Logo
আজঃ সোমবার ১৬ জুন ২০২৫
শিরোনাম

বহুল আলোচিত মানবপাচারকারী আসামি লিপন মাতুব্বর ও আনোয়ার আনো মাতব্বরকে গ্রেফতার করেছে র‍্যাব

প্রকাশিত:বুধবার ১২ ফেব্রুয়ারী ২০২৫ | হালনাগাদ:সোমবার ১৬ জুন ২০২৫ | ৫৬জন দেখেছেন

Image

ডেস্ক রিপোর্ট : বহুল আলোচিত ইতালীতে উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে লিবিয়ায় আটকে নির্যাতন করে মুক্তিপণ দাবি ও মৃত্যুর ঘটনায় ২টি পৃথক মামলার এজাহারনামীয় অন্যতম আসামি লিপন মাতুব্বর ও আনোয়ার আনো মাতব্বরকে গ্রেফতার করেছে র‍্যাব।

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ থেকে বেকার যুবকদের ইতালীতে উন্নত জীবন যাপনের প্রলোভন দেখিয়ে ইতালী নেওয়ার কথা বলে লিবিয়ায় আটকে নির্যাতন করে মুক্তিপণ দাবি ও মৃত্যুর ঘটনা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় প্রচারিত হলে দেশব্যাপী ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। র‍্যাব ফোর্সেস উক্ত ঘটনার রহস্য উন্মোচনসহ ঘটনার সাথে জড়িত মানবপাচার চক্রের সদস্যদের আইনের আওতায় নিয়ে আসতে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।

সাম্প্রতিক সময়ে ফরিদপুরের ভাঙ্গা ও মাদারীপুরের রাজৈরের ইতালীতে গমনকৃত কতিপয় ব্যক্তিদের মৃতদেহের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পেয়ে ভুক্তভোগী পরিবারের সদস্যরা সংশ্লিষ্ট আদম ব্যবসায়ীদের বাড়িতে গিয়ে তাদের বিষয়ে জানতে চাইলে আদম ব্যবসায়ীরা তাদেরকে বিভ্রান্তিকর তথ্য প্রদান করে এবং আত্মগোপনে চলে যায়। পরবর্তীতে উক্ত ঘটনায় মিন্টু হাওলাদার বাদী হয়ে ফরিদপুরের ভাঙ্গা থানায় মানবপাচার প্রতিরোধ ও দমন আইন ২০১২ এ ০১টি মামলা দায়ের করেন; যার মামলা নং-৫, তারিখ ০২ ফেব্রুয়ারি ২০২৫, ধারাঃ ৬(২)/৭/১০ এবং নাজমিন বেগম বাদী হয়ে মাদারীপুরের রাজৈর থানায় মানবপাচার প্রতিরোধ ও দমন আইন ২০১২ এ ০১টি মামলা দায়ের করেন; যার মামলা নং-১৩, তারিখ: ১০ ফেব্রুয়ারি ২০২৫; ধারাঃ ৬(২)/৭/৮(২)/৯/১০।

এরই ধারাবাহিকতায় গত রাতে র‍্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা, র‍্যাব-৩ ও র‍্যাব-১০ এর যৌথ আভিযানিক দল রাজধানীর ভাটারা এলাকায় অভিযান পরিচালনা করে মাদারীপুরের রাজৈর থানার মানব পাচার মামলার এজাহারনামীয় প্রধান আসামি লিপন মাতুব্বর (৩৫) পিতা: আব্দুর রহমান মাতুব্বর, রাজৈর, মাদারীপুর এবং অদ্য সকাল ০৯.০০ ঘটিকায় ঢাকার দোহার এলাকায় অভিযান পরিচালনা করে ফরিদপুরের ভাঙ্গা থানার মানব পাচার মামলার এজাহারনামীয় প্রধান আসামি আনোয়ার @আনো মাতুব্বর (৪৫), পিতাঃ মৃত রাজ্জাক মাতুব্বর, ভাঙ্গা, ফরিদপুরদেরকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা মানবপাচারের সাথে জড়িত থাকার বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে ।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, গ্রেফতারকৃত লিপন মাতুব্বর (৩৬) এর ভাই তপন @েমাসুদ মাতুব্বর একজন লিবিয়া প্রবাসী। লিপন মাতুব্বর তার ভাই এর মাধ্যমে অবৈধ পথে লিবিয়া হয়ে ইতালীতে লোক পাঠাতো বলে জানায়। গ্রেফতারকৃত লিপন ইতালীতে উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে বাংলাদেশ থেকে ইতালী গমন প্রত্যাশী সদস্যদের সংগ্রহ করতো। তিনি জন প্রতি প্রত্যেক ব্যক্তির সাথে ১৬ লাখ টাকা চুক্তি করতো। বিভিন্ন ধাপে ভুক্তভোগীদের পরিবারের কাছ থেকে টাকা নিতো। তারপর তাদেরকে মাদারীপুর থেকে সার্বিক নামক বাসযোগে মাদারীপুর হতে ঢাকা শাহাজালাল আন্তজার্তিক এয়ারপোর্টে নিয়ে আসতো। পরবর্তীতে গ্রেফাতারকৃত লিপন ঢাকা এয়াপোর্টে পূর্ব হতে অবস্থান করা দালাল চক্রের অন্য সদস্যদের কাছে ভিকটিমদেরকে হস্তান্তর করতো। পরবর্তীতে তারা অবৈধ পথে লিবিয়া নিয়ে তাদেরকে আটকে অমানবিক নির্যাতন করে ভিডিও ধারন করে রাখতো। পরবর্তীতে উক্ত নির্যাতনের ভিডিও ভুক্তভোগীর পরিবারের কাছে পাঠিয়ে টাকা দাবী করতো। টাকা পাওয়ার পর তাদেরকে ভূমধ্যসাগরে একটি ইঞ্জিনচালিত নৌকায় তুলে দেওয়া হতো। ভূমধ্যসাগরে নৌকা ডুবির ঘটনায় অনেকে মারা যেতো বলে জানা যায়। এছাড়াও তাঁদের অমানবিক নির্যাতনের কারণে অনেকেই মারা গেছে বলে জানা যায়। গ্রেফতারকৃত লিপন একজন ইতালী গমণ প্রত্যাশী সংগ্রহের বিনিময়ে ১০-১৫ হাজার টাকা করে পেতো বলে জানায়। গ্রেফতারকৃত লিপন মাতুব্বর পেশায় একজন রং মিস্ত্রি। তিনি রাজধানীর ভাটারা এলাকায় বসবাস করতো। সে বিগত ৩-৪ মাস যাবৎ মানপাচার চক্রটির সাথে জড়িত। সে এ পর্যন্ত ৬-৭ জনকে ইতালী পাঠানোর উদ্দেশ্যে লিবিয়াতে প্রেরণ করেছে বলে জানা যায়।

গ্রেফতারকৃত আনোয়ার @আনো মাতুব্বরকে (৪০) জিজ্ঞাসাবাদে জানা যায়, আনোয়ার ও ভিকটিম হৃদয় একই এলাকার বাসীন্দা। ভিকটিম হৃদয় হাওলাদার বাড়ীতে বেকার থাকায় গ্রেফতারকৃত আনোয়ার তাকে উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে সাড়ে ১৬ লক্ষ টাকার বিনিময়ে ২ মাসের মধ্যে ইতালীতে পাঠানোর প্রস্তাব দিলে ভিকটিম হৃদয় তার প্রস্তাবে রাজী হয়। পরবর্তীতে ভিকটিম হৃদয়ের বাবা গত ০১ নভেম্বর ২০২৪ তারিখ গ্রেফতারকৃত আনোয়ারকে নগদ ১ লক্ষ ৫০ হাজার টাকা এবং হৃদয়ের পাসপোর্ট প্রদান করে। পরবর্তীতে গত ২৭ নভেম্বর ২০২৪ তারিখ গ্রেফতারকৃত আনোয়ার এবং ভিকটিম হৃদয়

হাওলাদার ইতালী যাওয়ার জন্য ঢাকায় আসে এবং একই দিনে লিবিয়া গমন করে। কিন্তু ভিকটিম হৃদয় লিবিয়া যাওয়ার পর মোবাইলের মাধ্যমে পরিবারকে জানায় যে, তাকে সেখানে নির্যাতন করা হচ্ছে এবং অবশিষ্ট ১৫ লক্ষ টাকা না দিলে তার ক্ষতি হবে। উপায়ান্তর না পেয়ে ভিকটিম হৃদয়ের পরিবার গত ২৭ নভেম্বর ২০২৪ তারিখ গ্রেফতারকৃত আনোয়ার এর নিকট বাকী ১৫ লক্ষ টাকা প্রদান করে। টাকা প্রদানের কয়েক দিন পর ভিকটিম হৃদয় পরিবারকে জানায় যে, লিবিয়ায় থাকা চক্রের অন্যান্য সদস্যরা তাকে আটকে রেখে অমানবিক নির্যাতন করছে। ভিকটিমের বাবা গ্রেফতারকৃত আনোয়ারের বাড়ীতে গিয়ে হৃদয়কে নির্যাতনের কথা জানালে সে আরো ১০ লক্ষ টাকা দাবী করে এবং টাকা না দিলে হৃদয়কে ইতালী পাঠানো যাবে না। বলে জানায়। ভিকটিমের পরিবার ছেলের কথা চিন্তা করে পুনরায় গ্রেফতারকৃত আনোয়ারের নিকট আরো ৫ লক্ষ টাকা প্রদান করে। পরবর্তীতে গত ২২ জানুয়ারি ২০২৪ জানুয়ারি ২০২৫ তারিখ রাত অনুমান ০৮.১০ ঘটিকার সময় হৃদয় মোবাইল ফোনের মাধ্যমে পরিবারকে জানায় যে, লিবিয়ায় অবস্থানরত চক্রের অন্যান্য সদস্যরা তাকে লিবিয়ার সাগরপাড়ে নিয়ে গিয়েছে। এছাড়াও হৃদয় আরো জানায় তার কোন ক্ষতি হলে গ্রেফতারকৃতরা যেন কোনভাবেই ছাড় না পায়। উক্ত তারিখের পর হতে হৃদয় এর সাথে পরিবারের আর কোন যোগাযোগ হয়নি। পরবর্তীতে পরিবারের সদস্যরা সামাজিক যোগাযোগ মাধ্যমে হৃদয়ের মৃতদেহের ছবি দেখতে পায় ৷ গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।





আরও খবর



৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন শরিফুল

প্রকাশিত:বৃহস্পতিবার ২৯ মে ২০২৫ | হালনাগাদ:সোমবার ১৬ জুন ২০২৫ | ৬৪জন দেখেছেন

Image

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৩৭ রানে হেরে গেছে বাংলাদেশ। দল হারলেও এই ম্যাচে দুর্দান্ত মাইলফলক স্পর্শ করে ফেলেছেন পেসার শরিফুল ইসলাম। গত বুধবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৫০ উইকেট শিকারের মাইলফলকে পৌঁছান শরিফুল। বাংলাদেশের চতুর্থ বোলার হিসেবে এই কীর্তি গড়েন ২৩ বছর বয়সী এই বাঁহাতি পেসার। পাকিস্তানের ইনিংসের দ্বিতীয় আর নিজের প্রথম ওভারে স্বাগতিক দলের ফখর জামানকে মাত্র ১ রানে আউট করে সংক্ষিপ্ত ফরম্যাটে ৫০ উইকেট শিকারের স্বাদ নেন শরিফুল। বাংলাদেশের জার্সিতে টি-টোয়েন্টিতে উইকেটের ফিফটি হাঁকানোর তালিকায় আগে থেকে আছেন মাত্র তিনজন- সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদ।

বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট যাদের-

১. সাকিব আল হাসান (১৪৯ উইকেট)

২. মোস্তাফিজুর রহমান (১৩৪ উইকেট)

৩. তাসকিন আহমেদ (৮২ উইকেট)

৪. শরিফুল ইসলাম (৫১ উইকেট)


আরও খবর



বোরো ধান কাটা উৎসব ঠাকুরগাঁওয়ে

প্রকাশিত:মঙ্গলবার ০৩ জুন ২০২৫ | হালনাগাদ:বৃহস্পতিবার ১২ জুন ২০২৫ | ৩৩জন দেখেছেন

Image

ঠাকুরগাঁও জেলায় আজ একসাথে ৪৪ কৃষকের ৫০ একর জমিতে অনুষ্ঠিত হলো ধান কাটা উৎসব।  মঙ্গলবার  সকাল ১০টায় সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের লস্কারা চৌধুরী পাড়া গ্রামের মাঠে পেডি হারভেস্টারের মাধ্যমে ধানকাটা উদ্বোধন করেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা।

সরকারিভাবে কৃষি প্রণোদনার আওতায় এ গ্রামের ৪৪ জন কৃষকের ৫০ একর জমিতে সমলয় পদ্ধতিতে এ ধান রোপণ করা হয়েছিল।

এ উপলক্ষে আয়োজিত কৃষক সমাবেশে জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক মাজেদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদফতরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা শামীমা নাজনীন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা নাসিরুল আলম প্রমুখ। 

কৃষকরা জানান, সরকারী প্রণোদনায় সমলয় পদ্ধতিতে ট্রেতে বীজতলা তৈরি,  রাইস ট্রান্সপ্ল্যান্টারের মাধ্যমে চারা রোপণ, এক সাথে সব কৃষকের ফসলের যত্ন নেয়া ও একযোগে এই হারভেস্টার দিয়ে সহজে কম সময়ে ধান কাটার ফলে তারা লাভবান হয়েছেন, ধানের ফলনও বেড়েছে তুলনামূলক অনেকটা। জেলা প্রশাসক ইশরাত ফারজানা বলেন, দেশের প্রাণ কৃষকদের এ সমলয় পদ্ধতিতে আবাদের নতুন প্রগতিশীল নিয়মটি চালু হওয়া ভবিষ্যতে যৌথ কৃষি খামারের মাধ্যমে দেশকে এগিয়ে নেয়ার বার্তা দেয়। 


আরও খবর



প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস পদত্যাগ করবেন না

প্রকাশিত:শুক্রবার ২৩ মে ২০২৫ | হালনাগাদ:সোমবার ১৬ জুন ২০২৫ | ১১৪জন দেখেছেন

Image

প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব শুক্রবার ফেসবুকে এক স্ট্যাটাসে জানিয়েছেন, 

“প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস পদত্যাগ করবেন না। অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূসের ক্ষমতা প্রয়োজন নেই, কিন্তু বাংলাদেশের জন্য, বাংলাদেশের শান্তিপূর্ণ ডেমোক্রেটিক ট্রানজিশনের জন্য ড. ইউনূস স্যারের দরকার আছে। বরং ক্যাবিনেটকে আরও গতিশীল হতে হবে। সরকারকে আরও বেশি ফাংশনাল হতে হবে, উপদেষ্টাদের আরও বেশি কাজ করতে হবে, দৃশ্যমান অগ্রগতি জনতার সামনে উপস্থাপন করতে হবে- এ ব্যাপারে কোনও দ্বিমত থাকতে পারে না। আমাদের দেখাতে হবে, গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে জনতার সম্মতিতে ক্ষমতায় এসে ড. ইউনূস সাফল্য দেখিয়েছেন। আমি মনে করি, সরকারকে এখন থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আরও নিবিড়ভাবে আলোচনায় বসতে হবে, নিয়মিত বসে এবং বিভিন্ন বিষয়ে তাদের মতামত চাইতে হবে। কোনও ধরনের বিচ্ছিন্নতা কাম্য নয়।”

সেনাবাহিনী রাজনীতিতে নাক গলাতে পারবে না মন্তব্য করে প্রধান উপদেষ্টার এই বিশেষ সহকারী লেখেন, “আজকের দুনিয়ায় কোনও সভ্য দেশের সেনাবাহিনী রাজনীতি করে না। তাই ডিসেম্বরের মধ্যে নির্বাচনের বক্তব্যে সেনাপ্রধান জুরিশডিকশন কারেক্টনেস রক্ষা করতে পারেনি। তবে সেনাবাহিনীকে প্রাপ্য সম্মান দেখাতে হবে, আস্থায় রাখতে হবে। সেনাবাহিনী প্রশ্নে হুট করে কিছু করা যাবে না। তেমনি, ইনক্লুসিভনেস নাম করে আওয়ামী লীগের পুনর্বাসনও চাওয়া যাবে না। বাংলাদেশ সেনাবাহিনী আমাদের গর্ব এবং আস্থার জায়গা- সেটা কেউ ভঙ্গ করবে না।”:

দরকারি প্রস্তুতি শেষ করে নির্বাচন এপ্রিল-মে’র কোনও সময়ে অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করে তিনি আরও লেখেন, “এটা আমার ব্যক্তিগত মতামত। এসময়ে সব যৌক্তিক সংস্কার শেষ করতে হবে, করতে হবে জুলাই সনদ। তবে ডিসেম্বর থেকে জুনে দেওয়া রোডম্যাপ মতে নির্বাচনের তারিখ ঘোষণার এখতিয়ার শুধুমাত্র স্যারের। স্যারের এখতিয়ার অন্য কেউ হাইজ্যাক করতে পারবে না।”

ফেসবুক পোস্টে তিনি লেখেন, “আমরা জাতীয়ভাবে জুলাই-আগস্ট দুমাস জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তির উদযাপন করবো, ইনশাল্লাহ। এবং আগস্টের মধ্যেই স্বৈরাচারী খুনি হাসিনার বিচারের প্রথম রায়টি আলোর মুখ দেখতে পাবে বলেও আশা প্রকাশ করি। ইনশাআল্লাহ আমরা হারবো না, আমাদের হারানো যাবে না।”


আরও খবর



সারাদেশে ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম কমলো, জানুন নতুন মূল্য

প্রকাশিত:বৃহস্পতিবার ২২ মে ২০২৫ | হালনাগাদ:সোমবার ১৬ জুন ২০২৫ | ১২১জন দেখেছেন

Image

সরকার সারাদেশে ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম কমিয়ে নতুন ‘এক দেশ, এক রেট’ নীতি ঘোষণা করেছে, যা ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য এক বিরাট সান্ত্বনা হিসেবে বিবেচিত হচ্ছে। নতুন নিয়ম অনুযায়ী, ইন্টারনেট সেবাদাতারা (আইএসপি) নির্দিষ্ট গতিতে একই রকম মূল্যে ইন্টারনেট সেবা প্রদান করবেন, যাতে গ্রাহকরা সারাদেশে একই মূল্যে ব্রডব্যান্ড ইন্টারনেট পেতে পারেন।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)  রোববার (১৮ মে) নতুন ট্যারিফ ঘোষণা করে। নতুন ট্যারিফ অনুযায়ী, পাঁচ মেগাবিট প্রতি সেকেন্ড (৫ এমবিপিএস) গতির ব্রডব্যান্ড ইন্টারনেটের মাসিক মূল্য নির্ধারণ করা হয়েছে চারশত টাকা, যা আগে ছিল পাঁচশত টাকা। একইভাবে, দশ মেগাবিট প্রতি সেকেন্ডের (১০ এমবিপিএস) ইন্টারনেটের দাম কমিয়ে সাতশত টাকা এবং বিশ মেগাবিট প্রতি সেকেন্ড (২০ এমবিপিএস) গতির ইন্টারনেটের মূল্য এক হাজার একশত টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে এই দামগুলো যথাক্রমে ছিল পাঁচশত, আটশত ও এক হাজার দুইশত টাকা।

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবি জানায়, নতুন ট্যারিফ কার্যকর হলেও, ইতিমধ্যে কিছু সেবা প্রদানকারী কম দামে ইন্টারনেট সেবা দিয়ে আসছেন। তবে সরকার সব সেবাদাতাদের জন্য এই ট্যারিফ বাধ্যতামূলক করেছে।

নতুন ট্যারিফ আগামী জুলাই মাস থেকে কার্যকর হবে এবং প্রথম ধাপে পাঁচ বছর পর্যন্ত প্রযোজ্য থাকবে। বিটিআরসি জানিয়েছে, পরবর্তীতে বাজারের চাহিদা ও গ্রাহকদের স্বার্থ বিবেচনায় এই ট্যারিফ প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করা যেতে পারে।

নির্ধারিত ট্যারিফের শর্তাবলী অনুযায়ী:

১. বিটিআরসির লাইসেন্সধারী সব সরকারি ও বেসরকারি ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এই ট্যারিফ অনুসরণ করতে বাধ্য থাকবেন।

২. গ্রাহক সেবার মান ও পরিষেবার নির্ভরযোগ্যতা নিশ্চিত করতে ‘কোয়ালিটি অব সার্ভিস অ্যান্ড এক্সপেরিয়েন্স’ এর মানদণ্ড অনুযায়ী গ্রেড এ, বি ও সি নির্ধারণ করা হয়েছে এবং আইএসপি গুলো এই মান বজায় রাখবে।

৩. পাঁচ দিন ধরে অব্যাহতভাবে ইন্টারনেট বন্ধ থাকলে গ্রাহক মাসিক বিলের পঞ্চাশ শতাংশ, দশ দিন হলে পঁচিশ শতাংশ এবং পনেরো দিন ইন্টারনেট বন্ধ থাকলে মাসিক বিল দিতে হবে না।

৪. সরকারের অনুমোদিত সর্বনিম্ন ইন্টারনেট স্পিড হবে ৫ এমবিপিএস এবং সংযোগ রেশিও ১.৮ আনুপাতিক হারে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

৫. অনুমোদিত ট্যারিফ কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে এবং ট্যারিফের বাইরে অন্য কোনো সেবা বা মূল্য গ্রহণযোগ্য নয়।

৬. অনুমোদন ছাড়া ট্যারিফের বাইরে সেবা প্রদান করলে বাংলাদেশ টেলিযোগাযোগ আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

এই নতুন উদ্যোগ গ্রাহকদের জন্য ইন্টারনেট সেবাকে আরও সাশ্রয়ী করে তুলবে এবং সারাদেশে মানসম্মত সেবা নিশ্চিত করবে বলে আশা করা হচ্ছে।


আরও খবর

দেশে চালু হতে যাচ্ছে ‘গুগল পে’

বৃহস্পতিবার ২৯ মে ২০২৫




ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি দলে ফিরলেন হোল্ডার-রাসেল

প্রকাশিত:মঙ্গলবার ০৩ জুন ২০২৫ | হালনাগাদ:রবিবার ১৫ জুন ২০২৫ | ৪২জন দেখেছেন

Image

 দুই অভিজ্ঞ ক্রিকেটার জেসন হোল্ডার ও আন্দ্রে রাসেলকে ফিরিয়ে এনে ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য পৃথক-পৃথক দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট। আইরিশদের বিপক্ষে সিরিজে বিশ্রামে থাকবেন রাসেল।

দুই মাসের বেশি সময় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) নিয়ে ব্যস্ত থাকায় ইংল্যান্ড ও আয়ারল্যান্ড সিরিজ থেকে বিশ্রাম নিয়েছেন সাবেক অধিনায়ক নিকোলাস পুরান।

২০২৪ সালের ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বশেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন হোল্ডার। ইনজুরির কারণে মাঠের বাইরে ছিটকে যাওয়ায় সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারেননি তিনি।

একই বছরের নভেম্বরে দেশের হয়ে সর্বশেষ সংক্ষপ্তি ফরম্যাটে খেলেছেন রাসেল। ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে গোড়ালির ইনজুরিতে পড়েন তিনি।

আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে অভিজ্ঞদের নিয়ে নতুনভাবে দল গোছানো শুরু করেছে ওয়েস্ট ইন্ডিজ। দেশের হয়ে হোল্ডার ৬৩টি ও রাসেল ৮৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে ওয়েস্ট ইন্ডিজের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে পথচলা শুরু হবে শাই হোপের। গত ডিসেম্বরে ঘরের মাঠে বাংলাদেশের কাছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হবার পর অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ান রোভম্যান পাওয়েল।

নেতৃত্ব ছাড়লেও দলে জায়গা ধরে রেখেছেন পাওয়েল। বাংলাদেশ সিরিজের দল থেকে বাদ পড়েছেন জাস্টিন গ্রেভস, শামার স্প্রিঙ্গার ও টেরেন্স হাইন্ডস। দলে আরও ফিরেছেন শেরফানে রাদারফোর্ড।

ইংল্যান্ড সিরিজের দলে থাকলেও আয়ারল্যান্ডের বিপক্ষে খেলবেন না ব্রেন্ডন কিং ও রোস্টন চেজ। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ সামনে রেখে ইংল্যান্ড সিরিজ শেষে দেশে ফিরবেন কিং ও চেজ। সদ্য ওয়েস্ট ইন্ডিজের টেস্ট অধিনায়ক হয়েছেন চেজ। তাদের দুজনের বদলি হিসেবে আয়ারল্যান্ড সিরিজের দলে যোগ দেবেন কেসি কার্টি ও জাইড গুলি।
৬ জুন থেকে ইংল্যান্ডের বিপক্ষে এবং ১২ জুন থেকে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরু করবে ওয়েস্ট ইন্ডিজ।

ইংল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দল : শাই হোপ (অধিনায়ক), জনসন চার্লস, রোস্টন চেজ, ম্যাথু ফোর্ড, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার, আকিল হোসেন, আলজারি জোসেফ, ব্রেন্ডন কিং, এভিন লুইস, গুদাকেশ মোতি, রোভম্যান পাওয়েল, আন্দ্রে রাসেল, শেরফান রাদারফোর্ড, রোমারিও শেফার্ড।

আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দল : শাই হোপ (অধিনায়ক), কেসি কার্টি, জনসন চার্লস, ম্যাথু ফোর্ড, জাইড গুলি, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার, আকিল হোসেন, আলজারি জোসেফ, এভিন লুইস, গুদাকেশ মোতি, রোভম্যান পাওয়েল, শেরফান রাদারফোর্ড, রোমারিও শেফার্ড।


আরও খবর