Logo
আজঃ বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারী ২০২৫
শিরোনাম

যুক্তরাষ্ট্র-কানাডা শুল্ক বাড়ালে বিশ্বে পণ্যের দাম বাড়তে পারে

প্রকাশিত:রবিবার ১২ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারী ২০২৫ | ৭৮জন দেখেছেন

Image

অনলােইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডা থেকে আমদানি হওয়া পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। এর পাল্টা জবাবে মার্কিন পণ্যের ওপর শুল্ক আরোপের পরিকল্পনা করছে কানাডা।


মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, এই শুল্ক বৃদ্ধি একটি বাণিজ্যযুদ্ধের কারণ হতে পারে। এর ফলে বিশ্বজুড়ে পণ্যের দাম বেড়ে যেতে পারে। কানাডা কর্তৃপক্ষ মার্কিন পণ্যের একটি তালিকা তৈরি করেছে, যার মধ্যে বার্বন, জ্যাক ড্যানিয়েলসের মতো অ্যালকোহল, আসবাবপত্র, সিরামিক, স্টিল পণ্য, কমলার রস, পোষা প্রাণীর খাবার এবং আরও অনেক কিছু রয়েছে।



এ ছাড়া যুক্তরাষ্ট্র কানাডাকে জ্বালানি রপ্তানি করে এবং শুল্কযুদ্ধ শুরু হলে সেসব জ্বালানির ওপরও শুল্ক আরোপ হতে পারে।


কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি বলেছেন, ‘আমাদের প্রস্তুত থাকতে হবে এবং ট্রাম্পের বক্তব্য গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে।’ তিনি আরও বলেন, ‘কানাডার পণ্যের ওপর শুল্ক আরোপের পরিণতি ট্রাম্প ও তার উপদেষ্টাদের জানা উচিত।’


কানাডার ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোও এই বাণিজ্যযুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে বলে জানান বিজনেস কাউন্সিল অব কানাডার সিইও গোল্ডি হাইডার।


আরও খবর



ULAB’s HULT PRIZE: Record-Breaking Year of Student Engagement and Innovation

প্রকাশিত:শনিবার ১৮ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:মঙ্গলবার ১১ ফেব্রুয়ারী ২০২৫ | ১১৮জন দেখেছেন

Image

Md. Mehedi Hasan :  University of Liberal Arts Bangladesh (ULAB) celebrates its fifth consecutive year hosting the prestigious HULT PRIZE, witnessing unprecedented student engagement. The application deadline, which closed on January 10, marked a milestone with 457 students forming 155 teams, making this edition the largest in ULAB’s history.


Renowned for its achievements, ULAB’s HULT PRIZE has earned the “Program of the Year” award for Central and South Asia and ranked fourth globally on the HULT PRIZE Billboard in 2022. This year’s theme, ‘UNLIMITED,’ challenges participants to develop innovative solutions addressing global issues through social ventures.

The overwhelming response highlights the growing entrepreneurial spirit within the ULAB community. ULAB looks forward to the groundbreaking ideas and transformative projects that will emerge, reinforcing its commitment to fostering positive societal impact.


আরও খবর

৬ দফায় কত বাড়ল স্বর্ণের দাম?

বুধবার ১২ ফেব্রুয়ারী ২০২৫




কোটালীপাড়ায় জেলের লাশ উদ্ধার

প্রকাশিত:সোমবার ১০ ফেব্রুয়ারী ২০২৫ | হালনাগাদ:বুধবার ১২ ফেব্রুয়ারী ২০২৫ | ৬১জন দেখেছেন

Image

মাহাবুব সুলতান : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে বিপুল মন্ডলের (৪৩) লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের ৩৬ ঘণ্টা পর আজ সোমবার সকাল আটটার দিকে কোটালীপাড়া -পয়সারহাট খালের গচাঁপাড়া নামক স্থান থেকে ভাসমান অবস্থায় তাঁর লাশ উদ্ধার করা হয়। বিপুল মন্ডল উপজেলার আমতলী ইউনিয়নের দক্ষিণ গঁচাপাড়া গ্রামের মতিলাল মন্ডলের ছেলে।  

জানা গেছে, শনিবার প্রতি দিনের মতো সন্ধ্যায় বিপুল মন্ডল গচাপাড়া গ্রাম সংলগ্ন খালের সুঁইচ গেটের পাশে জাল দিয়ে মাছ ধরতে যায়। বিপুল মন্ডল রাতে বাড়ীতে ফিরে না আসায় তার স্ত্রী ও ছেলে ওই খালে খুঁজতে যায়।খালে তাকে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুজি করে। পরে ওই স্থান থেকে অনেক দূরে গিয়ে তার নৌকায় ভেজা কাপড় ও বন্ধ মোবাইলসহ টর্চ লাইট দেখতে পায়। ওই দিন থেকেই বিপুল মন্ডল নিখোঁজ ছিলো।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, উদ্ধারকৃত লাশটি বিপুলের বলে সনাক্ত করেছে তার পরিবার। বিপুল হৃদরোগের রোগী ছিলো বলে তার পরিবার জানিয়েছে।ধারণাকরা হচ্ছে মাছ ধরতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে পানিতে পড়ে সে মারা যায়। তার সুরহাতাল রিপোর্টে কোন আলামত পাওয়া যায়নি।বিপুলের পরিবারেরর পক্ষ থেকে কোন অভিযোগ না থাকার কারনে লাশটির ময়নাতদন্ত ছাড়া স্বজনদের কাছে দেওয়া হয়েছে।


আরও খবর



মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলায় সাবেক এমপি সহ ৪ ভাই বেকুসুর খালাস

প্রকাশিত:সোমবার ০৩ ফেব্রুয়ারী ২০২৫ | হালনাগাদ:বুধবার ১২ ফেব্রুয়ারী ২০২৫ | ৬৫জন দেখেছেন

Image

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের আলোচিত আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। তবে এই মামলায় সাবেক সাংসদ সদস্য (এমপি) আমানুর রহমান খান রানা ও তার তিন ভাইসহ ১০ জনকে খালাস দিয়েছে আদালত।

রোববার (২ ফেব্রুয়ারি) বিকেলে টাঙ্গাইলের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. মাহমুদুল হাসান এ রায় দেন। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, মোহাম্মদ আলী ও কবির হোসেন। তারা দুজনেই জামিনে থেকে পলাতক রয়েছেন।

২০১৩ সালের ১৮ জানুয়ারি জেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমেদের গুলিবিদ্ধ মরদেহ তার কলেজপাড়া এলাকার বাসার কাছ থেকে উদ্ধার করা হয়। ঘটনার তিন দিন পর তার স্ত্রী নাহার আহমেদ বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন। ২০১৪ সালের আগস্টে এই হত্যার সঙ্গে জড়িত সন্দেহে আনিসুল ইসলাম রাজা ও মোহাম্মদ আলী নামক দুইজনকে গোয়েন্দা পুলিশ গ্রেফতার করে। তারা আদালতে জবানবন্দি দেন। আসামিদের জবানবন্দিতে আওয়ামী দলীয় সাবেক সংসদ সদস্য আমানুর রহমান খান রানা, তার ভাই টাঙ্গাইল পৌরসভার তৎকালীন মেয়র সহিদুর রহমান খান মুক্তি, ব্যবসায়ী নেতা জাহিদুর রহমান খান কাকন ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি সানিয়াত খান বাপ্পার নাম বের হয়ে আসে।

এ ঘটনার প্রত্যক্ষদর্শী ওয়াহেদ, আবদুল খালেক ও সনি আদালতে জবানবন্দি দেন। এরপর চার ভাই আত্মগোপনে চলে যান। আমানুর রাহমান খান রানা আদালতে আত্মসমর্পণ করেন। তিন বছর জেলে থাকার পর জামিন লাভ করেন। ৫ আগস্টের পর তিনি আবার আত্মগোপনে চলে যান। অপর দুই ভাই ২০১৪ সাল থেকে বিদেশে অবস্থান করছেন বলে তাদের ঘনিষ্ঠরা জানিয়েছেন। গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মাহফীজুর রহমান ২০১৬ সালের ৩ ফেব্রুয়ারি চার ভাইসহ ১৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। ২০১৭ সালের ৬ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে এই মামলার বিচারকাজ শুরু হয়। বিচার চলাকালে দুই আসামি আনিছুর রহমান ওরফে রাজা ও মোহাম্মদ সমির কারাগারে মৃত্যুবরণ করেছেন। গত ২৬ জানুয়ারি ফারুক হত্যা মামলার যুক্তিতর্ক শেষ হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী টাঙ্গাইলের অতিরিক্ত সরকারি কৌঁশুলি মোহাম্মদ সাইদুর রহমান স্বপন বলেন, দুই জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। সাবেক এমপি আমানুর রহমান খান রানাসহ ১০ জনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।


আরও খবর



চৌকা সীমান্তে ভারতীয়দের হামলায় আহতদের চিকিৎসার দায়িত্ব নিলেন লন্ডন প্রবাসী

প্রকাশিত:সোমবার ২০ জানুয়ারী ২০25 | হালনাগাদ:বুধবার ১২ ফেব্রুয়ারী ২০২৫ | ৩৭জন দেখেছেন

Image

 চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ চৌকা সীমান্তে ভারতীয়রা বাংলাদেশে অনুপ্রবেশ করে ফসল ও গাছপালা কেটে ফেলে এমন অবস্থায় বাংলাদেশের কৃষকরা তাদের ফসল রক্ষার্থে ভারতীয়দের সাথে গন্ডগোল জড়িয়ে পড়ে, ভারতীয়রা ইট পাটকেল, তীর, বল্লম, হাসোয়া, হাত বোমা নিক্ষেপ করে ও বিএসএফ বাংলাদেশীদের লক্ষ্য করে কাঁদানি গ্যাস ছুড়ে তাতে বাংলাদেশী ৫ জন আহত হয়। 

আহতরা হলেন উপজেলার কালিগঞ্জ মালোপাড়া গ্রামের ফারুক (৩৫), বিশ্বনাথপুর গ্রামের ঝাইটনের ছেলে আসমাউল (১৬) কালিগঞ্জের জিন্নুরের ছেলে তরিকুল (৫৫) সহ পাঁচ।

আহতদের চিকিৎসার দায়িত্ব নিলেন লন্ডন প্রবাসী মোহাম্মদ রাহমান শামীম আহত ব্যক্তিদের আর্থিক সহযোগিতাও করেন তিনি।


আরও খবর



নিজেদের এরিয়ায় কর্মসূচি পালনের অনুরোধ স্বরাষ্ট্র উপদেষ্টার

প্রকাশিত:বুধবার ০৫ ফেব্রুয়ারী ২০২৫ | হালনাগাদ:বুধবার ১২ ফেব্রুয়ারী ২০২৫ | ২২জন দেখেছেন

Image

অনলাইন ডেস্ক : স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বুধবার গুলশানে নৌ পুলিশ হেডকোয়ার্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফে বললেন, অযৌক্তিক আন্দোলন ও আবদারে ধৈর্যের সীমা অতিক্রম করে ফেলেছে। রাস্তা বন্ধ না করে নিজেদের এরিয়ায় কর্মসূচি পালনের অনুরোধ করছি।

রাজধানীর উত্তরা থানায় হামলার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন তাদের অনেককে আমরা ধরেছি। আসল জন (শেখ হাসিনা) বাংলাদেশে নেই। আমরা তাকে কোথা থেকে ধরব। যারা দেশে নেই তাদের তো পুলিশ গিয়ে ধরে আনতে পারে না। এক্ষেত্রে আমরা চেষ্টা করছি। পার্শ্ববর্তী দেশের সঙ্গে একটি চুক্তি আছে, সেভাবে তাদের আনার কাজ চলছে। 

তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আসামি ১০৫ জন। সেখানে গ্রেপ্তার মাত্র ৩৫ জন। আসামি গ্রেপ্তার না হওয়ায় তারা ক্ষোভ প্রকাশ করেছেন।


আরও খবর

প্রধান উপদেষ্টার আয়নাঘর পরিদর্শন

বুধবার ১২ ফেব্রুয়ারী ২০২৫

এপ্রিল হতে পারে ইউনূস-মোদি সাক্ষাৎ

মঙ্গলবার ১১ ফেব্রুয়ারী ২০২৫