Logo
আজঃ বৃহস্পতিবার ১৬ জানুয়ারী ২০২৫
শিরোনাম

জবাই করে হত্যা মামলার পলাতক আসামী গ্রেফতার।

প্রকাশিত:শনিবার ১৪ ডিসেম্বর ২০২৪ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৬ জানুয়ারী ২০২৫ | ১৩৯জন দেখেছেন

Image

নিজেস্ব প্রতিনিধি: পাবনা র‌্যাবের অভিযানে পাবনা জেলার সাঁথিয়া উপজেলার বাকুল মিয়াকে জবাই করে হত্যা মামলার এজাহারনামীয় ০১ নং পলাতক আসামী মোঃ দুলাল গ্রেফতার।

র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করে আসছে। অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, অবৈধ দখলদার, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, অপহরণকারী ও ধর্ষণ, প্রতারকদের গ্রেফতার করে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সদা তৎপর রয়েছে র‍্যাব।

গত ২৪ নভেম্বর ২০২৪ তারিখ রাত্রি আনুমানিক ২১.০০ ঘটিকায় পাবনা জেলার সাঁথিয়া থানাধীন রাউতি মিয়াপাড়া এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে ঘোড়ার গাড়ী চালক মোঃ বাকুল মিয়া (৪৫), সাং-রাউতি মিয়াপাড়া, থানা-সাঁথিয়া, জেলা-পাবনাকে দুস্কৃতিকারীরা নৃশংসভাবে গলা কেটে জবাই করে হত্যা করে। উক্ত হত্যাকান্ডের বিষয়ে নিহতের স্ত্রী বাদী হয়ে পাবনা জেলার সাঁথিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

এরই ধারাবাহিকতায় র‍্যাব-১২, সিপিসি-২ পাবনা র‍্যাবের আভিযানিক দল র‍্যাব সদর দপ্তর, ইন্ট উইং এর সহায়তায় অদ্য ১৩/১২/২০২৪ খ্রিঃ তারিখ বিকাল ১৭.২০ ঘটিকায় সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানাধীন দিলরুবা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত হত্যা মামলার ০১ নং এজাহারনামীয় আসামী মোঃ দুলাল, পিতা-মৃত আওয়াল, সাং-রাউতি, থানা-সাঁথিয়া, জেলা-পাবনাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে পাবনা জেলার সাঁথিয়া থানায় হস্তান্তর করা হয়।


আরও খবর



বাউফলের ব্যবসায়ী শিবু বনিক অপহরণের ঘটনায় আটক-৫

প্রকাশিত:সোমবার ০৬ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ জানুয়ারী ২০২৫ | ২৫জন দেখেছেন

Image

সঞ্জয় ব্যানার্জী, পটুয়াখালী প্রতিনিধি :

অপহৃত ব্যবসায়ী শিবু বনিককে (৭৮) উদ্ধারের পর ৫ জন অপহরণকারীকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুর দুইটায় এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোঃ আনোয়ার জাহিদ গণমাধ্যম কর্মিদের এসব তথ্য নিশ্চিত করেন।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার ভোরে বাউফল থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অপহরণকারীদের আটক করা হয়েছে। আটককৃতরা হলেন,  ঝালকাঠি জেলার সদর উপজেলার বালিগোনা গ্রামের আকবর শরীফের ছেলে মোঃ মাসুদ শরীফ(২৪), ভোলা জেলার দক্ষিণ আইচা উপজেলার পাচুকিয়া গ্রামের জাকির সিকদারের ছেলে মোঃ মাহফুজ, বাকিরা হলেন বাউফল উপজেলার নাজিরপুর তাতেরকাঠি ইউনিয়নের বড় ডামিলা গ্রামের মিন্টু মৃধার ছেলে মিরাজ মৃধা(২০), মোঃ বাবুল প্যাদার ছেলে মোঃ জহির প্যাদা(২৭) এবং গকুল চন্দ্র মিস্ত্রীর ছেলে বিধান চন্দ্র মিস্ত্রী(২২)।
এসময় অপহরন এবং ডাকাতির কাজে ব্যাবহৃত,  দেশিও অস্ত্র-সস্ত্র সহ লুন্ঠিত ১৩৫৬৮০ টাকা জব্দ করা হয়েছে।

এবিষয়ে পুলিশ সুপার আনোয়ার জাহিদ বলেন,‘আমাদের কার্যক্রম চলছে। এই অপহরনের ঘটনায় আমরা প্রাথমিক পর্যায়ে ৯ জনের সম্পৃক্ততা পেয়েছি যাদের মধ্যে ৫ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। বাকিদের গ্রেফতারের জন্য জেলা পুলিশ কাজ করছে।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাজেদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (বাউফল সার্কেল) আরিফ মুহাম্মদ শাকুর, বাউফল থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন,  পটুয়াখালী জেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক কে এম শাহাদাত হোসেন সহ জেলার ও স্থানীয় গণমাধ্যম কর্মিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,  কালাইয়া বন্দরের বিশিষ্ট ব্যবসায়ী শিবানন্দ রায় শিবু বনিক অরফে শিবু বণিক গত ৩ জানুয়ারি রাত ১০টার দিকে অস্ত্রের মুখে জিম্মি হয়ে দুর্বৃত্তদের হাতে অপহৃত হওয়ার ৫২ ঘন্টা পর সোমবার রাত ১ টায় তাকে নাজিরপুর ইউনিয়নের ডালিমা গ্রামের কচুয়া এলাকার একটি মসজিদের পাশ থেকে উদ্ধার করেছে পুলিশ

আরও খবর



পল্লীকণ্ঠের সম্পাদকের ইন্তেকাল

প্রকাশিত:রবিবার ২২ ডিসেম্বর ২০২৪ | হালনাগাদ:বুধবার ১৫ জানুয়ারী ২০২৫ | ১০০জন দেখেছেন

Image

জামালপুর সংবাদদাতা: জামালপুর থেকে প্রকাশিত পল্লীকণ্ঠ প্রতিদিনের সম্পাদক-ময়মনসিংহ অঞ্চলের প্রবিন সাংবাদিক নূরুল হক জঙ্গী দাদা ভাই ইন্তেকাল করেছেন। ইন্নানিল্রাহি ওয়া ইন্না ইলাইহে রাজেউন। ২১ ডিসেম্বর দিবাগত রাত ৯টার দিকে তাঁর ইন্তেকালের খবরটি নিশ্চিত করেছেন জঙ্গী দাদার বড় ভাইয়ের স্ত্রী রাবেয়া বেগম। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর।

তিনি অসুস্থ্যতার দরুণ ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি ২ স্ত্রী ৪ মেয়ে নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। ৮০ শদকে দেশ স্বাধীনের পরে তাঁর পিতা আব্দুল হামিদ কবিরত্নের সম্পাদিত মেলান্দহের প্রথম সংবাদপত্র সাপ্তাহিক পল্লীকণ্ঠের নির্বাহী সম্পাদক এবং মেলান্দহ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি ৭৫’র দুর্ভিক্ষের পর তিনি সাংবাদিকতা পেশায় যোগদান করেন। তিনি কিছুদিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতাও করেছেন।

তার পিতা আব্দুল হামিদ কবিরত্নের মৃত্যুর পর পত্রিকাটি বন্ধ হয়ে যায়। ৯০ দশকের শেষ দিকে তৎকালিন জামালপুর প্রেস ক্লাবের সভাপতি ও জঙ্গী দাদার সাংবাদিক শিষ্য প্রয়াত শফিক জামান লেবুর হাত ধরে সাপ্তাহিক ঝিনাইয়ের প্রধান সম্পাদক হিসেবে আবারো এই পেশায় নিযুক্ত হন। কিছুদিন পর তাঁর বাবার প্রতিষ্ঠিত সংবাদপত্র সাপ্তাহিক পল্লীকন্ঠ প্রকাশের উদ্যোগ নেন। ২০০৪ সালের শেষ দিকে তিনি পল্লীকণ্ঠ প্রতিদিন নামে দৈনিক একটি পত্রিকা বের করেন। যা এখনো চলমান।

ময়মনসিংহ অঞ্চলের এটি একটি বহুল প্রচারিত পত্রিকা হিসেবে পাঠকপ্রিয়তা অর্জন করে। রাজনৈতিক জীবনে তিনি ফ্রিডম পার্টির জেলা সাধারণ সম্পাদক থাকাবস্থায় জামালপুর-৩ আসন থেকে কুড়াল মার্কা নির্বাচন করেছেন। দেশের পট পরিবর্ন্তনের পর তিনি বিএনপিতে যোগদান করেন।

তিনি মেলান্দহ বিএনপি’র সহসভাপতি এবং জেলা বিএনপি’র সদস্য ছিলেন। সাংবাদিকতার জীবনে তিনি বহু মামলা-হামলার শিকার হন। তিনি দেশের আঞ্চলিক ও সাপ্তাহিক সংবাদপত্র পরিষদের অন্যতম প্রতিষ্ঠাতা এবং সহসভাপতি ছিলেন।#



আরও খবর



তিব্বতে শক্তিশালী ভূমিকম্প, নিহত ৩৬

প্রকাশিত:মঙ্গলবার ০৭ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:বুধবার ১৫ জানুয়ারী ২০২৫ | ৪৫জন দেখেছেন

Image

অনলাইন ডেস্ক: চীনের তিব্বতের প্রত্যন্ত পার্বত্য অঞ্চলে মঙ্গলবার (৭ জানুয়ারি) শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে এখন পর্যন্ত ৩৬ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। চীনের মিডিয়া বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

প্রতিবেদনে বলা হয়েছে, তিব্বতের এই ভূমিকম্পনের কম্পন বাংলাদেশ, নেপাল, ভারত, ভুটানে অনুভূত হয়েছে।

মার্কিন ভূ-তাত্ত্বিক সংস্থা ইউএসজিএস জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৯টা ৫ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর মাত্রা ছিল রিখটার স্কেলের ৭ দশমিক ১। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।

তবে চীনের পক্ষ থেকে বলা হয়েছে, এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৮।

সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল তিব্বতের রাজধানী লাসা থেকে প্রায় ৫০ মাইল পশ্চিমে। ওই এলাকার নিকটবর্তী ড্যামাকসং কাউন্টির গেদার শহরে হতাহতের ঘটনাগুলো ঘটেছে। এখন পর্যন্ত৩৮ জনের আহতের খবর পাওয়া গেছে।


আরও খবর



আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন অশ্বিন

প্রকাশিত:বুধবার ১৮ ডিসেম্বর ২০২৪ | হালনাগাদ:রবিবার ১২ জানুয়ারী ২০২৫ | ৮২জন দেখেছেন

Image

খেলা ডেস্ক: ভারতের অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান বর্ডার-গাভাস্কার ট্রফির তৃতীয় টেস্ট শেষে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। বৃহস্পতিবার তিনি নিজ দেশ ভারতে ফিরে যাবেন।

ব্রিসবেন টেস্ট শেষে সংবাদ সম্মেলনে অশ্বিন বলেন, ‘আজই আন্তর্জাতিক পর্যায়ে একজন ভারতীয় ক্রিকেটার হিসেবে আমার শেষ দিন। আমার মনে হয় এখনো ক্রিকেটার হিসেবে আমার ভেতরে একটু শক্তি অবশিষ্ট রয়েছে, কিন্তু সেই সামর্থ্য আমি ক্লাব ক্রিকেটে প্রদর্শন করতে চাই।’

অশ্বিন তার দীর্ঘ ক্যারিয়ারে একাধিক স্মরণীয় মুহূর্তের কথা উল্লেখ করে আরও বলেন, ‘রোহিত (শর্মা) এবং আমার অনেক সতীর্থের সঙ্গে দারুণ কিছু স্মৃতি তৈরি করেছি। আমরা বলতে পারি, আমরাই শেষ প্রজন্মের ‘ওল্ড গার্ড’। অনেককে ধন্যবাদ দিতে চাই, বিশেষ করে বিসিসিআই এবং আমার সতীর্থদের। রোহিত, বিরাট (কোহলি), আজিঙ্কা (রাহানে), পূজারা — যারা আমার বোলিংয়ের সময় ক্যাচ ধরেছে এবং আমাকে এই দীর্ঘ ক্যারিয়ারে এত উইকেট পেতে সাহায্য করেছে।’

অশ্বিন ভারতের টেস্ট ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি হিসেবে অবসর নিলেন। ১০৬টি টেস্টে তার সংগ্রহ ৫৩৭ উইকেট, গড় ২৪। তার চেয়ে বেশি উইকেট কেবল অনিল কুম্বলের (৬১৯ উইকেট)।

চলতি সিরিজের প্রথম তিনটি টেস্টের মধ্যে তিনি কেবল অ্যাডিলেডের গোলাপি বলের টেস্ট খেলেন, যেখানে ১ উইকেট নেন ৫৩ রানে। এর আগের সিরিজে, নিউজিল্যান্ডের বিপক্ষে ৩-০ ব্যবধানে হারের সময় তিনি ৯টি উইকেট নিয়েছিলেন গড়ে ৪১.২২। 

বিদেশের মাটিতে নিয়মিত দলে সুযোগ না পাওয়ায় এবং ইংল্যান্ডের বিপক্ষে ভারতের পরবর্তী সিরিজটি বিদেশে হওয়ায়, ভারতের ঘরোয়া মৌসুমে তিনি ৩৯ বছর বয়সে পা দিবেন।

অশ্বিন শুধু বোলিং নয়, ব্যাট হাতেও ছিলেন কার্যকর। টেস্টে তার সংগ্রহ ৩৫০৩ রান, যেখানে রয়েছে ৬টি সেঞ্চুরি এবং ১৪টি ফিফটি। তিনি টেস্ট ক্রিকেটের ইতিহাসে ৩ হাজার রান এবং ৩০০ উইকেটের মালিক ১১ জন অলরাউন্ডারের একজন। এছাড়াও, তিনি মুথাইয়া মুরালিধরনের সমান রেকর্ড সর্বোচ্চ ১১টি প্লেয়ার অব দ্য সিরিজ পুরস্কার জিতেছেন।

ভারতীয় ক্রিকেটের ইতিহাসে একজন সেরা অলরাউন্ডার ও অফ-স্পিনার হিসেবে অশ্বিনের অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।



আরও খবর



রোজার বিয়ে হওয়ায় ভেঙে পড়েছে মা, করছে কান্নাকাটি: প্রাক্তন প্রেমিক ফায়েজ

প্রকাশিত:বুধবার ০৮ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:সোমবার ১৩ জানুয়ারী ২০২৫ | ১৮জন দেখেছেন

Image

ডিজিটাল ডেস্ক: নতুন বছরের শুরুতেই বিয়ে করেছেন জনপ্রিয় গায়ক অভিনেতা তাহসান খান। গত শনিবার সন্ধ্যায় মেকওভার আর্টিস্ট রোজা আহমেদের গলায় মালা দিয়েছেন তিনি। পারিবারিক আয়োজনেই সম্পন্ন হয়েছে তাহসান-রোজার বিয়ে।


বিয়ে সম্পন্ন হলেও বিনোদন অঙ্গন থেকে শুরু করে নেট পাড়ায় তাহসান ও রোজার বিয়ে নিয়ে আলোচনা এখনো তুঙ্গে। সামাজিক যোগাযোগমাধ্যমে চোখ রাখলেই এ উন্মাদনার প্রমাণ মিলছে। গায়ক তাহসান ও রোজা আহমেদের বিয়ের ছবি ঘুরছে হাজারো পোস্টে।

 

সোমবার (৬ জানুয়ারি) তাহসানের বিয়ের খবর নিশ্চিত হওয়ার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ওঠে, ফায়েজ বেলাল নামে এক যুবককে ধোঁকা দিয়ে নাকি তাহসানের সঙ্গে সংসার পেতেছেন রোজা আহমেদ। ফায়েজ দাবি করেন, রোজার সঙ্গে নাকি দুই বছরের প্রেম ছিল তার। এরপর তা নিয়ে তৈরি হয় নানা ধোঁয়াশা। তাহসানের স্ত্রী রোজা আহমেদের পরই আলোচনায় আসেন তার কথিত প্রাক্তন প্রেমিক ফায়েজ বেলাল।

 

সম্প্রতি একটি গণমাধ্যমে সাক্ষাৎকারে তাহসান-রোজার বিয়ে প্রসঙ্গে কথা বলেছেন রোজার প্রাক্তন প্রেমিক ফায়েজ বেলাল। সেখানে রোজা আহমেদের নাম মুখে না নিলেও পরোক্ষভাবে কথিত প্রাক্তনকে নিয়ে নানান কথা বলেন তিনি। সাক্ষাৎকারে ফায়েজ এও দাবি করেন, রোজার বিয়ে হওয়ায় ফায়েজের মা কান্নাকাটি করছেন!

ফায়েজের কথায়, ‘আমার কারও ওপর অভিমান নেই। আমি তাদের দুজনকেই অসংখ্য শুভকামনা জানাই। ওর বিয়ের খবরে (রোজা আহমেদ) খবরে আমার মা সবচেয়ে বেশি ভেঙে পড়েছে, মানে আমার থেকেও বেশি। তিনি আমাকে আজকে এই সাক্ষাৎকারে আসতে দিতে চায়নি।’

ফায়েজ বলেন, ‘তখন আমার মা আমাকে খাইয়ে দিচ্ছেন আর সে সময় তার চোখে পানি দেখছি। জিজ্ঞাসা করলাম কাঁদছেন কেন, তখন আম্মু উত্তর দিলেন ‘এরকম তো অনেককেই খাইয়ে দিয়েছি’। আমি তার নাম বলতে চাই না, তখন আমিও মা কে ধরে কান্না করে দেই।’

উল্লেখ্য, ফায়েজ বেলাল পেশায় একজন ব্যবসায়ী সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েনসার। তার বাবার নাম সেলিম শিকদার ও মায়ের নাম ফজিলাতুন্নেসা। তিনি বর্তমানে ঢাকার খিলখেতে বসবাস করেন।


আরও খবর

কখনও ভাবিনি আমি বাঁচব : প্রীতি জিনতা

রবিবার ১২ জানুয়ারী ২০২৫