Logo
আজঃ বৃহস্পতিবার ১৬ জানুয়ারী ২০২৫
শিরোনাম

রাণীনগরে আতব ধানে ব্লাস্টের আক্রমণ ॥ ক্ষতিতে কৃষকরা

প্রকাশিত:মঙ্গলবার ১০ ডিসেম্বর ২০২৪ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৬ জানুয়ারী ২০২৫ | ১৩১জন দেখেছেন

Image

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর রাণীনগর চলতি আমন মৌসুমে আতব ধানের শীষ ব্যাপকহারে মরে যাচ্ছে। ব্লাষ্ট রোগ আক্রমণ হয়ে ধানের শীষ মরে যাওয়ায় ফলন অর্ধেকেরও কমে নেমে এসেছে। কৃষকরা বলছেন, যেখনে প্রতি বছর বিঘাপ্রতি ১২ থেকে ১৬ মণ হারে ফলন হয়েছে সেখানে এবছর মাত্র ৬ থেকে ৮ মণ হারে ফলন হচ্ছে।

তবে কৃষি কর্মকর্তা বলছেন, একই জাতের ধান বার বার চাষ করলে ওই ধানের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। তাই ভাল ফলন পেতে ধানের জাত পরিবর্তনের পরামর্শ দিয়েছেন কৃষকদের। রাণীনগর উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, চলতি মৌসুমে উপজেলা জুড়ে ১৮ হাজার ৪৫০ হেক্টর জমিতে ধানের চাষ করছেন কৃষকরা। এর মধ্যে ধানী গোল্ড, বিনা-১৭, ব্রি ধান-৪৯, ব্রি ধান-৯০, স্বর্ণা এবং আতব ও চিনি আতব ধান চাষ করছেন কৃষকরা। অফিসের তথ্য মতে কৃষকরা ব্রি-৩৪ জাতের আতব ধান চাষ করেছেন প্রায় ৭ হাজার ৫৪০ হেক্টর এবং চিনি আতব ধান চাষ করেছেন ১৩৩ হেক্টর জমিতে। কৃষকরা বলছেন, ধান রোপণের শুরুতে আবহাওয়া অনুকূলে থাকায় ধান গাছ বেশ ভালো হয়েছিল।

ধানের শীষ বড় হবার পর থেকেই শীষ মরা রোগ দেখা দেয়। শীষ মরা প্রতিরোধে বিভিন্ন কোম্পানীর ওষুধ ছিটিয়েও কোন ফল হয়নি। তাদের ভাষ্যমতে চাষকৃত আতব ধান সব চাইতে বেশি মরেছে। তবে অন্যান্য জাতের ধানের শীষ তুলনামূলকভাবে কম মরেছে। কৃষকরা বলছেন, ব্যাপক হারে ধানের শীষ মরে যাওয়ায় প্রতি বছরের গড় ফলন অর্ধেকেরও কম হয়েছে এবার। এতে চরমভাবে লোকসানে পড়েছেন কৃষকরা।


আরও খবর



পাহাড়ের চূড়ায় বারোমাসি তরমুজ চাষ

প্রকাশিত:শনিবার ০৪ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:বুধবার ১৫ জানুয়ারী ২০২৫ | ৩৭জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিনিধি: পাহাড়ের চূড়ায় বারোমাসি তরমুজ চাষ করে নুরু মিয়া সফলতার আশা করছেন। খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার ৫নং উল্টাছড়ি ইউনিয়ন পরিষদ ভবনটির অবস্থান সমতল থেকে প্রায় চল্লিশ ফুট উঁচুতে। ভবনের পাশেই রয়েছে করিমের একটি পতিত টিলা। পাহাড়ের চূড়ার পতিত সেই টিলায় বারোমাসি তরমুজ চাষ করেছে দুই কৃষক। ফলন ভালো হয়েছে তাই দেখছেন আশার আলো।


জিয়ানগর গ্রামের প্রয়াত মাহতাব উদ্দিনের ছেলে  নুরু  তিন মাস আগে ষাট শতক পতিত জায়গায় আবাদ করেন তরমুজের বীজ। তিন মাসেই এখন পাহাড়ের চূড়ায় শোভা পাচ্ছে বড় সাইজের চার শতাধিক তরমুজ। যার মাঝে ছয় থেকে আট কেজি ওজনের রয়েছে প্রায় তিন শতাধিক তরমুজ। বাকিগুলো তিন থেকে পাঁচ কেজি। নুরু ও তার পরিবার মিলেই বেশিরভাগ সময় পরিচর্চা করে থাকেন।


বাগানের মাঝখানে একটি টঙ ঘরে অবস্থান নিয়ে দিন-রাত পরিচর্চা ও পাহারার দেন কৃষক নুরু। তিনি জানান, প্রতিটি তরমুজের নীচে বাঁশের কঞ্চি দেয়া রয়েছে যাতে পোকায় আক্রমণ করতে না পারে। তবে সঠিক বীজ পাননি বলে সাইজে ছোট-বড় হয়েছে। পরীক্ষামূলক প্রথমবারের মতো চাষ করেছেন। লাভবান হবে বলে আশা করছেন। তবে আগামী বারের জন্য কাজটা সহজ হয়েছে। এবারে লক্ষাধিক টাকার মতো পুঁজি খাটিয়েছেন। তবে তরমুজ দাম থাকায়  আশা করছেন খরচ যা হয়েছে তার দ্বিগুণ লাভ হবে। বর্তমানে ৫ কেজি ওজনের তরমুজ ২৫০ থেকে  ৩০০টাকা বিক্রি  হচ্ছে। একইভাবে ৮কেজি ওজনের বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৪৫০ টাকা দামে।


পানছড়ি উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইব্রাহিম খলিল জানান, তরমুজ একটি স্বল্পকালীন ফসল। আশি থেকে একশো দশ দিনের মাঝেই ফল সংগ্রহ করা যায়। তরমুজ গাছের গোড়ায় যাতে পানি না জমে সেদিকে খেয়াল রাখতে হবে। তবে কাঙিক্ষত ফলন পেতে হলে একটি গাছে সর্বোচ্চ তিন থেকে চারটি ফল রাখাই উত্তম। বর্তমান সময়ে বাজারে তরমুজের প্রচুর চাহিদা রয়েছে। আশা করি পানছড়ির কৃষক নুরু লাভবান হবে। নুরুর দেখাদেখি আরো অনেকে এ তরমুজ চাষে আগ্রহী হয়ে উঠছে। 


আরও খবর



ডেন্টাল ভর্তি পরীক্ষার আবেদন আগামীকাল শুরু

প্রকাশিত:শনিবার ২৮ ডিসেম্বর ২০২৪ | হালনাগাদ:শনিবার ১১ জানুয়ারী ২০২৫ | ৫৯জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিনিধি: ২০২৪-২৫ শিক্ষাবর্ষের বিডিএস (ডেন্টাল) ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে আগামীকাল রোববার (২৯ ডিসেম্বর)। আবেদনের শেষ তারিখ ২০ জানুয়ারি। আগামী ২৮ ফেব্রুয়ারি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার সেকেন্ড টাইম ভর্তিচ্ছুদের দুই পদ্ধতিতে ৩ ও ৬ নম্বর কর্তন করা হবে।


শনিবার (২৮ ডিসেম্বর) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।



রুবীনা ইয়াসমীন জানান, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বিডিএস (ডেন্টাল) ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের আগ্রহী প্রার্থীদের ২০২৩ অথবা ২০২৪ সালে এইচএসসি, এ-লেভেল বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। যেসব শিক্ষার্থী ২০২১ সালের পূর্বে এসএসসি, ও-লেভেল বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তারা আবেদন করার যোগ্য বিবেচিত হবেন না।


একই সঙ্গে অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিডিএস (ডেন্টাল) ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের আগ্রহী প্রার্থীকে এসএসসি, ও-লেভেল বা সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ হতে হবে এবং এইচএসসি, এ-লেভেল বা সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে অন্তত জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান ও রসায়ন থাকতে হবে। এছাড়া, এসএসসি, ও-লেভেল বা সমমান এবং এইচএসসি, এ-লেভেল বা সমমান পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৯.০০ থাকতে হবে।


আবেদন করবেন যেভাবে

আবেদনকারীদের টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে এক হাজার টাকা জমা দিয়ে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী আবেদনপত্র পূরণ করতে হবে। ডেন্টাল ভর্তি পরীক্ষার জন্য অনলাইন ফরম পূরণের প্রক্রিয়া ও ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য টেলিটকের ওয়েবসাইট (http://dgme.teletalk.com.bd), স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের ওয়েবসাইট (www.mefwd.gov.bd), স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট (www.dgme.gov.bd) এবং স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট (www.dghs.gov.bd) থেকে পাওয়া যাবে।


আরও খবর



মঙ্গল গ্রহের নতুন নামকরণের প্রস্তাব ইলন মাস্কের

প্রকাশিত:রবিবার ২৯ ডিসেম্বর ২০২৪ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৬ জানুয়ারী ২০২৫ | ৪৪জন দেখেছেন

Image

অনলাইন ডেস্ক: মঙ্গল গ্রহকে নিউ ওয়ার্ল্ড হিসেবে নামকরণের প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। ভবিষ্যতে মানুষকে রক্ষার জন্য মঙ্গল গ্রহে স্বয়ংসম্পূর্ণ দীর্ঘমেয়াদি মানববসতি স্থাপনের গুরুত্ব তুলে ধরে গ্রহটির এই নামকরণের প্রস্তাব দিলেন তিনি।


এক্সে (সাবেক টু্ইটার) দেওয়া এক পোস্টে মঙ্গল গ্রহে চলমান কিউরিওসিটি রোভারের ছবি প্রকাশ করেছেন ইলন মাস্ক। ছবিতে দেখা যাচ্ছে, মঙ্গল গ্রহের গেল ক্রেটার নামের খাদে অবস্থান করছে কিউরিওসিটি রোভার। পোস্টে ইলন মাস্ক লিখেছেন, মঙ্গল গ্রহকে নতুন বিশ্ব বলা হবে, যেমনটি গত শতাব্দীতে আমেরিকাকে নতুন বিশ্ব বলা হয়েছে। এটা বেশ বড় একটি অনুপ্রেরণামূলক অ্যাডভেঞ্চার।


উল্লেখ্য, অভিযাত্রী ক্রিস্টোফার কলম্বাস আমেরিকা মহাদেশে ১৪৯২ সালে প্রথম পা রাখার পর থেকে যুক্তরাষ্ট্রকে নতুন পৃথিবী বা নিউ ওয়ার্ল্ড নামে ডাকা শুরু হয়। এরপর কয়েক শতাব্দী ধরে আমেরিকাকে নতুন পৃথিবী নামেই ডাকা হতো।





আরও খবর



কলাপাড়া প্রেসক্লাবের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশিত:বৃহস্পতিবার ০২ জানুয়ারী 2০২5 | হালনাগাদ:রবিবার ১২ জানুয়ারী ২০২৫ | ২৫জন দেখেছেন

Image

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: কেক কাটা আলোচনা সভা সহ নানা আয়োজনের মধ্যদিয়ে পটুয়াখালীর কলাপাড়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার বেলা ১১ টায় পৌর শহরে একটি বনার্ঢ্য র‌্যালী বের করা হয়। এতে গনমাধ্যম কর্মী সহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ অংশগ্রহন করেন। পরে কলাপাড়া প্রেসক্লাব মিলনায়তনে ক্লাবের ইতিহাস, ঐতিহ্য ও গৌরবের ৪৪ বছর বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন কলাপাড়া প্রেসক্লাব সভাপতি মো.হুমায়ুন কবির।

প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষন বিষয়ক সম্পাদক আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সভাপতি হাজী হুমায়ুন সিকদার। এ ছাড়া বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সিনিয়র-সহ সভাপতি জাফরুজ্জামান খোকন, সধারন সম্পাদক এ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, কলাপাড়া পৌর বিএনপি'র সভাপতি গাজী মো.ফারুক, সাধারন সম্পাদক মুছা তাওহিদ নান্নু মুন্সি, মহিপুর থানা বিএনপি'র সধারন সম্পদক এ্যাডভোকেট শাহজাহান পারভেজ, উপজেলা জামায়েতর আমির মাওলানা আব্দুল কাউম, শিক্ষক সমিতির সভাপতি ফখরুল ইসলাম, প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সদস্য শিক্ষক আব্দুল খালেক, প্রেসকা¬ব সাবেক সভাপতি মেজবাহ উদ্দিন মাননু, সাবেক সাধারন সম্পাদক মহসিন পারভেজ, স্থপতি ইয়াকুব আলী, কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.জুয়েল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক নেছার উদ্দিন আহমেদ টিপু।

এছাড়াও দিনভর বিভিন্ন কর্মসুচির মধ্যদিয় কলাপাড়া প্রেসক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।



আরও খবর



তিব্বতে শক্তিশালী ভূমিকম্প, নিহত ৩৬

প্রকাশিত:মঙ্গলবার ০৭ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:বুধবার ১৫ জানুয়ারী ২০২৫ | ৪৫জন দেখেছেন

Image

অনলাইন ডেস্ক: চীনের তিব্বতের প্রত্যন্ত পার্বত্য অঞ্চলে মঙ্গলবার (৭ জানুয়ারি) শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে এখন পর্যন্ত ৩৬ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। চীনের মিডিয়া বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

প্রতিবেদনে বলা হয়েছে, তিব্বতের এই ভূমিকম্পনের কম্পন বাংলাদেশ, নেপাল, ভারত, ভুটানে অনুভূত হয়েছে।

মার্কিন ভূ-তাত্ত্বিক সংস্থা ইউএসজিএস জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৯টা ৫ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর মাত্রা ছিল রিখটার স্কেলের ৭ দশমিক ১। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।

তবে চীনের পক্ষ থেকে বলা হয়েছে, এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৮।

সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল তিব্বতের রাজধানী লাসা থেকে প্রায় ৫০ মাইল পশ্চিমে। ওই এলাকার নিকটবর্তী ড্যামাকসং কাউন্টির গেদার শহরে হতাহতের ঘটনাগুলো ঘটেছে। এখন পর্যন্ত৩৮ জনের আহতের খবর পাওয়া গেছে।


আরও খবর