Logo
আজঃ বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারী ২০২৫
শিরোনাম

যুক্তরাষ্ট্র-কানাডা শুল্ক বাড়ালে বিশ্বে পণ্যের দাম বাড়তে পারে

প্রকাশিত:রবিবার ১২ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারী ২০২৫ | ৭৯জন দেখেছেন

Image

অনলােইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডা থেকে আমদানি হওয়া পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। এর পাল্টা জবাবে মার্কিন পণ্যের ওপর শুল্ক আরোপের পরিকল্পনা করছে কানাডা।


মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, এই শুল্ক বৃদ্ধি একটি বাণিজ্যযুদ্ধের কারণ হতে পারে। এর ফলে বিশ্বজুড়ে পণ্যের দাম বেড়ে যেতে পারে। কানাডা কর্তৃপক্ষ মার্কিন পণ্যের একটি তালিকা তৈরি করেছে, যার মধ্যে বার্বন, জ্যাক ড্যানিয়েলসের মতো অ্যালকোহল, আসবাবপত্র, সিরামিক, স্টিল পণ্য, কমলার রস, পোষা প্রাণীর খাবার এবং আরও অনেক কিছু রয়েছে।



এ ছাড়া যুক্তরাষ্ট্র কানাডাকে জ্বালানি রপ্তানি করে এবং শুল্কযুদ্ধ শুরু হলে সেসব জ্বালানির ওপরও শুল্ক আরোপ হতে পারে।


কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি বলেছেন, ‘আমাদের প্রস্তুত থাকতে হবে এবং ট্রাম্পের বক্তব্য গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে।’ তিনি আরও বলেন, ‘কানাডার পণ্যের ওপর শুল্ক আরোপের পরিণতি ট্রাম্প ও তার উপদেষ্টাদের জানা উচিত।’


কানাডার ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোও এই বাণিজ্যযুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে বলে জানান বিজনেস কাউন্সিল অব কানাডার সিইও গোল্ডি হাইডার।


আরও খবর



লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপির কমিটি নিয়ে বিরোধ || বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রকাশিত:বুধবার ১২ ফেব্রুয়ারী ২০২৫ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারী ২০২৫ | ২১জন দেখেছেন

Image

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপি কমিটি অনিয়ম হওয়ার প্রতিবিাদে পদবঞ্চিত নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। কমিটি নিয়ে দুই পক্ষের বিরোধ এখন তুঙ্গে।

গত মঙ্গলবার সকালে উপজেলা ও পৌরসভার পদবঞ্চিত হাজার-হাজার বিএনপি নেতা-কর্মী নিয়ে একবিরাট বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা গেটের সামনে এক সমাবেশ করে। সমাবেশে মোঃ সাচ্চু মিয়ার সভাপতিত্বে ও ইঞ্জিনিয়ার তাইবুল হাসানের সঞ্চলনায় বক্তব্য রাখেন, বিএনপি নেতা মোঃ শাহিন বিপ্লব, মোঃ পাপ্পু মিয়া, উপজেলা সাংগঠনিক সম্পাদক মোঃ শিকদার শাহ-আলম, সাবেক কৃষক দলের জেলা সদস্য সচিব এনামুল কবির চন্দন,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এসএ সাইফুল্লাহ মামুন, পৌর যুবদলের আহবায়ক রবিউল ইসলাম রবি, এসএ রিপোন মিয়া প্রমুখ। সমাবেশ চলাকালে পাকা সড়কের ওপর বিক্ষুদ্ধ নেতা কর্মীরা বসে ও শুয়ে পড়ে এসময় সমাবেশের দুই পশে যানবহনের যানযটের সৃষ্টি হয়। এসময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। সমাবেশে বক্তরা বলেন, উপজেলা ও পৌর বিএনপির কমিটির নেতৃবৃন্দ সম্পুর্ন অনিয়ম ভাবে বিএনপির নির্যাতিত,নিপিড়িত,জেল হাজত খাটা নেতা-কর্মীদের বাদ দিয়ে আ,লীগের কাছ থেকে টাকা নিয়ে কমিটিতে তাদের নামও দিয়েছে।

কমিটি সংশোধন না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। এ বিষয়ে উপজেলা বিএনপির সাধারন সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম বিক্ষোভ কারীদের আ,লীগের কাছ থেকে টাকা নেয়ার কথা অভিযোগ অস্বীকার করে বলেন, জাতীয়তাবাদী বিএনপি একটি বড় দল, লোহাগড়ায় কমিটিতে ১ হাজার লোক হওয়ার মত আছে। কিন্তুু আমরা নাম দিতে পারব ১০১ জনের বেশী নয়। যারা বাদ পড়েছে তাদের জেলা কমিটি দেওয়ার চেষ্টা করব।


আরও খবর



সাইফ সুস্থ হতেই শুটিংয়ে কারিনা কাপুর

প্রকাশিত:বুধবার ১২ ফেব্রুয়ারী ২০২৫ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারী ২০২৫ | ২৮জন দেখেছেন

Image

বিনোদন ডেস্ক : পতৌদি পরিবারের নবাব বলিউড অভিনেতা সাইফ আলি খান আগের তুলনায় বেশ ভালো আছেন। সদ্য লীলাবতী হাসপাতালে গিয়ে চিকিৎসকদের পরামর্শ নিয়ে এসেছেন তিনি। সম্প্রতি নিজের ওপর হামলা নিয়ে কথা বলেছেন অভিনেতা, যা নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এর মধ্যেই নিজের সিনেমার প্রচারও সেরে ফেলেছেন সাইফ আলি খান। 

নবাব পরিবার ক্রমশ ভয়াবহ পরিস্থিতি ভুলে স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করছে। আর তাই গতকাল মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) শুটিংয়ে ফিরলেন সাইফপত্নী কারিনা কাপুর খান। বন্দি হলেন ফটোসাংবাদিদের ক্যামেরায়। মেকআপ ভ্যানে ঢুকছেন অভিনেত্রী— সেই ছবি মুহূর্তে সামাজিক মাধ্যমে ভাইরাল। ভক্ত-অনুরাগী থেকে সহ-অভিনেতা— প্রত্যেকে শুভেচ্ছা জানিয়েছেন কারিনাকে।

ধূসর সোয়েট শার্ট, কালো জিন্স আর রোদচশমায় দ্যুতিময় কারিনা। হাসিমুখে নবাবপত্নী ফটোসাংবাদিকদের ক্যামেরার সামনে দাঁড়ান। পতৌদি নবাব পরিবারের পাশে থাকার জন্য ধন্যবাদ জানান তাদের। এরপর মেকআপ ভ্যানে উঠে চলে যান। এদিনও কারিনাকে ঘিরে ছিলেন নিরাপত্তারক্ষীরা।

উল্লেখ্য, ১৫ জানুয়ারির গভীর রাত নাড়িয়ে দিয়েছে পতৌদি পরিবারকে। মধ্যরাতে নিজের বাড়িতে হামলা। স্বামী গুরুতর জখম। কী করে তাকে বাঁচাবেন? কিছুতেই বুঝতে পারছিলেন না কারিনা। সাইফের কথা অনুযায়ী— অভিনেত্রী শেষে নাকি চিৎকার করে আশপাশের সবাইকে ডাকছিলেন। যদি কেউ এসে সাইফকে হাসপাতালে নিয়ে যান। কিন্তু পড়শিরা নাকি ঘুমে অচৈতন্য! কেউ কারিনার চিৎকার শুনতে পাননি। পরিবারের সবাইকে আতঙ্কিত দেখে শেষে হাল ধরেন সাইফ। তিনি কারিনা-তৈমুরকে আশ্বস্ত করে বলেন, তোমরা চিন্তা কর না, আমি ঠিক আছি, আমি মরব না।


আরও খবর



জাহান্নামীরা দেখতে যেমন হবে

প্রকাশিত:সোমবার ০৩ ফেব্রুয়ারী ২০২৫ | হালনাগাদ:বুধবার ১২ ফেব্রুয়ারী ২০২৫ | ৩৭জন দেখেছেন

Image

ধর্ম ডেস্ক: মানুষ মাত্রই ভুল। অর্থাৎ মানুষই গুনাহ করবে এটা স্বাভাবিক। তবে কেউ হয়তো বেশি, আবার কেউ কম গুনাহগার হয়। শয়তানের ধোঁকায় পড়ে মানুষ অনেক সময় আল্লাহকর্তৃক নিষিদ্ধকৃত কাজ করে ফেলে। কিন্তু একজন মুসলিম গুনাহ করে তাওবা করবে- এটিই স্বাভাবিক। আল্লামা ইবনে কাইয়্যুম রহমতুল্লাহি আলাইহি বলেছেন, যে গুনাহ করে সে মানুষ। যে গুনাহ করে তার ওপর অটল অবস্থানে থাকে সে শয়তান। আর যে গুনাহ থেকে তাওবা করে, সে হলো মুমিন। যারা গুনাহের ওপর অটল থাকে এবং তওবা করে না তাদেরকে আল্লাহতায়ালা দুনিয়াতে যন্ত্রণাদায়ক শাস্তি দেবেন এবং পরকালে জাহান্নামের বাসিন্দা করবেন।

রাসূল সা. মানুষকে জাহান্নাম থেকে বেঁচে থাকার এবং নেক আমল করার কথা বলেছেন। হজরত নোমান ইবনে বশীর রা. বলেন, আমি রাসূল সা.-কে বলতে শুনেছি, আমি তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে ভীতি প্রদর্শন করছি আমি তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে ভীতি প্রদর্শন করছি। তিনি এ বাক্যগুলি বার বার এমনভাবে উচ্চ কণ্ঠে বলতে থাকলেন যে, বর্তমানে আমি যে স্থানে বসে আছি, যদি রাসূল সা. এ স্থান থেকে ওই বাক্যগুলি বলতেন, তবে ঐ উচ্চ কণ্ঠ বাজারের লোকেরাও শুনতে পেত। আর তিনি এমনভাবে হেলে দুলে বাক্যগুলি বলছিলেন যে, তার কাঁধের উপর রক্ষিত চাদরখানা পায়ের উপর গড়ে পড়েছিল (দারেমী, মিশকাত, হাদিস : ৫৪৪৩)।

যারা জাহান্নামে যাবে তারা দেখতে কেমন হবে এ বিষয়ে এক হাদিসে হজরত আবু হুরায়রা রা. বলেন, নবী করীম সা. বলেছেন, জাহান্নামের মধ্যে কাফেরের গায়ের চামড়া হবে বিয়াল্লিশ হাত মোটা, দাঁত হবে ওহুদ পাহাড়ের সমান এবং জাহান্নামীদের বসার স্থান হবে মক্কা-মদীনার মধ্যবর্তী ব্যবধান পরিমাণ (তিরমিজি, মিশকাত, হাদিস :৫৬৭৫)। আরেক হাদিসে আবু হুরায়রা রা. বলেন, রাসূল সা. বলেছেন, দু’প্রকারের লোক জাহান্নামী। অবশ্য আমি তাদেরকে দেখতে পাব না।

তাদের এক শ্রেণী এমন লোক হবে, যাদের হাতের মধ্যে থাকবে গরুর লেজের মতো চাবুক। যা দিয়ে তারা মানুষকে মারধর করতে থাকবে। আর দ্বিতীয় শ্রেণী হবে এমন সব নারী, যারা কাপড় পরেও উলঙ্গ থেকে অপরকে নিজের দিকে আকৃষ্ট করতে এবং নিজেও অপরের দিকে আকৃষ্ট হবে। তাদের মাথার চুল হবে বুখতি উটের হেলে পড়া কুঁজের মতো। তারা কখনও জান্নাতে প্রবেশ করতে পারবে না। এমনকি তারা জান্নাতের সুঘ্রাণও পাবে না। যদিও তার সুঘ্রাণ অনেক অনেক দূর থেকে পাওয়া যাবে। (মুসলিম, মিশকাত, হাদিস : ৩৩৬৯)।


আরও খবর

ইসলাম শিক্ষকদের বিশেষ মর্যাদা দিয়েছে

বুধবার ১২ ফেব্রুয়ারী ২০২৫




বাগেরহাটের শরণখোলায় সুপেয় পানির তীব্র সংকটে চরম ভোগান্তিতে এলাকাবাসী

প্রকাশিত:বুধবার ১২ ফেব্রুয়ারী ২০২৫ | হালনাগাদ:বুধবার ১২ ফেব্রুয়ারী ২০২৫ | ৪১জন দেখেছেন

Image
“সোনাতলা গোল পুকুর সংলগ্ন আলিম মাদ্রাসা/এতিমখানা ও মডেল বাজারসহ ৫টি গ্রামের সুপেয় পানির কল নষ্ট হওয়ার কারণে ভোগান্তিতে এলাকাবাসী”

মোঃ কামরুল ইসলাম টিটু : বাগেরহাটের শরণখোলায় সুপেয় পানির তীব্র সংকট দেখা দিয়েছে। উপজেলার বেশির ভাগ পুকুরের পন্ড অ্যান্ড স্যান্ড ফিল্টার (পিএসএফ) ও নলকূপ নষ্ট হয়ে যাওয়ায় এমন সংকটের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী। এদিকে অতি খরায় গ্রামাঞ্চলের পুকুরের পানি শুকিয়ে যাওয়াটাও এ সংকটের অন্যতম কারণ।

স্থানীয় সূত্রে জানা গেছে, বর্ষা মৌসুম ছাড়া উপজেলাবাসী খাওয়ার পানির জন্য পুকুর ও নলকূপগুলোর ওপর নির্ভরশীল। কিন্তু সংস্কারের অভাবে অধিকাংশ পুকুর শুকিয়ে গেছে এবং নলকূপগুলো দিয়ে লবণপানি ওঠার কারণে সেগুলোও নষ্ট হয়ে গেছে। এ অবস্থায় এক কলসি পানি সংগ্রহ করতে মানুষকে ১থেকে ২ মাইল হাঁটতে হচ্ছে, কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে অকেজো পিএসএফ ও নলকূপ মেরামতের কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না শিগগিরই পুকুর ও নলকূপগুলো সংস্কারের কিংবা নতুন নলকূপ বিতরণের দাবি জানিয়েছে উপজেলাবাসী

দক্ষিণ সোনাতলা হাফিজিয়া মাদ্রাসা ও ইসলামিয়া আলিম মাদ্রাসার সংলগ্ন সুপ্রিয় পানির কলটি দীর্ঘদিন যাবত আকার্যকর অবস্থায় পড়ে রয়েছে স্থানীয়দের দাবি এখানে একটি হাফিজিয়া মাদ্রাসা ও আলিম মাদ্রাসা এবং সংলগ্ন একটি বাজার । ৫টি গ্রামের লোকজনের বসবাসের মূল সুপেয় পানির কল নষ্ট থাকায় আমাদের খুব দুর্ভোগে পড়তে হচ্ছে দূর থেকে পানি নিয়ে আসতে হচ্ছে। 

সোনাতলা হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ মোঃ খলিলুর রহমান মুন্সী জানান এই সুপেয় পানি আমাদের মাদ্রাসার ছাত্ররা পান করে এলাকাবাসী পান করে এবং গোল পুকুর সংলগ্ন মডেল বাজারের ব্যবসায়ীরা পান করে 

এখন এটি বন্ধ হওয়ায় আমাদেরকে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। পুকুরে পানি ফিটকিরি দিয়ে পরিষ্কার করে পান করতে হচ্ছে। 

 আমাদের অনেক দূর থেকে খাবার পানি সংগ্রহ করতে হয়,‌ তাই সুপেয় পানির কল সংস্কার বা নতুন বিতরণের জন্য দাবি স্থানীয় ও মডেল বাজার ব্যবসায়ীদের  উপজেলা নির্বাহী কর্মকর্তা সুদীপ্ত কুমার সিংহ মহোদয়ের সদয় দৃষ্টি আকর্ষণ করছেন। 


আরও খবর



আল জাজিরায় প্রতিবেদন: যুক্তরাজ্যে আইনি পদক্ষেপ নেয়ার চেষ্টা চালিয়েছিল শেখ হাসিনা

প্রকাশিত:রবিবার ১৯ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:মঙ্গলবার ১১ ফেব্রুয়ারী ২০২৫ | ৪৯জন দেখেছেন

Image

অনলাইন ডেস্ক : সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নানা অপকর্ম নিয়ে ২০২১ সালে অনুসন্ধানী তথ্যচিত্র প্রকাশ করে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’—শিরোনামে প্রকাশিত সেই প্রতিবেদনের পর বেশ আলোচনা তৈরি হয় দেশে। প্রতিবেদনটিতে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের নানা কীর্তি ও তার মাধ্যমে শেখ হাসিনা সরকারের ক্ষমতা পোক্ত করার নানা ঘটনা উঠে আসে।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদ মাধ্যম দ্য সানডে টাইমস জানিয়েছে, চাঞ্চল্যকর ওই অনুসন্ধানী প্রতিবেদনের পেছনে থাকা সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য সেসময় ব্রিটেনের প্রখ্যাত ব্যারিস্টার ডেসমন্ড ব্রাউন কেসি’র পরামর্শ নিয়েছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০২১ সালের ফেব্রুয়ারিতে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তারা মানহানি মামলার বিশেষজ্ঞ ব্রাউনের সঙ্গে যোগাযোগ করেন।

সম্প্রতি শেখ হাসিনার সাবেক বাসভবন গণভবন থেকে একটি দুমড়ানো-মুচড়ানো নথি উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিয়ে দ্য সানডে টাইমসের প্রতিবেদনে জানা যায়, বাংলাদেশ হাইকমিশনের ওই কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতে সম্মত হন ব্রাউন। পরে তাদেরকে একজন সলিসিটরের সঙ্গে পরিচয় করিয়ে দেন। ওই সলিসিটর ব্রিটিশ আদালতে মামলা শুরু করতে পারতেন। সাক্ষাতের পরের মাসে এই দুজন শেখ হাসিনা সরকারের সঙ্গে পরামর্শ করেন।

এই বৈঠকের কয়েকদিন আগেই আল-জাজিরা ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ শীর্ষক ডকুমেন্টারিটি প্রচার করেছিল। তাতে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের ভাই প্রকাশ্যে গর্ব করে বলেন, তিনি পুলিশ ও আধাসামরিক বাহিনীকে দিয়ে প্রতিদ্বন্দ্বীদের উঠিয়ে নিতে পারেন এবং ঘুষ নিয়েই কোটি কোটি টাকা আয় করতে পারেন।

এই ডকুমেন্টারি প্রচারের পর জেনারেল আজিজ ও তার ভাইয়ের ওপর যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়। ইউটিউবে প্রায় দশ মিলিয়ন (এক কোটি) ভিউ পাওয়া ওই ডকুমেন্টারি আন্তর্জাতিক পুরস্কারও জেতে। শেখ হাসিনার শাসনামলের সর্বব্যাপী দুর্নীতির প্রমাণ উঠে আসে প্রতিবেদনটিতে। কিন্তু হাসিনার প্রশাসন ওই ডকুমেন্টারিকে প্রকাশ্যে ‘মিথ্যা, মানহানিকর ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার’ বলে দাবি করে।

ডকুমেন্টারিটি প্রচারের পরপরই প্রতিবেদনের প্রধান হুইসেলব্লোয়ার জুলকারনাইন সায়ের খানের ভাইকে লোহার রড দিয়ে বেধড়ক মারধর করা হয়। এ ডকুমেন্টারির সঙ্গে যুক্ত কয়েকজন দেশ ছাড়তেও বাধ্য হন।

ঢাকায় শেখ হাসিনার বাড়িতে পাওয়া নথি থেকে জানা যায়, ওই ডকুমেন্টারিতে অবদান রাখা ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যানকে গ্রেফতারের পরিকল্পনা করছিল তার সরকার।

এই নথির তথ্য বলছে, হাসিনা সরকারের ‘লাইবেল ট্যুরিজম’, অর্থাৎ মানহানির জন্য বিদেশি আদালত ব্যবহারের উদ্দেশ্য ছিল। এ পদ্ধতিতে বিদেশি বাদীরা ব্রিটিশ আদালতকে ব্যবহার করে যুক্তরাজ্যের বাইরে অবস্থিত ব্যক্তি বা প্রকাশনার বিরুদ্ধেও ব্যবস্থা নেন। অনেকেই মনে করেন, ব্রিটিশ আইনি ব্যবস্থা বাদীর প্রতি সহানুভূতিশীল, তাই দেশটির আদালতের মাধ্যমে অস্বস্তিকর তথ্য বা প্রতিবেদন প্রকাশ ঠেকানো সম্ভব। তবে হাউস অব কমন্স লাইব্রেরি ২০২২ সালের এক গবেষণা অনুসারে, এ ধরনের কাজ ঠেকানোর জন্য আইনগত পদক্ষেপ নেওয়া হলেও এর প্রভাব খুবই সীমিত।

সানডে টাইমস জানায়, শেখ হাসিনার পরিত্যক্ত বাসভবনে অপ্রয়োজনীয় উপকরণের ভাণ্ডারের মধ্যে উদ্ধার নথিগুলি ইঙ্গিত দেয়, হাই কমিশন আল জাজিরা এবং ব্রিটিশ তদন্তকারী প্রতিবেদক ডেভিড বার্গম্যানসহ অন্য সাংবাদিকদের বিরুদ্ধে ব্রিটিশ আদালতে আইনি পদক্ষেপ নেয়ার জন্য ব্রাউনের সহযোগিতায় চেয়েছিল।

২০২১ সালের ১০ ফেব্রুয়ারি এক ভার্চুয়াল বৈঠকে ব্রাউন বাংলাদেশি কর্মকর্তাদের একজন আইনজীবী রাখার পরামর্শ দেন, যিনি তাকে মানহানির মামলা এগিয়ে নিতে আনুষ্ঠানিকভাবে নির্দেশ দিতে পারেন। তিনি রেপুটেশন ম্যানেজমেন্ট বিশেষজ্ঞ আইনজীবী জেরেমি ক্লার্ক-উইলিয়ামসকে সুপারিশ করেছিলেন। জেরেমি আল জাজিরার প্রতিবেদনটি দেখে পরবর্তীতে কর্মকর্তাদের সাথে দেখাও করেছিলেন।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে আরও বলা হয়, কর্মকর্তারা ব্যক্তি, প্রতিষ্ঠান এবং তথ্যচিত্রের নির্মাতাদের বিরুদ্ধে মানহানির মামলা দায়েরের বিকল্প বিষয়গুলোও অনুসন্ধান করেছিলেন। এমনকি তারা বাংলাদেশ সেনাবাহিনী বা প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষে মামলা দায়েরের জন্য তৃতীয় পক্ষকে ব্যবহার করার কথাও বিবেচনা করেছিল।

উদ্ধার হওয়া নথিগুলোকে উদ্ধৃত করে সানডে টাইমসের প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশে বার্গম্যানকে গ্রেফতারের পরিকল্পনা ছিল। তাকে এই তথ্যচিত্রটি সাজানোর জন্য অভিযুক্ত করা হয়েছিল।

প্রসঙ্গত, বার্গম্যান এর আগে বাংলাদেশে আদালত অবমাননার দায়ে দোষী সাব্যস্ত হয়েছিলেন। বিষয়টি নিয়ে তিনি দ্য সানডে টাইমসকে বলেন, গত বছর ছাত্র-নেতৃত্বাধীন বিদ্রোহের সময় শেখ হাসিনার ক্ষমতা থেকে পতনের আগ পর্যন্ত তিনি গ্রেফতার হতে পারেন এমন কোনো তথ্য তার কাছে ছিল না।

তবে ব্যারিস্টার ব্রাউন তার সংক্ষিপ্ত সম্পৃক্ততার বিষয়টি স্বীকার করলেও বলেন, তিনি বা ক্লার্ক-উইলিয়ামস কেউই প্রাথমিক পরামর্শের বাইরে আর কোনও পদক্ষেপ নেননি। এ বিষয়ে ক্লার্ক-উইলিয়ামসের মন্তব্য জানতে চেয়ে দ্য সানডে টাইমসের তরফ থেকে একাধিকবার ফোন ও ইমেইল করা করেও সাড়া পায়নি।

প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনা সরকার পরবর্তীতে যুক্তরাজ্যে আইনি পদক্ষেপ নেয়ার পরিকল্পনা থেকে সরে আসেন। আল জাজিরার তথ্যচিত্রটি অপসারণের জন্য ইউটিউব এবং ফেসবুকের ওপর চাপ প্রয়োগের দিকে মনোযোগ দেন। তবে সেখানেও তিনি ব্যর্থ হন। ঢাকায় উচ্চ আদালতের রায় সত্ত্বেও, ইউটিউব ও মেটা উভয় প্ল্যাটফর্মই তা মেনে নিতে অস্বীকৃতি জানায়। ফলে তথ্যচিত্রটি বিশ্বব্যাপী অ্যাক্সেসযোগ্য হয়ে যায়।

সানডে টাইমসের প্রতিবেদনে বলা হয়, তথ্যচিত্রটির ফলাফল সুদূরপ্রসারী পরিণতি এনেছিল। আজিজ আহমেদ এবং তার ভাই বাইডেন প্রশাসনের নিষেধাজ্ঞার মুখোমুখি হয়েছিলেন। অন্যদিকে হুইসেলব্লোয়ার এবং প্রতিবেদনটিতে যারা অবদান রাখে তাদেরকে হুমকি, সহিংসতা এবং নির্বাসন সহ্য করতে হয়েছিল।


আরও খবর

প্রধান উপদেষ্টার আয়নাঘর পরিদর্শন

বুধবার ১২ ফেব্রুয়ারী ২০২৫

এপ্রিল হতে পারে ইউনূস-মোদি সাক্ষাৎ

মঙ্গলবার ১১ ফেব্রুয়ারী ২০২৫