি ছাড়া হচ্ছে। বর্তমানে হ্রদে ১০৮ দশমিক ৩৫ ফুট মিনস সি লেভেল পানি রয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা,  সেপ্টেম্বর ০৬, ২০২৪


আরও খবর

শাবির নতুন ভিসি সারওয়ারউদ্দিন চৌধুরী

বুধবার ১৮ সেপ্টেম্বর ২০২৪




ডিসি নিয়োগের প্রজ্ঞাপন নিয়ে আপত্তি, বাতিল হওয়ার সম্ভাবনা

প্রকাশিত:বুধবার ১১ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪ | ৭০জন দেখেছেন

Image

দেশের ৫৯ জেলায় নতুন করে জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এ নিয়ে ঘোর আপত্তি জানিয়েছেন আওয়ামী লীগ সরকারের আমলে বঞ্চিত 'বিএনপিপন্থি' হিসেবে পরিচিত কর্মকর্তারা। তাদের আপত্তির মুখে ডিসি নিয়োগের প্রজ্ঞাপন বাতিল হতে পারে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।এদিকে, আজ বেলা ১১টায় প্রধান উপদেষ্টার সঙ্গে সদ্য নিয়োগ পাওয়া ডিসিদের একটি ব্রিফিং অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সেটি অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। এজন্য মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ডিসিদের পদায়ন হওয়া কর্মস্থলের উদ্দেশে যাত্রা করতে বারণ করা হয়েছে।

সোমবার এবং মঙ্গলবার দুই দিনে দেশের ৫৯ জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়। এ পদে নিয়োগের ক্ষেত্রে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে হট্টগোল করেন উপ-সচিব পর্যায়ের একদল কর্মকর্তা।এদিন দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব কে, এম, আলী আযম ও জিয়াউদ্দিনের কক্ষে হট্টগোল করেন তারা। বেলা ৩টায় বঞ্চিত কর্মকর্তারা এ দুই যুগ্ম সচিবের কক্ষ অবরুদ্ধ করে রাখেন। কর্মকর্তাদের রোষ থেকে নিজেকে বাঁচাতে যুগ্ম সচিব আলী আযম পাশের রুমের টয়লেটে প্রবেশ করে দরজা বন্ধ করে দেন। প্রায় ২ ঘণ্টা পর সিনিয়র কর্মকর্তারা সেখানে গিয়ে তাকে বের করে আনেন।


আরও খবর

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু

বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪

সরকারি চাকরিতে প্রবেশ ও অবসরের বয়স বাড়ছে

বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪