Logo
আজঃ শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০24
শিরোনাম
বাকৃবির নতুন উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া রাশিয়ার কাছ থেকে তেল কেনা অব্যাহত রাখবে ভারত সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার মানে অন্যরা কাজ করছে না: মির্জা ফখরুল সরকারি চাকরিতে প্রবেশ ও অবসরের বয়স বাড়ছে ভারতের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ স্বৈরাচারদের প্রতি উদারতা দেখানোর কোনো প্রশ্নই আসে না : মো. নাহিদ ইসলাম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জুরি বোর্ড গঠন অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এ ফাউন্ডেশনে একশ’ কোটি টাকা অনুদান আহত-নিহতদের জন্য সেপ্টেম্বরের প্রথম ১৪ দিনে রেমিট্যান্স এলো ১৪ হাজার কোটি গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভে মহাসড়কে যানজট

আফগানিস্তানে বোমা হামলায় নিহত ৬

প্রকাশিত:মঙ্গলবার ০৩ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০24 | ৭১জন দেখেছেন

Image

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলে আত্মঘাতী বোমা বিস্ফোরণের কারণে ছয়জন নিহত হয়েছেন। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

দেশটির পুলিশ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ ঘটনায় আরও ১৩ জন আহত হয়েছে। স্থানীয় সময় সোমবার বিকেলে, দক্ষিণ কাবুলের কালা-ই-বখতিয়ার এলাকায় এ আত্মঘাতী বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।

এ ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছে কাবুল পুলিশ। এর আগে, ২০২১ সালে আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালেবান। তারপর থেকে দেশটিতে সন্ত্রাসবাদীদের হামলার সংখ্যা কমেছে। তবে, হঠাৎ করে কেন এই হামলা, সে বিষয়ে এখন পর্যন্ত কোন আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি দেশটির সরকার।


আরও খবর

পেজারের পর ওয়াকিটকি ল্যাপটপ বিস্ফোরণ লেবাননে

বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪




নতুন ছবির ঘোষণা দিলেন রাজকুমার রাও

প্রকাশিত:সোমবার ০২ সেপ্টেম্বর 2০২4 | হালনাগাদ:শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০24 | ৯৭জন দেখেছেন

Image

বিনোদন ডেস্ক : বক্স অফিসে সাফল্যের জোয়ার এসেছে ‌‘স্ত্রী ২’-এর। অমর কৌশিক পরিচালিত এই ছবির বদৌলতে দর্শকমহলে জনপ্রিয়তা বেড়েছে এর অভিনেতা-অভিনেত্রীদেরও। ‘স্ত্রী’-এর থেকেও সাফল্য পেয়েছে এর সিক্যুয়েল। সেই সঙ্গে আরও একবার দর্শকের নজর কেড়েছেন অভিনেতা রাজকুমার রাও।

‘ভিকি’র চরিত্রে তার অভিনয় মন ছুঁয়ে গিয়েছে অনুরাগীদের। ‘স্ত্রী ২’ এর রেশ কাটতে না কাটতেই আবারও নিজেকে নতুন অবতারে হাজির করলেন রাজকুমার।  নিজের জন্মদিনেই অর্থাৎ ৩১ আগস্ট নতুন ছবির ঘোষণা করলেন অভিনেতা। সঙ্গে ভাগ করে নিলেন ছবিতে তার প্রথম ঝলকও। পুলকিতের পরিচালনায় আসছে ভরপুর অ্যাকশনে মোড়া থ্রিলার ছবি ‘মালিক’। যার মুখ্য চরিত্রে থাকছেন রাজকুমার।

অভিনেতার ভাগ করে নেওয়া ওই পোস্টারে দেখা যাচ্ছে, একটি পুলিশের জিপের উপর দাঁড়িয়ে রয়েছেন তিনি। হাতে বন্দুক। তীক্ষ্ণ দৃষ্টিতে কিছুটা আঁচ পাওয়া যাচ্ছে তার অভিনীত চরিত্রের গভীরতার। এই পোস্টারটির ক্যাপশনে রাজকুমার লেখেন, ‘মালিকের দুনিয়ায় আপনাকে স্বাগত, শুটিং ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।

আশাকরি খুব তাড়াতাড়ি দেখা হবে।’ তার এই পোস্ট দেখে আরও একবার তাকে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। সেই সঙ্গে অনেকে লিখেছেন, ‘ভিকি’র রেশ কাটিয়ে এমন এক ধামাকাদার চরিত্রে রাজকুমারকে দেখার জন্য তারা উৎসাহিত। অভিনেতার স্ত্রী পত্রলেখাও ওই পোস্টের মন্তব্যে স্বামীকে বাহবা জানিয়েছেন। 


আরও খবর

সেন্সর বোর্ড পুনর্গঠন নিয়ে আলোচনা

বুধবার ১৮ সেপ্টেম্বর ২০২৪




বাংলাদেশকে চার শর্তে ঋণ দিবে বিশ্বব্যাংক

প্রকাশিত:সোমবার ১৬ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০24 | ৪৭জন দেখেছেন

Image

বাংলাদেশকে ১০০ কোটি মার্কিন ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। তবে দেশের ব্যাংক ও আর্থিক খাতের সংস্কার এবং কেন্দ্রীয় ব্যাংককে শক্তিশালীকরণের কাজে এই অর্থ ব্যবহার করতে হবে। এ জন্য সংস্থাটি চারটি শর্ত বেঁধে দিয়েছে বাংলাদেশ ব্যাংককে। গতকাল রোববার বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের সঙ্গে বৈঠককালে বিশ্বব্যাংকের কর্মকর্তারা এসব শর্ত বেঁধে দেন। 

জানা গেছে, বিশ্বব্যাংকের ঋণের মধ্যে ৭৫ কোটি ডলার ব্যয় করতে হবে নীতি সংস্কারের জন্য। আগামী ডিসেম্বরে এই সহায়তা পাওয়ার আশা করছে কেন্দ্রীয় ব্যাংক। এই ঋণ পেতে বাংলাদেশকে যেসব শর্ত মানতে হবে—ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি ঋণ আদায়ে সম্পদ ব্যবস্থাপনা কোম্পানির কাঠামো তৈরি এবং কোনো ঋণের প্রকৃত সুবিধাভোগী কে হবেন, তা নির্ধারণে নীতি প্রণয়ন করা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ফরেনসিক নিরীক্ষা করলে সেটির কার্যপরিধি কী হবে, তা নির্ধারণ করতে হবে। বাংলাদেশ ব্যাংকে বিধিবিধান বাস্তবায়নে (এনফোর্সমেন্ট) পৃথক বিভাগ গড়ে তুলতে হবে। এ ছাড়া বাকি ২৫ কোটি ডলার ঋণ মিলবে বিনিয়োগ ঋণ ও গ্যারান্টি–সুবিধা হিসেবে ব্যবহারের জন্য। 

এদিকে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ১৫০ কোটি ডলার ঋণ দিতে আগ্রহ দেখিয়েছে। গতকাল এডিবির একটি প্রতিনিধিদল গভর্নরের সঙ্গে দেখা করে। তিন ধাপে এই টাকা ছাড় করবে সংস্থাটি। তবে এ জন্য খেলাপি ঋণের সংজ্ঞা পুনর্নির্ধারণ করতে হবে। এসএমই খাতে ঋণ দিতে নতুন প্রকল্প করতে হবে। 

গতকাল বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনে আরা শিখা সাংবাদিকদের জানান, এসব ঋণ পেতে কিছু শর্ত পালন করতে হবে বাংলাদেশকে। এর মধ্যে বেসরকারি খাতে ঋণ ব্যবস্থাপনা কোম্পানি গঠন, আন্তর্জাতিক মানদণ্ডে খেলাপি ঋণের নতুন সংজ্ঞা নির্ধারণ এবং নতুন গঠিত টাস্কফোর্সের অধীনে ফরেনসিক নিরীক্ষার কার্যপরিধি নির্ধারণ করতে হবে। তবে শর্তগুলোর ৫০ শতাংশের বিষয়ে ইতিমধ্যে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। 

এদিকে গতকাল রোববার যুক্তরাষ্ট্রের রাজস্ব ও অর্থ দপ্তরের আন্তর্জাতিক অর্থায়নবিষয়ক সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যানের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনুসর। বৈঠকে কীভাবে দেশের সামষ্টিক অর্থনীতি উন্নত করা যায়, সে বিষয়ে আলোচনা হয়েছে। এ সময় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, পাচার হওয়া অর্থ দেশে ফেরানো ও প্রবৃদ্ধিসহ নানা বিষয় উঠে আসে। আর্থিক খাত সংস্কারে যুক্তরাষ্ট্র সহযোগিতা করবে বলে গভর্নরকে আশ্বাস দেওয়া হয়। 

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ব্যাংক খাতের সংস্কারে জোর দেয় নতুন অন্তর্বর্তী সরকার। কেন্দ্রীয় ব্যাংকে নতুন গভর্নর নিয়োগের পর থেকে এখন পর্যন্ত ১১টি ব্যাংক ও ১টি আর্থিক প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হয়েছে। এর মধ্যে ৯টিরই মালিকানা ও নিয়ন্ত্রণ ছিল বহুল আলোচিত এস আলম গ্রুপের হাতে। এসব ব্যাংক থেকে এস আলম গ্রুপ নামে-বেনামে প্রায় দুই লাখ কোটি টাকা বের করে নিয়েছে, যা আদায় করা নিয়ে দুশ্চিন্তায় পড়েছে ব্যাংকগুলো। তারল্য-সংকটে পড়ে এসব ব্যাংকের স্বাভাবিক লেনদেন কার্যক্রম ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে।


আরও খবর

রাশিয়ার কাছ থেকে তেল কেনা অব্যাহত রাখবে ভারত

বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪

ভারতে কি আদৌ ইলিশ রপ্তানি হবে?

বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪




মেলান্দহে মাহি কিন্ডারগার্টেনে বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা

প্রকাশিত:বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০24 | ৬৭জন দেখেছেন

Image

জামালপুর সংবাদদাতা: জামালপুরের মেলান্দহে মাহি কিন্ডারগার্টেনে বিকেডিএ বৃত্তিপ্রাপ্তদের  সংবর্ধনা প্রদান করা হয়। এ উপলক্ষে ১২ সেপ্টেম্বর সকাল ১০টায় আলোচনা সভা-অভিভাবক সমাবেশ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলহাজ বেনজির আহমেদ তালুকদার এতে সভাপতিত্ব করেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন-স্বর্ণ পদকপ্রাপ্ত শ্রেষ্ঠ শিক্ষক আলহাজ সোলায়মান হোসেন। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন-উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আলী চকদার, এটিও  আব্দুল হামিদ, আনোয়ারুল ইসলাম, গোলাম কিবরিয়া, মাহি কিন্ডার গার্টেনের প্রতিষ্ঠাতা-পরিচালক আব্দুল মতিন তালুকদার, সহকারি পরিচালক রায়হান তালুকদার রিসাল, বিকেডিএ’র আঞ্চলিক পরিচালক খান মোহাম্মদ কামাল পাশা, শিক্ষানুরাগি মিজানুর রহমান লেবু তালুকদার, শিক্ষক খোরশেদ আলম, আ: লতিফ, আরিফা ইসলাম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন-একেএম জাকিরুল হক মিন্টু এবং মোকরামিন বাবু।



আরও খবর

শাবির নতুন ভিসি সারওয়ারউদ্দিন চৌধুরী

বুধবার ১৮ সেপ্টেম্বর ২০২৪




আইএফআইসি ব্যাংক থেকে সালমানকে সরিয়ে নতুন পর্ষদ গঠন

প্রকাশিত:বুধবার ০৪ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০24 | ৮১জন দেখেছেন

Image

স্টাফ রিপোর্টার : এবার আইএফআইসি ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ ভেঙে দেয়া হয়েছে। ব্যাংকটি থেকে সালমান এফ রহমানকে সরিয়ে দিয়ে নতুন পর্ষদ গঠন করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ন্যাশনাল ব্যাংকের সাবেক এমডি মেহমুদ হোসেনের নেতৃত্বে ৬ সদস্যের বোর্ড গঠন করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বুধবার (৪ সেপ্টেম্বর) আইএফআইসি ব্যাংকের পর্ষদ বাতিল করে নতুন পর্ষদ গঠন সংক্রান্ত একটি আদেশ জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের আদেশে বলা হয়েছে, আমানতকারী ও ব্যাংকের স্বার্থ সংরক্ষণ ও সুশাসন নিশ্চিতে ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে নতুন পর্ষদ গঠন করা হয়েছে।

নতুন পর্ষদে স্বতন্ত্র পরিচালক  হিসেবে নিয়োগ দেয়া হয়েছে ন্যাশনাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. মেহমুদ হোসেন, বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক এবতাদুল ইসলাম, ব্র্যাক ব্যাংকের অধ্যাপক সাজ্জাদ জহির, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট কাজী মো. মাহবুব কাশেমকে। আর ব্যাংকটিতে ৩২ দশমিক ৭৫ শতাংশ সরকারি শেয়ার থাকায় সরকারের দুইজন সরকারি প্রতিনিধিকে পরিচালক নিয়োগ দেয়া হয়েছে। তারা হলেন অর্থ বিভাগের অতিরিক্ত সচিব মো. গোলাম মোস্তফা এবং অর্থ বিভাগের যুগ্ম সচিব মুহাম্মাদ মনজুরুল হক।

৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর ঋণ খেলাপির দায়ে আইএফআইসি ব্যাংকের পরিচালক পদ হারান সালমান এফ রহমানের ছেলে সায়ান ফজলুর রহমান।

মূলত খেলাপি থাকায় ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর (সিআইবি) ক্লিয়ারেন্স না পাওয়ায় সায়ানের পরিচালক হিসেবে পুনর্নিয়োগের আবেদন প্রত্যাখ্যান করে বাংলাদেশ ব্যাংক। এতে তিনি পরিচালক পদ হারান। গত ১১ আগস্ট আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বরাবর পাঠানো চিঠিতে এ নির্দেশনা দেয় কেন্দ্রীয় ব্যাংক। এবার সালমান এফ রহমানকেও সরানো হলো। উল্লেখ্য, ক্ষমতার পটপরিবর্তনের পর আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান সালমান এফ রহমান ও তার ছেলেসহ বেক্সিমকোর সব পরিচালকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করে ব্যাংকটির চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা।


আরও খবর

রাশিয়ার কাছ থেকে তেল কেনা অব্যাহত রাখবে ভারত

বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪

ভারতে কি আদৌ ইলিশ রপ্তানি হবে?

বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪




বিএসইসির কমিশনার হলেন ফারজানা লালারুখ

প্রকাশিত:মঙ্গলবার ০৩ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০24 | ৭২জন দেখেছেন

Image

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কমিশনার পদে নিয়োগ পেয়েছেন ফারজানা লালারুখ। মঙ্গলবার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের বিএসইসি ও বিআইসিএম শাখা।

এর মাধ্যমে খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার কমিশন পূর্ণাঙ্গ হল।

উপসচিব ফরিদা ইয়াসমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন অনুযায়ী চার বছরের জন্য ফারজানা লালারুখকে নিয়োগ দেওয়া হয়েছে। সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তি অনুযায়ী তার বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা নির্ধারিত হবে। 

আদেশটিকে জনস্বার্থে প্রচারিত উল্লেখ করে অবিলম্বে এটি কার্যকর হবে বলেও জানানো হয় ওই প্রজ্ঞাপনে। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ থেকে অনার্স ও মাস্টর্স করে শিক্ষকতায় যোগ দেন ফারজানা লালারুখ। অধ্যাপনা শেষে চলতি বছরের ফেব্রুয়ারিতে তিনি ‘ইনোভেটিভ ডেভেলপমেন্ট প্র্যাকটিশনারস অ্যান্ড থিঙ্কারস লিমিটেড’ নামের একটি গবেষণা প্রতিষ্ঠানের চেয়ারম্যান হন। গত জুলাই থেকে ডিবিএইচ ফাইন্যান্স পিএলসিতে স্বতন্ত্র পরিচালক হিসেবে আছেন তিনি।

এর আগে সবশেষ গত ২৮ আগস্ট বিএসইসির কমিশনার হিসেবে নিয়োগ পান সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ মো. আলী আকবর।


আরও খবর

রাশিয়ার কাছ থেকে তেল কেনা অব্যাহত রাখবে ভারত

বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪

ভারতে কি আদৌ ইলিশ রপ্তানি হবে?

বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪