Logo
আজঃ সোমবার ১৩ মে ২০২৪
শিরোনাম

খুলনায় সুন্দরবন কলেজের শিক্ষার্থীদের আন্দোলন, সড়ক অবরোধ

প্রকাশিত:বুধবার ২৭ মার্চ ২০২৪ | হালনাগাদ:সোমবার ১৩ মে ২০২৪ | ২১৫জন দেখেছেন

Image

খুলনায় সরকারি সুন্দরবন আদর্শ কলেজের বাংলা বিভাগের শিক্ষক বাসুদেব বিশ্বাসকে বরখাস্তের দাবিতে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। বুধবার দুপুরে আন্দোলনরত শিক্ষার্থীরা কলেজের প্রধান ফটক বন্ধ করে দেয়। একইসঙ্গে কলেজের সামনের সড়ক অবরোধ ও টায়ারে অগ্নিসংযোগ করে। এতে কলেজে চলমান অনার্স প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম বন্ধ হয়ে গেছে।

ক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, শিক্ষক বাসুদেব বিশ্বাস ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে কটূক্তিপূর্ণ মন্তব্য করেছেন। তারা অবিলম্বে বাসুদেব বিশ্বাসের বরখাস্তের দাবি জানান।

এ বিষয়ে কলেজের অধ্যক্ষ মাসুদা সুলতানা জানান, শিক্ষক বাসুদেব বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ নিয়ে বৈঠক করা হয়েছে। শিক্ষার্থীদের আন্দোলনে ভর্তি কার্যক্রম আপাতত বন্ধ রয়েছে। তবে সব পক্ষের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করা হচ্ছে।


আরও খবর



এই দুঃশাসন জনগণ বেশি দিন মানবে না, নয়াপল্টনের সমাবেশে রিজভী

প্রকাশিত:শুক্রবার ১০ মে ২০২৪ | হালনাগাদ:সোমবার ১৩ মে ২০২৪ | ৫১জন দেখেছেন

Image

সদরুল আইন:

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নির্বাচন নিয়ে চলছে তামাশা। চারদিকে চলছে লুটপাটের সংস্কৃতি। এই দুঃশাসন জনগণ বেশি দিন মানবে না। 


শুক্রবার (১০ মে) বিকাল ৪টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে আয়োজিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 



এসময় তিনি আরও বলেন, ‌এই দুঃশাসনের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসাসহ নিঃশর্ত মুক্তি দিতে হবে। মহানগর দক্ষিণের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবীসহ সকল রাজবন্দীর দ্রুত মুক্তি দিতে হবে। 


বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মামলা প্রত্যাহারসহ সকল বন্দীদের মুক্তির দাবিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। মহানগরের প্রতিটি থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন নিয়ে সমাবেশস্থলে উপস্থিত হন।



ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।


আরও খবর



উপজেলা নির্বাচন শ্রীপুর : জনমত জরিপে দুর্জয় এগিয়ে

প্রকাশিত:রবিবার ০৫ মে ২০২৪ | হালনাগাদ:সোমবার ১৩ মে ২০২৪ | ৯৯জন দেখেছেন

Image



সদরুল আইনঃ


নানাদিক বিবেচনায় এবার গাজীপুরের শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনটি বিশেষ গুরুত্ব বহন করছে।


কারন এই নির্বাচনের ফলাফলের উপর কপিতয় রাজনৈতিকের উত্থান পতনের সূচনা ঘটবে।কোন কোন রাজনৈতিককে হারিয়ে যেতে হবে এই জনপদের রাজনৈতিক দৃশ্যপট থেকে।আবার কারো কারো রাজনৈতিক জীবনের উত্থান নব দিগন্ত স্পর্শ করবে।


এই জনপদের মানুষের দৃষ্টি এখন হেভিওয়েট দুই প্রার্থি এড জামিল হাসান দুর্জয় ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল জলিল বিএ'র দিকে। রাজনৈতিক অতীত, পরিচিতি, পারিবারিক ব্যাকগ্রাউন্ড ও ব্যক্তি ইমেজে এড জামিল হাসান দুর্জয়ের ধারেকাছেও নেই কোন প্রার্থি।


তবে নানা প্রতিকূলতা, এই মূহুর্তের বাস্তবতায় আব্দুল জলিল যে কোন অঘটন ঘটিয়ে নতুন ইতিহাসের জনক যে হতে পারবেন না, সেকথাও হলফ করে বলার অবকাশ নেই।


যদি এবারের উপজেলা নির্বাচনে সাবেক এমপি, মন্ত্রী,শ্রীপুরের সিংহপূরুষ এড রহমত আলীর উত্তরসূরি এড জামিল হাসান দুর্জয় বিজিত হন তবে গাজীপুর-৩ আসনের রাজনীতির লাটাই তার হাতে চলে যাবে এতে সন্দেহের অবকাশ নেই।সেইক্ষেত্রে আগামি দিনে তাকে মহান সংসদেও দেখা যাবার সমুহ সম্ভাবনা তৈরি হবে।


অপরদিকে আব্দুল জলিল, শ্রীপুরের প্রথিতযশা বারবার নির্বাচিত মেয়র আনিছুর রহমান আব্দুল জলিলের মূখ্য নির্বাচনী উপদেষ্টা থাকায় আগামি বছরের পৌরসভা নির্বাচনে হয়ত তাকেও বিদায় নিতে হতে পারে।এক্ষেত্রে গুঞ্জণ রয়েছে মেয়র আনিছুর রহমানের স্থলাভিষিক্ত হবেন ব্যারিস্টার সজিব।


অন্যদিকে যদি আব্দুল জলিল বিজিত হন তবে এড জামিল হাসান দুর্জয়কে এই জনপদের রাজনীতি থেকে বিদায় নিতে হবে।জনশ্রুতি রয়েছে এমনটি ঘটলে এক্ষেত্রে আগামি দিনে এখানে তৃতীয় রাজনৈতিক শক্তির উত্থান ঘটবে এবং সেই শক্তির নিয়ামক শক্তি হবেন মেয়র আনিছুর রহমান এবং তিনিই হবেন গাজীপুর-৩ আসনের আওয়ামী লীগের কান্ডারি অর্থাৎ এমপি হওয়ার প্রধান দাবিদার।


আসছে ২১ মে'র ফলাফলে নির্ধারিত হবে এই জনপদে কার ভাগ্য দেবতা সুপ্রসন্ন হবে।কে সাফল্যের হাসি হাসবেন।


দৈনিক বর্তমান দেশ বাংলা পত্রিকার পক্ষ থেকে এখানে কথা বলা হয় বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সাথে।তারা বলেছেন, এড জামিল হাসান দুর্জয়ের পরিচিতি,পিতার বিশাল কর্মদীপ্ত লোকবল,তার নিজের অর্জন,সব মিলিয়ে দুর্জয়কে পরাস্ত করার রাজনৈতিক শক্তি আব্দুল জলিলের নেই।


বিশেষ করে বিগত এমপি ইকবাল হোসেন সবুজের আমলে আব্দুল জলিলে বিতর্কিত কর্মকান্ডে এখানকার বহু মানুষ নির্যাতিত হয়েছে।তিনি এসবের পিছনে অদৃশ্যভাবে ছিলেন বলে অনেকেই অভিমত প্রকাশ করেছেন।


তাছাড়া আব্দুল জলিল এড জামিল হাসান দুর্জয়ের অনুসারি একজন নেতা মাত্র।এড রহমত আলী ও তার উত্তরসূরি জামিল হাসান দুর্জয়কে পরাস্ত করার মত রাজনৈতিক শক্তি আব্দুল জলিলের নেই।


জনমত জরিপে অপর শ্রেনীর মানুষ বলেছেন,অধিকাংশ কেন্দ্র, রাজপথ,তৃণমূল  রাজনৈতিক ব্যক্তিত্ব আব্দুল জলিলের পাশে রয়েছেন।বিশেষ করে শ্রীপুরের মেয়র এবং অর্ধ ডজনেরও বেশি ইউপি চেয়ারম্যান আব্দুল জলিলের পাশে থাকায় সাধারন মানুষের মধ্যে ভোটের মাঠে আব্দুল জলিল এক মূর্তিমান আতঙ্ক এড জামিল হাসান দুর্জয়ের জন্য।


তারা বলেছেন, প্রশাসন নিরপেক্ষ থাকলে,ভোটাররা নির্ভয়ে ভোটকেন্দ্রে আসতে পারলে,এজেন্ট ও প্রচারণায় বাধা না থাকলে আব্দুল জলিলকে পরাস্ত করা জামিল হাসান দুর্জয়ের জন্য সহজ হবে না।


দল নিরপেক্ষ সাধারন মানুষ বলেছেন, নির্বাচন যেভাবেই হোক না কেন এড জামিল হাসান বা রহমত আলী পরিবারের সামনে দাড়ানোর মত শক্তি আব্দুল জলিলের নেই।


তারা বলেছেন শেষ হাসি দুর্জয়ই হাসবেন এবং এই জনপদে রাজনীতির বরপুত্র বা প্রধান নিয়ামক নতুন শক্তি হিসেবে দুর্জয়ের আবির্ভাব সময়ের ব্যাপার মাত্র।


আরও খবর



১৩৯ উপজেলায় ভোটযুদ্ধ চলছে

প্রকাশিত:বুধবার ০৮ মে ২০২৪ | হালনাগাদ:সোমবার ১৩ মে ২০২৪ | ২২জন দেখেছেন

Image



সদরুল আইনঃ


ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ শুরু হয়েছে। 


বুধবার (৮ মে) সকাল ৮টায় সারাদেশের ১৩৯ উপজেলায় একযোগে শুরু হয় ভোটগ্রহণ। যা বিরতিহীনভাবে চলবে বিকাল ৪টা পর্যন্ত। 


নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, উপজেলায় এই পর্বে ভোটাধিকার প্রয়োগ করবে ২ কোটি ৮০ লাখের বেশি মানুষ।


এই ধাপে মোট ১ হাজার ৬৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৫৭০, ভাইস চেয়ারম্যান ৬২৫ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪৪০ জন প্রার্থী রয়েছেন।


প্রথম ধাপে চেয়ারম্যান পদে ৮, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১০ করে অর্থাৎ মোট ২৮জন প্রার্থী ইমোমধ্যে বিনা-প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন।


এ ছাড়া হাতিয়া, মুন্সীগঞ্জসদর, বাগেরহাট সদর, পরশুরাম ও শিবচর এই পাঁচটি উপজেলার সব পদের প্রার্থীরা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। তাই এই পাঁচ উপজেলায় কোনো পদেই ভোটের প্রয়োজন পড়ছে না।


 এ ছাড়া পার্বত্য জেলা বান্দরবানে তিনটি উপজেলায় নির্বাচন স্থগিত করেছে ইসি।


এদিকে ভোটের পরিবেশ শান্ত রাখতে স্বাভাবিক এলাকায় সাধারণ কেন্দ্রে ১৭জন ও গুরুত্বপূর্ণ কেন্দ্রে ১৮ বা ১৯ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।


 এ ছাড়া বিশেষ এলাকায় সাধারণ কেন্দ্রে ১৯ জন ও গুরুত্বপূর্ণ কেন্দ্রে ২০ বা ২১ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকবে।


 উপজেলার আয়তন, ভোটার সংখ্যা ও ভোটকেন্দ্রের গুরুত্ব বিবেচনায় প্রতি উপজেলায় ২ থেকে ৪ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করবেন। উপকূলীয় এলাকার দ্বীপাঞ্চলে কোস্টগার্ড, মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। 


ভোট কেন্দ্রে আনসার ব্যাটালিয়ন মোবাইল বা স্ট্রাইকিং ফোর্স হিসেবে ভোটগ্রহণের আগের দুই দিন, ভোটগ্রহণের দিন ও ভোটগ্রহণের পরের দুইদিন মোট পাঁচ দিন নিয়োজিত থাকবেন। 


এ ছাড়া নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে ৪০০ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত রয়েছেন। আর বিচারিক ম্যাজিস্ট্রেট রয়েছেন ১৩৯ জন।


ভোটগ্রহণের সাত দিন আগে ও ভোটগ্রহণের পরবর্তী সাত দিন পর্যন্ত লাইসেন্সধারীরা অস্ত্রসহ চলাচল না করতে কিংবা বহন ও প্রদর্শন না করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে নির্দেশনা জারি করা হয়েছে।


প্রথম ধাপে ১১ হাজার ৫৫৬ কেন্দ্রের ৮১ হাজার ৮০৪ ভোট কক্ষে ৩ কোটি ১৪ লাখ ৬৮ হাজার ১০২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তাদের মধ্যে পুরুষ ১ কোটি ৬০ লাখ ২ হাজার ২২৪, নারী ১ কোটি ৫৪ লাখ ৬৫ হাজার ৬৯০ ও ১৮৮ জন হিজড়া ভোটার রয়েছেন।


ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বিতীয় ধাপে ১৬০ উপজেলায় ভোট ২১ মে, তৃতীয় ধাপে ১১২ উপজেলায় ২৯ মে এবং চতুর্থ ধাপে ৫৫ উপজেলায় ৫ জুন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।



আরও খবর



দ্বাদশ সংসদের দ্বিতীয় অধিবেশণ বসছে আজ

প্রকাশিত:বৃহস্পতিবার ০২ মে 2০২4 | হালনাগাদ:সোমবার ১৩ মে ২০২৪ | ১২২জন দেখেছেন

Image
সদরুল আইন:

চলমান দ্বাদশ সংসদের দ্বিতীয় অধিবেশন শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার (২ মে) বিকেল ৫টায়। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সাংবিধানিক ক্ষমতাবলে গত ১৫ এপ্রিল এ অধিবেশন আহ্বান করেন।

জুনে বর্তমান সরকার ও দ্বাদশ সংসদের প্রথম বাজেট অধিবেশনের আগে অনুষ্ঠেয় এ দ্বিতীয় অধিবেশন তেমন দীর্ঘ হবে না বলে জানা গেছে।

অধিবেশন শুরুর আগে সংসদ ভবনে সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠক হবে। বর্তমান সংসদের কার্যউপদেষ্টা কমিটির এটিই হবে প্রথম বৈঠক। বৈঠকে আসন্ন অধিবেশনের মেয়াদ নির্ধারণ ছাড়াও আলোচ্যসূচি ও কার্যবিবরণী নিয়ে আলোচনা হবে।

অধিবেশনের শুরুতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিমণ্ডলী মনোনয়ন দেবেন। এরপর শোকপ্রস্তাব উত্থাপিত হবে। ঝিনাইদহ-১ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য আবদুল হাই মৃত্যুবরণ করায় রেওয়াজ অনুযায়ী তার ওপর আনা শোকপ্রস্তাবের ওপর আলোচনা হবে। শোকপ্রস্তাব গৃহীত হওয়ার পর অধিবেশন মুলতবি করা হবে।


চলমান সংসদের কোনো সদস্যের মৃত্যুতে সংসদে শোকপ্রস্তাবের ওপর আলোচনা শেষে তার সম্মানে অধিবেশন মুলতবি করার রেওয়াজ রয়েছে।

আরও খবর



বিয়ের সব ছবি মুছে ফেললেন রণবীর

প্রকাশিত:বুধবার ০৮ মে ২০২৪ | হালনাগাদ:রবিবার ১২ মে ২০২৪ | ৩৫জন দেখেছেন

Image



বিনোদন ডেস্ক:


বলিউডের জনপ্রিয় তারকা জুটি রণবীর সিং-দীপিকা পাড়ুকোন। আর কয়েকমাস পরই তাদের ঘরে আসছে সন্তান। 


যদিও কিছুদিন আগেও শুটিং করছেন দীপিকা। কাজ আর সংসার নিয়েই ব্যস্ত এই অভিনেত্রী। তবে হঠাৎ করেই তাদের বিচ্ছেদের গুঞ্জন শুরু হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার খবরের প্রতিবেদনে উঠে এসে এই তারকা জুটির ঘরের খবর।


ঘটনার শুরু রণবীর দীপিকার বিয়ের ছবি নিয়ে। সামাজিক যোগাযোগ মাধ্যম আচমকা থেকে বিয়ের সব ছবি মুছে দিয়েছেন রণবীর সিং। এ থেকেই তাদের বিয়ে বিচ্ছেদের জল্পনা শুরু করেছেন নেটিজেনরা।


এর আগে ভিকি-কৌশল ও ক্যাটরিনা কাইফের বিয়ের সময়ও নিজেদের বিয়ের ছবি পুনরায় পোস্ট করেছিলেন দীপিকা। সেই সময় অনেকেই বলেছিলেন নিরাপত্তাহীনতায় ভুগছেন দীপিকা।


 তবে কি এবার তেমনই কিছু কৌশল করলেন ‘দীপবীর’ জুটি! না কি নেপথ্যে রয়েছে অন্য কোন কারণ, সেটি সময়ই বলবে।


দাম্পত্য জীবনে যখন বেশ পোক্ত জায়গায় এসে দাঁড়িয়েছেন এই জুটি, তখন আচমকাই যেন ছন্দপতন। বিয়ের ছবি মুছতেই শুরু জল্পনার। 


সন্তান আগমনের আগেই মনোমালিন্য চলছে বলে মনে করেছেন একাধিক নেটিজেন। তবে এ বিষয়ে এখনো কিছু বলছেন এই তারকা জুটি। 


আরও খবর