Logo
আজঃ শনিবার ১৪ ডিসেম্বর ২০২৪
শিরোনাম
সিলেটে মধ্যরাতে হামলার শিকার ‘আত্মগোপনে থাকা’ আওয়ামী লীগ নেতা মিসবাহ জামিনে মুক্তি পেলেন পল্লী বিদ্যুৎ সমিতির ৯ কর্মকর্তা অন্তর্বর্তী সরকার সংবাদপত্রে বিন্দুমাত্র হস্তক্ষেপ করেনি : প্রেস সচিব আইনি ঝামেলায় জড়িয়ে পড়েছেন দক্ষিণ ভারতীয় সুপারস্টার আল্লু অর্জুন ৩১ রানের ইনিংসে ৩ মাইলফলকে বাবর আজম অভিশংসন ভোটের মুখে পড়তে যাচ্ছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট জবাই করে হত্যা মামলার পলাতক আসামী গ্রেফতার। জয়কে অপহরণ ও হত্যার ষড়যন্ত্র মামলায় দণ্ডিত বিএনপি নেতা মিজানুরের জামিন একুশে পদকপ্রাপ্ত শিল্পী পাপিয়া সারোয়ার মারা গেছেন মিয়ানমারে বাংলাদেশ সীমান্তবর্তী শহর থেকে শত শত সৈন্যসহ জেনারেল আটক

রোনালদোর ৬৪তম হ্যাটট্রিকে বিধ্বস্ত আল তাই

প্রকাশিত:রবিবার ৩১ মার্চ ২০২৪ | হালনাগাদ:শনিবার ১৪ ডিসেম্বর ২০২৪ | ৪৫৮জন দেখেছেন

Image

দারুণ ছন্দে এগিয়ে চলা ক্রিস্তিয়ানো রোনালদো জ্বলে উঠলেন আবার। হ্যাটট্রিক উপহার দিলেন এই পর্তুগিজ তারকা। বড় জয় পেল তার দল আল নাসের। সৌদি প্রো লিগে শনিবার (৩০ মার্চ) রাতে ঘরের মাঠে আল তাইয়ের বিপক্ষে আল নাসেরের জয় ৫-১ গোলে। 

২০তম মিনিটে ওতাভিওর গোলে এগিয়ে যায় আল নাসের। দুই মিনিট পর সমতা টানেন আল তাইয়ের ভার্জিল। ৩৬তম মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন এই ডাচ ফরোয়ার্ড। প্রথমার্ধের যোগ করা সময়ে আব্দুল রাহমানের গোলে আবার এগিয়ে যায় আল নাসের।

৬৪তম মিনিটে প্রথম গোলের দেখা পান রোনালদো। সাদিও মানের পাসে বক্সের ভেতর থেকে ডান পায়ের শটে গোলটি করেন ৩৯ বছর বয়সী ফরোয়ার্ড। ৬৭তম মিনিটে নিজের দ্বিতীয় গোলে ব্যবধান বাড়ান তিনি। সতীর্থের প্রচেষ্টা পোস্টে লাগার পর কাছ থেকে শটে বল জালে পাঠান পাঁচবারের বর্ষসেরা ফুটবলার। আর ৮৭তম মিনিটে কাছ থেকে হেডে হ্যাটট্রিক পূর্ণ করেন সাবেক রেয়াল মাদ্রিদ ফরোয়ার্ড। রোনালদোর ক্যারিয়ারের ৬৪তম হ্যাটট্রিক এটি। এর চারটি আল নাসেরের হয়ে, ৫৮ ম্যাচে। ৩০টি হ্যাটট্রিক করেন তিনি বয়স ৩০ হওয়ার আগে। আর বয়স ৩০ হওয়ার পর তার হ্যাটট্রিক হলো ৩৪টি।

চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে আল নাসেরের হয়ে রোনালদোর গোল এখন ৩৩টি। ২৫ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে লিগের দ্বিতীয় স্থানে আছে আল নাসের। সমান ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে শীর্ষে আল হিলাল।


আরও খবর

শীতকালীন ইবাদতের গুরুত্ব

বুধবার ১১ ডিসেম্বর ২০২৪




সংস্কারের জন্য ৩-৪ মাসের বেশি সময়ের প্রয়োজন দেখে না বিএনপি

প্রকাশিত:সোমবার ০৯ ডিসেম্বর ২০২৪ | হালনাগাদ:শনিবার ১৪ ডিসেম্বর ২০২৪ | ৭২জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিনিধি : সংস্কারের জন্য তিন বা চার মাসের বেশি সময়ের প্রয়োজন দেখে না বিএনপি। দলের গঠিত সংবিধান সংস্কার কমিটির সদস্যরা মনে করেন- নতুন করে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা করা সময়ের অপচয়। সোমবার (৯ ডিসেম্বর) বিএনপির গুলশান অফিসে সংবাদ সম্মেলনে তারা একথা বলেন।

এ সময় নেতারা বলেন- যাদের নেতৃত্বে নির্বাচনী প্রক্রিয়া কলঙ্কিত হয়েছে তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্হা নেয়া এবং অভিযুক্তদের আগামীতে কোন নির্বাচনী কাজে আর যুক্ত না করার সুপারিশ করা হয়েছে। বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা না করে বরং হালনাগাদের পরামর্শ তাদের।

এ সময় সংবিধানে আরপিও সংশোধন, সীমানা নির্ধারণ, নির্বাচনী কর্মকর্তাদের ভূমিকা, এনআইডির ক্ষমতা ইসিতে অপর্ণসহ নির্বাচন সংক্রান্ত ১৭টি সুপারিশ তুলে ধরেন তারা। যারা দীর্ঘদিন ভোট দিতে পারেনি তাদেরকে একটি সুষ্ঠু পরিবেশের মাধ্যমে কেন্দ্রে নিতে চায় বলেও জানান বিএনপি নেতারা।


আরও খবর



পুষ্পা টু’র প্রিমিয়ারে ভক্তের মৃত্যু, আল্লু অর্জুনের বিরুদ্ধে মামলা

প্রকাশিত:সোমবার ০৯ ডিসেম্বর ২০২৪ | হালনাগাদ:শনিবার ১৪ ডিসেম্বর ২০২৪ | ৮৫জন দেখেছেন

Image

বিনোদন ডেস্ক : হায়দরাবাদে ‘পুষ্পা টু’ ছবির প্রিমিয়ারে ঘটে যায় এক মর্মান্তিক দুর্ঘটনা! ভক্তদের অতিরিক্ত হুড়োহুড়ির কারণে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় রেবতী নামের এক নারীর। তার এই মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে আইনি ঝামেলায় পড়েছেন এই ছবির নায়ক আল্লু অর্জুন।

ভারতীয় গণমাধ্যমের খবর, শুধু এই প্যান ইন্ডিয়ান তারকার বিরুদ্ধেই নয়, তার নিরাপত্তারক্ষী ও থিয়েটার কর্তৃপক্ষের বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়েছে।

গত বুধবার (৪ ডিসেম্বর) রাতে হায়দরাবাদে আরটিসি ক্রসরোডসের চিক্কদপল্লীর সন্ধ্যা থিয়েটারে রাত সাড়ে নয়টায় ‘পুষ্পা ২: দ্য রুল’ ছবির প্রিমিয়ারের আয়োজন ছিল। থিয়েটারের বাইরে ভক্ত-অনুরাগীদের ছিল উপচে পড়া ভিড়। এমনকি, ভিড় সামলাতে হিমশিম খাচ্ছিল পুলিশ।

যখন থিয়েটারের সামনে প্রবেশ করেন দক্ষিণী সিনেমার সুপারস্টার আল্লু অর্জুন, তখন তাকে সামনে থেকে দেখতে গিয়েই অনুরাগীদের মধ্যে উত্তেজনা শুরু হয়। এই পরিস্থিতিতেই পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ৩৫ বছর বয়সী রেবতীর। সঙ্গে ছিল তার ৯ বছরের ছেলে শ্রীতেজ। থিয়েটারে অস্বাভাবিক ভিড়ের কারণে দম বন্ধ হয়ে গিয়েছিল তার। শিশুটির অবস্থা এখনও আশঙ্কাজনক বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

চিক্কদপল্লী পুলিশ স্টেশনে আল্লু অর্জুন, তার নিরাপত্তারক্ষী ও প্রেক্ষাগৃহের মালিকের বিরুদ্ধে সেকশন ১০৫ এবং ১১৮ (১) ধারায় মামলা করেছে রেবতীর পরিবার। তাদের বক্তব্য, আল্লুর আগমনের কোনো আগাম খবর দেয়া হয়নি। ওই থিয়েটারের পক্ষ থেকে নিরাপত্তাজনিত কোনো ব্যবস্থা নেয়া হয়নি বলেও রেবতীর পরিবারের অভিযোগ।

থিয়েটার কর্তৃপক্ষের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছে পুলিশ। তাদের দাবি, অভিনেতা আল্লুর টিম কিংবা ওই প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষের কাছ থেকে পর্যাপ্ত তথ্য পায়নি তারা। ফলে থিয়েটারে ভিড় নিয়ন্ত্রণের জন্য পর্যাপ্ত পুলিশ আগে থেকে মোতায়েন করা যায়নি।


আরও খবর



সিরাজগঞ্জে নিরাপদ অভিবাসন দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

প্রকাশিত:বৃহস্পতিবার ১২ ডিসেম্বর ২০২৪ | হালনাগাদ:শনিবার ১৪ ডিসেম্বর ২০২৪ | ৩৬জন দেখেছেন

Image
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ রুবেল সরকার :
 
ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি সিরাজগঞ্জের আয়োজনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নির্দেশনার প্রেক্ষিতে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর সার্বিক তত্ত্বাবধানে, বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল ১০ টায় সিরাজগঞ্জ আইএমটি কনফারেন্স রুমে উক্ত সেমিনারে মেরিন অব টেকনোলজি সিরাজগঞ্জের অধ্যক্ষ মো. জয়নাল আ‌বেদীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব লিটুস লরেন্স চিরান, এসময়ে তিনি তার বক্তব্য বলেন, যারা বিদেশে যাবেন তারা অবশ্যই কারিগরি প্রশিক্ষণ গ্রহণ করে, দক্ষ জনশক্তি হয়ে, নিয়ম মেনে বিদেশ যাবেন। কেউ দালাল চক্রের হাত ধরে বিদেশ যাবেন না। এতে করে মহাবিপদে পড়বেন। বর্তমান সরকার দক্ষতা উন্নয়ন এবং অন্যান্য বিষয়গুলো গুরুত্ব দিয়ে দেখছেন। দেশের ৬৪ জেলাতে টিটিসি ও কর্মসংস্থান ও জনশক্তি অফিস রয়েছে এবং ব্র্যাক এ বিষয়ে পরামর্শ দিচ্ছে তাই বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ নিয়ে ভাষাজ্ঞান অর্জন করে পাসপোর্ট ভিসা, নিবন্ধন করেই নিরাপদ ভাবে বিদেশ গমন করবেন। চতুর্থ শিল্প বিপ্লব মোকাবিলায় নিজেদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে সকলকে এখন থেকেই প্রস্তুত হতে হবে।
 
নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ প‌লি‌টেক‌নিক ইন‌স্টি‌টিউটের অধ‌্যক্ষ প্রকৌশলী মো: ফজলুলহক, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আনোয়ার হোসেন।
 
উক্ত সেমিনারে ভিডিও প্রজেক্টেরের মাধ্যমে মূলবিষয়বস্তু উপস্থাপন এবং সঞ্চালনা করেন, আইএমটি সিরাজগঞ্জের ইন্সট্রাক্টর (ইলেকট্রক্যাল) মোঃ জাহাঙ্গীর আলম।
 
এসময় সে‌মিনা‌রে শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, মসজিদের ইমাম সহ বিভিন্ন পেশাজীবি মানুষ সেমিনারে অংশগ্রহণ করেন।

আরও খবর



জামিনে মুক্তি পেলেন পল্লী বিদ্যুৎ সমিতির ৯ কর্মকর্তা

প্রকাশিত:শনিবার ১৪ ডিসেম্বর ২০২৪ | হালনাগাদ:শনিবার ১৪ ডিসেম্বর ২০২৪ | ১৫জন দেখেছেন

Image

নিজেস্ব প্রতিবেদক: প্রায় আড়াই মাস কারাভোগের পর জামিনের মুক্ত হলেন পল্লী বিদ্যুৎ সমিতির ৯ কর্মকর্তা। উচ্চ আদালত থেকে জামিন পাওয়ায় গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি লাভ করেন তারা।


মুক্তি পাওয়া কর্মকর্তারা হলেন ব্রাক্ষণবাড়িয়া নবীনগরের ডেপুটি জেনারেল ম্যানেজার আসাদুজ্জামান ভূঁইয়া, মাগুরার ডেপুটি জেনারেল ম্যানেজার রাহাত, নেত্রকোনার সহকারী জেনারেল ম্যানেজার মনির হোসেন, মুন্সিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী জেনারেল ম্যানেজার রাজন কুমার দাস, সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর বেলাল হোসেন, কুমিল্লার ডেপুটি জেনারেল ম্যানেজার দীপক কুমার সিংহ, লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম আলী হাসান মোহাম্মদ আরিফুল ইসলাম, ব্রাক্ষণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী জেনারেল ম্যানেজার (আইটি) এস কে শাকিল আহমেদ ও ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সহকারী জেনারেল ম্যানেজার সালাউদ্দিন। প্রায় আড়াই মাস কারাভোগের পর উচ্চ আদালত থেকে জামিন পান তারা।


আইনজীবী অ্যাডভোকেট আনোয়ার শাহাদাত বলেন, ‘আসামিরা কেউ রাষ্ট্রবিরোধী নয় বরং রাষ্ট্রের পক্ষেই আন্দোলন করেছে। যে ধারায় এই মামলাটি করা হয়েছে সেই ধারায় এই মামলাটি চলে না। মূলত একটি মহলের ইন্ধনে ক্ষমতার অপব্যবহার করে মামলাটি করা হয়েছে। প্রকৃতপক্ষে পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও সমিতির মধ্যে পেশাগত বৈষম্য, বোর্ডের সরবরাহ করা নিম্নমানের মালামাল ও দুর্নীতি-অনিয়ম নিয়ে কথা বলাতেই রোষানালে পড়তে হয়েছে সমিতির কর্মকর্তা কর্মচারীদের। একটি বৈষম্যের বিরুদ্ধে কথা বলতে গিয়েই তাদের এই পরিণতি হয়েছে। যা নতুন বাংলাদেশে ২৪-এর গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার পরিপন্থী।’


আনোয়ার শাহাদাত বলেন, ‘রাষ্ট্রদ্রোহী মামলা করতে হলে যেই ধরনের ফৌজধারী কার্যবিধি ও প্রসিডিউর অনুসরণ করতে হয় এই মামলার ক্ষেত্রে তা প্রতিপালন করা হয়নি। এই মামলার কোনো মেরিট নেই মিনিং লিস্ট একটি মামলা। আদালত বিষয়টি অনুধাবন করে আসামিদের জামিন দিয়েছেন।’


এর আগে ১৭ অক্টোবর খিলক্ষেত থানায় মামলা করেন পল্লী বিদ্যুতায়ন বোর্ড খিলক্ষেত থানার পরিচালক প্রশাসন (আইন শাখার) আরশাদ হোসেন। মামলায় তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও সাইবার নিরাপত্তা আইনের অভিযোগ আনা হয়।


পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীদের দাবি, পল্লী বিদ্যুৎ সিস্টেমসংস্কার করে বোর্ড ও সমিতিকে একীভূত করণ এবং অনিয়মিত কর্মীদের নিয়মিতকরণের যৌক্তিক দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন করে আসছে পল্লী বিদ্যুৎ সমিতির ৪৫ হাজার কর্মকর্তা কর্মচারীরা। দাবির যৌক্তিকতা বিবেচনায় সরকার একাধিক কমিটিও করে দিয়েছিল। সেই কমিটি আলোচনার জন্য একাধিক মিটিংও করেছে।


হঠাৎ করেই সরকার পরিবর্তনের পর কর্মচারীদের ন্যায্য দাবি মেনে না নিতে নানা ধরনের হয়রানিমূলক পদক্ষেপ নেয় পল্লী বিদ্যুতায়ন বোর্ড। এরপর সমিতির ২৪ কর্মকর্তাকে চাকরিচ্যুত, অন্যান্য শতাধিক কর্মকর্তা কর্মচারীদের সংযুক্ত ও স্ট্যান রিলিজ, হয়রানিমূলক বদলীসহ একেরপর এক শাস্তিমূলক ব্যবস্থা নিতে থাকে। শুধু তাই নয় বোর্ডের এমন পদক্ষেপে অস্থিতিশীল হয়ে পড়ে পল্লী বিদ্যুৎ খাত। একপর্যায়ে রাষ্ট্রদ্রোহিতা, সাইবার নিরাপত্তা আইনে পৃথক তিনটি মামলা করে বোর্ড। এমন পদক্ষেপে ক্ষুব্ধ হয় পল্লী বিদ্যুৎ সমিতির ৪৫ হাজার কর্মকর্তা-কর্মচারী। আড়াই মাস পর কর্মকর্তারা জামিন লাভ করায় স্বস্তি প্রকাশ করেছেন পল্লী বিদ্যুৎ সমিতির ৪৫ হাজার কর্মকর্তা-কর্মচারীরা।


আরও খবর



রাজবাড়ীতে ২৬ কেজি গাঁজাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত:বৃহস্পতিবার ১২ ডিসেম্বর ২০২৪ | হালনাগাদ:শনিবার ১৪ ডিসেম্বর ২০২৪ | ৫১জন দেখেছেন

Image

রাজবাড়ী প্রতিনিধি: র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানাধীন দৌলতদিয়া ইউনিয়নের সাইনবোর্ড এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী বিপুল পরিমান অবৈধ মাদক মজুদ করে রেখেছে।

উক্ত সংবাদ প্রাপ্তির পর র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের উক্ত আভিযানিক দল অদ্য ১১ ডিসেম্বর ২০২৪ খ্রিঃ তারিখ দুপুর আনুমানিক ১৩:২০ ঘটিকায় উল্লেখিত এলাকায় একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ৭,৮০,০০০/- (সাত লক্ষ আশি হাজার) টাকা মূল্যমানের ২৬ (ছাব্বিশ) কেজি গাঁজাসহ ০১ জন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম ১। মোঃ ইউসুফ আলী (৩২), পিতা- মৃত ওয়াস কুরনী, সাং-ইটভাটা পাড়া, ডাকঘরঃ বদরগঞ্জ, থানা- চুয়াডাঙ্গা সদর, জেলা- চুয়াডাঙ্গা বলে জানা যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে অবৈধ পন্থায় গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজাবাড়ীসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।

গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে একটি মাদক মামলা রুজু করতঃ সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।


আরও খবর