Logo
আজঃ মঙ্গলবার ০৩ অক্টোবর ২০২৩
শিরোনাম
সরে দাঁড়ানোর বিষয়টি

অস্বীকার করে নির্বাচনে অনড় জাহাঙ্গীর।

প্রকাশিত:সোমবার ০১ আগস্ট ২০২২ | হালনাগাদ:মঙ্গলবার ০৩ অক্টোবর ২০২৩ | ৪৭২জন দেখেছেন

Image

শফিকুল ইসলাম শফিকঃ নারায়ণগঞ্জ সদর উপজেলা পাগলা বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির নির্বাচনকে সামনে রেখে উৎসব উদ্দীপনার মধ্য দিয়েই চলছে প্রার্থীদের প্রচার-প্রচারণা।

মনোনয়নপত্র ক্রয় থেকে শুরু করে দাখিল করা সব কিছুই সম্পন্ন হয়েছে উৎসব মুখর পরিবেশে, সামনে প্রতীক বরাদ্দ,ভোটের মাঠে প্রার্থীরা,যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে নিজের জন্য চাইছেন ভোট। চলছে জনপ্রিয়তার লড়াই।

সভাপতি পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ৩ জন, আলহাজ্ব শাহ্ আলম গাজী টেনু, জাহাঙ্গীর আলম, এবং হাজী মনির হোসেন।

গত ৩০ শে জূলাই রাতে সভাপতি পদপ্রার্থী আলহাজ্ব শাহ আলম গাজী টেনু ডেলী বর্তমান দেশ বাংলাকে জানান আমি এবং জাহাঙ্গীর দুজনেই সভাপতি পদে মনোনয়নপত্র দাখিল করেছি তবে জাহাঙ্গীর আলম ও আমার মধ্যে অত্যান্ত সুসম্পর্ক থাকায় মানবিক বিবেচনায় নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন এবং আমাকে দোয়া ও সমর্থন দিয়েছেন জাহাঙ্গীরের দোয়া ও সমর্থন নিয়েই নির্বাচনের মাঠে থাকব ইনশাআল্লাহ।

৩১ শে জূলাই জাহাঙ্গীরের দোয়া নিয়ে নির্বাচনের মাঠে নামছে টেনু শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রকাশিত প্রতিবেদনটি জাহাঙ্গীরের দৃষ্টি গোচর হলে  পহেলা আগস্ট দুপুরে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর বিষয়টি অস্বীকার করে নির্বাচনে অণড় এবং শেষ পর্যন্ত থাকবেন বলে সাংবাদিকদের জানান জাহাঙ্গীর আলম।

এই বিষয়ে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ কর্মীকে বিভ্রান্তি করার কারণ জানতে চাইলে আলহাজ্ব শাহআলম গাজী টেনু বলেন  স্থানীয় আওয়ামীলীগ নেতা কর্মীদের ও  পাগলা বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির কয়েকজন কমিটির সদস্য ও কয়েকজন সাধারণ ভোটারদের উপস্থিতিতে এই সিদ্ধান্ত হয়েছিল কিন্তু এখন তিনি সিদ্ধান্ত পাল্টিয়ে নির্বাচন করবেন বলে জানিয়েছেন।

এই বিষয়ে জাহাঙ্গীর আলম বলেন তারা আমার কাছে এসেছিলো কথাও বলেছেন কিন্তু আমি তাদেরকে বলছি আপনারা আমার একটা দোষ দেখান যে কারণে আমাকে নির্বাচন থেকে সরে যেতে হবে। আমি তাদেরকে এমন কোন কথা বলিনি যে আমি নির্বাচন করবনা বা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি। যদি তারা এমন কিছু বলে তাহলে ভুল বলেছেন । আমি মনোনয়নপত্র দাখিল করেছি নির্বাচন করব এবং শেষ পর্যন্ত থাকব ইনশাআল্লাহ। 

তিনি আরো বলেন আমি পাগলা বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির প্রতিষ্ঠাতা সদস্য এবং বর্তমান সভাপতি আমি সবসময় ব্যবসায়ীদের উন্নয়নে কাজ করেছি আমার অসমাপ্ত কাজ গুলো সমাপ্ত করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পুনরায় আমাকে নির্বাচিত করবেন আমি বিপুল ভোটে নির্বাচিত হব ইনশাল্লাহ।


আরও খবর



রাতে দেশের পথে রওনা হবেন প্রধানমন্ত্রী

প্রকাশিত:মঙ্গলবার ০৩ অক্টোবর ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ০৩ অক্টোবর ২০২৩ | জন দেখেছেন

Image

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে ১৬ দিনের সরকারি সফর শেষে আজ মঙ্গলবার (৩ অক্টোবর) লন্ডন থেকে ঢাকার পথে রওনা হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বাণিজ্যিক ফ্লাইট (বিজি-২০৮) রাত ৮টা ৩৫ মিনিটে (লন্ডন সময়) লন্ডন হিথ্রো বিমানবন্দর থেকে ছেড়ে আসবে।

যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানাবেন। ফ্লাইটটি ৪ অক্টোবর (বাংলাদেশ সময়) বেলা সাড়ে ১২টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। 

প্রধানমন্ত্রী গত ৩০ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি থেকে ব্রিটিশ এয়ারওয়েজর একটি বিমানযোগে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে পৌঁছান।

লন্ডনে শেখ হাসিনাকে বাংলাদেশি সম্প্রদায়ের দ্বারা একটি সংবর্ধনা দেওয়া হয়েছিল। যুক্তরাজ্যে বাংলাদেশ বিষয়ক এপিপিজি-এর চেয়ার ও রোহিঙ্গা এবং বিনিয়োগ ও ক্ষুদ্র ব্যবসা বিষয়ক ছায়ামন্ত্রী ড. রুশনারা আলী এমপির নেতৃত্বে অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের (এপিপিজি) একটি প্রতিনিধিদলেরসহ কয়েকজন বিশিষ্টজনের সঙ্গে কয়েকটি সৌজন্য সাক্ষাৎ করেন ২ অক্টোবর।

১৭ থেকে ২৯ সেপ্টেম্বর নিউইয়র্ক ও ওয়াশিংটন ডিসিতে অবস্থানকালে প্রধানমন্ত্রী ৭৮তম জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশন এবং অন্যান্য উচ্চ-পর্যায়ের পক্ষ ও দ্বিপাক্ষিক অনুষ্ঠানে যোগ দেন এবং বাংলাদেশি প্রবাসীদের দেওয়া সংবর্ধনায় যোগ দেন। যুক্তরাষ্ট্র এবং ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাস পরিদর্শন করেছেন। সূত্র: বাসস


আরও খবর



পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

প্রকাশিত:বুধবার ০৬ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:সোমবার ০২ অক্টোবর 2০২3 | ৭৪জন দেখেছেন

Image

এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচে গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। একদিন আগেই পাকিস্তান একাদশ ঘোষণা করলেও একাদশ ঘোষণা করতে কিছুটা বেগ পোহাতে হবে বাংলাদেশের। 

আফগানিস্তানের বিপক্ষে সেঞ্চুরিয়ান নাজমুল হোসেন শান্ত ছিটকে গেছেন। তবে সুস্থ হয়ে দলে ফিরেছেন ওপেনার লিটন দাস। এ ছাড়া তিন পেসার নাকি পাকিস্তানের মতো চার পেসার নিয়ে খেলবে বাংলাদেশ, সেটিও এখন আলোচনায়। 

পাকিস্তান গ্রুপ পর্বে দুই ম্যাচ একই একাদশ নিয়ে খেলেছে। বাংলাদেশের বিপক্ষে এক পরিবর্তন নিয়ে একাদশ ঘোষণা করেছে দলটি। এতে স্পিন অলরাউন্ডার মোহাম্মদ নেওয়াজকে বাদ দিয়ে একাদশে নেওয়া হয়েছে পেস ওলরাউন্ডার ফাহিম আশরাফকে।

এদিকে বাংলাদেশের সম্ভাব্য একাদশ প্রকাশ করেছে ক্রিকবাজ। সেখানে জায়গা পেয়েছে নাইম শেখ, সুস্থ হয়ে দলে ফেরা ওপেনার লিটন কুমার দাস, অধিনায়ক সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, শামীম পাটোয়ারী, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও শরীফুল ইসলাম।


আরও খবর

তামিমকে নিয়ে যা বললেন মাশরাফি

রবিবার ০১ অক্টোবর ২০২৩




তুরস্কে বোমা হামলার ঘটনায় গ্রেফতার ৬৭

প্রকাশিত:মঙ্গলবার ০৩ অক্টোবর ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ০৩ অক্টোবর ২০২৩ | জন দেখেছেন

Image

তুরস্কের রাজধানী আঙ্কারায় আত্মঘাতী বোমা হামলার দুই দিন পর কুর্দি যোদ্ধাদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে অন্তত ৬৭ জনকে আটক করেছে তুর্কি পুলিশ।

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়ারলিকায়া বলেছেন, নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) 'গোয়েন্দা কাঠামোর' অংশ সন্দেহে তুরস্কের ১৬টি প্রদেশে অভিযান চালিয়ে ৫৫ জনকে আটক করেছে পুলিশ।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ ইয়ারলিকায়া লিখেছেন, পাঁচটি প্রদেশে পৃথক অভিযানে আরও অন্তত ১২ জন সন্দেহভাজন পিকেকে সদস্যকে আটক করা হয়েছে। প্রায় ১৩ হাজার ৪০০ নিরাপত্তা কর্মী এই অভিযানে অংশ নিয়েছিলেন বলেও জানান মন্ত্রী।

তুরস্কের রাজধানী আঙ্কারায় গত রবিবার সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভবনের সামনে আত্মঘাতী বোমা হামলা হয়। এর দায় স্বীকার করে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে)। এই ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ বলে উল্লেখ করে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখায় আঙ্কারা। তুরস্কের পক্ষ থেকে ঘটনার দিনই ইরাকের উত্তরাঞ্চলে বিমান হামলা চালিয়ে পিকেকের স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।


আরও খবর



উপনির্বাচনে আ. লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু সোমবার

প্রকাশিত:রবিবার ১০ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ০৩ অক্টোবর ২০২৩ | ৬৬জন দেখেছেন

Image

নিজস্ব প্রতিবেদক : নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু হবে সোমবার (১১ সেপ্টেম্বর) থেকে।

রোববার (১০ সেপ্টেম্বর) সকালে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নাটোর-৪ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে আগ্রহী প্রার্থীরা ১১ থেকে ১২ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন।

প্রার্থীদের আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে হবে।

প্রসঙ্গত, সংসদ সদস্য ও নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুসের মৃত্যুতে নাটোর-৪ আসন শূন্য হয়। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আগামী ১১ অক্টোবর শূন্য এ আসনে ভোটগ্রহণ হবে।


আরও খবর



আসনভিত্তিক ভোটার তালিকা ২ নভেম্বর চূড়ান্ত করবে ইসি

প্রকাশিত:মঙ্গলবার ১২ সেপ্টেম্বর ২০২৩ | হালনাগাদ:মঙ্গলবার ০৩ অক্টোবর ২০২৩ | ৫৩জন দেখেছেন

Image

জ্যেষ্ঠ প্রতিবেদক : জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি চলছে পুরোদমে। এবার এই প্রস্তুতির অংশ হিসেবেই ৩০০ আসনের ভোটার তালিকা চূড়ান্ত করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে আগামী ২ নভেম্বর চূড়ান্ত করা হবে আসনভিত্তিক ভোটার তালিকার সিডি। ভোটার তালিকা চূড়ান্তের পরেই ঘোষণা করা হবে জাতীয় নির্বাচনের তফসিল।

ইসি সূত্রগুলো জানিয়েছে, মাঠ কর্মকর্তাদের ইতিমধ্যে তরুণ ভোটারদের অন্তর্ভুক্ত করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া যারা ভোটার এলাকা পরিবর্তন করবেন তাদেরও আবেদন করার সুযোগ দিয়েছে সংস্থাটি। এক্ষেত্রে আগামী ১৪ সেপ্টেম্বর শেষ সময় নির্ধারণ করা হয়েছে। এদিকে এই কার্যক্রম সম্পন্ন হওয়ার পরপরই মাঠ কর্মকর্তাদের ভোটার তালিকা চূড়ান্ত করার কাজে হাত দেওয়ার জন্য বলা হয়েছে। ইতিমধ্যে এ সংক্রান্ত নির্দেশনাও পাঠানো হয়েছে কর্মকর্তাদের।

ইসির নির্বাচন সহায়তা শাখার সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরীর পাঠানো ওই নির্দেশনায় বলা হয়েছে, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ থেকে উপজেলা বা থানা ভিত্তিক ভোটার তালিকা যাচাই-বাছাই করার জন্য পাঠানো হবে আগামী ২৮ সেপ্টেম্বর। এরপর উপজেলা বা থানা ভিত্তিক ছবিসহ ও ছবি ছাড়া ভোটার তালিকা নির্বাচনী কাজে ব্যবহারের জন্য মাঠপর্যায়ে পাঠানো হবে আগামী ২৮ অক্টোবর। সবশেষে ৩০০টি নির্বাচনী এলাকার জন্য হালনাগাদ ছবি ছাড়া ভোটার তালিকার সিডি প্রস্তুত করা হবে ২ নভেম্বর।

কর্মকর্তারা জানিয়েছেন, ছবি ছাড়া ভোটার তালিকার সিডি প্রার্থীদের কাছে সরবরাহ করা হয়। এক্ষেত্রে একটি অঙ্কের টাকা পরিশোধ করে আসনভিত্তিক ওই সিডি গ্রহণ করেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। যেই সিডির ভিত্তিতেই প্রার্থীরা জানতে পারবেন কে তার ভোটার।

গত ১৬ আগস্ট ভোটকেন্দ্রের খসড়া প্রকাশ করেছে নির্বাচন আয়োজনকারী সংস্থাটি। সেই তালিকার ওপর দাবি-আপত্তি জানাতে সময় দেওয়া হয়েছে ৩১ আগস্ট পর্যন্ত। দাবি-আপত্তি শুনানি শেষে তা নিষ্পত্তির শেষ সময় ১৭ সেপ্টেম্বর। আর ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ২৪ সেপ্টেম্বর।

সর্বশেষ ২০২২ সালের হালনাগাদ অনুযায়ী দেশে ভোটার সংখ্যা ১১ কোটি ৯১ লাখ ৫১ হাজার ৪৪০ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪লাখ ৪৫ হাজার ৭২৪ জন। আর নারী ভোটার ৫ কোটি ৮৭ লাখ ৪ হাজার ৮৭৯ জন। এছাড়া হিজড়া ভোটার রয়েছেন ৮৩৭ জন। তরুণ ভোটারদের অন্তর্ভুক্ত করার সুযোগ সৃষ্টি করায় এই সংখ্যা আরও বাড়তে পারে। যা জানা যাবে আগামী ১৪ সেপ্টেম্বর।

খসড়া তালিকা অনুযায়ী, এবার ৪২ হাজার ৪০০ টির মতো ভোটকেন্দ্র হতে পারে। আর ভোটকক্ষ হতে পারে দুই লাখ ৬১ হাজার ৫০০ টি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ভোট ছিল ১০ কোটি ৪২ লাখ। সে সময় সম্ভাব্য ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছিল ৪০ হাজার ৬৫৭টি। এর মধ্যে যাচাই বাছাই শেষে ৪০ হাজার ১৯৯টি কেন্দ্র চূড়ান্ত করা হয়।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল জানিয়েছেন, নভেম্বরের প্রথমার্ধে তফসিলের পর আগামী ডিসেম্বরের শেষ অথবা জানুয়ারি প্রথম সপ্তাহে ভোটগ্রহণ করা হবে।


আরও খবর