Logo
আজঃ শনিবার ১৪ ডিসেম্বর ২০২৪
শিরোনাম
সিলেটে মধ্যরাতে হামলার শিকার ‘আত্মগোপনে থাকা’ আওয়ামী লীগ নেতা মিসবাহ জামিনে মুক্তি পেলেন পল্লী বিদ্যুৎ সমিতির ৯ কর্মকর্তা অন্তর্বর্তী সরকার সংবাদপত্রে বিন্দুমাত্র হস্তক্ষেপ করেনি : প্রেস সচিব আইনি ঝামেলায় জড়িয়ে পড়েছেন দক্ষিণ ভারতীয় সুপারস্টার আল্লু অর্জুন ৩১ রানের ইনিংসে ৩ মাইলফলকে বাবর আজম অভিশংসন ভোটের মুখে পড়তে যাচ্ছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট জবাই করে হত্যা মামলার পলাতক আসামী গ্রেফতার। জয়কে অপহরণ ও হত্যার ষড়যন্ত্র মামলায় দণ্ডিত বিএনপি নেতা মিজানুরের জামিন একুশে পদকপ্রাপ্ত শিল্পী পাপিয়া সারোয়ার মারা গেছেন মিয়ানমারে বাংলাদেশ সীমান্তবর্তী শহর থেকে শত শত সৈন্যসহ জেনারেল আটক

চালু হয়েছে এনআইডি সার্ভার

প্রকাশিত:বুধবার ২০ সেপ্টেম্বর ২০23 | হালনাগাদ:শনিবার ১৪ ডিসেম্বর ২০২৪ | ২৮৫জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক : রক্ষণাবেক্ষণের কাজ শেষে নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সার্ভারের পরিষেবা আবারও চালু করা হয়েছে। বুধবার (২০ সেপ্টেম্বর) সকালে সার্ভার চালুর কথা গণমাধ্যমকে জানিয়েছে ইসি।

নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, এখন এনআইডি সেবা পাওয়া যাচ্ছে। আজ সকাল থেকে এটি সচল হয়েছে। মাঝে মধ্যে এটির রক্ষণাবেক্ষণের দরকার পড়ে। যার কারণে সার্ভার বন্ধ করা হয়েছিল।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) এনআইডি সার্ভারের পরিষেবা বন্ধ করা হয়। এর আগে গত ১৬ আগস্টেও রক্ষণাবেক্ষণের কাজে এনআইডি সেবা বন্ধ ছিল। এছাড়া চলতি বছরে কয়েকবার এনআইডি সার্ভার সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল।

প্রসঙ্গত, দেশের প্রায় ১২ কোটি নাগরিকের ব্যক্তিগত বিভিন্ন তথ্য রয়েছে এনআইডি সার্ভারে।


আরও খবর

শনিবার থেকে শৈত্যপ্রবাহের আশঙ্কা

বৃহস্পতিবার ১২ ডিসেম্বর ২০২৪




জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডে রংপুর অঞ্চলের সেরা দশে হাবিপ্রবির ৩ জন

প্রকাশিত:শনিবার ১৪ ডিসেম্বর ২০২৪ | হালনাগাদ:শনিবার ১৪ ডিসেম্বর ২০২৪ | ২৪জন দেখেছেন

Image

নিজেস্ব পতিনিধি: ১৫তম জাতীয় স্নাতক (অনার্স) গণিত অলিম্পিয়াডের রংপুর অঞ্চলের আঞ্চলিক বাছাইপর্বে সেরা দশে স্থান পেয়েছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) তিন শিক্ষার্থী।


বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) গণিত বিভাগের আয়োজনে শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রংপুর অঞ্চলের এ বাছাইপর্বের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় বেরোবির একাডেমিক ভবন-২ এ। হাবিপ্রবির তিনজন ছাড়াও সেরা দশে স্থান পেয়েছেন বেরোবির ৫ জন এবং সৈয়দপুরের বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (বাউস্ট) ৩ শিক্ষার্থী।


প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন বাউস্টের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের আদিত্য বণিক। দ্বিতীয় স্থান অধিকার করেন বেরোবির সঞ্জীব কুমার দেব শর্মা এবং ৩য় স্থান অধিকার করেন বাউস্টের সিএসই বিভাগের নূর এ আলম।


হাবিপ্রবি থেকে যথাক্রমে সপ্তম এবং নবম স্থান অধিকার করেন বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ২১ ব্যাচের শিক্ষার্থী কাবির আবদুল্লাহ ও রত্না ঘোষ দিশা এবং দশম স্থান অধিকার করেন গণিত বিভাগের ২০ ব্যাচের শিক্ষার্থী আবু বকর সিদ্দিক।


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বেরোবি উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী বলেন, গণিত হচ্ছে মাদার অব সায়েন্স। শুধু বিজ্ঞান নয়, অর্থনীতি ও ব্যবসার ভাষাও গণিত। গণিতের ব্যবহার দেশে-বিদেশে বিজ্ঞানের অগ্রযাত্রায় অনেক সাফল্য নিয়ে আসতে পেরেছে। এ সময় গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা গবেষণা ও একাডেমিক কার্যক্রমেও সাফল্যের স্বাক্ষর ধরে রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।


হাবিপ্রবি শিক্ষার্থী কাবির আবদুল্লাহ অনুভূতি ব্যক্ত করে বলেন, যে কোনো জয়ই সামনের দিকে যাওয়ার প্রেরণা দেয়। অনেক বাধা-বিপত্তিকে উপেক্ষা করে হাবিপ্রবির গণিত বিভাগ এগিয়ে যাচ্ছে আপন গতিতে। অলিম্পিয়াডের পাশাপাশি বিদেশে স্কলারশিপ এবং গবেষণায় মেধার স্বাক্ষর রাখছে হাবিপ্রবির গণিত বিভাগ। এমন অগ্রযাত্রার অংশীদার হয়ে সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন করবে হাবিপ্রবির গণিত বিভাগ এমন আশাবাদ ব্যক্ত করছি।


এবারের প্রতিযোগিতায় বেরোবি, হাবিপ্রবি, বাউস্ট, কারমাইকেল কলেজ, রংপুর সরকারি কলেজ এবং নীলফামারী সরকারি কলেজের মোট ১৫৫ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রতিটি অঞ্চল থেকে ১০ জন করে নির্বাচিত শিক্ষার্থী নিয়ে পরবর্তীতে এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


উল্লেখ্য, ২০০৯ সাল থেকে এএফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের অর্থায়নে এবং বাংলাদেশ গণিত সমিতির উদ্যোগে দেশব্যাপী স্নাতক পর্যায়ে গণিত অলিম্পিয়াড নিয়মিতভাবে আয়োজন করা হচ্ছে।


আরও খবর

চুয়েটের ১১ শিক্ষার্থীকে বহিষ্কার

বৃহস্পতিবার ১২ ডিসেম্বর ২০২৪




সিরাজগঞ্জ সরকা‌রি ক‌লেজ ছাত্রদলের মানববন্ধন।

প্রকাশিত:মঙ্গলবার ১০ ডিসেম্বর ২০২৪ | হালনাগাদ:শনিবার ১৪ ডিসেম্বর ২০২৪ | ১১২জন দেখেছেন

Image

সিরাজগঞ্জ প্রতিনিধি: 

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সক‌ল ১১ টার দি‌কে সিরাজগঞ্জ সরকা‌রি ক‌লেজ ছাত্রদলের আয়োজনে গুমের শিকার ছাত্রদলের সকল নেতাকর্মী এবং সকল নাগরিকের মুক্তির দাবি ও নেতাকর্মীদের নিপীড়নের ঘটনার যথাযথ বিচারের দাবিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনটি  সিরাজগঞ্জ   জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক হাসান মোহাম্মদ তৌহিদুজ্জামান জাকিরের সভাপতিত্বে এবং  সিরাজগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি প্রার্থী এস এম জুয়েল রানার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ।

মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে জুনায়েদ হোসেন সবুজ বলেন, দেশে যে সকল গুম, হত্যা ও নির্যাতন হয়েছে তা আন্তর্জাতিক মহলে উপস্থাপন করে এর সুষ্ঠু বিচার করতে হবে । তাই দেশের সকল মানুষকে সোচ্চার হবার জন্য জেলা   জেলা ছাত্রদ‌লের পক্ষ থেকে আহ্বান জানান।

এ সময় মানববন্ধনটিতে আরো বক্তব্য রাখেন,  জেলা ছাত্রদলের সহ-সভাপতি খালিদ আল আজাদ, সিরাজগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি প্রার্থী, মোহাম্মদ রোমান আলিফ  অনার্স চতুর্থ বর্ষের ছাত্র জহুরুল ইসলাম, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক, এফএম জুয়েল রানা, অনার্স তৃতীয় বর্ষের, ছালাউদ্দিন, সাধারণ সম্পাদক, পার্থী, ফয়সাল মারুফ প্রমুখ।

এসময় সিরাজগঞ্জ জেলা ছাত্রদল ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও খবর



অন্তর্বর্তী সরকার সংবাদপত্রে বিন্দুমাত্র হস্তক্ষেপ করেনি : প্রেস সচিব

প্রকাশিত:শনিবার ১৪ ডিসেম্বর ২০২৪ | হালনাগাদ:শনিবার ১৪ ডিসেম্বর ২০২৪ | ৩১জন দেখেছেন

Image

নিজেস্ব প্রতিনিধি: অন্তর্বর্তী সরকার কোনো সাংবাদিক বা সংবাদপত্রে বিন্দুমাত্র হস্তক্ষেপ করেনি এবং করবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শনিবার (২৪ ডিসেম্বর) ঢাকা রিপোর্টাস ইউনিটিতে (ডিআরইউ) এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।


শফিকুল আলম বলেন, আমরা এক ইঞ্চিও গণমাধ্যমের স্বাধীনতা আটকাবো না। আমাদের সরকারের উদ্দেশ্যই হচ্ছে মুক্ত গণমাধ্যম, মুক্ত সাংবাদিকতা।


অন্তর্বর্তী সরকার স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাসী জানিয়ে তিনি বলেন, গত চার মাসে আমরা কাউকে মানা করিনি। আপনারা আমাদের ভুলত্রুটি দেখিয়ে দিন, ধরিয়ে দিন। ক্ষমতায় থাকলে অনেক কিছু বোঝা যায় না। তাই আপনারা দায়িত্ব নিয়ে ভুল ধরিয়ে দিন।


তিনি বলেন, ইতোমধ্যে গণমাধ্যম সংস্কার কমিশন কাজ শুরু করেছে। তাদের প্রতিবেদনের ভিত্তিতে অন্তর্বর্তী সরকার গণমাধ্যমকে নতুন উচ্চতায় নিয়ে যেতে চায়।


প্রেস সচিব বলেন, গণমাধ্যম মালিকরা যেন সাংবাদিকদের মুখ বন্ধ করতে না পরে এ বিষয়েও তারা কাজ করতে চান। মালিকদের উদ্দেশ্যে তিনি বলেন, সাংবাদিকদের বেতন না দিতে পারলে মালিকদের বলবো প্রতিষ্ঠান বন্ধ করে দেন।


আরও খবর

শনিবার থেকে শৈত্যপ্রবাহের আশঙ্কা

বৃহস্পতিবার ১২ ডিসেম্বর ২০২৪




আপেলের আমদানি বাড়লেও কমেছে মাছ, আনার, কমলার

প্রকাশিত:বৃহস্পতিবার ১২ ডিসেম্বর ২০২৪ | হালনাগাদ:শনিবার ১৪ ডিসেম্বর ২০২৪ | ৫৭জন দেখেছেন

Image

নিজেস্ব প্রতিধি: চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম পাঁচ মাস জুলাই-নভেম্বরে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে মাছ, আনার, কমলা ও টমেটো আমদানি কমেছে। তবে কাশ্মীরি আপেলের আমদানি দেড় গুণের বেশি বেড়েছে।

আমদানিকারকেরা বলছেন, ট্রাকে পণ্যের পরিমাণ নিরূপণ ও শুল্ক আদায়সংক্রান্ত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নতুন নীতিমালা এবং মার্কিন ডলারের মূল্যবৃদ্ধির কারণে পণ্যের আমদানি খরচ বেড়ে গেছে। এর নেতিবাচক প্রভাব পড়ছে খুচরা বাজারে। আমদানি করা মাছ, টমেটো, আনার, কমলা প্রভৃতি পণ্যের দাম ভোক্তাদের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। এতে আবার মাছ ও আনারের মতো উপকারী পণ্যের চাহিদা কমে গেছে।


বেনাপোল কাস্টম হাউস সূত্রে জানা গেছে, চলতি বছরের জুলাই থেকে নভেম্বর পর্যন্ত পাঁচ মাসে ভারত থেকে এই বন্দর দিয়ে ৯ হাজার ৮৭৯ মেট্রিক টন মাছ, ৭ হাজার ৮১ টন আনার, ২৪ হাজার ৮৪১ টন টমেটো ও ১০ হাজার ২০৩ টন কমলা লেবু আমদানি হয়েছে। আগের অর্থবছরের একই সময়ে মাছ ১৭ হাজার ৩৯ টন, আনার ১৭ হাজার ৩৯৮, টমেটো ৪৬ হাজার ৩৮২ ও কমলা লেবু ১৩ হাজার ৭২২ টন আমদানি হয়েছে।


অন্যদিকে গত অর্থবছরের প্রথম পাঁচ মাসে যেখানে ৯ হাজার ৯৯৮ টন আপেল আমদানি হয়েছিল, সেখানে এবার একই সময়ে এসেছে ১৫ হাজার ৬৬৫ টন।


আমদানি কমার জন্য জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) শুল্কহার-সংক্রান্ত নতুন নীতিমালাকে দায়ী করছেন ব্যবসায়ীরা। গত ২৩ জুন এনবিআর নতুন শুল্ক নীতিমালা জারি করে। ওই নীতিমালায় বলা হয়েছে, ছয় চাকার ট্রাকে ন্যূনতম ১৮ মেট্রিক টন কমলা/মাল্টা, ২৩ টন আনার, ২১ টন আপেল, ১৮ টন টমেটো, বরফসহ ৬ টন মাছ আমদানি করতে হবে। প্রতি ট্রাকে এর চেয়ে কম পরিমাণে আমদানি করলেও ওই পরিমাণের মতো শুল্ক পরিশোধ করতে হবে।



পচনশীল পণ্য আমদানিকারক গাজী এক্সিমের স্বত্বাধিকারী গাজী শামীম উদ্দীন প্রথম আলোকে বলেন, ‘স্বাভাবিকভাবে ছয় চাকার ট্রাকে পচনশীল পণ্য, বিশেষ করে আনার, কমলা ও টমেটো ১০ থেকে ১১ টনের বেশি আনা যায় না। সেখানে এনবিআর এই পরিমাণ ১৮ থেকে ২৩ টন পর্যন্ত নির্ধারণ করেছে নতুন শুল্ক নীতিমালায়। ফলে আমাদের বাধ্য হয়ে ট্রাকের কাঠামো বড় করতে হয়েছে। কিন্তু ছোট আমদানিকারকেরা আমদানি করতে পারছেন না।’


শামীম উদ্দীন আরও বলেন, ‘ট্রাকে পণ্যের ন্যূনতম পরিমাণ ও শুল্কহারের নতুন নীতিমালা বাতিলের বিষয়ে কাস্টমস কমিশনার ও এনবিআর কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে কোনো কাজ হয়নি। এ জন্য আমরা ব্যবসায়ীরা মিলে ইতিমধ্যে উচ্চ আদালতে একটি রিট পিটিশন করেছি।’


এ বিষয়ে জানতে চাইলে বেনাপোল কাস্টম হাউসের কমিশনার মো. কামরুজ্জামান বলেন, ‘ব্যবসায়ীরা এ নিয়ে কথা বলেছেন। কিন্তু এটা তো পলিসিসংক্রান্ত বিষয়, যা এনবিআরের এখতিয়ারে। আমরা এনবিআরের নীতিমালা অনুযায়ী শুল্কায়ন করি। এ বিষয়ে আমাদের কিছুই করার নেই।’


অন্যদিকে এক বছর ধরে দেশে মার্কিন ডলারের দাম ১০২ বেড়ে ১২০ টাকায় উঠেছে। যে কারণে আমদানি পণ্যের দাম বেশি পড়ছে। এতে খুচরা বাজারে দাম বাড়ছে। ফলে আনার, আপেল, কমলা প্রভৃতি জনপ্রিয় ফলের দাম ভোক্তাদের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। এতে ফলগুলোর চাহিদাও কমছে। তাতে আবার আমদানি কমছে।


এদিকে ছোট আকারের কাশ্মীরি আপেলের আমদানি বেড়েছে। এ নিয়ে ব্যবসায়ীরা বলছেন, আপেলের দাম তুলনামূলক কম হওয়ায় এ বছর এটি বেশি আমদানি হয়েছে।


চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে গত অর্থবছরের একই সময়ের তুলনায় মাছ আমদানি কমেছে সাত হাজার টন। এ বিষয়ে জানতে চাইলে যশোর জেলা মৎস্য কর্মকর্তা সরকার রফিকুল আলম প্রথম আলোকে বলেন, পাঁচ মাসের তথ্য দিয়ে গোটা বছরের চিত্র বোঝা কঠিন। তবে দেশে উৎপাদন বাড়লে আমদানির চাহিদা কমে যায়। তবে তিনি এ কথাও বলেন, উৎপাদন যেমন বাড়তে পারে, তেমনি ভোক্তার ক্রয়ক্ষমতাও কমতে পারে।


এনবিআরের তথ্য পর্যালোচনায় দেখা যায়, দেশে সব মিলিয়ে ৩৮ ধরনের ফল আমদানি হয়। এর মধ্যে ৯৫ শতাংশই হলো আপেল, মাল্টা, কমলা, আঙুর ও আনার। বাকি ৫ শতাংশ ফলের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো নাসপাতি, কিনুই, কতবেল, অ্যাভোকাডো, রাম্বুটান, কিউই ইত্যাদি।


এনবিআরের হিসাবে, সর্বশেষ ২০২৩-২৪ অর্থবছরে বিদেশি ফল আমদানি হয়েছে ৫ লাখ ৮৯ হাজার টন বা প্রায় ৬০ কোটি কেজি, যা এর আগের ২০২২-২৩ অর্থবছরের তুলনায় ১০ হাজার টন কম। ফলভেদে খুচরা গড় মূল্য হিসাবে এসব ফল কিনতে ক্রেতাদের ন্যূনতম ১৬ হাজার কোটি টাকা খরচ হয়েছে।


আরও খবর



ধর্মীয় নেতাদের সাথে সংলাপে বসবেন প্রধান উপদেষ্টা

প্রকাশিত:বৃহস্পতিবার ০৫ ডিসেম্বর ২০২৪ | হালনাগাদ:শনিবার ১৪ ডিসেম্বর ২০২৪ | ১১০জন দেখেছেন

Image

অনলাইন ডেস্ক : দেশের চলমান নানা ইস্যুতে ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে ধর্মীয় নেতাদের সাথে বৈঠকে বসবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার বিকেল ৪টায় রাজধানীর হেয়ার রোডে ফরেন সার্ভিস একাডেমিতে এ বৈঠক শুরু হবে।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, দেশের চলমান নানা ইস্যুতে সংলাপের অংশ হিসেবে প্রধান উপদেষ্টা আজ ধর্মীয় নেতাদের সাথে বৈঠক করবেন।

এর আগে, গত মঙ্গলবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এবং গতকাল রাজনৈতিক দলের নেতাদের সাথে বৈঠক করেন তিনিবৈঠকে প্রধান উপদেষ্টা দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে জাতীয় ঐকোর ডাক দেন

প্রধান উপদেষ্টা বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে যারা পছন্দ করেনি, তারা এই অভ্যুত্থানকে মুছে দিতে চায়। তারা বাংলাদেশকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে। তিনি এই ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে একজোট হয়ে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

সূত্র : বাসস

 


আরও খবর

শনিবার থেকে শৈত্যপ্রবাহের আশঙ্কা

বৃহস্পতিবার ১২ ডিসেম্বর ২০২৪