জয় পেতে কেবল ১০৬ রান দরকার ছিল ভারতের। হারমানপ্রীত কৌরদের শক্তিশালী ব্যাটিং লাইনের জন্য এই লক্ষ্যটা তেমন সমস্যা হওয়ার কথা ছিল না। তবে সেটা তাড়া করতেই ১৯ ওভার পর্যন্ত খেলতে হলো ভারতকে। বোলিংয়ে দুর্দান্ত পারফর্ম করলেও ব্যাটিং ব্যর্থতার কারণে হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে পাকিস্তানকে। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে বড়সড় ধাক্কা খেয়েছে ভারত। তবে দ্বিতীয় ম্যাচেই দারুণ কামব্যাক করেছে হারমানপ্রীতরা। পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়ে টুর্নামেন্টে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে ভারতীয় নারীরা। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে রোববার প্রথমে ব্যাটিং করে ভারতকে ১০৬ রানের লক্ষ্য দেয় পাকিস্তান। জবাবে ব্যাটিংয়ে নেমে ১৮ ওভার ৫ বলে লক্ষ্যে পৌঁছায় ভারত।
পাকিস্তানের বিপক্ষে বড়ো ব্যবধানে জয় পেলো ভারত
আফগানিস্তান সিরিজে থাকছেন না সাকিব!
বৃহস্পতিবার ৩১ অক্টোবর ২০২৪
তাইজুলের ফাইফার, চারশ পেরিয়ে লাঞ্চে দক্ষিণ আফ্রিকা
বুধবার ৩০ অক্টোবর ২০২৪
আজ প্রকাশ্যে জামায়াতের রুকন সম্মেলন
নিজস্ব প্রতিবেদক: ছাত্র-জনতার গণবিপ্লবের ফলে অনুকূল পরিবেশ পরিস্থিতিতে দীর্ঘ ১৯ বছর পর প্রকাশ্যে বড় পরিসরে রুকন সম্মেলন করতে যাচ্ছে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তর শাখা।
রোববার (১৩ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।এই সম্মেলনে মহানগর উত্তরের রুকনরা তাদের গোপন ভোটে মহানগর উত্তরের নতুন আমির নির্বাচন করবেন। তবে এখানে নিজে থেকে কোনো প্রার্থী থাকবেন না।
রুকনরা পছন্দের নেতার নাম লিখে একটি নির্দিষ্ট বাক্সে ফেলবেন। মহানগর উত্তরের আমির নির্বাচনে ১০ হাজারের বেশি রুকন এতে অংশ নেবেন। সর্বোচ্চ যিনি ভোট পাবেন তিনি আমির হিসেবে নির্বাচিত হবেন।সর্বশেষ ২০০৫ সালে পল্টন ময়দানে বড় পরিসরে অভিন্ন ঢাকা মহানগরের রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।
এরপর পরিবেশ পরিস্থিতির কারণে প্রকাশ্যে বড় পরিসরে রুকন সম্মেলন করা সম্ভব হয়নি।
রোববার সকাল ১০টায় অনুষ্ঠেয় এই রুকন সম্মেলনে দেশ, রাজনৈতিক, আন্তর্জাতিক, সামাজিক সংক্রান্ত বিভিন্ন সেশন এবং ২০২৫-২৬ সেশনের জন্য মহানগর আমির নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।এতে সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
শিবিরবিরোধী মিছিলকারীদের অভিনন্দন জানাল জাবি শিবির
বৃহস্পতিবার ৩১ অক্টোবর ২০২৪
আইআরআই প্রতিনিধি দলের সঙ্গে জামায়াত নেতাদের সাক্ষাৎ
মঙ্গলবার ২৯ অক্টোবর ২০২৪
যাত্রাবাড়ি থেকে ঢাকা বারের আইনজীবী হত্যা মামলার আসামী গ্রেফতার
ঢাকাবারের আইনজীবী মোঃ নয়ন শেখ হত্যাকান্ডে সরাসরি জড়িত আসামী রাজধানীর যাত্রাবাড়ি থেকে গ্রেফতার করেছে র্যাব। যাত্রাবাড়ির ধোলাইপার এলাকায় র্যাব-১০ ও র্যাব-৬, খুলনা এর যৌথ অভিযানে আসামীকে গ্রেফতার করা হয়।
তিনি বাগেরহাট জেলার কচুয়া থানাধীন বারুইখালি এলাকার বাসিন্দা ছিলেন। একই এলাকার জাকির হাওলাদারসহ আরো কয়েকজনের সাথে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে অনেকদিন যাবত বিরোধ চলছিলো, এ বিষয়ে বিজ্ঞ আদালতে মামলাও বিদ্যমান।
গত ৫ আগস্ট দুপুরে কচুয়া-ফতেপুর রাস্তায় আসামী জাকির হাওলাদার ও ফেরদৌস হাওলাদারসহ অন্যান্য সহযোগীরা ধারালো অস্ত্র দিয়ে নয়ন শেখের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। নয়নের চিৎকারে আশেপাশের মানুষ আসলে আসামীরা তাদের হুমকি ধামকি দিতে দিতে সেখান থেকে পালিয়ে যায়। পরে গুরুতর আহত নয়নকে স্থানীয় লোকজন হাসপাতালে নিয়ে যায়।
পরবর্তীতে ৯ আগস্ট আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় নয়ন মৃত্যুবরণ করেন।
প্রাথমিক জিজ্ঞসাবাদে আসামীরা হত্যাকান্ডে তাদের জড়িত থাকার কথা স্বীকার করেছে। বর্তমানে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
অর্ধশতাধিক মামলার পলাতক আসামীকে গ্রেফতার করেছে র্যাব-১০
বৃহস্পতিবার ৩১ অক্টোবর ২০২৪
বাংলাবান্ধায় ৩ দিন আমদানি-রপ্তানি বন্ধ
বৃহস্পতিবার ৩১ অক্টোবর ২০২৪
আরও ৩৬ বাংলাদেশি দেশে ফিরছেন লেবানন থেকে
যুদ্ধ বিধ্বস্ত লেবাননের বৈরুত থেকে পঞ্চম দফায় মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে দেশের উদ্দেশে রওনা হবেন আরও ৩৬ বাংলাদেশি।স্থানীয় সময় রোববার (২৭ অক্টোবর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বৈরুতের বাংলাদেশ দূতাবাস।
দূতাবাস জানায়, লেবানন থেকে পঞ্চম দফায় ৩৬ বাংলাদেশি নাগরিক ২৯ অক্টোবর স্থানীয় সময় সকাল ৭টা ২০ মিনিটে বৈরুত বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন। তারা জেদ্দা হয়ে এদিন রাতে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।এদিকে, চতুর্থ দফায় বৈরুত থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়া ৩০ বাংলাদেশি সোমবার দিবাগত রাতে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
প্রসঙ্গত, লেবানন থেকে এখনও পর্যন্ত ১৫০ জনকে দেশে ফেরত এনেছে সরকার। এর মধ্যে গত ২১ অক্টোবর প্রথম দফায় ফেরত এসেছে ৫৪ জন, ২৩ অক্টোবর দুটি ফ্লাইটে ৯৬ জন দেশে ফিরে এসেছেন। চতুর্থ দফায় আজ ফিরবেন আরও ৩০ জন।
মিরপুরে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের গাড়িতে আগুন
বৃহস্পতিবার ৩১ অক্টোবর ২০২৪
সায়েন্সল্যাবে অবরোধ শিক্ষার্থীদের, দিনের শুরুতেই ভোগান্তি
বুধবার ৩০ অক্টোবর ২০২৪
চলতি অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি হবে ৪.৫ শতাংশ : আইএমএফ
বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি (জিডিপি) কমার আভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। চলতি ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৪ দশমিক ৫ শতাংশ হবে বলে জানিয়েছে সংস্থাটি।মঙ্গলবার (২২ অক্টোবর) ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকে এমন প্রাক্কলন করেছে আইএমএফ। সংস্থাটি প্রতিবছর এপ্রিলে একটি এবং অক্টোবরে আরেকটি ‘ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক’ প্রকাশ করে।
চলতি অর্থবছরের জন্য জিডিপির প্রবৃদ্ধি নিয়ে আইএমএফের আগের পূর্বাভাস ছিল ৬ দশমিক ৬ শতাংশ। তবে মূল্যস্ফীতি আগেও ৯ দশমিক ৭ শতাংশ হবে বলে জানিয়েছিল সংস্থাটি।
সর্বশেষ আউটলুকে বলা হয়েছে, ২০২৪ এবং ২০২৫ সালে বিশ্বের জিডিপির প্রবৃদ্ধি ৩ দশমিক ২ শতাংশে স্থির থাকবে। আর ২০২৫ সালের পর বৈশ্বিক সার্বিক মূল্যস্ফীতি কমে দাঁড়াবে ৩ দশমিক ৫ শতাংশে। তথ্য উল্লেখ ছাড়া ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকে অবশ্য বাংলাদেশ নিয়ে আলাদা কোনো পর্যালোচনা বা বিশ্লেষণ নেই।
শেয়ারবাজারের সমস্যা সমাধানে আসছে দ্রুত পদক্ষেপ
বৃহস্পতিবার ৩১ অক্টোবর ২০২৪
ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত
বৃহস্পতিবার ৩১ অক্টোবর ২০২৪
ইসরায়েলি বাহিনীর গোয়েন্দা বিভাগে হামলা হিজবুল্লাহর
লেবাননভিত্তিক সশস্ত্র ইসলামি রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাহর যোদ্ধারা ইসরায়েলের বাহিনীর গ্লিলট ঘাঁটিতে হামলা চালিয়েছে। এই ঘাঁটিতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর গোয়েন্দা বিভাগ বলে পরিচিত ৮২০০ ইউনিটের সদর দপ্তর অবস্থিত।
এক বিবৃতিতে হিজবুল্লাহ পক্ষ থেকে বলা হয়েছে, ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিবে কাছে অবস্থিত গ্লিলট ঘাঁটিটি লক্ষ্য করে মঙ্গলবার গভীর রাত থেকে বুধবার ভোর পর্যন্ত মুহুর্মুহু রকেট নিক্ষেপ করেছে গোষ্ঠীটির যোদ্ধারা।
হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছু জানায়নি ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। তবে দেশটির সংবাদমাধ্যম ইয়েনেত নিউজ জানিয়েছে, ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী মাত্র ২টি দূরপাল্লার রকেট লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগে ধ্বংস করতে সক্ষম হয়েছে। এছাড়া রকেটের আঘাতে মধ্যাঞ্চলীয় শহর হারজলিয়ায় ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানিয়েছে ইয়েনেত।
প্রসঙ্গত, ইসরায়েল এবং লেবানন প্রতিবেশী দেশ। ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সীমান্তের অপর পাশেই লেবাননের দক্ষিণাঞ্চল। হিজবুল্লাহর প্রধান ঘাঁটি এবং সামরিক স্থাপনাগুলোর অবস্থানও ইসরায়েলের সীমান্তঘেঁষা দক্ষিন লেবাননের গ্রামগুলোতে।
ইরানের প্রত্যক্ষ মদত ও সমর্থনপুষ্ট হিজবুল্লাহ সামরিক স্থাপনা, যোদ্ধার সংখ্যা এবং মজুতকৃত অস্ত্রের পরিমাণের হিসেবে বর্তমানে বিশ্বের বৃহত্তম সশস্ত্র ইসলামি রাজনৈতিক গোষ্ঠী। ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত এ গোষ্ঠীটি শুরু থেকেই ইসরায়েলকে ধ্বংসের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
লেবাননের সরকার কিংবা সশস্ত্র বাহিনীর সঙ্গে হিজবুল্লাহর সরাসরি কোনো সংশ্লিষ্টতা নেই, তবে আড়ালে থেকে দেশটির ক্ষমতা নিয়ন্ত্রণ করে গোষ্ঠীটি।
প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সময়ে উত্তর ইসরায়েলকে লক্ষ্য করে চোরাগুপ্তা হামলা চালিয়েছে হিজবুল্লাহ, তবে সেই হামলার মাত্রা ব্যাপকভাবে গোষ্ঠীটি বাড়িয়েছে ২০২৩ সালে গাজায় হামাস এবং ইসরায়েলি বাহিনীর মধ্যে যুদ্ধ বাঁধার পর থেকে।
গাজায় ইসরায়েলি বর্বরতায় নিহত আরও শতাধিক ফিলিস্তিনি
বৃহস্পতিবার ৩১ অক্টোবর ২০২৪
সমাপনী বক্তব্যে যা বললেন কমালা ও ট্রাম্প
বুধবার ৩০ অক্টোবর ২০২৪