Logo
আজঃ বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারী ২০২৫
শিরোনাম

স্বামীকে হত্যার অভিযোগে শেখ হাসিনার নামে মামলা গৃহবধুর

প্রকাশিত:সোমবার ২৬ আগস্ট ২০২৪ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারী ২০২৫ | ৩৫১জন দেখেছেন

Image



স্টাফ রিপোর্টার:


রংপুরে স্বামী হত্যার বিচার চেয়ে আদালতে মামলা করেছেন নিহত মেরাজুল ইসলামের স্ত্রী মোছাৎ নাজমীম ইসলাম। 


মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও পুলিশের সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনসহ ৩০ জনের নাম উল্লেখ করে এ মামলা দায়ের করা হয়েছে।



রোববার (২৫ আগস্ট) বিকালে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলী আদালতে মামলা আবেদন করেন তিনি। মামলাটি গ্রহণ করে রংপুর চিপ মেট্রোপলিটন আদালতের বিচারক রাজু আহমেদ রাজু মেট্রোপলিটন কোতয়ালী থানাকে আগামী ৩০ আগস্টের মধ্যে এজাহার হিসাবে নথিভুক্ত করার নির্দেশ দিয়েছেন।


মামলা সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রংপুর সিটি করর্পোরেশন সামনে ফুট ওভার ব্রিজের নিচে কলার দোকানের কর্মচারী মেরাজুল ইসলাম গুলিবিদ্ধ হন। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


নিহত মেরাজুল ইসলামের স্ত্রী মোছাৎ নাজমীম ইসলাম ৩০ জনের নাম উল্লেখ করা মামলা দায়ের করেন। এছাড়াও রংপুর জেলা পুলিশ সদস্য ও অন্যান্য ১শ থেকে ১৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। 


 আসামিরা হলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও পুলিশের সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন, রংপুর মেট্রোপলিটনের সাবেক কমিশনার মো. মনিরুজ্জামান, সাবেক রেঞ্জ ডিআইজি আব্দুল বাতেন, জেলা পুলিশ সুপার মো. শাহাজান, অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, হোসাইন মোহাম্মদ রায়হান, আবু আশরাফ সিদ্দিকী, সহকারী পুলিশ সুপার নজরুল ইসলাম, পুলিশ পরিদর্শক আতাউর রহমান ও আব্দুর রশীদ প্রামানিক। রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার উৎপল কুমার পাল, সহকারী কমিশনার আল ইমরান, সহকারী কমিশনার আরিফুজ্জামান আরিফ, রসিকের ২৪নং ওয়ার্ড কাউন্সিলর রফিকুল আলম, ২৮নং ওয়ার্ড কাউন্সিলর শাহাদত হোসেন, ২৯নং ওয়ার্ড কাউন্সিলর হারুন অর রশীদ, ৩০নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম তোতা, ২৬নং ওয়ার্ড কাউন্সিলর শাহাজাদা আরমান, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রমজান আলী তুহিন, জেলা যুবলীগের সভাপতি লক্ষিণ চন্দ্র দাস, যুবলীগ নেতা ন্যাংড়া মামুন, আওয়ামী লীগ নেতা নবিউল্লাহ পান্না, যুবলীগ নেতা ডিজেল, সাবেক সংসদ সদস্য নাছিমা জামান ববি, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান সিদ্দিকী রনি।


আরও খবর

প্রধান উপদেষ্টার আয়নাঘর পরিদর্শন

বুধবার ১২ ফেব্রুয়ারী ২০২৫

এপ্রিল হতে পারে ইউনূস-মোদি সাক্ষাৎ

মঙ্গলবার ১১ ফেব্রুয়ারী ২০২৫




বিদ্যালয়ের ছাদে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিক্ষার্থী আহত

প্রকাশিত:বৃহস্পতিবার ২৩ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:বুধবার ১২ ফেব্রুয়ারী ২০২৫ | ৫৮জন দেখেছেন

Image

খোরশেদ রনি : লক্ষ্মীপুরে বিদ্যালয়ের ছাদে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিক্ষার্থী আহত হয়েছে। বুধবার দুপুরে জেলার রায়পুর উপজেলার পূর্ব সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ দিয়ে যাওয়া একটি বৈদ্যুতিক লাইনে স্পৃষ্ট হয়ে তৃতীয় ও পঞ্চম শ্রেণির দুই শিক্ষার্থী গুরুতর আহত হয়। আহত হওয়া শিক্ষার্থীদের নাম রাফসি ও নিশা। নিশা ওই এলাকার বকসি বাড়ির খোকা সিকদার ও রাফসি একই বাড়ির মো. রনির মেয়ে।

আহতদের উদ্ধার করে প্রথমে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক নাহিদ আক্তার মিতু জানান, ‘গুরুতর দগ্ধ হয়েছে তারা। উন্নত চিকিৎসার জন্য তাদের স্বজনদের নির্দেশনা দিয়েছি ঢাকায় বার্ন ইউনিটে নিয়ে যাওয়ার।’

আবুল কাসেম নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘বিদ্যালয়ের ছাদের পাশ দিয়ে বৈদ্যুতিক তারের লাইন। অসাবধানতাবশত দুই শিক্ষার্থী বৈদ্যুতিক লাইনের কাছে পৌঁছায়। পরে তাদের একজন লাইনটি স্পর্শ করলে অপরজন ছাড়াতে যায়। এতে দুজনেই বিদ্যুৎপৃষ্ট হয়।’

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদৌস বলেন, ‘বিদ্যালয়ের ছাদে সব সময় তালা দেয়া থাকে। আজকে কে বা কারা তালা খুলেছে, তা আমরা জানি না। ছাদের পাশ দিয়ে বিদ্যুতের খোলা তার গেছে। ঘটনার সময় চিৎকার শুনে আমরা তাদের উদ্ধার করি।’

রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান খান বলেন, ‘দগ্ধ শিশুদের উন্নত চিকিৎসা নিশ্চিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছি।’ বিদ্যালয় কর্তৃপক্ষের সচেতনতার ঘাটতি ছিল বলেও জানান ইমরান খান।


আরও খবর



দীর্ঘ ১৬ বছর আওয়ামী লীগ সরকার শিক্ষাখাতকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে : সাবেক এমপি সালাউদ্দিন বাবু

প্রকাশিত:বুধবার ১২ ফেব্রুয়ারী ২০২৫ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারী ২০২৫ | ২৪জন দেখেছেন

Image

আব্দুল্লাহ আল মনির : দীর্ঘ ১৬ বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার শিক্ষাখাতকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা-১৯ আসনের বিএনপির সাবেক এমপি ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। 

মঙ্গলবার বিকালে আশুলিয়ার গুমাইল  উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে আয়োজিত শিক্ষা প্রতিষ্ঠানটির বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্যকালে তিনি এই মন্তব্য করেন।

এসময় তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সময় শিক্ষা প্রতিষ্ঠানে যে বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা হতো, তা ছিলো তাদের দলীয়করণ অনুষ্ঠান। সাভার থেকে নেত্রীবর্গ আসবে, তাদের সাথে ৫০জন কর্মী আসতো, তারা নেত্রীবর্গের পিছনে লাইন দিয়ে দাড়িয়ে থাকতো, ২ ঘন্টা ধরে বক্তব্য দিতো, ৫ মিনিটে পুরস্কার দিয়ে চলে যেতো। দেশটাকে পুরো দলীয় করণ করে অবাধে নানা অনিয়ম, দুর্নীতি ও মানুষের ওপর নির্যাতন চালিয়ে আসছিলো। মহান আল্লাহ দেখেছেন যে, তোরা এলাকা ও মানুষকে ধ্বংস করছো, তোদের ক্ষমতায় থাকার কোন দরকার নেই, তাই তাদের ওপর নারাজ হয়ে, আল্লাহ ৫ই আগষ্টের উছিলায় তাদেরকে পতন করে দিয়েছেন। তারা অনেক বাড়াবাড়ি করেছিলো আজ তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ১৬ বছর ধরে অভিভাবকরা বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতায় তার সন্তানরা কেমন খেলাধুলা করছে এবং বিনোদন থেকে তারা বঞ্চিত ছিলো।

প্রধান অতিথি এয়ো বলেন, এখন থেকে শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানের মত চলবে। এখানে কোন দুর্নীতি ও অনিয়ম চলবে না। শিক্ষা প্রতিষ্ঠানে কমিটি, শিক্ষক ও শিক্ষার্থীর গুরুত্ব সবচেয়ে বেশি। এখানে রাজনৈতিক চর্চার কোন প্রয়োজন নেই। শুধুমাত্র আমরা সেবক হিসেবে কাজ করবো।

ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো: দেলোয়ার হোসেন সরকারের সভাপতিত্বে ও শিক্ষা প্রতিষ্ঠানটির সিনিয়র শিক্ষক অ্যাডভোকেট মো: জিল্লুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মোহাম্মদ মঈনুদ্দিন বিপ্লব, ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল-হাই-আল হাদি, আশুলিয়া থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: মনির হোসেন মোল্লা, বিএনপি নেতা মো: শরীফুল আলম, থানা যুবদল নেতা এসএম কিসমত সরকার ও মো: জাহিদ হাসান বিকাশ।

এছাড়া আরও উপস্থিত ছিলেন, ঢাকা জেলা ছাত্রদল নেতা মো: নূরুল ইসলাম পহলান, যুবদল নেতা মো: রিপন শিকদার, মো: মজিদ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা মো: তুহিন ও ইয়ারপুর ইউনিয়ন ছাত্রদল নেতা মো: মেরাজ সরকার, শিক্ষকমন্ডলি, শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সবশেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক বিনোদনের মধ্য দিয়ে আয়োজিত  অনুষ্ঠানের সমাপ্তি হয়।


আরও খবর



ইসরায়েলি আগ্রাসনে গাজায় নিহত প্রায় ৬২ হাজার

প্রকাশিত:মঙ্গলবার ০৪ ফেব্রুয়ারী ২০২৫ | হালনাগাদ:বুধবার ১২ ফেব্রুয়ারী ২০২৫ | ৫০জন দেখেছেন

Image

আন্তর্জাতিক ডেস্ক: গাজা উপত্যকায় হালনাগাদ করা হলো প্রাণহানির সংখ্যা। এখনও নিখোঁজ রয়েছে কয়েক হাজার ফিলিস্তিনি। সেই হিসাবে, প্রাণহানির শঙ্কা ৬১ হাজার ৭০৯ জন ফিলিস্তিনির। খবর আল জাজিরার।

নিহতের তালিকায় প্রায় ১৮ হাজারই শিশু। ইসরায়েলি বর্বরতায় আহত হয়েছে কমপক্ষে এক লাখ ১২ হাজার ফিলিস্তিনি।

গাজা প্রশাসনের তথ্য অনুযায়ী, ইসরায়েলের হামলায় নিহত ৭৬ শতাংশ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে ১৪ হাজারের বেশি মরদেহ। যাদের উদ্ধার করা সম্ভব হয়নি।

কর্তৃপক্ষ জানিয়েছে, এসব নিখোঁজ ব্যক্তির সংখ্যা হালনাগাদ করে মৃতদের তালিকায় অন্তর্ভূক্ত করা হয়েছে। গাজা উপত্যকায়, ১৫ মাসের ইসরায়েলি আগ্রাসনে হাজারের বেশি স্বাস্থ্যকর্মী ও দুই শতাধিক সংবাদকর্মীর মৃত্যু হয়েছে।


আরও খবর



দিনাজপুর হাবিপ্রবি চলতি শিক্ষাবর্ষে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ, পোষ্য কোটা থাকছে

প্রকাশিত:মঙ্গলবার ২৮ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:বুধবার ১২ ফেব্রুয়ারী ২০২৫ | ৫৮জন দেখেছেন

Image

অনলাইন ডেস্ক : দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) গুচ্ছ পদ্ধতি থেকে বেরিয়ে  ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা  হয়েছে।

আজ মঙ্গলবার দুপুর ২টায় হাবিপ্রবি'র জনসংযোগ বিভাগের পরিচালক মো. খাদেমুল ইসলাম প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আগামী ৯ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ পর্যন্ত অনলাইনে ভর্তি আবেদন করা যাবে। ২১ এপ্রিল থেকে ২৪ এপ্রিল পর্যন্ত ৪টি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি ইউনিটের আবেদন ফি রাখা হয়েছে ১ হাজার টাকা। তবে স্থাপত্য বিভাগে ভর্তির জন্য ১২০০ টাকা দিতে হবে। 

চলতি শিক্ষাবর্ষে এই বিশ্ববিদ্যালয়ে ১,৭৯৫টি আসন রয়েছে। এর অতিরিক্ত হিসেবে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ৫ শতাংশ, ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জন্য ১ শতাংশ, বিশেষ চাহিদাসম্পন্ন দু’জন, পোষ্য কোটায় ১ শতাংশ, বিকেএসপি থেকে পাস করা শিক্ষার্থীদের জন্য ৫টি এবং বিদেশি শিক্ষার্থীদের জন্য ৮০টি আসন সংরক্ষিত থাকবে। 

সূত্রটি জানায়,আজ ভর্তি কমিটি-২০২৫ এর সচিব ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৩ ও ২০২৪ সালের  উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন। ২০২১ সালের পূর্বে মাধ্যামিক/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদনের অযোগ্য ঘোষণা করা হয়েছে।

আবেদনের যোগ্যতা: ‘এ’ ও ‘বি’ ইউনিটের ক্ষেত্রে বাংলাদেশের যেকোনো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড/মাদ্রাসা শিক্ষা বোর্ড/কারিগরি শিক্ষা বোর্ড থেকে এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষায় গ্রেড পদ্ধতিতে ৫ এর স্কেলে প্রতিটিতে কমপক্ষে ৩.৫ সহ মোট ৮জিপিএ থাকতে হবে।

এগ্রিকালচার, ফিসারিজ, ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সাইন্স অনুষদের ক্ষেত্রে চতুর্থ বিষয়ে ন্যুনতম ‘বি’ গ্রেড থাকতে হবে। ‘সি’ ও ‘ডি’ ইউনিটের ক্ষেত্রে প্রার্থীকে বাংলাদেশের যেকোনো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড/মাদ্রাসা বোর্ড/কারিগরি শিক্ষা বোর্ড থেকে এসএসসি/সমমান বা এইচএসসি/সমমান পরীক্ষায় গ্রেড পদ্ধতিতে ৫ এর স্কেলে প্রতিটিতে কমপক্ষে ৩.৫ সহ মোট জিপিএ ৬.৫ থাকতে হবে। 

বিদেশি শিক্ষা বোর্ড থেকে সমমানের পরীক্ষায় সমতুল্য গ্রেড থাকতে হবে। ‘ও’ এবং ‘এ’ লেভেল পাসকৃতদের জন্য ‘ও’ লেভেলে ৫ টি বিষয়ে প্রত্যেকটিতে কমপক্ষে ‘বি’ গ্রেড এবং ‘এ’ লেভেলে পদার্থ, রসায়ন, গণিত, জীববিজ্ঞান/কৃষি বিজ্ঞানের মধ্যে তিনটি বিষয়ে প্রত্যেকটিতে কমপক্ষে ‘বি’ গ্রেড পেতে হবে। 

ভর্তি পরীক্ষার আবেদন: ৯ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (https://hstu.ac.bd/admission/index) গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনকারীরা আগামী ১৩ এপ্রিল থেকে পরীক্ষা শুরুর আগ মুহুর্ত পর্যন্ত একই ওয়েবসাইট থেকে নিজ নিজ প্রবেশ পত্র ডাউন লোড করতে পারবেন। ডাউন লোডের পূর্বে আবেদনকারীর পাসপোর্ট সাইজের রঙিন ছবির সফটকপি আপলোড করতে হবে। পরীক্ষার দিন পাসপোর্ট সাইজের দুই কপি রঙ্গিন ছবি এবং প্রবেশপত্র প্রিন্ট করে পরীক্ষার্থীর সঙ্গে আনতে হবে।

ভর্তি পরীক্ষার তারিখ: আগামী ২১ এপ্রিল থেকে ২৪ এপ্রিল পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইউনিট ভিত্তিক বিস্তরিত সময়সূচি পরবর্তীতে ওয়েব সাইটে জানানো হবে।

পরীক্ষা পদ্ধতি: ভর্তি পরীক্ষা বহু নির্বাচনি (এমসিকিউ) পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। 


আরও খবর



কোটা পদ্ধতি নিয়ে যে ৩ সিদ্ধান্ত নিলো উপদেষ্টা পরিষদ

প্রকাশিত:বৃহস্পতিবার ৩০ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:বুধবার ১২ ফেব্রুয়ারী ২০২৫ | ৬৩জন দেখেছেন

Image

অনলাইন ডেস্ক: সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজসহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি এবং সরকারি চাকরিতে কোটা পদ্ধতির বিষয়ে বৃহস্পতিবার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠ হয়েছে। এ বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এতে কোটা নিয়ে তিনটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রীপরিষদ বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।

বৈঠকে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ ও ইউনিটে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য সংরক্ষিত ৫ শতাংশ আসনে শিক্ষার্থী ভর্তির বিষয় নিয়ে আলোচনা হয়। এই বৈঠকে তিনটি সিদ্ধান্ত হয়েছে।

সিদ্ধান্তগুলো হলো- উপদেষ্টা পরিষদের বৈঠকের আলোচনা অনুযায়ী স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, আইন ও বিচার বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এ ব্যাপারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করবে।

জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে বর্তমান প্রেক্ষাপটে কোটা পদ্ধতি প্রয়োগের বিষয়ে মতামত বা সুপারিশসহ সারসংক্ষেপ উপদেষ্টা পরিষদ বৈঠকে উপস্থাপন করবে।

এছাড়া মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে বর্তমান প্রেক্ষাপটে কোটা পদ্ধতির প্রয়োগ বিষয়ে মতামত বা সুপারিশসহ সারসংক্ষেপ উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপন করবে।


আরও খবর

প্রধান উপদেষ্টার আয়নাঘর পরিদর্শন

বুধবার ১২ ফেব্রুয়ারী ২০২৫

এপ্রিল হতে পারে ইউনূস-মোদি সাক্ষাৎ

মঙ্গলবার ১১ ফেব্রুয়ারী ২০২৫