গত ৫ আগস্ট ২০২৪ ইং তারিখ নোয়াখালীর সোনাইমুড়ী থানায় অগ্নিসংযোগ ও হত্যা মামলার এজাহারনামীয় আসামি নোয়াখালী জেলার বেগমগঞ্জের শীর্ষ সন্ত্রাসী, চাঁদাবাজ ও একাধিক মামলায় সাজাপ্রাপ্ত আসামি খালাসি সুমন র্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী ক্যাম্পের অভিযানে গ্রেপ্তার হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায় বিভিন্ন অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য র্যাব নিয়মিত ভাবে অভিযান পরিচালনা করে থাকে। অস্ত্রধারী সন্ত্রাসী, ডাকাত, চাঁদাবাজ, হত্যাকারী, বিভিন্ন থানা হতে লুট হওয়া
অস্ত্র ও বিভিন্ন সরকারী সম্পত্তি উদ্ধার ও চাঞ্চল্যকর মামলার আসামীসহ বিভিন্ন অপরাধীকে গ্রেপ্তারের লক্ষ্যে র্যাব নোয়াখালীতে, নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-১১, সিপিসি-৩ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ০৬ সেপ্টেম্বর শুক্রবার নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানাধীন চৌমুহনী পূর্ব বাজার এলাকায় হত্যা মামলায় এজাহারনামীয় আসামি গ্রেপ্তারের
লক্ষ্যে অভিযান পরিচালনা করে। অভিযানে নোয়াখালীর বিভিন্ন থানায় অস্ত্র, চাঁদাবাজী, ডাকাতি, চুরি, মাদক ও হত্যা
মামলাসহ সর্বমোট ১৩ টি মামলায় অভিযুক্ত ও ০১ টি অস্ত্র মামলায় ১৭(সতের) বছরের সশ্রম কারাদন্ডাদেশপ্রাপ্ত
ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আমজাদ হোসেন সুমন ওরপে খালাসি সুমন (৩৫) কে গ্রেপ্তার করে।
বেগমগঞ্জ থানার চৌমুহনী পৌরসভার হাজীপুর এলাকার মৃত লুৎফল হক লাতু মিয়ার ছেলে।
অনুসন্ধানে জানা যায় যে, গত ০৫ আগস্ট ২০২৪ইং তারিখ সন্ধ্যায় স্থানীয় উত্তেজিত জনতা কর্তৃক
নোয়াখালী জেলার বিভিন্ন থানায় আক্রমণ, ভাংচুরসহ অগ্নি সংযোগ, লুটপাট ও হত্যার ঘটনা ঘটে। লুটপাটের একপর্যায়ে
দুর্বৃত্তরা থানা থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ বিভিন্ন সরকারি সম্পত্তি লুট করে নিয়ে যায়। ওই ঘটনায় বর্ণিত
আসামীসহ অপরাপর আসামীর বিরুদ্ধে গত ২০ আগস্ট ২০২৪ ইং তারিখ সোনাইমুড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের হয়
যার মামলা নং ৪/১৩৮। গ্রেপ্তারকৃত আসামি খালাসি সুমন (৩৫) পেশায় একজন অস্ত্রধারী শীর্ষ
সন্ত্রাসী। সে ও তার বাহিনীর সদস্যরা নোয়াখালীর বেগমগঞ্জসহ আশপাশের এলাকায় ডাকাতি, চাঁদাবাজী, অপহরণ, খুন, দাঙ্গা-হাঙ্গামাসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত। এলাকার লোকজন তাদের সন্ত্রাসী কার্যকলাপে সর্বদা আতঙ্কগ্রস্থ
থাকে। পরিবর্তি পরিস্থিতিতে তার নেতৃত্বে নোয়াখালী জেলার বিভিন্ন থানা এলাকায় বিশেষ করে বেগমগঞ্জের চৌমুহনীতে
সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে ত্রাসের রাজত্ব কায়েম করেছে মর্মে অভিযোগ আছে। এলাকার লোকজন তাদের এরূপ
কার্যকলাপের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস করতো না। কেউ প্রতিবাদ করলে তার বাহিনীর লোকজন
মারধর সহ নিযার্তন করতো বলে র্যাব জানায়।
এই প্রেক্ষিতে র্যাব-১১, সিপিসি-৩ এর চৌকস আভিযানিক দল শীর্ষ সন্ত্রাসী আমজাদ হোসেন
খালাসি সুমনকে গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা কার্যক্রম আরম্ভ করে। পরবর্তীতে র্যাব-১১, সিপিসি-৩ এর
আভিযানিক দল ০৬/০৯/২০২৪ ইং তারিখ মধ্য রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে ওই
সন্ত্রাসীকে গ্র্রেফতার করতে সক্ষম হয়। আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নোয়াখালী জেলার সোনাইমুড়ী
থানায় হস্তান্তর করা হবে বলে জানান র্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী মোঃ গোলাম মোর্শেদ
সহকারী পুলিশ সুপার
কোম্পানী কমান্ডার (ভারপ্রাপ্ত)