Logo
আজঃ বৃহস্পতিবার ১৬ জানুয়ারী ২০২৫
শিরোনাম

পাকিস্তানে ফের মেয়েদের স্কুল উড়িয়ে দিলো সন্ত্রাসীরা

প্রকাশিত:শনিবার ১৮ মে ২০২৪ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৬ জানুয়ারী ২০২৫ | ৩৮৪জন দেখেছেন

Image

 ডিজিটাল ডেস্ক

পাকিস্তানে ফের মেয়েদের স্কুলে বোমা হামলা করেছে জঙ্গিরা। শুক্রবার দেশটির খাইবার পাখতুনখোয়া প্রদেশের দক্ষিণ ওয়াজিরিস্তানের একটি মেয়েদের স্কুলের বোমা হামলা করেছে জঙ্গিরা। এর আগেও গত ৯ মে একটি মেয়েদের স্কুলে বোমা হামলা করা হয়েছিল।


জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১ সালের মাঝামাঝি সময় থেকেই পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চল ব্যাপক সন্ত্রাসী হামলার কবলে রয়েছে। বিশেষ করে খাইবার পাখতুনখোয়া প্রদেশের বিভিন্ন জেলার মেয়েদের স্কুল এই ধরনের হামলার অন্যতম লক্ষ্যবস্তু।



শুক্রবার হামলার শিকার স্কুলটি ওয়ানা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সহায়তায় প্রতিষ্ঠিত। এটি সোফিয়া নূর স্কুল নামে পরিচিত।


৯ মে উত্তর ওয়াজিরিস্তানের শেভা শহরে ইসলামিয়া গার্লস স্কুলে বোমা হামলা করা হয়। তবে বোমা হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।


পরপর দুটি স্কুলে বিস্ফোরণের পর আতঙ্কে রয়েছেন প্রদেশের বাসিন্দারা। অতীতেও তারা বহুবার এ ধরনের হামলা দেখেছে।


পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য নিউজ অনুসারে, স্কুলের কয়েকটি ব্লকে নির্মাণকাজ চলছিল। খবর অনুযায়ী, ভোর ৩টার দিকে বিস্ফোরণে ভবনটির একটি অংশ ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।


তবে সামাজিক যোগাযোগ মাধ্যমের কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে, স্কুলের প্রশাসন চাঁদাবাজির চিঠি পেয়েছিল। কিন্তু স্থানীয়রা তা অস্বীকার করেছেন।


ওয়ানা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘যারা স্কুলে হামলা করেছে তারা ওয়াজিরিস্তানের জনগণকে শিক্ষা ও উন্নয়ন থেকে বঞ্চিত রাখতে চায়। তবে এতে আমারা দমে যাব না। আমরা নতুন প্রজন্মকে শিক্ষিত করার প্রচেষ্টা অব্যাহত রাখব।’


তিনি বলেন, তাদের সংগঠন প্রায় এক মাস আগে একটি জঙ্গি গোষ্ঠীর কাছ থেকে চাঁদাবাজির চিঠি পেয়েছিল।


অ্যাসোসিয়েশনের একজন সিনিয়র সদস্য এএফপিকে বলেন, ‘এর কিছুদিন পর আমাদের অফিসে আরেকটি চিঠি পাঠানো হয়। চিঠিতে ১ কোটি রুপি দিতে বলা হয়। এর পরে আমাদের কাছে আফগান নম্বর থেকে হুমকিমূলক কল আসতে শুরু করে। তারা কলে টাকা দাবি করতো।’


সদস্যদের অভিযোগ, স্থানীয় তালেবান গোষ্ঠীর থেকে চাঁদা দাবি করা হতো বলে স্কুল প্রশাসনকে বলা হয়েছিল। স্থানীয়ভাবে এই জঙ্গি গোষ্ঠীগুলোর সঙ্গে যোগাযোগ করার জন্য অনেক চেষ্টা করা হয়েছে। কিন্তু তা ব্যর্থ।


নাম প্রকাশ অনিচ্ছুক একজন জেলা সরকারি কর্মকর্তা এএফপিকে বলেছেন, তালেবান দলগুলো ওই এলাকায় স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি করে। 


যারা টাকা দিতে রাজি না হয় তাদের লক্ষ্যবস্তু করা হয়, তাদের বাড়িঘরে হামলা বা তাদের নিজেদেকেই হত্যা করা হয়। গত কয়েক বছরে বেশ কয়েকজন ব্যবসায়ীকে অপহরণ ও হত্যা করা হয়েছে।




আরও খবর



১৫ কর্মকর্তাকে সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি

প্রকাশিত:রবিবার ০৫ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ জানুয়ারী ২০২৫ | ৪২জন দেখেছেন

Image

ডিজিটাল ডেস্ক: সহকারী সচিব পদমর্যাদার ১৫ কর্মকর্তাকে সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি অনুবিভাগের অভ্যন্তরীণ নিয়োগ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

সিনিয়র সহকারী সচিব নিলুফা ইয়াসমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।


আরও খবর



১৪.৯২ গড়ে ৭১ উইকেট—বুমরার মতো এমনকিছু খুব কমই দেখেছে ক্রিকেট

প্রকাশিত:মঙ্গলবার ৩১ ডিসেম্বর ২০২৪ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৬ জানুয়ারী ২০২৫ | ৩৭জন দেখেছেন

Image

খেলা ডেস্ক: ১৩ টেস্টে ১৪.৯২ গড়ে ৭১ উইকেট!


২০২৪ সালটা এমন অবিশ্বাস্য পরিসংখ্যান নিয়েই শেষ করলেন যশপ্রীত বুমরা। ২০২৪ সালে তো বটেই, ২০১৬ সালের পর টেস্টে এক বছরে ভারতীয় পেসারের চেয়ে বেশি উইকেট পাননি অন্য কোনো বোলার। শুধু পেসারদের হিসাব করলে ২০০৮ সালের পর বুমরার ৭১-ই এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ।


বুমরার আগে টেস্টে পেসারদের মধ্যে এক পঞ্জিকাবর্ষে সর্বশেষ ৭০-এর বেশি উইকেট পেয়েছিলেন ডেল স্টেইন। ২০০৮ সালে ১৩ টেস্টে ২০.০১ গড়ে ৭৪ উইকেট নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকান ফাস্ট বোলার।


পেসার ও স্পিনার মিলিয়ে বুমরার আগে সর্বশেষ এক পঞ্জিকাবর্ষে ‘৭০’ ছুঁয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন। ২০১৬ সালে ১২ টেস্টে ২৩.৯০ গড়ে ৭২ উইকেট পেয়েছিলেন ভারতীয় অফ স্পিনার।



১৪৭ বছরের টেস্ট ইতিহাসে কোনো বোলারের বছরে ৭০ বা এ বেশি উইকেট নেওয়ার ঘটনা ১৮টি। সর্বপ্রথম ১৯৬৪ সালে এই কীর্তি গড়েন অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার গ্রাহাম ম্যাকেঞ্জি। ১৪ টেস্টে ২৪.৪৬ গড়ে ৭১ উইকেট নিয়েছিলেন অস্ট্রেলিয়ার হয়ে মোট ৬০টি টেস্ট খেলা ম্যাকেঞ্জি।


এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড শেন ওয়ার্নের

এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড শেন ওয়ার্নেরএএফপি

এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ডটা শেন ওয়ার্নের। অস্ট্রেলিয়ার প্রয়াত লেগ স্পিন কিংবদন্তি ২০০৫ সালে ১৫ টেস্টে ২২.০২ গড়ে নেন ৯৬ উইকেট। ওয়ার্ন ভাঙেন ১৯৮১ সালে ডেনিস লিলির ৮৫ উইকেটের রেকর্ড (১৩ টেস্ট, ২০.৯৫ গড়)।


ওয়ার্নের রেকর্ডটি পরের বছরই হুমকির মুখে ফেলেছিলেন মুত্তিয়া মুরালিধরন। শ্রীলঙ্কান অফ স্পিনার ২০০৬ সালে ১১ টেস্টেই ১৬.৯০ গড়ে নেন ৯০ উইকেট। টেস্টে টেস্ট ক্রিকেটে শীর্ষ দুই উইকেটশিকারি ছাড়া আর কেউ এক বছরে ৯০ উইকেট পাননি। শেন ওয়ার্ন মোট ৪ বার এক বছরে ৭০টির বেশি উইকেট পেয়েছেন। মুরালি যা পেয়েছেন তিনবার। এ ছাড়া ভারতের কপিল দেবই শুধু এক বছরে দুবার ৭০টির বেশি উইকেট পেয়েছেন।


বিপিএল ২৯ ছক্কার ম্যাচ আগে দেখেছে কি

এক পঞ্জিকাবর্ষে মোট উইকেটশিকারে ম্যাকেঞ্জির সঙ্গে যৌথভাবে ১৫তম স্থানে আছেন বুমরা। তবে ভারতীয় ফাস্ট বোলার এ বছর কী করেছেন সেটি শুধু উইকেটের সংখ্যায় ঠিক বোঝা যাচ্ছে না। ২০২৪ সালে বুমরার বোলিং ১৪.৯২। টেস্ট ইতিহাসে বুমরার আগে ১৫ এর কম গড়ে এক বছরে কমপক্ষে ৫০ উইকেট নিতে পেরেছেন মাত্র দুজন বোলার। দুজনের নামের আগেই কিংবদন্তি লিখতে দুবার ভাবতে হয় না। সেই দুজনও অবশ্য বুমরার মতো ৭০ উইকেট নিতে পারেননি।


আরও খবর



রায়পুরে নাগরিক কমিটির লিফলেট বিতরণ

প্রকাশিত:শনিবার ১১ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ জানুয়ারী ২০২৫ | ২০জন দেখেছেন

Image

খোরশেদ রনি লক্ষীপুর থেকে :  জুলাই এর প্রেরণা, দিতে হবে ঘোষণা’ এই স্লোগানে জুলাই ঘোষণাপত্র প্রকাশের দাবিতে লিফলেট বিতরণ করেছেন লক্ষীপুরের রায়পুর উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মীরা।  


শনিবার  সকাল ১১.টায় রায়পুর পৌর শহরের শহীদ ওসমান চত্বরে কার্যক্রম শুরু করে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে তারা লিফলেট বিতরণ করেন। লিফলেট বিতরণে তারা জুলাই অভ্যুত্থানে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং দ্রুত সময়ের মধ্যে আহতদের বিনামূল্যে সুচিকিৎসা প্রদানের প্রতিশ্রুতি স্পষ্ট করাসহ ৭ দফা দাবি তুলে ধরেন।


লিফলেট বিতরণের সময় জাতীয় নাগরিক কমিটির রায়পুর উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয়কর্মী ওসমান গনি শামসু, আনোয়ার আরিফ,নাঈম হোসেন,আল-আমীন,রনি, নিবিড়, ফয়েজ হোসাইনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে সরকারের প্রতিশ্রুতিমতো আগামী ১৫ জানুয়ারির মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করাসহ ৭ দফা বাস্তবায়নের দাবি জানান লিফলেট বিতরণ কারিরা।  


আরও খবর



মঙ্গল গ্রহের নতুন নামকরণের প্রস্তাব ইলন মাস্কের

প্রকাশিত:রবিবার ২৯ ডিসেম্বর ২০২৪ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৬ জানুয়ারী ২০২৫ | ৪৪জন দেখেছেন

Image

অনলাইন ডেস্ক: মঙ্গল গ্রহকে নিউ ওয়ার্ল্ড হিসেবে নামকরণের প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। ভবিষ্যতে মানুষকে রক্ষার জন্য মঙ্গল গ্রহে স্বয়ংসম্পূর্ণ দীর্ঘমেয়াদি মানববসতি স্থাপনের গুরুত্ব তুলে ধরে গ্রহটির এই নামকরণের প্রস্তাব দিলেন তিনি।


এক্সে (সাবেক টু্ইটার) দেওয়া এক পোস্টে মঙ্গল গ্রহে চলমান কিউরিওসিটি রোভারের ছবি প্রকাশ করেছেন ইলন মাস্ক। ছবিতে দেখা যাচ্ছে, মঙ্গল গ্রহের গেল ক্রেটার নামের খাদে অবস্থান করছে কিউরিওসিটি রোভার। পোস্টে ইলন মাস্ক লিখেছেন, মঙ্গল গ্রহকে নতুন বিশ্ব বলা হবে, যেমনটি গত শতাব্দীতে আমেরিকাকে নতুন বিশ্ব বলা হয়েছে। এটা বেশ বড় একটি অনুপ্রেরণামূলক অ্যাডভেঞ্চার।


উল্লেখ্য, অভিযাত্রী ক্রিস্টোফার কলম্বাস আমেরিকা মহাদেশে ১৪৯২ সালে প্রথম পা রাখার পর থেকে যুক্তরাষ্ট্রকে নতুন পৃথিবী বা নিউ ওয়ার্ল্ড নামে ডাকা শুরু হয়। এরপর কয়েক শতাব্দী ধরে আমেরিকাকে নতুন পৃথিবী নামেই ডাকা হতো।





আরও খবর



কলাপাড়ায় মানসম্মত শিক্ষা বিষয়ক সেমিনার ও ইউনেস্কো-হামদান পুরস্কার অর্জন

প্রকাশিত:বুধবার ১৮ ডিসেম্বর ২০২৪ | হালনাগাদ:বুধবার ১৫ জানুয়ারী ২০২৫ | ১২৭জন দেখেছেন

Image

কলাপাড়া প্রতিনিধি: কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। কলাপাড়ায় প্রথমবারের মতো শিক্ষকদের মান উন্নয়নে ইউনেস্কো-হামদান পুরস্কার অর্জন করায় কেক কেটে উদযাপন করা হয়েছে। এসময় মানসম্মত শিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। মঙ্গলবার দুপুর ১২ টায় উপজেলা প্রশাসন হলরুমে বেসরকারি উন্নয়ন সংস্থা গুড নেইবারস বাংলাদেশ'র উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে সংস্থার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এড়িয়া ম্যানেজার যোসেফ ডায়াস-এর সভাপতিত্বে ও কলাপাড়া সিডিপি ম্যানেজার পলাশ রনি মুলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পটুয়াখালী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোল্লা বক্তিয়ার রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অচ্যুতানন্দ, সংস্থার মনিটরিং ও ইভালুয়েশন টিমের ম্যানেজার প্রসেনজিৎ মোল্লা।

অনুষ্ঠানে গুড নেইবারস বাংলাদেশ-এর কার্যক্রম ও মানসম্মত শিক্ষা বিষয়ক পরিচিতি, বিদ্যালয়ে শিশু বান্ধব পরিবেশ ও শিশু সুরক্ষা নিশ্চিতকরণ, শিশুর মানসিক স্বাস্থ্য সমস্যার লক্ষণ, সুরক্ষার কৌশল ও সুরক্ষায় শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। সেমিনারে ডালবুগঞ্জ, মহিপুর ও লতাচাপলী ইউনিয়নের ৩৬ টি প্রাথমিক বিদ্যালয়ের ৭২ জন শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহণ করেন। এসময় অংশগ্রহণকারী শিক্ষক-শিক্ষিকারা উন্মুক্তভাবে তাদের মতামত প্রকাশ করেন।




আরও খবর