Logo
আজঃ বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারী ২০২৫
শিরোনাম

আশিয়ান সম্মেলনে যোগদান শেষে সিঙ্গাপুর গেলেন রাষ্ট্রপতি

প্রকাশিত:শুক্রবার ০৮ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারী ২০২৫ | ২৫৭জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক : আসিয়ানের ৪৩তম শীর্ষ সম্মেলন এবং ১৮তম ইস্ট এশিয়া সামিটে যোগদান শেষে স্বাস্থ্য পরীক্ষার জন্য ইন্দোনেশিয়া থেকে সিঙ্গাপুর গেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

রাষ্ট্রপতি ও তার সহধর্মিণী ড. রেবেকা সুলতানাসহ সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি শুক্রবার সকালে জাকার্তার সূকর্ণ হাত্তা আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করে।

ইন্দোনেশিয়ার জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী আরিফিন তাশরিফ বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান।

আসিয়ানের চেয়ার ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোর বিশেষ আমন্ত্রণে আসিয়ান এবং ইস্ট এশিয়া সামিটে যোগ দিতে ৪ সেপ্টেম্বর ইন্দোনেশিয়া যান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আসিয়ান ও ইস্ট এশিয়া সামিটে যোগদানের পাশাপাশি রাষ্ট্রপতি ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টসহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গেও বৈঠক করেন।


আরও খবর

প্রধান উপদেষ্টার আয়নাঘর পরিদর্শন

বুধবার ১২ ফেব্রুয়ারী ২০২৫

এপ্রিল হতে পারে ইউনূস-মোদি সাক্ষাৎ

মঙ্গলবার ১১ ফেব্রুয়ারী ২০২৫




মনপুরার মেঘনায় কোষ্টগার্ড ও মৎস্য অফিসের যৌথ অভিযানে আটক বেহিন্দী জাল (ভিডিও সহ)

প্রকাশিত:সোমবার ২৭ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারী ২০২৫ | ৭৬জন দেখেছেন

https://youtu.be/XE1-XzMJ5mo

মো কামরুল হোসেন সুমন : ভোলা জেলা মনপুরা উপজেলার মৎস্য কর্মকর্তা মো কামাল হোসেন এর সার্বিক তত্তাবাধনে ভোলা জেলার  মনপুরা উপজেলায় অদ্য ২৭-জানুয়ারী- ২০২৫খ্রি রোজ সোম বার  ভোর ৬ঃ০০ ঘটিকা থেকে অভিযান পরিচালনা করে, কোস্টগার্ড কনটিনজেন্ড মনপুরা ও মৎস্য বিভাগের যৌথ উদ্যোগে উপজেলার মেঘনা নদীর ভাষন ভাঙ্গা, বদনীরচর, চর জাঙ্গালিয়া এলাকায় ব্যাপক ভাবে পাঙ্গাশ মাছ ধরার চাইয়ের সন্ধান করে কোন চাই আটক করতে পারেনি কোস্টগার্ড ও মৎস্য অফিস  এরপর অত্র এলাকা থেকে(১০) দশটি বেহুন্দিজাল আটক করে মনপুরা কোষ্টগার্ডের আউট পোষ্টে এনে আগুনে পুড়িয়ে বিনষ্ট করে এ সময় উপস্থিত ছিলেন মনপুরা উপজেলা কোষ্টগার্ড কন্টিনজেন্ট  ও মৎস্য কর্মকর্তা মো কামাল হোসেন সহ অন্যান্য কর্মকর্তাগন

মনপুরা  উপজেলা  মৎস্য কর্মকর্তা মো কামাল  হোসেন বলেন অবৈধ পাঙ্গাশ মাছ ধরার চাই ব্যাপক খোজা-খুজির পর চাই পাইনি,পরে আমরা ১০ টি ছোট মাছ ধংসকারী বেহিন্দী জাল আটক করি পরে এসব জাল আগুনে পুরে নষ্ট করা হয়েছে,আমাদের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান মৎস্য কর্মকর্তা।


আরও খবর



এখনও স্বস্তিতে ফিরেনি চালের বাজার

প্রকাশিত:শনিবার ০১ ফেব্রুয়ারী ২০২৫ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারী ২০২৫ | ৫৯জন দেখেছেন

Image

অর্থনীতি ডেস্ক : এখনও স্বস্তিতে ফিরেনি চালের বাজার। আগের দামেই বিক্রি হচ্ছে। অন্যদিকে এক সপ্তাহের ব্যবধানে কিছুটা কমেছে ব্রয়লার ও সোনালি মুরগি এবং আলুর দাম। এছাড়াও পেঁয়াজের পাইকারি দাম কিছুটা বাড়লেও এর প্রভাব খুচরা বাজারে পড়েনি। সবজির দামে স্বস্তিতে রয়েছেন ক্রেতারা। তবে উদ্বেগের বিষয় হলো বাজারে সরবরাহ কম বোতলজাত সয়াবিন তেলের।

সম্প্রতি রাজধানীর কাওরান বাজার, শেওড়াপাড়া, আগারগাঁও তালতলা, মোহাম্মদপুর কৃষি মার্কেট ও হাতিরপুল বাজার বিশ্লেষণে এমন তথ্য দিচ্ছে।

বিক্রেতাদের ভাষ্য, গত দুই সপ্তাহ ধরে ব্রয়লার ও সোনালি মুরগির দাম কমতির দিকে। এক কেজি ব্রয়লার মুরগির দাম ছিল ২০০-২১০ টাকা। এরপর সাত-আট দিন আগে কেজিতে ১০ টাকা করে কমেছিল দাম। আর গতকাল তা আরও ১০ টাকা কমে ১৮০-১৯০ টাকায় বিক্রি হয়েছে প্রতি কেজি ব্রয়লার, অর্থাৎ দুই সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির কেজিতে দাম কমেছে ২০ টাকা।

গত সপ্তাহে প্রতি কেজি সোনালির দাম ছিল ৩০০-৩৩০ টাকা। গতকাল এই প্রজাতির মুরগি বিক্রি হয়েছে ২৮০-৩১০ টাকা দরে। সোনালি মুরগির দামও কেজিতে ২০ টাকা করে কমেছে। তবে অপরিবর্তিত রয়েছে ফার্মের মুরগির ডিমের দাম। বাজারভেদে এক ডজন ডিমের দাম রাখা হয় ১২৫-১৩০ টাকা। পাড়া-মহল্লার দোকানে অবশ্য আরও ৫-১০ টাকা বেশি দাম রাখা হয়।

বাজারে এখন মূলত নতুন দেশি পেঁয়াজই বিক্রি হচ্ছে। হাতে গোনা কিছু দোকানে আমদানি করা পেঁয়াজ পাওয়া যায়। আর সরবরাহ বেশি থাকায় পেঁয়াজের দাম তুলনামূলক কম। খুচরা পর্যায়ে গতকাল এক কেজি পেঁয়াজ ৫০-৬০ টাকায় বিক্রি হয়েছে, যা গত সপ্তাহেও একই ছিল। কারওয়ান বাজারের পেঁয়াজ বিক্রেতারা জানিয়েছেন, গত দুই দিনে পাইকারি পর্যায়ে পেঁয়াজের দাম দুই-তিন টাকা করে বেড়েছে। যদিও এর প্রভাব এখনো খুচরায় দেখা যায়নি।

অন্যান্য মসলা পণ্যের মধ্যে প্রতি কেজি রসুন ২৩০-২৪০ টাকা, আমদানি করা আদা ২৩০-২৪০ টাকা ও দেশি আদা ১২০-১৩০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও লবঙ্গ, দারচিনি, গোল মরিচের দাম অল্প বাড়লেও, এলাচের দাম কেজিপ্রতি বেড়েছে ২৫০ থেকে ৩০০ টাকা।

তবে বাজারে আলুর দাম তুলনামূলকভাবে বেশ কম। বাজারভেদে এক কেজি আলু বিক্রি হয়েছে ২০-২৫ টাকায়, যা এক সপ্তাহ আগে ছিল ২৫-৩০ টাকা। অর্থাৎ, কেজিতে পাঁচ টাকা দাম কমেছে। সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য অনুসারে, গত এক মাসের ব্যবধানে আলুর দাম কমে প্রায় অর্ধেক হয়েছে। গত বছরের তুলনায়ও আলুর দাম এখন কম।

মাসখানেক আগে বাজারে চালের দাম কেজিতে পাঁচ থেকে আট টাকা পর্যন্ত বেড়েছিল। পরে সরকার চালের শুল্ক কমায় ও আমদানি করার অনুমতি দেয়। তবে এসব উদ্যোগেও চালের দাম কমেনি।

এ বিষয়ে বিক্রেতাদের ভাষ্য, ধানের দাম বাড়ার কারণে চালকলমালিকেরা চালের দাম বাড়িয়েছেন। গতকাল ঢাকার তিন বাজার ঘুরে দেখা গেছে, এক কেজি মিনিকেট ও নাজিরশাইলের মতো সরু চাল ৮০ থেকে ৯০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া প্রতি কেজি মোটা চাল ৫৪ থেকে ৫৮ টাকা ও মাঝারি ধরনের ব্রি-২৮ ও ব্রি-২৯ চাল ৬০-৬৬ টাকায় বিক্রি হয়েছে।

সবজির বাজার এখন ভোক্তাদের স্বস্তির জায়গা। শীত মৌসুম থাকায় বাজারে সবজির সরবরাহ ভালো; দামও কম। অবশ্য তিন-চার সপ্তাহ ধরেই বাজারে কম দামে সবজি বিক্রি হচ্ছে। শীতের সবজির মধ্যে বর্তমানে টমেটো, ফুলকপি, বাঁধাকপি, ব্রকলি, শালগম, মুলা প্রভৃতি পণ্যের চাহিদা বেশি।

বাজারভেদে প্রতিটি ফুলকপি ১৫-২০ টাকা, বাঁধাকপি ও ব্রকলি ২৫-৩০ টাকায় বিক্রি হয়েছে। এ ছাড়া প্রতিকেজি মুলা ২০ টাকা; মিষ্টিকুমড়া, শালগম ও পেঁয়াজ কলি ৩০-৩৫ টাকা; শিম ২০-৪০ টাকা; শসা, বেগুন, টমেটো ও লাউ ৩০-৬০ টাকা, পেঁপে ৪০-৫০ টাকা এবং কাঁচামরিচ ৪০-৬০ টাকায় বিক্রি হচ্ছে। অবশ্য বাজারে মাছ-মাংসের দামে তেমন পরিবর্তন নেই। গতকাল প্রতি কেজি কই (চাষের) ২৮০ টাকা, তেলাপিয়া ২৫০ টাকা, পাঙাশ ২২০ টাকা, রুই ৩৫০-৩৮০ টাকায় বিক্রি হয়েছে। এ ছাড়া এক কেজি আকারের ইলিশের দাম রাখা হচ্ছে ২৭০০-২৮০০ টাকা।

রুই, তেলাপিয়া, পাঙাসসহ অন্যান্য মাছের দাম অপরিবর্তিত থাকলেও ইলিশের দাম বেশ চড়া।

এদিকে রাজধানীর বেশিরভাগ দোকানে বোতলজাত সয়াবিন তেল মিলছে না বললেই চলে। আর কিছু দোকানে পাওয়া গেলেও সেগুলোতে গায়ে লেখা দামের চেয়ে ৫ থেকে ১৫ টাকা বেশি রাখছেন বিক্রেতারা।

বাজারে বোতলজাত সয়াবিন তেলের তীব্র সংকটে ভোগান্তিতে পড়ছেন সাধারণ ক্রেতারা। ক্রেতা ধরতে অনেক বিক্রেতা এখন খোলা সয়াবিন তেল বিক্রি শুরু করেছেন। অনেকে আবার তেল রাখছেন শুধু নিয়মিত ক্রেতাদের জন্য।

একজন ডিলার নাম প্রকাশ না করার শর্তে বলেন, আগামী রমজানের আগে তেলের দাম আরেক দফা বাড়াতে চায় কোম্পানিগুলো। ফলে তারা যেমন বাজারে সরবরাহ কমিয়েছে, আবার যেটুকু তেল বাজারে আসছে সেটাও পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা মজুত করছেন। আসন্ন রমজানে তেলের দাম বাড়বে, এটি এখন ‘ওপেন সিক্রেট’।

গত ডিসেম্বরের শুরুর দিকে প্রতি কেজি সয়াবিন তেলে ৮ টাকা বাড়িয়েছিল সরবরাহকারী কোম্পানিগুলো। এছাড়া নতুন সরকার তেল আমদানিতে শুল্ক ছাড় দিয়েছে। এতে প্রতি কেজি ভোজ্যতেল আমদানিতে শুল্ককর ১০ থেকে ১১ টাকা কমেছে। এরপরও আমদানি বাড়েনি; বরং বাজারে বোতলজাত তেলের সংকট তৈরি করেছে কোম্পানিগুলো।

খুচরা বিক্রেতারা বলছেন, বাজারে সয়াবিনের এক, দুই ও পাঁচ লিটারের বোতলের সরবরাহ একেবারে নেই বললেই চলে। পরিবেশকদের কাছে বারবার তাগাদা দিয়েও তেল পাচ্ছেন না তারা। কোম্পানিগুলো কৃত্রিম সংকট তৈরি করে সুবিধা নেওয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ এসব বিক্রেতার।


আরও খবর

৬ দফায় কত বাড়ল স্বর্ণের দাম?

বুধবার ১২ ফেব্রুয়ারী ২০২৫




শিমার মেডিকেলে ভর্তি অনিশ্চিত

প্রকাশিত:মঙ্গলবার ২৮ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:বুধবার ১২ ফেব্রুয়ারী ২০২৫ | ৬৫জন দেখেছেন

Image

খোরশেদ রনি : লক্ষ্মীপুরের কমলনগরে মেধাবী শিক্ষার্থী শিমা আক্তার কুষ্টিয়া মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। তবে অর্থের অভাবে তার ভর্তি নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। দরিদ্র পরিবারের পক্ষে কোনোভাবেই তার ভর্তিসহ পড়ালেখার খরচ বহন করা সম্ভব হচ্ছে না।

এদিকে শিমার ভর্তি নিয়ে শঙ্কার ঘটনাটি জেলা ও উপজেলা প্রশাসনের নজরে এসেছে। সোমবার সন্ধ্যায় জেলা প্রশাসক রাজীব কুমার সরকার মেধাবী শিমার মেডিকেলে ভর্তিতে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। মঙ্গলবার সকালে আনুষ্ঠানিকভাবে তাকে সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন ডিসি।

শিমা কমলনগর উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরজাঙ্গালীয়া গ্রামের আলী আহমেদের মেয়ে। তারা ৬ ভাই-বোন। এর মধ্যে সে পরিবারের পঞ্চম সন্তান।

জানা গেছে, সীমা ২০২১ সালে চরকালকিনি আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ ৪ দশমিক ৮৯ পেয়ে লক্ষ্মীপুর সরকারি কলেজে বিজ্ঞান বিভাগে ভর্তি হয়। ভাড়ার অভাবে নিয়মিত কলেজ যেতে পারত না সে। এরপরও ২০২৩ সালে সে জিপিএ ৪ দশমিক ৮৩ পেয়ে এইচএসসি পাস করে। এরপর সে মেডিকেলে ভর্তির জন্য প্রস্তুতি নেন।

তবে প্রথমবার কোথাও ভর্তি হতে পারেনি। তবে পুনরায় ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে ৪৩১৬তম স্থান অর্জন করে কুষ্টিয়া মেডিকেল কলেজে সুযোগ পায়।

শিমার মা আয়েশা বেগম বলেন, ‘পড়ালেখার প্রতি শিমার আগ্রহ বেশি। অনেক কষ্ট করে তার পড়ালেখার খরচ চালিয়ে এসেছি। অভাব-অনটনের মধ্যে তাকে মেডিকেলে ভর্তি করা আমাদের পক্ষে সম্ভব নয়।’

শিমা আক্তার বলেন, ‘দারিদ্র্যকে জয় করা গুণীজনের জীবনী পড়ে আমি অনুপ্রাণিত হয়েছি। আমি শুরু থেকেই মেডিকেলে পড়ার স্বপ্ন দেখেছি। প্রথমবার না পারলেও এবার আমি ভর্তির সুযোগ পেয়েছি। আমার এ সাফল্যে আমার মা, ভাই ও শিক্ষকরা আমাকে সর্বোচ্চ সহযোগিতা করেছে। আমার স্বপ্ন পূরণে সবার সহযোগিতা প্রয়োজন।’

চরকালকিনি আদর্শ উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষক মাহমুদুর রহমান বেলায়েত জানান, অভাবে শিমার পড়ালেখা বন্ধ হওয়ার উপক্রম হয়। পরে বিদ্যালয়ের তার সব খরচ মওকুফ করা হয়েছিল। তবে সে মেধাবী শিক্ষার্থী। সামনে তার উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে।

লক্ষ্মীপুর জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বলেন, ‘শিমা নামে এক ছাত্রী মেডিকেলে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। কিন্তু আর্থিক কারণে তার ভর্তি অনিশ্চিত হয়ে পড়েছে শুনেছি। তার ভর্তি নিশ্চিত করতে জেলা ও কমলনগর উপজেলা প্রশাসন সর্বোচ্চ সহযোগিতা করবে।’


আরও খবর



প্রধান উপদেষ্টার আয়নাঘর পরিদর্শন

প্রকাশিত:বুধবার ১২ ফেব্রুয়ারী ২০২৫ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারী ২০২৫ | ২৬জন দেখেছেন

Image

ডেস্ক রিপোর্ট : প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ বুধবার ঢাকায় গোপন বন্দিশালা ও নির্যাতন সেল হিসেবে পরিচিত ‘আয়নাঘর’ পরিদর্শন করেছেন। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ এ কথা জানান।

এ সময় প্রধান উপদেষ্টার সঙ্গে উপদেষ্টা পরিষদের সদস্য, গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সদস্য, দেশি-বিদেশি গণমাধ্যমকর্মী ও ভুক্তভোগীরা উপস্থিত ছিলেন।

প্রধান উপদেষ্টা ড. ইউনূস ঢাকার উত্তরা, আগারগাঁও ও কচুক্ষেতের তিনটি স্পট পরিদর্শন করেন। 

এ সময় ভুক্তভোগীরা নির্যাতনের ভয়াবহতার প্রতীক হিসেবে কচুক্ষেত বন্দিশালার দেয়ালগুলো দেখান। এছাড়া আগারগাঁও বন্দিশালায় একটি ইলেকট্রিক চেয়ার দেখানো হয় প্রধান উপদেষ্টাকে।

স্বৈরশাসক শেখ হাসিনার শাসনামলে এসব গোপন বন্দিশালায় জিজ্ঞাসাবাদের নামে আটক ব্যক্তিদের ওপর ভয়াবহ নির্যাতন চালানো হতো।


আরও খবর

এপ্রিল হতে পারে ইউনূস-মোদি সাক্ষাৎ

মঙ্গলবার ১১ ফেব্রুয়ারী ২০২৫




রায়পুরে বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশিত:বৃহস্পতিবার ০৬ ফেব্রুয়ারী ২০২৫ | হালনাগাদ:মঙ্গলবার ১১ ফেব্রুয়ারী ২০২৫ | ৩৬জন দেখেছেন

Image

খোরশেদ রনি : লক্ষ্মীপুরের রায়পুরে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। 

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) সকাল ৯টায় রায়পুর এলএম মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে শুরু হয়ে রায়পুর বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে এই র‍্যালি শেষ হয়। এতে শিবিরের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিতি লক্ষ্য করা যায়।

র‍্যালিতে শিবিরের লক্ষ্মীপুর জেলা সভাপতি আবদুর রহমান ছাড়াও শিবিরের সাবেক জেলা ও শহর সভাপতি অ্যাড. আবদুল আউয়াল রাসেল, সাবেক জেলা ও শহর সভাপতি ফজলুল করিম, সাবেক জেলা সভাপতি সাইফুদ্দিন রাকিব, জেলা সাহিত্য সম্পাদক আবদুল মোতালেব, জেলা মাদ্রাসা ও দাওয়াহ বিষয়ক সম্পাদক হযরত আলীসহ রায়পুরের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

র‍্যালি শেষে সমাপনী বক্তব্যে শিবিরের জেলা সভাপতি বলেন, " শিবির এদেশের স্বাধীনতা স্বার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী। তাই আগেও যারা শিবিরের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত ছিলো তারা আজ দেশ থেকে বিতাড়িত হয়েছেন। আগামীতেও যারা শিবিরের বিরুদ্ধাচারণ করবেন, তাদেরকেও জনগণ বয়কট করবে।"


আরও খবর