Logo
আজঃ সোমবার ১৬ জুন ২০২৫
শিরোনাম

বিএনপির সমাবেশ দুপুরে,প্রধান অতিথি তারেক রহমান

প্রকাশিত:বুধবার ০৭ আগস্ট ২০২৪ | হালনাগাদ:সোমবার ১৬ জুন ২০২৫ | ১০৪জন দেখেছেন

Image

সদরুল আইনঃ

রাজধানীর নয়াপল্টনে আজ সমাবেশের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।


বুধবার (৭ আগস্ট) দুপুর ২টায় দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।


বিষয়টি নিশ্চিত করে বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন আরও জানান, সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জাতীয় নেতৃবৃন্দও বক্তব্য রাখবেন।


সর্বস্তরের জনগণসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সবপর্যায়ের নেতা-কর্মীকে যথাসময়ে সমাবেশে যোগদানের জন্য অনুরোধ জানানো হয়।



সমাবেশ ঘিরে রাত থেকেই প্রস্তুতি চলছে। বিএনপির সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু জানান, রাত থেকেই সমাবেশের জন্য মঞ্চ নির্মাণের কাজ শুরু হয়েছে। সকাল থেকেই ঢাকা শহরের বিভিন্ন প্রান্তের নেতা-কর্মীরা নয়াপল্টনে উপস্থিত হবেন বলে তিনি জানান।



আরও খবর



উত্তরণের একসেস প্রকল্পের ইউনিয়ন পর্যায়ের অবহিতকরণ সভা অনুষ্ঠিত।

প্রকাশিত:বৃহস্পতিবার ২২ মে ২০২৫ | হালনাগাদ:সোমবার ১৬ জুন ২০২৫ | ১০৭জন দেখেছেন

Image

মোঃ কামরুল ইসলাম টিটু   :স্টাফ রিপোর্টার;

রায়েন্দায় উত্তরণের একসেস প্রকল্পের ইউনিয়ন পর্যায়ের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। বুধবার (২১ মে, ২০২৫) সকাল ১০ টায় রায়েন্দা ইউনিয়ন পরিষদ হলরুমে হেলভেটাস সুইস ইন্টারকোঅপারেশন বাংলাদেশ এর সহযোগিতায় উত্তরণ সংস্থার বাস্তবায়নে একসেসপ্রকল্পের আওতায় প্রকল্প অবহিত করন সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ডি আর-আর এন্ড ওয়াশ কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম ইমন। সভায় উপস্থিত ছিলেন ইউপি প্রশাসনিক কর্মকর্তা নুর আলম, মনিরুজ্জামান তালুকদার, ইউপি সদস্য মোাঃ কাওসার হোসেন,  ইউপি সদস্য মাফিয়া বেগম, ইউপি সদস্য আকলিমা বেগম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ হাসিবুল ইসলাম এবং স্থানীয় পর্যায়ের পেশাজীবি এবং প্রতিনিধিবৃন্দ। এছাড়া উপস্থিত ছিলেন প্রকল্পের এগ্রিকালচার এন্ড লাইভলিহুড কর্মকর্তা অভিক রঞ্জন মন্ডল, কমিউনিটি ডেভেলপমেন্ট কর্মকর্তা অনিত কুমার দাস এবং রুহুল আমিন। প্রকল্পের কর্মকর্তা বৃন্দ প্রকল্প নিয়ে মুক্ত আলোচনা করেন, পাশাপাশি সভার অংশগ্রহনকারীরা এলাকায় কাজের জন্য বিভিন্ন পরামর্শ প্রদান করেন।

উত্তরণের এই প্রকল্পের মাধ্যমে দূর্যোগ ঝুঁকি নিরসণ, জলবায়ু সহনশীল কৃষি ও জীবিকায়ন, স্থানান্তরিত মানুষের সক্ষমতা বৃদ্ধি এবং পানি, স্যানিটেশন এবং স্বাস্থ্যকর পরিষেবা বিষয়ক কাজের পরিকল্পনা রয়েছে।


আরও খবর



প্রায় ৬০ কোটি টাকার টোল আদায় ঈদের ছুটিতে পদ্মা ও যমুনা সেতুতে

প্রকাশিত:রবিবার ১৫ জুন ২০২৫ | হালনাগাদ:রবিবার ১৫ জুন ২০২৫ | জন দেখেছেন

Image

ঈদের ছুটিতে পদ্মা ও যমুনা সেতুতে প্রায় ৫৯ কোটি ৭৭ লাখ ২৯ হাজার ৫০ টাকার টোল আদায় করা হয়েছে।

সেতু বিভাগের সচিব এম আব্দুর রউফ জানান, ঈদুল আজহার ছুটিতে পদ্মা ও যমুনা সেতু পারাপারের ক্ষেত্রে সর্বাধিক যানবাহন দেখা গেছে।

তিনি বলেন, সেতু পারাপারের সময় কমানোর লক্ষ্যে সেতুগুলোতে ইলেকট্রনিক টোল সংগ্রহ (ইটিসি) পদ্ধতি চালু করা হয়েছে।

সচিব বলেন, আমরা ছয়টি সংস্থার সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছি, যাতে যানবাহনগুলো অ্যাপের মাধ্যমে টোল পরিশোধ করে দ্রুত সেতু পার হতে পারে।

সূত্র জানায়, ৫ জুন পদ্মা ও যমুনা সেতু তাদের সর্বোচ্চ দৈনিক টোল সংগ্রহ ও যানবাহন পারাপারের রেকর্ড করেছে।

এই ঈদের ছুটিতে দেশের বৃহৎ সেতু দুটি থেকে বিপুল পরিমাণ টোল আদায় করা হয়েছে।

পদ্মা বহুমুখী সেতু কর্তৃপক্ষ ৫ জুন সর্বোচ্চ ৫ কোটি ৪৩ লাখ ২৮ হাজার টাকার টোল আদায় করেছে। 
একই দিনে যমুনা সেতু থেকে ৪ কোটি ১০ লাখ ৮০ হাজার ৯৫০ টাকার টোল আদায় করা হয়েছে।

৫ জুন, যমুনা সেতু দিয়ে ৬৪ হাজার ২৮৩টি যানবাহন এবং পদ্মা সেতু দিয়ে ৫২ হাজার ৪৮৭টি যানবাহন অতিক্রম করে।


আরও খবর



গাজায় ইসরাইলি হামলায় নিহত ১০

প্রকাশিত:বৃহস্পতিবার ০৫ জুন ২০২৫ | হালনাগাদ:শনিবার ১৪ জুন ২০২৫ | ৩৪জন দেখেছেন

Image

 ইসরাইলি বাহিনীর টানা হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় বৃহস্পতিবার ভোর থেকে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। এ তথ্য জানিয়েছে গাজার সিভিল ডিফেন্স সংস্থা।

গাজা সিটি থেকে এএফপি এ খবর জানিয়েছে।

সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল জানান, দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসে বাস্তুচ্যুত মানুষের আশ্রয়স্থল, গাজা সিটি এবং মধ্যাঞ্চলীয় দেইর আল-বালাহ শহরের আবাসিক এলাকা লক্ষ্য করে ইসরাইল হামলা চালিয়েছে। এতে এখন পর্যন্ত ১০ জন প্রাণ হারিয়েছেন।

তবে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি ইসরাইলি সেনাবাহিনী।

এরআগে তেল আবিব জানায়, হামাসকে পুরোপুরি পরাজিত করার লক্ষ্যে হামলা জোরদার করেছে নেতানিয়াহু সরকার। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর এই যুদ্ধ শুরু হয়।

সেদিনের হামলায় ১ হাজার ২১৮ জন নিহত হন, যাদের বেশিরভাগই ছিলেন বেসামরিক নাগরিক। সরকারি তথ্যের ভিত্তিতে এই সংখ্যা নিশ্চিত করেছে এএফপি।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত ১৮ মার্চ থেকে ইসরাইল নতুন করে অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত সেখানে আরো ৪ হাজার ৩৩৫ জন নিহত হয়েছেন। ফলে চলমান যুদ্ধে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ হাজার ৬০৭ জনে। 


আরও খবর



বাংলাদেশ সফরে টি২০ দলে ফিরছেন শাহিন শাহ আফ্রিদী

প্রকাশিত:বৃহস্পতিবার ০৫ জুন ২০২৫ | হালনাগাদ:শনিবার ১৪ জুন ২০২৫ | ২৩জন দেখেছেন

Image

 বাংলাদেশের বিপক্ষে জুলাইয়ে প্রস্তাবিত তিন ম্যাচে টি২০ সিরিজে পাকিস্তান দলে আরো দুজন খেলোয়াড় অন্তর্ভূক্ত হবার সম্ভাবনা দেখা দিয়েছে।

পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যমের দাবী এই দলে ফিরতে পারেন বাঁ-হাতি তারকা পেসার শাহিন শাহিন আফ্রিদী ও স্পিনার সুফিয়ান মুকিম। 

এ বছর মার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি২০ সিরিজে সর্বশেষ খেলেছেন শাহিন। ঐ সিরিজে তিনি প্রত্যাশানুযায়ী পারফর্ম করতে পারেননি। চার ম্যাচে ১০.২৩ ইকনোমি রেটে তিনি মাত্র ২ উইকেট দখল করেছিলেন। 

ঐ একই সিরিজে খেলা সুফিয়ান মাত্র একটি ম্যাচে সুযোগ পেয়েছিলেন। যদিও ৩.০০ ইকনোমি রেটে তিনি ২ উইকেট নিয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। 

তবে এখনো সাবেক অধিনায়ক বাবর আজমের জন্য জাতীয় দলের দরজা খোলা আছে বলে সূত্রটি দাবি জানিয়েছে। 

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সময়ই এই দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয় বিসিবি ও পিসিবির শীর্ষ পর্যায়ের বৈঠকে। বাংলাদেশ সফর শেষ করেই ক্যারিবিয়ান দীপপুঞ্জ সফরে যাবে পাকিস্তান দল।

প্রাথমিক সূচি অনুযায়ী সিরিজের প্রথম ম্যাচ হবে ২০ জুলাই। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ মাঠে গড়াবে যথাক্রমে ২২ এবং ২৪ জুলাই। সবকটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ১৮ জুলাই পাকিস্তানের ঢাকা পৌঁছানোর কথা রয়েছে। 

এই সফরটি আইসিসি’র ফিউচার ট্যুর প্রোগ্রামের (এফটিপি) অংশ নয়। 

নিউজিল্যান্ডের সাবেক কোচ মাইক হেসনের অধীনে সম্প্রতি পাকিস্তানের সাদা বলের দল নতুন এক যুগে প্রবেশ করেছে। হেসনের দলভূক্তির সাথে সাথেই বাংলাদেশকে টি২০ সিরিজে ৩-০’তে হোয়াইটওয়াশ করেছে পাকিস্তান।

২০২১ সালের ডিসেম্বরের পর ঘরের মাঠে পাকিস্তানের এটাই প্রথম হোম সিরিজ জয়।


আরও খবর



নিহত সাবেক এমপি আনারের ল্যান্ড ক্রুজার প্রাডো ব্র্যান্ডের গাড়ি মিলল কুষ্টিয়ায়

প্রকাশিত:মঙ্গলবার ১০ জুন ২০২৫ | হালনাগাদ:রবিবার ১৫ জুন ২০২৫ | ৩০জন দেখেছেন

Image

 কুষ্টিয়া শহরের একটি বহুতল ভবনের পার্কিং জোনে একটি ল্যান্ড ক্রুজার প্রাডো ব্র্যান্ডের গাড়ির সন্ধান মিলেছে। কোটি টাকার গাড়িটি ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য নিহত আনোয়ারুল আজিম আনারের বলে জানায় পুলিশ ও স্থানীয়রা।

গাড়িটির সন্ধান মিললে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে গতকাল সোমবার রাত ১২টার দিকে কুষ্টিয়া মডেল থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে যান। কুষ্টিয়া পুলিশ সুপারের কার্যালয়ের সামনের ৮ তলা বিশিষ্ট সাফিনা টাওয়ার নামের ভবনের গ্যারেজে ল্যান্ড ক্রুজার প্রাডো ব্র্যান্ডের গাড়িটি পাওয়া যায়। গাড়ি থেকে গাড়ির কাগজপত্র, সংসদ সদস্য ও সিআইপি স্টিকার উদ্ধার করেছে পুলিশ। কালো কালারের গাড়িটির নম্বর ‘ঢাকা মেট্রো-ঘ ১২-৬০৬০’।

এসব তথ্য নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার এসআই স্বপন বাসস’কে বলেছেন, ‘গাড়ির খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। গাড়ি থেকে গাড়ির কাগজপত্র, সংসদ সদস্য ও সিআইপি স্টিকার উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে- গাড়িটি ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। গাড়িটি উদ্ধার করে থানায় নেওয়া হবে।’

স্থানীয়রা বলেছেন, আমরা গাড়িটির খবর পাই। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। পুলিশ ঘটনাস্থলে এসে গাড়িটি দেখতে পান। পুলিশ গাড়ি থেকে গাড়ির কাগজপত্র, সংসদ সদস্য ও সিআইপি স্টিকার উদ্ধার করেছে। গাড়িটি ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের বলে ধারণা করা হচ্ছে। কাগজপত্রে তার নাম রয়েছে। এই গাড়িটি বেশ কয়েকমাস আগে বাড়ির গ্যারেজে রাখা হয়।

প্রত্যক্ষদর্শী সাব্বির  বলেছেন, ‘আমরা প্রথমে শুনতে পাই যে, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদের গাড়ি রাখা আছে সাফিনা টাওয়ারের গ্যারেজে। পরে পুলিশে খবর দেন স্থানীয়রা। পুলিশ গাড়ি থেকে গাড়ির কাগজপত্র উদ্ধার করেছে। সংসদ সদস্যের স্টিকার উদ্ধার করেছে। এই গাড়ির চালক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগার আলীর গাড়ি চালক ছিলেন এক সময়। তিনিই গাড়ি থেকে কাগজপত্র ও স্টিকার দেন পুলিশকে। গাড়ির কাগজপত্র দেখে বোঝা যায় যে, গাড়িটির মালিক ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার।


আরও খবর