Logo
আজঃ বৃহস্পতিবার ১৬ জানুয়ারী ২০২৫
শিরোনাম

শনিবার থেকে শৈত্যপ্রবাহের আশঙ্কা

প্রকাশিত:বৃহস্পতিবার ১২ ডিসেম্বর ২০২৪ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৬ জানুয়ারী ২০২৫ | ১৩২জন দেখেছেন

Image

অনলাইন ডেস্ক:  দেশের উত্তর-পশ্চিমাঞ্চল ও পশ্চিমাঞ্চলে আগামী শনিবার থেকে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।


আবহাওয়াবিদ শাহানা সুলতানা বলেন, ‘১৪ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন স্থানে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে এবং এর পরে তাপমাত্রা বাড়তে পারে।’

আবহাওয়ার নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।


এছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।


সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।


বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গা ও গোপালগঞ্জ জেলায় ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।


বৃহস্পতিবার সকাল ৬টায় ঢাকায় ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস।


আরও খবর



ফরিদপুরে দুইজন কুখ্যাত মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০

প্রকাশিত:মঙ্গলবার ২৪ ডিসেম্বর 20২৪ | হালনাগাদ:বুধবার ১৫ জানুয়ারী ২০২৫ | ৭৭জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিনিধি: র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে কতিপয় মাদক ব্যবসায়ী ঢাকা হতে মাগুরাগামী একটি যাত্রীবাহী বাসে যাত্রী সেজে মাদকদ্রব্যের চালান নিয়ে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন বদরপুর হয়ে মাগুরা জেলার দিকে যাচ্ছে।

 

উক্ত সংবাদ প্রাপ্তির পর র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের উক্ত আভিযানিক দল অদ্য ২৪ ডিসেম্বর ২০২৪ * তারিখ *রাত আনুমানিক ১২:৩০ ঘটিকায় ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন বদরপুর এলাকায় একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ৩,৬০,০০০/- (তিন লক্ষ ষাট হাজার) টাকা মূল্যমানের ১২ (বারো) কেজি গাঁজাসহ ০২ জন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম।

 

হৃদয় দে (২১), পিতা-শৈলান দে, সাং-ধনেশ্বরগাদী, থানা- শালিকা, জেলা- মাগুরা,২। মোঃ রনি (২০), পিতা- মৃত নুর ইসলাম, সাং-আঠারোখাদা, শান্তিপাড়া, থানা- মাগুরা সদর, জেলা- মাগুরা বলে জানা যায়।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীদ্বয় পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে অবৈধ পন্থায় গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে মাগুরাসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।

 

গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে একটি মাদক মামলা রুজু করতঃ সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

 

আরও খবর



মেলান্দহে কৃষি-খাদ্য-পরিবেশ বিপর্যয়ের আশংকা

প্রকাশিত:বৃহস্পতিবার ০৯ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৬ জানুয়ারী ২০২৫ | ৪১জন দেখেছেন

Image

মোঃ শাহ জামাল, জামালপুর সংবাদদাতা: জামালপুরের মেলান্দহে ক্রমাগত মাটি লুটের ফলে কৃষি ও পরিবেশ হুমকির মুখে। এতে খাদ্য সংকটের সম্ভাবনা বিদ্যমান। বিশেষ করে ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর টপসয়েল হরিলুটের মহোৎসবের চিত্রই তা স্মরণ করিয়ে দিচ্ছে। উপজেলায় ২৫টি ইটভাটা। এরমধ্যে নয়ানগর ইউনিয়নেই ৮টি। ইটভাটার মাটি খেকুরা কৃষককে এক ধরণের বø্যাক মেইল করে এই সুরক্ষিত মাটি অল্প টাকায় হাতিয়ে নিচ্ছে। টপসয়েলের বিপর্যয় কৃষিতে বড় ধরণের হুমকি এবং খাদ্য সংকটে ফেলবে। অনুমোদনহীন যানবাহনে মাটি বহন করায় ক্ষতি হচ্ছে রাস্তাঘাট পরিবেশও। ড্রেজার দিয়ে বালি উত্তোলন করায় ক্ষতিগ্রহস্থ হচ্ছে নদ-নদী-কৃষি এবং প্রকৃতিও। সচেতন মহল মনে করছেন, এই বিপর্যয় রোধ এখন সময়ের দাবি।

সরেজমিনে দেখা গেছে, হাজরাবাড়ি, ব্রাহ্মণপাড়া, ফুলকোচা, আদ্রা নামাবন্দ, কুলিয়া, দুরমুঠ, দাগি, বানিপাকুরিয়া, উদনাপাড়া, নয়াপাড়া, আলোকদিয়া, বন্দোরৌহা, শাহিন বাজার ছাড়াও প্রায় প্রতিটি গ্রামের টপসয়েল লুটে ব্যস্ত মাটি খেকুরা। আদ্রা বাজারের পাশে লৌহজংয়ের খননকৃত পাড়ের মাটি লুটও থেমে নেই। কৃষক মুনতাজ মিয়া (৫৬) জানান-ইতোপূর্বে এভাবে কৃষি জমিতে মাটি গর্ত করলে ফসল হবে না। সামান্য বৃষ্টিতেই পানি আটকে থাকবো। 

হাজরাবাড়ি ব্রাহ্মণপাড়ায় ৮টি ভ্যাকু মেশিন দিয়ে মাটি উত্তোলনকারিদের আব্দুল মজিদ (৪৩) ও মাসুদ (২৫) এর দৃষ্টি আকর্ষণ করলে জানান-প্রশাসনের লোকজন আসছিলেন। মাটিগুলো মাদারগঞ্জের ইটভাটায় বেশি যাচ্ছে। আন্নেরা ভ্যাকু মেশিন মালিক ও মাটির ডিলার সোলায়মান সাবের সাথে যোগাযোগ করেন। উনি হাজরাবাড়ি বাজারে থাকেন। সোলায়মান সাহেব সাংবাদিক আসার খবরে দ্রæত শটকে পড়েন। 

জানা গেছে, মেলান্দহ উপজেলায় প্রায় ৩ হাজার পুকুর আছে। উপজেলার ২৫টি  ইটভাটা ছাড়াও ইসলামপুর, মাদারগঞ্জের ইটভাটায় মাটি যাওয়ার ফলে কোন কোন জমিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বিলের সমান কিংবা তার চেয়েও বেশি গভীরতার সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্থ জমিতে ফসল না হওয়ায়, অপরিকল্পিত পুকুর খননে বাধ্য হলেও; মাছ চাষে কাঙ্খিত লাভবান হচ্ছেন না কৃষক। এতে পুকুরের সংখ্যাও বাড়ছে। কমছে আবাদি জমিও। অথচ এসব জমিতে এক ফসলি, দু’ফসলি তিন ফসলি এমনকি বছর জুড়ে আবাদও ছিল। বারোমাসি ফসলের জমি এখন নাই বল্লেই চলে। 

মেলান্দহ বঙ্গমাতা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের গবেষণা সেলের পরিচালক ড. মাহমুদুল হাসান জানান- পুকুর পাড়ের বিভিন্ন অংশে টপসয়েল থাকলে মাছ চাষ ভালো হয়। আদর্শ পুকুর হচ্ছে ৫-১০ ফুট উচ্চতার। অনিয়ন্ত্রিত পুকুরে মাছের রোগবালাই আক্রমন করে। মাছ বৃদ্ধি পায় কম। বাকৃবি’র গবেষক শিক্ষার্থী এস.এম. আল-ফাহাদের মতে কৃষি জমির মাটি উত্তোলনের পর, গর্তে অপরিকল্পিত পুকুর রূপ দিয়ে মাছ চাষে কৃষক না পাবে কাঙ্খিত মাছ। না পাবে ফসল। হারাবে ফসলি জমি এবং হারাবে পৃথিবীর গতি ও প্রকৃতি। 

ময়মনসিংহ আঞ্চলিক মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ মোঃ আবুল বাশার জানান-মাটির ৫টি লেয়ারের প্রথম স্তরের ২-৮ ইঞ্চি পর্যন্ত টপসয়েল। টপসয়েলে বেশি জৈব পদার্থ, হিউমাস উদ্ভিদ ও প্রাণীর পঁচা বা অবশিষ্টাংশ ডিকম্পোজ থাকে। এ ছাড়াও খনিজ উপাদান, পানি-বায়ুর সংমিশ্রণের ব্যবস্থাপনা থাকে। যা মাটির পুষ্টি উপাদানের ক্ষেত্রে প্রাণী ও উদ্ভিদের অনুজীব বেশি কার্যকর। পরিবেশ বান্ধব লেয়ারে থাকে মোহনীয় উর্বরা শক্তি এবং স্বাস্থ্য সুরক্ষার ভান্ডার। যা মাটির পুষ্টি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। টপসয়েল না থাকলেই কৃষিতে বিপর্যয়ের আশংকা থাকে। কোন কোন জায়গায় ৪-৬ ফুট কিংবা আরো বেশি পর্যন্ত গভীর করলে মাটিতে পুষ্টি এবং ফসল করার মতো কিছুই থাকে না।



আরও খবর



হাদিস বর্ণনায় বিশ্বস্ত নারী সাহাবি

প্রকাশিত:বৃহস্পতিবার ০২ জানুয়ারী 2০২5 | হালনাগাদ:রবিবার ১২ জানুয়ারী ২০২৫ | ৩৭জন দেখেছেন

Image

ধর্ম ডেস্ক: আয়েশা বিনতে তালহা আত তাইমিয়া (রা.) ছিলেন একজন বিখ্যাত নারী সাহাবি। সপ্তম হিজরিতে তিনি জন্মগ্রহণ করেন। বংশ সূত্রে তিনি আবু বকর (রা.)-এর মেয়ে উম্মে কুলসুম (রা.)-এর কন্যা। সে হিসেবে তিনি উম্মুল মুমিনিন আয়েশা (রা.)-এর বোনের মেয়ে। তাছাড়া খ্যাতনামা সাহাবি তালহা বিন উবায়দুল্লাহ (রা.) ছিলেন তাঁর সম্মানিত পিতা। ফলে বংশ মর্যাদায় তিনি উভয় দিক দিয়েই শ্রেষ্ঠ ছিলেন।

বিখ্যাত এই নারী সাহাবির ছোট সময় থেকেই হাদিসের প্রতি বিশেষ গুরুত্ব ছিল। তিনি তাঁর খালা হজরত আয়েশা (রা.) থেকে হাদিস বর্ণনা করেন। আর তাঁর থেকে হাদিস বর্ণনা করেন তাঁর চার ভ্রাতুষ্পুত্র যথাক্রমে তালহা বিন ইয়াহইয়া, মুয়াবিয়া বিন ইসহাক, মুসা ও উবায়দুল্লাহ বিন ইসহাক, হাবিব বিন আবি আমরাহ, ফুজাইল ফাকিমি (রহ.) প্রমুখ। হাদিস বর্ণনার জগতে তিনি ছিলেন নির্ভরযোগ্য রাবি। ইয়াহইয়া বিন মায়িন (রহ.) তাঁকে হাদিস বর্ণনায় নির্ভরযোগ্য নারী হিসেবে গণ্য করেছেন। এমনকি হাদিসের নির্ভরযোগ্য কিতাব সুনানে নাসাঈ ও মুয়াত্তা মালেকে তাঁর থেকে বর্ণিত হাদিস রয়েছে।

তা ছাড়া তিনি ছিলেন রূপে-গুণে অনন্য খ্যাতির অধিকারী। প্রথমে তাঁর বিবাহ হয় মামাতো ভাই আব্দুল্লাহ বিন আব্দুর রহমান বিন আবু বকর সিদ্দিক (রা.)-এর সঙ্গে। পরবর্তী সময়ে  ইরাকের শাসনকর্তা মুসআব বিন জুবায়েরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তিনি বিয়েতে মোহর হিসেবে এক হাজার স্বর্ণমুদ্রা ধার্য করেন। মুসআব বিন জুবায়ের নিহত হলে তাঁর বিয়ে হয় আব্দুল্লাহ বিন উবায়দুল্লাহ তাইমির সঙ্গে। তিনিও স্ত্রীকে বিয়েতে হাজার হাজার দিরহাম মোহরানা হিসেবে প্রদান করেন।

সম্মানিত ও প্রভাবশালী এই নারী সাহাবি ছিলেন সর্বমহলে সমাদৃত। খলিফা আব্দুল মালিক বিন মারওয়ান এবং পরবর্তী খলিফা তাঁর পুত্র হিশাম তাঁকে খুব সম্মান করতেন। একবার আয়েশা বিনতে তালহা খলিফা আব্দুল মালিকের নিকট প্রতিনিধি হিসেবে এলেন। সে সময় তিনি হজ করতে চাচ্ছিলেন। তখন খলিফা রাজকীয় ব্যবস্থাপনায় তাঁর সঙ্গে থাকা লোকদের বাহনস্বরূপ ৬০টি খচ্চর উপহার দিয়েছিলেন।

আরেকবারের ঘটনা। তিনি খলিফা হিশাম বিন আব্দুল মালিকের নিকট এলেন। খলিফা তাঁর প্রতি সম্মান দেখালেন এবং নানা উপঢৌকনে ভূষিত করলেন। অনন্য সৌন্দর্য ও ব্যক্তিত্বের অধিকারী এই নারী ১১০ হিজরিতে মদিনায় ইন্তেকাল করেন। (তারিখে দিমাশক : ৬৯/২৪৯, সিয়ারু আলামিন : নুবালা ৫/৭৪)।


আরও খবর

ডালিমসহ জান্নাতে পাওয়া যাবে যেসব ফল

শনিবার ১১ জানুয়ারী ২০২৫

ভূমিকম্প নিয়ে কোরআন-হাদিসে কী বলা হয়েছে?

বৃহস্পতিবার ০৯ জানুয়ারী ২০২৫




হামাস নেতা হানিয়াকে হত্যার কথা স্বীকার করল ইসরাইল

প্রকাশিত:মঙ্গলবার ২৪ ডিসেম্বর 20২৪ | হালনাগাদ:সোমবার ১৩ জানুয়ারী ২০২৫ | ১০৪জন দেখেছেন

Image

অনলাইন ডেস্ক: প্রথমবারের মতো ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সাবেক প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার কথা স্বীকার করলেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। 

স্থানীয় সময় সোমবার (২৩ ডিসেম্বর) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত এক বিবৃতিতে এ কথা বলেন তিনি। 


কাৎজ হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, ইয়েমেনের হুতি বিদ্রোহীদের নেতৃত্বকেও ‘কতল’ করবে ইসরাইলি বাহিনী। আমরা হুতিদের ওপর কঠোরভাবে আঘাত হানব.. এবং তাদের নেতৃত্বকে কতল করব... যেমনটা আমরা তেহরান, গাজা ও লেবাননে হানিয়া, (ইয়াহিয়া) সিনওয়ার ও (হাসান) নাসরুল্লাহর ক্ষেত্রে করেছি, ঠিক সেটাই আমরা হোদেইদা ও সানায় করব।



কাৎজের এই বক্তব্যের মধ্য দিয়ে হানিয়াকে হত্যার কথা প্রথমবারের মতো স্বীকার করল ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয়। গত ৩১ জুলাই ইরানের রাজধানী তেহরানে তাকে হত্যা করা হয়। ওই হত্যাকাণ্ডের জন্য শুরু থেকেই ইসরায়েলকে দায়ী করে আসছিল ইরান ও হামাস।


হানিয়াকে হামাসের সর্বময় নেতা হিসেবে বিবেচনা করা হতো এবং তিনি গাজায় যুদ্ধবিরতি বিষয়ক আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলেন। তার হত্যাকাণ্ডের পর হামাস ইয়াহিয়া সিনওয়ারকে নতুন নেতা হিসেবে ঘোষণা করা হয়। তিনি ইসরাইলের ভূখণ্ডে হামাসের হামলার অন্যতম রূপকার। গত অক্টোবরে ইসরাইলের সামরিক অভিযানে তিনিও নিহত হন। এরপর থেকে হামাস এখনো নতুন নেতা বেছে নেওয়ার প্রক্রিয়ায় আছে।


অন্যদিকে, হাসান নাসরাল্লাহ ছিলেন লেবাননে ইরান সমর্থিত হেজবুল্লাহর নেতা। সেপ্টেম্বরে বৈরুতে ইসরাইলের সামরিক অভিযানে তিনি নিহত হন। ইসরাইলের সাথে সীমান্তে প্রতিনিয়তই লড়াই করছিল হেজবুল্লাহ।


লেবাননের উত্তর-পশ্চিমাঞ্চল হুথিদের নিয়ন্ত্রণে। ইসরাইল গাজায় সামরিক অভিযান শুরুর পর থেকে তারা লোহিত সাগরে ইসরায়েলি ও আন্তর্জাতিক জাহাজগুলোতে হামলা শুরু করেছিল। তারা গাজা যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে চাওয়ার ঘোষণা দিয়েছে।


গত শনিবার ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে, ইয়েমেন থেকে ছোঁড়া একটি ক্ষেপণাস্ত্র তারা ভূপাতিত করতে পারেনি এবং এটি তেল আবিবের একটি পার্কে আঘাত করেছে।



আরও খবর



মঙ্গল গ্রহের নতুন নামকরণের প্রস্তাব ইলন মাস্কের

প্রকাশিত:রবিবার ২৯ ডিসেম্বর ২০২৪ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৬ জানুয়ারী ২০২৫ | ৪৪জন দেখেছেন

Image

অনলাইন ডেস্ক: মঙ্গল গ্রহকে নিউ ওয়ার্ল্ড হিসেবে নামকরণের প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। ভবিষ্যতে মানুষকে রক্ষার জন্য মঙ্গল গ্রহে স্বয়ংসম্পূর্ণ দীর্ঘমেয়াদি মানববসতি স্থাপনের গুরুত্ব তুলে ধরে গ্রহটির এই নামকরণের প্রস্তাব দিলেন তিনি।


এক্সে (সাবেক টু্ইটার) দেওয়া এক পোস্টে মঙ্গল গ্রহে চলমান কিউরিওসিটি রোভারের ছবি প্রকাশ করেছেন ইলন মাস্ক। ছবিতে দেখা যাচ্ছে, মঙ্গল গ্রহের গেল ক্রেটার নামের খাদে অবস্থান করছে কিউরিওসিটি রোভার। পোস্টে ইলন মাস্ক লিখেছেন, মঙ্গল গ্রহকে নতুন বিশ্ব বলা হবে, যেমনটি গত শতাব্দীতে আমেরিকাকে নতুন বিশ্ব বলা হয়েছে। এটা বেশ বড় একটি অনুপ্রেরণামূলক অ্যাডভেঞ্চার।


উল্লেখ্য, অভিযাত্রী ক্রিস্টোফার কলম্বাস আমেরিকা মহাদেশে ১৪৯২ সালে প্রথম পা রাখার পর থেকে যুক্তরাষ্ট্রকে নতুন পৃথিবী বা নিউ ওয়ার্ল্ড নামে ডাকা শুরু হয়। এরপর কয়েক শতাব্দী ধরে আমেরিকাকে নতুন পৃথিবী নামেই ডাকা হতো।





আরও খবর