Logo
আজঃ শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০24
শিরোনাম
বাকৃবির নতুন উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া রাশিয়ার কাছ থেকে তেল কেনা অব্যাহত রাখবে ভারত সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার মানে অন্যরা কাজ করছে না: মির্জা ফখরুল সরকারি চাকরিতে প্রবেশ ও অবসরের বয়স বাড়ছে ভারতের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ স্বৈরাচারদের প্রতি উদারতা দেখানোর কোনো প্রশ্নই আসে না : মো. নাহিদ ইসলাম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জুরি বোর্ড গঠন অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এ ফাউন্ডেশনে একশ’ কোটি টাকা অনুদান আহত-নিহতদের জন্য সেপ্টেম্বরের প্রথম ১৪ দিনে রেমিট্যান্স এলো ১৪ হাজার কোটি গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভে মহাসড়কে যানজট

২ কোটিতে ভিসি পদ বিক্রি করতেন দীপু মনি

প্রকাশিত:বুধবার ২১ আগস্ট ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০24 | ১৭৪জন দেখেছেন

Image



স্টাফ রিপোর্টারঃ


রাজধানীর মোহাম্মদপুরে মুদিদোকানি আবু সায়েদকে গুলি করে হত্যার মামলায় সাবেক সমাজকল্যাণ মন্ত্রী দীপু মনি ৪ দিনের রিমান্ডে রয়েছেন। 


আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে থাকা অবস্থায় রাজধানীর বারিধারা থেকে সোমবার (১৯ আগস্ট) রাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ। 


গত ১১ বছরে পররাষ্ট্র, শিক্ষা ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব সামলেছেন তিনি। সবচেয়ে আলোচিত ছিলেন শিক্ষামন্ত্রী থাকাকালে।


দীপু মনির দুর্নীতি-অনিয়ম সম্পর্কে জানলেও ভয়ে মুখ খোলেননি তার মন্ত্রণালয়ের সচিবরা। অনেকে বলছেন, মাধ্যমিক স্কুলের শিক্ষক থেকে বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ পর্যন্ত তার হাত ছিল। 


বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) নিয়োগের জন্য দুই কোটি এবং কলেজের অধ্যক্ষ নিয়োগের জন্য তিনি ৫০ লাখ টাকা ঘুষ নিতেন। তার সময়ে শিক্ষা খাতে এটি ছিল ‘ওপেন সিক্রেট’।


আরও খবর

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু

বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪

সরকারি চাকরিতে প্রবেশ ও অবসরের বয়স বাড়ছে

বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪




ইনস্টাগ্রাম নোট কী, নোট লিখবেন যেভাবে

প্রকাশিত:বুধবার ০৪ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০24 | ৬৩জন দেখেছেন

Image

তথ্য প্রযুক্তি ডেস্ক : ছবি ও ভিডিওভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম। বিগত কয়েক বছরে সারা বিশ্বের অন্যতম জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হিসেবে পরিচিতি পেয়েছে মেটার মালিকানাধীন এই প্রতিষ্ঠান। বর্তমানে তরুণ প্রজন্মের একটা বড় অংশ ফেসবুকের চেয়ে ইনস্টাগ্রামেই সময় কাটাতে বেশি পছন্দ করেন। আর ব্যবহারকারীরা চাইলেই এখানে নোটের মাধ্যমে সহজেই অভিব্যক্তি প্রকাশের পাশাপাশি নিজের সম্পর্কে আপডেট তথ্য সংক্ষেপে উপস্থাপন করতে পারেন। ইনস্টাগ্রামের ডিএম বা ডিরেক্ট মেসেজ বিভাগে নোট লেখা যায়। আর সেটি প্রকাশিত হওয়ার ২৪ ঘণ্টা পর স্বয়ংক্রিয়ভাবে মুছে যাওয়ায় অনেকেই নোটের মাধ্যমে নিয়মিত নতুন নতুন তথ্য প্রকাশ করে থাকেন। ফলে অ্যাকাউন্টের অনুসারীরা সেসব তথ্য জানার পাশাপাশি নিজেদের মতামত প্রকাশ করতে পারেন। নোটে সর্বোচ্চ ৬০ অক্ষরের বার্তার পাশাপাশি চাইলে গান ও ভিডিও যোগ করা যায়। তবে সেটি কিভাবে করতে হয় তা অনেকেই জানেন না। তাহলে চলুন ইনস্টাগ্রাম নোটে বার্তা, অডিও ও ভিডিও যোগ করার পদ্ধতি দেখে নেওয়া যাক:


১. নোটে বার্তা, অডিও ও ভিডিও যোগ করার জন্য প্রথমে ইনস্টাগ্রাম অ্যাপের ওপরের ডান দিকে থাকা ‘মেসেজ’ আইকনে ট্যাপ করে ডিরেক্ট মেসেজ বিভাগে প্রবেশ করতে হবে।

২. এরপর পরের পৃষ্ঠার সার্চ বক্সের নিচে প্রোফাইল ছবির কোনায় থাকা ‘নোট’ অপশন ট্যাপ করতে হবে।

৩. এবার নোট বক্সে প্রয়োজনীয় বার্তা লেখার পর অডিও যুক্তের জন্য নিচে থাকা ‘মিউজিক’ আইকনে ট্যাপ করে পছন্দের গান নির্বাচন করতে হবে।

৪. আর ভিডিও যোগ করতে চাইলে একইভাবে ‘ক্যামেরা’ আইকন ট্যাপ করে ভিডিও ধারণ করতে হবে।

৫. এরপর ওপরের ডান দিকে থাকা ‘শেয়ার’ বাটনে ক্লিক করলেই নোট প্রকাশ হয়ে যাবে।


আরও খবর

মোবাইল ফোন পানিতে পড়ে গেলে করণীয়

বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪

জিমেইল অ্যাকাউন্ট খালি করার টিপস

শনিবার ১৪ সেপ্টেম্বর ২০২৪




প্রবাসী রেমিট্যান্স আয়ে সিলেট বিভাগ তৃতীয় স্থানে

প্রকাশিত:মঙ্গলবার ১০ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০24 | ৯৩জন দেখেছেন

Image

সিলেট প্রতিনিধি : প্রতি বছরের ন্যায় এবারও সিলেট বিভাগ প্রবাসী রেমিট্যান্স আয়ে তৃতীয় স্থানে রয়েছে। চলতি অর্থ বছরের দ্বিতীয় মাস আগস্টে  দেশে ২২১ কোটি ৫৯ লাখ ডলারের প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে। এই অর্থের মধ্যে সবচেয়ে বেশি আয় এসেছে ঢাকা বিভাগে ১০৭ কোটি ডলার। আর সবচেয়ে কম প্রবাসী আয় এসেছে রংপুর বিভাগের লালমনিরহাট মজেলায় মাত্র ১৫ লাখ ডলার। রেমিট্যান্সের তালিকায় ৩য় অবস্থানে রয়েছে সিলেট বিভাগ।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ জেলাভিত্তিক প্রবাসী আয়ের তথ্য থেকে এ চিত্র পাওয়া গেছে। এতে দেখা গেছে, দেশের ৮টি বিভাগের মধ্যে চট্টগ্রাম ও ঢাকা বিভাগের জেলা গুলোয় প্রবাসী আয়ের প্রবাহ সবচেয়ে বেশি। আর রংপুর বিভাগে তা সবচেয়ে কম। গত মাসে, অর্থাৎ আগস্টে প্রবাসী বাংলাদেশিরা সব মিলিয়ে ২২১ কোটি ডলার দেশে পাঠিয়েছেন। এই মাসে প্রবাসী আয় এসেছে ঢাকা বিভাগে ১০৭ কোটি ডলার, চট্টগ্রামে ৬০ কোটি ৭৭ লাখ, সিলেট ২০ কোটি আট লাখ, খুলনায় ১০ কোটি ৪৯ লাখ, রাজশাহী বিভাগে আট কোটি ৭৪ লাখ, ময়মনসিংহ বিভাগে চার কোটি ৮৪ লাখ, বরিশাল বিভাগে পাঁচ কোটি ৮০ লাখ ডলার এবং রংপুর বিভাগে সবচেয়ে কম মাত্র তিন কোটি ৮৬ লাখ ডলার রেমিট্যান্স এসেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুসারে, গত আগস্ট মাসে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে দেশে ২২১ কোটি ৫৯ লাখ ডলারের প্রবাসী আয় পাঠিয়েছেন, যা ছিল আগের পাঁচ অর্থ বছরের আগস্ট মাসের তুলনায় সর্বোচ্চ। কোটা আন্দোলন থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রূপ নেয়া সরকার পতনের আন্দোলনের অংশ হিসেবে জুলাই মাসে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে আয় কম পাঠিয়েছে। তবে ছাত্র-জনতার তীব্র আন্দোলনের পর শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর দায়িত্ব নেয় অন্তর্বতীকালীন সরকার। যে কারণে প্রবাসীরাও ব্যাংকিং চ্যানেলে আরও উজ্জীবিত হয়ে টাকা পাঠিয়েছে। ফলে চলতি ২০২৪-২৫ অর্থবছরের আগস্টে প্রবাসী আয় আসার পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এ সময় প্রবাসীরা ২২১ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার  দেশে পাঠিয়েছে।
প্রবাসী আয়ে শীর্ষ পাঁচ জেলা : বাংলাদেশ ব্যাংকের তথ্যে দেখা যায়, দেশে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে ঢাকা জেলায়। এরপর রয়েছে যথাক্রমে চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা ও নোয়াখালী জেলার অবস্থান। গত আগস্ট মাসে ঢাকা জেলায় ৭১ কোটি ৩৩ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে। দ্বিতীয় অবস্থানে থাকা চট্টগ্রাম জেলায় ১৮ কোটি ৭৮ লাখ ডলার প্রবাসী আয় এসেছে। এবার নোয়াখালী ও সিলেটের বিভিন্ন জেলাকে পেছনে ফেলেছে কুমিল্লা জেলা। এ ছাড়া বরিশালে দুই কোটি ৫৫ লাখ ডলার, যশোরে দুই কোটি ১০ লাখ ডলার এবং বগুড়ায় এক কোটি ৮৬ লাখ ডলার।

কম আয় যেসব জেলায় : চলতি ২০২৪-২৫ অর্থ বছরের আগস্টে প্রবাসী আয় প্রাপ্তিতে সবচেয়ে পিছিয়ে রয়েছে লালমনিরহাট, রাঙামাটি, জয়পুরহাট, পঞ্চগড় ও খাগড়াছড়ি এই পাঁচ জেলা। এর মধ্যে সবচেয়ে কম প্রবাসী আয় এসেছে লালমনিরহাটে, মাত্র ১৫ লাখ ডলার।


আরও খবর

৭ বছর পর নিখোঁজ ছেলেকে ফিরে পেলেন মা

বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪




সহধর্মিণী হারালেন নাট্যকার মামুনুর রশীদ

প্রকাশিত:বুধবার ১৮ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০24 | ৪৬জন দেখেছেন

Image

বরেণ্য নাট্যকার ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মামুনুর রশীদের স্ত্রী গওহর আরা মামুন ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটায় ধানমন্ডির বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে যান তিনি। মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সকলের দোয়া চেয়েছে পরিবার।

দীর্ঘদিন ধরে বেশ কিছু শারীরিক জটিলতায় ভুগছিলেন গওহর আরা মামুন। অসুস্থ অবস্থায় ধানমন্ডির বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।  তার মৃত্যুতে মামুনুর রশীদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) বাদ জোহর ধানমন্ডি তাকওয়া মসজিদে মরহুমার নামাজে জানাজা হবে। এরপর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় দাফন করা হবে গওহর আরা মামুনকে।


আরও খবর

সেন্সর বোর্ড পুনর্গঠন নিয়ে আলোচনা

বুধবার ১৮ সেপ্টেম্বর ২০২৪




নাটোরে অস্ত্রসহ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

প্রকাশিত:রবিবার ০৮ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪ | ৭৪জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিনিধি :  রোববার (৮ সেপ্টেম্বর) ভোর সোয়া ৪টার দিকে শহরের নিচাবাজার এলাকায় নাটোর পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও কাউন্সিলর আরিফুর রহমান মাসুমের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সুমন কাউন্সিলর মাসুমের ছোট ভাই।


যৌথ বাহিনী সুমনের শোবার ঘর থেকে তিনটি চাইনিজ টিপ চাকু, শট গানের তাজা বারুদ ২৫ রাউন্ড (কার্তুজ), খালি খোসা তিন রাউন্ড, অস্ত্রের স্কোপ চারটি, অস্ত্রের বাট তিনটি এবং একটি গুলতি উদ্ধার করে। এ সময় সুমনকে না পেয়ে তার স্ত্রী খন্দকার শামস জেসমিন কেয়া এবং ছোট ভাই জিল্লুর রহমান সবুজকে আটক করে পুলিশ।অভিযানের সময় একই বাড়িতে বসবাসকারী সুমনের বড় ভাই নাটোর পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা একাধিক মামলার আসামি মাসুমকে পাওয়া যায়নি।


স্ত্রী এবং ছোটভাইকে আটকের খবর শুনে সুমন ভোর পৌনে ৫টার দিকে থানায় এসে আত্মসমর্পণ করেন। পরে তার স্ত্রী কেয়া এবং ছোটভাই সবুজকে ছেড়ে দেয় পুলিশ।


মাসুম, সুমন এবং সবুজ  তিনভাই একই বাড়িতে  বসবাস করতেন।


নাটোর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, রোববার সোয়া ৪টার দিকে শহরের নিচাবাজার এলাকায় অবস্থিত সাবেক কাউন্সিলর মাসুমের এবং ভাইস চেয়ারম্যান সুমনের বাড়িতে অভিযান চালায় যৌথ বাহিনীর সদস্যরা। এ সময় ওই বাড়ি থেকে তিনটি চাইনিজ টিপ চাকু, শট গানের তাজা বারুদ ২৫ রাউন্ড, খালি খোসা তিন রাউন্ড, অস্ত্রের স্কোপ চারটি, অস্ত্রের বাট তিনটি, এবং একটি গুলতি উদ্ধার ও জব্দ করা হয়।


আরও খবর

৭ বছর পর নিখোঁজ ছেলেকে ফিরে পেলেন মা

বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪




ঝাড়খণ্ডে ‘কনস্টেবল’ পদে শারীরিক পরীক্ষা দিতে গিয়ে ১১ জনের মৃত্যু

প্রকাশিত:সোমবার ০২ সেপ্টেম্বর 2০২4 | হালনাগাদ:শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০24 | ৭০জন দেখেছেন

Image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের ঝাড়খণ্ডে পুলিশের কনস্টেবল পদে শারীরিক পরীক্ষা দিতে গিয়ে মৃত্যু হয়েছে ১১ জন প্রার্থীর। সোমবার (২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, এই ঘটনায় বেশ ক্ষোভ প্রকাশ করেছে বিজেপি। দলটির দাবি, প্রয়োজনে সুষ্ঠু তদন্তের জন্য মামলা করা হবে।

এদিকে, ঝাড়খণ্ডে বিজেপি-র সভাপতি বাবুলাল মারান্ডি অভিযোগ করেছেন, প্রার্থীদের মধ্যরাত থেকে দাঁড় করিয়ে রাখা হয়েছিল। আর পরদিন প্রবল রোদের মধ্যে তাদের দৌড়াতে বাধ্য করা হয়েছিল।

সেইসঙ্গে তিনি অভিযোগ করেছেন, চিকিৎসার জন্য পর্যাপ্ত ব্যবস্থা-ও ছিল না। যদিও সেই অভিযোগ উড়িয়ে দিয়েছে পুলিশ। কীভাবে প্রার্থীদের মৃত্যু হলো, তা নিয়ে চলছে তদন্ত বলে জানিয়েছে পুলিশ। ইতোমধ্যে। দায়ের করা হয়েছে একটি মামলা-ও।


আরও খবর

পেজারের পর ওয়াকিটকি ল্যাপটপ বিস্ফোরণ লেবাননে

বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪