Logo
আজঃ বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারী ২০২৫
শিরোনাম

খুলনায় সুন্দরবন কলেজের শিক্ষার্থীদের আন্দোলন, সড়ক অবরোধ

প্রকাশিত:বুধবার ২৭ মার্চ ২০২৪ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারী ২০২৫ | ৪১২জন দেখেছেন

Image

খুলনায় সরকারি সুন্দরবন আদর্শ কলেজের বাংলা বিভাগের শিক্ষক বাসুদেব বিশ্বাসকে বরখাস্তের দাবিতে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। বুধবার দুপুরে আন্দোলনরত শিক্ষার্থীরা কলেজের প্রধান ফটক বন্ধ করে দেয়। একইসঙ্গে কলেজের সামনের সড়ক অবরোধ ও টায়ারে অগ্নিসংযোগ করে। এতে কলেজে চলমান অনার্স প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম বন্ধ হয়ে গেছে।

ক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, শিক্ষক বাসুদেব বিশ্বাস ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে কটূক্তিপূর্ণ মন্তব্য করেছেন। তারা অবিলম্বে বাসুদেব বিশ্বাসের বরখাস্তের দাবি জানান।

এ বিষয়ে কলেজের অধ্যক্ষ মাসুদা সুলতানা জানান, শিক্ষক বাসুদেব বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ নিয়ে বৈঠক করা হয়েছে। শিক্ষার্থীদের আন্দোলনে ভর্তি কার্যক্রম আপাতত বন্ধ রয়েছে। তবে সব পক্ষের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করা হচ্ছে।


আরও খবর



যশোর মর্যাদা ফিরে পাচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনার

প্রকাশিত:বুধবার ১২ ফেব্রুয়ারী ২০২৫ | হালনাগাদ:বুধবার ১২ ফেব্রুয়ারী ২০২৫ | ২৩জন দেখেছেন

Image

আনোয়ার হোসেন : যশোর সরকারি মাইকেল মধুসূদন দত্ত (এম এম) কলেজে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনার মর্যাদা ফিরে পাচ্ছে। কয়েক বছর পর এবার ২১ শে ফেব্রুয়ারিতে এখানে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে সরকারিভাবে।

১৯৫২ সালের ভাষা আন্দোলনের পরপরই যশোরের তখনকার প্রধান শিক্ষাপ্রতিষ্ঠান ‘যশোর কলেজে’ স্থাপিত শহীদ মিনারে প্রতি বছর ২১ শে ফেব্রুয়ারি ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হতো। পরে কলেজটির নাম মহাকবি মাইকেল মধুসূদন দত্তের নামে করা হয়। পুরনো ক্যাম্পাস সদর শহরের পুরাতন কসবা থেকে স্থানান্তরিত হয় খড়কি যশোর এলাকায়। স্বাধীন বাংলাদেশে এখানে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান সহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন করে আসছিলেন।

আওয়ামী লীগ সরকারের পতনের পর পুরনো কেন্দ্রীয় শহীদ মিনারের মর্যাদা পুনঃপ্রতিষ্ঠার দাবি ওঠে। এমন প্রেক্ষাপটে গত সোমবার জেলা প্রশাসনের উদ্যোগে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন প্রস্তুতি কমিটির’ সভা অনুষ্ঠিত হয়।

যশোর জেলা প্রশাসক মোঃ আজাহারুল ইসলামের সভাপতিত্বে এই সভায় সিদ্ধান্ত হয়, যশোর কেন্দ্রীয় শহীদ মিনার বলতে এম এম কলেজের শহীদ মিনারকে বোঝাবে। এই শহীদ মিনারেই এবার ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে।

সভা শেষে জেলা প্রশাসক মোঃ  আজাহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক পেইজে দেওয়া স্ট্যাটাসেও একই তথ্য উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ বলেন, ‘সিদ্ধান্তের বিষয়টি জানি না। যদি সিদ্ধান্ত হয়ে থাকে, তবে তা খুশির কথা। যদিও শহীদ মসিয়ূর রহমান সড়কে নির্মিত শহীদ মিনারে আমরা কোনদিন যাইনি। এম এম কলেজ ক্যাম্পাসে অবস্থিত শহীদ মিনার কে আমরা কেন্দ্রীয় শহীদ মিনার মানি। আমাদের দল বারবার দাবি করে আসছিল এই শহীদ মিনারে যেন শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়। সেখানে এখন পর্যন্ত আমাদের পার্টি, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট, বিপ্লবী ছাত্র মৈত্রী, বিপ্লবী যুবমৈত্রী সহ বিভিন্ন সংগঠন ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আসছে।’

সভায় স্থানীয় সরকারের উপপরিচালক, অতিরিক্ত জেলা প্রশাসক, সরকারি বিভিন্ন দফতরের প্রধান, প্রেস ক্লাব সভাপতি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।


আরও খবর



শেরপুরে সূর্যমুখী বাগানে ইভটিজিংয়ের ঘটনায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ

প্রকাশিত:শনিবার ০৮ ফেব্রুয়ারী ২০২৫ | হালনাগাদ:বুধবার ১২ ফেব্রুয়ারী ২০২৫ | ২৮জন দেখেছেন

Image

মোঃ নমশের আলম : শেরপুরে সূর্যমুখী ফুলের বাগান দেখতে আসা লোকজনের ভিড়ে আটকে থাকা বনভোজনের বাসের এক মেয়েকে ইভটিজিং করার প্রতিবাদে যুবককে মারধরের ঘটনায় দুই গ্রামবাসীর মধ্যে দু'দিন ব্যাপী সংঘর্ষ, রাস্তা অবরোধ, ভাঙচুর, আগুন ও ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাটের ঘটনা ঘটেছে। আজ (শনিবার, ৮ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত শেরপুর সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের কান্দাশেরীরচর ও কৃষ্ণপুর দড়িপাড়া গ্রামের লোকজনের মাঝে সংঘর্ষ হয়।

এ সময় উভয় পক্ষের ১০ জন আহত হয়ে শেরপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এদের মধ্যে ৫ জনকে আটকের কথা স্বীকার করেছে পুলিশ।

আজ দুপুরে সংঘর্ষের জেরে প্রায় দেড় ঘণ্টা শেরপুর-জামালপুর আঞ্চলিক মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ সুপার মো. আমিনুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পুলিশের পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী।

স্থানীয় সূত্রে জানা গেছে,গতকাল শুক্রবার (৭ ফেব্রুয়ারি) শেরপুর সদরের লছমনপুর ইউনিয়নের কান্দাশেরীরচর এলাকায় শেরপুর-জামালপুর আঞ্চলিক মহাসড়কের পাশে সূর্যমুখীর বাগানে দর্শনার্থীদের ভিড়ে যানজট সৃষ্টি হয়। এসময় পার্শ্ববর্তী কৃষ্ণপুর দড়িপাড়া গ্রামের এক যুবক কর্তৃক ইভটিজিংয়ের শিকার হয় যানজটে আটকে থাকা বনভোজনের বাসে বসে থাকা এক মেয়েকে। এর প্রতিবাদে কান্দাশেরীরচর গ্রামের কয়েকজন যুবক মিলে ওই ইভটিজিংকারী যুবককে মারধর করে।

ওই ঘটনার জেরে কৃষ্ণপুর দড়িপাড়া গ্রামের লোকজন দলবেঁধে কান্দাশেরীরচর গ্রামে হামলা চালালে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া। এতে কান্দাশেরীরচরের অন্তত ৫ জন গুরুতর আহত হয়। এ সময় কুসুমহাটি বাজারের রাস্তায় আগুন দিয়ে অবরোধ, ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও পলাশ টেলিকম নামে একটি মোবাইলের দোকানে লুটপাটের ঘটনা ঘটে।

খবর পেয়ে রাত ১১টার দিকে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে। পরে আজ শনিবার সকাল থেকে কান্দাশেরীরচর ও কৃষ্ণপুর দড়িপাড়া গ্রামের দু’পক্ষ পুনরায় কুসুমহাটি বাজারে শেরপুর-জামালপুর সড়কের দুইপাশে অবস্থান নেয়া শুরু করলে আবারো উত্তাপ ছড়িয়ে পড়ে। দুপুরের দিকে দুপক্ষের মধ্যে কয়েকদফা ধাওয়া-পাল্টা ধাওয়ায় ৫ জন আহত হয়। এ সময় আবারো শেরপুর-জামালপুর আঞ্চলিক মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ সুপার মো.আমিনুল ইসলাম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি কাজ করছে সেনাবাহিনী। তিনি কুসুমহাটি বাজারের ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।


আরও খবর



ইংল্যান্ডের সাথে বড়ো ব্যবধানে জয় পেলো ভারত

প্রকাশিত:সোমবার ০৩ ফেব্রুয়ারী ২০২৫ | হালনাগাদ:বুধবার ১২ ফেব্রুয়ারী ২০২৫ | ৪১জন দেখেছেন

Image

খেলাধুলা ডেস্ক: ৩৭ বলে সেঞ্চুরি হাঁকালেন অভিষেক শর্মা। আগ্রাসী ব্যাটিংয়ে ৫৪ বলে ১৩৫ রানের ইনিংসে চড়ে ভারত তোলে ২৪৭ রানের পুঁজি। জবাবে ইংল্যান্ড অভিষেকের সমান রানটাও তুলতে পারেনি, গুঁটিয়ে গেছে মাত্র ৯৭ রানে। সিরিজের পঞ্চম টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের বিপক্ষে ১৫০ রানের রাজসিক জয় পেয়েছে ভারত। সিরিজ জিতেছে ৪-১ ব্যবধানে। টি-টোয়েন্টি ফরম্যাটে ওপেনিংয়ে নিজের জায়গাটা পাকাপোক্ত করতেই যেন এসেছেন অভিষেক শর্মা। একের পর এক দুর্দান্ত ইনিংসে ভারতের ওপেনার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেই ফেলেছেন অভিষেক।

এবার ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের পঞ্চম এবং শেষ টি-টোয়েন্টি ম্যাচে ৫৪ বলে ১৩৫ রানের অসাধারণ এক ইনিংস খেলেছেন অভিষেক। ৩৭ বলে ছুঁয়েছেন সেঞ্চুরি। বাউন্ডারির ফুলঝুরি ছুটিয়ে রান তুলেছেন ভিডিও গেমসের মত ব্যাটিংয়ে। ম্যাচে টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় ইংল্যান্ড। আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই ইংলিশ বোলারদের উপর চড়াও হয়েছেন অভিষেক। একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে রান তুলেছেন রকেটের গতিতে। মনে হচ্ছিল যেন ভিডিও গেমসের মত ব্যাটিং চলছে। পাওয়ারপ্লের ৬ ওভারে ৯৫ রান তুলেছে ভারত, যার সিংহভাগ এসেছে অভিষেকের ব্যাট থেকে। পাওয়ারপ্লের মধ্যেই ১৭ বলে ফিফটি ছুঁয়েছেন অভিষেক। পাওয়ারপ্লে শেষেও ছুটেছে অভিষেকের উইলো। মারকাটারী ব্যাটিংয়ে ইংলিশ বোলারদের কচুকাটা করেছেন অভিষেক শর্মা। চার-ছক্কার বন্যা বইয়ে ১১তম ওভারেই সেঞ্চুরি ছুঁয়েছেন অভিষেক। মাত্র ৩৭ বলে শতক হাঁকিয়েছেন তিনি। সেঞ্চুরির পরেও অপ্রতিরোধ্য ছিলেন অভিষেক। ৫৪ বলে ১৩৫ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে থেমেছেন অভিষেক শর্মা। বাকিদের মধ্যে ১৩ বলে ৩০ রান করেন শিভাম দুবে। ১৫ বলে ২৪ রানের ইনিংস খেলেছেন তিলক ভার্মা। নির্ধারিত ২০ ওভারের খেলা শেষে ৯ উইকেট হারিয়ে ২৪৭ রানের পুঁজি দাঁড় করায় ভারত। অভিষেকের ১৩৫ রান আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড। এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে করা শুবমান গিলের অপরাজিত ১২৬ ছিল সর্বোচ্চ। ইংল্যান্ডের হয়ে ৩ উইকেট নিয়েছেন ব্রাইডন কার্স। ২ উইকেট নেন মার্ক উড। ১টি করে উইকেট শিকার করেছেন আদিল রশিদ, জেমি ওভারটন এবং জফরা আর্চার। জবাব দিতে নেমে শুরুতে আগ্রাসী ব্যাটিং চালিয়েছেন ইংলিশ ওপেনার ফিল সল্ট। আরেক ওপেনার বেন ডাকেট মেরেছেন গোল্ডেন ডাক। দলের ২৩ রানের মাথায় সাজঘরে ফিরে যান ডাকেট। তিনে নামা অধিনায়ক জস বাটলার ৭ বলে করেছেন ৭ রান। চারে নেমে হ্যারি ব্রুকও সুবিধা করতে পারেননি। ৪ বলে ২ রান করে সাজঘরে ফিরে যান ব্রুক। সল্ট এক প্রান্তে চালিয়ে গেছেন তাণ্ডব। পাওয়ারপ্লের ৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ৬৮ রান তোলে ইংল্যান্ড। লিয়াম লিভিংস্টোন আউট হয়েছেন ৫ বলে ৯ রান করে। সল্ট পেয়েছেন ফিফটির দেখা। দলের ৮২ রানের মাথায় থেমেছেন সল্ট। ২৩ বলে ৫৫ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন ফিল সল্ট। সেট ব্যাটার সল্টের উইকেট হারানোর পর যেন শনির দশা লাগে ইংল্যান্ডের ইনিংসে। একের পর এক উইকেট হারাতে থাকে ইংলিশরা।

ব্যাটারদের আসা-যাওয়ার মিছিলের মাঝে দুই অঙ্ক ছুঁতে পেরেছেন জ্যাকব বেথেল, ৭ বলে ১০ রান করেন তিনি। পুরো ইনিংসে সল্ট এবং বেথেল বাদে কেউ ছুঁতে পারেননি দুই অঙ্কের কোটা। শেষ ১৫ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে মাত্র ৯৭ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। ভারত তুলে নেয় ১৫০ রানের রাজকীয় জয়। ভারতের হয়ে ৩ উইকেট নেন মোহাম্মদ শামি। ২টি করে উইকেট শিকার করেন বরুণ চক্রবর্তী, শিভাম দুবে এবং অভিষেক শর্মা। ১ উইকেট তুলেছেন রবি বিষ্ণই।


আরও খবর

রিয়াল ছেড়ে যাওয়ার ইচ্ছে নেই রদ্রিগোর

মঙ্গলবার ১১ ফেব্রুয়ারী ২০২৫




পেমেন্ট ইস্যুেত গণমাধ্যমকে নিউজ করতে বারণ করলেন আশরাফুল

প্রকাশিত:সোমবার ২৭ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:মঙ্গলবার ১১ ফেব্রুয়ারী ২০২৫ | ৪৫জন দেখেছেন

Image

খেলাধুলা ডেস্ক : ক্রিকেটারদের পেমেন্ট নিয়ে যেন সার্কাস চলছে বিপিএলে। দুর্বার রাজশাহীর পেমেন্ট নিয়ে জটিলতা চলছে শুরু থেকেই। কিছুদিন আগে চিটাগং কিংসের পেমেন্ট নিয়েও উঠেছে বিতর্ক। বাংলাদেশের সবচেয়ে বড় ঘরোয়া টুর্নামেন্ট বিপিএল। বিদেশের নানা প্লেয়াররা আসেন এই টুর্নামেন্টে খেলতে। এমন টুর্নামেন্টে ফ্র্যাঞ্চাইজিদের এমন অপেশাদারিত্বের ব্যাপারটি বাংলাদেশের জন্য নিশ্চিতভাবেই সুখকর নয়। পেমেন্ট না পেয়ে অনুশীলন বয়কট করেছিলেন রাজশাহীর ক্রিকেটাররা। এবার রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচ বয়কট করেছেন বিদেশি ক্রিকেটাররা। ১১ জন দেশি নিয়েই মাঠে নেমেছে দুর্বার রাজশাহী। এই দল নিয়ে টেবিল টপার রংপুর রাইডার্সকে হারিয়েও দিয়েছে রাজশাহী। টানটান উত্তেজনাপূর্ণ এক ম্যাচে ২ রানের জয় পেয়েছে দুর্বার রাজশাহী। ম্যাচ শেষে দুই দলের সংবাদ সম্মেলনেই এসেছে ক্রিকেটারদের পেমেন্ট ইস্যু। টাকা দেওয়া নিয়ে এমন গড়িমসির ব্যাপারটি নিয়ে রংপুর রাইডার্সের সহকারী কোচ মোহাম্মদ আশরাফুল বলেন, ‘অবশ্যই হতাশাজনক। ১১তম আসরে এসে। আইপিএল ১৭তম মনে হয় চলছে। গত ২০২৩ বিশ্বকাপে গিয়ে দেখেছি আইপিএলের কারণে প্রতি ভারত স্টেটে স্টেডিয়াম তৈরি করেছে। আমরা একই জায়গায় প্রতিবার টুর্নামেন্ট করি, আগের দিন হেলমেট আসে। আশা করি পরের বার তারা সচেতন হবে।

বিশেষ করে মিডিয়াকে বলব, আপনারা এই নিউজগুলা একটু কম করলে ভালো হয়। জানি আপনাদের নিউজের কারণে অনেকে পেমেন্ট পায়, তবে আমার মনে হয় এগুলা না করলেই ভালো।’ একাদশে অন্তত ২ জন বিদেশি খেলানোর নিয়ম থাকলেও এই ম্যাচে রাজশাহীকে ব্যতিক্রম করার সুযোগ দিয়েছে বিসিবি। এই ব্যাপারে আশরাফুল জানান, ‘আসছিলাম যখন শুনছিলাম তাদের (রাজশাহীর) বিদেশিরা হয়ত আসবে না। যেহেতু তারা বোর্ডের কাছে আবেদন করেছে, আমরা এটা স্বাভাবিকভাবেই দেখেছি। আমার কাছে মনে হয়েছে, তাদের বিদেশিদের থেকে দেশিরাই বেটার ছিল। যারা খেলেছে তারাই, লোকালরা যারা বসে থাকেন তারাই ভালো প্লেয়ার আমার মনে হয়। এবার দেখেন অতটা কোয়ালিটি বিদেশি কিন্তু কমই এসেছে সব দলে।’ ম্যাচে আগে ব্যাট করতে নেমে ১১৯ রান তুলেছিল রাজশাহী। রংপুর থেমেছে ১১৭ রান করে।

শুরুতে দারুণ বোলিং করা রংপুর কিছুটা খেই হারিয়েছিল শেষ ভাগে গিয়ে। এ ব্যাপারে আশরাফুলের ভাষ্য, ‘অবশ্যই আমাদের কাছে সুযোগ ছিল ১০০ এর মধ্যে রাখা। যখন ৭০/৭ বা ৮ ছিল। সানজামুল (ইসলাম) ভালো করেছেন শেষ দিকে। আমাদের বোলাররাও আসলে যে জায়গায় বল করা উচিত ছিল সেখানে করতে পারেনি। রানা ব্যাক অব লেন্থে করেছেন। ওর যে পেস, যদি একটা ইয়র্কার, একটা ব্যাক অব লেন্থে ট্রাই করত তাহলে অন্যকিছু হতে পারত।’ চোট কাটিয়ে মাঠে ফেরা সৌম্য সরকার আলো ছড়াতে পারেননি। ১৩ বলে করেছেন ৮ রান। তবে চিন্তিত নন আশরাফুল। সৌম্যকে নিয়ে আশরাফুল বলেন, ‘নাহ সে তো আমাদের মেইন প্লেয়ার। গ্লোবাল টি-টোয়েন্টিতে অসাধারণ খেলেছে। ফাইনালেও ভালো করেছে। ওয়েস্ট ইন্ডিজেও ভালো করেছে। ইঞ্জুরির পর ট্রেনিং করেছে আমাদের সাথে। আজকের উইকেটও কঠিন ছিল। বাউন্স নরমালের চেয়ে ৪ আঙুল বেশি ছিল। আজকে সহজ ছিল না, অভিজ্ঞ প্লেয়ার। ২ ম্যাচ বাকি আছে। আশা করছি সেরা ছন্দে চলে আসবে ইনশাল্লাহ।’ ১০ ম্যাচে ৮ জয়ের ফলে ১৬ পয়েন্ট নিয়ে এখনও শীর্ষে রয়েছে রংপ্রুর রাইডার্স। রংপুরের পরের ম্যাচ আগামীকাল বুধবার, প্রতিপক্ষ চিটাগং কিংস।


আরও খবর

রিয়াল ছেড়ে যাওয়ার ইচ্ছে নেই রদ্রিগোর

মঙ্গলবার ১১ ফেব্রুয়ারী ২০২৫




চাঁপাইনবাবগঞ্জে বাড়ি থেকে প্রায় ১০ লক্ষ টাকার চুরি, থানায় অভিযোগ

প্রকাশিত:মঙ্গলবার ১১ ফেব্রুয়ারী ২০২৫ | হালনাগাদ:বুধবার ১২ ফেব্রুয়ারী ২০২৫ | ২৩জন দেখেছেন

Image

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট পুকুরিয়ায় বাসা বাড়ির তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে। এই ঘটনায় শিবগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। ভুক্তভোগী ও অভিযোগ সূত্রে জানা যায়, ১০ ফেব্রুয়ারি ২০২৫ সোমবার আনুমানিক সকাল ১১ টায় এই চুরির ঘটনা ঘটে। ভুক্তভোগী মোঃ হিমেল বলেন, আমি এবং আমার স্ত্রী আমরা দুজনেই সকাল ৯ টায় আমাদের চাকরির উদ্দেশ্যে বাসা থেকে বের হই এবং আমার আব্বা সকাল সাড়ে দশটায় চা খাওয়ার জন্য বাজারের উদ্দেশ্যে রওনা হয়। বাসা একদম খালি ছিল এবং সকল দরজায়ই তালা দেওয়া ছিল।

এরপরে দুপুরে বাসায় এসে দেখি আলমারির তালা ভাঙ্গা এবং আটভরি স্বর্ণের গহনা ও এক লক্ষ টাকা চুরি হয়ে গিয়েছে। এইটা দেখার পরে আমরা শিবগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করি। ভুক্তভোগী পরিবার ধারণা, বাসার পেছনের পেয়ারা গাছ বেয়ে চোর বাড়ির মধ্যে ঢুকে চুরি করেছে। গ্রামবাসী দুইজন মহিলার কাছ থেকে জানা যায়, চুরি হয়ে যাওয়া বাসার পিছনে দুইজন সন্দেহভাজন মহিলাকে ঘন্টা বাপি দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এ অবস্থায় ভুক্তভোগী পরিবার প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন। এ বিষয়ে শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ গোলাম কিবরিয়া বলেন, চুরির অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।


আরও খবর