Logo
আজঃ বৃহস্পতিবার ১৬ জানুয়ারী ২০২৫
শিরোনাম

শেখ হাসিনা-নরেন্দ্র মোদি বৈঠক : বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও গভীর হওয়ার প্রত্যাশা

প্রকাশিত:সোমবার ১০ জুন ২০২৪ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৬ জানুয়ারী ২০২৫ | ৩৬৮জন দেখেছেন

Image

23 ডিজিটাল ডেস্ক :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুই দেশের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেছেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, দুই নেতা আশা প্রকাশ করেছেন, বাংলাদেশ-ভারতের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক আগামী দিনগুলোতে আরও গভীর হবে।

রোববার (৯ জুন) সন্ধ্যায় মোদী সরকারের মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠানের পর দুই প্রধানমন্ত্রীর মধ্যে একান্ত বৈঠকে এ প্রত্যাশা করা হয়।

হাছান মাহমুদ বলেন, অত্যন্ত উষ্ণ ও বন্ধুত্বপূর্ণ পরিবেশে অনুষ্ঠেয় বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রীকে তার সুবিধাজনক সময়ে ঢাকা সফরের আমন্ত্রণ জানান।

ড. হাছান মাহমুদ বলেন, শেখ হাসিনা ও নরেন্দ্র মোদির বিচক্ষণ নেতৃত্বে বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় আসীন হয়েছে।পররাষ্ট্রমন্ত্রী বলেন, দুই প্রধানমন্ত্রী পরে রাষ্ট্রপতি ভবনে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আয়োজিত ভোজসভায় অংশ নেন।

তিনি বলেন, ভারতের সিনিয়র মন্ত্রী, বাংলাদেশ প্রতিনিধিদল এবং অন্যান্য সরকার ও রাষ্ট্রের প্রধানগণ এই নৈশভোজে যোগ দেন এবং সেখানে তাদের সংক্ষিপ্ত মতবিনিময় হয়। এ সময় তারাও কুশল বিনিময় করেছেন।

ড. হাছান বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বহুমুখী সম্পর্ক রয়েছে। দুই দেশের মধ্যে অনেক ইস্যু জড়িত। যেহেতু দুই সরকার কাজ চালিয়ে যাচ্ছে, তাই একসঙ্গে কাজ করার কিছু সুবিধা রয়েছে।হাছান মাহমুদ আশা প্রকাশ করেন, আমাদের বহুমাত্রিক গভীর সম্পর্ক ভবিষ্যতে আরও বিস্তৃত ও সংহত হবে।

ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোস্তাফিজুর রহমান এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব এম নাঈমুল ইসলাম খান ব্রিফিংয়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে ভারতের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিতে গত শনিবার নয়াদিল্লি পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা আজ সোমবার বিকেলে ঢাকার উদ্দেশে ভারতের রাজধানী ত্যাগ করবেন বলে আশা করা হচ্ছে।তথ্যসূত্র: বাসস।


আরও খবর



অস্থায়ী পাস নিয়ে সচিবালয়ে ঢুকতে পারবেন সাংবাদিকরা

প্রকাশিত:রবিবার ২৯ ডিসেম্বর ২০২৪ | হালনাগাদ:বুধবার ১৫ জানুয়ারী ২০২৫ | ১০১জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিনিধি: আগামীকাল সোমবার থেকে অস্থায়ী পাস নিয়ে সচিবালয়ে প্রবেশ করতে পারবেন সাংবাদিকরা।

রবিবার (২৯ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এ তথ্য জানান।

 

এদিন দুপুর সাড়ে ১২টার দিকে সচিবালয় কাভার করা সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) ২১ সদস্যের প্রতিনিধিদল স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকের জন্য সচিবালয়ে প্রবেশ করেন।

 

সেখানে উপদেষ্টা জানান, আগামীকাল থেকে অস্থায়ী পাস নিয়ে সচিবালয়ে প্রবেশ করতে পারবেন সাংবাদিকরা। তালিকা অনুযায়ী আগামী ১৫ দিন অস্থায়ী পাস দিয়ে সাংবাদিকরা প্রবেশ করতে পারবেন। এরপর থেকে স্থায়ী পাস নিয়ে তারা প্রবেশ করতে পারবেন।

 

স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে ছিলেন বিএসআরএফের সভাপতি ফসিহ উদ্দীন মাহতাব, সাধারণ সম্পাদক মাসউদুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী আজাদ মাসুম, সাংগঠনিক সম্পাদক তাওহীদুল ইসলাম, অর্থ সম্পাদক শফিউল্লাহ সুমন, দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন (রাকিব), প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক ফারুক আলম, কার্যনির্বাহী সদস্য ঝর্ণা রায়, উবায়দুল্লাহ বাদল, মিজানুর রহমান চৌধুরী, মাহমুদ আকাশ, মো. রাকিব হাসান, মহসীনুল করিম লেব, আয়নাল হোসেন।

 

আরো ছিলেন সংগঠনের সদস্য ইসমাইল হোসাইন রাসেল, আমিরুল ইসলাম, এম এ নোমান, শাহনাজ বিশ্বাস ইয়াসমিন, মো. আরীফ হোসেন, মো. শামছুল ইসলাম ও হাসিফ মাহমুদ শাহ।


আরও খবর



তাপ বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন কমে যাওয়ায় ব্যবহার কমেছে কয়লার

প্রকাশিত:শনিবার ২১ ডিসেম্বর ২০২৪ | হালনাগাদ:বুধবার ১৫ জানুয়ারী ২০২৫ | ১৫৭জন দেখেছেন

Image

দিনািজপুর প্রতিনিধি: দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনিতে জমেছে কয়লার পাহাড়। কর্তৃপক্ষ বলছে তাপ বিদ্যুৎ কেন্দ্র চাহিদা মতো কয়লা না নেওয়ায় খনিতে জমেছে কয়লার স্তুপ। দ্রæত এসব কয়লা ব্যবহার না বাড়লে ব্যহত হতে পারে উৎপাদন, ঘটতে পারে দুর্ঘটনা। তাই দ্রæত খনি থেকে উৎপাদিত কয়লার ব্যবহারের তাগিদ খনি কর্তৃপক্ষের। গ্রীষ্মকালে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশ্বাস তাপ বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষের।


দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনিতে উৎপাদন শুরু হয় ২০০৫ সাল থেকে। পূর্বে এ খনির কয়লা বানিজ্যিকভাবে বিক্রি হলেও ২০১৯ সাল থেকে তা বন্ধ হয়ে যায়। ২০১৯ সাল থেকে শুধুমাত্র পিডিবি’র কাছে কয়লা বিক্রির সিদ্ধান্ত নেয় সরকার। সে অনুযায়ী ২০১৯ সাল থেকে শুধু মাত্র বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে কয়লা সরবরাহ শুরু করে খনি কর্তৃপক্ষ। তিনটি ইউনিট সমৃদ্ধ ৫২৫ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রে প্রতিদিনের কয়লার চাহিদা ৪ হাজার ৫০০ মেট্রিকটন। কিন্তু ২০২০ সাল থেকে ২নং ইউনিট পুরোপুরি বন্ধ রয়েছে। গত সপ্তাহ থেকে ১ নং ইউনিটটি বন্ধ রয়েছে। ২৭৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন ৩ নং ইউনিট থেকে ১৫০ থেকে ১৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। ফলে তাপ বিদ্যুৎ কেন্দ্রে বর্তমানে ২ হাজার ২০০ মেট্রিকটন কয়লা ব্যবহার করছে।

এর বিপরীতে কয়লা খনি থেকে প্রতিদিন উৎপাদন হচ্ছে ৪ হাজার ৫০০ মেট্রিকটন কয়লা। কয়লা খনিতে কয়লা রাখার জন্য মোট তিনটি ইয়ার্ড রয়েছে। এর মধ্যে একটি ইয়ার্ডে সেডিমেন্ট কয়লা। বাকি দুটি ইয়ার্ড উৎপাদিত কয়লা রাখার জন্য ব্যহার করা হয়। এ দুটির ধারন ক্ষমতা ২ লাখ মেট্রিকটন। সেখানে মজুদ আছে ২ লাখ ৯০ হাজার মেট্রিকটন কয়লা।

বর্তমান যে কূপ থেকে কয়লা উত্তোলন করা হচ্ছে সে কূপ থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত আরো ৩০ হাজার মেট্রিকটন কয়লা উত্তোলন হবে। এর পাশাপাশি আগামীবছর ফেরুয়ারীর প্রথম সপ্তাহ থেকে নতুন কূপ থেকে কয়লা উত্তোলন শুরু হবে। সেক্ষেত্রে খনি থেকে দ্রæত কয়লা অপসারন করা না হলে উৎপাদন ব্যহত হওয়ার আশংকা দেখা দেবে।

কয়লা খনি কর্তপক্ষ বলছে, নিয়ম অনুযায়ী কয়লার স্তুপের উচ্চতা ৫ মিটারের অধিক হওয়া বাঞ্চনীয় নয়। এর বেশি হলে যেহেতু কয়লা দাহ্য পদার্থ তাই আগুন ধরার সম্ভাবনা থাকে। কিন্তু এখন ইয়ার্ডে কয়লার স্তুুপ হয়েছে ১৫ মিটারের অধিক। দুর্ঘটনা এড়াতে প্রতিনিয়ত কয়লার স্তুপে পনি দেওয়া হচ্ছে। কয়লা অপসারন করতে তাপ বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষকে লিখিত এবং মৌখিক ভাবে প্রতিনিয়ত তাগাদা দেওয়া হচ্ছে।

দিনাজপুর বড়পুকুরিয়া কোল মাাইনিং কোমম্পানী লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক, প্রকৌশলী মো. সাইফুল ইসলাম সরকার, বলেন,আমাদের কয়লা খনি থেকে উৎপাদন অব্যাহত আছে। বর্তমান কূপ থেকে লক্ষমাত্রা ছিলে ৩ লাখ ৯৫ হাজার মেট্রিকটন। উত্তোলিত হয়েছে ৪ লাখ ৫৬ হাজার মেট্রিকটন। আরো প্রায় ৩০ হাজার মেট্রিকটন কয়লা উত্তোলন হবে।

বর্তমানে ব্যবহৃত দুটি ইয়ার্ডে ধারন ক্ষমতা ২ লাখ টনের বিপরীতে ২ লাখ ৯০ হাজার মেট্রিকটন কয়লা রয়েছে। নিয়ম অনুযায়ী কয়লার স্তুপর উচ্চতা ৫ মিটারের অধিক হওয়া বাঞ্চনীয় নয়। কিন্তু এখন ইয়ার্ডে কয়লার স্তুপ হয়েছে ১৫ মিটারের অধিক। অতিরিক্ত কয়লা দ্রæত অপসারন করলে উৎপাদন স্বাভাবিক রাখা সম্ভব হবে, পাশাপাশি কয়লার নিরাপত্তা নিশ্চিত হবে। দুর্ঘটনার আশংকায় সার্বক্ষনিক পনি ছিটানো সহ সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। 


আরও খবর



দীর্ঘ সাড়ে ৭ বছর পর মা-ছেলের দেখা

প্রকাশিত:বুধবার ০৮ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:বুধবার ১৫ জানুয়ারী ২০২৫ | ৫৩জন দেখেছেন

Image

ডিজিটাল ডেস্ক: মা খালেদা জিয়াকে দেখা মাত্র জড়িয়ে ধরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

দীর্ঘ সাড়ে ৭ বছর পর সম্মুখ দেখা হলো মা-ছেলের। উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে পৌঁছানোর পর বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে স্বাগত জানান তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও পুত্রবধূ জুবাইদা রহমান।


যুক্তরাজ্যের স্থানীয় সময় বুধবার সকাল ৯টা ৫ মিনিটে খালেদা জিয়াকে বহনকারী উড়োজাহাজটি লন্ডনের হিথরো বিমানবন্দরে অবতরণ করে।

এ সময় যুক্তরাজ‍্যে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার হযরত আলী খান বিমানবন্দরে খালেদা জিয়াকে ফুল দিয়ে স্বাগত জানান।


তারেক রহমান ২০০৭ সাল থেকে লন্ডনে রয়েছেন। সর্বশেষ ২০১৭ সালের ১৫ জুলাই লন্ডন সফরে এসেছিলেন বিএনপি চেয়ারপারসন। এরপর তাঁর আর কোনো বিদেশ সফর হয়নি। এই সময়ের মধ্যে তাঁর সঙ্গে ছেলে তারেক রহমানেরও সরাসরি দেখা হয়নি।

চোখ ও পায়ের ফলোআপ চিকিৎসার জন্য ২০১৭ সালের ১৫ জুলাই সন্ধ্যায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছিলেন খালেদা জিয়া। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে তিনি যাত্রাবিরতি করেন। ১৬ জুলাই বাংলাদেশ সময় দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে খালেদা জিয়া লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করেন। সে সময় বিএনপির তৎকালীন সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান এবং যুক্তরাজ্য বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী বিমানবন্দরে খালেদা জিয়াকে স্বাগত জানান। লন্ডনে সাক্ষাৎকালে খালেদা জিয়া ও তারেক রহমান উভয়ই আবেগাপ্লুত হয়ে পড়েন। তারেক রহমান তখন নিজের গাড়িতে করে মা খালেদা জিয়াকে গন্তব্যে নিয়ে যান।


এর আগে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গতকাল মঙ্গলবার রাত ১১টা ৪৬ মিনিটে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনের উদ্দেশে যাত্রা করেন খালেদা জিয়া। বিমানবন্দরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জ্যেষ্ঠ নেতারা তাঁকে বিদায় জানান।


আরও খবর

স্বস্তি ও উদ্বেগ দুটোই বিএনপিতে

শনিবার ১১ জানুয়ারী ২০২৫




মহান বিজয় দিবসে নৌবাহিনীর যুদ্ধজাহাজ উন্মুক্ত

প্রকাশিত:মঙ্গলবার ১৭ ডিসেম্বর ২০২৪ | হালনাগাদ:রবিবার ১২ জানুয়ারী ২০২৫ | ১০৬জন দেখেছেন

Image

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: মহান বিজয় দিবস উপলক্ষে কলাপাড়ায় জনসাধারণের জন্য যুদ্ধজাহাজ উন্মুক্ত করলেন বাংলাদেশ নৌবাহিনী। এ উপলক্ষে পায়রা বন্দর নৌজেটিতে বানৌজা অপরাজেয় জাহাজটি সোমবার দুপুর ২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখার ব্যবস্থা করেন শের-ই-বাংলা নৌঘাঁটি কর্তৃপক্ষ। স্থানীয় সাধারন মানুষ জাহাজটি পরিদর্শন করে অত্যান্ত উৎসাহ প্রকাশ করেন।

শের-ই-বাংলা নৌঘাটি কৃর্তৃপক্ষ সূত্রে জানা যায়, দিবসটি উদযাপন উপলক্ষে সোমবার বাদ যোহর নৌ অঞ্চল সমূহের মসজিদে স্বাধীনতা যুদ্ধে শাহাদাত বরণকারী বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত, দেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নতি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে মহান স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী নৌবাহিনীর শহীদদের সমাধীস্থলে গার্ড অব অনার ও পুস্পস্তবক অর্পণ করা হয়। এছাড়া দেশের সকল নৌঘাঁটিসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে জনসাধারণের পরিদর্শনের জন্য যুদ্ধ জাহাজ উন্মুক্ত করা হয়। এজন্য শের-ই-বাংলা নৌঘাঁটি কর্তৃপক্ষ পায়রা বন্দর সার্ভিস জেটিতে বানৌজা অপরাজেয় যুদ্ধ জাহাজটি জনসাধারনের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখেন।

নৌবাহিনীর জাহাজ ও মিউজিয়াম পরিদর্শন করে দর্শনার্থী ইব্রাহিম মল্লিক বলেন, জাহাজটি ঘুরে দেখে আমার খুব ভালো লাগলো। এখানে অনেক কিছু জানতে পেরেছি।

সালমা আক্তার নামের অপর এক দর্শনার্থী বলেন, সচরাচর আমাদের এই জাহাজগুলো দেখার সুযোগ হয় না। বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ নৌবাহিনী জাহাজটি জনসাধারণের জন্য উন্মুক্ত করায় আমাদের দেখার সুযোগ হয়েছে।

বানৌজা অপরাজেয় জাহাজের কমান্ডার এস এম এলমে আজম বলেন, আজকের এই দিনে জনসাধারণের জন্য জাহাজটি উন্মুক্ত করায় সাধারণ মানুষ ও নৌবাহিনীর মধ্যে সম্পর্কের উন্নয়ন হবে। এছাড়া, নতুন প্রজন্ম আমাদের সম্পর্কে জানতে পারছে। দেশ গঠন ও দেশ সেবায় বাংলাদেশ নৌবাহিনীতে যোগদানের জন্য তারা উদ্বুদ্ধ হবে বলেও তিনি আশা ব্যক্ত করেন।



আরও খবর



জামালপুর ট্রেনের সাথে ট্রাকের ধাক্কায় আহত-৪

প্রকাশিত:বৃহস্পতিবার ০৯ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:বুধবার ১৫ জানুয়ারী ২০২৫ | ২৮জন দেখেছেন

Image

জামালপুর সংবাদদাতা: জামালপুরের সরিষাবাড়ীতে ট্রেনের সাথে সার বোঝাই ট্রাকের ধাক্কায় চার জন আহত হয়েছেন। ৮ জানুয়ারি ভোরে সরিষাবাড়ী তালুকদার বাড়ি মোড় রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। এতে জামালপুর-সরিষাবাড়ী-ভূঞাপুর লাইনে ৫ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। 

 জানা গেছে, ভূঞাপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনটি রেলক্রসিং পার হওয়ার সময় তারাকান্দি থেকে আসা সার বোঝাই ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায় এবং ট্রাকের চালক ও হেলপারসহ চার জন আহত হয়। আহতদের ভূঞাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

এ বিষয়ে জামালপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার দেওয়ান হারুন জানান, আহতদের নাম-পরিচয় জানা যায়নি।



আরও খবর