Logo
আজঃ বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারী ২০২৫
শিরোনাম

তারেক রহমানের চার মামলা বাতিলের রায় বহাল

প্রকাশিত:রবিবার ০৫ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারী ২০২৫ | ৬৩জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিনিধি: চাঁদাবাজির অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে চার মামলা বাতিল করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ।

আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ রবিবার এ বিষয়ে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) খারিজ করে দেন।
 
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।

২০০৭ সালে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সময় রাজধানীতে তারেক রহমানের বিরুদ্ধে এসব মামলা করা হয়। ২০০৭ সালে মামলা করা হলেও মামলার অপরাধ (ঘটনা) দেখানো হয়েছে ২০০৩, ২০০৪ ও ২০০৫ সালের।

২০০৭ সালে গুলশান থানায় তিনটি ও ধানমন্ডি থানায় করা একটি মামলাসহ ওই চার মামলার কার্যক্রম বাতিল চেয়ে তারেক রহমান সেসময় হাইকোর্টে আবেদন করেছিলেন।  

প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট রুলসহ আদেশ দেন। চূড়ান্ত শুনানি শেষে রুল অ্যাবসলিউট (চূড়ান্ত) ঘোষণা করে ২৩ অক্টোবর রায় দেন হাইকোর্ট। পরে এ চার মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে লিভ টু আপিল করে রাষ্ট্রপক্ষ।

হাইকোর্টের রায়ের দিন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেছিলেন, এফআইআরে তারেক রহমানের নামই নেই। বারবার তাকে রিমান্ডে নিয়েছে, টর্চার করেছে। অমানবিক নির্যাতন করেছে। হাইকোর্ট রুল মঞ্জুর করেছেন। মানে এ চারটি মামলার কার্যক্রম বাতিল করেছেন।

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ২০০৪ সালের ঘটনায় ২০০৭ সালে এসব মামলা করেছে। ওয়ান ইলেভেনের সরকারের সময় তারেক রহমানের বিরুদ্ধে এসব মিথ্যা চাঁদাবাজির মামলা করা হয়েছিল।  


আরও খবর



শেরপুর ও ময়মনসিংহ সীমান্তে সোয়া কোটি টাকা মূল্যের ভারতীয় জিরা চিনি ফেনসিডিল আটক

প্রকাশিত:মঙ্গলবার ১১ ফেব্রুয়ারী ২০২৫ | হালনাগাদ:বুধবার ১২ ফেব্রুয়ারী ২০২৫ | ১৮জন দেখেছেন

Image

মোঃ নমশের আলম : শেরপুরের নালিতাবাড়ী, এবং ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউরার সীমান্তবর্তী এলাকায় বিজিবির অভিযানে এক কোটি ২৬ লাখ ৭১ হাজার তিনশ' টাকা মূল্যের ভারতীয় জিরা চিনি ও ফেনসিডিল আটক করেছে বিজিবি।

গত দুই দিনে ১০ ও ১১ ফেব্রুয়ারী পৃথক পৃথক অভিযান পরিচালনা করে করে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর আওতাধীন শেরপুরের নালিতাবাড়ী রামচন্দ্রকুড়া, ময়মনসিংহের হালুয়াঘাটের আইলাতলী, বান্দরকাটা, ধোবাউরার ঘোষগাঁও বিওপি'র বিজিবি টহল দল বিপুল পরিমাণ এসব ভারতীয় জিরা, চিনি, ফেনসিডিল আটক করে।

১১ ফেব্রুয়ারী মঙ্গলবার গভীর রাতে বিজিবি অধিনায়কের নেতৃত্বে আইলাতলীর বিওপি রাংরাপাড়া সীমান্ত এলাকা থেকে একটি কার্ভাডভ্যান ভর্তি ৩৮৪০ কেজি ভারতীয় জিরা, ১০ ফেব্রুয়ারী বান্দরকাটার বেলতলী থেকে ২টি সাইকেল ও ১৮০ কেজি চিনি, ঘোষগাঁও চন্দ্রকোনা থেকে ৯০ কেজি চিনি এবং রামচন্দ্রকুড়ার পানিহাটা থেকে ২২ বোতল ফেনসিডিল আটক করে।

চোরাকারবারীগণ অভিনব পন্থায় এসব ভারতীয় জিরা, চিনি ও ফেনসিডিল পাচারের চেষ্টা করছিল। এ সময় এই চারটি বিওপি'র বিজিবি'র টহল দল পৃথক পৃথক অভিযান পরিচালনা  করে এসব জিরা, চিনি, ফেনসিডিল আটক করতে সক্ষম হয়। আটককৃত এসব ভারতীয় মালামালের আনুমানিক মূল্য এক কোটি ২৬ লাখ ৭১ হাজার তিনশ' টাকা।অভিযানের সময় চোরাকারবারীগণ দৌড়ে পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। 

আজ মঙ্গলবার সকালে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবি'র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মাদ সানবীর হাসান মজুমদার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন। আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং সীমান্তবর্তী যে কোনো প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে ময়মনসিংহ ৩৯ বিজিবি সদস্যরা ২৪ ঘন্টা দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে।


আরও খবর



নানা কর্মসূচীর মধ্যে দিয়ে সরস্বতী পূজা অনুষ্ঠিত

প্রকাশিত:মঙ্গলবার ০৪ ফেব্রুয়ারী ২০২৫ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারী ২০২৫ | ৫৩জন দেখেছেন

Image

পটুয়াখালী প্রতিনিধি : পুরোহিতের মন্ত্রপাঠ, উলুধ্বনি ও ঘন্টাসহ নানা আয়োজনে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় পটুয়াখালীর দশমিনায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা উদযাপিত হয়েছে। সোমবার সকাল থেকে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ও বাড়িতে বাড়িতে মন্ডব সাজিয়ে সরস্বতী জ্ঞান, বিদ্যা ও শিল্পকলার এ দেবীর পূজা অনুষ্ঠিত হয়। জ্ঞান ও বিদ্যালাভের আশায় সনাতন ধর্মাবলম্বীরা প্রতি বছরের মাঘ মাসের শুক্ল পক্ষের পঞ্চমী তিথিতে সরস্বতীর আরাধনা করেন। বিদ্যার দেবী হওয়ায় হিন্দু সম্প্রাদােেয় ঘরে ঘরে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সরস্বতীর পূজা অনুষ্ঠিত হয়। হিন্দু শাস্ত্র অনুসারে, সাদা রাজহাঁসে চড়ে ও বীণাহাতে সরস্বতী পৃথিবীতে আসেন। 

সরস্বতী পূজা উপলক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পূজামন্ডপ বাড়ী বাড়ীতে দেবীর পাদ পদ্মে অঞ্জলি দেয় ভক্তরা। এ ছাড়া দেবীর সামনে ‘হাতেখড়ি’ দিয়ে শিশুদের বিদ্যা চর্চার সূচনা করা হয় অনেক জায়গায়। 

প্রায় সকল শিক্ষা প্রতিষ্ঠানে ও বাড়িতে বাড়িতে এক যোগে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। এ পূজা এখন শুধুমাত্র সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে সীমাবদ্ধ নেই। এটা এখন একটি অসাম্প্রদায়িক উৎসবে পরিণত হয়েছে। শিক্ষার্থীরাও এ পূজা আয়োজনের মাধ্যমে বিদ্যাদেবীকে সন্তুষ্ট করে শিক্ষা অর্জনের পথ সুগমে ব্যস্ত।


আরও খবর



সাবেক সিইসি আবদুর রউফের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

প্রকাশিত:রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারী ২০২৫ | ৩১জন দেখেছেন

Image

অনলাইন ডেস্ক : সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি মোহাম্মদ আবদুর রউফের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

গণ-আন্দোলনের মুখে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর স্বৈরশাসক এরশাদের পতনের পর ওই বছরের ২৫ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব গ্রহণ করে দেশকে গণতান্ত্রিক ধারায় ফেরাতে বিচারপতি রউফের অবদানের কথা স্মরণ করে প্রধান উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশর গণতান্ত্রিক পথচলার ক্ষেত্রে বিচারপতি রউফ বার বার উদাহরণ হয়ে আসবেন। তিনি তার কাজের মধ্য দিয়ে দেশের মানুষের অন্তরে বেঁচে থাকবেন চিরকাল।’

প্রফেসর ইউনূস আরও বলেন, ‘বিচারপতি রউফ ছিলেন নাগরিক সমাজের একজন বড় স্তম্ভ। ভোটাধিকার, সংস্কার এবং গণতন্ত্রের জন্য তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন যা জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।’


আরও খবর

প্রধান উপদেষ্টার আয়নাঘর পরিদর্শন

বুধবার ১২ ফেব্রুয়ারী ২০২৫

এপ্রিল হতে পারে ইউনূস-মোদি সাক্ষাৎ

মঙ্গলবার ১১ ফেব্রুয়ারী ২০২৫




এবারের অস্কারে চূড়ান্ত মনোনয়ন পেল যে সিনেমাগুলো

প্রকাশিত:মঙ্গলবার ১১ ফেব্রুয়ারী ২০২৫ | হালনাগাদ:বুধবার ১২ ফেব্রুয়ারী ২০২৫ | জন দেখেছেন

Image

বিনোদন ডেস্ক : অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস ৯৭তম অস্কারের জন্য তিনটি প্রধান ক্যাটাগরিতে চূড়ান্ত মনোনীতদের নাম ঘোষণা করেছে। গেল ২৩ জানুয়ারি পুরস্কারের জন্য প্রাথমিক মনোনয়ন ঘোষণা করেছিল অ্যাকাডেমি। মোট ২৩টি ক্যাটাগরিতে ২২০টি পৃথক মনোনয়ন দেওয়া হয়। সেখান থেকে তিনটি প্রধান বিভাগে চূড়ান্তভাবে মনোনীত সিনেমাগুলোকে বাছাই করা হয়েছে।

বেস্ট পিকচার:

দ্য ব্রুটালিস্ট (এ২৪)

নিক গর্ডন, ব্রায়ান ইয়ং, অ্যান্ড্রু মোরিসন, ডি.জে. গুগেনহেইম, এবং ব্র্যাডি কোরবেট, প্রযোজক

এমিলিয়া পেরেজ (নেটফ্লিক্স)

পাসকাল কাশেতিউক্স এবং জ্যাকস অডিয়ারের, প্রযোজক

আই’ম স্টিল হিয়ার (সনি পিকচারস ক্লাসিকস)

মারিয়া কারলোটা ব্রুনো এবং রড্রিগো টেইক্সেইরা, প্রযোজক

নিকেল বয়েজ (ওরিওন পিকচারস/অ্যামাজন এমজিএম স্টুডিওস)

ডেডি গার্ডনার, জেরেমি ক্লাইনার, এবং জস্লিন বার্নস, প্রযোজক

দ্য সাবস্ট্যান্স (মুবি)

করালি ফার্গ্যাট, টিম বেভান, এবং এরিক ফেলনার

অ্যানিমেটেড ফিচার ফিল্ম:

ফ্লো (সাইডশো/জানুস ফিল্মস)

পরিচালক : গিন্টস জিলবালডিস। বিভিন্ন চরিত্রে কণ্ঠ দিয়েছেন মাটিস কাজা, রন ডাইন্স, এবং গ্রেগরি জাল্কম্যান।

ওয়ালেস এন্ড গ্রোমিট: ভেঞ্জেন্স মোস্ট ফাউল (নেটফ্লিক্স)

পরিচালক : নিক পার্ক ও মারলিন ক্রসিংহ্যাম। প্রযোজক : রিচার্ড বিক। বিভিন্ন চরিত্রে কণ্ঠ দিয়েছেন বেন হোয়াইটহেড, পিটার কে, লরেন প্যাটেল, রীস শিয়ার্সমিথ।

ডকুমেন্টারি ফিচার ফিল্ম:

সুগারকেন (ন্যাশনাল জিওগ্রাফিক ডকুমেন্টারি ফিল্মস)

জুলিয়ান ব্রেভ নইসক্যাট, এমিলি ক্যাসি, এবং কেলেন কুইন

চূড়ান্ত মনোনীত তালিকা থেকে বিজয়ী নির্বাচিত করতে অ্যাকাডেমির সদস্যরা ১১ ফেব্রুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত ২৩টি ক্যাটাগরিতে ভোট দিতে পারবেন। আগামী ২ মার্চ ক্যালিফোর্নিয়ায় ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হবে ৯৭তম অস্কার। নানা মাধ্যমের সৌজন্যে ২০০টিরও বেশি দেশে সম্প্রচারিত হবে অস্কার প্রদান অনুষ্ঠান।


আরও খবর

সাইফ সুস্থ হতেই শুটিংয়ে কারিনা কাপুর

বুধবার ১২ ফেব্রুয়ারী ২০২৫




সুন্দরবনে অভয়ারণ্যে মাছ ধরার অভিযোগে ০৫ জেলে আটক

প্রকাশিত:সোমবার ১০ ফেব্রুয়ারী ২০২৫ | হালনাগাদ:বুধবার ১২ ফেব্রুয়ারী ২০২৫ | ৪২জন দেখেছেন

Image

মোঃ কামরুল ইসলাম টিটু : পূর্ব সুন্দরবনের শরণখোলা রেজের দুধমুখী খাল এলাকার অভয়ারণ্যে মাছ ধরার অভিযোগে ৫ জেলে কে আটক করেছে বনরক্ষীরা। এ সময় তাদের কাছ থেকে ৫টি বেহেন্দী জাল ও একটি টলার জব্ধ করে বন রক্ষীরা। ৯ই ফেব্রুয়ারী বিকালে পূর্ব সুন্দরবনে দুধমুখী এলাকায় এ ঘটনা ঘটে।

কটকা অভয়ান্যে ক্ষেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকতা মোঃ হাবিবুর রহমান জানান, দুধমুখি অভয়ারণ্যে খালে গোপনে মাছ ধরছে এমন গোপনে সংবাদে তার নের্তৃতে বন রক্ষীদের একটি দল দুধমুখি খাল একালায় অভিযান চলায়।

এ সময় তারা ৫ জেলে কে আটক করে, আটকৃত জেলেরা হলো। পিরোজপুর জেলার রহিতা গ্রামের মিরাজ (৪০), হানিফ মুন্সী (৫০), আলামিন(৩৮), আনিছ(৪৫) ও রফিক (৫০)। এ সময় বনক্ষীরা জেলেদের ব্যবহৃত ৫টি বেহেন্দী জাল ও একটি টলার জব্ধ করে। জেলেদের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করে ১০ ফেব্রুয়ারী দুপুরে বাগেরহাট কোর্ট হাজতে প্রেরন করা হয়েছে। এ ব্যপারে জেলেরা অভিযোগ করে বলেন সুন্দরবনে অভয়ান্যে বিভিন্ন খালে অসাধু বন কর্মকতার্ ও বন রক্ষীরা গোন প্রতি ৫থেকে ১০ হাজার টাকা উৎকোচ এর বিনিময় মাছ ধরতে অনুমতি দেয়। কিন্তু যখন কোন জেলেরা উৎকোচ দিতে অস্বীকার করে তখনি তাদের উপরে বিভিন্ন অযুহাতে নির্যাতন ও সিআর মামলা করেন বন রক্ষীরা ।

এ বিষয় জানতে চাইলে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেজের এসিএফ রানা দেব বলেন জেলেরা যখন অপরাধে জড়িয়ে পড়ে তখন তারা বন বিভাগের বিরুদ্ধে বিভিন্ন অযুহাত তুলেন। তবে এ ব্যপারে জেলেরা সুনির্দিষ্ট কোন অভিযোগ দায়ের করলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আরও খবর