Logo
আজঃ সোমবার ১৬ জুন ২০২৫
শিরোনাম

পাকিস্তানের মাটিতে বাবরদের ধবলধোলাই, ইতিহাস গড়ল বাংলাদেশ

প্রকাশিত:মঙ্গলবার ০৩ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:সোমবার ১৬ জুন ২০২৫ | ১০৩জন দেখেছেন

Image

স্টাফ রিপোর্টার : কদিন আগেই ঘরের মাটিতে শ্রীলংকার বিপক্ষে ২-০ তে টেস্ট সিরিজ হেরেছে বাংলাদেশ। টেস্টে এমন নাজুক অবস্থা দেখে ঘরের মাঠে প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশকে পেয়ে খানিকটা আনন্দিত হয়েছিল পাকিস্তান। সিরিজ শুরুর আগে পিসিবির সাবেক নির্বাচক বাসিত আলী তো বলেই বসেছিলেন, একমাত্র বৃষ্টিই পারে বাংলাদেশকে বাঁচাতে। 

১০ উইকেটের বড় জয়ে সিরিজ শুরু করে বাংলাদেশ। এবার দ্বিতীয় টেস্টে বৃষ্টির প্রার্থনায় বসা পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়ে দিয়ে ভাগিয়ে নিয়েছে গোটা সিরিজটায়। পাকিস্তানকে তাদের মাটিতে ধবলধোলাই করে রীতিমতো লজ্জায় ফেলে দিয়েছে বাংলাদেশ।

জয়টা অবশ্য মিলতে পারত রাওয়ালপিন্ডি টেস্টের চতুর্থ দিনেই। যদি না শেষ বিকালে জয়ের পথে থাকা বাংলাদেশের পথ আগলে দাঁড়াত বৃষ্টি। জয় থেকে তখন ১৪৩ রান দূরে ছিল বাংলাদেশ, হাতে ১০ উইকেট। পঞ্চম দিনে বৃষ্টির প্রার্থনায় তাই পাকিস্তানকেই বসতে হয়েছিল। এরপরও নিশ্চিত হার যেনেও বোলারদের নিয়ে বড় গলা করে কথা বলেছিলেন দলটির কোচ জেসন গিলেস্পি। বাংলাদেশকে মনে করিয়ে দিয়েছিলেন, প্রথম ইনিংসে ২৬ রানে ৬ উইকেট হারিয়েছিল বাংলাদেশ। সেই সঙ্গে হুঙ্কার দিয়ে বলে ছিলেন পঞ্চম দিনে তার বোলাররা আরও নির্মম হবে।

তবে বাংলাদেশি ব্যাটাররাও যে জবাবটা দিতে শিখে গেছে সেটা হয়তো ভুলে গিয়েছিলেন গিলেস্পি। প্রথম ইনিংসে ধ্বংসস্তূপের মধ্যে থেকে ঘুরে দাঁড়ানো বাংলাদেশ যে এই টেস্টে অন্তত হারছে না, সেটা বোধয় তখনও বুঝতে পারেননি এই অজি কিংবদন্তি। শেষ পর্যন্ত তাই হারই সঙ্গী হয়েছে তার। আঘাতটা বোধয় আর সবার চেয়ে একটু বেশিই পাবেন তিনি। কেননা, নিজের প্রথম অ্যাসানমেন্টেই যে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে ধবলধোলাই হতে হয়েছে তার দলের। এ কথা কি করে ভুলবেন তিনি।

প্রকৃতি নাকি সাহসীদের পক্ষে থাকে। এখানেও তাই। পঞ্চম দিনে বৃষ্টির পূর্বাভাস থাকলেও নির্ধারিত সময়েই মাঠে গড়িয়েছে খেলা। ৪২ রানে পঞ্চম দিনে ব্যাট করতে নামা বাংলাদেশ ৫৮ রানে প্রথম উইকেট হারায়। ৪০ রানে থামেন জাকির। এরপর ৭০ রানে এসে দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ। খুররম শেহজাদের বলে ২৪ রানে সাজঘরের পথ ধরতে হয় সাদমানকে। এরপর অধিনায়ক নাজমুল শান্ত ৩৮ রানের ইনিংস খেলে দলকে জয়ের পথে আরেক ধাপ এগিয়ে নেন। বাকি কাজটুকু দায়িত্ব নিয়ে শেষ করে এসেছেন মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান। তাতে ৬ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ।

এর আগে, দ্বিতীয় টেস্টের প্রথম দিন বৃষ্টিতে পরিত্যক্ত হয়। পরে টসে জিতে বোলিং করতে নেমে পাকিস্তানকে ২৭২ রানে থামিয়ে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ২৬ রানে হারায় ৬ উইকেট। লিটন দাস ও মিরাজ এসে হাল ধরে দলকে টেনে তুলেন। বাংলাদেশের ইনিংস থামে ২৬২ রানে। লিটন-মিরাজের জুটিতেই জয়ের রসদ পেয়ে যায় বাংলাদেশ। যেই রসদ কাজে লাগিয়ে দ্বিতীয় ইনিংসে পাকিস্তানকে ১৭২ রানে গুড়িয়ে দিয়ে ১৮৫ রান তাড়া করে পাকিস্তানের মাটিতে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয় পেয়েছে বাংলাদেশ।

বিদেশের মাটিতে যা বাংলাদেশের তৃতীয় টেস্ট সিরিজ জয়। এর আগে ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজ ও ২০২১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জেতে বাংলাদেশ। অন্যদিকে ২০২২ সালে ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের মাটিতে টেস্ট সিরিজ হারের পর এবার দ্বিতীয়বারের মতো বাংলাদেশের বিপক্ষে লজ্জার মুখে পড়তে হলো পাকিস্তানকে।


আরও খবর



গনঅধিকার পরিষদের বিপ্লবী গাইবান্ধা জেলার সাধারণ সম্পাদকে ফুলের মালা দিয়ে বরণ করেন।

প্রকাশিত:বুধবার ০৪ জুন ২০২৫ | হালনাগাদ:রবিবার ১৫ জুন ২০২৫ | ২৭২জন দেখেছেন

Image

মোঃ জিল্লুর রহমান গাইবান্ধা প্রতিনিধি 

গনঅধিকার পরিষদে গাইবান্ধা জেলার বিপ্লবী  সাধারণ সম্পাদক সামিউল ইসলাম কে  ফুলের মালা দিয়ে বরণ করে নেন গাইবান্ধা জেলার ( জি ও পি এর  নেতৃবৃন্দরা।  গাইবান্ধা জেলা   ফুলছড়ি ও সাঘাটা ৫ আসনের বিভিন্ন জায়গায় পথসভা অনুষ্ঠিত হয়, গাইবান্ধা জেলা গণঅধিকার পরিষদের সম্মানীত বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব মোঃ সামিউল ইসলামের নেতৃত্বে। শত-শত মোটরসাইকেলের সোডাউনের মাধ্যমে  পলাশবাড়ি উপজেলা থেকে পথ সভা  শুরু করে গাইবান্ধা সদর, মদনের পাড়া,কঞ্চিপাড়া,কালির বাজার,উদাখালী,উল্ল্যাবাজার,ভরতখালী দিয়ে সাঘাটা উপজেলায় শেষ হয়। উক্ত পথসভায় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের গাইবান্ধা জেলা সভাপতি জনাব শামসুজ্জামান সিদ্দিকী মামুন,সাংগঠনিক সম্পাদক জনাব রুমন বসুনিয়া,ছাত্র অধিকার পরিষদের জেলা সেক্রেটারী জনাব এম এ রিপন রবি,জুয়েল রানা,মিজানুর রহমান পলাশ,আনিস সরকার,রাজা আনসারী, মশিউর রহমান,

শাকিল,মুরাদ,জিল্লুর,মোনারুল,মমিনুরসহ জেলা -উপজেলার প্রায় দুই শতাধিক নেতৃবৃন্দু।

তার আগে গণঅধিকার পরিষদের গাইবান্ধা জেলা কার্যালয়ে নবগঠিত কমিটিকে সংবর্ধনা দেওয়া হয়। এছাড়া জেলা ডিসি মহোদয়, ফুলছড়ি উপজেলা নির্বাহী মহোদয় ও ওসি মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।


আরও খবর



১নং ধানসাগর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

প্রকাশিত:রবিবার ২৫ মে 20২৫ | হালনাগাদ:সোমবার ১৬ জুন ২০২৫ | ৮৭জন দেখেছেন

Image

মোঃ কামরুল ইসলাম টিটু
স্টাফ রিপোর্টার
উপকূলীয় জেলা বাগেরহাটের শরণখোলায় উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল শনিবার সকাল ১০ টায়
আয়োজনে ১ নং ধানসাগর ইউনিয়ন পরিষদ সহযোগিতায়: ইভলভ প্রকল্প (সিএনআরএস),কেয়ার বাংলাদেশ নবপল্লব প্রকল্প সিএনআরএস নবপল্লব প্রকল্প এবং উত্তরণ এক্সেস প্রকল্প ।
১ নং ধানসাগর ইউনিয়ন পরিষদে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আছিকুর রহমান কোরাইশির সভাপতিত্বে আলোচনা করেন ইভলভ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী দেবাশীষ কুমার ঘোষ,
কেয়ার বাংলাদেশের
ফাতেমা খাতুন, ‌‌উত্তরণের মুশফিকুর রহমান সহ স্থানীয়রা। এ সময় বক্তারা ইউনিয়ন পরিষদে সরকারি বাজেটে জেন্ডার বান্ধব ও জলবায়ু সংবেদনশীল খাতে বাজেট বরাদ্দের পাশাপাশি বাজেট বৃদ্ধির দাবি জানান।


আরও খবর



নতুন চমক নিয়ে হাজির হচ্ছে অ্যাপল

প্রকাশিত:বুধবার ২১ মে ২০২৫ | হালনাগাদ:রবিবার ১৫ জুন ২০২৫ | ১১০জন দেখেছেন

Image

প্রযুক্তি দুনিয়ায় নতুন চমক নিয়ে হাজির হচ্ছে অ্যাপল। ভবিষ্যতের অত্যাধুনিক ডিভাইস যেমন স্মার্ট গ্লাস, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সার্ভার এবং পরবর্তী প্রজন্মের ম্যাকবুকের জন্য বিশেষ চিপ তৈরি করছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানটি। এসব চিপের মাধ্যমে আরও উন্নত ও স্মার্ট ফিচার চালু করতে যাচ্ছে অ্যাপল। যা তাদের ‘অ্যাপল ইন্টেলিজেন্স’ উদ্যোগের অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে। অ্যাপলের আসন্ন স্মার্ট গ্লাসের জন্য তৈরি হচ্ছে নতুন চিপ, যা খুবই কম শক্তি খরচে কাজ করবে। এই চিপের ভিত্তি হিসেবে ব্যবহার করা হচ্ছে অ্যাপল ওয়াচের কম পাওয়ার প্রযুক্তি। ফলে স্মার্ট গ্লাস ব্যবহারকারীরা দীর্ঘ সময় ধরে ব্যাটারি চার্জ না দিয়েই বিভিন্ন কাজ সম্পাদন করতে পারবেন। ‘অ্যাপল ইন্টেলিজেন্স’ নামের নতুন উদ্যোগে কৃত্রিম বুদ্ধিমত্তা সংযোজন করা হচ্ছে আইফোন, ম্যাকবুক ও অন্যান্য ডিভাইসে। এই প্রযুক্তিতে অ্যাপলের তৈরি চিপগুলো থাকবে কেন্দ্রে। এই চিপগুলোর সাহায্যে চালু হবে-নোটিফিকেশন সারাংশ তৈরি, ই-মেইল রিরাইট সুবিধা, চ্যাটজিপিটির মতো এআই টুলের সঙ্গে সংযোগ। অর্থাৎ অ্যাপলের ডিভাইসগুলো আগের চেয়ে আরও বেশি ইন্টেলিজেন্ট এবং প্রোডাক্টিভ হয়ে উঠবে। অ্যাপল অনেক আগেই ইন্টেল প্রসেসরের পরিবর্তে নিজেদের তৈরি সিলিকন চিপ ব্যবহার শুরু করেছে। এই প্রযুক্তিতে তারা অভাবনীয় সাফল্য অর্জন করেছে। ইতোমধ্যে নতুন এম-সিরিজ চিপ দিয়ে আইম্যাক ও ম্যাকবুকে তারা বাজারে আধিপত্য দেখাচ্ছে। চলতি বছরের শুরুতেই অ্যাপল তাদের নিজস্ব মডেম চিপ প্রকাশ করেছে, যা ভবিষ্যতে আইফোনের মধ্যে আরও বেশি স্বাধীনতা ও কাস্টমাইজেশন এনে দেবে বলে ধারণা বিশ্লেষকদের। বিশেষজ্ঞরা মনে করছেন, অ্যাপলের এই নতুন চিপগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির পরবর্তী ধাপের জন্য প্রস্তুতি। স্মার্ট গ্লাস, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এবং এআই চালিত সেবা-সবকিছুতেই অ্যাপল তাদের নিজস্ব হার্ডওয়্যার ব্যবহার করতে চায়, যাতে সফটওয়্যার ও হার্ডওয়্যারের মধ্যে পারফেক্ট ইন্টিগ্রেশন নিশ্চিত করা যায়। রয়টার্সের তথ্যমতে, ভবিষ্যতের প্রযুক্তি যুদ্ধে এগিয়ে থাকতে অ্যাপল এখন থেকেই চিপ উন্নয়নে বিশাল বিনিয়োগ করছে। স্মার্ট গ্যাজেট থেকে শুরু করে এআই সার্ভার পর্যন্ত-সবকিছুতেই নিজেদের আধিপত্য প্রতিষ্ঠার লক্ষ্যেই কাজ করছে প্রতিষ্ঠানটি।


আরও খবর

দেশে চালু হতে যাচ্ছে ‘গুগল পে’

বৃহস্পতিবার ২৯ মে ২০২৫




প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস পদত্যাগ করবেন না

প্রকাশিত:শুক্রবার ২৩ মে ২০২৫ | হালনাগাদ:রবিবার ১৫ জুন ২০২৫ | ১১৩জন দেখেছেন

Image

প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব শুক্রবার ফেসবুকে এক স্ট্যাটাসে জানিয়েছেন, 

“প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস পদত্যাগ করবেন না। অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূসের ক্ষমতা প্রয়োজন নেই, কিন্তু বাংলাদেশের জন্য, বাংলাদেশের শান্তিপূর্ণ ডেমোক্রেটিক ট্রানজিশনের জন্য ড. ইউনূস স্যারের দরকার আছে। বরং ক্যাবিনেটকে আরও গতিশীল হতে হবে। সরকারকে আরও বেশি ফাংশনাল হতে হবে, উপদেষ্টাদের আরও বেশি কাজ করতে হবে, দৃশ্যমান অগ্রগতি জনতার সামনে উপস্থাপন করতে হবে- এ ব্যাপারে কোনও দ্বিমত থাকতে পারে না। আমাদের দেখাতে হবে, গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে জনতার সম্মতিতে ক্ষমতায় এসে ড. ইউনূস সাফল্য দেখিয়েছেন। আমি মনে করি, সরকারকে এখন থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আরও নিবিড়ভাবে আলোচনায় বসতে হবে, নিয়মিত বসে এবং বিভিন্ন বিষয়ে তাদের মতামত চাইতে হবে। কোনও ধরনের বিচ্ছিন্নতা কাম্য নয়।”

সেনাবাহিনী রাজনীতিতে নাক গলাতে পারবে না মন্তব্য করে প্রধান উপদেষ্টার এই বিশেষ সহকারী লেখেন, “আজকের দুনিয়ায় কোনও সভ্য দেশের সেনাবাহিনী রাজনীতি করে না। তাই ডিসেম্বরের মধ্যে নির্বাচনের বক্তব্যে সেনাপ্রধান জুরিশডিকশন কারেক্টনেস রক্ষা করতে পারেনি। তবে সেনাবাহিনীকে প্রাপ্য সম্মান দেখাতে হবে, আস্থায় রাখতে হবে। সেনাবাহিনী প্রশ্নে হুট করে কিছু করা যাবে না। তেমনি, ইনক্লুসিভনেস নাম করে আওয়ামী লীগের পুনর্বাসনও চাওয়া যাবে না। বাংলাদেশ সেনাবাহিনী আমাদের গর্ব এবং আস্থার জায়গা- সেটা কেউ ভঙ্গ করবে না।”:

দরকারি প্রস্তুতি শেষ করে নির্বাচন এপ্রিল-মে’র কোনও সময়ে অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করে তিনি আরও লেখেন, “এটা আমার ব্যক্তিগত মতামত। এসময়ে সব যৌক্তিক সংস্কার শেষ করতে হবে, করতে হবে জুলাই সনদ। তবে ডিসেম্বর থেকে জুনে দেওয়া রোডম্যাপ মতে নির্বাচনের তারিখ ঘোষণার এখতিয়ার শুধুমাত্র স্যারের। স্যারের এখতিয়ার অন্য কেউ হাইজ্যাক করতে পারবে না।”

ফেসবুক পোস্টে তিনি লেখেন, “আমরা জাতীয়ভাবে জুলাই-আগস্ট দুমাস জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তির উদযাপন করবো, ইনশাল্লাহ। এবং আগস্টের মধ্যেই স্বৈরাচারী খুনি হাসিনার বিচারের প্রথম রায়টি আলোর মুখ দেখতে পাবে বলেও আশা প্রকাশ করি। ইনশাআল্লাহ আমরা হারবো না, আমাদের হারানো যাবে না।”


আরও খবর



৮২ কেজি গাঁজা রাজধানীর ধোলাইপাড়ে র‌্যাব-১০ কর্তৃক উদ্ধার ও পিকআপসহ ০৪ জন আটক।

প্রকাশিত:শনিবার ৩১ মে ২০২৫ | হালনাগাদ:শুক্রবার ১৩ জুন ২০২৫ | ৫৪জন দেখেছেন

Image

সকাল আনুমান ০৮.৫০ ঘটিকায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ডিএমপি, ঢাকার শ্যামপুর থানাধীন ধোলাইপাড় মোড় এলাকায় একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ২৪,৬০,০০০/- (চব্বিশ লক্ষ ষাট হজার) টাকা মূল্যমানের ৮২ (বিরাশি) কেজি গাঁজাসহ ০৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের নাম ১। মো: ইউসুফ (৩৭), পিতা- মৃত সিদ্দিক রহমান, সাং- মানুরা, ২। মোঃ রাসেল মাহমুদ (২৫), পিতা- রুপ মিয়া, সাং- বাগড়া, ৩। মোঃ সুজন (২০), পিতা- মোঃ বারেক, সাং- ছাতিয়ানী ও ৪। সাইফুল ইসলাম সাব্বির (২১), পিতা- শরিফুল ইসলাম, সাং- মাদবপুর, সর্ব থানা- ব্রাক্ষণপাড়া, জেলা- কুমিল্লা বলে জানা যায়। এ সময় তাদের নিকট হতে মাদক বহনে ব্যবহৃত ০১ টি পিকআপ জব্দ করা হয়।

প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত আসামীগণ পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছে। গ্রেফতারকৃত আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


আরও খবর