Logo
আজঃ শনিবার ০২ ডিসেম্বর 2০২3
শিরোনাম

নতুন মহামারির শঙ্কায় বিশ্ব, প্রাণ হারাতে পারেন ৫ কোটি মানুষ

প্রকাশিত:মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:শনিবার ০২ ডিসেম্বর 2০২3 | ১১৫জন দেখেছেন

Image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যের একজন রোগ বিশেষজ্ঞ হুঁশিয়ারি দিয়েছেন, ‘এক্স’ নামের একটি রোগের প্রভাবে বিশ্বব্যাপী দেখা যেতে পারে আরেকটি মহামারি। যেটি পুরো বিশ্বকে নাড়িয়ে দেওয়া করোনা মহামারির চেয়েও ভয়াবহ হতে পারে।

কেট বিংগ্যাম নামের এই বিশেষজ্ঞ ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের সঙ্গে এক সাক্ষাৎকারে গত ২২ সেপ্টেম্বর এমন হুঁশিয়ারি দিয়েছেন। কেট বিংগ্যাম ২০২০ সালের মে থেকে ডিসেম্বর পর্যন্ত যুক্তরাজ্যের ভ্যাকসিন টাস্কফোর্সের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন।

তিনি বলেছেন, ‘এক্স’ নামের রোগটির ভয়াবহতা— ১৯১৯-১৯২০ সাল পর্যন্ত বিশ্বব্যাপী তাণ্ডব চালানো স্প্যানিশ ফ্লুর মতো হবে। নতুন এ রোগটিকে ‘এক্স’ হিসেবে নামকরণ করেছে জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক সহযোগী সংস্থা বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, ‘এক্স’ নামের রোগটি একটি ভাইরাস, একটি ব্যাকটেরিয়াম এবং ফাঙ্গাস হতে পারে। আর এই রোগের চিকিৎসা দেওয়ার মতো কোনো ওষুধ থাকবে না।

এই ব্রিটিশ রোগ বিশেষজ্ঞ আশঙ্কা প্রকাশ করেছেন, এই রোগটির কারণে বিশ্বব্যাপী ৫ কোটি মানুষের মৃত্যু হতে পারে।

তিনি বলেছেন, ‘আমাকে বিষয়টি এভাবে রাখতে দিন: ১৯১৮-১৯ সালের ফ্লু মহামারিতে বিশ্বব্যাপী ৫ কোটি মানুষের মৃত্যু হয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধে যত মানুষ নিহত হয়েছিলেন; এ সংখ্যাটি তার দ্বিগুণ। বর্তমানে বিদ্যমান ভাইরাসগুলোর যে কোনো একটিতে একই সংখ্যক প্রাণহানি হতে পারে।’ তিনি আরও বলেছেন, যদি ‘এক্সের’ হুমকি মোকাবিলা করতে হয় তাহলে বিশ্বব্যাপী রেকর্ড সময়ের মধ্যে ভ্যাকসিন কার্যক্রম চালাতে হবে। গত মে মাসে নিজেদের ওয়েবসাইটে প্রথমবার ‘এক্স’ রোগের কথাটি উল্লেখ করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা।


আরও খবর



গরিব রোগীদের জন্য নিরবচ্ছিন্ন ভালব সরবরাহের দাবি

প্রকাশিত:মঙ্গলবার ০৭ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ৩০ নভেম্বর ২০২৩ | ৪৫জন দেখেছেন

Image

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে আসা গরিব রোগীদের বিনামূল্যে ভালব প্রতিস্থাপনের লক্ষ্যে সরকারিভাবে নিরবচ্ছিন্ন ভালব সরবরাহের দাবি জানিয়েছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল। এতে রোগীদের অন্তত এক থেকে দেড় লাখ টাকা সাশ্রয় হবে বলেও জানানো হয়েছে।

মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুরে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালের স্টাফ কোয়ার্টারের উদ্বোধন অনুষ্ঠানে হাসপাতালটি কার্ডিয়াক সার্জারি বিভাগের প্রধান এবং স্বাধীনতা চিকিৎসক পরিষদের মহাসচিব অধ্যাপক ডা. কামরুল হাসান মিলন এমন দাবি জানান।

ডা. কামরুল হাসান বলেন, হৃদরোগ হাসপাতালে প্রতিদিন অসংখ্য রোগী আসেন, যাদের অধিকাংশই নিম্ন ও মধ্যবিত্ত। তাদের অনেকেরই ভালব প্রয়োজন হয়। কিন্তু আমাদের হাসপাতালে সরবরাহ না থাকায় আমরা তাদের জন্য কিছুই করতে পারি না। যে কারণে অনেক রোগী ভিটে-মাটি বিক্রি করে চিকিৎসা করান।

‘মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে অনুরোধ, কার্ডিয়াক সার্জারিতে নিরবচ্ছিন্ন ভালব ও অক্সিজেনের ব্যবস্থা করা যায় কি না, একটু দেখবেন। আমরা যদি একজন রোগীকে বিনামূল্যে একটি ভালব বরাদ্দ দিতে পারি, তাহলে তার এক থেকে দেড় লাখ টাকা বেঁচে যাবে। অথচ আমরা তাদের এ সুবিধা দিতে পারছি না।’

স্বাচিপ মহাসচিব বলেন, আমাদের হাসপাতালে সরকারিভাবে ভালব সরবরাহ হয়, কিন্তু একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণে। যা অল্প কিছুদিনেই শেষ হয়ে যায়। যদি আমরা সরকারের পক্ষ থেকে নিরবচ্ছিন্ন ভালব পাই, তাহলে রোগীদের আমরা এগুলো বিনামূল্যে দিতে পারি। এতে অনেককে জায়গা-জমি বিক্রি করে চিকিৎসা নেওয় লাগবে না।

‘আপনারা জানেন, এ এলাকাটি একটি হাসপাতাল জোন। আশেপাশে অনেকগুলো হাসপাতাল। এখানে যেমন হৃদরোগ হাসপাতাল, সোহরাওয়ার্দী হাসপাতাল, কিডনি হাসপাতাল, পঙ্গু হাসপাতাল আছে; কোনো রোগী যদি জরুরি ইনজুরি হয়, তাহলে রোগীকে যেন দ্রুততম সময়ে যেকোনো একটা হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব হয়, এজন্য মূল সড়কের বাইরে একটা এন্টার কানেকশন রোড করে দেওয়া যায় কি না, একটু দেখার অনুরোধ।’

কোয়ার্টার উদ্বোধন প্রসঙ্গে তিনি বলেন, বিভিন্ন হাসপাতালে আবাসন একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমাদেরও আবাসন সংকট ছিল, কিন্তু আজ এ কোয়ার্টার উদ্বোধনের ফলে সংকট নিরসন হবে। তবে, যারা হাসপাতালে সার্বক্ষণিক থাকেন, ইমার্জেন্সি সার্ভিস যারা দেন, তারাই এখানে থাকতে পারবেন।’

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মীর জামাল উদ্দিনসহ আরও অনেকে।


আরও খবর

একদিনে ৮৭৭ জনের ডেঙ্গু শনাক্ত, মৃত্যু ৭

বৃহস্পতিবার ৩০ নভেম্বর ২০২৩




উফশী ধানের উৎপাদন বাড়াতে বড় অঙ্কের প্রণোদনা

প্রকাশিত:সোমবার ১৩ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:শনিবার ০২ ডিসেম্বর 2০২3 | ৪৩জন দেখেছেন

Image

চলতি বছর বোরো মৌসুমে উচ্চফলনশীল উফশী জাতের ধানের আবাদ ও উৎপাদন বাড়াতে ১০৭ কোটি ৬২ লাখ টাকার প্রণোদনা ঘোষণা করেছে সরকার।

সোমবার এ সংক্রান্ত সরকারি আদেশ জারি হয়েছে করা হয়েছে বলে কৃষি মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। প্রণোদনার এ অর্থ শিগগিরই মাঠ পর্যায়ে বিতরণ শুরু হবে।

এর আওতায় সারাদেশের ১৫ লাখ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক প্রণোদনা পাবেন। একজন কৃষক এক বিঘা জমিতে চাষের জন্য প্রয়োজনীয় পাঁচ কেজি উফশী জাতের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিনামূল্যে পাবেন।

চলতি বছর গত  মাসে প্রথম ধাপে বোরোতে হাইব্রিড জাতের ধানের উৎপাদন বাড়াতে ৯০ কোটি টাকার প্রণোদনার আদেশ জারি করা হয়। এসব প্রণোদনা মাঠ পর্যায়ে বিতরণ চলছে।

সব মিলিয়ে দুই ধাপে বোরোতে প্রণোদনার পরিমাণ দাঁড়িয়েছে ১৯৮ কোটি টাকা। সুবিধাভোগী কৃষকের সংখ্যা দাঁড়াল প্রায় সাড়ে ২৯ লাখ। 


আরও খবর



শেখ হাসিনা নির্বাচনী জনসভা সিলেট থেকে শুরু

প্রকাশিত:সোমবার ০৬ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:শনিবার ০২ ডিসেম্বর 2০২3 | ৩৭জন দেখেছেন

Image

আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নির্বাচনী জনসভা সিলেট থেকে শুরু করবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ (সোমবার) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। 

ওবায়দুল কাদের বলেন, বিএনপি গত ২৮ তারিখ আন্দোলনের নামে প্রতারণার নাটক করেছে। তারা সহিংসতা করেছে। তারা পুলিশ হত্যা, সাংবাদিকদের ওপর হামলা, পুলিশ হাসপাতালে হামলা, প্রধান বিচারপতির বাড়িতে হামলা করেছে। তাদের হাতে বাংলাদেশের জনগণ নিরাপদ নয়।

প্রধানমন্ত্রীর সৌদি আরব সফর প্রসঙ্গে কাদের বলেন, বর্তমান যে দুঃসময় যাচ্ছে সেটাতে সৌদি আরব আমাদের সাহায্য করবে। আর এ দুঃসময়ে মড়ার ওপর খাঁড়ার ঘা হিসেবে একটি দল আন্দোলন করছে। তারা একজন নন্দিত প্রধানমন্ত্রীকে ক্ষমতা থেকে হটাতে আন্দোলন করছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে রিমোট কন্ট্রোলে আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন,  যেটাই করুক। আজকে ইউরোপীয় ইউনিয়ন থেকে বলা হচ্ছে জেলে থাকা ৮ হাজার নেতা-কর্মীকে (বিএনপি) মুক্তি দেওয়ার জন্য। তারা আমাদের বন্ধু রাষ্ট্র, আমরা তাদের বক্তব্যে নিন্দা জানাতে পারি না। তবে তাদের তথ্যে ঘাটতি আছে। তারা খোঁজখবর নিয়ে বক্তব্য দেবে এবং বক্তব্যে সংশোধন করবে। আমরা তাদের সঙ্গে ঝগড়ায় জড়াতে চাই না। আমরা বাংলাদেশেও ঝগড়া চাই না। 

তিনি আরও বলেন, নির্বাচন পর্যন্ত আমরা সতর্ক পাহারায় থাকব। আমরা নির্বাচন পর্যন্ত সতর্ক থাকব। দেশের মানুষ শেখ হাসিনাকে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। আমরা চোরাগোপ্তা হামলায় আতঙ্কিত না, আমরা ভয় পাই না। 

পুলিশকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের দায়িত্ব পালনকালে কোনো নিরীহ মানুষকে হয়রানি না করার অনুরোধও জানান। 

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন— আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, সুজিত রায় নন্দী, তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ আলী আরাফাত। 


আরও খবর

হঠাৎ ডিবি কার্যালয়ে শামীম ওসমান

বুধবার ২৯ নভেম্বর ২০২৩




চ্যাটজিপিটির ভয়েস চ্যাট ফিচার ব্যবহার করবেন যেভাবে

প্রকাশিত:বুধবার ২৯ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ০১ ডিসেম্বর ২০২৩ | ১২জন দেখেছেন

Image

তথ্যপ্রযুক্তি ডেস্ক : আধুনিক প্রযুক্তি দুনিয়ায় এখন সবচেয়ে আলোচিত নাম চ্যাটজিপিটি। ওপেনএআইয়ে তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত এই অ্যাপটি অনেক দিন ধরেই আলোচনার তুঙ্গে। তবে প্রতিযোগিতার বাজারে ওপেনএআই এই অ্যাপটিকে আরো উন্নত রাখতে একের পর এক নতুন নতুন ফিচার যুক্ত করে চলেছে।

এখন থেকে অ্যান্ড্রয়েডের ব্যবহার কারীরাও তাদের ফোনে চ্যাটজিপিটি ব্যবহার করতে পারেন। সেই সঙ্গে টাইপ না করেই ভয়েসের সাহায্যে চ্যাটবটের সঙ্গে চ্যাট করা যাবে। চ্যাটবটও নিজস্ব ভয়েসের মাধ্যমে মাত্র কয়েক সেকেন্ডে উত্তর দেবে।

চলুন জেনে নেওয়া যাক এই ফিচারটি কীভাবে ব্যবহার করবেন

চ্যাটজিপিটি ভয়েস চ্যাট ব্যবহার করতে, আপনার চ্যাটজিপিটি মোবাইল অ্যাপের প্রয়োজন। এই অ্যাপটি গুগল প্লে এবং অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আপনার যদি অ্যান্ড্রয়েড স্মার্টফোন থাকে, তবে অ্যাপটি ডাউনলোড করতে হবে গুগল প্লে থেকে। যদি আইফোন থাকে তবে অ্যাপ স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করতে হবে।

যেভাবে ফ্রিতে চ্যাটজিপিটি ভয়েস চ্যাট ফিচার ব্যবহার করবেন

প্রথমে ডিভাইসে চ্যাটজিপিটি অ্যাপটি ডাউনলোড এবং ইনস্টল করতে হবে। যদি ইতিমধ্যেই ব্যবহার কারী করে থাকেন, তবে দেখে নিন সর্বশেষ সংস্করণ রয়েছে কি না। তারপর অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। যদি অ্যাকাউন্ট না থাকে, একটি নতুন অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এজন্য সাইন ইন করতে হবে।

তারপর ভয়েস চ্যাট অন করুন। চ্যাট বক্সের ডানদিকে হেডফোন আইকনে ক্লিক করুন। এবার ভয়েসে তাকে কিছু প্রশ্ন করতে হবে। একবার ভয়েস চ্যাট অন হয়ে গেলে, আবার হেডফোন আইকনে ক্লিক করতে হবে এবং আপনার ভয়েস ব্যবহার করে চ্যাটজিপিটির সঙ্গে কথোপকথন শুরু হবে।


আরও খবর



হতাশা ভুলতে চায় ব্রাজিল, জয়ের খোঁজে আর্জেন্টিনা

প্রকাশিত:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | হালনাগাদ:বুধবার ২৯ নভেম্বর ২০২৩ | ৪৬জন দেখেছেন

Image

স্পোর্টস ডেস্ক : ফুটবলের যেকোন মঞ্চেই ব্রাজিল আর আর্জেন্টিনা বড় দুই নাম। আর সেটা যদি হয় বিশ্বকাপের মত আসর, তবে তাতে আলাদা নজর থাকে এই দুই দেশের প্রতি। ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে অবশ্য হতাশ করেছে দুই দলই। বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিল অবিশ্বাস্য এক ম্যাচে হেরে গিয়েছে ইরানের কাছে। ২ গোলের লিড পেয়েও ম্যাচ নিজেদের হাতছাড়া করেছে তারা। আর আর্জেন্টিনা একপ্রকার অসহায় ছিল সেনেগালের কাছে। 

সেই হারের যন্ত্রণা না ভুলতেই আজ আবার মাঠে নামতে হচ্ছে দুই দলকে। সি গ্রুপের ম্যাচে বাংলাদেশ সময় বেলা তিনটায় মাঠে নামবে ব্রাজিল। যেখানে তাদের প্রতিপক্ষ দূর্বল নিউ ক্যালডোনিয়া। নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে ৬-০ গোলের বড় ব্যবধানে হেরেছিল তারা। এই ম্যাচে তাই বড় জয় প্রত্যাশা করতেই পারে ব্রাজিল। 

একইদিনে সন্ধ্যা ৬টায় মাঠে নামবে মেসির দেশ আর্জেন্টিনার তরুণ খেলোয়াড়রা। তাদের প্রতিপক্ষ এশিয়ান পাওয়ারহাউজ জাপান। আগের ম্যাচে সেনেগালের কাছে একরকম অসহায়ই ছিল আর্জেন্টাইন কিশোররা। গোলমুখে অগাস্টিন রবার্তো-ক্লদিও এচেভেরিরা বারবার ব্যর্থ হয়েছেন। দুই উইঙ্গার সান্তিয়াগো লোপেজ আর ভ্যালেন্তিনো আকুনার আক্রমণ থেকে সুবিধাই করতে পারেনি তারা। এই ম্যাচে সেই গোলের দেখাই পেতে চাইবে আর্জেন্টিনা। 

বয়সভিত্তিক এই আসর এখন পর্যন্ত চারবার জয় করেছে ব্রাজিল। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নও তারা। শিরোপা ধরে রাখার মিশনে তাই জয়টা খুব প্রয়োজন তাদের। আর অনূর্ধ্ব-১৭ তে কখনো ফাইনাল না খেলা আর্জেন্টিনা চায় এবার প্রথম শিরোপা পেতে। 


আরও খবর

৩১৭ রানে অলআউট নিউজিল্যান্ড

বৃহস্পতিবার ৩০ নভেম্বর ২০২৩