বিনোদন ডেস্ক : বক্স অফিসে সাফল্যের জোয়ার এসেছে ‘স্ত্রী ২’-এর। অমর কৌশিক পরিচালিত এই ছবির বদৌলতে দর্শকমহলে জনপ্রিয়তা বেড়েছে এর অভিনেতা-অভিনেত্রীদেরও। ‘স্ত্রী’-এর থেকেও সাফল্য পেয়েছে এর সিক্যুয়েল। সেই সঙ্গে আরও একবার দর্শকের নজর কেড়েছেন অভিনেতা রাজকুমার রাও।
‘ভিকি’র চরিত্রে তার অভিনয় মন ছুঁয়ে গিয়েছে অনুরাগীদের। ‘স্ত্রী ২’ এর রেশ কাটতে না কাটতেই আবারও নিজেকে নতুন অবতারে হাজির করলেন রাজকুমার। নিজের জন্মদিনেই অর্থাৎ ৩১ আগস্ট নতুন ছবির ঘোষণা করলেন অভিনেতা। সঙ্গে ভাগ করে নিলেন ছবিতে তার প্রথম ঝলকও। পুলকিতের পরিচালনায় আসছে ভরপুর অ্যাকশনে মোড়া থ্রিলার ছবি ‘মালিক’। যার মুখ্য চরিত্রে থাকছেন রাজকুমার।
অভিনেতার ভাগ করে নেওয়া ওই পোস্টারে দেখা যাচ্ছে, একটি পুলিশের জিপের উপর দাঁড়িয়ে রয়েছেন তিনি। হাতে বন্দুক। তীক্ষ্ণ দৃষ্টিতে কিছুটা আঁচ পাওয়া যাচ্ছে তার অভিনীত চরিত্রের গভীরতার। এই পোস্টারটির ক্যাপশনে রাজকুমার লেখেন, ‘মালিকের দুনিয়ায় আপনাকে স্বাগত, শুটিং ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।
আশাকরি খুব তাড়াতাড়ি দেখা হবে।’ তার এই পোস্ট দেখে আরও একবার তাকে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। সেই সঙ্গে অনেকে লিখেছেন, ‘ভিকি’র রেশ কাটিয়ে এমন এক ধামাকাদার চরিত্রে রাজকুমারকে দেখার জন্য তারা উৎসাহিত। অভিনেতার স্ত্রী পত্রলেখাও ওই পোস্টের মন্তব্যে স্বামীকে বাহবা জানিয়েছেন।