Logo
আজঃ সোমবার ১৬ জুন ২০২৫
শিরোনাম

ঈদে আজহা আসছে ‘জমজমাট পাঁচফোড়ন

প্রকাশিত:সোমবার ১০ জুন ২০২৪ | হালনাগাদ:সোমবার ১৬ জুন ২০২৫ | ৩৮১জন দেখেছেন

Image

23 বিনোদন ডেস্ক

আসছে ঈদুল আজহা উপলক্ষ্যে ঈদের বিশেষ পাঁচফোড়ন নির্মাণ করেছে নন্দিত নির্মাতা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন।

অনুষ্ঠানটি প্রচারিত হবে এটিএন বাংলায় ঈদের তৃতীয় দিন রাত ১০ টা ৩০ মিনিটে। পাঁচফোড়নের প্রতিটি আইটেম নাটকীয়ভাবে উপস্থাপন করা হয়। গত প্রায় দুই যুগ ধরে বছরের বিশেষ বিশেষ দিনে এই অনুষ্ঠানটি প্রচারিত হয়ে আসছে।

ঈদ ও সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিভিন্ন আলাপন নিয়ে ভিন্ন আঙ্গিকের উপস্থাপনায় সাজানো হয়েছে ঈদের বিশেষ এই পাঁচফোড়ন। তাদের বিভিন্ন আলাপনের ফাঁকে ফাঁকেই আসতে থাকে গান, নাটক ও বিভিন্ন বিষয়ের উপর চমৎকার সব রিপোর্টিং।

পাঁচফোড়নের প্রতিটি পর্বেই উপস্থাপনার ঢং ভিন্নরকম যেখানে নির্দিষ্ট কোনো উপস্থাপক থাকে না। দেশের বিভিন্ন তারকা শিল্পীরা বিভিন্ন আঙ্গিকে বিষয় ভিত্তিক এই অনুষ্ঠানের উপস্থাপনা করে থাকেন। এবারের পাঁচফোড়নে স্বামী-স্ত্রী’র ভূমিকায় অভিনয় করেছেন জনপ্রিয় অভিনয় তারকা আবদুন নূর সজল ও সারিকা সাবরিন।

এবারের পাঁচফোড়নে গান থাকছে ৩টি। তিনটিই মিষ্টি প্রেমের গান এবং গেয়েছেন এ প্রজন্মের ক’জন প্রতিশ্রুতিশীল কণ্ঠশিল্পী। একটি গেয়েছেন আধুনিক, দেশাত্মবোধক বা ফোক সব ধরনের গানেই সমান পারদর্শী কণ্ঠশিল্পী রাজিব।

গানটির কথা লিখেছেন লুৎফর হাসান, সুর ও সংগীতায়োজন করেছেন আকাশ মাহমুদ। গানটিতে তার সঙ্গে মডেল হিসেবে অভিনয় করেছেন মডেল মোনালিসা দীপা। উত্তরা ও আশুলিয়ার বেশ কয়েকটি মনোরম লোকেশনে গানটি ধারণ করা হয়। আর একটি গান গেয়েছেন এই প্রজন্মের জনপ্রিয় গায়িকা সানিয়া সুলতানা লিজা। গানটির কথা লেখার পাশাপাশি সুরও করেছেন গীতিকবি কবির বকুল।

এই গানটিও ব্যতিক্রমী লোকেশনে ধারণ করা হয়েছে। বেশ কিছুদিন বিরতির পর লিজা পাঁচফোড়নের মাধ্যমে আবারও পর্দায় এলেন। ‘তোমার ইচ্ছে আমার ইচ্ছে, মিলছে এখন খুবই’ শিরোনামে একটি দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন এই প্রজন্মের শ্রোতানন্দিত সংগীত শিল্পী অয়ন চাকলাদার এবং আতিয়া আনিসা।

গানটির কথা লিখেছেন কবির বকুল, সুর ও সংগীতায়োজন করেছেন অয়ন চাকলাদার। মানিকগঞ্জের একটি মনোরম লোকেশনে গানটির দৃশ্য ধারণ করা হয়।

রয়েছে ‘ইত্যাদি’ খ্যাত জাদুকর ম্যাজিক রাজিকের পরিবেশনায় একটি ব্যতিক্রমধর্মী মনস্তাত্ত্বিক জাদু। পেশায় প্রকৌশলী ও আইটি বিষয়ে গ্র্যাজুয়েট রাজিক দীর্ঘদিন বিদেশি টেলিভিশনে জাদু প্রদর্শন করার পর জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র মাধ্যমে দেশের কোন টেলিভিশন পর্দায় প্রথম জাদু দেখান।

শহর কিংবা গ্রামে সকাল-সন্ধ্যার আড্ডায় সব শ্রেণির মানুষের অন্যতম অনুষঙ্গ হচ্ছে চা। তবে সেই চায়ের নেশা যদি গরুর পেয়ে বসে তাহলে কেমন হয়! চুয়াডাঙ্গা সদর উপজেলার তেমনি একটি ‘চা খোর’ গরুর উপর এবারের পাঁচফোড়নে রয়েছে একটি বিস্ময়কর প্রতিবেদন। প্রতিবেদনটি আরো দেখানো হয়েছে দেশবিদেশের কিছু বিস্ময়কর গরু-ছাগল-ভেড়ার আশ্চর্য কিছু কর্মকাণ্ড।

ঢাকার বিভিন্ন বাড়ির ছাদে এতদিন দেখা যেতো ফুল, ফল, শাক-সবজির বাগান। তবে আজকাল অনেক ছাদে গরুও দেখা যায়। ঢাকা শহরে গড়ে ওঠা এমনি কিছু গরুর খামারের উপর এবারের পাঁচফোড়নে রয়েছে একটি তথ্যভিত্তিক প্রতিবেদন।

পাঁচফোড়ন যেহেতু বিশেষ দিন উপলক্ষ্যে নির্মিত হয় তাই বিশেষ দিনকে নিয়ে পাঁচফোড়নে বিভিন্ন ধরনের ব্যঙ্গাত্মক, রসাত্মক ও সচেতনতামূলক নাট্যাংশ থাকে।

এবারও কোরবানি ঈদের উপর রয়েছে বেশ ক’টি নাট্যাংশ। পাঁচফোড়ন এর বিভিন্ন নাট্যাংশে অভিনয় করেছেন-সুভাশিষ ভৌমিক, বড়দা মিঠু, জিল্লুর রহমান, কামাল বায়েজিদ, মুকিত জাকারিয়া, আনন্দ খালেদ, শাহেদ আলী, জাহিদ শিকদার, ইকবাল হোসেন, তারিক স্বপন, সিয়াম নাসির, সাদিয়া তানজিন, সুজাত শিমুল, বিলু বড়ুয়া, নজরুল ইসলাম, সুর্বনা মজুমদার, শামীম আহমেদ, সাবরিনা নিসাসহ আরো অনেকে। পাঁচফোড়ন পরিবেশিত হবে কেয়া কসমেটিকস লিমিটেডের সৌজন্যে।


আরও খবর

নেটফ্লিক্স ছাড়ছেন লিন্ডসে লোহান

বৃহস্পতিবার ২৯ মে ২০২৫




মহেশখালী-মাতারবাড়ী উন্নয়নে গতি আনতে মাস্টারপ্ল্যানের তাগিদ

প্রকাশিত:মঙ্গলবার ২৭ মে ২০২৫ | হালনাগাদ:রবিবার ১৫ জুন ২০২৫ | ৮৪জন দেখেছেন

Image

উপকূলীয় মাতারবাড়ী অঞ্চলে গড়ে উঠছে দেশের সবচেয়ে বৃহৎ সমুদ্রবন্দর, জ্বালানি কেন্দ্র এবং রপ্তানিমুখী শিল্পাঞ্চল—এই লক্ষ্য সামনে রেখে অবকাঠামোগত উন্নয়নের গতি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। একাধিক আন্তর্জাতিক বিনিয়োগকারী প্রতিষ্ঠান ইতোমধ্যে এই অঞ্চলে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। এই উন্নয়ন পরিকল্পনাকে ঘিরে বাংলাদেশ ও জাপানের যৌথ উদ্যোগে বাস্তবায়িত হচ্ছে মহেশখালী-মাতারবাড়ী সমন্বিত অবকাঠামো উন্নয়ন কর্মসূচি (এমআইডিআই), যা এই অঞ্চলকে পরিণত করতে যাচ্ছে একটি কৌশলগত অর্থনৈতিক করিডোরে।

মঙ্গলবার (২৭ মে) ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে এই কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা করা হয়। প্রধান উপদেষ্টা বলেন, মাতারবাড়ীকে বন্দর, উৎপাদন ও জ্বালানির কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হলে অবকাঠামো উন্নয়ন ও যোগাযোগ ব্যবস্থায় দ্রুত অগ্রগতি আনতে হবে।

সড়ক পরিবহন ও নৌপরিবহন সচিবদের উদ্দেশে তিনি নির্দেশনা দেন—মাতারবাড়ী ও মহেশখালীকে দেশের অন্যান্য অংশের সঙ্গে সংযুক্ত করতে সড়ক অবকাঠামোর নির্মাণ কার্যক্রম ত্বরান্বিত করতে হবে। পাশাপাশি সমুদ্রগামী বড় কনটেইনার জাহাজগুলোকে ধারণে সক্ষম টার্মিনাল গড়ে তোলার ওপরও জোর দেন।

শুধু শিল্প নয়, শ্রমিকদের জন্যও পরিকল্পিত নগর উন্নয়ন অপরিহার্য—এ কথা উল্লেখ করে তিনি বলেন, একটি পরিকল্পিত শহর গড়ে তুলতে হবে, যেখানে মুক্ত বাণিজ্য অঞ্চল ও সংশ্লিষ্ট কারখানাগুলোর কর্মীদের জন্য মানসম্পন্ন জীবনযাত্রা নিশ্চিত করা সম্ভব হবে।

বৈঠকে জানানো হয়, নারায়ণগঞ্জের আড়াইহাজারে সফলভাবে প্রথম জাপানি অর্থনৈতিক অঞ্চল স্থাপনের পর, জাপান এখন মাতারবাড়ী-মহেশখালী অঞ্চলে তাদের দ্বিতীয় একচেটিয়া অর্থনৈতিক অঞ্চল গড়ার আগ্রহ প্রকাশ করেছে।

এছাড়া সৌদি আরবের পেট্রোকেমিক্যাল জায়ান্ট আরামকো, আবুধাবি পোর্টস, সৌদি বন্দর পরিচালনাকারী সংস্থা রেড সি গেটওয়ে, জাপানি বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান জেইআরএ এবং মালয়েশিয়ার পেট্রোকেমিক্যাল কোম্পানি পেট্রোনাসসহ একাধিক আন্তর্জাতিক কোম্পানি এই অঞ্চলে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে।

উল্লেখযোগ্যভাবে, বাংলাদেশ সম্প্রতি মাতারবাড়ীতে দেশের প্রথম গভীর সমুদ্রবন্দর নির্মাণের লক্ষ্যে জাপানের পেন্টা-ওশেন কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড এবং টোয়া কর্পোরেশনের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। জাপান আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (জাইকা)-এর সহায়তায় বাস্তবায়িত এই প্রকল্প এমআইডিআই উদ্যোগের মূলভিত্তি হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস জানান, বুধবার (২৮ মে) শুরু হতে যাওয়া তার জাপান সফরে এমআইডিআই অঞ্চলের উন্নয়ন একটি গুরুত্বপূর্ণ এজেন্ডা হিসেবে উপস্থাপিত হবে। তিনি ৩০ মে টোকিওতে আয়োজিত ৩০তম ‘নিক্কেই ফিউচার অব এশিয়া’ সম্মেলনে অংশগ্রহণ করবেন এবং জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন। এই আলোচনায় মূলত গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোর অর্থায়ন নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পাবে।

প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক বিনিয়োগ নিশ্চিত করতে একটি সুসংহত মাস্টারপ্ল্যান প্রণয়নের ওপর জোর দিয়েছেন। তার মতে, মাতারবাড়ীকে আন্তর্জাতিক বিনিয়োগের জন্য একটি আকর্ষণীয় গন্তব্যে পরিণত করতে হলে সমন্বিত পরিকল্পনা ও রূপরেখা থাকা জরুরি।

এই বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া। এতে উপস্থিত ছিলেন এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদ এবং সড়ক পরিবহন, নৌপরিবহন, জ্বালানি, বিদ্যুৎ ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবরা। বৈঠকে এমআইডিআই সেলের মহাপরিচালক সারওয়ার আলম প্রকল্পগুলোর অগ্রগতি সম্পর্কে একটি বিস্তারিত উপস্থাপনা দেন।


আরও খবর



আগামী শনিবার থেকে পাওয়া যাবে বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের টিকেট

প্রকাশিত:বুধবার ২১ মে ২০২৫ | হালনাগাদ:রবিবার ১৫ জুন ২০২৫ | ১৪৮জন দেখেছেন

Image

২০২০ সালে সবশেষ ঢাকার জাতীয় স্টেডিয়ামে আন্তর্জাতিক ফুটবল ম্যাচ হয়েছিল। সংস্কারের প্রায় চার বছর পর আবারও ঢাকা স্টেডিয়ামে গড়াচ্ছে আন্তর্জাতিক ফুটবল। আগামী ১০ জুন এশিয়ান কাপ বাছাইয়ের বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচটি হবে এই স্টেডিয়ামে। এই ম্যাচের জন্য দর্শকদের টিকিট পাওয়া যাবে অনলাইনে। টিকিট কেনা যাবে আগামী শনিবার দুপুর ১২টা থেকে টিকিফাই (ঃরপশরভু.ষরাব) ডট লাইভে। টিকিটের সর্বনিম্ন দাম ধরা হয়েছে সাধারণ গ্যালারি ৪০০ টাকা। এর বাইরে ভিআইপি-১ বক্সের টিকিটের দাম ৪ হাজার টাকা, ভিআইপি ২ ও ৩ বক্সের টিকিটের দাম ২৫০০ টাকা। স্কাই ভিউয়ের টিকিটের দাম ৩০০০ টাকা। ক্লাব হাউজ-১ এর টিকিটের দাম ২৫০০ ও ক্লাব হাউজ-২ এর দাম ২০০০ টাকা। যে কোনও ব্যক্তি তার জাতীয় পরিচয়পত্র দিয়ে নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে টিকিট কিনতে পারবে। বুধবার বাফুফের কম্পিটিশন কমিটি বিষয়টি নিশ্চিত করেছে। বাফুফের নির্বাহী সদস্য ও কম্পিটিশন কমিটির চেয়ারম্যান গোলাম গাউস বলেছেন, ‘২৪ মে শনিবার দুপুর ১২টা থেকে টিকিফাই ডট লাইভ ওয়েবসাইট থেকে দর্শকরা টিকিট গ্রহণ করতে পারবে। আগামীকাল থেকে বাফুফে টিকিফাইয়ের ওয়েবসাইট লিংক প্রচার করবে।’ টিকিফাইয়ের কর্মকর্তা ইফতেখার ইফতি টিকিট সংগ্রহের প্রক্রিয়া সম্পর্কে জানান, ‘আমাদের ওয়েবাসাইটে এই ম্যাচ সম্পর্কে লিংক থাকবে, সেই লিংকে গিয়ে নাম, মোবাইল ও ইমেইল দিয়ে নিবন্ধন করে নির্দিষ্ট গ্যালারি ও সিট সিলেক্ট করার অপশন থাকবে। সবকিছু সম্পন্ন করার পর পেমেন্ট অপশন আসবে। ব্যাংক কিংবা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে পেমেন্ট করা যাবে। পেমেন্ট সম্পন্ন হলে ইমেইলে টিকিটের কপি যাবে। একজন ব্যক্তি একটি নাম্বার ও মেইল থেকে সর্বোচ্চ ৫টি টিকিট সংগ্রহ করতে পারবে।’ অনলাইনে টিকিটের সংখ্যা সম্পর্কে ফেডারেশনের কর্মকর্তা ইকবাল হোসেন বলেন, ‘আমরা দেশের ফুটবলের স্টেকহোল্ডারদের কিছু সংখ্যক টিকিট রেখে বাকি সব অনলাইনে দেবো।’


আরও খবর



শিবগঞ্জে শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকীতে দোয়া মাহফিল ও খাবার বিতরণ

প্রকাশিত:শনিবার ৩১ মে ২০২৫ | হালনাগাদ:শুক্রবার ১৩ জুন ২০২৫ | ৪৭জন দেখেছেন

Image

  বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী এবং আত্মনির্ভর বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে শিবগঞ্জ উপজেলায় অনুষ্ঠিত হলো এক আবেগঘন দোয়া মাহফিল ও খাবার বিতরণ কর্মসূচি।

শুক্রবার  (৩০ মে) দুপুরে শিবগঞ্জ উপজেলার ছাত্রাজিতপুরে অবস্থিত শাহনেয়ামত উল্লাহ শিশু সদন (এতিমখানা) প্রাঙ্গণে এই আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) শিবগঞ্জ উপজেলা ও পৌর শাখা এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও বিএনপির কেন্দ্রীয় নেতা বেলাল ই-বাকী ইদ্রিশি। তিনি এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করেন এবং শহীদ জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন। তিনি বলেন,

শহীদ জিয়াউর রহমান কেবল একজন রাষ্ট্রনায়কই ছিলেন না, তিনি ছিলেন স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা—একজন দূরদর্শী নেতা যিনি জাতিকে আত্মনির্ভরতা, জাতীয়তা ও গণতন্ত্রের চেতনায় উদ্বুদ্ধ করেছিলেন। তাঁর সাহসী নেতৃত্ব ও দেশপ্রেম আজও প্রজন্মের অনুপ্রেরণার উৎস।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নাজীব ওদুদ, আদীনা কলেজ ছাত্রদলের সভাপতি টাইফুর রহমানসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বক্তারা তাদের বক্তব্যে শহীদ জিয়ার রাজনৈতিক দর্শন ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় তাঁর অবদানের কথা তুলে ধরে বলেন, বর্তমান প্রজন্মকে জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে ঐক্যবদ্ধ হতে হবে।

এই আয়োজন স্থানীয় জনগণ ও রাজনৈতিক কর্মীদের মাঝে গভীর মানবিক এবং রাজনৈতিক প্রভাব সৃষ্টি করে। শিশুদের প্রতি ভালোবাসা, জাতীয় নেতার প্রতি শ্রদ্ধা এবং রাজনৈতিক ঐক্যের বার্তা—এই তিনটি উপাদান এই কর্মসূচিকে আন্তর্জাতিক মানে উন্নীত করে এক অনন্য দৃষ্টান্তে পরিণত করেছে।



আরও খবর



মারা গেছেন কিংবদন্তি অভিনেত্রী ক্যাথলিন হিউজ

প্রকাশিত:বুধবার ২১ মে ২০২৫ | হালনাগাদ:রবিবার ১৫ জুন ২০২৫ | ১১৫জন দেখেছেন

Image

১৯৫৩ সালের ত্রিমাত্রিক সায়েন্স ফিকশন ক্লাসিক ‘ইট কামস ফ্রম আউটার স্পেস’ ছবিতে স্বর্ণকেশী নারীর চরিত্রে অভিনয় করে চমকে দিয়েছিলেন। ছবিতে তার একটি প্রোমো ফটো হয়ে উঠেছিল খুবই বিখ্যাত। সেই কিংবদন্তি অভিনেত্রী ক্যাথলিন হিউজ আর নেই। গত সোমবার তিনি মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর। তার বন্ধু জন জিগেন গ্রিফিন-আতিল এই খবর নিশ্চিত করেছেন। নাট্যকার এফ. হিউ হারবার্টের ভাতিজি ক্যাথলিন হিউজের জন্ম লস অ্যাঞ্জেলসে। জন্মনাম ছিল এলিজাবেথ মার্গারেট ভন গারকান। ১৯৪৮ সালে ফক্স স্টুডিওর সঙ্গে চুক্তি করার পর স্টুডিও তার নাম পরিবর্তন করে। তিনি অভিনয় শুরু করেন ছোট ছোট চরিত্রে। যার মধ্যে ‘মাদার ইজ এ ফ্রেশম্যান’, ‘মিস্টার বেলভেদ্রে গোজ টু কলেজ’ ইত্যাদি উল্লেখ্য। ফক্স ছেড়ে দেওয়ার পর পরিচালক পল হেনরিডের ‘ফর মেন ওয়ানলি’ ছবিতে কাজের সুযোগ পান তিনি। সেখানে লেখক-প্রযোজক ডন ম্যাকগুয়ারের নজরে পড়েন। তার সহায়তায় ইউনিভার্সাল-ইন্টারন্যাশনালের সঙ্গে চুক্তিবদ্ধ হন। এরপরই আসে তার ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ ছবি ‘ইট কামস ফ্রম আউটার স্পেস’। এটি তাকে দীর্ঘস্থায়ী খ্যাতি এনে দিয়েছিল। ছবিটিতে ক্যাথলিন হাত উপরে তুলে চিৎকার করছেন এমন ভঙ্গিতে একটি বিখ্যাত প্রোমো ফটো বিভিন্ন বিজ্ঞাপন, জন্মদিনের কার্ড ও ক্যাম্পেইনে ব্যবহৃত হয় এবং কালজয়ী হয়ে ওঠে। ২০১৯ সালে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘আমি তখনো মাত্র ছবির কাজ শেষ করেছিলাম। স্টিল গ্যালারিতে ঢোকার পর ফটোগ্রাফার বলল, ‘হাত উপরে তুলে চিৎকার করো।’ আমি করলাম। এরপর থেকেই সেই ছবি প্রচণ্ড জনপ্রিয় হয়ে গেল। মানুষ সেটা পছন্দ করল এবং সেই ছবি দিয়েই যেন ছবিটা চিরকাল বেঁচে রইল।’ তিনি পরে ‘দ্য গোল্ডেন ব্লেড’ ছবিতে রক হাডসনের বিপরীতে অভিনয় করেন। এই ছবিতেই তিনি প্রথম অনস্ক্রিন চুম্বনের দৃশ্যে যুক্ত হন। ১৯৬০ ও ’৭০-এর দশকে তিনি বহু টিভি শোতেও অভিনয় করেছেন। ক্যাথলিন হিউজ ৫৯ বছর ধরে প্রযোজক স্ট্যানলি রুবিনের সঙ্গে দাম্পত্যজীবন কাটিয়েছেন। রুবিন ২০১৪ সালে মারা যান। হিউজ রেখে গেছেন এক কন্যা অ্যাঞ্জি এবং দুই পুত্র মাইকেল ও জনকে। তার আরেক পুত্র ক্রিস আগেই মৃত্যুবরণ করেছেন।


আরও খবর

নেটফ্লিক্স ছাড়ছেন লিন্ডসে লোহান

বৃহস্পতিবার ২৯ মে ২০২৫




নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগ দাবি বিএনপির

প্রকাশিত:বৃহস্পতিবার ২২ মে ২০২৫ | হালনাগাদ:রবিবার ১৫ জুন ২০২৫ | ৯৮জন দেখেছেন

Image


দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে সাম্প্রতিক সময়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানের কর্মকাণ্ড নিয়ে তীব্র সমালোচনা ও প্রশ্ন উঠেছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী একাধিক সংবাদ সম্মেলনে সরকারের অন্তর্বর্তী নিরাপত্তা উপদেষ্টার পদ থেকে তার অবিলম্বে পদত্যাগ এবং তার দেশের-বিদেশে অবস্থান সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য প্রকাশের দাবি জানিয়েছেন।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদবিরোধী গণতন্ত্র আন্দোলনের সময় ড. খলিলুর রহমানের কোনও উল্লেখযোগ্য ভূমিকা ছিল না। অথচ তিনি হঠাৎ করে নিরাপত্তা উপদেষ্টা পদে নিয়োগ পেয়েছেন, যা নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক সন্দেহ ও প্রশ্ন ওঠেছে। রিজভী বলেন, ‘রাষ্ট্র নিয়ে পরীক্ষা-নিরীক্ষার কোনো সুযোগ নেই,’ এবং বলেন, ‘ড. খলিলুর রহমানের বিষয়ে স্পষ্ট তথ্য দেশের জনগণের সামনে আনতে হবে।’

শুক্রবার (২২ মে) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী আরও জানান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সাম্প্রতিক মন্তব্য বিশেষত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে দেশের মানুষের মধ্যে বিস্ময়, উদ্বেগ ও ক্ষোভ তৈরি করেছে। তিনি অভিযোগ করেন, ড. খলিলুর রহমান তারেক রহমানের রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা বিনষ্ট এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যে বিভ্রান্তিকর বক্তব্য প্রদান করেছেন। এ ধরনের বক্তব্য রাষ্ট্রের উচ্চ পদে থাকা একজনের জন্য আত্মগরিমার প্রদর্শন নয়, বরং দুর্নীতিপূর্ণ ও উদ্দেশ্যপ্রণোদিত বলে তিনি উল্লেখ করেন।

গতকাল বৃহস্পতিবার (২১ মে) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে ড. খলিলুর রহমান তারেক রহমানের বিদেশে অবস্থান নিয়ে মন্তব্য করেন, যেখানে তিনি বলেন, ‘কেবলমাত্র আমি আমেরিকায় থেকেছি বলে আমাকে যদি বলা হয় আপনি বিদেশি নাগরিক, তাহলে কালকে তারেক রহমানকেও সে কথা বলতে হবে।’ রিজভী এ মন্তব্যকে ‘ধান ভানতে শিবের গীত’ বলে উল্লেখ করে বলেন, এটি উদ্দেশ্যপ্রণোদিত বিভ্রান্তি ছড়ানোর চেষ্টার অংশ।

রিজভী অভিযোগ করেন, ‘মানবিক করিডোর’ নামে দেশের অভ্যন্তরীণ বিষয়গুলো নিয়ে ড. খলিলুর রহমান বিতর্কিত মন্তব্য করে দেশের নিরাপত্তাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছেন। তিনি প্রশ্ন তোলেন, কীভাবে একজন বিতর্কিত ব্যক্তি, যাকে ‘কুশীলব’ হিসেবে অভিহিত করা হয়, জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে আসীন হতে পারেন? তিনি দাবি করেন, এ ধরনের পরিস্থিতি রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি স্বরূপ।

বিএনপির পক্ষ থেকে আরও বলা হয়, দেশের গণতন্ত্রকামী মানুষের নেতা তারেক রহমান দীর্ঘদিন ধরে নির্বাসিত জীবনে রয়েছেন, যেখানে তিনি দেশের জন্য কঠোর সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন। কিন্তু তার রাজনৈতিক অবস্থান ও বিশ্বাসযোগ্যতা নিয়ে অবৈধ ও বিভ্রান্তিমূলক প্রোপাগান্ডা চালানো হচ্ছে, যা জনগণের কাছে গ্রহণযোগ্য নয়।

রিজভী বলেন, ‘আমরা আর নতুন করে কোনো স্বৈরাচারী বা প্রভুত্ববাদের অধীনে থাকতে চাই না। দেশের মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র রক্ষার স্বার্থে এমন বিতর্কিত ব্যক্তিদের বিরুদ্ধে সঠিক তথ্য তুলে ধরার প্রয়োজন।’ তিনি সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে আহ্বান জানান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদ থেকে ড. খলিলুর রহমানকে অবিলম্বে সরিয়ে দেশে-বিদেশে তার অবস্থান সংক্রান্ত বিস্তারিত তথ্য জনগণের সামনে উন্মুক্ত করতে।

বিএনপির এই পদক্ষেপের পেছনে মূল উদ্দেশ্য হলো দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষা করা এবং রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা অক্ষুণ্ণ রাখা। রিজভীর কথায়, ‘রাষ্ট্রীয় নিরাপত্তা নিয়ে পরীক্ষা-নিরীক্ষার সুযোগ নেই, জনমনে সৃষ্ট সন্দেহ দূরীকরণ জরুরি।’


আরও খবর