Logo
আজঃ শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০24
শিরোনাম
বাকৃবির নতুন উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া রাশিয়ার কাছ থেকে তেল কেনা অব্যাহত রাখবে ভারত সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার মানে অন্যরা কাজ করছে না: মির্জা ফখরুল সরকারি চাকরিতে প্রবেশ ও অবসরের বয়স বাড়ছে ভারতের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ স্বৈরাচারদের প্রতি উদারতা দেখানোর কোনো প্রশ্নই আসে না : মো. নাহিদ ইসলাম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জুরি বোর্ড গঠন অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এ ফাউন্ডেশনে একশ’ কোটি টাকা অনুদান আহত-নিহতদের জন্য সেপ্টেম্বরের প্রথম ১৪ দিনে রেমিট্যান্স এলো ১৪ হাজার কোটি গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভে মহাসড়কে যানজট

আন্দোলনকারীদের সঙ্গে আনসারের কোনো সম্পর্ক নেই: ডিজি

প্রকাশিত:সোমবার ২৬ আগস্ট ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০24 | ১০২জন দেখেছেন

Image


সদরুল আইনঃ

আন্দোলনকারী আনসার সদস্যদের সঙ্গে ব্যাটালিয়ন আনসারের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

রোববার (২৫ আগস্ট) রাতে তিনি এ কথা জানান।

আনসার ডিজি বলেন, বিশৃঙ্খল আন্দোলনকারীরা অঙ্গীভূত আনসার, যাদের সঙ্গে ব্যাটালিয়ন আনসারের কোনো সম্পর্ক নেই। এ ব্যাপারে সবাইকে সজাগ থাকার অনুরোধ জানাই।


তিনি আরো বলেন, আন্দোলনকারী অনেকেই আনসার সদস্য নয়; তারা বহিরাগত। তারা আনসারের পোশাক নিয়ে আন্দোলনে আসেন অন্য উদ্দেশ্যে।



সরেজমিনে দেখা গেছে, হাজার-হাজার আনসার সদস্য সকাল থেকে সচিবালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন। একপর্যায়ে দুপুর ১২টা থেকে তারা সচিবালয়কে অবরুদ্ধ করে রাখেন। এতে সবগুলো গেট বন্ধ হয়ে যায়।


 বিকেল ৫টায় অফিস ছুটি হলেও রাত সাড়ে ১০টার আগে কর্মকর্তা-কর্মচারীরা বের হতে পারেননি।


সরেজমিনে দেখা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমকে আটক রাখার খবরে সচিবালয়ের উদ্দেশে রওনা হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় আনসার সদস্যরা শিক্ষার্থীদের ধাওয়া করে। 



এ সময় কয়েকজনকে লাঠিপেটা করেন আনসার সদস্যরা। পরে শিক্ষার্থীরা ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া দিলে আনসার সদস্যরা পোশাক খুলে জিপিও এলাকা দিয়ে পালিয়ে যান। পালিয়ে যাওয়ার পর শিক্ষার্থীরা তাদের ফেলে যাওয়া পোশাকে আগুন ধরিয়ে দেন। এ সময় উভয়পক্ষের ৩০ জনের মত আহত হয়।


প্রথমদিকে দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া হলেও একপর্যায়ে সেনাবাহিনী ও সাধারণ শিক্ষার্থীদের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।



আরও খবর

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু

বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪

সরকারি চাকরিতে প্রবেশ ও অবসরের বয়স বাড়ছে

বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪




করদাতাদের জন্য উন্মুক্ত করা হলো অনলাইন রিটার্ন দাখিল সিস্টেম

প্রকাশিত:বুধবার ১১ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০24 | ৭৪জন দেখেছেন

Image

 নিজস্ব প্রতিবেদক: ই-রিটার্ন সংক্রান্ত যে কোনো সমস্যায় করদাতাদের সহায়তায় জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) কল সেন্টার স্থাপন করা হয়েছে। আগামী ১২ সেপ্টেম্বর থেকে কল সেন্টারের ০৯৬৪৩৭১৭১৭১ নম্বরে ফোন করে করদাতারা ই-রিটার্ন সংক্রান্ত যে কোনো সেবা নিতে পারবেন।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) এনবিআরের প্রধান কার্যালয়ে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ অনলাইন আয়কর রিটার্ন বিষয়ক সভায় এ সিস্টেম উন্মুক্ত করেন। এ সময় এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

সভা পরবর্তীকালে এনবিআর জানায়, করদাতাদের স্বাচ্ছন্দ্য ও দ্রুততম সেবা নিশ্চিত করার জন্য জাতীয় রাজস্ব বোর্ড নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ব্যক্তিশ্রেণির করদাতাদের ২০২৪-২০২৫ কর বছরের অনলাইন রিটার্ন দাখিলের জন্য অনলাইন রিটার্ন দাখিল সিস্টেম আপডেট করা হয়েছে।

৯ সেপ্টেম্বর থেকে অনলাইন রিটার্ন দাখিল সিস্টেমটি করদাতাদের জন্য উন্মুক্ত করা হয়েছে। করদাতারা চাইলে ঘরে বসেই www.etaxnbr.gov.bd ওয়েবসাইটে নিজের তথ্য উপস্থাপনের মাধ্যমে সহজেই রেজিস্ট্রেশন সম্পন্ন করে ২০২৪-২০২৫ কর বছরের ই-রিটার্ন দাখিল করতে পারবেন।

এছাড়া  www.etaxnbr.gov.bd এর e-TaxService অপশন হতে করদাতারা ই-রিটার্ন সংক্রান্ত যে কোনো সমস্যা লিখিতভাবে জানাতে পারবেন এবং সমাধান পাবেন।

এনবিআর সূত্র জানায়, ই-রিটার্ন সিস্টেম ব্যবহার করে ব্যক্তিশ্রেণির করদাতারা নিজের রিটার্ন তৈরি, অনলাইনে রিটার্ন দাখিল অথবা অফলাইনে রিটার্ন দাখিলের জন্য প্রিন্ট গ্রহণ, অনলাইন ব্যাংকিং, ক্রেডিট কার্ড/ডেবিট কার্ড বা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (নগদ, বিকাশ, রকেট ইত্যাদি) মাধ্যমে কর পরিশোধ, রিটার্ন দাখিলের তাৎক্ষণিক প্রমাণ প্রাপ্তি, আয়কর পরিশোধ সনদ ও টিআইএন সনদ প্রাপ্তি, পূর্ববর্তী কর বছরের দাখিলকৃত ই রিটার্নের কপি ও রিটার্ন দাখিলের প্রমাণ ডাউনলোডের সুবিধা পাবেন।

এই সিস্টেমে রেজিস্ট্রেশন করতে টিআইএন ও করদাতার নিজ নামে বায়োমেট্রিক ভেরিফায়েড মোবাইল নম্বর প্রয়োজন হবে। 

এনবিআর ২০২১ সালে এই সিস্টেম চালু করার পর ২০২১-২০২২ কর বছরে ৬১ হাজার ৪৯১ জন, ২০২২-২০২৩ কর বছরে ২ লাখ ৪৪ হাজার ৪৮১ জন ও ২০২৩-২০২৪ কর বছরে ৫ লাখ ২৬ হাজার ৪৮৭ জন করদাতা ই-রিটার্ন দাখিল করেছেন।



আরও খবর

রাশিয়ার কাছ থেকে তেল কেনা অব্যাহত রাখবে ভারত

বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪

ভারতে কি আদৌ ইলিশ রপ্তানি হবে?

বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪




বিএসইসির কমিশনার হলেন ফারজানা লালারুখ

প্রকাশিত:মঙ্গলবার ০৩ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০24 | ৭২জন দেখেছেন

Image

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কমিশনার পদে নিয়োগ পেয়েছেন ফারজানা লালারুখ। মঙ্গলবার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের বিএসইসি ও বিআইসিএম শাখা।

এর মাধ্যমে খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার কমিশন পূর্ণাঙ্গ হল।

উপসচিব ফরিদা ইয়াসমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন অনুযায়ী চার বছরের জন্য ফারজানা লালারুখকে নিয়োগ দেওয়া হয়েছে। সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তি অনুযায়ী তার বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা নির্ধারিত হবে। 

আদেশটিকে জনস্বার্থে প্রচারিত উল্লেখ করে অবিলম্বে এটি কার্যকর হবে বলেও জানানো হয় ওই প্রজ্ঞাপনে। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ থেকে অনার্স ও মাস্টর্স করে শিক্ষকতায় যোগ দেন ফারজানা লালারুখ। অধ্যাপনা শেষে চলতি বছরের ফেব্রুয়ারিতে তিনি ‘ইনোভেটিভ ডেভেলপমেন্ট প্র্যাকটিশনারস অ্যান্ড থিঙ্কারস লিমিটেড’ নামের একটি গবেষণা প্রতিষ্ঠানের চেয়ারম্যান হন। গত জুলাই থেকে ডিবিএইচ ফাইন্যান্স পিএলসিতে স্বতন্ত্র পরিচালক হিসেবে আছেন তিনি।

এর আগে সবশেষ গত ২৮ আগস্ট বিএসইসির কমিশনার হিসেবে নিয়োগ পান সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ মো. আলী আকবর।


আরও খবর

রাশিয়ার কাছ থেকে তেল কেনা অব্যাহত রাখবে ভারত

বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪

ভারতে কি আদৌ ইলিশ রপ্তানি হবে?

বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪




ভারত সফরে দলের সঙ্গে থাকবেন এবাদতও

প্রকাশিত:শনিবার ০৭ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:বুধবার ১৮ সেপ্টেম্বর ২০২৪ | ৭৮জন দেখেছেন

Image

বাংলাদেশের পেসারদের দুর্দান্ত পারফরম্যান্সে পাকিস্তানকে সিরিজ হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। এরপর তাদের মিশন ভারত সফর।

এর আগে একটি সুখবর পেয়েছে বাংলাদেশ দল। একসময় পেস বিভাগের বড় ভরসার নাম ছিলেন এবাদত হোসেন।  

কিন্তু ইনজুরির কারণে লম্বা সময় ধরে মাঠের বাইরে তিনি। লিগামেন্টের ইনজুরির অস্ত্রোপচারের এক বছরেরও বেশি সময় পর অনুশীলনে ফেরেন এবাদত। এবার দলের সঙ্গে ভারত সফরেও যাচ্ছেন তিনি। শুক্রবার মিরপুরে নিজেই সাংবাদিকদের খবরটি জানিয়েছেন এই পেসার।

তিনি বলেন, ‘অবশ্যই, আফসোস হয়। কারণ আজকে প্রায় ১৩ মাস আমি খেলতে পারছি না। এমন একটা ইনজুরিতে পড়েছি অনেক লম্বা সময় নিয়েছে। একজন খেলোয়াড় হিসেবে বাহিরে থাকা সত্যি কথা এটা অনেক কষ্টের। মনে হয় না বেশিদিন লাগবে। ইনশাআল্লাহ আমিও খেলব, ভালো করার চেষ্টাও করব। ’

ভারত সফরে যাওয়া নিয়ে এবাদত বলেন, ‘আমাকে ফিজিও এবং ট্রেনার, পেস বোলিং কোচ উনারা যে প্রোগ্রাম দিয়েছে ওই প্রোগ্রামই ফলো করছি। রেস্ট্রিক্টের ব্যাপারটা হলো শতভাগ এফোর্ট দিয়ে বোলিং করার অনুমতি তারা দেয়নি। এখন আমি ৭০-৮০ বা কাছাকাছি এফোর্টে বোলিং করছি। পরিকল্পনা যেটা আছে বাংলাদেশ দলের সঙ্গে হয়ত আমাকে ভারতে নেবে। ’

‘ওইখানে দেখা যাচ্ছে আমার যে বোলিং সাপোর্ট, ডাক্তার, ফিজিও, পেস বোলিং কোচ, ট্রেনার সবাইকে আমি পাবো। বিশেষ করে বাংলাদেশ দলের পর্যবেক্ষণে থাকব। এই জিনিসটার জন্য হয়ত আমাকে নিয়ে যাবে ভারতে। ওইখানে গিয়ে আমার ফিটনেসের ব্যাপারটা পর্যবেক্ষণ করবে, কতটুকু ফিট আমি। যদিও এরকম (ফিট) মনে হয় তখন উনারা সিদ্ধান্ত নেবেন। ’

চেন্নাইয়ে আগামী ১৯ সেপ্টেম্বর শুরু হবে প্রথম টেস্ট। এরপর ২৭ সেপ্টেম্বর থেকে কানপুরে দুই দল খেলবে শেষ টেস্টটি। আর ৬ অক্টোবর গোয়ালিয়রে প্রথম টি-টোয়েন্টির পর দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ৯ ও ১২ অক্টোবর।


আরও খবর

ভারতের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪

দলের সঙ্গে যোগ দিয়েছেন সাকিব

বুধবার ১৮ সেপ্টেম্বর ২০২৪




লোকসান এড়াতে চুক্তিভিত্তিক ফার্মে ঝুঁকছেন ব্রয়লার খামারিরা

প্রকাশিত:বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০24 | ৩৩জন দেখেছেন

Image

অনলাইন ডেস্ক: বাজারে ব্রয়লার মুরগির দরপতন ঘটেছে। খামারিরা বাধ্য হচ্ছেন উৎপাদন খরচের তুলনায় কম দামে মুরগি বিক্রি করতে। এতে লোকসানের মুখে পড়েছেন এ খাতে বিনিয়োগকারী দেশের হাজার হাজার প্রান্তিক খামারি। তবে দুশ্চিন্তা নেই দেশীয় পোলট্রি শিল্পপ্রতিষ্ঠান কাজী ফার্মসের চুক্তিভিত্তিক খামারিদের (কন্ট্রাক্ট ফার্মার)। তারা জানিয়েছেন, কোম্পানি কম দামে মুরগি বিক্রি করলেও উৎপাদন বাবদ আমরা ভালো মুনাফা পাচ্ছি। অন্যদিকে নিজস্ব বিনিয়োগে ব্রয়লার মুরগি উৎপাদনকারী ময়মনসিংহের প্রান্তিক খামারিরা বলেছেন, ‘বাজারদর বেশি হলে ভালো লাভ করা যায়, কিন্তু বেশ কিছুদিন ধরে চলমান দরপতনে বড় অঙ্কের লোকসান গুনতে হচ্ছে।’ ময়মনসিংহের বিভিন্ন এলাকার খামারিরা জানান, নিজস্ব বিনিয়োগে খামার করতে স্থানীয় ডিলারদের কাছ থেকে সব সময়ই চড়া দরে বাচ্চা, খাবার ও ওষুধ কিনতে হয়। তার ওপর ব্রয়লারের বাজারদর যেভাবে কমছে, তা চলতে থাকলে মুরগির খামার চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়বে।

জেলার দত্ত পাকুটিয়ার মো. সেলিম বলেন, ১৪ বছর ধরে ডিলারের সঙ্গে খামার চালাই। কখনো লাভ, কখনো লোকসান হয়েছে। তবে লোকসানের অঙ্কই বড়। এভাবেই চলছিল বছরের পর বছর। সবকিছুর দাম বাড়ায় এখন প্রতি কেজি মুরগির উৎপাদন খরচ ১৪৪ টাকার ওপরে। গত কয়েক মাস ধরে খরচের চেয়েও কম দামে মুরগি বিক্রি করতে হচ্ছে। তিনি বলেন, আগস্টের প্রথম সপ্তাহে ১১৮ টাকা দরে মুরগি বিক্রি করেছি। এ অবস্থা চলতে থাকলে খামার বন্ধ করে দিনমজুরের কাজ করা ছাড়া উপায় থাকবে না। খোঁজ নিয়ে জানা যায়, ওই সব এলাকায় অনেক ক্ষুদ্র খামারি নিজস্ব বিনিয়োগ ছেড়ে কোম্পানির সঙ্গে চুক্তিতে (কন্ট্রাক্ট ফার্মিং) মুরগি উৎপাদন করছেন। এর মধ্যে কাজী ফার্মসের চুক্তিভিত্তিক খামারিদের মুরগির বাজারদরের পরিবর্তে উৎপাদন পরিমাপের ভিত্তিতে মুনাফা (গ্রোয়িং চার্জ) দেওয়া হয়। বাজারে ব্রয়লারের দাম যতই কমুক, কোম্পানি তার দায় বহন করে খামারিদের বেশি উৎপাদনে বেশি লাভ দেয়। ফলে দাম কমলেও লোকসানের কোনো ভয় নেই চুক্তিভিত্তিক খামারিদের।

ফুলবাড়িয়ার দশমাইল বাজারের নারী উদ্যোক্তা আফরোজা খাতুন। নিজস্ব বিনিয়োগের খামার ব্যবসা ছেড়ে দুই বছর ধরে কাজী ফার্মসের সঙ্গে চুক্তিভিত্তিক মুরগি উৎপাদন করছেন তিনি। আফরোজা খাতুন বলেন, আগে নিজের বিনিয়োগে খামার করে অধিকাংশ সময় লোকসান হতো। স্বামীর টাকার ওপর নির্ভর করতে হয়েছে। তবে কন্ট্রাক্ট ফার্মিং শুরুর পর থেকে ৮০০ মুরগির খামারে যে ব্যাচে সবচেয়ে কম মুনাফা পেয়েছি, তাও ১৫ হাজার টাকা। জেলার অপর থানা ভালুকার ধলিয়া এলাকার তরুণ খামারি সাব্বির হোসেন জানান, লোকসান এড়িয়ে ঝুঁকিবিহীন খামার চালাতে সচেতন খামারিরা কোম্পানির সঙ্গে কন্ট্রাক্ট ফার্মিংয়ে যুক্ত হচ্ছেন। কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের স্নাতক তৃতীয় বর্ষের এ শিক্ষার্থী বলেন, দুর্যোগ, মহামারি ও দরপতনের বাজারে খামারি হিসেবে নিজের সুরক্ষায় কন্ট্রাক্ট ফার্মিংয়ের চেয়ে উত্তম আর কিছু দেখছি না। কারণ কোম্পানি যে নীতিতে মুরগি উৎপাদন করায়, তাতে খামারিদের কখনোই লোকসানের দায় নিতে হয় না।

খামারের মুরগির ন্যায্য মূল্য সম্পর্কে জানতে চাইলে সাব্বির জানান, বর্তমানে প্রতি কেজি ব্রয়লারের উৎপাদন ব্যয় হয় ১৪৪ টাকা। এর ওপর কৃষক, সরবরাহকারী ও খুচরা ব্যবসায়ীদের যৌক্তিক মুনাফা যোগ করে বাজারদর নির্ধারণ করা জরুরি। চুক্তিভিত্তিক খামার পরিচালনা ব্যবসায় বিশেষজ্ঞ ও প্রাণিসম্পদ চিকিৎসক হাফিজুর রহমান বলেন, চুক্তিভিত্তিক পোলট্রি খামার ব্যবসায় ফিড কনভার্সন রেশিও (এফসিআর) পদ্ধতি খামারিদের জন্য উৎসাহব্যঞ্জক। চুক্তিভিত্তিক খামারে কেবল মুরগির উৎপাদন বাড়াতেই নয়, বরং খামারে স্বাস্থ্যবিধির কঠোর অনুশীলনের মাধ্যমে মুরগির মাংসের আন্তর্জাতিক মান বজায় রাখতে সর্বোচ্চ চেষ্টা থাকে। যেখানে উৎপাদক ও ভোক্তাদের স্বার্থকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। তিনি আরও বলেন, ব্রয়লারের দাম কমে যাওয়ায় নিজস্ব বিনিয়োগের খামারিরা লোকসানে মুরগি বিক্রি করলেও কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ খামারিদের কোনো লোকসান নেই, বরং তারা উৎপাদন অনুযায়ী আকর্ষণীয় কমিশন পাচ্ছেন। মুরগির মানসম্মত বেশি উৎপাদন উৎসাহিত করতে কোম্পানি চুক্তিভিত্তিক খামারের জৈব-নিরাপত্তা বজায় রাখা এবং অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিকের ব্যবহার এড়িয়ে চলতে প্রশিক্ষণ দেওয়ায় খামারিরা কোম্পানির প্রতি সন্তুষ্ট থাকেন।

অন্যদিকে ব্যক্তি বিনিয়োগের খামারে অ্যান্টিবায়োটিকের অযাচিত ব্যবহার মুরগির উৎপাদন ব্যয় বেড়ে যায়’ বলে জানান এই পোলট্রি খাত বিশেষজ্ঞ। এ প্রসঙ্গে কাজী ফার্মসের পরিচালক কাজী জাহিন হাসান বলেন, ব্যক্তি বিনোয়োগের প্রান্তিক খামারিদের স্থানীয় ডিলারের কাছ থেকে মুরগির বাচ্চা, খাবার ও ওষুধ কিনতে হয়। ডিলাররা নিছক নিজস্ব স্বার্থ বিবেচনায় অযাচিতভাবে খামারিদের বেশি বেশি অ্যান্টিবায়োটিক ব্যবহারে উদ্বুদ্ধ করেন। এতে প্রান্তিক খামারির মুরগির উৎপাদন ব্যয় বেড়ে যায়। কিন্তু চুক্তিভিত্তিক খামারিদের (কন্ট্রাক্ট ফার্মার) সরাসরি কোম্পানি থেকে সুস্থ বাচ্চা, উন্নতমানের খাবার এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়। এসব খামারে অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক বিক্রির সুযোগ না থাকায় বাড়তি ব্যয় নেই, ফলে আমাদের খামারিরা তুলনামূলক কম খরচে মুরগি উৎপাদন করতে পারেন। সংবাদ বিজ্ঞপ্তি। 


আরও খবর

বাফলার বিলে সাদা শাপলার সমারোহ

শনিবার ০৭ সেপ্টেম্বর ২০২৪




হৃদয়ের সঙ্গে প্রেমের গুঞ্জনে কি বললেন জাহারা মিতু

প্রকাশিত:রবিবার ০৮ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০24 | ৯৪জন দেখেছেন

Image

বিনোদন ডেস্ক : একের পর এক ‘গুজবে’ অতিষ্ঠ চিত্রনায়িকা জাহারা মিতু। কখনো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে তাকে জড়িয়ে খবর প্রকাশ হচ্ছে, আবার কখনো জাতীয় দলের ক্রিকেটার তাওহিদ হৃদয়ের সঙ্গে জড়াচ্ছে তার নাম।

ওবায়দুল কাদেরের সঙ্গে তার সম্পর্ক নিয়ে কিছু সংবাদমাধ্যমে ‘রগরগে’ শিরোনামে সংবাদ প্রকাশের পর থানায় সাধারণ ডায়েরীও (জিডি) করেছিলেন মিতু। এবার দুই ক্রিকেটার তাওহিদ হৃদয় এবং জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গে তাকে জড়িয়ে খবর চাউর হয়েছে সামাজিক মাধ্যমে।

এ বিষয়ে একটি সংবাদমাধ্যমের সঙ্গে আলাপে জাহারা মিতু বলেছেন, ‘আমার ক্যারিয়ারের শুরুটা কিন্তু ক্রিকেট উপস্থাপনা দিয়ে। সে দিক থেকে অনেক ক্রিকেটারের সঙ্গেই পরিচয় রয়েছে। তাই বলে তাদের সঙ্গে প্রেমের সম্পর্ক থাকবে এমন কিছু নয়।’

তাওহিদ হৃদয় এবং নাজমুল হোসেন শান্তর সঙ্গে সম্পর্কের প্রশ্নে এই অভিনেত্রীর ভাষ্য, ‘তাওহিদ হৃদয় আমার ফেসবুক ফ্রেন্ড, ছোট ভাইয়ের মতো। আমাদের পরিচয় আছে। তাই বলে প্রেম বা সম্পর্ক এমন কিছুই নেই। আর নাজমুল হাসান শান্ত তো বর্তমানে জাতীয় দলের অধিনায়ক। বিভিন্ন সময় দলীয় সাফল্যে বা ব্যক্তিগত পারফরম্যান্সের সুবাদে হয়তো ফেসবুকে তাকে মেনশন করে কোনো স্ট্যাটাস দিয়েছি। এর মানে এই নয়, আমাদের মাঝে কোনো প্রেমের সম্পর্ক রয়েছে।’

কেন তাকে নিয়েই এত গুজব, এমন প্রশ্নের উত্তরে জাহারা মিতু বলেন, ‘আসলে, বর্তমানে আমার পাশে কোনো বয়ফ্রেন্ড নেই। মিডিয়ার সকলেই জানেন, আমি কারো সঙ্গে প্রেমও করছি না। এ কারণেই বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তির সঙ্গে নাম জড়িয়ে এসব খবর প্রচার করা হচ্ছে।’


আরও খবর

সেন্সর বোর্ড পুনর্গঠন নিয়ে আলোচনা

বুধবার ১৮ সেপ্টেম্বর ২০২৪