Logo
আজঃ সোমবার ১৬ জুন ২০২৫
শিরোনাম

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে এতিমখানায় খাবার দেবে আওয়ামী লীগের উপ-কমিটি

প্রকাশিত:বৃহস্পতিবার ১৬ মে ২০২৪ | হালনাগাদ:সোমবার ১৬ জুন ২০২৫ | ২৫৬জন দেখেছেন

Image


ডিজিটাল ডেস্কঃ

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবসে ১৭ মে (শুক্রবার) দেশের বিভিন্ন এতিমখানায় খাবার বিতরণ করবে দলের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটি।


বুধবার (১৫ মে) আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিনের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (১৬ মে) দুপুর ১টায় তেজগাঁও ‘রহমতে আলম ইসলাম মিশন এতিমখানা’য় সুবিধাবঞ্চিতদের মাঝে সুষম খাবার বিতরণ করা হবে।

এতে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।


এছাড়াও ওইদিন রাজধানী ঢাকায় আজিমপুর সলিমুল্লাহ মুসলিম এতিমখানা, মোহাম্মদপুর সলিমুল্লাহ রোডস্থ এতিমখানা, সোবহানবাগ মসজিদ সংলগ্ন এতিমখানা, বাড্ডা বেরাইদ রহিম উল্লাহ এতিমখানায় এতিম অসহায়দের মাঝে খাবার সামগ্রী বিতরণ করা হবে।


একই সঙ্গে সিলেট হযরত শাহজালালের (র.) মাজার সংলগ্ন এতিমখানা এবং চট্টগ্রাম হযরত শাহ আমানতের (রহ) মাজার সংলগ্ন এতিমখানা ও গরীব উল্লাহ শাহের (রহ) মাজার সংলগ্ন এতিমখানাতেও খাবার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

এছাড়াও ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সদস্যদের উদ্যোগে দেশের বিভিন্ন জেলা সদরে অবস্থিত এতিমখানাগুলোতে সুষম খাবার পরিবেশন করা হবে।


পরের দিন শনিবার (১৮ মে) দুপুর ১টায় চট্টগ্রামের কদম মোবারক এতিমখানায় সুষম খাবার বিতরণ কর্ম[feed number="1" ]সূচি অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।


আরও খবর



ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের মূল্যায়ন সভা অনুষ্ঠিত

প্রকাশিত:বৃহস্পতিবার ২৯ মে ২০২৫ | হালনাগাদ:শনিবার ১৪ জুন ২০২৫ | ১১৩জন দেখেছেন

Image

মোঃ কামরুল ইসলাম টিটু 

  স্টাফ রিপোর্টার 

বাগেরহাটের শরণখোলায় ক্লাইমেট - স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রথম সংশোধনী প্রকল্পের মূল্যায়ন সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ জুলাই দুপুর ১২ টায় শরণখোলা উপজেলা কিসে প্রশিক্ষণ কেন্দ্রে মূল্যায়ন সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি কর্মকর্তা দেবব্রত সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাইমেট স্মার্ট প্রযুক্তি প্রকল্প পরিচালক। অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইমতিয়াজ উদ্দিন, কৃষি ব্যাংকের স্বয়ংক্রিয় শাখার ম্যানেজার সঞ্জয় দেবনাথ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক আঃ মালেক রেজা, প্রকল্পের মনিটরিং অফিসার ধীমান মজুমদার, জাইকা প্রকল্প কর্মকর্তা রিয়াজুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম হাসান সুজন, সারের ডিলার ও ব্যবসায়ী মোঃ সরোয়ার হোসেন, শহিদুল ইসলাম,  সাংবাদিক শাহীন হাওলাদার, উদ্যোক্তা সরোয়ার হোসেন বাদল, কৃষক সুমন,নাছির মুন্সি। সভায় বক্তারা কৃষির উৎপাদনে কি কি সমস্যা রয়েছে তা তুলে ধরেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন জলবায়ু পরিবর্তনের সাথে অভিযোজন এ সক্ষম ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি গ্রহণ ও পতিত জমি চাষের আওতায় আনার মাধ্যমে প্রকল্প এলাকায় ফসলের নিবিড়তা কি ভাবে  বৃদ্ধির বৃদ্ধি করা যায় এবং সুষ্ঠু পানি ব্যবস্থাপনার  ও মাটির স্বাস্থ্য সুরক্ষা  এবং উচ্চ ফলনশীল ফল এবং সবজি আবাদ সম্প্রসারণের মাধ্যমে ফসলে উৎপাদন কিভাবে বৃদ্ধি করা যায় সে সম্পর্কে অবহিত করেন। 


আরও খবর



উপকূল অতিক্রম করছে গভীর নিম্নচাপ, জলোচ্ছ্বাস ও ঝোড়ো হাওয়ার শঙ্কায় ১৬ জেলা

প্রকাশিত:বৃহস্পতিবার ২৯ মে ২০২৫ | হালনাগাদ:শনিবার ১৪ জুন ২০২৫ | ৫৮জন দেখেছেন

Image

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের ওপর দিয়ে অতিক্রম করতে শুরু করেছে। এর প্রভাবে উপকূলীয় এলাকা, সন্নিহিত দ্বীপ ও চরসমূহে ২ থেকে ৪ ফুট উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসের আশঙ্কা তৈরি হয়েছে। এছাড়া ঝোড়ো হাওয়া এবং ভারি বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে, যার কারণে সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই গভীর নিম্নচাপটি সাগরদ্বীপ ও খেপুপাড়ার কাছ দিয়ে ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূল অতিক্রম শুরু করেছে বার বৃহস্পতিবার (২৯ মে)। এটি আরও উত্তর দিকে অগ্রসর হয়ে একই দিনে সন্ধ্যার মধ্যে উপকূল অতিক্রম সম্পন্ন করতে পারে এবং পরে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বে।

নিম্নচাপের প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রাসহ দেশের চারটি সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে নিরাপদ আশ্রয়ে থাকতে নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। ফলে সমুদ্র বেশ উত্তাল রয়েছে।

অমাবস্যা ও গভীর নিম্নচাপের যুগপৎ প্রভাবে উপকূলীয় জেলা চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, ভোলা, হাতিয়া, সন্দ্বীপ, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা এবং সেগুলোর অদূরবর্তী দ্বীপ ও চরসমূহে ২ থেকে ৪ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এই পরিস্থিতির সূচনা ঘটে বার (মঙ্গলবার) বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির মাধ্যমে, যা ধাপে ধাপে ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ, এরপর নিম্নচাপ এবং সর্বশেষে গভীর নিম্নচাপে পরিণত হয়। এর প্রভাবে বার (বৃহস্পতিবার) সকাল থেকেই দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হয়েছে। আগামী দুই দিন দেশের অনেক জায়গায় ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাত হতে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে।


আরও খবর



কন্যা সন্তানকে যে ৮টি অধিকার ইসলাম দিয়েছে

প্রকাশিত:বুধবার ২১ মে ২০২৫ | হালনাগাদ:রবিবার ১৫ জুন ২০২৫ | ৮৭জন দেখেছেন

Image

কন্যাসন্তান আল্লাহর পক্ষ থেকে বিশেষ নিয়ামত। ইসলাম কন্যা সন্তানকে বিশেষ মর্যাদা দিয়েছে। ইসলামের আগমনের আগে আরবের সমাজে কন্যা সন্তানকে জীবিত দাফন করা হতো। রোমান সভ্যতায় কন্যাদের বয়স্ক পুরুষদের সাথে বিয়ে দেওয়া হতো। ইসলাম কন্যা ও নারীদের অধিকার প্রতিষ্ঠা করেছে। কন্যা সন্তানের মা-বাবার জন্য পুরস্কার ঘোষণা করেছে।

হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা.) বলনে, রাসুল (সা.) ইরশাদ করনে, ‘যার ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করলো, অতঃপর সে ওই কন্যাকে কষ্ট দেয়নি, মেয়ের ওপর অসন্তুষ্টও হয়নি এবং পুত্র সন্তানকে তার ওপর প্রধান্য দেয়নি, তাহলে ওই কন্যার কারণে আল্লাহ তায়ালা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। ’ (মুসনাদ আহমদ, হাদিস : ১/২২৩) ইসলাম ন্যায্যতার ভিত্তিতে নারীর অধিকার নিশ্চিত করেছে। নারী-পুরুষের ভেতরের বৈষম্য দূর করেছে। ইসলামী দৃষ্টিভঙ্গীর আলোকে নারীর আটটি অধিকার তুলে ধরা হলো-

১. ইসলাম কন্যা সন্তানকে শিক্ষার অধিকার দিয়েছে এবং পরিবারের কল্যাণে পুরুষের মতোই কাজ করার সুযোগ করে দিয়েছে।

২. ইসলাম কন্যা সন্তানকে তার পছন্দ অনুযায়ী বিয়ে করার অধিকার দিয়েছে।

৩. ইসলাম পিতার সম্পত্তিতে কন্যা সন্তানের উত্তরাধিকার নিশ্চিত করেছে।

৪. বৈবাহিক জীবনে সন্তুষ্ট না থাকলে ইসলাম কন্যা সন্তানকে খোলা (বিবাহ বিচ্ছেদ) চাওয়ার অধিকার দিয়েছে।

৫. যৌন হয়রানি বা নির্যাতনের শিকার হলে ইসলাম কন্যা সন্তানকে মামলা করার অধিকার দিয়েছে।

৬. ইসলাম কন্যা সন্তানকে নিজ চিন্তা ও মত প্রকাশ করার স্বাধীনতা দিয়েছে।

৭. ইসলাম কন্যা সন্তান ন্যায্য অধিকার দিয়েছে।

৮. ইসলাম কন্যা সন্তানকে আত্মনির্ভরশীল হওয়ার অধিকার দিয়েছে এবং প্রতিটি বিষয়ে নিজের সিদ্ধান্ত নেয়ার সুযোগ দিয়েছে।

কন্যা সন্তানের বিশেষ কিছু দায়িত্ব-

১. সমাজে নিরাপদে চলাফেরা করার জন্য সঠিকভাবে পর্দায় থাকা।

২. নিজের ইজ্জত-সম্মান রক্ষা করা করা।

৩. নিজের পরিবারের যত্ন নেওয়া।

৪. গায়রে মাহরামের কাছ থেকে দূরত্ব বজায় রাখা।

৫. স্বামীর প্রতি বিশ্বস্ত থাকা এবং নিজের ঈমান সংরক্ষণ করা।


আরও খবর



৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন শরিফুল

প্রকাশিত:বৃহস্পতিবার ২৯ মে ২০২৫ | হালনাগাদ:সোমবার ১৬ জুন ২০২৫ | ৬৪জন দেখেছেন

Image

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৩৭ রানে হেরে গেছে বাংলাদেশ। দল হারলেও এই ম্যাচে দুর্দান্ত মাইলফলক স্পর্শ করে ফেলেছেন পেসার শরিফুল ইসলাম। গত বুধবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৫০ উইকেট শিকারের মাইলফলকে পৌঁছান শরিফুল। বাংলাদেশের চতুর্থ বোলার হিসেবে এই কীর্তি গড়েন ২৩ বছর বয়সী এই বাঁহাতি পেসার। পাকিস্তানের ইনিংসের দ্বিতীয় আর নিজের প্রথম ওভারে স্বাগতিক দলের ফখর জামানকে মাত্র ১ রানে আউট করে সংক্ষিপ্ত ফরম্যাটে ৫০ উইকেট শিকারের স্বাদ নেন শরিফুল। বাংলাদেশের জার্সিতে টি-টোয়েন্টিতে উইকেটের ফিফটি হাঁকানোর তালিকায় আগে থেকে আছেন মাত্র তিনজন- সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদ।

বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট যাদের-

১. সাকিব আল হাসান (১৪৯ উইকেট)

২. মোস্তাফিজুর রহমান (১৩৪ উইকেট)

৩. তাসকিন আহমেদ (৮২ উইকেট)

৪. শরিফুল ইসলাম (৫১ উইকেট)


আরও খবর



আগামী মাসে রিজার্ভ ৩০ বিলিয়ন ডলারে পৌঁছাবে: গভর্নর

প্রকাশিত:বুধবার ২১ মে ২০২৫ | হালনাগাদ:রবিবার ১৫ জুন ২০২৫ | ১০৪জন দেখেছেন

Image

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বুধবার পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই) আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে বললেন, 

“আগামী মাসে রিজার্ভ হবে ২৭-৩০ বিলিয়ন ডলার। এই রিজার্ভ ৪০ বিলিয়ন ডলারে নেয়ার লক্ষ্যমাত্রা রয়েছে। যার জন্য সময়ের প্রয়োজন।”

ড. আহসান এইচ মনসুর আরও যোগ করে বলেন, 

“২৬ শতাংশ সুদ নিয়ে ক্ষুদ্র ঋণ টিকে থাকতে পারবে না। এজেন্ট ব্যাংকের শাখা থেকে অর্ধেক সুদে ঋণ পাচ্ছেন গ্রাহক, কাজেই ধীরে ধীরে প্রতিযোগিতায় টিকতে না পেরে চড়া সুদের ক্ষুদ্র ঋণ বাজার থেকে ছিটকে পড়বে। 

সবশেষ কেন্দ্রীয় ব্যাংকের তথ্যানুযায়ী, চলতি মাসের ১৯ তারিখ পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ২৫ হাজার ৪৪৪ দশমিক ৪৩ মিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ এখন ২০ হাজার ৭ দশমিক ৫৯ মিলিয়ন মার্কিন ডলার।


আরও খবর