Logo
আজঃ বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারী ২০২৫
শিরোনাম

শার্শায় সরিষায় আগ্রহ বেড়েছে চাষিদের

প্রকাশিত:বৃহস্পতিবার ২৮ ডিসেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারী ২০২৫ | ৬৬৮জন দেখেছেন

Image

সরিষার মৌসুমে মাঠে মাঠে হলুদ ফুলের আনাগোনা। পৌষের ঝিরঝির হিমেল বাতাসে সেই ফুল আপন মনে দোল খাচ্ছে। ফুল ও ফুলের সুবাস মানুষকে বিমোহিত করছে। ফুলের মৌ মৌ গন্ধে মাতোয়ারা মৌমাছিও। মৌমাছি দলবেঁধে মাঠের পর মাঠ ছুটে বেড়াচ্ছে। এমন দৃশ্য যশোরের শার্শার প্রতিটি মাঠে লক্ষ্য করা যাচ্ছে।

সরেজমিনে জানা গেছে, মাঠজুড়ে সরিষার চাষ হয়েছে। চাষিরা সরিষার পরিচর্যা নিয়ে ব্যস্ততার মধ্যে দিন কাটাচ্ছেন। পাকা সরিষা সংগ্রহ ও মাড়াই করে ঘরে তোলার জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন। এবারও সরিষার বাম্পার ফলন হওয়ায় তাদের মুখে হাসি ফুটেছে।

উপজেলা কৃষি অফিস জানায়, শার্শা উপজেলায় ২০২২-২৩ অর্থবছরে উপজেলায় ৬ হাজার ৩৬৬ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছিল। চলতি বছর তা বেড়ে ৭ হাজার ১৫৬ হেক্টর হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য সরিষার জাত হচ্ছে বারি ১৪, ১৭, ১৮ এবং বিনা ৪, ৯ ও ১০।

কৃষি বিভাগ বলছে, উপজেলার মাটি সরিষা চাষের উপযোগী। অনুকূল পরিবেশে এখানে কৃষকদের সময়োপযোগী উৎসাহ ও পরামর্শ দেওয়া হয়। এমনকি কৃষকদের মাঝে সময়মতো সরকারি প্রণোদনার বীজ, সার দেওয়ায় সরিষা চাষ বাড়ছে।

কুমরী গ্রামের জসিম উদ্দিন বলেন, ‘গেল বছর ২ বিঘা জমিতে সরিষা চাষ করে ফলন ও দাম ভালো পাওয়ায় এ বছর ৪ বিঘা জমিতে চাষ করেছি।’

কায়বা রুদ্রপুর গ্রামের চাষি নাজিমুদ্দিন জনি বলেন, ‘বরাবরই আমি মৌসুমে সরিষা চাষ করি। প্রতিবার ভালো ফলন ও দাম পেয়ে অনেক লাভবান আমি।’

ডিহি ইউনিয়নের দরিদূর্গাপুর গ্রামের ইমান, শালকোনার রফিকুল ও ইয়াছিনসহ বেশ কয়েকজন জানান, কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী ১৬ অক্টোবর থেকে নভেম্বরের শেষ পর্যন্ত সরিষা চাষ করা যায়। সে অনুযায়ী কৃষকেরা উদ্বুদ্ধ হয়েছেন। সরিষা চাষে সেচ ও রাসায়নিক সার কম দরকার হওয়ায় খরচও কম। এছাড়া সরিষার পাতা জমিতে পড়ে সবুজ সার তৈরি হয়, যা বোরো চাষে জৈব সারের চাহিদা মেটায়।

উপজেলা কৃষি কর্মকর্তা দীপক কুমার সাহা বলেন, ‘সরিষার আবাদ বৃদ্ধি করতে সরকারি নির্দেশনা অনুযায়ী এ বছর উপজেলার ৫ হাজার ৫০০ কৃষকের মধ্যে বিঘাপ্রতি প্রণোদনার ১ কেজি সরিষার বীজ ও ২০ কেজি সার বিতরণ করা হয়েছে। এ বছর বৃষ্টিপাত কম হওয়ায় জমিতে দ্রুত জো এসেছে। আশা করি চাষিরা গত বছরের তুলনায় বেশি ফলন ও দাম পাবেন।’


আরও খবর

সিলেটের চা বাগান গুলো প্রুনিং পদ্ধতি শুরু

মঙ্গলবার ১১ ফেব্রুয়ারী ২০২৫




আশুলিয়ায় পোশাক কারখানা থেকে শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশিত:মঙ্গলবার ১১ ফেব্রুয়ারী ২০২৫ | হালনাগাদ:বুধবার ১২ ফেব্রুয়ারী ২০২৫ | ২৪জন দেখেছেন

Image

আব্দুল্লাহ আল মনির : সাভারের খেজুরবাগান এলাকায় অবস্থিত একটি তৈরী পোশাক কারখানার ভিতর থেকে ঝুলন্ত অবস্থায় গোলাম মোস্তফা (৪০) নামে এক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার ( ১১ ই ফেব্রুয়ারি ২০২৫) দুপুরে আশুলিয়ার খেজুরবাগান এলাকার রেডিয়েন্স ফ্যাশন লিমিটেড কারখানার ৮ম তলার ইন্সপেকশন রুমের ভেতর থেকে ওই শ্রমিকের মরদেহ উদ্ধার করেছেন পুলিশ।

নিহত গোলাম মোস্তফা নওগাঁ জেলার বদলগাছি থানার আরসা গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে। সে স্ত্রী ও মেয়েকে নিয়ে স্থানীয় ছাইনুদ্দির ৬ তলা বাড়ির ৩ তলায় ভাড়া থেকে রেডিয়েন্স কারখানার ফিনিশিং শাখায় কোয়ালিটি ইন্সপেক্টর হিসেবে কাজ করতো।

পুলিশ ও শ্রমিকরা জানায়, মোস্তফা আশুলিয়ার রেডিয়েন্স পোশাক কারখানায় শ্রমিক পদে চাকরি করতেন। মোস্তফা কখন কারখানায় প্রবেশ করেছেন তা নির্দিষ্ট করে জানা যায়নি। কিভাবে তার মৃত্যু হয়েছে, তা তদন্তের দাবি জানিয়েছে ওই পোশাক কারখানার কর্মরত শ্রমিকরা।

কারখানার শ্রমিকরা জানায়, মোস্তফা ফিনিশিং বিভাগে কাজ করতেন। মঙ্গলবার সকালে কারখানার ভিতরে মোস্তফার ঝুলন্ত মরদেহ দেখতে পায় শ্রমিকরা। পরে মৃত্যুর বিষয়টি কারখানায ছড়িয়ে পড়লে অন্যান্য শ্রমিকরা একটিকে হত্যাকান্ড দাবি করে কারখানার কাজ বন্ধ করে মুল ফটকে তালা ঝুলিয়ে অ্যাসেম্বলিতে অবস্থান করছেন। শ্রমিকদের ধারনা তাকে হত্যার পর মরদেহটি ঝুলিয়ে রাখা হয়েছে। এ ঘটনায় শ্রমিকদের মাঝে উত্তেজনা বিরাজ করছে।

এবিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম সিদ্দিকী বলেন, কারখানার ভেতরে ৮ম তলায় ইন্সপেকশন কক্ষে এক শ্রমিকের ঝুলন্ত মরদেহ পাওয়া গেছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গেলে উত্তেজিত শ্রমিক ও সেনাবাহীনির অবস্থানের কারণে ভিতরে ঢুকতে পারিনি। বিষয়টি সুরাহার জন্য পিবিআইকে খবর দেয়া হয়েছে। তারা এসে লাশটির সুরতহাল করলে মৃত্যুর প্রকৃত কারণ জানতে আমরা ময়ণা তদন্তের জন্য মর্গে পাঠাবো। ময়ণা তদন্ত রিপোর্ট হাতে পেলেই নিশ্চিত হওয়া যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা।


আরও খবর



বিএনপি পালায়নি, পালিয়েছে ফ্যাসিস্ট আওয়ামীলীগ : নুরুল ইসলাম নয়ন

প্রকাশিত:বুধবার ২৯ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:বুধবার ১২ ফেব্রুয়ারী ২০২৫ | ২৭জন দেখেছেন

Image

মনপুরা (ভোলা) প্রতিনিধি : কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেছেন, গত ১৬ বছর বিএনপি যে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে কিন্তু সেই বিএনপি দেশের জনগণকে ছেড়ে পালায় যায়নি। অথচ ফ্যাসিষ্ট আওয়ামীলীগ সরকার জনগণকে ছেড়ে পালিয়ে গেছে। এছাড়া গত ১৬ বছর তারেক জিয়া ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। তার নেতৃত্বে আমরা সকল আন্দোলন সফল হযেছি। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করেছি। প্রয়োজনীয় সংস্কার শেষে বাংলাদেশে একটি অবাধ স্বচ্ছ গ্রহনযোগ্য নির্বাচন ইনশআল্লাহ হবে। জনগণের ভালোবাসার ম্যানডেট নিয়ে অবশ্যই বিএনপি ক্ষমতায় আসবে। জনগণের ভোটে বিএনপি জয়ী হলে দেশের সাধারণ জনগণ স্বাধীনতার সুফল ভোগ করবে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ টায় ভোলার মনপুরায় সদর হাজিরহাট বাজারে উপজেলা বিএনপি আয়োজিত গণসংবর্ধণা সভায় প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক ও নির্বাহী কমিটির সদস্য নুরুল ইসলাম নয়ন এসব কথা বলেন।

নুরুর ইসলাম নয়ন আরো বলেন, আওয়ামী লীগ সরকার দেশের মানুষের ভোটের অধিকার হরন করেছে। আওয়ামী লীগ আমলে নির্বাচন কমিশন ছিল কিন্তু মানুষের ভোটের অধিকার ছিলনা। বিএনপির নেতাকর্মীরা কোনও অন্যায় করেননি শুধু অন্যায় আচরণের সাথে ভিন্ন মত পোষণ করেছিল। সরকারি দলের সাথে ভিন্ন মত পোষণ করার কারণে বিএনপির নেতা-কর্মীরা মামলার শিকার হয়েছেন হামলার শিকার হয়েছেন।

তিনি আরো বলেন, আমার প্রিয় নেতা তারেক রহমান বার বার বলেছেন, বাংলাদেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। বাংলাদেশের মানুষ যাতে ভোট কেন্দ্রে গিয়ে লাইনে দাঁড়িয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন সেই জন্যই আমাদের সংগ্রাম, আমাদের লড়াই। গত ১৬ বছরে ধারাবাহিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন আমার প্রিয় নেতা তারেক রহমান। এই সময় দলীয় নেতা-কর্মীদের হুশিয়ারী দিয়ে বলেন, বিএনপির নাম ভাঙ্গিয়ে বা ক্ষমতায় আসলে চাঁদাবাজি করবেন, দখলদারি করবেন, লুট পাট করবেন, অন্যায় করবেন, তাদের বিএনপি ও আগামীর বাংলাদেশে স্থান নেই।

মনপুরা উপজেলা বিএনপির সহ-সভাপতি ডাঃ কামাল উদ্দিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভোলা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শফিউর রহমান কিরন, মনপুরা উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক হাজির হাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মান্নান হাওলাদার, চরফ্যাশন সাবেক চেয়ারম্যান কাজী মঞ্জুর হেসেন, ভোলা জেলা বিএনপির সদস্য ইয়ারুল আলম লিটন, আব্দুর রব, তরিকুল ইসলাম কায়েদ, বরিশাল মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন, বরিশাল জেলা যুবদলের সাধারণ সম্পাদক এ্যাড. মোঃ তসলিম, ভোলা জেলা যুবদলের সভাপতি মোঃ জামাল উদ্দিন লিটন, সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিম, কেন্দ্রীয় ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল নোমান প্রমুখ।

এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মনপুরা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম ফরাজী, মনপুরা উপজেলা যুবদলের আহবায়ক মোঃ শামসুদ্দিন আহমেদ মোল্লা, সদস্য সচিব মোঃ আব্দুর রহিম, সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ কামাল উদ্দিন, সাবেক ছাত্রদল সভাপতি এ্যাড. মোঃ ছালাউদ্দিন আহমেদ প্রিন্স, সাবেক হাজিরহাট ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জামাল উদ্দিন মেম্বার, উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ ইকরামুল কবির, সদস্য সচিব মোঃ শাহীন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ মিজানুর রহমান, সদস্য সচিব মোঃ হোসেন হাওলাদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ নুরুউদ্দিন তুহিনসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


আরও খবর



নোমান-সাজিদের ঘুর্ণিতে চালকের আসনে পাকিস্তান

প্রকাশিত:রবিবার ১৯ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:মঙ্গলবার ১১ ফেব্রুয়ারী ২০২৫ | ৫৬জন দেখেছেন

Image

অনলাইন ডেস্ক : মুলতান টেস্টে পাকিস্তানের স্পিন বিষে নীল হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচে প্রথম ইনিংসে বড় লিড নিয়ে দ্বিতীয় ইনিংসেও বড় সংগ্রহের দিকে এগোচ্ছে পাকিস্তান। দ্বিতীয় দিনের খেলা শেষে ম্যাচে ২০২ রানে এগিয়ে আছে শান মাসুদের দল। ৪ উইকেটে ১৪৩ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে পাকিস্তান। সাউদ শাকিল এবং মোহাম্মদ রিজওয়ানের জুটিটা চলেছে কিছুক্ষণ। দলের ১৮৭ রানের মাথায় ভেঙেছে জুটি। ৫ম উইকেট জুটিতে রান এসেছে ১৪১। সেঞ্চুরি থেকে সামান্য দূরে থাকা অবস্থায় ১৫৭ বলে ৮৪ রানের ইনিংস খেলে আউট হন শাকিল। শাকিলের বিদায়ের পর দ্রুতই সালমান আলী আঘা এবং নোমান আলীর উইকেট হারিয়ে ফেলে পাকিস্তান। নোমান আউট হওয়ার পরের ওভারেই আউট হয়েছেন রিজওয়ান। ১৩৩ বলে ৭১ রানের ইনিংস খেলে দলের ২০০ রানের মাথায় আউট হন রিজওয়ান। শেষ দিকে লড়াই চালিয়েছেন সাজিদ খান। ২৫ বলে ১৮ রান করেন তিনি।

এছাড়া ১৭ বলে ৭ রান করেছেন খুররাম শাহজাদ। ২৩০ রানের মাথায় প্রথম ইনিংসে থেমেছে পাকিস্তান। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৩টি করে উইকেট শিকার করেন জোমেল ওয়ারিক্যান এবং জেডন সিলস। ২ উইকেট নেন কেভিন সিনক্লেইর। ১টি উইকেট তুলেছেন গুডাকেশ মোটি। জবাব দিতে নেমে পাকিস্তানের স্পিনারদের ঘূর্ণি জাদুর সামনে খাবি খেতে শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। দলের ১০ রানের মাথাতে মিকাইল লুইসকে দিয়ে শুরু। ৫ বলে ১ রান করে বিদায় নিয়েছেন লুইস। তাকে বোল্ড করেছেন সাজিদ খান। এরপর একে একে আরও উইকেট হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। লুইসকে ফেরানোর পরের বলেই কেসি কার্টিকে আউট করেন সাজিদ। গোল্ডেন ডাক মেরে সাজঘরে ফিরে যান কার্টি। অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট ১৭ বলে ১১ রানের ইনিংস খেলে আউট হয়েছেন। ক্যারিবিয়ান অধিনায়ককেও ফিরিয়েছেন সাজিদ। একই ওভারে কাভেম হজকেও আউট করেছেন সাজিদ খান। ২২ রানের মধ্যে ৪ উইকেট হাওয়া ওয়েস্ট ইন্ডিজের। সাজিদের ধ্বংসযজ্ঞ শেষে শুরু হয়েছে নোমান আলীর কামাল। জাস্টিন গ্রিভস, টেভিন ইমলাচ এবং আলিক আথানাজেকে ফিরিয়েছেন নোমান। ৫১ রানের মধ্যে ক্যারিবিয়ানরা হারিয়েছে ৭ উইকেট। শুরুর ৭ ব্যাটারের মধ্যে কেবল ব্র্যাথওয়েট ছুঁয়েছেন দুই অঙ্কের কোটা। শেষ দিকে কিছুটা লড়াই চালাতে সক্ষম হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। কেভিন সিনক্লেইর খেলেছেন ১৭ বলে ১১ রানের ইনিংস। গুডাকেশ মোটি ২৫ বলে করেছেন ১৯ রান। ২৪ বলে ৩১ রানের ক্যামিও খেলে অপরাজিত ছিলেন জোমেল ওয়ারিক্যান। ১৩ বলে ২২ রানের ঝড়ো ইনিংস খেলেছেন জেডন সিলস। ২৫.২ ওভারে ১৩৭ রান তুলে প্রথম ইনিংসে থেমেছে ওয়েস্ট ইন্ডিজ। পাকিস্তানের হয়ে ৫ উইকেট শিকার করেছেন নোমান আলী। ৪ উইকেট নেন সাজিদ খান। ১ উইকেট তুলেছেন আবরার আহমেদ।

প্রথম ইনিংসে ৯৩ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে পাকিস্তান। ইনিংসের উদ্বোধন করেছেন মোহাম্মদ হুরাইরা এবং অধিনায়ক শান মাসুদ। দলের ৬৭ রানের মাথায় থেমেছে জুটি। ৫৮ বলে ২৯ রান করে বিদায় নেন হুরাইরা। তিনে নামা বাবর আজম আলো ছড়াতে পারেননি। ১১ বলে ৫ রান করে আউট হয়েছেন বাবর। শান তুলে নিয়েছেন ফিফটি। অবশ্য ফিফটির পরেই থেমেছেন। ৭০ বলে ৫২ রান করে আউট হয়েছেন শান। শেষ বিকেলে কোনো বিপদ হতে দেননি কামরান গুলাম এবং সাউদ শাকিল। ৪০ বলে ৯ রান করে টিকে আছেন গুলাম। শাকিল অপরাজিত আছেন ৮ বলে ২ রান করে। দ্বিতীয় ইনিংসে ৪১ ওভারে ৩ উইকেট হারিয়ে ১০৯ রান করে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে পাকিস্তান, লিড ২০২ রানের। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২ উইকেট তুলেছেন জোমেল ওয়ারিক্যান।


আরও খবর

রিয়াল ছেড়ে যাওয়ার ইচ্ছে নেই রদ্রিগোর

মঙ্গলবার ১১ ফেব্রুয়ারী ২০২৫




ইলিয়াস, তৌহিদ, মুন্নার মতো পরিণতি আর দেখতে চাই না: মির্জা ফখরুল

প্রকাশিত:শনিবার ০১ ফেব্রুয়ারী ২০২৫ | হালনাগাদ:বুধবার ১২ ফেব্রুয়ারী ২০২৫ | ৪৭জন দেখেছেন

Image

অনলাইন ডেস্ক : মানুষ আর বিচারবহির্ভূত হত্যা দেখতে চায় না, কুমিল্লার ঘটনা যেন পুনরাবৃত্তি না হয় সেই আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বিএনপি নেতা ইলিয়াস, রাজধানীর উত্তরায় নিহত ছাত্রদল নেতা মুন্না এবং যৌথবাহিনীর হাতে আটক যুবদল নেতা মো. তৌহিদুল ইসলামের মতো ঘটনার আর পুনরাবৃত্তি বিএনপি চায় না বলে জানান তিনি।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর উত্তরায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এমনটাই জানান তিনি। এ সময় তিনি বলেন, যারা দখলদারিত্ব করবে তারা দল ও দেশের শত্রু। আওয়ামী লীগ হলেই তার কাছে গিয়ে মাস্তানি করা যাবে না। এটা বন্ধ করতে হবে।

তিনি বলেন, নির্বাচনে জনগণের ভালোবাসা অর্জন না করলে দেশ পরিচালনা করতে পারবে না বিএনপি। সরকারকে নিরপেক্ষ থেকে নির্বাচন পরিচালনা করতে হবে। এসময় মহাসচিব ছাত্রদের নতুন দল গঠনে স্বাগত জানিয়ে বলেন, সরকারে থেকে দল করলে মানুষ তা মেনে নেবে না। অযথা সংঘাতমূলক কোন কথা রাজনীতিতে আনতেও নিষেধ করেন তিনি।

মির্জা ফখরুল আরও বলেন, কাঁধে কাঁধ মিলিয়ে গণতন্ত্র ও নির্বাচনের জন্য কাজ করতে হবে। ঐক্যকে অনেকে ভাঙার চেষ্টা চলছে তাই আওয়ামী লীগের কাউকে দলে নেয়া যাবে না।


আরও খবর



চ্যাম্পিয়ন্স ট্রফির ৮ দলের চূড়ান্ত স্কোয়াডে সুযোগ পেলেন যারা

প্রকাশিত:বুধবার ১২ ফেব্রুয়ারী ২০২৫ | হালনাগাদ:বুধবার ১২ ফেব্রুয়ারী ২০২৫ | ১৭জন দেখেছেন

Image

খেলাধুলা ডেস্ক: সবকিছু ঠিক থাকলে আগামী বুধবার মাঠে গড়াবে চ্যাম্পিয়ন্স ট্রফি। আইসিসির এই টুর্নামেন্টের এবারের আসরের আয়োজক দেশ পাকিস্তান। খেলা হবে পাকিস্তান ও আরব আমিরাতে।

আসরে অংশ নিতে আগামীকাল রাতে দেশত্যাগ করবে বাংলাদেশ ক্রিকেট দল। চ্যাম্পিয়ন্স ট্রফির চূড়ান্ত স্কোয়াড ঘোষণার শেষ দিন ছিল গতকাল মঙ্গলবার। শেষ মুহূর্তে পরিবর্তন এসেছে বেশ কয়েকটি দলে। একনজরে ৮ দলের পূর্ণাঙ্গ স্কোয়াড-

বাংলাদেশ

নাজমুল হোসেন (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার, তাওহিদ হৃদয়, তাসকিন আহমেদ, নাহিদ রানা, জাকের আলী, তানজিদ হাসান, তানজিম হাসান, মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ ও পারভেজ হোসেন।


ভারত

রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, ঋষভ পন্ত, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, হর্ষিত রানা, মোহাম্মদ শামি, অর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী ও রবীন্দ্র জাদেজা।

পাকিস্তান

মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), বাবর আজম, ফখর জামান, কামরান গুলাম, সৌদ শাকিল, তৈয়ব তাহির, ফাহিম আশরাফ, খুশদিল শাহ, আগা সালমান, উসমান খান, আবরার আহমেদ, হারিস রউফ, মোহাম্মদ হাসনাইন, নাসিম শাহ ও শাহিন আফ্রিদি।

নিউজিল্যান্ড

মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, টম ল্যাথাম, ড্যারিল মিচেল, উইল ও’রুর্ক, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, বেন সিয়ার্স, নাথান স্মিথ, কেন উইলিয়ামসন ও উইল ইয়াং।

অস্ট্রেলিয়া

স্টিভ স্মিথ (অধিনায়ক), শন অ্যাবট, অ্যালেক্স ক্যারি, বেন ডোয়ারশিস, নাথান এলিস, জেইক ফ্রেজার-ম্যাগার্ক, অ্যারন হার্ডি, ট্রাভিস হেড, জশ ইংলিস, স্পেনসার জনসন, মারনাস লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, তানভীর সাংহা, ম্যাথু শর্ট ও অ্যাডাম জাম্পা।

ইংল্যান্ড

জস বাটলার (অধিনায়ক), জফরা আর্চার, গাস অ্যাটকিনসন, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রায়ডন কার্স, বেন ডাকেট, জেমি ওভারটন, জেমি স্মিথ, লিয়াম লিভিংস্টোন, আদিল রশিদ, জো রুট, সাকিব মেহমুদ, ফিল সল্ট ও মার্ক উড।

দক্ষিণ আফ্রিকা

টেম্বা বাভুমা (অধিনায়ক), টনি ডি জর্জি, মার্কো ইয়ানসেন, হাইনরিখ ক্লাসেন, কেশব মহারাজ, এইডেন মার্করাম, ডেভিড মিলার, উইয়ান মুল্ডার, লুঙ্গি এনগিডি, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, তাব্রেইজ শামসি, ট্রিস্টান স্টাবস, রেসি ফন ডার ডুসেন ও করবিন বশ।

আফগানিস্তান

হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), ইব্রাহিম জাদরান, রহমানউল্লাহ গুরবাজ, সেদিকউল্লাহ আতাল, রহমত শাহ, ইকরাম আলীখিল, গুলবদিন নাইব, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, রশিদ খান, নানগায়াল খারোতি, নুর আহমেদ, ফজলহক ফারুকি, ফরিদ মালিক ও নাভিদ জাদরান।


আরও খবর

রিয়াল ছেড়ে যাওয়ার ইচ্ছে নেই রদ্রিগোর

মঙ্গলবার ১১ ফেব্রুয়ারী ২০২৫